চিত্রসহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার সঠিক নিয়ম শিখুন | নামাজ পড়ার সঠিক নিয়ম | namaj porar niom

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • চিত্রসহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার সঠিক নিয়ম শিখুন | নামাজ পড়ার সঠিক নিয়ম | namaz porar niom
    নামাজ পড়ার নিয়ম (নিয়ত, তাসবীহ, রুকু, সিজদা ইত্যাদি) ইসলামের মৌলিক উপাসনাপদ্ধতির মধ্যে অন্যতম। এখানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সাধারণ নিয়ম বর্ণনা করা হলো:
    ১. নিয়ত (Niyyat)
    নামাজ শুরু করার আগে অন্তরে পাকা মনে করুন কোন নামাজ পড়তে যাচ্ছেন (ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বা সুন্নত/নফল ইত্যাদি)। মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই।
    ২. তাকবির (Takbir)
    নিয়তের পর “আল্লাহু আকবার” বলে দুই হাত কান পর্যন্ত উঠিয়ে নামাজ শুরু করতে হবে এবং বুকের উপর হাত বাঁধতে হবে।
    পুরুষরা: ডান হাত বাম হাতের উপর রেখে বুকের নীচে বা পেটের উপর রাখবেন।
    মহিলারা: ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখবেন।
    ৩. সানা (Sana)
    এরপর সানা পড়া হয়:
    *سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ*
    (উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তা'আলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গইরুকা।)
    ৪. সূরা ফাতিহা (Surah Al-Fatiha)
    সানা শেষ করার পর সূরা ফাতিহা পড়বেন:
    *الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ... إلى آخره*
    (উচ্চারণ: আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন... ইত্যাদি)
    ৫. কিরাত (Qira'at)
    সূরা ফাতিহার পরে কুরআনের অন্য যে কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করবেন। উদাহরণ হিসেবে সূরা ইখলাস পড়তে পারেন:
    *قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ... إلى آخره*
    ৬. রুকু (Ruku)
    কিরাত শেষে “আল্লাহু আকবার” বলে রুকুতে যাবেন (কোমর ৯০ ডিগ্রিতে ঝুকিয়ে হাত দুটি হাঁটুতে রেখে দাঁড়াবেন) এবং তিনবার বলবেন:
    *سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ*
    ৭. কিয়াম (Qiyam)
    রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন:
    *سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ*
    তারপর বলবেন:
    *رَبَّنَا وَلَكَ الْحَمْدُ*
    ৮. সিজদা (Sajda)
    এরপর “আল্লাহু আকবার” বলে মাটিতে সিজদায় যাবেন এবং তিনবার বলবেন:
    *سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى*
    ৯. দ্বিতীয় রাকাত (Second Rak'ah)
    একইভাবে দ্বিতীয় রাকাতও পড়বেন। দ্বিতীয় রাকাতের শেষে তাশাহুদ পড়বেন:
    *التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ... إلى آخره*
    ১০. সালাম (Salam)
    সব রাকাত শেষ হলে, ডান এবং বাম দিকে "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ" বলে নামাজ শেষ করবেন।
    এই হচ্ছে নামাজ পড়ার সাধারণ নিয়ম।
    নামাজ পড়ার সঠিক নিয়ম,মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম,নামাজ পড়ার নিয়ম,মেয়েদের নামাজের সঠিক নিয়ম,নামাজ শিক্ষা,সঠিক নামাজ শিক্ষা,নামাজ,মেয়েদের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুন,নামাজ আদায় করার নিয়মnamaz porar niom,namaj porar niom,tahajjud namaz porar niom,namaz,kaja namaj porar niom,namaj porar niom bangla,namaj porar niyom,namazer niom bangla,johar namaz porar niom,fajr namaz porar niom,beter namaz porar niom,bitor namaz porar niom,fajar namaz porar niom,namaz porar niyom,better namaz porar niom,asorer namaz porar niom,biter er namaz porar niom,meyeder namaz porar niom,narider namaz porar niom
    #SokalSondharDoaAmol
    #namaz

Комментарии •