I still remember Martin Rail as I belong to Santragachi and at childhood I used to see Martin rail running through Dasnagar area when ever I traveled to Howrah from Santragachi by Locomotive. Thanks for refreshing my memory.
ভাই, প্রথমেই আমি বলে রাখি আমরা পাঁচপুরুষ বঙ্গবাসী, হুগলী জেলার আঁটপুর নামে এক গ্রামে আমাদের প্রথম পুরুষের আগমন হয় ঐ নামে মার্টিন ট্রেন স্টেশনও একদা ছিল আমি নিজে হাওড়া~চাঁপাডাঙা মার্টিন ট্রেন চেপে পুরাতন দেশের বাড়ি ঘুরতে যেতাম তখন আমরা বিবেকানন্দ রোড, কলকাতা বাড়িতে বৃদ্ধ পিতা মাতা সহ পরিবার নিয়ে বসবাস করতাম। সেই সময়ের মার্টিন কোং তিনটি লাইনে ট্রেন চালু রেখেছিল আমতা, চাঁপাডাঙা ও শিয়াখালা প্রত্যেক ট্রেনি হাওড়া ময়দান স্টেশন থেকে ছেড়ে দাসনগর অবধি একই রুটে গিয়ে শিয়াখালা লাইন দাসনগর থেকে ডানদিকে ঘুরে কোনা জগদীশপুর চন্ডীতলা হয়ে শিয়াখালা যেত আর বড়গাছিয়ার পর আমতা, চাঁপাডাঙা লাইন ভিনরুটে চলত। হাওড়া হুগলীর মানুষের যাতায়াতের প্রধান সম্বলই ছিল এই মার্টিন রেল। এই মার্টিন রেলের ইতিহাস লিখলে একটা উপন্যাসের কম কিছু হবেনা। তবে মার্টিন রেল উঠে যাওয়ার কারন শুধু বিনা টিকিটে যাতায়াত নয় কিছু অসৎ গার্ড ও টিটিইর কাঁচা পয়সার লোভে যাত্রীদের থেকে নগদে কিছু কম পয়সায় মালবহনে পৃষ্ঠপোষকতা করায় রেলের আয় কমতে থাকলো আর তারপরই এলো বামপন্থীদের জঙ্গি ট্রেড ইউনিয়নবাজি ফলে ধীরে ধীরে মার্টিন সংস্থা রক্তশূন্যে ভুগতে লাগল এবং তৎকালীন বামপন্থী ইউনিয়ন নেতা পতিত পাবন পাঠকের অনড় আন্দোলনে ১৯৭০ সালে চিরতরে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী মার্টিন রেল শেষ হয়ে গেল হাওড়া~হুগলীর মেন লাইফ লাইন! এই কথাগুলো উল্লেখ করা উচিত ছিল কিন্তু উল্লেখ হয়নি!
Goutam Das আমার ছোট বেলার একটা ঘটনা বলি তখন আমার বয়স ৮কি ৯হবে আমার দিদির দেওরের বিয়েতে বলুহাটি গিয়েছিলাম এই মার্টিন ট্রেনে আমরা ২৫জনের মত ছিলাম যত দূর মনে পরে আমি এর আগে অত ছোট ট্রেন দেখিনি আর তখন আমার মনে ভীষণ আনন্দ হচ্ছিল ট্রেন ছুটে চলেছে বাড়ি বাজার খেলার মাঠের গা ঘেঁষে কোন উঁচু প্লাটফর্ম নেই কত মানুষ চালু অবস্থায় ওঠা নামা করছে যথা সময়ে আমরা বলুহাটিতে নামলাম কিন্তু আমার মনে ভীষণ কষ্ট হলো ট্রেনটা বেশিক্ষণ দেখতে না পাওয়ার জন্য যাই হোক বিয়ে বাড়ি পৌঁছে গেলাম কিন্তু আমার মনের মধ্যে আবার ট্রেনটা দেখার ইচ্ছে ঠিক পরের দিন কাউকে না জানিয়ে একা একা বেরিয়ে পরলাম যে রাস্তা ধরে বিয়ে বাড়ি এসেছি ঠিক সেই রাস্তা দিয়ে হেটে সোজা বলুহাটি স্টেশনে এসে পৌঁছলাম তখন আমার মনে কি যে আনন্দ হচ্ছে কিছুক্ষন পরেই একটা ট্রেন চলে এলো আমি অনেকক্ষন ট্রেনটার দিকে তাকিয়ে আছি এবং কিছুক্ষণ পর সিটি দিয়ে চলে গেল মনটা আমার খারাপ হয়ে গেল এইবার বিয়ে বাড়ি ফিরে যেতে হবে সোজা হাঁটা দিলাম কিন্তু ১৫ মিনিট হাঁটার পর ডান দিকের বিয়ে বাড়ির রাস্তা ভুলে গেলাম তখন আমার কান্না 😭 শুরু হয়ে গেলো পাশের বাড়ির একজন বয়স্ক মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করলে আমি সব ঘটনা বোললাম আমাকে উনি বিয়ে বাড়িতে পৌঁছে দিলেন এবং উনি মিষ্টি মুখ কোরলেন এখন আমার বয়স ৬৬🙏🙏🙏
people did not buy tickets so it was running in massive loss and sir biren mukherjee decided to stop the service but since election was at doorstep indira gandhi told sir biren to continue the service till the elections were over and told him she will compensate him but mr mukherjee declined and hence iisco was gracefully nationalised out of grudge.
bangali responsible for closure of this rly. only without tocket and ticket checker 's fraudulant mentality. still ran for quite long time.had there been modi pm at that time this rly would have been sold immediayely.
