বন্ধু ইশতিয়াকের লেখা গান। ১৯৯৪-৯৫ এর যুবক বয়সে ঢাকা ইউনিভার্সিটির আনাচে কানাচে বসে এই গান ওর সাথে সব বন্ধুরা কতো গেয়েছি তখন। যখন জাগো মুভিতে গানটা শুনলাম ভেবেছিলাম ওই গাবে। অর্ণব আর শ্রাবন্তীও ভালো গেয়েছে। ইশতিয়াক একজন অসম্ভব প্রতিভাবান সঙ্গীত কারিগর। ডিটেইলে গীতিকারের নাম থাকা উচিৎ ছিলো মনে করছি।
যদি নটিফিকেশনটা পান তবে রিপ্লেটা দিবেন। অাপনি কথাটা এমনভাবে বলেছেন, অামার মনে ধরেছে। অাসলে এভাবে চিন্তা করিনি। অার অন্য কেও এভাবে গাইতে পারবে না। কখনোও না।
মাঝেমধ্যে ভাবি এখনো এই গান শুনার জন্য ম্যাচিউর হয়ে উঠতে পারিনি, এই সুর আমার কাছে জীবদ্দশার দুঃখজনক সুর বলে মনে হয়। ভীষণ বিষাদে আচ্ছাদিত হয়ে পড়ি, আর যেনো প্রতিনিয়ত হামাগুড়ি দিয়ে মাকে খুজতে থাকা অসন্তুষ্ট শিশুমন কোলে ফিরে যাবার মতো আকুতি জানায় এই মিহিন কষ্টের সুরের মধ্যদিয়ে। নিজেকে ক্ষমা করতে না পারা বছরের আরেকটি দীর্ঘতম রাতের স্মৃতি, মস্তিষ্কের যে পাশের বলয় ধারণ করে, সে পাশের চেতনার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ অনন্তকাল ধরে অপরাধবোধের তরঙ্গের মতো প্রতিধ্বনিত হয় এই সুরে। এই অনুভূতি, ওভার থিংকিং, ক্যাসেটের ফিতা উলটো দিকে ঘুরালে তৈরি হওয়া শব্দের মতো লুসিড ড্রিম, উফ! আর নেয়া যাচ্ছেনা, তাও ত্যাঁদড় দাঁড়িয়ে থাকা প্রেমিকের মন, আজ যেনো এশারের নামাজের পর গায়ের চামড়া তুলে নেয়া শালিসের তোয়াক্কা করবেনা। আজ রাতে ছাদে শুকাতে দেয়া মায়ের শাড়ির আঁচলের মতো কোনো ভালোবাসা থাকবেনা, জলপাই রঙের হাফহাতা শার্ট গায়ে আমার যৌবনের শুরুর পার্বণ অব্দি মহিরুহ হয়ে দাড়ানো মানুষটিও নেই। ছাদে মা'য়ের লাগানো মরিচ গাছের নেতিয়ে যাওয়া পাতার অভিশাপে প্রতিরাতে জ্বর আসছে, তারপর আসছে গভীর দুঃখ, সবশেষে আজন্মকালের ঘুম।
ফিরাতে নেই কাউকে কখন! সে আপনার ছিল না এখন ও নেই থাকবে ও না! সে যখন চলেই গেছে যাক নাহ কি দরকার তাকে ফিরিয়ে নতুন করে কষ্ট পাওয়ার 😅 সবই ঠিক হয়ে যায় নতুন মানুষের আনাগোনায় 🥀
অর্নবদার এই গান প্রথম শুনেছিলাম খুব সম্ভবত ক্লাশ ৪-৫ এ পড়ার সময়।মাঝে গানটার কথা ভুলেই গিয়েছিলাম।দু-একটা লাইন মাথায় ছিলো।ইউটিউব চালানো শিখি ক্লাশ ৮ এ।কয়েকবার সার্চ দিয়েই পেয়ে গেলাম।ভালো গান বেঁচে থাকবেই,এভাবেই বেঁচে থাকে 💜
23 বছর তোমায় ভালোবাসি..23 বছরে 1 মাস 15 দিন তোমায় দেখেছি...14 বছর তোমার সাথে দেখা হয়নি... প্রাক্তন.. তুমি আমার স্বামী..৯ দিনের হলেও... হ্যা..এতো টুকুই ছিল আমাদের একসাথে পথ চলা.. কিন্তু আজ ও আমি তোমার ছায়াসঙ্গী...সারাজীবন তোমার অপেক্ষায় আছি.. জানি জীবৎ কালে দেখা হবে না... নাই বা হলো... মৃত্যুর ওপারে আবার দেখা হবে তোমার সঙ্গে... আবার শুরু হবে তোমার আমার খেলাঘর বাঁধা... শেষ থেকে আবার শুরু হবে আমাদের একসাথে পথ চলা...♥️
এতোটা আবেগ নিয়ে কাউকে গান গাইতে শুনি নাই। খুব একা মনে হচ্ছে নিজেকে। চারদিকে কেমন জানি শুন্যতা লাগছে। বুক ফেটে কান্না আসছে। অসাধারণ একটা গান। এটা শুধু গান বললে ভুল হবে, এটা জিবনের পুরোটা আবেগের বহিঃপ্রকাশ।
কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর। বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর। আজ এই ঝড় এসে বাধন গেছে চুটে অসীমতার দুঃখ আর অনন্ত পারাপার।। কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে
Hi I'm frm India bt as well as a huge fan of Bangladesh's culture😍😍..!ami bangali clg student. nd lv u so much Arnob tumi r o ank vlo vlo gan erkomi gye jaw.gorber sthe boli amar sonar bngla ami tomay vlobasi😊😊✌
যখন ছোট ছিলাম তখন মা র গলায় গানটি শোনা। তখন গানটির মানে কিছুই বুঝতাম নাহ । বর্তমানে আমি ১৮ রোর গণ্ডি অতিক্রম করলাম। গানটির মানে আমাকে প্রতিবার ভাবিয়ে তুলে।
❤ আমার এক্স gf ১৮ তারিখ ঢাকা তে রোড এক্সিডেন্ট এ মারা গেসে husbend এর সাথে ছিলো 😢 সবাই দোয়া করবেন সে যেন বেহেস্ত পায় আল্লাহ যেন বেহেস্ত দান করেন 😢 অসম্ভব ভালো মানুষ ছিলো ভালো মেয়ে ছিলো ভালো ডাক্তার ছিলো 😭
