পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়বেন কেন?বাদ পড়লে কি করবেন? police verification 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 33

  • @mohona_lyrics
    @mohona_lyrics 5 месяцев назад +1

    অনেক সুন্দর স্যার

  • @AbirHasan-pw9hn
    @AbirHasan-pw9hn 5 месяцев назад +1

    sir ❤️❤️❤️

  • @rafidredwan9455
    @rafidredwan9455 2 месяца назад +1

    আমি বিসিএসের আবেদন ফর্মে ভুলক্রমে ডাকঘর হিসেবে উপজেলা পোস্ট অফিসের নাম দিয়েছি যেখানে আমার ডাকঘর একই উপজেলার একটা সাব অফিস হবে( NID অনুযায়ী)। বাকি সব ঠিকানা ঠিক আছে। ভেরিফিকেশনে সমস্যা হবে কী? ভাইভার আগে পিএসসি তে আবেদনপত্র জমা দিতে হবে? অগ্রিম ধন্যবাদ।

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      উচিৎ ছিলো এনআইডতে উল্লিখিত পোস্ট অফিসের নাম দেওয়া। যেহেতু দেওয়া হয়ে গেছে, তাহলে কি আর করা! এখন যে নামটি দিয়েছেন সেই ঠিকানায় যদি চিঠিপত্র আপনার জন্য আসে, মানে আপনার এলাকার চিঠিপত্র যদি ওই ঠিকানা দিলেও আসে, তাহলে সমস্যা নাই। ভেরিফিকেশনে তাহলে বলা যাব, যে উপজেলার ঠিকানা ব্যবহার করি আমরা সবসময়ই, তাই এনআইডিতে দেওয়া টা স্মরণ ছিলোনা আবেদনের সময়। আর ভাইভার পূর্বে যে সব কাগজপত্র জমা দিতে হবে👇🏻
      www.prothomalo.com/chakri/chakri-suggestion/ri9bjyovk8

  • @jumaakter9876
    @jumaakter9876 2 месяца назад +1

    Vai ami primary 2024 a select hoisi .amar husband er bari mirpur dhaka but amar baba r bari chadpur ami application from a permanent and non permanent address amar baba r bari ta diasi but ami thaki dhaka te ......amar NID card o dhaka r cz age amar baba dhaka thakto . Akhon police veryfication a ki problem hobe ???

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      আপনার বাবা / পিতৃপরিবার কোথায় থাকেন এখন? তাঁরা যদি সেই ঠিকানায় থাকেন, যেটা আপনি পার্মানেন্ট ও ননপার্মানেন্ট ঠিকানায় দিয়েছেন। তাহলে সমস্যা নাই। তবে আপনার এনআইডি কার্ডে ঢাকার যে ঠিকানা, তা কি আপনার বা আপনার স্বামীর বাড়ির ঠিকানা আই মিন স্থায়ী ঠিকানা?যদি নিজেদের বাড়ি না হয় তাহলে, আপনার ভেরিফিকেশনের দ্বায়িত্বে থাকা কর্মকর্তা কে বলবেন ভাড়া থাকি তো তাই বাবার বাড়ির ঠিকানাটা দিয়েছি।

    • @jumaakter9876
      @jumaakter9876 2 месяца назад +1

      @dhrubosir Amar samir nijer bari Dhaka te but Ami ai thikana dai nai ...permanent and non permanent Babar bari diasi ...Ami Jodi boli Babar bari theke e job korbe Tobe ki Hobe ??

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      কোন সমস্যা হবার কথা না। মেয়েদের বাবার বাড়িই প্রকৃতপক্ষে স্থায়ী ঠিকানা। আর এনআইডি কার্ডের ঠিকানা দেশের মধ্যে যেকোন জায়গার হতে পারে। সুতরাং টেনশনের কিছু নাই।

    • @jumaakter9876
      @jumaakter9876 2 месяца назад

      @@dhrubosirthank u ...for ans me .. Vai police verification from a apply from er moto thikana na dai Tobe ki problem Hobe ....mane application from a permanent and non permanent address ak e daiasi mane baba r thikana diasi akhon police verification from a Jodi permanent Dhaka dai r non permanent baba r barir thikana dai tahole problem Hobe ??