ধন্যবাদ আপনাকে, পুরানো স্মৃতি জাগ্রত করার জন্য।
খুব ভালো লাগলো।পুরনো স্মৃতি রোমন্থন করা গেলো।ছোটো বয়সে দেশের বাড়ি পানপুর স্টেশন এ নেমে মহাকাল হাটি গ্রামের বাড়ি
৪/৫ বার চরার অভিজ্ঞতা আছে।🙏
I still remember Martin Rail as I belong to Santragachi and at childhood I used to see Martin rail running through Dasnagar area when ever I traveled to Howrah from Santragachi by Locomotive. Thanks for refreshing my memory.
Bargachia ❤️
Video sotty osadharon chilo r apnar voice e sunte aro besi valo laglo❤🔥
সেই সব দিনগুলো আজও আমায় উনমনা করে।
আমাদের প্রিয় আমতা আমি তোমায় ভালো বাসি।
ভাই,
প্রথমেই আমি বলে রাখি আমরা পাঁচপুরুষ বঙ্গবাসী, হুগলী জেলার আঁটপুর নামে এক গ্রামে আমাদের প্রথম পুরুষের আগমন হয় ঐ নামে মার্টিন ট্রেন স্টেশনও একদা ছিল আমি নিজে হাওড়া~চাঁপাডাঙা মার্টিন ট্রেন চেপে পুরাতন দেশের বাড়ি ঘুরতে যেতাম তখন আমরা বিবেকানন্দ রোড, কলকাতা বাড়িতে বৃদ্ধ পিতা মাতা সহ পরিবার নিয়ে বসবাস করতাম।
সেই সময়ের মার্টিন কোং তিনটি লাইনে ট্রেন চালু রেখেছিল আমতা, চাঁপাডাঙা ও শিয়াখালা প্রত্যেক ট্রেনি হাওড়া ময়দান স্টেশন থেকে ছেড়ে দাসনগর অবধি একই রুটে গিয়ে শিয়াখালা লাইন দাসনগর থেকে ডানদিকে ঘুরে কোনা জগদীশপুর চন্ডীতলা হয়ে শিয়াখালা যেত আর বড়গাছিয়ার পর আমতা, চাঁপাডাঙা লাইন ভিনরুটে চলত। হাওড়া হুগলীর মানুষের যাতায়াতের প্রধান সম্বলই ছিল এই মার্টিন রেল। এই মার্টিন রেলের ইতিহাস লিখলে একটা উপন্যাসের কম কিছু হবেনা।
তবে মার্টিন রেল উঠে যাওয়ার কারন শুধু বিনা টিকিটে যাতায়াত নয় কিছু অসৎ গার্ড ও টিটিইর কাঁচা পয়সার লোভে যাত্রীদের থেকে নগদে কিছু কম পয়সায় মালবহনে পৃষ্ঠপোষকতা করায় রেলের আয় কমতে থাকলো আর তারপরই এলো বামপন্থীদের জঙ্গি ট্রেড ইউনিয়নবাজি ফলে ধীরে ধীরে মার্টিন সংস্থা রক্তশূন্যে ভুগতে লাগল এবং তৎকালীন বামপন্থী ইউনিয়ন নেতা পতিত পাবন পাঠকের অনড় আন্দোলনে ১৯৭০ সালে চিরতরে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী মার্টিন রেল শেষ হয়ে গেল হাওড়া~হুগলীর মেন লাইফ লাইন! এই কথাগুলো উল্লেখ করা উচিত ছিল কিন্তু উল্লেখ হয়নি!
অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর জিনিসটি তুলে ধরার জন্য।।
❤💗❤
সেই দিন গুলো যদি আবার ফিরে আসত!❤️❤️❤️
Hmm fi re ele love ta ki hoto??? Office jete late hoto ..vir hoto r o besi ...and sobai govt keu doshi korto☠️
Time travel to a bygone era. Beautiful voice over.
খুব ভালো লাগলো
Khub bhalo laglo video ti thanks 🙏.
Choto Rail gulo abar chalu hok. Egulo amader Itihaser sakhhi.
