শাজাহানের বেডরুম, যেন স্বর্ণে মোড়ানো প্রাসাদ | শিশমহলটাও দেখার মতো Shish Mahal | Glass Palace Agra

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2022
  • সম্রাট শাজাহানের তাজমল সম্পর্কে আমরা কমবেশি অনেকেই জানি। কিন্তু তিনি যে কক্ষে ঘুমাতেন, অর্থ্যাৎ শাজাহানের বেডরুম কতটা বিলাশবহুল ছিল-তা কি আমরা জানি?
    এই ভিডিওতে আমি আপনাদের দেখুন অরজিনাল স্বর্ণ দিয়ে মোড়ানো শাজাহানের সেই বিলাশবহুল শয়নকক্ষ এবং রাজকীয় গোসলখানা শিশমহলসহ অনেক কিছু।
    আরও দেখুন- তাজমহলের অদেখা অধ্যায় • Taj Mahal India | Vis...
    ঐতিহাসিক বাবরি মসজিদ: • ঐতিহাসিক বাবরি মসজিদ |...
    সম্রাট শাজাহান যেখানে বন্দী ছিলেন: • হতভাগ্য সম্রাট শাজাহান...
    দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া: • Hazrat Khwaja Nizamudd...
    ৩০০ বছরের পুরানো গহনার গ্রাম ভাকুর্তা, যেখানে ২০ টাকাতেও পাওয়া যায় গহনা • যেখানে দুনিয়ার সবচেয়ে ...
    শুটিংয়ের গ্রাম ভাদুন | যেখানে ভাড়া পাওয়া যায় হাঁস মুরগি ছাগল
    • শুটিংয়ের গ্রাম ভাদুন |...
    যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল | খুঁজে পেলাম ইব্রাহিম লোদীর কবর • এটা সেই জায়গা, যেখানে ...
    .............................................................................................
    ......................................................................
    This channel will be publish only documentaries on Historical places & also share to be travel experience. Try to discover beautiful Bangladesh with remarkable history. Remember, Bengal Discovery is an educational channel. So, please subscribe this channel : / @bengaldiscovery
    ................................................................................................
    .................................................................
    পাকিস্তান হাটে একদিন: • পাকিস্তান হাটে একদিন |...
    নতুন টাকার হাট: • ছেড়া টাকা দিয়ে নতুন টা...
    শতবর্ষী মেরাদিয়া হাট: • শতবর্ষী মেরাদিয়া হাট |...
    কবরের পাশে ৯৪ বছর ধরে অবিরাম চলছে কোরআন তিলাওয়াত • কবরের পাশে ৯৪ বছর ধরে ...
    ২০০ বছর আগে ঢাকার এক কোটিপতির প্রাসাদ রূপলাল হাউজ : • ২০০ বছর আগে ঢাকার এক ক...
    সম্রাট শাজাহানের বেডরুম, যেন স্বর্ণে মোড়ানো প্রাসাদ | শিশমহলটাও দেখার মতো

Комментарии • 1,4 тыс.

