চণ্ডিদাস আর রজকিনীর গ্রাম।ধোপাখালি,মাগুরা ।chondidas aar rojokini.Magura.Bangladesh.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • যে গ্রাম রজকিনী আর চন্ডিদাসের। ধোপাখালি। মাগুরা।
    Hello Friends. Assalamualaikum. I am Shoma, A Bangladeshi blogger. In my blog I am sharing my daily lifestyle, outing, fooding and so on. Hope, content of my blog will always entertain u and ensure ur quality time spent with me. Take care & keep in touch through like, comment and share. please Channel subscribe করুন।
    👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us.
    👉Also, follow me on my social media profiles:
    👉Facebook link: / shomasblog
    For Any Copyright Issue Please contact: r_i_razib@yahoo.com
    Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
    #রজকিনী_চন্ডীদাস #chondidas_rojokini #maguravlog

Комментарии • 600

  • @masudurrahman6587
    @masudurrahman6587 10 месяцев назад +12

    কাহিনী সত্য -মিথ্যার সংমিশ্রণেই হয়ে থাকে,বেশির ভাগই জনশ্রুতি। তারপর ও সত্য উদঘাটন করবার প্রচেষ্টা চালাবার জন্য অনেক ধন্যবাদ।

  • @mdziaur4924
    @mdziaur4924 Год назад +25

    এই কাহিনী অনেক শুনেছি। কিন্তু জানতাম না এটি আমাদের বাংলাদেশের ঘটনা। খুব ভালো লাগলো।

  • @md.fazlurrahman2226
    @md.fazlurrahman2226 Год назад +9

    চণ্ডীদাস-রজকিনী সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। ধন্যবাদ সুন্দর এই উপস্থাপনাটির জন্য।

  • @bijonchakraborty2367
    @bijonchakraborty2367 Год назад +27

    আপনার প্রচেষ্টা সত্যই প্রশংনীয় ৷ অনেক পূরোনো দিনের স্মৃতি গুলো দেখে মনটা খুব ভাল লাগল। ধন্যবাদ৷

  • @mdrezaul82
    @mdrezaul82 Год назад +29

    সত্যিই আপনি চন্ডীদাস এবং রজ্🔥কিনির এবং তার গ্রামের পরিবেশটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

    • @gourharimukhrjee3355
      @gourharimukhrjee3355 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤ সত্যিই মোন ছুঁয়ে গেলো দিদি। আপনি ভালো থাকবেন । আমি ভারতীয় । আমার গ্রাম খুবই ভালো লাগে । আমি গ্রামেরি ছেলে কিন্তু এখন আমাদের আর গ্রাম নেই । সব‌ই সহর তলি হোয়ে গেছে।

  • @mdraselmia5743
    @mdraselmia5743 Год назад +9

    অসংখ্য ধন্যবাদ সোমা ব্লগকে একটি অমর প্রেম কাহিনী ভিডিও প্রকাশের জন্য। আগে জানতাম চন্ডীদাস ও রজকিনী কোন উপন্যাস বা গল্প কিন্তু নিজ চোখে দেখলাম এখন এটি আমাদের বাংলাদেশের ভিতরে চমৎকার উপস্থাপন করেছেন আপু। শুভকামনা রইল

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @suvrobiswas1697
    @suvrobiswas1697 Год назад +4

    গ্রাম বাংলার চিরচেনা রুপএর সাথে ঐতিহাসিক কাহিনি খুব ভাল লাগল,,,

  • @dhruvachakravarty3299
    @dhruvachakravarty3299 Год назад +9

    চন্ডীদাস এবং রজকিনির অমর প্রেমের বহু কাহিনী আছে। কিন্তু তদের এই পরম পবিত্র দর্শনীয় স্থানটি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @channelz3679
    @channelz3679 Год назад +4

    সাবস্ক্রাইব না করে আর পারলাম না। মুচকি হাসির সাথে মিষ্টি উপস্থাপনা সত্যিই অসাধারণ। এরকম আরো আরো ভিডিও চাই।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      ruclips.net/video/HS-_EUX73JU/видео.html

