এক লাখ লোক খাওয়াতে ২০ টন মাংস রান্না | Mezban | Bangladeshi Mezbani | Traditional Feast | Somoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @farukhasan5453
    @farukhasan5453 Год назад +159

    কতো বড় মনের মানুষ হলে এরকম একটি আয়োজন করতে পারে। আল্লাহ আপনাকে আরো বড় করুক।।❤

    • @MdNadinmd
      @MdNadinmd 11 месяцев назад

      বলেন আমীন

  • @mohammadfarooq4493
    @mohammadfarooq4493 Год назад +23

    উনার মত এত উদার মন ও মানসিকতা আল্লাহ যেন সবাইকে দান করেন।

  • @mdrafiq8990
    @mdrafiq8990 Год назад +321

    মাশাআললাহ, সুন্দর আয়োজন, ধন্যবাদ এই পরিবার কে যারা এত বড় আয়োজন করেছন।

    • @miliakter3765
      @miliakter3765 Год назад

      আমরা,চাটগাঁইয়া,

    • @abunaser7886
      @abunaser7886 Год назад +2

      MILI Akter@ আপনার কুলখানিতে আমাকে দাওয়াত দিয়েন।

    • @Turjoplayz
      @Turjoplayz Год назад

      Mezbani arrange by the Big Merchant for the entertainment of the general people's is good but they are giving how much income tax return to the Bangla Desh Government? Please check their accounts for the interest of the country.....

    • @muhammadtanvir2711
      @muhammadtanvir2711 Год назад

      MASHALLAH

    • @JM-jf3wh
      @JM-jf3wh Год назад

      চট্টগ্রাম বাসিকে অনেক ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য, কোন দিন তো যেতে পারবো না কিন্তু দেখেই শান্তি লাগলো দুনিয়ায় এখনো এত বড়ো মনের মানুষ আছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের পরিবারকে সুস্থ রাখুক আমিন

  • @sabinasab1981
    @sabinasab1981 Год назад +47

    ছোট বেলায় চট্টগ্রামে অনেক মেজবান খেয়েছি। আমি এখনো বলব চট্টগ্রামের মানুষ অনেক ভালো। মানুষ কে খাওনোর সুন্দর মন ওদের আছে। আমাদের পরিবার কুমিল্লায় চলে আসছি। কিন্তু আমরা এখনো তাদের প্রশংসা করি।যদিও তাঁরা বইঙ্গা বলে।এটা তাদের বদ অভ্যাস। আসলেই তারা মেহমানদারীতে অনেক ভালো। ধন্যবাদ চিটাগাং বাসি কে। আমরা রাঙ্গুনিয়া উপজেলা ভবানী তে ছিলাম। আশেপাশের গ্রামের মানুষ গুলো আমাদের অনেক সম্মান করত,ভালবাসতো।

    • @shellyakter388
      @shellyakter388 Год назад +4

      আমি চট্টগ্রাম শহরে থাকি৷ আসলে চট্টগ্রামের মানুষ অন্য জেলার মানুষদের পছন্দ করে না!

    • @sabinasab1981
      @sabinasab1981 Год назад +4

      @@shellyakter388 এটা বর্তমান অবস্থা।আমরা যখন ছিলাম তখন তাড়া এমন ছিল খুব কম। সময়ের সাথে সব দেশের মানুষ পরিবর্তন হয়েছে। একটা কথা ঠিক অন্য্ দেশের মানুষের সাথে বর্তমানে ওরা যাই করুক।ওরা নিজেদের মধ্যে অন্যরকম আত্তীয় সম্পর্ক।আপপায়ন, মেজবান মন খুলে করে।

  • @Lo-Fimusicsong-663
    @Lo-Fimusicsong-663 Год назад +403

    আলহামদুলিল্লাহ। আরও বেশি মানুষদের খাওয়ানোর তৌফিক দিন মালিক।

    • @mdshihabhossain9648
      @mdshihabhossain9648 Год назад +1

      8vuu

    • @MdSumon-nr6kz
      @MdSumon-nr6kz Год назад

      Ai sob kichui ranna korche chef Farah bithi Chittagong halishohor b block tar bari ai Holo sotti Kotha ta 😘💘🍏🍎🍏🍎

    • @NRFP
      @NRFP Год назад

      @@MdSumon-nr6kz বুঝলাম না

    • @MdSumon-nr6kz
      @MdSumon-nr6kz Год назад

      @@NRFP na bujar ki ase ... A ranna korche chef der chef boss chef Farah bithi chef.. Chittagong halishohor b block tar bari.. r ai toh Holo sotti Kotha ja ekhene bola Holo... Ok 👌👌

    • @dtkobisabbirhossain
      @dtkobisabbirhossain Год назад

      আমীন

  • @md.sabbirahmed.makkah.6934
    @md.sabbirahmed.makkah.6934 Год назад +86

    আলহামদুলিল্লাহ্ এই রকম আয়োজন শুধুমাত্র আমাদের প্রিয় চট্টগ্রামের মধ্যে ই সম্ভব 🇧🇩♥🇸🇦

