Bijoy Sarkar - Tumi Jano Nare Priyo Tumi Mor Jiboner Shadhona

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 352

  • @maniruddinahmed1922
    @maniruddinahmed1922 Год назад +36

    রেখে গেলাম স্মৃতি,,,যদি কখনো কেউ লাইক দেয় তবে নোটিফিকেশন পেয়ে এসে আবার শুনে যাব এই গানটা । ❤❤❤

  • @runarunkumar5173
    @runarunkumar5173 6 лет назад +76

    বাংলা ভাষার এত শক্তি, অন্তরের বেদনা নিংড়ে বার করে আনে। গরব করতে পারি বাংলা আমার মাতৃভাষা।

    • @hhautomobiles3699
      @hhautomobiles3699 4 года назад +2

      🙏🙏

    • @mustafashafaatabdin1859
      @mustafashafaatabdin1859 3 года назад +1

      Akdom thik dada. Valobasha niben bangladesh theke.

    • @hassanshamol5069
      @hassanshamol5069 3 года назад +1

      গর্ব বানানটাই ভুল🥴

    • @prantikbiswas1337
      @prantikbiswas1337 3 года назад +4

      @@hassanshamol5069 গর্ব কে গরবও লেখা যায়। যেমন : মোদের গরব, মোদের আশা

    • @MdKobir-sm8qy
      @MdKobir-sm8qy 3 года назад +2

      আমি গর্বিত বাঙ্গালী।

  • @nirajshil001
    @nirajshil001 Месяц назад +1

    বড়ো বাবার গানের শক্তি এই যুগের আমাদেরও কাত অরে দেয়। এই সুর সবার বোঝবার সাধ্যের নয়।
    জয় গুরু।

  • @anupmondal15
    @anupmondal15 2 года назад +4

    অপুর্ব!!! হৃদয় দিয়ে গেয়েছেন মশাই! 🙏🙏🙏🙏🙏

    • @muhammadimanuddin4372
      @muhammadimanuddin4372 Год назад

      গানটি বিজয় সরকার গায়নি ভাই। গেয়েছেন মুজিব পরদেশী।
      চ্যানেল মালিক একটা বাটপার। তাই এখানে চাতুরী করে বিজয় সরকারের নাম লিখেছে।
      গানটি বিজয় সরকারের লেখা।

  • @happyprince9790
    @happyprince9790 2 года назад +2

    মুজিব পরদেশী বাংলা গানের জন্য উজ্জ্বল নক্ষত্র। তার গানে কষ্ট গুলো নিংড়ে নিংড়ে বের হয়....আহ কি আবেগময় কথা ও সুর।

  • @jakariahossain5869
    @jakariahossain5869 Месяц назад +2

    অসাধারণ❤❤❤

  • @mdhabiburrahman1118
    @mdhabiburrahman1118 Год назад +6

    এই গানের কথাগুলো শুনলেই বুঝা যায় বিজয় সরকার কোন মাপের গিতিকার ছিলেন। বিজয় সরকাররা পৃথিবীতে একবারই আসে।

  • @subrotasarkar1176
    @subrotasarkar1176 2 года назад +2

    বড় কষ্টের বিষয় ওই সময়ের কত নামি দামি কবি সরকার গান রচনা করে গেছেন কিন্তু উনাদের সেই সব বড় বড় আসরে যে অনুষ্ঠান গুলো হত তার কোন রেকডিং এর ব্যবস্থা ছিল না ।আজ নুতন প্রজন্ম সেই সব দিন গুলো বড় মিস করে

  • @rashedulalam1785
    @rashedulalam1785 4 года назад +8

    হৃদয় নিঙড়ানো ভালাবাসা! মন প্রান জুড়িয়ে গেল শুনে।

  • @ripon2350
    @ripon2350 4 года назад +3

    যতই শুনি মন ভরে না ❤️❤️
    কেন তা জানিনা।।।।।।।।
    তবে গান যে আত্মার খোরাক।।দেহের
    খোরাক এটা সত্য ❤️❤️বেঁচে থাকুক যুগ যুগ ধরে এই সব কালজয়ী গান ❤️❤️❤️