  • @maakbarchowdhury9721
    @maakbarchowdhury9721 Год назад +350

    ১৯৮৫ সালে আমি প্রথমবার গিয়েছিলাম আগ্রা ফোর্টে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের পড়ি। ওই সময়ই ওখানকার গাছ দুটো আজকের এই ভিডিওর মতোই তরতাজা দেখেছিলাম। তখন অবশ্য ফুলবাগানটি ছিল না।
    তাজমহলের চেয়ে আগ্রা ফোর্ট আমাকে বেশি টানে। সেই ভালোলাগা থেকেই কর্মজীবনের এক পর্যায়ে ১৯৯৮ সালে আবারও ভ্রমণ করি আগ্রায়। সেবার অবশ্য আগ্রার পাশাপাশি ফতেপুর সিক্রি, খাজা মঈনউদ্দীন চিশতীর মাজার, জয়পুর এসব স্থানও ভ্রমণ করি। কিন্তু সেবার আগ্রা ফোর্টে এই আঙুর গাছদুটো খুবই জীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। প্রায় মৃত। খুব ভালো করে খেয়াল না করলে কেউ ধরতেই পারবে না যে এটা আঙুর গাছ।
    আমাদের গাইডকে জিজ্ঞাসা করলাম- আঙ্গুর গাছ দুটোর এমন হাল কেন? তিনি আমাদের জানালেন, সূর্যে প্রচন্ড তাপে এই অবস্থা হয়েছে। মুঘল আমলের এই দুটি গাছই এখনও কোনমতে টিকে আছে। তাই খুব চেষ্টা করা হচ্ছে এটাকে বাঁচানোর।
    গাইড আরও জানালো এই গাছ থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। টিস্যু কালচারের মাধ্যমে এর বংশবিস্তারের চেষ্টাও করা হচ্ছে।
    মনেকরুন, ভিডিওটির গাছ দুটো মুঘল আমলের নয়। কিন্তু তাতে কি- মুঘল আমলে এভাবেই এখানে এই গাছগুলো ছিল-এটা কল্পনা করে নিন না। বুঝার জন্য হলেও তো ভিডিওটির কথাগুলো ঠিক আছে। তাই না?
    এমনও তো হতে পারে পরবর্তীতে টিস্যু কালচার করে এই গাছ দুটো করা হয়েছে। অথবা সে সময় গাছ দুটোকে যেভাবে যত্ন নিতে দেখেছিলাম-হয়তো এগুলোই সেই গাছ।
    সেই আমলের আঙ্গুর গাছের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে যদি এমনটা করা হয়-তাহলেও তো আমরা বলতে পারি-এটা সেই আমলের গাছ।
    সবচেয়ে বড় কথা কি জানেন, গাছটি কোন আমলের এটা বিতর্কের বিষয় নয় বরং এই ভিডিওটি দেখে আমাদের চোখ বন্ধ করে কল্পনা করা উচিত মুঘল আমলে এই আঙুরিবাগ বাগনটি কেমন ছিল।
    আরেকটি কথা, আগ্রায় ইচ্ছে করলেই কেউ গাইড হিসেবে কাজ করতে পারে না। যারা গাইড হতে চায় ভারত সরকার তাদের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর তাদেরকে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হয়-এরপর পরীক্ষায় কৃতকার্য হলেই তারা গাইড হিসেবে কাজ করার সুযোগ পায়। এখানকার গাইড নিজ থেকে কোন কথা বানিয়ে বলতে পারে না, তাদের প্রশিক্ষণের সময় যে ইতিহাস শেখানো হয়েছে-সেটাই তারা ট্যুরিস্টদের কাছে বলে। সুতরাং ভারত সরকারের লাইসেন্স ধারী এই গাইডরা যা বলে-তা পুরোপুরি ইতিহাস নির্ভর, সত্য ও বিশ্বাসযোগ্য।
    যাই হোক, এই ছেলেটির ভিডিওটি দেখে আমি বেশ মুগ্ধ। মনে হলো আমি ফিরে গেছি সেই ৩৭ বছর আগে। আমরা বয়স্ক মানুষ, এখানকার জেনারেশন আমার মতামতের তোয়াক্কা হয়তো করবে না। কিন্তু কিছুই করার নাই-যেটা বাস্তব সত্য সেটা তো বলতেই হবে। তাই নয় কি?
    বেঙ্গল ডিসকভারির জন্য শুভ কামনা। উপস্থাপক ছেলেটির ইতিহাস প্রেম, বলার ধরণ, কণ্ঠ সবকিছু অসাধারণ। টেলিভিশনেও এমন ক্রিয়েটিভ পারসন আজকাল দেখাই যায় না।
    শুভ কামনা থাকলো
    এম এ আকবর চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতা

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +10

      Thank you so much sir

    • @nihankabir1910
      @nihankabir1910 Год назад +1

      O

    • @nihankabir1910
      @nihankabir1910 Год назад

      9

    • @kobirahman7429
      @kobirahman7429 Год назад +4

      ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনার লিখনি৷ বাংলাদেশের কোথায় আপনার বাড়ি জানাবেন কি৷ আমিও বাংলাদেশের ঢাকা শহরের মানুষ৷

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +4

      আমার বসবাসও ঢাকায়

  • @kd4065-b3e
    @kd4065-b3e Год назад +202

    পৃথিবীর তাজ মহল এতো সুন্দর। আল্লাহর জান্নাত কতো না সুন্দর হতে পারে।

  • @Mdnahid-uy3hx
    @Mdnahid-uy3hx Год назад +26

    প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহতালাকে আল্লাহ তায়ালার মেহেরবানী তে এখনো বেঁচে আছে দুটি আঙ্গুর গাছ।যেটা দেখার সুভাগ্য হলো আপনার মাধ্যমে, ধন্যবাদ আপনাকে,এতো সুন্দর করে সব কিছুই দেখানোর জন্য, সাথে আপনার সাবলীল উপস্থাপনা,খুব ভালো লাগলো,আশা করছি আগামিতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো।।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +1

      ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন

  • @JMusa
    @JMusa Год назад +114

    আসমান জমিনের সবকিছুর সম্রাট যিনি তিনি সেই মহান আল্লাহর কাছে প্রত্যেককেই ফিরে যেতে হবে।