গানটা প্রায় ২ বছর পর শুনছি প্রথম বার যখন তাকে প্রপোজ করেছিলাম তখন এই গানটা শুনেছিলাম আর এখন সে ছেড়ে চলে গেছে তারপর শুনছি..! গান সত্যি কথা বলতে অসাধারণ যত বার শুনি মুগ্ধ হয়ে যায় টানা ১২ বার শুনেছি আরো শুনতে মন চাইছে 😫❤❤❤💗
Tar shate onek muhurto mone koriye dei ei gan ta, hariye jawa kotto sriti, kotto muhurto shob mone pore jai, raate ei gan ta sune sune ghumai... Onek valo lage, asa kori se onek sukh a thakuk, 😊❤
তুমি থাকলে হয়তো নষ্টালজিয়ায় পুড়ে এমন অসম্ভব সুন্দর গান গুলো শোনা হতো না। জানো আজ কাল তোমায় খুব একটা মনে পড়ছে না, চার বছরের অভ্যেসগুলো ভিষন ভাবে মনিয়ে নিতে শিখছি,,, আর না বলা কথা গুলো যত্নে আগলে রাখছি। সৃষ্টিকর্তার কাছে এটুকু চাই তুমি ভাল থেকো
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
আজ বৃহস্পতিবার, আমাদের স্মৃতি জড়িয়ে আছে এই দিনে। সেদিন আমি বুঝতে পারিনি আমাদের শেষ দেখা ছিলো এটা, বুঝতে পারলেই বা কি আর করতে পারতাম আমি? হানি তুমি তো সেদিন আমার ভালো চাইতে এসেছিলে কিন্তু আমাকে চাইতে আসলে না। তুমি এভাবে মুক্তি ছেয়ে নিয়ে চলে যাবে আর আমি বোকার মতো ছেয়ে ছেয়ে দেখবো তা কখনও ভাবিনি, জানো,আমি তুমাকে এখনও খুব বেশি মিস করি তুমাকে খুব বেশি ভালোবাসি। তুমি কেন চলে গেলে হানি কেন চলে গেলে?😅
খুব সম্ভবত টেলিভিশন টেলিফিল্ম এ এই গানটা শুনেছি,তারপর যে কতশত বার শুনেছি,তার কোন ইয়াত্তা নেই!! কিছু গান কখনোই পুরোনো হয় না। প্রিয় তুমি সাথে থাকলে হয়তো এই সুন্দর গানটা কখনোই শুনা হতো না। ধন্যবাদ তোমায়।
So much thankful to the director of this song to keep silent Srabanti Ali during the line " আজ এই ঝড় এসে, বাঁধন গেছে টুটে ". She is undoubtedly a very good singer still no one can sing that part more better and with more feeling than Arnob....he just took this to another level through singing that line so emotionally. 😌😌😌😌❤❤❤❤❤❤
এই রকম কিছু গান আছে,যা মানুষকে মনে করিয়ে দেয় তার সেই প্রিয় দিন গুলি সেই প্রিয় অনুভূতি,আর সেই মায়া ময় প্রিয় মানুষটার কথা, ❤ভালো থাকুক তারা সত্যিকার ভালোবেসেও চলে গেছে যারা❤ ধন্যবাদ এই রকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤
কেউ জীবনে ছিলও না, কেউ ছেড়ে চলেও যায় নি। তবু কেন জানি গানটা শুনলে কি এক অজানা অপ্রাপ্তি ও নিঃস্বতা আমাকে ঘিরে ধরে। কোনো উৎস নেই এ অনুভুতির। এক অদ্ভুত অপরুপ অনুভুতি।
2019 সালে নভেম্বর মাসে আমার প্রেমের বিচ্ছেদ হয়..আমার প্রিয়তমা চলে যাওয়ার পরে আমি একদম নিশ্বঃ হয়ে গেছিলাম তারপর এই গানটাই ছিল আমার সঙ্গী তখন থেকে প্রতিদিন এই গান টা শোনতাম এখন ও শুনি আর শুনে যাব। Thanks Arnob vaiya!!
অর্নব তুমি এতো দিন কোথায় ছিলে? প্রতিনিয়ত যখন ইউটিউব এ অাসি তোমার নাম টা সার্চ স্পেস এ লিখি। কিন্তু এতো দিন কোনো সফলতা পাই নি অাজ পেলাম। সত্যই প্রথম যখন তোমার "Tomar jonno " গান টা শুনলাম সত্যিই তোমার গানের পাগল হয়ে গেলাম। ধন্যবাদ এতো দিন পর হলেও কিছু উপহার দেওয়ার জন্য।।
আপনিও হালকা। অর্ণব / শ্রাবন্তী আলী গেয়েছেন এই গানটি। সাহানা বাজপেয়ী না। 'অর্ণব দাদা সুর করেছেন অসাধারণ এই গানটি। ভাই, প্রথমেই কাও কে এভাবে খাটো করে দেখতে নেই।
মাঝে মাঝে অনেক কিছুই আমাদের হাতে থাকে কিন্তু নিজের ইচ্ছে মতো সব করা যায় না। নিজের ইচ্ছেটাকে মাটি করে দিতে হয় কারণ আমরা বাধ্য। কিন্তু মনটা সেখানেই পড়ে থাকে।
অর্ণব দা না থাকলে হয়তো গানের স্বাদ রস কোনোটাই বুঝতে পারতাম না। একটা মানুষ এত সুন্দর গাইতে পারে! ১৫/৭/২০২২ রাত তখন ২:২৯ মিনিট। ছেড়ে যাওয়া মানুষটাকে বড্ড মরে পরছে আর গানটা শুনছি
"Aaj e jhor eshe, badhon gachhe toote" .. Bass ei dui line e shudhu eka geyechhen Arnob bhai, maane literally. Ebong aami prottek baar e gaantir ei dui line shonar jnne mukhiye thaki....