    • @sukumarroy45
      @sukumarroy45 2 года назад

      গান টা শোনার পর অনুভূতি টা বদলে গেলো ।

  • @nirajshil001
    @nirajshil001 Месяц назад +1

    জয় গুরু।

  • @atikalhaque5212
    @atikalhaque5212 4 года назад +11

    Md Atik Sylhet .... এই গান শুনলে মনে পড়ে সেই লেংটা কালের কথা ২০০০টু ২০০৬। মুজিব পরদেশীর সবচেয়ে সফল এবং জনপ্রিয় গান। মহান আল্লাহ তায়লা যেন উনাকে নেক হায়াত দান করেন।।।

  • @AzijulHoque-i3w
    @AzijulHoque-i3w Месяц назад +2

    Ah ki je kontho mozit pordeshi 2024 7nov raikha gelam

  • @sultanmahmud9546
    @sultanmahmud9546 4 года назад +16

    মুজিব পরদেশী কন্ঠে আলাদা একটি ভাব আছে। যা এই গানকে আরো শ্রুতিমধুর করে তুলেছে।

  • @raselmahamud8645
    @raselmahamud8645 3 года назад +4

    আমার খুবই ফেভারিট একটা গান, সেই ছোটকাল থেকে শুনছি তবুও মন ভরেনা।

  • @ramendranathbiswas6394
    @ramendranathbiswas6394 Год назад +1

    অসাধারণ!!! যতবার শুনি ততবার ভাল লাগে নতুন করে।

  • @khokonqurishi928
    @khokonqurishi928 Год назад +4

    তুমি জানো না রেপ্রি ……..তুমি মোর জীবনের সাধনা 💘💘💘

  • @grand.destroyer967
    @grand.destroyer967 Год назад +1

    Gan ta Shree Bijoy Sarkar Mohasoyer
    Akhane sur diyechen Mujib Pardeshi..🎉🎉

  • @tarekkhandcar7791
    @tarekkhandcar7791 8 лет назад +15

    হাজার বছর বেচে থাকবে এই গান গুলি বাংগালির মনে।

  • @ahmadatique6025
    @ahmadatique6025 2 года назад +1

    শ্রদ্ধেয় বিজয় সরকারের লেখনশৈলী দেখে আমি তো অবাক।।।

  • @ziaulhowue2181
    @ziaulhowue2181 6 лет назад +29

    কান টি শিতল হয়ে গেল। কত গুল লাইক দিলে খুসি হবেন। আমার জিবনে সব লাইক দিয়ে দিলাম। ধধ্যবাদ

  • @fazlayazam3470
    @fazlayazam3470 3 года назад +6

    যেমন বাণী, তেমন তার সুর,
    মাতাল হবে বেহেশতের হুর।

  • @prodipray7659
    @prodipray7659 Год назад +1

    এই গানটা অনেক শিল্পী গেয়েছেন কিন্তু আপনার মত দরদি কণ্ঠে কেউ গাইতে পারে নাই।

  • @happyprince1722
    @happyprince1722 6 месяцев назад +1

    আমার প্রিয় শিল্পী মুজিব পরদেশী,কাঙ্গালিনী সুফিয়া,বাউল করিম 🤔

  • @nirajshil001
    @nirajshil001 Месяц назад +2

    ওনার এক অনুগামী-ভক্ত-শিষ্য-সন্তান সারা জীবন ওনাকে ওনার গান আর গোবিন্দ ভজনা করতে করতে সারা জীবন অতিবাহিত করেছে, গাইঘাটার বাসিন্দা বাসুদেব গোলদার তার নাম সাথে তার স্ত্রী ও প্রমিলা গোলদার। বড়ো বাবার সম্বন্ধে এনাদের থেকে ও বিমল দাদুর থেকে জানা, আমার দাদু দিদি মায়ের মাধ্যমে মা-মামারা জানতে পেরেছে দেখা হয়েছে, তাদের মাধ্যমে আমারা জানতে পেরেছি, আমার মামা কে নিজের পাত থেকে তুলে আম খাইয়েছেন তিনি, মা বলে একসময় বড় বাবার বাড়ি তাদের অনেক সময় কেটেছে।
    যাই হোক, বড় বাবার গান আমাদের সবার অন্তরে গেঁথে রয়েছে, আমাদের পুরো মাতুল বংশ ওনার ও ওনার গানের অনুসারী।
    ওনার বহু কিছু গান জীবিত মন্ত্রের সমান ,
    উনার সম্বন্ধে জানতে পারা অনেক বড় কৃপা।
    ওনার গানে ভাসতে পারা অনেক বড় কৃপা।
    ওনার আত্মার শান্তি হোক, ওঁম শান্তি।
    জয়গুরু । জয় মা । জয় ব্রহ্ম ।

  • @sargentff5215
    @sargentff5215 Год назад +1

    2023 ew ei gaan ta ami din e 10 bar shuni at least🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @PRASHANTMUKHARJEE-e4q
    @PRASHANTMUKHARJEE-e4q Год назад +1

    Nothing can beat it...