  • @SaylaChowdhury
    @SaylaChowdhury Год назад +14

    অতন্ত্য প্রাণবন্ত উপস্থাপনা।
    সম্রাট শাজাহান এর স্বর্ণ মোড়ানো বেডরুম, আঙ্গুর গাছ এখন ও বেঁচে আছে দেখে খুব ভালো লাগলো

  • @bigfurfura62
    @bigfurfura62 Год назад +18

    শাহজাহান বাদশা নিঃসন্দেহে ভালো লোক ছিল তাই জন্য আল্লাহপাক উনাকে এখনো মানুষের কাছে সম্মান স্বরূপ রেখে দিয়েছেন যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়

  • @tituhasan9913
    @tituhasan9913 Год назад +84

    পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয় সবাইকে একদিন না একদিন চলে যেতেই হয় তাই আসুন আল্লাহকে স্মরণ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সৎ এবং সঠিক পথে চলি

    • @osthi7153
      @osthi7153 Год назад +1

      Dur bal

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 Год назад

      @@osthi7153
      Ato Shoghonno Vasha Chokotti ra Korto na . Unnoti Hocche .

    • @alordishary2668
      @alordishary2668 Год назад

      তুই এ কথার কি বুঝিস। মুসলমানদের জন‍্য ঠিকই এ কথাটি প্রেরনাদায়ক

    • @moonkmg5892
      @moonkmg5892 Год назад +1

      Amin

    • @moonkmg5892
      @moonkmg5892 Год назад +1

      @@osthi7153 ato itor keno???

  • @mdmukulmia3818
    @mdmukulmia3818 11 месяцев назад +8

    অসাধারণ লাগলো ভাই আপনার ভিডিও

  • @user-lt9jj1su6o
    @user-lt9jj1su6o Год назад +10

    ফিনিশিংটা অসাধারন ছিল।ধন্যবাদ।

  • @faridakhatun7824
    @faridakhatun7824 Год назад +35

    ভারতীয় উপমহাদেশে বাসরত মোঘল আমলের ইতিহাস আপনার জন্য জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুবই ভালো লাগলো। আবারো ধন্যবাদ।

  • @atmmohidurrahman2417
    @atmmohidurrahman2417 Год назад +87

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ মেহেরবানী আংগুর গাছ এখনও বেঁচে আছে।

    • @sudeshnadas2900
      @sudeshnadas2900 Год назад +6

      এই আঙুরগাছ সেই আঙুর গাছ নয়।অনেক পরে লাগান হয়েছে।আমার ছোটবেলায়" আঙুরীবাগে"আঙুর গাছের চিহ্নমাত্র ছিল না।

    • @janatasteelhouse7316
      @janatasteelhouse7316 Год назад +1

      @@sudeshnadas2900 ো

    • @sahabuddinsk7581
      @sahabuddinsk7581 Год назад +1

      সময়ের কী নির্মম পরিহাস

    • @pranjalsinha85
      @pranjalsinha85 Год назад

      কে ভাই আপনি??

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 Год назад

      @@sudeshnadas2900
      Tate Ki Angur er gach to.

  • @atiqueullah2221
    @atiqueullah2221 Год назад +14

    প্রিয় ভাই,,,আপনার উপস্থাপনা,বাচনভঙ্গি, মাশাআল্লাহ অনেক সুন্দর।।
    কন্টেন্টগুলিও অনেক শিক্ষণীয়।

  • @mdrubelmorol1986
    @mdrubelmorol1986 Год назад +16

    আমরা যদি ভোগ বিলাসে পতিত না হইতাম তাহলে আমাদের মুসলিমদের রাজত্ব এখনো টিকে থাকত।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      ধন্যবাদ

    • @Shrinivas3162
      @Shrinivas3162 6 месяцев назад

      আহাগো খুব কষ্ট হচ্ছে

  • @ganeradda1590
    @ganeradda1590 Год назад +14

    ভাইয়া আপানাকে ধন্যবাদ জানাই কারন আপনার মাধ্যমেই আজকে শাহজাহানের এত কিছু দেখার সোভাজ্ঞ হলো।

  • @skkalam5748
    @skkalam5748 Год назад +6

    আপনার পরিবেশনা অনেক সুন্দর মুগ্ধ হয়ে যাই ধন্যবাদ আপনাকে।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      শুভ কামনা আপনার জন্য

  • @Amanullah-ks1gz
    @Amanullah-ks1gz Год назад +13

    এত ক্ষমতায় এত ধন সম্পদ কি লাভ হল ফিরে যেতে হল সব রেখে খালি হাতে মাটির নিচে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আমীন