  • @titabbiswas8536
    @titabbiswas8536 Год назад +4

    সমৃদ্ধ ও পরিপূর্ণ উপস্থাপন।
    শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

  • @aslampresent3960
    @aslampresent3960 Год назад +10

    এত সুন্দর উপস্থাপনা ধারা বর্ণনা!! অসাধারণ অসাধারণ

  • @KakaliNath-zz1ox
    @KakaliNath-zz1ox Год назад +2

    দারুন অনুভুতি র কথা তুলে ধরা হলো।রজকিনী ও চন্ডীদাসের প্রেম কাহিনী।

  • @sumems352
    @sumems352 Год назад +4

    আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঐতিহাসিক ঘটনার অনেক অনেক গল্প শুনেছি কিন্তু আজ আপনাদের প্রচেষ্টায় বাস্তবে দেখলাম ও ধোপাখালী গ্ৰামের মানুষের সাক্ষাৎ কার শুনে অনেক অনেক ভালো লেগেছে । আপনাদেরকে ও অনেক অনেক ধন্যবাদ ।

  • @eshikascookingrecipes
    @eshikascookingrecipes Год назад +4

    পুরো ভিডিওটা খুব ভালোভাবে উপভোগ করলাম। এই ধরনের পৌরাণিক কাহিনি আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপু

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      ruclips.net/video/HS-_EUX73JU/видео.html

  • @habibajaved9794
    @habibajaved9794 Год назад +6

    গ্রাম দেখতে ভালো লাগে। তার উপর এই কাহিনী ! ❤

  • @ahmedhossain4243
    @ahmedhossain4243 Год назад +7

    এমন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আমাদের গর্বের বিষয়গুলো তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ।

  • @user-pd7ok9cr6r
    @user-pd7ok9cr6r Год назад +6

    অনেক পুরনো বাস্তব সত্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
    মনে পড়ছে সেই ছোটবেলার চন্ডিদাস আর রজকিনীর গল্প সিনেমার কথা।
    আপনার প্রাণবন্ত উপস্থাপনা খুবই সুন্দর 🌹

  • @s.m.zobaieralom6999
    @s.m.zobaieralom6999 Год назад +1

    Ai khani suone sotti Valo laglo.thank you

  • @sankarmondal2249
    @sankarmondal2249 Год назад +10

    দিদি, আপনার উপস্থাপনার কোন তুলনা হয়না, খুব বেশি আনন্দ পেয়েছি আপনার ভিডিও টা দেখে। আমি স্কুল জীবনে একটা ছোট্ট অভিনয় করেছিলাম চণ্ডীদাসের ভূমিকায়। আমাদের বাঙালি সমাজে প্রত্যেকেই চন্ডীদাস আর রজকিনির প্রেম কাহিনী সম্পর্কে অবহিত। পূর্ব বাংলার যশোর জেলার মাগুরার ধোপাখালীতে তাদের বাড়ি ছিল সেটা আপনার কাছ থেকে জানতে পেরে খুবই খুশি হয়েছি।। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকলাম।
    শ্রী শংকর মন্ডল। শিলিগুড়ি। দার্জিলিং। পশ্চিমবঙ্গ। ভারত।।

    • @KSD2022
      @KSD2022 Год назад

      great!

    • @pavelmosharraf6447
      @pavelmosharraf6447 5 месяцев назад

      সৌরভ গাঙ্গুলীর পূর্বপুরুষের ভিটাও এই মাগুরায়।

  • @ashimdas9921
    @ashimdas9921 Год назад +26

    দারুন রাজকিনি আর চন্ডীদাসের ভিডিও দেখালেন । পালা কীর্তন অনেক শুনেছি কিন্তু এ ভাবে ওনাদের ভিটা দেখতে পাব তা আশা করি নি । এমন কি মাগুরা বাংলাদেশে ওনাদের ভিটা ছিল তাও জানতাম না । অজস্র ধন্যবাদ ।

