কাঠমান্ডুর গল্প | পশুপতিনাথ দর্শন | Kathmandu Durbar Square | Monkey Temple | Boudhanath
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- 1 NPR = 0.625 INR
নেপালে ভারতীয় মুদ্রা চলবে। তবে ১০০ ও ৫০০ টাকার নোট চলবে।
নেপালে যদি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান তবে ইন্টারন্যাশনাল transaction on করে রাখবেন, ব্যাংক এ যোগাযোগ করে সেটা করতে পারেন অথবা
------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @explorershibaji
-------------------------------------------------------------------------------------------------------------------
For any query: shibaji.explorer@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------
Instagram: bit.ly/explore... (Preferable)
Facebook: bit.ly/explorer...
Facebook group: bit.ly/bhromon...
-------------------------------------------------------------------------------------------------------------------
Music from Epidemic Sound, get one month free using the following referral link:
www.epidemicso...
-------------------------------------------------------------------------------------------------------------------
Popular Playlists of Explorer Shibaji:
👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Vlogging camera:
I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
GoPro Hero 10 : amzn.to/3UjSFft
GoPro Hero 9: amzn.to/3KD7BlP
For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
but this is the best without doubt:
Here is the link: amzn.to/3nKWIoW
Mic that I use for voice over: amzn.to/411NkeN
Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
GoPro Battery: amzn.to/3Kb5GmR
GoPro Charger: amzn.to/414fk1C
2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
My Macbook: amzn.to/43cPyu2
আমি বাংলাদেশী। বাংলাদেশ, ভারত,নেপাল আমার হৃদয়ে গাঁথা।অনেক ভালোবাসি।ভারত ও নেপাল আমি ঘুরবো একদিন নিজের মতো করে।
আমি আপনার প্রতি পর্ব আমার স্মার্ট টিভিতে দেখি... খুবই উপকৃত হই... অন্য অন্য জায়গার ব্লগ দেখে চলেছি... কমেন্ট করি মোবাইল খুলে.... বড় স্ক্রিনে দেখি বলে অসাধারণ লাগে
দারুন লাগলো...
প্রায় ৩৬ বছর আগে ভ্রমণের কথা মনে পড়ে গেল 😊
প্রীতিশ দা ইজ গ্রেট এত সুন্দর ছড়া সত্যিই ছোট্ট ছড়া হলে কি হবে রন্ধে রন্ধে মর্ম আছে।❤❤❤❤
Prithwijit da thakle video double jome jay. Prithwijit dar comedy dekhle mon bhore jay. Dadar ekta biye deya khub joruri
দারুণ সুন্দর লাগল সবকিছুতে এতো এতো বেশি ভালোবাসা আছে তার ঠিকানা নেই
হর হর মহাদেব 🙏
সত্যি অসাধারণ শিবাজী দা তোমার কল্যাণে পশুপতিনাথের মন্দির ও দর্শন করে নিলাম
অনবদ্য। অপূর্ব। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। তোমাদের বাগ্মিতা অসাধারণ অসাধারণ। মঙ্গল কামনা করি।
অপূর্ব ভিডিও... মনে হলো আমিও মানস ভ্রমণ করলাম... পৃথ্বী দার সুসজ্জিত বচন শুনে একাধারে মুগ্ধ হলাম এবং মজা ও পেলাম। আপনি মস্তকে আঘাত পেলেন... খুব খারাপ লাগলো।
পাথরের কাজ দেখে মুগ্ধ হলাম ....আর শিবাজি দা এত সুন্দর সব কিছু খুঁটিয়ে বর্ণনা করেন আর ভিডিও করেন যে আমরা দারুনভাবে এনজয় করি ❤..…
জীবনে এই প্রথম শুনলাম কাঠমান্ডু একসপেন্সিভ!!!! দাদা আপনাদের কোলকাতা এর চেয়ে দ্বিগুণ এক্সপেন্সিভ।
Asamanya Shilpasusamamondito Patan o Kathmandu'r Darbar Square duti dekhe pran bhore gelo ! Aapnar uposthapana jathariti durdanto monograhi !!!