  • @sanaullahbipul4679
    @sanaullahbipul4679 6 месяцев назад +1

    এগুলোই গান।❤

  • @rupahembramofficial5601
    @rupahembramofficial5601 4 месяца назад +2

    2024 er viewers ami❤

  • @bishwajitdebnath7890
    @bishwajitdebnath7890 3 года назад +36

    বিজয় সরকার - তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা
    তুমি জানো নারে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা
    তোমায় প্রথম যেদিন দেখেছি
    মনে আপন মেনেছি
    তুমি বন্ধু আমার বেদন বুঝো না
    ফাল্গুন দোল পূর্ণিমায়
    মৃদু মৃদু বায়ু বয়
    ফুলবনে পুলকের আল্পনা
    মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
    করেছিনু যামিনী যাপনা
    (তুমি) আমায় ফেলে চলে গেলে
    কি আগুন মোর বুকে জ্বেলে
    একদিনও দেখতে তুমি এলে না
    যদি পেতাম দুঃখিনীর কুটিরে
    দেখাইতাম অন্তর চিঁড়ে
    বুকের ব্যথা মুখে বলা চলে না
    কাষ্ঠ-নলে দাবানল
    পুড়ে যায় বন জঙ্গল
    মন পোড়া পিরিত বন্ধু বাহানা
    থাকো তুমি অন্তরালে,
    দিবা-নিশি হিয়া তলে,
    জলে গেলে দ্বিগুণ জ্বলে
    নিভে না- না নিভে না
    খুঁজিলাম জনম জনম
    ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
    কোনখানে পাইনে তোমার ঠিকানা
    পাগল বিজয় বলে চিত্ত চোর
    ফিরবে কি জীবনে মোর
    মনে রইলে আশা ভরা বেদনা

    • @muhammadimanuddin4372
      @muhammadimanuddin4372 Год назад +5

      দাদা বিখ্যাত গীতিকার ও সুরকার শ্রী বিজয় সরকারের লেখা এই সুন্দর গানটি এখানে কণ্ঠ দান করেছেন দেশের আর এক বিখ্যাত কণ্ঠশিল্পী জনাব মুজিব পরদেশী সাহেব।
      তার নামটি চ্যানেলের মালিক এখানে উল্লেখ করেনি। এটা খুবই অন্যায় কাজ করেছে।

    • @grand.destroyer967
      @grand.destroyer967 Год назад

      Tora sudhu onnay dekhish keno? Gan ta onuvob korte sekh. Shree Bijoy Sarkar mohasoy hok r Boul Bijoy Pardeshi hok sobai sera.. Kintu Ganer malik er nam diyeche tate ki amn toder mon vengeche

    • @shuvopaul8819
      @shuvopaul8819 11 месяцев назад

      অসাধারণ ❤। সাধু, সাধু সাধু 💗💝

  • @abrinfantasy1727
    @abrinfantasy1727 Год назад +1

    আমায় পেলে চলে গেলে
    কি আগুন মোর বুকে জ্বলে💔😭
    আবির

  • @arafatalif1904
    @arafatalif1904 2 года назад +2

    তুমি জানো না রে প্রিয়…
    তুমি মোর জীবনের সাধনা 💖

  • @animarakshit5165
    @animarakshit5165 4 года назад +4

    মন ভোরে গেল গানটা শুনে👌👌👌👌👌👌👌

  • @shahinulhaque6385
    @shahinulhaque6385 4 года назад +1

    Hridoy jagoron korar moto akti gan..so nice

  • @AbdulBari-qu7fv
    @AbdulBari-qu7fv 2 года назад +1

    আমার ফেভারিট গান

  • @বাংলারবিনোদন-ল২ছ

    ২১ আগষ্ট ২০২৩ গানটা শুনে গেলাম,,যদি কোন দিন কেউ লাইক দেই, নোটিফিকেশন পেয়ে আবার গানটা শুনে যাবো,❤