এমন একটি দিনে আমার সামনে এই গানটি আসেছে যে দিনে গানের সব কথা যেন প্রতিফলিত হচ্ছে আমার জীবনে। কতবার যে শুনেছি আর চোখে অশ্রু টলমল করেছে তার কোনো হিসাব নাই।"কেন চলে এলে আবার বাড়াতে দুখের ভার"-এবার আর চলে যেও না কখনোই আমাকে ছেড়ে।
রাত ১ টা। বাহিরে ঠান্ডা বাতাস চারদিকে কুয়াশা চাঁদ টাকে আড়ালে রেখে দিসে যাতে আমাকে দেখতে না পায়😓 সব অন্ধকার কানে হেডফোন সাথে এই গান। মনে হচ্ছে এই গান যেন এই সময়ের জন্যেই লেখা হয়েছে। জীবন বরাবরই সুন্দর শিক্ষা দিয়ে যাচ্ছে
ঠিক ১০ বছর আগে নিয়মিত এই গানটা আমার কানে বাজতো। এইটা এমন একটা গান যেটা শুনলে একজন রাগে ফেটে পড়া মানুষ কিংবা পৃথিবীর সব চিন্তা মাথায় নিয়ে থাকা ব্যক্তি নিস্তব্ধ হয়ে যাবে।
মনে হয় সভ্যতার শেষ দিন পর্যন্ত এই গানটি আমার কাছে চির অমর হয়ে থাকবে। আর সব নিঃশেষ হলেও কিছু রেশ চির কাল থেকেই যাবে। যেমন,, না পাওয়ার মাঝে ভালোবাসা বিদ্যমান। তেমন,, তিক্ততার মধ্যেও নিরব শ্রদ্ধা লুকায়িত বহমান
কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর. আজ এই ঝড় এসে বাধন গেছে টুটে অসীমতায় দুঃখ আর অনন্ত পারাপার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে
এই গানটা রোজ কতবার শুনি তার হিসেব নেই😑গান টাতে এত মায়া এত অনুভূতি জড়িয়ে আছে যা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না🙂এতটা আবেগ জড়ানো গান🖤 যাদের হারানোর ভয়ে সবসময় আঁকড়ে ধরে রাখতে চেয়েছি তারা হয়তো কখনো ভালবাসার মানেই বুঝতো না🙂
কিছু অসম্ভব সুন্দর বাংলা গান এখন আর শুনি না। ভয়ে শুনিনা। গানগুলো রক্তে মিশে যায়। মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষটার কথা মনে পড়ে। কান্না আসে। হাজার বছর বেচে থাকুক এরকম গানগুলি।
পৃথিবীর সকল ভাল লাগা আর মন্দ লাগাকে নিমিষেই আমি বৃদ্ধাংগুলি দেখিয়ে পিছুফিরে না তাকানোর অসম্ভব ক্ষমতা রাখি🙂 শুধু পারিনা এই গানগুলাকে এড়িয়ে চলতে🙂 মন ভালো থাকলেও যা শুনি খারাপ থাকলেও তাই শুনি 🙂 এই গানটা যুগ যুগ ধরে সবাই শুনবে। একটা কমেন্ট রেখে গেলাম🙂
কতো' রাএি চলে গেছে না ঘুমিয়ে গানটা শুনতে শুনতে- তা-ও অনিহা আসে না,,,! এক কথায় এটা আমার জিবনে কালজয়ী গান হয়ে থাকবে। মন খারাপ থাকলেও এটা শুনে মন ভালো থাকলেও এটাই শুনি এটাই শুনতে ভালো লাগে-🥰
কেন চলে গেলে দূরে.. ভাসায় মোরে সুরে.. কেন ফিরে এলে আবার.. বাড়াতে দুঃখের ভার.. কেন চলে গেলে দূরে.. ভাসায় মোরে সুরে.. কেন চলে গেলে দূরে... বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর... দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর... বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর... দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর... আজ এই ঝড় এসে বাধন গেছে টুটে... অসীমতায় দুঃখ আর অনন্ত পারাপার... কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে,,, কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার.. কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে... কেন চলে গেলে দূরে...
বন্ধু ইশতিয়াকের লেখা গান। ১৯৯৪-৯৫ এর যুবক বয়সে ঢাকা ইউনিভার্সিটির আনাচে কানাচে বসে এই গান ওর সাথে সব বন্ধুরা কতো গেয়েছি তখন। যখন জাগো মুভিতে গানটা শুনলাম ভেবেছিলাম ওই গাবে। অর্ণব আর শ্রাবন্তীও ভালো গেয়েছে। ইশতিয়াক একজন অসম্ভব প্রতিভাবান সঙ্গীত কারিগর। ডিটেইলে গীতিকারের নাম থাকা উচিৎ ছিলো মনে করছি।
ভাই কি ইশতিয়াক আহমেদ এর কথা বলছেন?উপন্যাসও লিখেন উনি,এই ইশতিয়াক ভাই??
@@mamunalhasan854 সম্ভবত না।
Shironamhin er Istiyak..likhechilo??
@@AmiOiPothe Are na....