পৃথ্বীজিতের জুতো পাহারা,
আর ভরতের রামের পাদুকা আগলানো -
ভালবাসার মিল আছে দুই ভাইয়ের মধ্যে,
ফারাকটা শুধুই এক যুগের যেন।
অপূর্ব লাগছে আপনাদের নেপাল ভ্রমণ,
আমরাও যেন যাত্রায় আছি সামিল -
আসছে দিনে আরো হোক সফর,
চলতে থাকুক আপনাদের এই মিছিল
অবলীলায় সপ্তম পর্ব অতিবাহিত।প্রতি পর্বই মন ছুয়ে গেছে।আজ অষ্টম পর্বে কাটমান্ডুতে কী হয়,তা দেখার জন্য মুখিয়ে আছি। এগিয়ে চলুক এক্সপ্লোরার শিবাজীর যাত্রা।👍👍👍
খুব সুন্দর লাগছে video টি, অসাধারণ,
দাদা আপনার চোখে কাঠমান্ডু দেখতে পেলাম, ধন্যবাদ
Dujoner rasayan khub valo. Prithwijit, darun !!!
মন ভরে গেল শিবাজীদা আপনার চোখে কাঠমান্ডু আমিও দেখে নিলাম। যা কোন দিন যেতে পারবো না তাই দেখে জীবন সার্থক করছি আপনার মাঝে।
ভাই আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আপনার কথা বলার ভঙ্গি, চোখের সরলতা আমাকে মুগ্ধ করে বারে বারে। আমি বাংলাদেশ এর পুরান ঢাকা থেকে। আপনাকে আমাদের পুরান ঢাকায় আমন্ত্রণ জানাই। এর পরে যদি কখন বাংলাদেশে আসেন তাহলে অবশ্যই আপনার সাথে দেখা করবো। ❤❤❤
Prithwijit da k' best/most unique instant dialogue maker 'er award deoa hok. Fatafati,jemon drisya temon bhashya. 😊
আমি সমর্থন জানালাম 😁😁😁
খুবই ভালো লাগছে আপনাদের ক্যামেরায় বাড়িতে বসে নেপাল দর্শন করতে বিশেষতঃ নিখরচায় তবে একটা কথা না বলে পারলাম না। ফেলুদার সাথে মগনলালের প্রথম মোলাকাত হয়েছিল কাশীতে জয় বাবা ফেলুনাথ গল্পে। কাঠমান্ডুতে হয় দ্বিতীয় মোলাকাত যত কান্ড কাঠমান্ডুতে গল্পে।
Apnader anek thank you ami khub nostalgic hoye porechilam karon amar abong amar bhai boner birth place khob choto balay kolkata chole asechi tai koto poriborton agey sob jaygay ticket lagtona abaro apnader thank you .
Expolorar shivaji babu very very thanks
Khub sundor video, vision informative one of my favourite destination.
Jodio 'Dhoka' kothatar mane 'Betray' noi, tobe Npal hitory r sob theke boro betrayal ei Hanuman Dhoka palace ei hoyechilo, Rana ra betray korei khamotai ase 🙂🙂
Khub khub bhalo lagche ei series ta!!!!
খুব খুব ভালো উপস্থাপনা ও তথ্য সমৃদ্ধ।
আপনাদের বাচনভঙ্গি ও সুন্দর, সেই জন্য পরের ভিডিও র অপেক্ষাই থাকি।
Opurbo আপনাder choke die পুরো nepal tour দেখে mon pran vore গেলো অনেক kichu chinlam janlam জানিনা কবে যেতে পারবোনা আমরা
Osadharon Blog. You both are doing an amazing job. Prithijit Dada looks fully Dashing.
দারুন .মন ভরে গেল.ভালো থাকবেন .ভালো বাসা আপনাদের দুজনকে.