  • @sajuakter8911
    @sajuakter8911 6 лет назад +51

    চাতুরতা করে লাভ কি,শিল্পীর নাম কেন উল্লেখ করলেন না?মুজিব পরদেশীর কন্ঠ এখনকার প্রজন্মের কাছে ততটা পরিচিত নেই, তাই নাম উল্লেখ করা একান্ত প্রয়োজন মনে করি।

    • @mahabubulislam2954
      @mahabubulislam2954 3 года назад +1

      আপনার কথা ঠিক আছে

    • @jayantipaul4078
      @jayantipaul4078 3 года назад

      @@mahabubulislam2954 1 by by

    • @imrankhan-zn3jz
      @imrankhan-zn3jz Год назад

      ঠিক ভাই ঠাম্বেল চেন্জ করেন

    • @grand.destroyer967
      @grand.destroyer967 Год назад +2

      Jar gan tar photo lagano.. K geyeche asob alochona na korey gan tar সৌন্দর্য অনুভব করা সেখ

    • @nooruzzaman609
      @nooruzzaman609 9 месяцев назад +1

      বিজয় সরকারের ছবি দেওয়া তাও বুঝার জন্য যথেষ্ট নয়। বিজয় সরকার লিখাও আছে কে গেয়েছে সেটা পরে

  • @অনন্তপথেরযাত্রী-ছ৬য

    আশা করি বাংলার শ্রেষ্ঠ কবিগান গুলো আপনাদের চ্যানেলে পাব।
    ধন্যবাদ।।

  • @chittaranjansarkar5489
    @chittaranjansarkar5489 Год назад +1

    মন জুরি গেল

  • @mdal-mamunthalukder.4175
    @mdal-mamunthalukder.4175 2 года назад +1

    অসাধারণ।

  • @animarakshit5165
    @animarakshit5165 4 года назад +2

    গানটা শুনে মনটা ভোরে গেল👌👌👌👌👌

  • @upsciasmotivation2680
    @upsciasmotivation2680 5 лет назад +2

    Wow asadharon gan apnar man amar dhanna haye gelo

  • @bipradas3584
    @bipradas3584 8 лет назад +5

    মুগ্ধ হলাম। শিকড়ের সন্ধান পেলাম । মাটির গান মন ছুঁয়ে যাওয়ার গানঃঅঃঅঃঅঃঅঃঅঃ। ভরসা থাকুক ।

  • @MdSujon-yh8ek
    @MdSujon-yh8ek 4 года назад +2

    অসম্ভব সুন্দর কথা
    সাদুবাদ জানাই ঁ

  • @mdrakibsaharia6148
    @mdrakibsaharia6148 2 года назад +3

    2050 সালের জন্য কমেন্ট করে গেলাম,এই গানটা প্রিয় ছিলো

  • @md.salimhelaly830
    @md.salimhelaly830 Год назад +1

    যে লোক শিল্পীর নাম লোকোয়,সে কাপুরষ এবং তার শুদ্ধ জন্ম কি না সন্দেহ ।

  • @sukur786
    @sukur786 8 лет назад +46

    i still recall my memory when i enjoyed Kobial Bijoy Sarker song in different places in Bagerhat after 1972...

    • @tahsinahmedchowdhury
      @tahsinahmedchowdhury  8 лет назад +11

      You are damn Lucky!!!

    • @mdnadeem950
      @mdnadeem950 8 лет назад +5

      বাংলা লোক গান - Bengali Folk Songs সেখর বাংলা

    • @alibaakat9456
      @alibaakat9456 7 лет назад +1

      বাংলা লোক গান - Bengali Folk Songs z

    • @subrataroy8934
      @subrataroy8934 5 лет назад +1

      sakol k onek dhonny bad janai, amake mone karar jonny. sara jiban kritagya thakbo.

    • @mohammedjuel7636
      @mohammedjuel7636 3 года назад

      আপনি গর্বিত

  • @newtanpoddar5213
    @newtanpoddar5213 4 года назад +1

    khub sunder gaan.