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      @@jumaakter9876 আবেদন কি আবার করতে চাচ্ছেন? যদি পার্মানেন্ট এ্যাড্রেস স্বামীর বাড়ির আর নন পার্মানেন্ট পিতার বাড়ির ঠিকানা দেন, সমস্যা হবে না। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসেই ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন ফর্ম যাদের ফোন নাম্বার দিয়েছেন, তাদের কে বলে রাখুন, থানা থেকে ফোন দিলে যেন সঙ্গে সঙ্গে আপনাকে যেন তারা জানায়। তখন আপনি সেই কর্মকর্তার নাম্বার নিয়ে কথা বলে নিবেন, আপনাকে যাবতীয় নির্দেশনা তিনি দেবেন।

  • @johankhondoker9949
    @johankhondoker9949 2 месяца назад +1

    আমার সার্টিফিকেটে আমার নাম বাবার নাম মায়ের নামে একটু একটু করে সমস্যা আছে।
    এটা দিয়ে কি পুলিশের চাকরিতে এপ্লাই করতে পারবো ?
    বা এটার জন্য কি বাদ পরবো ?

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      প্রশাসনিক কোন সেক্টরে চাকরি করতে গেলে আপনার এসব ত্রুটি না রাখাই বাঞ্ছনীয়। আপনার এনআইডি কার্ডের তথ্য আর আপনার সার্টিফিকেট (যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন) সেটির তথ্যে গড়মিল থাকলে আপনার চাকরি হবার পথে তা অন্যতম অন্তরায়। কারণ, প্রশাসন সেক্টর টা বেশ সেনসিটিভ। আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি ঠিক থাকে, আপনি সার্টিফিকেটের সংশোধনের আবেদন করে বিষয়টি আগেই নিষ্পত্তি করে নেন, এটাই হবে বুদ্ধিদীপ্ত কাজ। ধন্যবাদ ভাই।

    • @johankhondoker9949
      @johankhondoker9949 2 месяца назад

      @dhrubosir
      এখন পুলিশের অনেক বড় মাঠ চলতেছে।
      পুরাতন পুলিশ বাদ দিয়ে নতুন পুলিশ ডুকাবে। আমার জন্মসনদ ঠিক আছে। কিন্তু সার্টিফিকেট ঠিক করতে ৪মাস সময় লাগবে। কিন্তু পুলিশের মাঠ এখন চলতেছে৷ আমি এপ্লাই করবো নাকি ভাবতেছি কারন আমার সার্টিফিকেটের অনেক কিছু ভূল আছে৷ তবে জন্মসনদে ঠিক আছে।

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      @@johankhondoker9949 সার্টিফিকেট তো শো করাতেই হবে। আবার এনআইডি বা জন্ম সনদও। যারা পূর্বে এসব মাঠে দাড়িয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। সবথেকে ভাল হয়, কোন পুলিশের সাথে কথা বলতে পারলে। আপনার পরিচিত না থাকলে, আমি আপনাকে এ বিষয়ে পুলিশের সাথে কথা বলে হেল্প করতে পারি।

  • @sirderthuchanda8577
    @sirderthuchanda8577 2 месяца назад +2

    are vai..bcs a cadre a political karone atkai aita bolen na keno?

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      সব কথা কি সরাসরি বলতে হয় নাকি ভায়া? আপনি যেমন বুঝেছেন, সবাই বোঝে ঠিকই।
      ধন্যবাদ।

  • @monotoshmondal8501
    @monotoshmondal8501 2 месяца назад

    আমার সকল সার্টিফিকেট / আইডি / জন্ম সনদে নায়ের নাম - Kanika কিন্তু আামার মায়ের আইডি কার্ডে তার সঠিক নাম Monika এক্ষেত্রে চাকুরিতে পুলিশ ভেরিফাই /অন্য কও সমস্যা হতে পারে অনুগ্রহ করে বলবেন।

  • @biplobhasan-t7k
    @biplobhasan-t7k 3 месяца назад +1

    Nijer bari na thakle. Vara thkle se khetre biddutbil er kagoj ba dolil kothay pabo???

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? থাকলে তার স্টেটমেন্ট দেবেন।আর আপনাকে যখন কর্তব্যরত কর্মকর্তা ভেরিফিকেশনের কথা জানাবেন, তখন তাঁকে বিষয়টি খুলে বলবেন। ধন্যবাদ।।

  • @sanjoy9397
    @sanjoy9397 3 месяца назад

    আমার আইডি কার্ডে স্থায়ী ঠিকান কুমিল্লা আর আবেদন করেছি ঢাকা দিয়ে কারণ কুমিল্লাতে আমাদের কোন জায়গা জমি নেই আর ঢাকাতে ভাড়া থাকি অনেক বছর। এর জন্য কি আমাকে পুলিশ ভেরিফিকেশনে বাদ দিতে পারে। দয়াকরে জানাবেন ।