    • @AbdulHalim-kr3oq
      @AbdulHalim-kr3oq Год назад +2

      আপনি খুব সুন্দর উপস্থাপন করলেন। আপনি খুব সুন্দর আপনার মিটি মিটি হাসি দেখে মুগ্ধ। আপনাকে বার বার দেখতে ইচ্ছে করে। আপনার জন্য শুভকামনা

  • @Shes926
    @Shes926 4 месяца назад

    অনেক সুন্দর ভিডিও কোন জবাব নাই অতুলনীয়❤❤

  • @monotoshmodak8062
    @monotoshmodak8062 Год назад +6

    দিদি, সুন্দর এবং অজানা একটা ঐতিহাসিক কাহিনী তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @goutamacharya5803
    @goutamacharya5803 Год назад +5

    অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে চণ্ডীদাস রজকিনীর ঘাট বাড়ি দেখে মুগ্ধ হলাম।খুব সুন্দর উপস্থাপনা।

    • @KSD2022
      @KSD2022 Год назад

      valo uposthapona

  • @nrahman41
    @nrahman41 Год назад +1

    অনেক ভালো লাগলো, এই ওমর প্রেম কাহিনী আমাদের redoye ছুঁয়ে যায়,

  • @sandhyachakraborty2335
    @sandhyachakraborty2335 Год назад +2

    খুব সুন্দর বর্ণনা রজকিনী র প্রকৃত নাম ছিল রামী

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @rabiulhossain4039
    @rabiulhossain4039 11 месяцев назад +1

    Onek valo hoyse

    • @shomaafroze
      @shomaafroze  11 месяцев назад

      অনেক অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 Год назад +1

    Ami chotobelay anek dekhechi rajokini r chandisaser pala, aj gram tao dekhlam,apnader soujonye. Apnader anek anek dhonyobad.

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ

  • @NasirUddin-jr9qp
    @NasirUddin-jr9qp Год назад +5

    সোমা আপুকে অনেক ধন‍্যবাদ।
    আপনি অচেনা অজানা কে জানতে জানাত অবিরাম চেষ্টায় কঠিন প্রচেষ্টা।

    • @NasirUddin-jr9qp
      @NasirUddin-jr9qp Год назад

      ভালো ভিডিও চাচ্ছি আপা।

  • @ikbaltarafdar7403
    @ikbaltarafdar7403 Год назад +11

    আসসালামুআলাইকুম!
    বৈষ্ণব কবি চণ্ডীদাস ও রজকিনীর, ধোপাখালি, মাগুরা বেশ লাগলো। এখানে, পশ্চিমবঙ্গের নানুরে, সোনালী রঙের দুটি মূর্তি আছে, রজকিনীর আর চন্ডিদাসের। আর আছে চন্ডিদাসের সমাধি মন্দির, চন্ডিদাসের ভিটে, etc . বেশ লাগলো এই পর্বটি।
    ঈদের আগাম শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন আপনারা সবাই।
    আল্লাহ হাফেজ!

    • @pinkuhalder
      @pinkuhalder Год назад

      আল্লার ধোন কে কাটছিলো 😁😁

    • @ujjwalchowdhury5287
      @ujjwalchowdhury5287 Год назад

      Chodidaser samadhi kothai ache keo jane na Tobe barita akta dhonso stup jeta Indian archeological er under te ache

  • @Tarapada759
    @Tarapada759 Год назад +1

    Bah! Didivai khub valo lage tomar pouranik kahini sunte ebong jaiga gulo dekhe. Aro janar opekkhai roilam. Malda.