  • @parvejhossainbabubabu9633
    @parvejhossainbabubabu9633 8 лет назад +1

    হৃদয়ে আজো ছুয়ে যায় গান গোলো

  • @batenmohammad3912
    @batenmohammad3912 3 года назад +1

    Salute ওস্তাদ

  • @raselmahamud8645
    @raselmahamud8645 4 года назад +2

    হৃদয় নিংড়ানো একটি গান যত শুনি ততই ভালো লাগে,

  • @AliAhmed-iv4pp
    @AliAhmed-iv4pp 6 лет назад +6

    এই গান শুনলে বার বার তোমাকে, মনে পড়ে আর মন পুড়ায়,কবি বিজয় তোমাকে,

  • @sushilkumarshastri3211
    @sushilkumarshastri3211 8 лет назад +13

    হৃদয়স্প্ররশী লোকগীতি, এগুলো বাংলার অমর সংগীত।

    • @AliAhmed-bb7qo
      @AliAhmed-bb7qo 6 лет назад

      ভাই মুজিব পরদেশি,পাগল কবি বিজয় সরকার এর এই গানটি আপনি সুন্দুর করে গেয়েছেন, আপনাকে ধন্যবাদ,তবে সুর কিছুটা সরে গিয়েছে,

    • @subrataroy8934
      @subrataroy8934 5 лет назад

      sakol k onek dhonny bad janai, amake mone karar jonny. sara jiban kritagya thakbo.

  • @mdyamin9432
    @mdyamin9432 6 лет назад +5

    এই সকল গান ই আত্তার খোরাক ❤
    আত্তাকে করে তোলে পুলকিত❤🔥

    • @funnymix745
      @funnymix745 5 лет назад

      Oi tore attar kurak tor putki da boira dimu

  • @zihadansari2274
    @zihadansari2274 6 лет назад +5

    বিজয় সরকার ৪০০ টি গান লিখেছেন।তার সবগুলি গানই আসাধারণ।

  • @saidimonmollah9142
    @saidimonmollah9142 8 лет назад +9

    অসাধারণ গান প্রাণ খুলে গাইতে ইচ্ছে করে আর মন ভরে শুনতে....

  • @AbdurRahim-qe1ft
    @AbdurRahim-qe1ft 7 лет назад +4

    মুজিব পরদেশী ..... অসাধারন গেয়েছে...............।।

  • @mmbadhon9632
    @mmbadhon9632 Год назад +1

    ২০২৩ সালে কে কে গানটা সুনতে এসেছেন

  • @nurulkarim3756
    @nurulkarim3756 5 лет назад +1

    Bohut shilpir poribeshonai sunlam.but etai best laglo.mujib pordeshir kondhe matir grahn ache.

  • @soumengayen5695
    @soumengayen5695 7 лет назад +4

    Bijoy Sarkar's all songs is touch my heart. This song is very nice.

  • @amirulislam9949
    @amirulislam9949 5 лет назад +4

    Excellent! The song tells the unheard stories of soul!

  • @sbsir2229
    @sbsir2229 2 года назад +1

    Excellent

  • @palashdas9470
    @palashdas9470 6 лет назад +3

    গান টা অনেক শিল্পীর শুনলাম।এইটা গায়ে কাটা দিলো। best

    • @happyprince9790
      @happyprince9790 2 года назад

      ইনিই এই গানের স্রষ্টা মুজিব পরদেশী। তার নিজের কন্ঠে গাওয়া গান।

  • @dr.-abdurrahman7468
    @dr.-abdurrahman7468 7 лет назад +3

    bijoy sarkar, people will remember you for long long time.

  • @fetterless.s
    @fetterless.s 6 лет назад +1

    Mojib porodeshir gowa song . Amar kacha Mona hoy...Oshombob valo song.

  • @rabeyasultana6747
    @rabeyasultana6747 6 лет назад +2

    No word have to explain it's awesomeness.....'-'

