গরম কালে গাছে পানি দেয়ার সঠিক নিয়ম | গাছের টবে পানি দেওয়ার সঠিক পরিমাণ ও সঠিক সময়

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 87

  • @IsmailHossain-fh1to
    @IsmailHossain-fh1to 2 года назад +1

    নতুন পদ্ধতি জানতে পেরেছি।

  • @আব্দুল্লাহআলমামুন-খ২য

    ধন্যবাদ ভাই,,

  • @rannaghorbyluna5968
    @rannaghorbyluna5968 8 месяцев назад

    ধন‍্যবাদ❤

  • @ashmitachakraborty2524
    @ashmitachakraborty2524 Месяц назад +1

    Kon somoy gache jol dite hy???gache khabar kokhn dite hy borsa kal gorom kal & sit kal......

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Месяц назад

      ডিসেম্বার থেকে ফেব্রুয়ারি বাদ দিয়ে বাকি সব মাসে খাবার দিতে পারেন + পানি সকালে আর বিকালে দিতে পারেন

  • @tuhinafran9848
    @tuhinafran9848 2 года назад +1

    Vai mango gacher pata pura rog nia akta video koiren

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 2 года назад +1

    Bhai Ami sad bagani doya more kul gacher akti video diben

  • @mcetmedia.1317
    @mcetmedia.1317 2 года назад +1

    আপনার ভিডিওগুরো বেশ ভাল লাগে।
    ধন্যবাদ

    • @osmanghani651
      @osmanghani651 8 месяцев назад

      এ গরমে কি টবে চারা লাগানো যাবে?

  • @khondokernuruzzaman2201
    @khondokernuruzzaman2201 2 года назад +3

    Vai সকাল কয়টা থেকে কয়টার মধ্যে পানি দেওয়ার নিয়ম.জানাবেন please

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      সকালে রোদ ভালোভাবে উঠার আগেই খরপুর পানি দিন।

  • @shirinislam4039
    @shirinislam4039 2 года назад +1

    amr 2 fiter dram a peara gas lagiyechi...ki poriman jol dite hobe plz janaben

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      প্রতি দিন সকালে পানি দিবেন। যতটা মাটি শোষন করে। যখন দেখবেন মাটিতে আর পানি টানছে না, বেধে যাচ্ছে তখন আর দিবেন না

  • @Sumona-s2d
    @Sumona-s2d 2 месяца назад +1

    স্যার দিনের কোন সময়ে গাছে সার দিতে হয়? সকালে নাকি বিকালে?

  • @SheikhHabiba-e8x
    @SheikhHabiba-e8x Месяц назад +1

    আচ্ছা মরিচ অথবা বেগুন গাছে ফুল আসার পর কি রাসায়নিক সার প্রয়োগ করা যাবে???

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Месяц назад +1

      TSP + MOP + Boron

    • @SheikhHabiba-e8x
      @SheikhHabiba-e8x Месяц назад

      @@gardeningbaiscope2170 ফুলসহ মরিচ গাছ কিনে এনেছি..এখন ২,৩ দিন পরেই কি এই সারগুলো দিতে পারবো???কতদিন পর দিবো???

  • @tahminaakterlima6514
    @tahminaakterlima6514 2 года назад +1

    ভাই আপনার চাদ বাগানের প্রতিটি গাছ একটা একটা করে একটি ভিডিও করে দেখান।

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      সকল গাছেরি ভিডিও রয়েছে মোট ৬৫৫ টা ভিডিও দেখুন চ্যানেল থেকে

  • @faridahmed4990
    @faridahmed4990 Год назад +1

    আসসালামুয়ালাইকুম সজীব ভাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমার কাছে একটি 14 ইঞ্চি মাটির টব আছে এবং 19 ইঞ্চি স্টিলের Drum আছে আমি একটি কাটিমন জাতের আমের চারা লাগাতে চাই চারাটি 5 থেকে সাড়ে 5 ফুট হবে আমাকে দয়া করে জানাবেন 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি মাটির টবে দিলে ভালো হবে নাকি 19 ইঞ্চি স্টিলের ড্রামে দিব দয়া করে জানাবেন ধন্যবাদ

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Год назад +1

      অলাইকুমুস-সালাম। এতো ছোট টবে আম গাছ ভালো হবে না। যত বড় টব দেওয়া যাই। হাফ ড্রাম হলে বেশি ভালো হয়