খুব ইনফরমেটিভ ব্লগ। দারুন
শিবাজী ভাই তোমার মাথায় লাগলো অতো জোরৈ, তবুও তুমি থামলে না। একেই বলে জোশ। আর তার সাথে আছে পৃথ্বজীৎ এর অসম্ভব সুন্দর কথার চাটনী। তোমার ধারাভাষ্য আর পৃথ্বজীৎ এর চাটনী...... এক কথায অনবদ্য।
পরের ব্লগের অপেক্ষায় রইলাম।
বৌদ্ধ স্তুপ এবং হিন্দু ধর্মের অনেক ঐতিহাসিক ও পৌরাণিক নিদর্শন দেখালেন খুব খুব ভালো লাগলো । আপনারা সশরীরে থেকে পুন্য অর্জন করছেন আমি দেখে পুন্য অর্জন করেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন শুভকামনা ।
খুবই সুন্দর। কাঠমান্ডুর প্রথম পর্বটি আরেকটু সময় নিয়ে হলে বোধহয় বেশি ভালো লাগতো। আসলে আপনাদের কাছে এতটাই বেশি প্রত্যাশা হয়ে গেছে, সেখান থেকেই একটা অতিরিক্ত আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পরের পর্বগুলো দেখার জন্যে ভীষণ উদগ্রীব হয়ে আছি। শুধু একটা কথা। ফেলুদার মগজাস্ত্র মগনলাল মেঘরাজকে প্রথমবার নয় দ্বিতীয়বার কাবু করেছিল কাঠমান্ডুতে। প্রথমবার করেছিল বেনারসে(জয় বাবা ফেলুনাথ)। অনেক অভিনন্দন আপনাদের। Explorer Shibaji-র জয় হোক। শিবাজীর অনবদ্য ভাষ্য আর পৃথ্বিজিতের অপূর্ব রসবোধ অটুট থাকুক বরাবর।
Tomra amar theke bayose aneek chhoto, tai tumi bolei sambodhan korchhi. Tomar dekhano Nepal er sab mandir r darbar apuuurbooo laglo, mugdho hoe dekhlam r sab jaegar history shunteo khub valo laglo, thank you so much r tomader 2bondhur understanding o khub valo lage.
আপনাদের অস্থির উপস্থাপনা মন ছুঁয়ে যায। একটা request আছে স্পিতী ভ্যালি একটা উপস্থাপনা চাই।
Shibajida darun enjoy korchi apnader sathe Nepal bhromon, sathe Priththijeetdar kotha r T-shirt tao darun😂🤗🤗
apurbo bouddho stup, asadharon darbar squarer mondir o darbarer sthapotyo shoili, darun Pashupotinath mondir , apurbo thanka
Ami apnader blog gulo regular dekhi... U guys are really fantastic and pretty informative.... Pritthi da r t shirt ta lajawab... Che dekhlei bhetor ta odbhut ekta kamon hoy.... Pritthi da sangrami ovinandan apnaake... Shibaji da apnakeo... Dhonnyobaad
Pritthi Da'r shobdo niye khela amader mathar bhetor ta chinchin korachhe. 😃
Asadharon Shilpakala Sob jaigate. Aar Boudhha along Hindu Mandirer sahabasthan khub-e sundar.
তোমার চোখ আর ক্যামেরা আমাদের অনেক আনন্দ দেয়।
অন্ত রাতমা থেকে অনেক শুভেচ্ছা যা দেখলাম ❤
আপনার ভিডিও দেখে চোখে জল চলে এল, আমার জন্ম নিউরোডে পারে আমরা পুতলিসড়কে চলে যাই, সেখান থেকে কোলকাতা। নেপাল আমাদের যেমন দিয়েছে কোলকাতা সব কেড়ে নিয়েছে তাই নেপাল কে কোন দিন ভুলতে পারবো না,
খুব ভালো লাগলো নেপাল ভ্রমণ। আজকের এই পর্ব আরও বিশদে হলে আরও ভালো লাগলো। এই ভিডিও টি মনের ও প্রানের আরাম।
Apnader songe notun kore aber kathmandu dekhlam.daroon episode hoeche.
Prithijeet's comment in respect of Cheguyevara and Lord Buddha is absolutely right ✅
নেপাল এর রাজধানী কাঠমান্ডু এটার সার্থকতা দেখলেই বোঝা যায় সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর পুরোনো ঐতিহাসিক কিছু তথ্য দেখতে পেলাম আপনার ক্যামেরার চোখে... সুন্দর বিবরণের সাথে খুবই ভালো লাগছে নেপালের ভিডিও 👌👌👌👍👍👍😊🙏
Kathmandu dekhe Jatayu r moto bolte ichhe korche.....a kothay alum.Khub bhalo laglo.....Swaymbhunath....Ghore bosei dekha holo. Anek dhonnobad.Bhalo thakben Shibajida.
dada, have been watching all of your videos, staying in USA for almost 15 yrs now. Tomader chokh diye duniya ghurte parti. You guys doing an excellent job, keep traveling and sharing your experiences.
আপনাদের এই জুটি ঠিক যেন গুপি বাঘার জুটি । খুব ভালো লাগে আপনাদের এই chemistry
Asadharon laglo. Apnar sathe amio ghure nilam. Amar meye 6years o apnar video dekhar jonno bose thake.
Valo thakben apnara.