  • @j.f.f3905
    @j.f.f3905 Год назад +11

    শেষমেষ কথাগুলো এতটাই সত্যি যে শুনে গায়ে কাটা দিয়ে উঠে 🥺😢

  • @zahirulislampolash5038
    @zahirulislampolash5038 Год назад +3

    চমৎকার একটি ডকুমেন্টারি দেখলাম মনে হলো।
    শেষের দিককার কথাগুলো শুনে আবেগতাড়িত হয়ে গেলাম। সত্যিই ইহজগতে আমরা কেউই স্থায়ী নই। যেতেই হবে পরপারে দু’দিন আগে কিংবা পরে।

  • @rakhisk5371
    @rakhisk5371 Год назад +5

    খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে দাদা

  • @towhiduzzaman
    @towhiduzzaman Год назад +22

    দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খোঁজেন ক্ষমা করার জন্য।

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Год назад +7

    সম্রাট শাহজাহানের ইতিহাস সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো ভিডিওটা দারুণ ছিল হইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @bh.roni.13
    @bh.roni.13 Год назад +26

    দুনিয়ার সৌন্দর্যের মৌহে পড়ে আমরা দুনিয়া মুখি হয়ে গেছি😢😔😪

  • @totalnizam2254
    @totalnizam2254 Год назад +18

    আপনার ভয়েজ খুব সুন্দর। কথা গুলা heart touching...❤
    আসলেই একদিন সবাইকে চলে যেতে হবে, মায়াবী দুনিয়া ছেড়ে।
    1
    vidIQ badge

  • @ayeshasiddika3701
    @ayeshasiddika3701 Год назад +5

    অসাধারণ উপস্থাপন ভাই আপনার।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন

  • @potheprantore3497
    @potheprantore3497 Год назад +12

    আপনার ভয়েজ খুব সুন্দর। সাথে তথ্যবহুল ধারাবিবরণী। শেষের কথা গুলা heart touching...❤️ আসলেই একদিন সবাইকে চলে যেতে হবে, মায়াবী দুনিয়া ছেড়ে। খুব সংক্ষিপ্ত মানব জীবন।

  • @altafsadi1451
    @altafsadi1451 Год назад +24

    জুবায়ের ভাই আপনি আমার একজন প্রিয় মানুষ, আমি ইসলামি ইতিহাস ও মুঘলদের ইস্পত্যি সংস্কৃতির প্রতি অনেক আবেগি থাকি যদি তা হয় সঠিক তথ্য সম্বলিত ইতিহাস। আর আপনাকে আল্লাহ সুস্থ রাখুক যাতে আমাদের জন্য আপনি সঠিক তথ্যবহুল ও ইতিহাস নিয়ে গঠিত আরও নতুন ভিডিও বানাতে পারেন আমিন

  • @MdEbrahim-yh7yc
    @MdEbrahim-yh7yc 18 дней назад +1

    সত্যি অসাধারণ উপস্থাপনা সাথে না জানা কিছু জানতে পারি

  • @mdalommia4727
    @mdalommia4727 Год назад +8

    এই তামাম জাহান সৃষ্টির সম্রাট তিনিই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাহার কাছে এই পৃথিবীর মুল্য একটি মরা মাছির ডানার সমান নয় তিনিই মহান স্রষ্টা আমিন।

  • @nabilnishat3898
    @nabilnishat3898 Год назад +6

    আপনার সব গুলা ভিডিও সত্যি অসাধারণ লাগে ❤️❤️❤️

  • @bahauddin7542
    @bahauddin7542 Год назад +12

    ক্ষমতা চিরস্থায়ী নয়। শুধু চিরস্থায়ী আল্লাহর আইন । আল্লাহর বিধান ।।

  • @himelahmd9077
    @himelahmd9077 Год назад +10

    আর এই বোবা ইমারত গুলো শত বছরের সুখ দুঃখ বেদনা আর যন্ত্রণার নানান স্মৃতির নিরব সাক্ষী হয়ে আগামী প্রজন্মকে জানান দিচ্ছে একদিন আমারও যৌবন ছিল শক্তি ছিল, ছিল ক্ষমতা ❤️❤️

  • @sultanarajia199
    @sultanarajia199 10 месяцев назад +4

    শিশ মহলটা চোখ জোরানোর মতো। এতো সুন্দর কারুকার্য করা, আসলেই মনোমুগ্ধকর

  • @Rubel-wk8kt
    @Rubel-wk8kt 9 месяцев назад +3

    স্রিতির গালে এক ফোটা চোখের জল🖤🖤

  • @suvramohonta9755
    @suvramohonta9755 Год назад +9

    সত্যিই এই জীবনটা কিছুই না,পরকালের জীবনই আসল জীবন।। তবুও শাহজাহান আর মোমতাজের শোবার ঘর আর গোসলখানাটা দেখে মুসলিম ভাষায় বলতে ইচ্ছে করছে "" সুবাহান আল্লাহ ""

  • @user-cq3yi4tq3z
    @user-cq3yi4tq3z 5 месяцев назад +1

    VaiyaThanks eto sondor ekta video dewar jonno

  • @pinkykhatun3959
    @pinkykhatun3959 27 дней назад +1

    Khub sundor kore dakhaor jonno Thank Bhai..