    • @dhrubosir
      @dhrubosir  3 месяца назад +2

      না সমস্যা নাই। যেখানে থাকেন ওইখানের জমির দলিল/কারেন্ট বিল/পানির বিলের কাগজ সাথে রাখবেন। প্রয়োজন হলে দেখাবেন। তাহলে সমস্যা হবে না। ভেরিফিকেশনে পুলিশ বেশ আন্তরিক থাকেন। ভয়ের কিচ্ছু নাই। আপনি কোন ফৌজদারী অপরাধ করেছেন কিনা, কোন মামলায় আপনার নাম আছে কিনা, আপনি দেশের যেখানেই বাস করুন বাংলাদেশের নাগরিক কিনা এসব যাচাই করে৷ ধন্যবাদ।

  • @mdtanzilshikder7513
    @mdtanzilshikder7513 2 месяца назад

    ভাই আমার নামে মামলা হয়েছিল যে জেল ও খেটেছি পরে নির্দোষ প্রমাণিত হয়েছে এতে কি আমার কোন সমস্যা হবে চাকরির?? মিথ্যা মামলা ছিল ওইটা

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      @@mdtanzilshikder7513 খুবই দুঃখজনক বিষয় ভাই। যেহেতু মিথ্যা মামলা ছিলো, অর্থাৎ আপনি নির্দোষ। এমন কোন প্রত্যয়ন বা প্রমাণপত্র থাকলে কোন সমস্যা হবেনা। সেই প্রমাণপত্র বা প্রত্যয়নপত্রই আপনাকে বাঁচাবে।

  • @amitsarkar2683
    @amitsarkar2683 5 месяцев назад +1

    Dada.... Ami Amit 😊

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      @@amitsarkar2683 অমিত কি সংবাদ তোমার।

  • @monotoshmondal8501
    @monotoshmondal8501 2 месяца назад +1

    আমার সকল সার্টিফিকেট / আইডি / জন্ম সনদে নায়ের নাম - Kanika কিন্তু আামার মায়ের আইডি কার্ডে তার সঠিক নাম Monika এক্ষেত্রে চাকুরিতে পুলিশ ভেরিফাই /অন্য কও সমস্যা হতে পারে অনুগ্রহ করে বলবেন।

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      @@monotoshmondal8501 আপনার আইডি কার্ড, আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন লাগবে। আপনার মাযের টা না। আপনার মায়ের নাম জিজ্ঞেস করলে তখন আপনি আপনার আইডি কার্ড /সার্টিফিকেটে যে নাম সেটা বলবেন।
      আপনার মায়ের আইডি কার্ড তখন লাগবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে তাঁকে নোমিনি করেন, তাহলে একই নাম না থাকায় সমস্যা হবে। তবে আপনি নোমিনি বাবা /স্ত্রী/সন্তানদের যে কাউকে কে করলে সমস্যা মিটে যাবে।
      আর আপনার মায়ের নামটি আসলে কোনটি তা জানাবেন।
      ধন্যবাদ ভাই।

    • @monotoshmondal8501
      @monotoshmondal8501 2 месяца назад +1

      Thank you🥰❤️
      আামার মায়ের সঠিক নাম Monika.
      কিন্তু আমার সবকিছুতে Kanika.

    • @marjiakhatunmarjia
      @marjiakhatunmarjia 2 месяца назад +1

      ​@@dhrubosir verification er somoy to baba mayer nid dekhte chaibe tokhon kivabe face korbo?

    • @dhrubosir
      @dhrubosir  2 месяца назад

      ভেরিফিকেশনে বাবা মায়ের এনআইডি দেখে না । যদি আপনার ক্ষেত্রে তারা চায় সেক্ষেত্রে কোন না কোন সমাধান আপনাকে বের করতেই হবে। আপনার সমস্যাটা যদি বলতেন এখানে, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হতো । ধন্যবাদ ।

    • @marjiakhatunmarjia
      @marjiakhatunmarjia 2 месяца назад +1

      @@dhrubosir Sir, amr certificate e babar nam md yeaquib ali achhe .
      amr nid te babar nam bangla te মোঃ ইয়াকুব আলী achhe.
      babar nid te bangla te মোহাম্মদ ইয়াকুব আলী achhe.
      babar nid te English e Muhammad yakub ali achhe.
      verification er somoy jodi babar nid dekhe tahole kivabe solve korbo?