চিন সম্পর্ক এ আপনারদের ধারণা ব্যক্ত করে ভালোই করেছেন।
আসল দৃষ্টি ভঙ্গি (রাজনৈতিক ) বোঝা গেলো।
ধন্যবাদ।
পৃথ্বীজিতদার চিন্ চিনে টাঙটুইস্টারটা কিন্তু দারুণ ।
Apurba lagache, asadharan. Beautiful vlog.
ভালো লাগলো ধন্যবাদ ভাই খুব সুন্দর জায়গা অনেক ইতিহাসের সাক্ষী বহন করে নিয়ে চলেছে। নীরবে শুনলাম এবং দেখলাম।
খুব সুন্দর লাগলো। ভক্তপুর ও পাটান দরবার স্কোয়ার ইতিহাসের সামনে এনে হাজির করে। বৌদ্ধস্তূপ, স্বয়ম্ভুনাথ মন্দির, পশুপতিনাথ মন্দির সব জায়গা গুলো বেশ সুন্দর লাগলো। ভালো থাকবেন দাদারা ❤️🙏
একটা জিনিস দেখে খুব ভালো লাগলো কাঠমান্ডুর মন্দিরের ভেতরে বিদ্রোহের ছবি হয়তো নিতে দিচ্ছে না কিন্তু মোটামুটি ক্যামেরার অবাধ বিচরণ এটা খুব ভালো, ঘরে বসে যারা ভিডিও দেখছেন তাদের জন্য।
Bhandarar kothay mone pore gelo, Amarnath Yatra plan kor, durdanto, to be abosyoi pahelgam route e. By traking only, onek onek bhandara. Specially Poshpotri......
Darshan tatha expedition is awesome, Shibajir bhasay, "WOW"...... Amar 2 bar hoye geche
চেষ্টা করব যাবার, আন্তরিক ধন্যবাদ।
খুব সুন্দর একটি ভ্রমণ! কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির এতো রোমাঞ্চকর ছিল দেখতে। আশা করি আমরা আপনার পরবর্তী সফর সম্পর্কে আরও অনেক কিছু দেখতে পাব। ধন্যবাদ শিবাজি এক্সপ্লোরার চ্যানেলের জন্য!
Prithwijit Sir china niye baktobbo ta just asadharon...
Khub sundor laglo. Darbur / K. M kintu Dev anana er Hare Krishna hare Ram er jonno khub e porichito. mone koriye dilam.
Beysh Dharmik era. Youngsters dero beysh bhir achey ...khubi bhhalo laglo... Square rer bhitor ey wooden works just opurbo..... hotath kore kono ekta James Bond er movie r kotha mone pore geylo...naam mone ascheyna...
Oshadharon jaiga & video.... kintu China r presence ... pore jeno Nepal chirey Cheypta na hoye jai.... Super Place....Just Move On & we enjoy Virtually.....
খুব ভালো লাগলো কাঠমান্ডু ভ্রমণ । জয় বাবা পশুপতি নাথ 🙏🙏
A small correction ShibajiDa...
Feluda encountered with Maganlal for the very 1st time at Varanasi & at Nepal for the 2nd time...thank U for sharing with your very nice & informative videos...
আপনার আর পৃথ্বীজিৎ এর Witt and sense of humor is just awesome. কোন কথা হবে না। নেপাল tour plan করছি next yr.Totally inspiring video. Get going. MayGod bless you both with good health and prosperity prosperity.
কাঠমাণ্ডু ঘূৰিয়ে একটা কথাই বুজলাম যে চীন নেপালকে একদম নিজের কবজাই নিয়ে নিছে। নেপালের ৰাষ্ট্ৰীয় চরক চীন দেশের লোকেরাই বানাইটাছে । এক অদ্ভুত বেপাৰ এইটা । আপনে একটু প্ৰচাৰ করবেন কি ভাবে চীন নাপালে কাজ কৰ্তাছে।তখন ভাৰত চৰকাৰ ও বুজবে হয়তো।
Khub bhalo laglo. Daroon lagche. 🙏🙏🙏👌👍
Asadharon apurbo sundor bolleo onekkombola hobe. Darun uposthapona
Osadharon video mon vora galo
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই
খুব ভালো লাগলো ভিডিও টা..