  • @rupaliroy357
    @rupaliroy357 2 года назад +1

    আমার বাগানে খুব জালাচ্ছে মিলিবাগ

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +2

      মিষ্টির নেট আছে না প্রথমে যতটা সম্ভব নেট দিয়ে চেপে চেপে মেরে ফেলুন তারপর সাবান/স্যামপু গুলায়ে স্প্রে করুন

    • @rupaliroy357
      @rupaliroy357 2 года назад +1

      @@gardeningbaiscope2170 ধন্যবাদ🙏

  • @thouhidurrahman191
    @thouhidurrahman191 Месяц назад +1

    আমি যদি সকালে গাছ লাগাই গাছ কি হবে

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Месяц назад +1

      গাছ বিকালে লাগানো ভালো, অনেক সময় শিকর ছিড়ে গেলে রোদে গাছ দুর্বল হয়ে যাই,

  • @aditmilon434
    @aditmilon434 2 года назад +1

    Amar malta gace 30 litter drame lagano ace kintu pata gulo neatie thake sara din er jonno ki kora jai.

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +1

      সকাল বেলা বেশি করে পানি দিবেন + সুখনা খড় ড্রামের মাটির উপর দিবেন তাহলে গাছ এমন হবে না। + রোদের হাত থেকে ড্রামকে বাচাতে পাটের বস্তা দিন যেমনটা আমার ড্রামে দিয়েছি দেখুন

    • @aditmilon434
      @aditmilon434 2 года назад +1

      Pani ki regular sokale dite hobe na ki 2 ak din por por

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      সেটা টব বা ড্রামের সাইজ + কতোটা রোদ ছাদে লাগে তার উপর নির্ভর করবে। অল্প করে রোজ সকালে দিলে ভালো এখন তো গরম কাল

  • @প্রতিবাদীকন্ঠ-গ২প

    ভাই আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি এবং সে টিপস গুলো প্রয়োগ করে উপকৃত হয়েছি।
    প্রশ্নঃ
    ছাদ/টবে ছাড়া সাধারণভাবে মাটিতে লাগানো গাছেও কি সকালেই পানি দিতে হবে নাকি বিকেলে দিলেই চলবে...?

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +1

      মাটির গাছে পানি সকাল বিকাল যে কোন সময় দিতে পারেন সমস্যা নেই তবে ভালো হয় সকালে দিলে

    • @sakilahamed1413
      @sakilahamed1413 2 года назад +1

      ভাই একটি কথা জানার ছিল

    • @প্রতিবাদীকন্ঠ-গ২প
      @প্রতিবাদীকন্ঠ-গ২প 2 года назад +1

      @@gardeningbaiscope2170
      ভাই💕ধন্যবাদ আপনাকে...

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      বলুন

  • @sayemhossain5430
    @sayemhossain5430 Год назад +1

    ড্রামের মাটিতে গ্যাস হলে কি পাতা পুড়ে যায়?

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Год назад +1

      গাছের মাটিতে পটাসের অভাব+অতিরিক্ত রোদে গাছের শিকর ঝলসে যাওয়া + মাটিতে গ্যাস হওয়া + অতিরিক্ত সার দেওয়া সকল কারনেই হয়। তাই কুইক পটাস ব্যবহার করতে হবে। ৭৫-১০০ টাকার মধ্যে হয়ে যাবে। স্প্রে করবেন কুইক পটাস

  • @binumojarbinodon5455
    @binumojarbinodon5455 Год назад +1

    মরাঠি র গাছেউ কি সকালে দেব

  • @farazahmedjony6750
    @farazahmedjony6750 2 года назад +1

    ওয়ালাইকুমু আসসালাম
    এক লিটার পানিতে কয় ফোঁটা ফ্লোরা দেব?

  • @sumoncomputer4425
    @sumoncomputer4425 Год назад +1

    আমার মালতা গাছের একটা একটা করে ডাল মরে যাচ্ছে,এখন কি করবো

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Год назад

      ড্রাই ব্যাক সমস্যা। এ বছর অনাবৃষ্টির কারণে এই সমস্যাটা সকলের কাছেই কম বেশি হচ্ছে। শুকনা ডালগুলো ছাঁটাই করুন এবং ছত্রাক নাশক ব্যবহার করুন

    • @sumoncomputer4425
      @sumoncomputer4425 Год назад

      tnx

  • @rajtonu25sep13
    @rajtonu25sep13 9 месяцев назад +1

    রাতে দেয়া যাবে??