  • @fayezbiswash5660
    @fayezbiswash5660 Год назад +3

    চমৎকার ভিডিও এবং উপস্থাপনা💝

  • @user-fu8ol3mj5j
    @user-fu8ol3mj5j 11 месяцев назад +3

    ভাই অনেক ধন্যবাদ আপনাকে ইতিহাস ঐতিহ্য দেখানোর জন্য।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  11 месяцев назад

      ধন্যবাদ আপনাকেও

  • @ayubali8633
    @ayubali8633 4 месяца назад +1

    আলহামদুলিল্লাহ
    বাস্তব চিত্র কতোটা মুগ্ধকর।

  • @user-jp6om5wr2q
    @user-jp6om5wr2q 6 месяцев назад +2

    প্রাসাদটি খবই সুন্দর কিন্তু এত অপচয় করা ঠিক হয়নি। আল্লাহ তায়ালা তাকে মাফ করুক। আমিন

  • @bmmusa5822
    @bmmusa5822 Год назад +38

    ধন্যবাদ আপনাকে কোরআনের পাখি কে সম্মান দেয়ার জন্য

  • @mdrafiq6530
    @mdrafiq6530 Год назад +5

    বইয়ে মোঘল সম্রাটদের ইতিহাস পড়েছি। আপনার ভিডিও টি ও আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার চ্যানেলকে।

  • @shimulshao7031
    @shimulshao7031 Год назад +1

    সত্যি অসাধারণ লাগছে আপনার কথা গুলো মন ছোঁয়ে যাচ্ছে।

  • @ahmedjuwel3251
    @ahmedjuwel3251 Год назад +2

    দেখে খুব ভালো লাগছে শেষ সময় খারাপ লাগছে ।এই কেমন দুনিয়া গো আল্লাহ মানুষের জন্য তৈরি করতো কিন্তু মানুষ দুনিয়াতে বেশি দিন থাকতে পারেনা 😭😭😭😭😭😭

  • @durjoydrohi9517
    @durjoydrohi9517 Год назад +3

    ওহ! সবমিলিয়ে দারুণ! ❤️

  • @mohammadsarware8453
    @mohammadsarware8453 11 месяцев назад +3

    আমি একজন মুসলিম হয়ে ধিক্কার জানাশ বিলাসি জিবন জাপন করার জন্য

    • @bengaldiscovery
      @bengaldiscovery  11 месяцев назад +1

      ধন্যবাদ আপনাকে

  • @HaiderAli-xp4eg
    @HaiderAli-xp4eg Год назад +2

    Allhamdulillaha. Angur gach dekhe amar mon vore gelo.

  • @nasirahamad8088
    @nasirahamad8088 Год назад +1

    অসাধারণ হয়েছে ভাই

  • @md.rezaulkarim8766
    @md.rezaulkarim8766 Год назад +49

    আহারে সম্পদ, কি হবে এতো সম্পদ দিয়ে,,,, যেটা ভোগ করার মতো ১ সময় কেউই থাকে না….তারপরেও মানুষ সম্পদের পাহাড় তৈরী করতে ব্যাস্ত😒🥹

  • @manjarighosh2863
    @manjarighosh2863 Год назад +4

    বেশ আকর্ষণীয় উপস্থাপনা, 2015 সালে ঘুরে এসেছি, অনেক কিছু অসম্পূর্ণ ছিল, আজ মন ভরে উঠল, সেই সঙ্গে বিষন্নতা মনকে ঘিরে ধরল, কত রাজকীয়তা পরিনতি কি!!!!!

