২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
আপনাকে এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক সব সময় আর আল্লাহর দরবারে দরখাস্ত রইলো আপনাকে সব সময় সুস্থ রাখে আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন আমিন
মাসাআল্লাহ্ ভাইয়া ! আপনি মহান ভাইয়া , আপনার মত এমন অসহায়, দুঃখী মানুষের পাশে দ্বারানোর মত মানুষকে মহান আল্লাহ্ যেন আরও পাথান! কতনা অভাবে থাকে মানুষ দূর থেকা বুঝা যায়না !
মাশাল্লাহ অসাধারণ বিয়েটা দেখার পরে অনেক আনন্দ হচ্ছে আমাকে নিজের কাছে নিজেকে আপনার জন্য আমি দোয়া করি আপনি যেন মানবিক কাজে নিয়ে যদিও থাকেন আল্লাহাফেজ ভাইয়া দোয়া করি
ভাই অসাধারণ একটা কথা বলেছেন ছোট বাচ্ছা দেরকে যেন বলি পড়া লেখা না করলে অসহায় মানুষ এদের পাশে কে দাড়াবে পড়া লেখা না করলে তুমি রিক্সা চালাবে এই কথা না বলতে
আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাই আপনার জন্য আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে আপনার কাজের জন্য উত্তম প্রতিদান দেই আল্লাহ আপনার কামায় রোজির মধ্যে বরকত দান করুক আপনার বাবা মা সন্তান স্ত্রী সহ সকলকে ভাল রাখুক আল্লাহ আপনাকে মানুষের সাহায্য করার জন্য আরও বেশি বেশি তৌফিক দান করুক তার সাথে আমাদেরকেও আল্লাহ যেন তৌফিক দেয় আমিন ইয়া রাব্বুল আলামিন
ভাইয়া কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না আপনার এত ছোট্ট ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আপনি আপনার সামর্থ্য থেকে অনেক বেশি সাহায্য করেছেন দোয়া করি আপনি যেন আরও এগিয়ে যান এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন 🥰🥰🥰
মাশাআল্লাহ আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন আরো বেশি বেশি যেন আপনি এরকম অসহায় মানুষদের সহায়তা করতে পারেন
মাসাআল্লাহ,,,,,!মানুষ যত অসহায় হোক না কেন আল্লাহর নাম নিতে ভুলে না!!এটাই মুসলিমের বৈশিষ্ট্য! 💕💕💕💕🤲🤲🤲🤲
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ভালো কাজগুলো সবসময় প্রশংসার দাবিদার🙂💗
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন💝
মনটা ভরে গেল আপনার ভিডিওটা দেখে|😊
চাচার প্রতিটি কথায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছে মাশাল্লাহ🥰
মাশাআল্লাহ,,,, চাচার ছেলে ও যেন ভালো থাকে,,, মাশাআল্লাহ ,,, আলহামদুলিল্লাহ।
কিছু বলার ভাষা পাচ্ছি না,, দোয়া করবো আরো মানুষের পাশে দাঁড়াতে পারেন আল্লাহ আপনাকে গরীব দুঃখি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক 🥰
Amin...😍...