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  9 месяцев назад

      রাত ৯ টার পরে দিবেন তাহলে

  • @SheikhHabiba-e8x
    @SheikhHabiba-e8x Месяц назад +1

    সকাল কয়টায় পানি দিবো??

  • @faridahmed4990
    @faridahmed4990 2 года назад +1

    আসসালামুয়ালাইকুম আশা করি ভাল আছেন আমার কাগজি লেবু গাছ শীতের আগে প্রুনিং করে দিয়েছিলাম নতুন পাতা আসছে সেইসাথে অল্পকিছু ফুল্ল ছিল আমি ফুল গুলি আসার আগে থেকেই মিরাকুলান স্প্রে করেছি মোট চারবার এতে করে ফুলগুলি পড়ে গিয়েছে এখন ফুল আনার জন্য আমি কি করতে পারি দয়া করে জানাবেন অর্থাৎ আমি ফুল আসার আগেই মিরাকুলান স্প্রে করেছিলাম এখন শুধু নতুন পাতা এসেছে কোন ফুল আসছে না এর সমাধান কি দয়া করে জানাবেন ধন্যবাদ

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +1

      অলাইকুমুস-সালাম। ৪ বার স্প্রে করেছেন কতদিন পর পর। ২০ দিন পর পন স্প্রে করবেন। এখন আর স্প্রে করবেন না। লেবু গাছ তো কিছুদিন পর আবার ফুল আসবে। ফুল থেকে ফলে পরিনতো হবার পর মিরাকুলান দিবেন আগে দিবেন না আর

  • @shawonafrin7962
    @shawonafrin7962 2 года назад +1

    Rate pani deoa jabeki gace?

  • @mdmohim1618
    @mdmohim1618 Год назад +1

    বাই আমিত রাএে পিরি হই রাএে পানি দিলে কোন সমস্যা হই

  • @md.mojiburrahman3547
    @md.mojiburrahman3547 2 года назад +1

    আসসালামু আলাইকুম। ভাই আমার আম গাছের পুড়া পাতা গুলো ঝরে যাবার পর নতুন পাতা বের হয়েছে কিন্তু সেই পাতা গুলো ও কিছুটা বড় হবার পর আবার ও পাতা পুড়ে যাচ্ছে এখন কি করবো।

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      অলাইকুমুস-সালাম। গাটা যে টবে লাগানো সেখানে কি খুব রোদ লাগে টব/ড্রাম অতিরিক্ত গরম হলে শিকর ঝলসে যাই এমন হয়। অতিরিক্ত রাসাইনিক সার দিয়ে ফেললে এমন হয়। ড্রামে পাটের বস্তা দিন

  • @ShibaKairi01
    @ShibaKairi01 Год назад

    Matite gachh lagale kokhon jal dite hoi

  • @fahimgazi44
    @fahimgazi44 2 года назад +1

    ভাই কিছু দিন ধরে একটা নাসারিতে কাজ করি সেখানে প্রতিদিন দুপুরে গাছে পানি দেয় কোন সমস্যা তো হশ না

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      ভাই নার্সারিতে গাছ থাকে মাটির উপরে + অরেক গাছ একসাথে থাকে টবের মাটি ঠান্ডাই থাকে। কিন্তু ছাদে যে গাছ লাগানো হয় টব/ড্রামে রোদ লাগলে মাটি প্রচুর গরম হয়ে যাই। পানি দিলে সমস্যা হয় গাছের

    • @fahimgazi44
      @fahimgazi44 2 года назад +1

      এবার বুঝতে পারছি ভাই

  • @alokeshmondal5055
    @alokeshmondal5055 2 года назад +1

    দাদা নাশপাতি গাছে পাতা পুড়ে যাচ্ছে কি করব

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      টব/ড্রামকে অতিরিক্ত রোড়ের হাত থেকে বাচান + সকালে পানি দিবেন বিকালে না + অতিরিক্ত সার দিবেন না + কিটনাষক স্পে অতিরিক্ত করবেন না

  • @raiyanrahaman2565
    @raiyanrahaman2565 2 года назад +1

    আমি রাত ১১ টার পরে পানি দেই হাফ ড্রামে।এটা কি ভালো নাকি প্রব্লেম হবে?????