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @trilokeshchakraborty5042
    @trilokeshchakraborty5042 Год назад +2

    ধন‍্যবাদ দিদি। আপনার এই প্রচেষ্টার জন‍্যই এই ঐতিহাসিক স্থানগুলো দেখার সুযোগ পাচ্ছি।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

  • @badruzzamanalamgir9944
    @badruzzamanalamgir9944 Год назад +1

    আপনার ভিডিওগুলো নিটোল, সুন্দর।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @KhademTV-fh6tc
    @KhademTV-fh6tc Год назад +2

    আমার অনেক ভালো লাগলো রজকিনী ও চন্ডীদাসের বাড়ি আমাদের দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে আপনার চ্যানেলকে ধন্যবাদ

  • @wazedulislamwazed4773
    @wazedulislamwazed4773 Год назад +4

    ফেসবুকের সোমা আপুকে ইউটিউবে পেয়ে গেলাম। 😊

  • @JOY0987
    @JOY0987 4 месяца назад

    অসাধারন দৃশ্য।👍

  • @sahinurakther2993
    @sahinurakther2993 Год назад +1

    অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক ধন্যবাদ

  • @AbdulAhad-gs7hr
    @AbdulAhad-gs7hr Год назад

    লাইফ কমেন্ট এর ভালো বাসার জয়গান করলাম মন দিলাম

  • @kazizawharhossain1307
    @kazizawharhossain1307 11 месяцев назад +1

    Many thanks for real history

    • @shomaafroze
      @shomaafroze  11 месяцев назад

      অনেক অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।

  • @liyakatali4030
    @liyakatali4030 Год назад +12

    এক সময় কিছুদিন চন্ডিূাদাস সিলেট দক্ষিণ সুরমা এলাকায় ছিলেন। আজও একটি সেতুর নাম আছে চন্ডিপুল।

  • @rahimshaihk1366
    @rahimshaihk1366 Год назад +1

    খুব সুন্দর উপস্থাপনা,

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @sobujpatardeshe8620
    @sobujpatardeshe8620 Год назад +1

    ভ্রমণ আর তথ্যবহুল সাথে উপস্থাপনা মুগ্ধ হলাম।

  • @jamalahmed6134
    @jamalahmed6134 Год назад +6

    I’m in Florida America thanks a lot for showing village of chondidas and rojokini

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 Год назад +1

    খুব ভালো তথ্য সমৃদ্ধ উপস্থাপন।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ।

  • @drghosh793
    @drghosh793 Год назад +2

    প্রসংশনীয় প্রচেষ্টা। প্রাচীন বাংলার এক অনন্য লোককথার উৎসের সন্ধান

  • @batsalyamayasai4203
    @batsalyamayasai4203 Год назад +2

    Thanks Soma For Your Research.... Apnar Research Re Janne Amra Dekhte Pacchi sob.... Thanks

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад +1

    Show from Singapore mizanur nice

  • @biswajitmukherjee7644
    @biswajitmukherjee7644 10 месяцев назад +1

    Very very nice presentation.Mala Mukherjee from kolkata.

    • @shomaafroze
      @shomaafroze  10 месяцев назад

      অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য।

  • @boishakhinewstv21
    @boishakhinewstv21 Год назад +1

    ভিডিওটি অসাধারণ হয়েছে। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। এগিয়ে যান....

    • @KSD2022
      @KSD2022 Год назад

      Its also my comment

  • @mdzakir9453
    @mdzakir9453 Год назад +1

    অসাধারণ ভাল

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ

  • @biplabhowlader9459
    @biplabhowlader9459 Год назад +2

    দারুন ভিডিও। এরকম আরো ঐতিহাসিক স্থান দেখতে চাই।

  • @nabendubhattacharjee2917
    @nabendubhattacharjee2917 Год назад +1

    ATI SUNDAR DHANNABAD

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @anandakishorpal4473
    @anandakishorpal4473 Год назад +4

    সুন্দর উপস্থাপনা।চন্ডীদাস রাণী রজকিনী বোধহয় বীরভূমের নানুর অঞ্চলে চলে এসেছিলেন। এখানেও রামীর কাপড় কাচার পাথর টি রয়েছে। নানুর বোলপুরের কাছে। যদি কোনদিন বোলপুর শান্তিনিকেতন, জয়দেব-কেঁদুলি নিয়ে ব্লগ তৈরি করেন, নানুর কে অবশ্যই তার মধ্যে রাখবেন।