O
Amin
ভাইয়া আমি আপনার জন্য নামায পরে দোয়া করবো যেন আল্লাহ তায়ালা আপনাকে গরিবদুঃখী দের সাহায্য করার তৌফিক দান করেন (আমিন)
মাশাল্লাহ আপনাকে যতবার দেখি ততবার মুগ্ধ হই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক নেক হায়াত দান করুক
আল্লাহ আপনাকে যেন আসহায় মানুষের পাশে থাকার তোফিক দান করেন আমিন
ভাইয়া আপনার কথা গুলো আমার খুব ভালো লাগে। এইভাবে মানুষের সেবা করেন ভাই আপনার মতো মানুষের এই সমাজের দরকার ভাই।
Akdom amr o
বুড়া দাদাটাকে দেখলে নিজের দাদার কথা মনে পড়ে যাই।আল্লাহ সবাইকে ভালো রাখুক
আপনাকে এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক সব সময় আর আল্লাহর দরবারে দরখাস্ত রইলো আপনাকে সব সময় সুস্থ রাখে আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন আমিন
কৃষ্ণ আপনাকে অনেক ভালো রাখুক। আপনার মতো মানুষ আজকালকার দিনে খুব কমই পাওয়া যায়।Salute
আল্লাহ তা'য়ালা আপনাকে দীর্ঘ হায়াত দিক
😂😂
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখবেন ইনশাআল্লাহ আমাদের দোয়া আছে আপনার সাথে
ভাইয়া আমি ইব্রাহিম কুয়াকাটা থেকে বলছি সব দোষ আপনার আপনার ভিডিও দেখলে আমি চোখের পানি রাখতে পারি না। কি বলবো ভাইয়া আপনি ফেরেশতার রূপ
❤️❤️❤️❤️
আপনি মানুষের উপকার করছেন
আল্লাহ আপনার উপকার করবেন।
আর কিছু বললাম না, বলার ভাষা হারিয়ে ফেলেছি।❤️❤️
ভাই এই জীবনে যত দিন বেচে থাকবেন । আল্লাহ আপনাকে নেক হায়াত সহ সুস্থ্য জীবন ও দীর্ঘায়ু দান করুক । আপনার স্ব-পরিবারকে ভালো রাখুক ।
মাশা আল্লাহ
আল্লাহ আপনাকে দ্বিন এর জন্য কবুল করুন আমিন
ওরে আমার কলিজার ভাইগো মনথেকে দোয়া করি ভাই আরো বড়হও তুমি ❤
মাসাআল্লাহ্ ভাইয়া ! আপনি মহান ভাইয়া , আপনার মত এমন অসহায়, দুঃখী মানুষের পাশে দ্বারানোর মত মানুষকে মহান আল্লাহ্ যেন আরও পাথান! কতনা অভাবে থাকে মানুষ দূর থেকা বুঝা যায়না !
😭😭কি বলবো কিছু বুঝতে পারছিনা। আল্লাহ আপনাকে আরো তাওফিক দিক অসহায় মানুষের পাশে থাকার জন্য।
ভাই আপনার ভিডিও দেখে কিছু না বলে যেতে পারিনা, মাশাল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহুয়াকবার, দুয়া করি।
আর আমাদের জন্য দুয়া কইরেন। ইনশাল্লাহ।
আল্লাহ পাক ভাইজানকে নেক হায়াত দান করুন আমিন
কিছু বলার নেই এতো অসাধারণ কাজ আল্লাহ সবাইকে করার হেদায়েত দান করুক,,,
মাশাল্লাহ ভাইয়াঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ
গরিব মানুষদের বেশি বেশি করে টাকা দিলে আমরা খুব খুশি হই। আল্লাহ তায়ালা বেশি দান করার তাওফিক দিন আপনাকে আমিন।
ভাইয়া তুমি অনেক ভালো ধন্যবাদ
আল্লহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ❤️
ভাই এইভাবেই গরীবদের সাহায্য করতে থাকেন, আল্লাহ আপনার সহায় হোন,
মাশাল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
মাশাল্লাহ অসাধারণ বিয়েটা দেখার পরে অনেক আনন্দ হচ্ছে আমাকে নিজের কাছে নিজেকে আপনার জন্য আমি দোয়া করি আপনি যেন মানবিক কাজে নিয়ে যদিও থাকেন আল্লাহাফেজ ভাইয়া দোয়া করি
ধন্যবাদ ভাই অসহায় মানুষের পাশে এই ভাবেই সব সময় মানুষের পাশে যেন থাকতে পারেন
ভাইয়া আপনি কী দিয়ে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দান করার তোফীক দান করুন আমীন
আপনার কন্ঠ খুব সুন্দর এভাবেই মানুষের মুখে হাসি ফুটিয়ে যান আল্লাহ্ আপনার মঙ্গল করুক আমিন
দোয়া করি ভাই আল্লাহ যেন কখনো আপনার মানি ব্যগ খালি না করে।