না, ইনি সেই ইশতিয়াক নন। বাংলায় নববর্ষের একটি জনপ্রিয় গান "আইলো আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আমার আইলো রে" জিনি লিখেছেন এবং গেয়েছেন, তিনি সেই ইশতিয়াক।
বহুদুর পথ দীর্ঘ বহু বছর তোমার সাথে কাটানো স্মৃতি আজও হাতছানি দেই, আজ ক্লান্ত হয়ে বিভিন্ন গানে তোমাকে রেখে যাওয়া যদি আসো দেখবে আমাকে 😥
কানে হেডফোন গোজা, ভলিউম টা খুব কম! যেন অনেক দূর থেকে গান টা আসছে। চোখ দুটো বন্ধ করে রাতের আধারে সেই সময় গুলোকে খোজা!
আহ!!! কি অনূভুতি! ❤
I tried that after reading ur comment and just shei bhai!!
@@metalhasib630 its take u in another world bro
Very true
Bruh 😭😭😭
ahhh what a fellings
আজ এই ঝড় এসে, বাধন গেছে টুটে ❤
Bangladesh music is the best.
Lots of emotion.
Love from india😘😘
Keep rocking guys
Thanks for your supporting.. Lots of love ♥ ♥
Koushik Ghosh love from bd
Thanks
💜💜💜
আমিও শুনি বাংলাদেশ এর গান তবে অবশ্যই সব গান নয় ।
কত হাহাকার নিয়ে "আজ এই ঝড় এসে-বাঁধন গেছে টুটে" অংশটুকু গাইলো অর্ণবদা..কেউ-ই এভাবে পারবে না..
Arbob da chara ata possible na
এই অংশটুকু আমি অনেক অনেক বার শুনছি।।।
Khub sotti... Arnab er golay line duto shunle vitorta kede uthe
যদি নটিফিকেশনটা পান তবে রিপ্লেটা দিবেন। অাপনি কথাটা এমনভাবে বলেছেন, অামার মনে ধরেছে। অাসলে এভাবে চিন্তা করিনি। অার অন্য কেও এভাবে গাইতে পারবে না। কখনোও না।
পুরোটা গান যদি হৃদয় স্পর্শ করে
তবে 2:00 এই অংশটুকো আত্মাকে তৃপ্ত করে।
মাঝেমধ্যে ভাবি এখনো এই গান শুনার জন্য ম্যাচিউর হয়ে উঠতে পারিনি, এই সুর আমার কাছে জীবদ্দশার দুঃখজনক সুর বলে মনে হয়। ভীষণ বিষাদে আচ্ছাদিত হয়ে পড়ি, আর যেনো প্রতিনিয়ত হামাগুড়ি দিয়ে মাকে খুজতে থাকা অসন্তুষ্ট শিশুমন কোলে ফিরে যাবার মতো আকুতি জানায় এই মিহিন কষ্টের সুরের মধ্যদিয়ে।
নিজেকে ক্ষমা করতে না পারা বছরের আরেকটি দীর্ঘতম রাতের স্মৃতি, মস্তিষ্কের যে পাশের বলয় ধারণ করে, সে পাশের চেতনার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ অনন্তকাল ধরে অপরাধবোধের তরঙ্গের মতো প্রতিধ্বনিত হয় এই সুরে।
এই অনুভূতি, ওভার থিংকিং, ক্যাসেটের ফিতা উলটো দিকে ঘুরালে তৈরি হওয়া শব্দের মতো লুসিড ড্রিম, উফ! আর নেয়া যাচ্ছেনা, তাও ত্যাঁদড় দাঁড়িয়ে থাকা প্রেমিকের মন, আজ যেনো এশারের নামাজের পর গায়ের চামড়া তুলে নেয়া শালিসের তোয়াক্কা করবেনা।
আজ রাতে ছাদে শুকাতে দেয়া মায়ের শাড়ির আঁচলের মতো কোনো ভালোবাসা থাকবেনা, জলপাই রঙের হাফহাতা শার্ট গায়ে আমার যৌবনের শুরুর পার্বণ অব্দি মহিরুহ হয়ে দাড়ানো মানুষটিও নেই।
ছাদে মা'য়ের লাগানো মরিচ গাছের নেতিয়ে যাওয়া পাতার অভিশাপে প্রতিরাতে জ্বর আসছে,
তারপর আসছে গভীর দুঃখ, সবশেষে আজন্মকালের ঘুম।
😢😢😢
যুগ যুগ ধরে এই গান অমর হয়ে থাকবে। একটুও বিরক্তি আসবে না।
'৫০ এর বিষণ্ণ রাতে আবারও এই শহরের বোকারা বালিশে-চেপে কান্না করবে।
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
সত্যি বলেছেন
ফিরাতে নেই কাউকে কখন! সে আপনার ছিল না এখন ও নেই থাকবে ও না! সে যখন চলেই গেছে যাক নাহ কি দরকার তাকে ফিরিয়ে নতুন করে কষ্ট পাওয়ার 😅 সবই ঠিক হয়ে যায় নতুন মানুষের আনাগোনায় 🥀
আমাদের বাংলা গান কত সুন্দর 🥰🥰
টানা ১৩ বার শোনলাম। তবুও বার বার শোনার তৃষা যাচ্ছেই না।
কতোটা সুন্দর হতে পারে গানের কথা, সুর, অার ছন্দ 😍😍
অসংখ্যবার ......
Asrafun naher কেনো চলে গেলে দূরে
Aj k 20 bar sunlam ❤ love that
Nostalgic lage actually
please atobar suinen na....pore ato sundor gant r valo lagbe na.
অর্নবদার এই গান প্রথম শুনেছিলাম খুব সম্ভবত ক্লাশ ৪-৫ এ পড়ার সময়।মাঝে গানটার কথা ভুলেই গিয়েছিলাম।দু-একটা লাইন মাথায় ছিলো।ইউটিউব চালানো শিখি ক্লাশ ৮ এ।কয়েকবার সার্চ দিয়েই পেয়ে গেলাম।ভালো গান বেঁচে থাকবেই,এভাবেই বেঁচে থাকে 💜
আপনি কি বলতে চান এই গানটা পুরনো গান? ক্লাশ থ্রি /ফোর মানে কি?