  • @kishorebasak1127
    @kishorebasak1127 Год назад

    অসাধারণ তোমার উপস্থাপনা

  • @kajimohammadali314
    @kajimohammadali314 Год назад +1

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি কাজী মোহাম্মদ আলী সৌদি আরব থেকে দেখছি দারুণ লাগলো। কাজী মোহাম্মদ আলী । বিষ্ণুপুর, চাঁদপুর।

  • @ramprosadroy857
    @ramprosadroy857 Год назад +4

    দারূন তথ্য দিলেন। আমার বাড়ী প:বঙ্গের বীরভূম জেলার লাভপুরে, যা নান্নুর নামক জায়গা থেকে কিছুটা দুরে। সেখানেও চন্ডিদাসকে নিয়ে ঠিক এমনই কাহিনী প্রচলিত। প্রশ্ন ছিলো, তারা এখানে এলেন কি করে, কবে, কোথা থেকে। বৃন্দাবন থেকে এখানে এসেছিলেন, একটি বইয়ে পড়েছিলাম। বৃন্দাবনের আগে কোথায় ছিলেন, আপনার আলেখ্য থেকে একটি লিঙ্ক পাওয়া যাচ্ছে বলে মনে হয়।
    গ্ৰামবাংলার শান্ত সুনিবিড় গাছগাছালির পরিবেশ মুগ্ধ করলো।
    ধন্যবাদ।

  • @premanandachattopadhyay7246
    @premanandachattopadhyay7246 Год назад

    ধন্যবাদ জানাই আপনাকে এই সব তথ্য তুলে ধরার জন্য। আরো অনেকে এই রকম তথ্যের জন্য অপেক্ষা করে থাকব।

  • @KamalHossain-dy4xg
    @KamalHossain-dy4xg Год назад +1

    আপা অনেকদিনকার পুরনো একটা স্মৃতি দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ

  • @shahiduddin259
    @shahiduddin259 Год назад +4

    Very attractive. Old history but life is there.I enjoy the whole story. Thanks a lot . Reporter is also very nice. ❤❤

  • @nazmulislam4055
    @nazmulislam4055 Год назад

    আমার কাছে অনেক ভাল লেগেছে।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ

  • @dipankarghosh7584
    @dipankarghosh7584 Год назад +4

    শ্রীমতি সোমা দেবী কে অনেক ধন্যবাদ বাংলা সাহিত্যের ইতিহাসের বহু চর্চিত একটি বিখ্যাত অধ্যায় কে আবার নতুন করে সবার সামনে উপস্থাপন করার জন্য। ভাল থাকবেন।

  • @nanigopalbiswas6996
    @nanigopalbiswas6996 Год назад +8

    রজকিনি ও চন্ডিদাশের কাহিনী আজীবন থেকে জাবে । তবে বাংলাদেশ সরকার যেন আমরন কাহিনীকে ধরে রাখতে নজর দেয়। দিদি আপনাকে আনেক ধন্যবাদ৷

  • @priyabratamaitra3664
    @priyabratamaitra3664 Год назад +9

    ভালো লাগলো।এই চন্ডীদাস ই বাংলায় বসে বলে গেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

  • @joynalabedin961
    @joynalabedin961 Год назад +3

    চণ্ডীদাস আর রজকিনি তারাই প্রেমের শিরোমণি, বার বছর বড় শি বাইলো শুকনা পুকুরে!

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ

  • @sandipdas746
    @sandipdas746 Год назад +6

    অসাধারন, আপনি আমাদের এমন ভাবেই সমৃদ্ধ করবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ,পঃবঃ।

  • @prasantamukherjee6972
    @prasantamukherjee6972 Год назад +1

    সোমা দেবীকে চন্ডীদাস ও রজকিনীর বিচিত্র প্রেমকাহিনী এবং তাদের আদি নিবাস ইত্যাদি সমন্ধে লোক কাহিনী তথা জনশ্রুতি সম্পর্কে অসাধারণ বর্ণনার জন্য অশেষ ধন্যবাদ জানাই।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক ধন্যবাদ