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      thank you

    • @morimmolla1348
      @morimmolla1348 Год назад

      আরে বেকুব অযথা টাকা গুলি নষ্ট করছি যেই কালে এই তাজমহলটা করছে এই টাকা দিয়ে যদি মাদ্রাসা করে যেত আজকে ভবিষ্যতে কাজে লাগতো কোন কাজে লাগছে এডি কার টাকা ওর বাপের টাকা দিয়ে করছে তাজমহল করে কি করছে এরকম যে টাকা খরচ করছে বিশটা মাদ্রাসা করা যেত হিসাব দিতে হবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে

  • @ruhulpinto4549
    @ruhulpinto4549 Год назад +1

    দারুণ উপস্থাপনা ছিল। আপনাকে ধন্যবাদ এবং এভাবে আরও উপহার দিবেন আশা করছি।

  • @sagor1562
    @sagor1562 Год назад +4

    অজানা ইতিহাস জানতে পেরে আনন্দিত হলাম" ধন্যবাদ ভাইজান

  • @oaysahmedtitu8224
    @oaysahmedtitu8224 Год назад +3

    আল্লাহ সর্ব শক্তি মান। তিনিই ত চিরন্তন চির জীবি চির স্থায়ী।

  • @ahmazad5850
    @ahmazad5850 Месяц назад +1

    অসাধারণ ধারা বর্ণনা এবং ইতিহাসের অনেক কিছুই জানলাম, ধন্যবাদ আপনাকে

  • @Sense6740
    @Sense6740 Год назад +1

    Onek valo legeche protibedonta, protibedok details bujhate perechen. Many thanks for you.

  • @mmrahman6486
    @mmrahman6486 Год назад +6

    অসাধারন একটি ভিডিও। প্রায় ৬০০ বছরের পুরোনো কিন্তু মনে হয় সামান্য কিছু দিনের।
    আল্লাহ রাব্বুল আলামীন যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন,যাকে ইচ্ছা তাকে বাদশাহী থেকে নামিয়ে দেন।(সুরাহ মায়েদা আয়াত-২৬)

  • @aminapatowary7524
    @aminapatowary7524 Год назад +15

    এই দুনিয়ায় কিছু লোক বিলাসিতা খুজে বেড়ায় আর কিছু চিরস্থায়ী জান্নাতের আশায় থাকে ❤️

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 Год назад

      অঢেল অর্থ থাকলে আপনিও সেটাই করতেন ।

  • @shaheduddin8086
    @shaheduddin8086 Год назад +1

    খুবই সুন্দর
    Amazing presentation
    Thank you

  • @mizansagor462
    @mizansagor462 2 месяца назад +1

    ভাই আপনার উপস্থাপনা খুব ই সুন্দর সাবলীল ও প্রাণবন্ত।কিছুটা হানিফ সংকেতের সাদৃশ্যপূর্ন‍্য। ধন‍্যবাদ আপনাকে।

  • @RazBDMedia24
    @RazBDMedia24 Год назад +8

    আলহামদুলিল্লাহ্ক''''''''কতো ভাগ্যবান তারা যারা হেদায়াত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে,,,,,///////////////,,,,,,,.........

    • @ritobrotosengupta
      @ritobrotosengupta Год назад

      🤣🤣🤣🤣

    • @pkbiswa8611
      @pkbiswa8611 Год назад

      যারা আল্লাহর পথে গেছে তারাই জঙ্গি

    • @user-sw2cd5xo6h
      @user-sw2cd5xo6h Год назад

      বিশ্ব মাদারবোর্ড আজহারী তার আম্মুর সাথে পরকীয়ায় লিপ্ত

  • @MeArefinAhmed
    @MeArefinAhmed Год назад +4

    One of the best RUclips Channel in Bangladesh. Go ahead Bro

  • @abdullahalfaruqueahmed2761
    @abdullahalfaruqueahmed2761 Год назад +1

    খুব ভালো লাগলো। বার বার দেখলাম খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

  • @mmrtvbd
    @mmrtvbd Месяц назад +1

    আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন।

  • @tareqrahman3251
    @tareqrahman3251 Год назад +4

    সকল সম্রাটকে আল্লাহ বেহশতবাসি করুক ।

  • @arifhossan3069
    @arifhossan3069 Год назад +12

    আপনার ভারত সফরের এই পর্ব গুলো অসাধারণ হয়েছে।পর্ব গুলো যতবেশি তথ্য বহুল করবেন ততবেশি জনপ্রিয় হয়ে উঠবে।
    ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এমন তথ্য বহুল ভিডিও সামনের দিন গুলোতে আরো বেশি আশা করছি। শুভকামনা

  • @hshamim2986
    @hshamim2986 Год назад +2

    উপস্থাপকের বলার ধরণ, কণ্ঠ সবকিছু অসাধারণ। শুভ কামনা।

  • @sujantalukder9039
    @sujantalukder9039 Месяц назад +1

    শেষের কথা গুলো খুব ভালো লাগলো ধন্যবাদ।

  • @mmrahman6486
    @mmrahman6486 Год назад +8

    জুবায়ের ভাই,
    আপনার ভিডিও মানেই মুঘল বাদশাহ শাহজাহান বা অন্য সম্রাটদের জীবন্ত করে তোলা।আপনি আমাদেরকে পাঁচশ বছর আগে ফিরিয়ে নিয়ে যান। অপূর্ব বিবরণী।