সখি তুমি.........
Lol
@@mahmudbiplob699 গানটা ২০১০ এর জাগো ছায়াছবির।
@@mahmudbiplob699 ২০১০ সালে আমি ক্লাস ফোর-এ পড়তাম
23 বছর তোমায় ভালোবাসি..23 বছরে 1 মাস 15 দিন তোমায় দেখেছি...14 বছর তোমার সাথে দেখা হয়নি... প্রাক্তন.. তুমি আমার স্বামী..৯ দিনের হলেও... হ্যা..এতো টুকুই ছিল আমাদের একসাথে পথ চলা.. কিন্তু আজ ও আমি তোমার ছায়াসঙ্গী...সারাজীবন তোমার অপেক্ষায় আছি.. জানি জীবৎ কালে দেখা হবে না... নাই বা হলো... মৃত্যুর ওপারে আবার দেখা হবে তোমার সঙ্গে... আবার শুরু হবে তোমার আমার খেলাঘর বাঁধা... শেষ থেকে আবার শুরু হবে আমাদের একসাথে পথ চলা...♥️
😔
❤
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
@@srabon4961 গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
@@s.y.c8816 গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
😮😮😢 এই গানের মৃত্যু নেই 🇧🇩
থাকেনা কিছু গান? শুনলেই বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে!❤
হুম, এই গানটা শুনলে বুকের মাঝে হালকা একটা কাপুনী উঠে, যা বলা বাহুল্য ❤️
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
@@xunayeed6633 গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
২০২১ এ কে কে শুন ছো এই অসাধারণ গান টি?
ami
Ami
from 2010
গান না গল্প। শুনছি তো শুনছি। অসম্ভব সুন্দর প্রতিটা লাইন। এত সুন্দর করে গান লেখাও যায়?
অদ্ভুদ এক আবিষ্কার এই লেখকের। বেঁচে থাকবেন এই গানের মাধ্যমে!
এতোটা আবেগ নিয়ে কাউকে গান গাইতে শুনি নাই।
খুব একা মনে হচ্ছে নিজেকে।
চারদিকে কেমন জানি শুন্যতা লাগছে।
বুক ফেটে কান্না আসছে।
অসাধারণ একটা গান।
এটা শুধু গান বললে ভুল হবে, এটা জিবনের পুরোটা আবেগের বহিঃপ্রকাশ।
Best song ever ❤
কোন ফিরে এলে আবার! 🥲💔
13 min agio
13 min ago
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর।
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর।
আজ এই ঝড় এসে
বাধন গেছে চুটে
অসীমতার দুঃখ আর
অনন্ত পারাপার।।
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে
Mubarak Ali Aftab
😶😶
Eta ki gan naki akash theke nama bani...
কে লিখেছেন?
চুটে.. টুটে নয়?
Hi I'm frm India bt as well as a huge fan of Bangladesh's culture😍😍..!ami bangali clg student. nd lv u so much Arnob tumi r o ank vlo vlo gan erkomi gye jaw.gorber sthe boli amar sonar bngla ami tomay vlobasi😊😊✌
love from bangladesh.
আরও সুন্দর সুন্দর গান আছে বাংলাদেশের
যখন ছোট ছিলাম তখন মা র গলায় গানটি শোনা। তখন গানটির মানে কিছুই বুঝতাম নাহ । বর্তমানে আমি ১৮ রোর গণ্ডি অতিক্রম করলাম। গানটির মানে আমাকে প্রতিবার ভাবিয়ে তুলে।
Aha Valobasa .
Tmi kadaw..tmi hashao
গানগুলো আগে উপভোগ করতাম আর এখন মন থেকে উপলব্ধি করি।
গানগুলোর লেখক,গীতিকার,সুরকার সবার প্রতি কৃতজ্ঞ থাকবো।
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
"আজ এই ঝড় এসে বাঁধন গেছে টুটে..."
এক অদৃশ্য তীর, সরাসরি কলিজায় গিয়ে বিধে 💘
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
❤ আমার এক্স gf ১৮ তারিখ ঢাকা তে রোড এক্সিডেন্ট এ মারা গেসে husbend এর সাথে ছিলো 😢 সবাই দোয়া করবেন সে যেন বেহেস্ত পায় আল্লাহ যেন বেহেস্ত দান করেন 😢 অসম্ভব ভালো মানুষ ছিলো ভালো মেয়ে ছিলো ভালো ডাক্তার ছিলো 😭
Husband হবে !
এখনো পর্যন্ত যতবার শুনি বুকের মধ্যে একটা কাঁপুনি দিয়ে ওঠে। কি আছে এর মধ্যে?
😅
KH Haque bujhe nen
KH Haque asholei tai ......
Hi
Sotty osadaron
গানটা প্রায় ২ বছর পর শুনছি প্রথম বার যখন তাকে প্রপোজ করেছিলাম তখন এই গানটা শুনেছিলাম আর এখন সে ছেড়ে চলে গেছে তারপর শুনছি..! গান সত্যি কথা বলতে অসাধারণ যত বার শুনি মুগ্ধ হয়ে যায় টানা ১২ বার শুনেছি আরো শুনতে মন চাইছে 😫❤❤❤💗
কেন চলে গেলে দূরে _কেন ফিরে এলে দুঃখ দিতে
তুমি চলে না গেলে হয়তো এই সুন্দর গানটি শোনা হতো না আমার 🙂🖤
Ah
হুম, আসলেই! আগে গানটা শুধুই শুনতাম। কিন্তু এখন অনুভব করতে পারছি।
হৃদয়ের আহ্বান
😓😓😓😓
Sei
একা থাকার মধ্যেও একটা অন্যরকম ভালোলাগা কাজ করে,
যেমন,
না আছে কাউকে হারানোর ভয়। না আছে কাউকে ফিরে পাবার আশা
(নজরুল,ফ্রম, মালয়েশিয়া)
নিজেকে হারানোর ভয় থাকে না?