  • @vipvvip548
    @vipvvip548 Год назад

    Mon diye deklam❤

  • @MdKarim-ro6nn
    @MdKarim-ro6nn Год назад

    অাপু খুব সুন্দর ভিডিও দেখে সবাই ভালো

  • @basude4330
    @basude4330 Год назад

    খুব ভালো লাগলো আপনার ভিডিও।

  • @shafiqulalam8749
    @shafiqulalam8749 Год назад +3

    🌺🌺🌺🌺
    ।🌺 ওদের প্রেম অমর হয়ে থাকুক❤❤❤❤

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      অনেক ধন্যবাদ

  • @hasibkhan4096
    @hasibkhan4096 4 месяца назад +1

    এমন ভিডিও অব্যাহত থাকুক
    সেই প্রত্যাশায়।

    • @shomaafroze
      @shomaafroze  4 месяца назад

      অনেক ধন্যবাদ

  • @johirulhuqnoyani2067
    @johirulhuqnoyani2067 Год назад +4

    আপু আপনার উপস্থাপনা অনেক সুন্দর।

    • @KSD2022
      @KSD2022 Год назад +1

      really good

  • @sujanroy621
    @sujanroy621 2 месяца назад

    Apar kotha kontho khub bhalo laglo,

  • @moshihurrahman3250
    @moshihurrahman3250 Год назад

    Apnar video amr khub vlo lage❤

  • @arabindakumar4467
    @arabindakumar4467 Год назад

    সোমা আফরোজ ম্যাডাম , আপনার ভিডিও রামি চণ্ডীদাস প্রেমকাহিনী অপূর্ব হয়েছে । এই ধরনের ভিডিও আপনি দিতে থাকুন ।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      ruclips.net/video/HS-_EUX73JU/видео.html

  • @RajuDeb-o7r
    @RajuDeb-o7r 5 месяцев назад

    বহুত ভালো লাগলো ভারত থেকে

  • @ayubali4995
    @ayubali4995 Год назад +2

    অনেক সুন্দর উপস্থাপনা। ভালো লাগলো ভিডিও টি দেখে।

  • @SUDHANGSHUSEKHARDASGUPTA-dv4kr
    @SUDHANGSHUSEKHARDASGUPTA-dv4kr 3 месяца назад

    Many many thanks for such an mysterious endeavor.

  • @aminkabir3789
    @aminkabir3789 Год назад +1

    সুন্দর উপস্থাপন করে সুন্দর একটা ভিডিও বানিয়েছেন, ধন্যবাদ আপনাকে।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

  • @KakaliNath-zz1ox
    @KakaliNath-zz1ox Год назад +1

    খুব সুন্দর লাগে আপনার ব্লগ দেখতে।এর আগে ও দেখেছি মুর্শিদাবাদ এর ব্লগ। খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।এই ভাবেই এগিয়ে যান।

  • @abdulhye2112
    @abdulhye2112 11 месяцев назад

    Salute janai reader premke

  • @ShylendranathDaori
    @ShylendranathDaori Год назад +1

    This story really very famous story love in whole world

  • @salim.alam.
    @salim.alam. Год назад +1

    আমি শেরপুর জেলা থেকে। ঐতিহাসিক বিষয়ের সাথে পরিচিত হতে পেরে আনন্দিত।ধন্যবাদ আপু।

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক ধন্যবাদ

  • @md.eleussulaiman8106
    @md.eleussulaiman8106 Год назад +1

    Excellent News Update....🌹💝👍

  • @ratankumarmaji9751
    @ratankumarmaji9751 Год назад +1

    দারুন সুন্দর। অভয়া, পশ্চিম মেদিনীপুর।

    • @ashokhalder272
      @ashokhalder272 Год назад

      মহিলার ইসলামিক ইতিহাস সম্বন্ধে যতটুকু ধ্যান-ধারণা আছে তার বিন্দুমাত্র হিন্দু সংস্কৃতির নেই। চন্ডীদাস- রজকিনীর কাহিনীর আমল,রচয়িতা ও সময়কাল কোন সময়ের সেটুকু ওঁকে প্রশ্ন করুন। যতসব নিকৃষ্টতর নাটক!