...... From Rajshahi Bangladesh
অসাধারণ তোমারদের নেপাল পর্ব গুলি.... অভিনন্দন
যত কাণ্ড কাঠমান্ডুতে।
নেপথ্যে: ফেলুদা আর জটায়ু ❤️❤️
Khub shundor shob music use korechhen ei video te, Shibaji Da. Apnake dhonnobad. ❤
Aapner sathe khub valo tour korchhi. Anek dhonnobaad dada.
অপূর্ব পশুপতিনাথ মন্দির। অপূর্ব কাঠমান্ডু। এই কাঠমান্ডুতে সার্ক এর সদর দপ্তর অবস্থিত। অপূর্ব সকল দ্রষ্টব্য স্থানগুলো। 💓💓💓 (নিমতা, কল -৪৯ থেকে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)
ধন্যবাদ অভীক
আপনাদের vlog গুলো দারুণ। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
দাদা monkey temple ড্রোন view টা অসাধারণ ছিল, আর vlog টা 💞💞💞👍
Darun presentation....khub bhalo lagche ei series...next episode er apekhaya roilam
আরো বিস্তারিত হলে ভালো হোত বাকি দরবার গুলোর অপেক্ষায় রইলাম।
সব ঠিক থাকলে পরের বছর বাইক নিয়ে নেপাল করার ইচ্ছা আছে, দাদা তোমার এই ট্রাভেল সিরিজগুলো ভীষণ হেল্প করে আমার ট্যুর গুলোতে ❤️❤️
sankaracharya tay amrao vandarar prosad payachilam....Atao darun
Darun lagche, thanks both of you.
Dada apnader blog gulo khub valo .... R apnader satha satha e ghora hoya jai jaiga gulo ..... Thanks to sheering us ..... 🙏
খুব সুন্দর ভিডিও, অসাধারণ লাগল।
অসাধারণ ভিডিও দেখে মনটা ভরে গেল
ঐতিহাসিক স্থান। অপূর্ব। সব ধর্মের মিলনস্থল। দারুণ সব মন্দির ও ভাস্কর্য। সুন্দর ভাষ্য ও রসিকতা। শিবাজীদা মাঝে মধ্যেই মাথায় গুতো খাচ্ছে। একেই বলে কাজের প্রতি একাগ্রতা। খুব ভালো লাগলো এই ভিডিওটি।
বিনে পাসপোর্ট এ বিদেশ ভ্রমণ এর সেরা জায়গা। দারুণ দারুণ জায়গা।
দারুণ লাগলো খুব সুন্দর উপস্থাপনা
চিনকে চিনতে আর কোনও চিন্তা রইল না😁😁
তবে সেলিম সাহেব আর শিবাজীদার মোলাকাত আবেগী করে দিল❤️❤️
@@theseeker7938 সেই, পাকিস্তানের মানুষও শিবাজীদাকে হয়তো র' এজেন্ট ভাবছে।মন্দ না ব্যাপারটা।তবে সন্দেহ করতে হলে গদিতে বসে থাকা লোকগুলোকে করুন, সাধারণ মানুষদের নয়।
At Swayambhunath Temple, where Buddhism and Hinduism coexists in beautiful harmony, where on the holy day of "Shivratri", Hindu ladies in red saree come to pay obeisance to Lord Buddha, it is such a divine coincidence that Shibaji from India meets Salim from Pakistan, even the Gods wants all of us to live in peace and harmony.
Aar ekta durdanto episode dekhlam. Thanks to both of you.
nice and informative.........one of the best video in explorer shibaji you tube channel........presentation was superb.....
Khub valo laglo Nepal video ta darun
Khub sundor.....
দারুন সব দর্শনীয় স্থান দেখলাম।👍👍
Had been to Nepal twice. Last was in 2012 December. One of my most favourite place! But reconstructions after that massive earthquake have made some places quite different! Anyway, your presentation is really nice, Thank You.
Sotti sibaji dada tomar jonno ghore bose ei jogoter onek onek kichu dekhe nilam .amar choke tumi sera vloger. Tomar theke oneker sekha uchit je ghore bose bhalo mondo kheie tumi manush ke entertain koro naa.Arnab Sarkar from krishna Nagar.bhalo theko Dada
👌😊❤️❤️❤️ দূর্দান্ত লাগলো কাঠমান্ডুর পরিক্রমা
বুদ্ধ ও Che মানবতাবাদী। ❤️❤️❤️
Kathmandu te apnar satheo ekta kando haye galo 😄.....
Jai hok darun laglo Sir Kathmandu
আপনি এতো সুন্দর ব্লক দান দারুন লাগে