  • @smmuktadirurrahman9159
    @smmuktadirurrahman9159 13 дней назад

    জয় জয়

  • @ajaalifhdmedia9867
    @ajaalifhdmedia9867 5 лет назад +2

    Anti kob sondor apna Salam amio gen emon hotel pari

  • @mousumiahmad20593
    @mousumiahmad20593 7 лет назад +49

    তুমি জানো নারে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা
    তোমায় প্রথম যেদিন দেখেছি
    মনে আপন মেনেছি
    তুমি বন্ধু আমার বেদন বুঝো না
    ফাল্গুন দোল পূর্ণিমায়
    মৃদু মৃদু বায়ু বয়
    ফুলবনে পুলকের আল্পনা
    মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
    করেছিনু যামিনী যাপনা
    (তুমি) আমায় ফেলে চলে গেলে
    কি আগুন মোর বুকে জ্বেলে
    একদিনও দেখতে তুমি এলে না
    যদি পেতাম দুঃখিনীর কুটিরে
    দেখাইতাম অন্তর চিঁড়ে
    বুকের ব্যথা মুখে বলা চলে না
    কাষ্ঠ-নলে দাবানল
    পুড়ে যায় বন জঙ্গল
    মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
    কত বিরহীনির তুমি অন্তর তলে
    বিনা কাষ্ঠে আগুন জ্বলে
    জলে গেলে জ্বলে দ্বিগুণ
    নিভে না- না নিভে না
    খুঁজিলাম জনম জনম
    ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
    কোনখানে পাইনে তোমার ঠিকানা
    পাগল বিজয় বলে চিত্ত চোর
    ফিরবে কি জীবনে মোর
    মনে রইলে ব্যথা ভরা বাসনা

  • @adarkhorse2400
    @adarkhorse2400 2 года назад

    আহা গানটা...মন ছুঁয়ে যায়

  • @ripanbaidya4909
    @ripanbaidya4909 7 месяцев назад +1

    koabi bijoy sorker

  • @vivekroy3460
    @vivekroy3460 28 дней назад

    বিজয় সরকারের গান এটি

  • @IDRISALI-xx8gz
    @IDRISALI-xx8gz 8 лет назад +4

    Tarek khandcar1 month agoহাজার বছর বেচে থাকবে এই গান গুলি বাংগালির মনে।

  • @Nazrul961
    @Nazrul961 8 лет назад +13

    এক ঘন্টা ধরে গান টা শুনছি। এতো ভালো লাগছে কেন?

    • @funnymix745
      @funnymix745 5 лет назад +1

      Valer gan eita kono gan holo

    • @shopnotara
      @shopnotara 5 лет назад

      @@funnymix745 bukachuda,, school e vorti ho.. prem priti chaira pola dhor.

    • @asisroy5800
      @asisroy5800 5 лет назад

      @@funnymix745 vai tomar choutanyo hoko.

  • @dr.-abdurrahman7468
    @dr.-abdurrahman7468 8 лет назад +30

    This song has got 2 dimensional meaning also: one is simple love song theme and another is based on Sufism for the Almighty Allah

    • @tmreazul
      @tmreazul 7 лет назад +1

      feeling the same..

    • @muhammadimanuddin4372
      @muhammadimanuddin4372 Год назад +1

      কবি এখানে আল্লাহ বা স্রষ্টাকে উদ্দেশ্য করেই লিখেছেন গানটি।
      মানুষ যে যেভাবে বোঝে সে ভাবেই ভাবছে।

    • @sudebkumarroy8090
      @sudebkumarroy8090 Год назад

      আল্লাহ না ঈশ্বর ! আল্লাহর কথা সরাসরি মুসলিমরা বলে। ঈশ্বর সকলের অর্থাৎ সর্বধর্মের। যদিও মুসলিমরা আল্লাহ ছাড়া আর কিছুর অস্তিত্ব স্বীকার করেনা। আর যে মুসলিম অন্যের ঈশ্বরকেও মানেন, তাঁদেরকে মুসলিম বলে মানেনা জেহাদিরা ।
      হিন্দু গীতিকারের লেখা গান যখন তখন, বলুন ভগবানের প্রতি নিবেদিত এই গান ।
      তাতে আপনাদের লজ্জার কিছু নেই, লাভ আছে। কারণ, আপনাদের পূর্বপুরুষ হিন্দুই ছিলেন ।

  • @prabaldey8795
    @prabaldey8795 6 лет назад +2

    কি গায়কি 😢❤❤ বিজয় সরকার কে প্রনাম।

    • @prabaldey8795
      @prabaldey8795 4 года назад

      Se bisoy ee ami jani....kintu bijoy sarkar k ami pranam janaii.