  • @mjahurulislam9267
    @mjahurulislam9267 Год назад +3

    আসাধারন উপস্থাপনা।

  • @kousiksil9809
    @kousiksil9809 Год назад +1

    খুব সুন্দর ভিডিও। খুব ভালো লাগলো যেন ইতিহাসকে চোখের সামনে দেখলাম

  • @senakarmakar811
    @senakarmakar811 Год назад +1

    Anek kichu janlam o dekhlam darun laglo ❤️👍

  • @mhbabu5493
    @mhbabu5493 Год назад +3

    Carry on with your information..

  • @mdbodrulalam6936
    @mdbodrulalam6936 Год назад +7

    তৎকালীন সময়ের কারিগর গুলি ,এ সময়ের কারু কায্য শিল্পিদের চেয়ে অনেক অনেক অভিজ্ঞ ছিল কোন সন্দেহ নেই।

    • @leionbabu6020
      @leionbabu6020 Год назад

      কি বলিস গরিবের ছেলে

  • @mohammadsaifulislam6748
    @mohammadsaifulislam6748 Год назад +1

    Osadharon! khubi valo laglo. aponar jonno shuvo kamona roilo. Dhonyobad.

  • @ratankumarnath5727
    @ratankumarnath5727 Год назад +1

    অপূর্ব সুন্দর নিদর্শন। ভিডিওটি র জন্য ধন্যবাদ🙏

  • @BillalHossain7G
    @BillalHossain7G Год назад +13

    সত্যি ই ভাই সম্রাট শাহজাহানের বংশধরের কেউ কি নেই বেঁচে? 😥❤️❤️❤️

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +2

      হয়তো আছে...

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 Год назад +4

      কলকাতার ওপারে হাওড়ায় এক চায়ের দোকানি কে পাওয়া গেছে যিনি নিজেকে মোগল বংশধর বলে দাবী করেন এখনও আছে খুঁজলে অন্যত্রও পাওয়া যাবে এমন কি ঢাকা তে ও ।।

    • @voiceofmusafir7584
      @voiceofmusafir7584 Год назад

      KHub Valo

    • @s.kamirhossain8655
      @s.kamirhossain8655 Год назад

      মুঘল সম্রাটদের বংশধরেরা এখন কলকাতার "মেটিয়াব্রুজ" অঞ্চলে চরম দারিদ্রতার সাথে জীবিকা নির্বাহ করছে।
      কেউ ঠেলা, রিকশা, চায়ের দোকানে কাজ করছে । এনারা সবাই নবাব ওয়াজেদ আলী শাহের উত্তরসূরি।

  • @nhs-nasim.hosen-sony
    @nhs-nasim.hosen-sony Год назад +3

    wonderful

  • @purnimasarkarsong9697
    @purnimasarkarsong9697 Год назад +1

    Really khub sundor video 👌🏻👌🏻👌🏻

  • @sami_sohana
    @sami_sohana Год назад +1

    উপস্থাপনা সত্যিই অসাধারণ লাগলো। মন ছুয়ে গেল।ধন্যবাদ

  • @hafezabdullahalmamun56
    @hafezabdullahalmamun56 Год назад +3

    এই ভিডিওটি আবারও আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার ক্ষমতা বাহাদুরি অর্থ সম্পদ অট্টালিকা কিছু এক সময় থাকবে না খালি হাতে ফিরে যেতে হবে মহান আল্লাহ পাকের কাছে সুতরাং কি নিয়ে যাচ্ছি সেটা ভাবার বিষয়?

  • @Rifat298
    @Rifat298 Год назад +5

    কতো সুন্দর ছিল সে সময়....😍🥰

  • @user-cp8xc4ji3r
    @user-cp8xc4ji3r Год назад +1

    অনেক সুন্দর ভিডিও করেন আপনি ভাইয়া।

  • @sumaiyasorna3855
    @sumaiyasorna3855 Год назад +3

    এত বছর আগের গাছ এখনও থাকা অসম্ভব

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      হয়তো সম্ভব, হয়তোবা না। আগ্রা ফোর্ট কর্তৃপক্ষ তথ্যটি দিয়েছে

  • @user-iv9oe4fy1q
    @user-iv9oe4fy1q Год назад +3

    সবি খুব ভালো, কিন্তু তখন কার অর্থ সামাজিক পরিকাঠামো তদন্ত করলে দেখা যাবে মানুষ এর অর্থ সম্পদ কেমন ছিলো।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      তখন ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী ছিল