একটা হাদিসে পড়েছিলাম একজন মানুষ মৃত্যুবরণ করার পর ৪০ জন মানুষ যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিলো তার জন্য জান্নাত অবধারিত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই নবীর আদর্শ এবং শিক্ষা।🤲 আল্লাহ আপনাকে 500 বছর বেঁচে রাখুক,এবং এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক🤲
জাযাকাল্লাহ খাইরান ভাইয়া। আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি দিবে 🤲🥀🤲🥀🤲🥀🤲❤️❤️❤️❤️❤️
চোখে পানি চলে আসলো,এটায় মুসলিমের বৈশিষ্ট্য
আলহামদুলিলাহ মাশা আল্লাহ্ জাযাকাললাহু খইরান নিশচয়ই আল্লাহ্ পাক উত্তম প্রতিদান দানকারী আল্লাহ্ পাক সবাই কে ক্ষমা করুন এবং উত্তম হেফাজতে রাখুন এবং নেক হায়াত দান করুন
ভাই অসাধারণ একটা কথা বলেছেন ছোট বাচ্ছা দেরকে যেন বলি পড়া লেখা না করলে অসহায় মানুষ এদের পাশে কে দাড়াবে পড়া লেখা না করলে তুমি রিক্সা চালাবে এই কথা না বলতে
ভাইয়ার ভিডিও গুলো আমার কাছে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে ভাইয়ের বয়েজ টা অনেক সুন্দর দোয়া ও ভালোবাসা রইলো ভাইয়া
আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাই আপনার জন্য আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে আপনার কাজের জন্য উত্তম প্রতিদান দেই আল্লাহ আপনার কামায় রোজির মধ্যে বরকত দান করুক আপনার বাবা মা সন্তান স্ত্রী সহ সকলকে ভাল রাখুক আল্লাহ আপনাকে মানুষের সাহায্য করার জন্য আরও বেশি বেশি তৌফিক দান করুক তার সাথে আমাদেরকেও আল্লাহ যেন তৌফিক দেয় আমিন ইয়া রাব্বুল আলামিন
ভিডিও টা দেখে তো দুচোখের জ্বলে টলমল করছে
ভাইয়া আপনার ভিডিও গুলো দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।
আপনার এই মানবিক কাজগুলো সত্যিই অসাধারন অসহায় মানুষদের কাছে সপ্নের মতো লাগে। এগিয়ে যান আপনি, আপনার জন্য শুভ কামনা রইলো
আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই দোয়া করি ভাইয়া ❤️
হযরত বিলাল (রা:) নিজের পরনের পোশাক ও দান করে দিতেন,আপনি আজ সেই কথা সরন করিয়ে দিলেন, আলাহ তা আলা আপনার ধন আরো বারিয়ে দিক । আমিন
ইশ্বর যেন আপনাকে সব সময় ভালো রাখে
ভাইয়া কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না আপনার এত ছোট্ট ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আপনি আপনার সামর্থ্য থেকে অনেক বেশি সাহায্য করেছেন দোয়া করি আপনি যেন আরও এগিয়ে যান এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন 🥰🥰🥰
কি বলবো ভাষা পাই না,শুধু মন থেকে দোয়া আসে,আল্লাহ অনার নেক হায়াত দান করুন আমিন, অনেকের আছে কিন্তুু মন কই জনের আছে
আপনি মানুষের উপকার করেন। ভগবান আপনার মঙ্গল করবেন। 🙏🙏🙏
অনেক দোয়া সাইফ ওয়াহিদ ভাইয়ের জন্য
❤❤❤ভই আপনাকে আমার খুব ভালো লাগে আমার বাড়ি ফেণী নোয়াখালী আমি আপনার বিডিয় সবসময় দেখি আই লাভ ইউ
আলহামদুলিল্লাহ আমিন মাশাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমিন জাজাকাল্লাহ খাইরান
ভাইয়া আপনি সত্যি মানুষের জন্য একজন আল্লাহ রহমত.... দোয়া করি আপনি সুস্থ থাকেন
আপনি অনেক ভালো ভাইয়া।
আল্লাহতায়ালা যেন আপনার উপর সবসময় রহমত দান করেন দোয়া করি।
তুমি জান্নাত তালাস কইরো নাহ্ এমন কাজ করো জাতে জান্নাত তোমাকে খুজে❤❤সেলুট ভাই🥰🥰
কিছু বলার মত ভাষা খুজে পাচ্ছিনা ভাইয়া আমার দেখা সবথেকে অসাধারন ভিডিও এইটা আল্লাহ আপনার দান কে কবুল করুক আমিন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো🥰🥰🥰
মাশাআল্লাহ আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন আরো বেশি বেশি যেন আপনি এরকম অসহায় মানুষদের সহায়তা করতে পারেন
ভাইয়া এত সুন্দর আপনি কাজ করছেন আল্লাহ তোমাকে জান্নাতবাসী
মনটা জুড়ায়ে গেলে না শুধু,কান্না চলে এসেছে?