আজ এই ঝড় এসে
বাঁধন গেছে টুটে
Heart💓 touching
এই গান টা শুনলে ঘরে থাকতে পাড়ি না ছাদ এ না রাস্তায় না বাড়ির উঠানে কোথাও থেমে থাকতে পারি না অজানা এক অস্থিরতা কাজ করে 😔😔😔
Tar shate onek muhurto mone koriye dei ei gan ta, hariye jawa kotto sriti, kotto muhurto shob mone pore jai, raate ei gan ta sune sune ghumai... Onek valo lage, asa kori se onek sukh a thakuk, 😊❤
গানের সাথে গানের কমেন্ট পড়তেও ভালো লাগে।😔
কত মানুষ তাদের মনেরভাব প্রকাশ করেছে।🥺
তুমি থাকলে হয়তো নষ্টালজিয়ায় পুড়ে এমন অসম্ভব সুন্দর গান গুলো শোনা হতো না। জানো আজ কাল তোমায় খুব একটা মনে পড়ছে না, চার বছরের অভ্যেসগুলো ভিষন ভাবে মনিয়ে নিতে শিখছি,,, আর না বলা কথা গুলো যত্নে আগলে রাখছি। সৃষ্টিকর্তার কাছে এটুকু চাই তুমি ভাল থেকো
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
আজ বৃহস্পতিবার, আমাদের স্মৃতি জড়িয়ে আছে এই দিনে। সেদিন আমি বুঝতে পারিনি আমাদের শেষ দেখা ছিলো এটা, বুঝতে পারলেই বা কি আর করতে পারতাম আমি? হানি তুমি তো সেদিন আমার ভালো চাইতে এসেছিলে কিন্তু আমাকে চাইতে আসলে না। তুমি এভাবে মুক্তি ছেয়ে নিয়ে চলে যাবে আর আমি বোকার মতো ছেয়ে ছেয়ে দেখবো তা কখনও ভাবিনি, জানো,আমি তুমাকে এখনও খুব বেশি মিস করি তুমাকে খুব বেশি ভালোবাসি। তুমি কেন চলে গেলে হানি কেন চলে গেলে?😅
খুব সম্ভবত টেলিভিশন টেলিফিল্ম এ এই গানটা শুনেছি,তারপর যে কতশত বার শুনেছি,তার কোন ইয়াত্তা নেই!!
কিছু গান কখনোই পুরোনো হয় না।
প্রিয় তুমি সাথে থাকলে হয়তো এই সুন্দর গানটা কখনোই শুনা হতো না। ধন্যবাদ তোমায়।
চিত্রনায়ক ফেরদৌস অভিনীত "গোল" নামের একটা বাংলা ছবিতে এই গানটা ছিলো।
The only complain I have about this song is why the length isn't longer............beautiful
exactly, its like 1 stanza too short... part of the magic of this song
গানটা এতই পছন্দের যে মাঝে মাঝেই শুনতে চলে আসি। এতো আবেগ নিয়ে গাওয়া গানটা, একদম পারফেক্ট ❤
So much thankful to the director of this song to keep silent Srabanti Ali during the line " আজ এই ঝড় এসে, বাঁধন গেছে টুটে ". She is undoubtedly a very good singer still no one can sing that part more better and with more feeling than Arnob....he just took this to another level through singing that line so emotionally. 😌😌😌😌❤❤❤❤❤❤
Arnob himself was the music director.
I just listen to the song for that part.
এই রকম কিছু গান আছে,যা মানুষকে মনে করিয়ে দেয় তার সেই প্রিয় দিন গুলি সেই প্রিয় অনুভূতি,আর সেই মায়া ময় প্রিয় মানুষটার কথা,
❤ভালো থাকুক তারা
সত্যিকার ভালোবেসেও
চলে গেছে যারা❤
ধন্যবাদ এই রকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤
গান টা instagram এর একটা reel থেকে খুঁজে পেলাম। এককথায় অসাধারণ। অফুরন্ত ভালোবাসা কলকাতা, 🇮🇳থেকে।।
কেউ জীবনে ছিলও না, কেউ ছেড়ে চলেও যায় নি। তবু কেন জানি গানটা শুনলে কি এক অজানা অপ্রাপ্তি ও নিঃস্বতা আমাকে ঘিরে ধরে। কোনো উৎস নেই এ অনুভুতির। এক অদ্ভুত অপরুপ অনুভুতি।
Same here ♥️
@@ana-ng3cx 😀😀😀
Same Obostha...!
Me too
আমরা কি কাছে আসি দূরে চলে যাবার জন্যই?
Banasree Biswas হয়তোবা😭। যাওয়া আসার এই খেলায় সবাই শুধু চলেই যায়। জারা আসে তাদের আমি জানি না। আমার সবই চলে যায়😭।
হুম
Hoito taii e! 🙂
Sotthi ki tai !
আপনার কথা টা 🙂
2019 সালে নভেম্বর মাসে আমার প্রেমের বিচ্ছেদ হয়..আমার প্রিয়তমা চলে যাওয়ার পরে আমি একদম নিশ্বঃ হয়ে গেছিলাম তারপর এই গানটাই ছিল আমার সঙ্গী তখন থেকে প্রতিদিন এই গান টা শোনতাম এখন ও শুনি আর শুনে যাব।
Thanks Arnob vaiya!!
Onk bhalo lago tare
Chole gece dure
Bhalo thakuk se
অনেক সুন্দর গান! এই গানটা শুনলেই অর্ণব ও শাহানা বাজপেয়ীর কথা মনে পড়ে।
বেদনার রংধনু,চেয়েছিলো মোর অন্তর!
দ্যা বেস্ট লাইন ইন দিস সং
অর্নব ভাইয়ের গাওয়া একটা অস্থির গান,বহুবার শুনেছি,এই গান প্লেলিস্টে চলবে অনেকদিন
অর্নব তুমি এতো দিন কোথায় ছিলে?