আগের দিন গুলো কতই না সুন্দর ছিলো
💟
Awesome video ❤️❤️🥺🥺
চমৎকার । এই ছোট রেলের প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা বা অন্য কোনও ঘটনা জানতে পারলে আরো ভালো লাগতো। ধন্যবাদ।
Goutam Das আমার ছোট বেলার একটা ঘটনা বলি তখন আমার বয়স ৮কি ৯হবে আমার দিদির দেওরের বিয়েতে বলুহাটি গিয়েছিলাম এই মার্টিন ট্রেনে আমরা ২৫জনের মত ছিলাম যত দূর মনে পরে আমি এর আগে অত ছোট ট্রেন দেখিনি আর তখন আমার মনে ভীষণ আনন্দ হচ্ছিল ট্রেন ছুটে চলেছে বাড়ি বাজার খেলার মাঠের গা ঘেঁষে কোন উঁচু প্লাটফর্ম নেই কত মানুষ চালু অবস্থায় ওঠা নামা করছে যথা সময়ে আমরা বলুহাটিতে নামলাম কিন্তু আমার মনে ভীষণ কষ্ট হলো ট্রেনটা বেশিক্ষণ দেখতে না পাওয়ার জন্য যাই হোক বিয়ে বাড়ি পৌঁছে গেলাম কিন্তু আমার মনের মধ্যে আবার ট্রেনটা দেখার ইচ্ছে ঠিক পরের দিন কাউকে না জানিয়ে একা একা বেরিয়ে পরলাম যে রাস্তা ধরে বিয়ে বাড়ি এসেছি ঠিক সেই রাস্তা দিয়ে হেটে সোজা বলুহাটি স্টেশনে এসে পৌঁছলাম তখন আমার মনে কি যে আনন্দ হচ্ছে কিছুক্ষন পরেই একটা ট্রেন চলে এলো আমি অনেকক্ষন ট্রেনটার দিকে তাকিয়ে আছি এবং কিছুক্ষণ পর সিটি দিয়ে চলে গেল মনটা আমার খারাপ হয়ে গেল এইবার বিয়ে বাড়ি ফিরে যেতে হবে সোজা হাঁটা দিলাম কিন্তু ১৫ মিনিট হাঁটার পর ডান দিকের বিয়ে বাড়ির রাস্তা ভুলে গেলাম তখন আমার কান্না 😭 শুরু হয়ে গেলো পাশের বাড়ির একজন বয়স্ক মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করলে আমি সব ঘটনা বোললাম আমাকে উনি বিয়ে বাড়িতে পৌঁছে দিলেন এবং উনি মিষ্টি মুখ কোরলেন এখন আমার বয়স ৬৬🙏🙏🙏
Very good job. Keep it up, brother.
Amar amta tai bari, History ta janabar jonno dhonnonad.
অসাধারণ একটি আলোচনা 🌷🌷🌷
ধন্যবাদ সুন্দর ভিডিও র জন্য
Thank You !!
ভালো সুন্দর
দারুন
When I was kid I had traveled AMTA by Martin train. Pantua of AMTA is very famous
Video ta valo hoeche
Thank You !!
Ami amta joypur thaka bolchii video ta khob valo laglo ❤❤❤
Thank you
Beautiful 💙
Thank You !!
Thanks a lot
Thank you
Thanks dada
দাদা জয়পুর, ঝিখিরা এলাকার ইতিহাস নিয়ে ভিডিও বানাও
ঝিকিরার মেয়েরা শাশুড়ি কে মারে,সকল নয়। বেশি ভাগ মেয়েরাই।
এই স্বপ্নের রেলগাড়ি চেপে মাত্র 1 বছর কোলকাতার কলেজে গিয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম।
দক্ষিণ পূর্ব রেলে চেপে যখন মেছেদা যেতাম, তখন এই মার্টিন ট্রেন দেখতে পেতাম,সাল ১৯৬৭/৬৮।
বাংলা থেকে শিল্প উঠে যাওয়ার একটা কারণ বাঙালির টিকিট না কাটার মতো ঠকবাজি প্রবনতা।
Good
people did not buy tickets so it was running in massive loss and sir biren mukherjee decided to stop the service but since election was at doorstep indira gandhi told sir biren to continue the service till the elections were over and told him she will compensate him but mr mukherjee declined and hence iisco was gracefully nationalised out of grudge.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
সুন্দর উপস্থাপনা। গাড়ি মানুষের আওয়াজ এখানে কাম্য। মিউজিক নয়।
Pil khana theke moidaner dike jete j bridge ta pore otar naam Martin bridge..etar sathei ki otar naam koron??
Martin companyr nam theke ei martin rail
Thumbnail image e kon station seta?
Howrah station
হাওড়া শিয়াখালা রুটে একসরা নামক স্টেশনের
ফলক দুটির মধ্যে একটি আম্ফান ঝড়ে শহীদ হয়েগেছে কিন্তু একটি বর্তমান রয়েছে
Martin rail amtar garbo....
❤💗❤
Amr bari domjur
আমি গরবীত আমি আমতার বাসিন্দা
গরবীত???🙄🙄🙄
Apnar video to post korte pari fb te apnar naam diye?
Ha korte paren
Sorry nostalgic
Bedonadayok video, sobai hoito feel korte parbena
Ticket na kenar rog amader jonmogoto.
Bhalo laglo tabe ticket Naa kater প্রবণতার জন্য বার বার কোম্পানি উঠে জাবেয়ের
Too much advertising
bangali responsible for closure of this rly. only without tocket and ticket checker 's fraudulant mentality. still ran for quite long time.had there been modi pm at that time this rly would have been sold immediayely.