  • @mdjulu3190
    @mdjulu3190 2 года назад

    ♥️♥️♥️♥️♥️

  • @mashiurrahman7218
    @mashiurrahman7218 7 лет назад +7

    কথাঃ বিজয় সরকার
    তুমি জানো নারে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা
    তোমায় প্রথম যেদিন দেখেছি
    মনে আপন মেনেছি
    তুমি বন্ধু আমার বেদন বুঝো না
    ফাল্গুন দোল পূর্ণিমায়
    মৃদু মৃদু বায়ু বয়
    ফুলবনে পুলকের আল্পনা
    মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
    করেছিনু যামিনী যাপনা
    (তুমি) আমায় ফেলে চলে গেলে
    কি আগুন মোর বুকে জ্বেলে
    একদিনও দেখতে তুমি এলে না
    যদি পেতাম দুঃখিনীর কুটিরে
    দেখাইতাম অন্তর চিঁড়ে
    বুকের ব্যথা মুখে বলা চলে না
    কাষ্ঠ-নলে দাবানল
    পুড়ে যায় বন জঙ্গল
    মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
    কত বিরহীনির তুমি অন্তর তলে
    বিনা কাষ্ঠে আগুন জ্বলে
    জলে গেলে জ্বলে দ্বিগুণ
    নিভে না- না নিভে না
    খুঁজিলাম জনম জনম
    ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
    কোনখানে পাইনে তোমার ঠিকানা
    পাগল বিজয় বলে চিত্ত চোর
    ফিরবে কি জীবনে মোর
    মনে রইলে ব্যথা ভরা বাসনা

  • @rajukhadem426
    @rajukhadem426 4 года назад +1

    2020 7 may Netherlands theka sontese ❤️

  • @upsciasmotivation2680
    @upsciasmotivation2680 5 лет назад

    Apnake anek anek dhannabad

  • @educationbangla5243
    @educationbangla5243 4 года назад +1

    Old is gold .....
    All time favorite song

  • @somsankarmaity7387
    @somsankarmaity7387 8 лет назад

    Darun.......

  • @alamgir5841
    @alamgir5841 8 лет назад

    দারুণ

  • @aliahmed-ch6nj
    @aliahmed-ch6nj 8 лет назад

    অপূর্ব

  • @shiuliaktarshopna8031
    @shiuliaktarshopna8031 2 года назад

    ঐ গান কোন দিন মানুষের থেকে যাবে না অমর হয়ে থাকবে

  • @s.k.ferozz8803
    @s.k.ferozz8803 Год назад

    তুমি কে আমি জানি না, তবে যে এই গানটি এখানে গাইছেন, সে প্রিয় শিল্পী " মজিদ পরদেশী" তার নাম কেন উল্লেখ করলে না?

  • @abuhanif9424
    @abuhanif9424 6 лет назад +1

    অমর সংগীত।

  • @bithikachakraborty3589
    @bithikachakraborty3589 2 года назад +1

    Pronam janai shilpi ke

  • @ashokebiswash7425
    @ashokebiswash7425 7 лет назад

    khub sundor monta santi holo

  • @pradipmukherjee5851
    @pradipmukherjee5851 8 лет назад +1

    khub bhalo laglo

  • @nafizahasan2285
    @nafizahasan2285 Год назад

    কলিজা ছেড়া গান

  • @ranamiah9067
    @ranamiah9067 7 лет назад +2

    I Love the song I'm form LONDON

  • @aashiquidilse7114
    @aashiquidilse7114 7 лет назад

    oshadharon romantic song

  • @javalolage
    @javalolage 6 лет назад +2

    Awesome 👏!!!💞💞

  • @mdmugdho1116
    @mdmugdho1116 8 лет назад

    দারুন

  • @m.maksudali3339
    @m.maksudali3339 4 года назад

    অসাধারণ একটি গান

  • @monirhossain-kj4lu
    @monirhossain-kj4lu 8 лет назад

    ধন্য ধন্য

  • @MDArif-vv6bq
    @MDArif-vv6bq 8 лет назад +2

    ভাল খুব ভাল

    • @diponm1527
      @diponm1527 8 лет назад +1

      এই গান কোন দিন হারিয়ে যাবে না

  • @HarryPotter-xb9bk
    @HarryPotter-xb9bk 6 лет назад

    Sotti,,, khub vlo song

  • @MDYeasin-qk5br
    @MDYeasin-qk5br 3 года назад

    Osthir song........ 26-05-2021