প্রতিনিয়ত যখন ইউটিউব এ অাসি তোমার নাম টা সার্চ স্পেস এ লিখি।
কিন্তু এতো দিন কোনো সফলতা পাই নি অাজ পেলাম।
সত্যই প্রথম যখন তোমার "Tomar jonno " গান টা শুনলাম সত্যিই তোমার গানের পাগল হয়ে গেলাম।
ধন্যবাদ এতো দিন পর হলেও কিছু উপহার দেওয়ার জন্য।।
আপনিও হালকা। অর্ণব / শ্রাবন্তী আলী গেয়েছেন এই গানটি। সাহানা বাজপেয়ী না। 'অর্ণব দাদা সুর করেছেন অসাধারণ এই গানটি। ভাই, প্রথমেই কাও কে এভাবে খাটো করে দেখতে নেই।
jaago - dare to dream songs - এটা গুগল সার্চ এ দিয়ে সার্চ করে দেখুন। সব জায়গাতে শ্রাবন্তী আলীর নাম লিখা আছে।
ওটা তো অনেক পুরানো একটা গান।
Projoy Bakshi Whatever, Tune Arnab er.abal kuthakar :/
এইসব শিল্পীদের কদর করতে জানেনা বাঙালী...! 😢😢
মাঝে মাঝে অনেক কিছুই আমাদের হাতে থাকে কিন্তু নিজের ইচ্ছে মতো সব করা যায় না। নিজের ইচ্ছেটাকে মাটি করে দিতে হয় কারণ আমরা বাধ্য। কিন্তু মনটা সেখানেই পড়ে থাকে।
Tiki bolechen vai
afsus chara r kisui korar thake na
😢
তিন দিন ধরে এই গান ছাড়া আর কোনো গান ই মনে ধরছে না 🥺
2024 এর ডিসেম্বরে এসে প্রথম শুনলাম এই গান।
আহ শান্তি ❤
আজকে সন্ধায় প্রচুর বৃষ্টি হয়েছে।
এখন রাত ১২ঃ১১ অনেক সুন্দর ঠান্ডা বাতাস সাথে এই গানটা আর অনেকগুলো স্মৃতি❤
❤অর্নব ভাই❤
Same 🙂
অর্ণব দা না থাকলে হয়তো গানের স্বাদ রস কোনোটাই বুঝতে পারতাম না। একটা মানুষ এত সুন্দর গাইতে পারে!
১৫/৭/২০২২ রাত তখন ২:২৯ মিনিট। ছেড়ে যাওয়া মানুষটাকে বড্ড মরে পরছে আর গানটা শুনছি
ছেড়ে যাওয়া মানুষটাকে বড্ড মনে পরছে ১৬/৭/২০২২ রাত যখন ৩:২৯।
"Aaj e jhor eshe, badhon gachhe toote" .. Bass ei dui line e shudhu eka geyechhen Arnob bhai, maane literally. Ebong aami prottek baar e gaantir ei dui line shonar jnne mukhiye thaki....
Shoubhik Sengupta just ei line ta jokhn suru hoy gaye literally kata diye uthe
Mindboggling song
কতবার যে শুনেছি ❤️
যখনই গানটা শুনি তখনই শরীরে একটা অচেনা শিহরণ জাগে ।
কারো পিড়াপিড়িতে গান টা মুখস্ত করেছিলাম। কিন্তু সে নেই এখন আর, গান টা এখন মাঝে মাঝে শুনা হয় যখন শুনি তখন মনে হয় চোখের সামনে সে এসে সুর দিচ্ছে😢
এমন একটি দিনে আমার সামনে এই গানটি আসেছে যে দিনে গানের সব কথা যেন প্রতিফলিত হচ্ছে আমার জীবনে। কতবার যে শুনেছি আর চোখে অশ্রু টলমল করেছে তার কোনো হিসাব নাই।"কেন চলে এলে আবার বাড়াতে দুখের ভার"-এবার আর চলে যেও না কখনোই আমাকে ছেড়ে।
কেনো ফিরে এলে আবার!!
বাড়াতে দুঃখের ভার...!
রাত ১ টা। বাহিরে ঠান্ডা বাতাস চারদিকে কুয়াশা চাঁদ টাকে আড়ালে রেখে দিসে যাতে আমাকে দেখতে না পায়😓 সব অন্ধকার কানে হেডফোন সাথে এই গান। মনে হচ্ছে এই গান যেন এই সময়ের জন্যেই লেখা হয়েছে। জীবন বরাবরই সুন্দর শিক্ষা দিয়ে যাচ্ছে
ঠিক ১০ বছর আগে নিয়মিত এই গানটা আমার কানে বাজতো। এইটা এমন একটা গান যেটা শুনলে একজন রাগে ফেটে পড়া মানুষ কিংবা পৃথিবীর সব চিন্তা মাথায় নিয়ে থাকা ব্যক্তি নিস্তব্ধ হয়ে যাবে।
লিরিক্সটা সত্যিই মারাত্মক। আর গানটাও সেই... ❤❤❤
ভাই অস্থির লেভেলের টান🙏💞
আহা!i কি এক অনুভূতি 🌸🖤
স্মৃতি রেখে গেলাম যাতে কেউ লাইক দিয়ে গানটি আবার শোনার সুযোগ করে দেয়
কোথাও যেন কিছু একটা হচ্ছে… এ এক অসাধারণ ফিলিংস 👌😑
Really heart teaching 😍😍
বিষাদে ভরা একটা গান! মন টা কেমন বিষণ্ণ করে তোলে... ক্ষণে ক্ষণে কেপে উঠে! বৃষ্টির রাত হলে তো কোনো কথাই নাই
Love from saodi Arabia ❤
বাইরে বৃষ্টি আর এই গান জাস্ট ওয়াও😊
মনে হয় সভ্যতার শেষ দিন পর্যন্ত এই গানটি আমার কাছে চির অমর হয়ে থাকবে। আর সব নিঃশেষ হলেও কিছু রেশ চির কাল থেকেই যাবে।
যেমন,, না পাওয়ার মাঝে ভালোবাসা বিদ্যমান।
তেমন,, তিক্ততার মধ্যেও নিরব শ্রদ্ধা লুকায়িত বহমান
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
Teenage এ time এ শুনেছি প্রথম, কথার অর্থ তেমন feel না করলেও এর সুর touch করেছিল
অনেক বছর পর শুনলাম, still masterpiece
গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর গানটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন।
ধীরে ধীরে অসাধারণ গানের সুরে
কে যেনো আমায় খাচ্ছে পুড়ে পুড়ে
সে আজ বহুদূরে, সে আজ বহুদূরে।
ওয়াও💔
থেকে গেলেও পারতে🖤
গানগুলো শুনলে শরীর কাটা দিয়ে ওঠ। ❤️
যে যে এই 2024 সালে এই গানটি সুনতেছেন, সে সে লাইক করেন
নির্জন রাতের সঙ্গী 😔
গান টি খুবই প্রীয়🙂
কিন্তু, বাংলা বানান শুদ্ধভাবে লিখতে শিখুন।
কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর. আজ এই ঝড় এসে বাধন গেছে টুটে অসীমতায় দুঃখ আর অনন্ত পারাপার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে
nice
I love u Kano chokar Aral hoils
সর্বদা আমার প্রিয় বাংলা সংগীত ।মন খারাপ থাকুক বা ভালো থাকুক সর্বদা শুনতে ভালো লাগে ❤️
চাঁদ কি রকম ভাবে দূরে গিয়েও, কি অদ্ভুত ভাবে রেখে গেলে তোমার স্মৃতি গুলো চাঁদ 🌙🌼❤️
এক কথায় অসাধারণ একটি গান ❤
এই গানটা রোজ কতবার শুনি তার হিসেব নেই😑গান টাতে এত মায়া এত অনুভূতি জড়িয়ে আছে যা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না🙂এতটা আবেগ জড়ানো গান🖤
যাদের হারানোর ভয়ে সবসময় আঁকড়ে ধরে রাখতে চেয়েছি তারা হয়তো কখনো ভালবাসার মানেই বুঝতো না🙂
আবেগ, একাঁকীত্ব আর এরকম গান.=অন্যরকম প্রঁহর.❤❤👍.
কিছু কিছু গান শুনলে অনেক ভালো লাগে...জীবনের সাথে মিশে যায়...খুব ভালো লাগলো গানটা শুনে...💞💞💞
Hello
@@shahinmiah2684 hmmm
@Jonaeid Ahmedbabu 🙄
Aita na I'd
@Jonaeid Ahmedbabu name akta profile vinno
দারুন কথা আর সুর❤।অর্ণব এর কণ্ঠ যেনো জাদুরবাশি!
কেন চলে গেলে দূরে 👰
কিছু অসম্ভব সুন্দর বাংলা গান এখন আর শুনি না। ভয়ে শুনিনা। গানগুলো রক্তে মিশে যায়। মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষটার কথা মনে পড়ে। কান্না আসে। হাজার বছর বেচে থাকুক এরকম গানগুলি।
যদি বলা হয় একটা গান নিয়ে জীবন পার করে দিতে হবে, আমি এই গানটা নিয়ে থাকবো৷
এটা গান না আসলে, এটা আত্মার সাথে নিজের একান্ত কথা বলা। 💙
Right vai apnar kotha ta.
যদি বলা হয় একটা গান নিয়ে জীবন পার করে দিতে হবে, আমি এই গানটা নিয়েই থাকবো।
এটা গান না আসলে, এটা আত্মার সাথে নিজের একান্ত কথা বলা 🙂❤️🥀
হৃদয়ে একটা টান পড়ে, এত মধুরতা মায়াবীয়তা সুরে এবং লিরিক এ♥
কেন ফিরে এলে আবার!!!!
বাড়াতে দূঃখের ভার!!!!???😢😢😢
অনবদ্য,, ❤❤
পৃথিবীর সকল ভাল লাগা আর মন্দ লাগাকে নিমিষেই
আমি বৃদ্ধাংগুলি দেখিয়ে পিছুফিরে না তাকানোর অসম্ভব ক্ষমতা রাখি🙂
শুধু পারিনা এই গানগুলাকে এড়িয়ে চলতে🙂
মন ভালো থাকলেও যা শুনি খারাপ থাকলেও তাই শুনি 🙂
এই গানটা যুগ যুগ ধরে সবাই শুনবে।
একটা কমেন্ট রেখে গেলাম🙂
The most genius talented person in the
world....ARNOB
কতো' রাএি চলে গেছে না ঘুমিয়ে গানটা শুনতে শুনতে- তা-ও অনিহা আসে না,,,! এক কথায় এটা আমার জিবনে কালজয়ী গান হয়ে থাকবে। মন খারাপ থাকলেও এটা শুনে মন ভালো থাকলেও এটাই শুনি এটাই শুনতে ভালো লাগে-🥰
😊
🦋this song😊
মনিকা।।। তোমার কথা ভেবে এখোনো চোখে পানি আসে।।তোমার সাথে থাকা ১১ দিন এর মেমরি নিয়ে আমার পুরোটা জীবন কাটাতে পারবো।।
যার কাছে থাকো ভালো থাকো, এই দোয়া করি
কেন চলে গেলে দূরে..
ভাসায় মোরে সুরে..
কেন ফিরে এলে আবার..
বাড়াতে দুঃখের ভার..
কেন চলে গেলে দূরে..
ভাসায় মোরে সুরে..
কেন চলে গেলে দূরে...
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর...
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর...
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর...
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর...
আজ এই ঝড় এসে
বাধন গেছে টুটে...
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার...
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে,,,
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার..
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে...
কেন চলে গেলে দূরে...