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +1

      রাত ১১ টার দিকে যে কোন একটা টবের মাটি হালকা সরাবেন। ৫/৭ ইন্চি খরবেন তারপর একমুঠো মাটি হাতের মুঠোয় নিয়ে দেখবেন। কেমন ভাব উঠছে নাকি ঠান্ডা হয়ে গেছে। তবে সবচেয়ে ভালো হয় যদি সুযোগ থাকে প্রতিদিন সকালে ভরপুর পানি দেওয়া। সন্ধার পর গাছ আবারো সতেজ হতে শুরু করে পানি ছাড়াই

    • @raiyanrahaman2565
      @raiyanrahaman2565 2 года назад +1

      @@gardeningbaiscope2170 thank you ❤️

  • @hafzamasum6971
    @hafzamasum6971 2 года назад +2

    যারা সকালে পানি দিতে পারবেনা তারা কি করবে?

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад +1

      যদি সকালে দিতে না পরে এবং সেটা নিয়মিত হয়ে যাই তাহলে তারা একটু রাতে দিবে ৮ টার পর দিকে মাটি একটু ঠান্ডা হলে

    • @hafzamasum6971
      @hafzamasum6971 2 года назад +1

      @@gardeningbaiscope2170 ধন্যবাদ ভাইয়া, নিয়মিত বিকেলে দেই সকালে পানি দেয়া হয়না, আমার আরেকটা সমস্যা হচ্ছে লেবু গাছের পাতা বারবার হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে আর নতুন কচি পাতা হলে তারমধ্যে সাদা আঠালো একধরনের ছত্রাক আক্রমণ করে এরকম বারবারই হচ্ছে, আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি এবং নিম তেল স্প্রে করি এরপরো সমস্যা রয়ে যাচ্ছে এর উপায় কি?

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  2 года назад

      রোদে গাছের শিকর ঝলসে গেলে গাছ নিজেকে বাচাতেই হিমসিম খাচ্ঝে। টব পাটের বস্তা দিয়ে ঢাকুন + সকালে পানি দিন। নিজে না পারলে কাওবে বলুন। বিকালে পানি দিবেন না তাহলে সমস্যা অটো ঠিক হতে থাকবে

    • @marjanmim9469
      @marjanmim9469 Год назад

      আসসালামু আলাইকুম আমার বেলকনিতে সকালের দিকেই রোদ আসে ১২ টার পর আর রোদ পায়না মাটি ভেযা থাকে সে ক্ষেত্রে আমি কি দৈনিক পানি দেব নাকি একদিন পর একদিন পানি দিব ভোর পানি দিতে পারি না আমি দৈনিক সন্ধ্যার পর পানি দিয়ে থাকি এখন আমার করনীয় কি?

  • @thebeautifullifeinalqurana8933
    @thebeautifullifeinalqurana8933 2 года назад +1

    বিসমিল্লাহির রহমানি রাহীম।আসসালমু আলাইকুম,প্রিয় শ্রোতা আল্লাহর পবিত্র আল কোরআনের তেলাওয়াত শ্তনা ও অন‍্যকে শ্তনতে সাহায্য করা নেক আমল ও সত্যিই ভালো কাজ, পৃথিবীর সকল মানুষের কাছে আমার আহবান একবার হলেও আল কোরআন অর্থসহ শোনোন। শোনা অবশ‍্যক(জরুরী)the beautiful life in al quran আল্লাহ্ আমাদের কোরআনের অনুবাদ বা অর্থ বোঝার ও মেনে চলার তফিক দিন। লাইক কমেন্ট ও শেয়ার, SUBSCRIBE করে পাশে থাকবেন,এবং Keep us in your prayers.( নামাজ প্রতিষ্টা করবেন

  • @SheikhHabiba-e8x
    @SheikhHabiba-e8x Месяц назад +1

    সকালে কয়টার সময় পানি দিবো???

    • @gardeningbaiscope2170
      @gardeningbaiscope2170  Месяц назад

      একটু রোদ উঠলে দিলে ভালো হয় শীতকাল তো

  • @SheikhHabiba-e8x
    @SheikhHabiba-e8x Месяц назад +1

    সকাল ৬ টায় পানি দেওয়া যাবে?