  • @sagorahamed8747
    @sagorahamed8747 Год назад +1

    আপনার কথা শুনে অনেক বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম
    ধন্যবাদ ভাই❤❤

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      শুভকামনা আপনার জন্য

  • @shifatsarder7982
    @shifatsarder7982 6 месяцев назад +2

    আমার মাঝেমধ্যে যাইতে ইচ্ছে করে তাজমহলে
    কিন্তু যখনই মনে পড়ে যে হাজার হাজার শ্রমিকের আঙ্গুল কেটে ফেলানো হয়েছে এবং যারা নকশা করেছেন তাদের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য
    সত্যিই তখন আর তাজমহল দেখার আগ্রহটাই আর যেন থাকেনা 😢😢😢

  • @voiceofnoraarish4300
    @voiceofnoraarish4300 Год назад +4

    কল্পনাকে হার মানায় ! ক্যামনে সম্ভব ! এ সৃস্টি !!!

  • @user-et7lv3sj9q
    @user-et7lv3sj9q Год назад +4

    কয়েক শত বছর কি আঙ্গুর গাছ বেঁচে থাকার কথা!

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +1

      বিষয়টি আগ্রা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলাম-তারা নিশ্চিত করেছে।

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 Год назад +3

      আল্লার দোয়া থাকলে সবই হয় !!

  • @MuktaKiDuniya
    @MuktaKiDuniya Год назад +1

    খুব ভালো লাগলো তোমার ভিডিওটি সত্যি ইতিহাস কার না ভালো লাগে 🙏🙏

  • @NasirUddin-jr9qp
    @NasirUddin-jr9qp Год назад +1

    সুন্দর ভিডিও উপস্হাপনা ভালো লাগলো।অনেক অনেক ধন‍্যবাদ।

  • @saikat.cox.6425
    @saikat.cox.6425 Год назад +4

    এতে বুঝা যায় মানুষ এর রক্ত চুষে বিলাসী জীবন যাপন করেছেন রাজা বাদশাহ রা

    • @alwayskeepscrolling
      @alwayskeepscrolling Год назад

      Bah bah
      Ourangajed nijer tupi selai kore namaz pore Chen
      Tar bari attiya gele tini prosno korten
      Je apni rajar khabar khaben na otithir khabar kahben
      Jodi rajar bol to tahole ruti aloo vaja peto
      Ar otithir bolle onek kichu rajokio vabe khabar khaono hoto
      Economics onek bujte hobe
      Nijer motamot prokash korle to hobe na

  • @SIT-nk3lk
    @SIT-nk3lk Год назад +3

    ভাই কি আঙ্গুর গাছ দেখালেন
    "সুবহানআল্লাহ"

  • @rabeamitu6632
    @rabeamitu6632 Год назад +1

    শেষ কথা গুলো খুব ভালো লাগলো

  • @basiclifestyle2344
    @basiclifestyle2344 Год назад +1

    apnar jonney sob kichu dekhte parlam vai

  • @CinemaBilash
    @CinemaBilash Год назад +3

    যখন অন্যায় আইনে পরিণত হয়
    তখন প্রতিরোধ কর্তব্য হয়ে ওঠে

  • @newtondas4744
    @newtondas4744 Год назад +5

    অতি বিলাসিতায় মোঘল রাজ্য ধ্বংস হয়ে গেল 🌹🌹🌹

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад

      এমন মনে হচ্ছে কেন?

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 Год назад

      রাজ্য নয় ওটা সাম্রাজ্য হবে !!

    • @skafridi7948
      @skafridi7948 Год назад

      ansik bhabe thik oti bilasi bhalo na

    • @skafridi7948
      @skafridi7948 Год назад

      ansik bhabe thik oti bilasi bhalo na

    • @skafridi7948
      @skafridi7948 Год назад

      ansik bhabe thik oti bilasi bhalo na

  • @zillurrahmantune
    @zillurrahmantune 7 месяцев назад

    ভালো লাগলো। মন ভরে দেখলাম। ধন্যবাদ ভাই

  • @janmenjaysahoo3122
    @janmenjaysahoo3122 Год назад +1

    Khub Sundar upsthapona sir

  • @mdsuruj2663
    @mdsuruj2663 Год назад +5

    চোরদের বিচার হওয়া উচিৎ

  • @ganeradda1590
    @ganeradda1590 Год назад +4

    তিনি ওই সময় এত বিলাসী ছিলেন
    এখনো থাকলে না জানি আরো কত বিলাসী হতেন।

    • @bengaldiscovery
      @bengaldiscovery  Год назад +1

      এখন থাকলে, তিনি কি কি করতেন? ধারণা করে বলুন তো...