  • @md.manirulislam5653
    @md.manirulislam5653 Год назад

    অসাধারণ একটা অনুসন্ধানী ভিডিও। খুবই চমৎকার উপস্থাপনা। ধন্যবাদ।

  • @dilipbanerjee4275
    @dilipbanerjee4275 Год назад

    Khub pariskar presentation
    Thanks a million

  • @প্রবাসীইসলামউদ্দিনসোহেল

    ধন্যবাদ আপনাকে আমি কুয়েত থাকি সহেল ইসলাম

  • @omorfaruq3373
    @omorfaruq3373 Год назад +2

    আজ ভারতের জন্য বাংলাদেশের শত শত নদী শুখিয়ে কাঠ হয়ে গেলো,

  • @MotalabHossain-to3zg
    @MotalabHossain-to3zg 5 месяцев назад

    আপনার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।

  • @pabitrakumarchakrabartty1959
    @pabitrakumarchakrabartty1959 Год назад

    খুব ভালো লাগলো ম্যাম!

  • @biswamitraarya5268
    @biswamitraarya5268 Год назад +2

    রামী চণ্ডীদাসের আসল কাহিনী লুকিয়ে রয়েছে বীরভূমের নানুরে,আটশ বছর বাদে (ঘটনা কাল্পনিক কেননা রজকিনী কারো নাম হয় না,রামী নাম হলে সত্য বলে বিশ্বাস করতাম)গল্প ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাগুরায়। একে বলে প্রাচীন সংস্কৃতি চুরি। যাই হোক,সাজানো হয়েছে দারুন।

    • @shohelarman5833
      @shohelarman5833 Год назад

      পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, ঘটনা হচ্ছে বাংলাদেশের আর উনি বানাচ্ছে ভারতের 🤣🤣

    • @HEARTTOBANGLA
      @HEARTTOBANGLA 10 месяцев назад

      জাতের ধরন পাল্টাতে পারবেন না কোন দিন, বলাই হচ্ছে, বাংলাদেশ থেকে বাকুরা সেখান থেকে বৃন্দাবন, আর জাতের কি সুনাম এখানে আছে, একটা মানুষ অন্য একজন কে ভাল বাসতে পারে, তাই বলে জাতের কারনে তার স্থান কোথাও হলে না??! লজ্জা থাকা উচিৎ,,

  • @fakaruddintapadar6498
    @fakaruddintapadar6498 Год назад

    Khub Bhalo laglo

  • @mdidrisali-iq6iz
    @mdidrisali-iq6iz Год назад +6

    প্রথম জানতে পারলাম এই অমর প্রেম কাহিনি আমাদের মাগুরাতেই!! অসংখ্য ধন্যবাদ।

  • @bobitahagjerbobitahagjer4498
    @bobitahagjerbobitahagjer4498 Год назад

    Sis, Hosting far from darun ❤

  • @mitumia7871
    @mitumia7871 Год назад

    অনেকে ভালো লাগছে অসাধারণ ধন্যবাদ

  • @marufascookingstudio5681
    @marufascookingstudio5681 Год назад +1

    দারুণ উপস্থাপনা

    • @KSD2022
      @KSD2022 Год назад

      Darun, really

  • @nirmalchandrasarkar4443
    @nirmalchandrasarkar4443 Год назад +1

    অসাধারণ ভিডিও তৈরি করেছেন, অনেক শুভকামনা রইল।

  • @BadrulHaque-ds2il
    @BadrulHaque-ds2il Год назад +1

    সমা আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @niroblove8444
    @niroblove8444 Год назад

    Valo luglo, apa

  • @sukumarbanerjee4972
    @sukumarbanerjee4972 Год назад

    ভাল লাগল।ধন্যবাদ

    • @shomaafroze
      @shomaafroze  Год назад

      আপনাকেও অনেক ধন্যবাদ