আলহামদুলিল্লাহ অন্তর টা বরেগেলো
Alhamdulillah deke khubi vlo laglo
আল্লাহ পাক আপনাকে আরো বেশি বেশি করে দান করার তৌফিক দিক
আলহামদুলিল্লাহ কিছু বলার নেই
যত দেখি তত মুগ্ধ হই।
একটু সহানুভূতি পারে বদলে দিতে একটি জীবন
আল্লাহ আপনাকে হাজার বছর বাচিঁয়ে রাখুক
দোয়া করি
ভাই আপনার এগুলা দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারেনি ভাই আপনি সব সময় মানুষকে সাহায্য করবেন দোয়া করি আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ
থ্যাংক ইউ ভাইয়া গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ
প্রিয় সাইফ ভাই আল্লাহ আপনার ওই মানিব্যাগ জেনো কখনো খালি না কারে _কিছু বলার ভাষা পাচ্ছি না_দোয়া রইল ভাইয়া
মাশা আল্লাহ
ভাই আমি কান্না করে দিছি আল্লাহ আপনাকে ভালো রাখোক আমিন
ভাইয়া ❤সামনে এগিয়ে যান গরিবের মুখে হাসি ফোটান❤❤❤❤❤❤❤
মাসাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভালো করুন আমীন ❤❤❤❤❤❤
ভাই সত্যি কিছু বলার ভাষা পাইনা আল্লাহ আপনাকে সব সময় বালো রাখোক আমিন
ভাইয়ের আল্লাহ ভালোই রাখুন ❤❤❤
ভাই কিছু বলার ভাষাা নেই আপনার ভিডিও দেখে চোখ দিয়ে শুধু পানি পরছে সত্যি বলার নেই
আলহামদুলিল্লাহ আমার কিছু বলার ভাষা নাই ভাইয়া এইভাবে এগিয়ে জান আমিন
ভাই কি বলবো আমি নিজেই ভাষা হারিয়ে ফেলেছি চাচার খুশি হওয়া দেখে
অসাধারন একজন মানুষ 💙💙💙💙💙
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আপনাকে হাজার সালাম ভাই দুয়া করি আপনি আরো অনেক অনেক বছর বেঁচে থাকেন আর গোরিপ মানুষের সিবা করতে পারেন আপনাকে হাজার হাজার সালাম ভাই!
ভাইয়া আপানার মনটা অনেক বড় আইলাভ ইউ ভাইয়া
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো
আলহামদুলিল্লাহ ভাইজান
আল্লাহ কবুল করুক আমিন
হে আল্লাহ এই ভাইটার হায়াত দারাজ
করে দিয় আর আমাকে একটু কমতা
দাউ আমি জেন গরিব মানুষের পাসে
দারাতে পারি
কিছু বলার ভাষা নাই ভাই❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যখন আমার মন খারাপ থাকে তখনই ফিরোজ ভাইয়ের ভিডিও গুলো দেখি মনটাকে ভালো করার জন্য ❤❤❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। ।।।।
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
আমি কি বলবো ভাষা খুজে পাচ্ছি না🥰🥰
অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো।এইভাবে অসহায় মানুষদের পাশে থাকুন সারাজীবন।❤❤
আলহামদুলিল্লাহ্ লন্ডন থেকে
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আপানাকে কি বলবো 😢😢😢 সেলুট ভাই