  • @kamruzzamanbd2236
    @kamruzzamanbd2236 Год назад +67

    ধন্যবাদ আয়োজন কমিটি কে💞💞 এমন সুন্দর আয়োজন করে মানুষকে খাওয়ানোর জন‍্য।

  • @ShahabUddin-pz3nr
    @ShahabUddin-pz3nr Год назад +42

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এক কথায় অসাধারণ। কিন্তু অন্য জেলার মানুষের এতো বড় কলিজা নাই যে এতো মানুষ কে খাওয়াবে।

    • @marufhasan856
      @marufhasan856 Год назад +2

      গরিব দের খাওয়ান না কেন 😃

    • @Peace_1000
      @Peace_1000 Год назад +2

      যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়ালেই হয়।

    • @MdJamal-dt2ry
      @MdJamal-dt2ry Год назад +1

      চট্টগ্রামে সম্ভব

    • @pervezhawlader3511
      @pervezhawlader3511 Год назад

      বরিশাল অঞ্চলে জেয়াফাত বা চল্লিশা নামে পরিচিত

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 Год назад +16

    মাশাআল্লাহ, সুন্দর বিশাল আয়োজন । শুনেই ভাল লাগছে । কখনো কি সুযোগ হবে এমন বিশাল আয়োজনে দাওয়াত পাওয়ার । ধন্যবাদ এই পরিবার কে যারা এত্তো বিশাল আয়োজন করেছেন ।

    • @forhadexclusive7753
      @forhadexclusive7753 Год назад

      মেজবানে কখনো সবাইকে পার্সোনালি দাওয়াত দেওয়া হয় না, এটা মূলত এলাকার মেম্বার, সর্দার, বা নিযুক্তিও লোক দ্বারা গণহারে দাওয়াত দিতে থাকে, যার যত সামর্থ সে ততো বেশি এলাকা জুড়ে দাওয়াত দিয়ে থাকে, এখানে ধনী গরীব সবাই ঢালাও ভাবে আমন্ত্রিত হন।

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 Год назад +54

    চট্টগ্রামের এই মেজবানি অনেক খেয়েচি চট্টগ্রামে থাকা অবস্থায়! তবে এখনো মিস করি সেইসব খাবার,সত্যিই অসাধারন, আলহামদুলিল্লাহ

    • @MdShiponAhmed-b1p
      @MdShiponAhmed-b1p Год назад

      চট্টগ্রাম কোন জায়গার

  • @AsifAsif-ym5ke
    @AsifAsif-ym5ke Год назад +51

    গরিব অসহায় মানুষদের দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ চট্টগ্রাম বাঁশি কে

  • @samfahad8369
    @samfahad8369 Год назад +19

    আগামীতে জানালে আমিও যাব, ইনশাআল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ এই লোকটার জানে মানে বরকত বাড়ায় দিন এবং নেক হায়াত দান করুন

  • @nurulabsar5095
    @nurulabsar5095 Год назад +577

    চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের আর কোথাও নেই এমন আয়োজন। চট্টগ্রামের মানুষের মন অনেক বড়।

    • @humanity.for_bd
      @humanity.for_bd Год назад +45

      যত কুসংস্কার আছে সব চিটাগং এ,,

    • @ALAMINHOSSAIN-jv9yh
      @ALAMINHOSSAIN-jv9yh Год назад +11

      @@humanity.for_bd সত্যি কথা ভাই

    • @bdjbdkndj
      @bdjbdkndj Год назад +24

      খাও তো তোমরা তোমরাই গরিব-দুঃখীদের তো খাওয়াও না।

    • @noa.a.m6559
      @noa.a.m6559 Год назад +6

      chittagong e bie te gorur mangso unlimited daina ja onno district e unlimited dai........

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent Год назад

      @@bdjbdkndj মেজবান সম্পর্কে ধারণা আছে কোনো আপনার? শত থেকে লাখ মানুষ দাওয়াত পায়, মাইকে দাওয়াত দেওয়া হয় যে শুনবে সেই আমন্ত্রিত। এইখানে নিজেদের লোক হলেই বা কয়জন হবে?
      অধিকাংশই হয় অচেনা মানুষ।
      আর না জানেন ভিডিওতেই তো এর বিষয় স্পষ্ট করে বলা হলো তো সেটা শোনার পরেও এমন মূর্খের পরিচয় দিলেন কি জন্য?
      আপনি তো সামর্থ্য থাকলেও অযথা মানুষ খাওয়াবেন না এটা স্পষ্ট।

  • @আরিফহারুন
    @আরিফহারুন Год назад +8

    আল্লাহ পাক উনাদেরকে আরো ধন-সম্পদ দেক যাতে করে এরকম মেজবান সারা জীবন করতে আমিন

  • @kmfahimtahmid152
    @kmfahimtahmid152 Год назад +1039

    আল্লাহ তায়ালা মানুষকে আরো বেশি বেশি খাওয়ানোর তাওফিক দান করুন।

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 Год назад +212

    চট্টগ্রামের মানূষের মন মানসিকতা আসলে সত্যিই প্রসংশার দাবীধার,ওনারা গরিবওঅসহায়, এতিম,মাদ্রাসার ছাত্রদের খাওয়াতে প্রচুর ভালোবাসে♥
    আল্লাহ ওনাদের ধন-সম্পদ আরো বাড়িয়ে দিন

    • @sarwarhafiz4643
      @sarwarhafiz4643 Год назад

      ora asto soto lok. seler shoshur bariteke bier uge o mrittor ug pojonto pon nia take.

    • @atikulislamsife
      @atikulislamsife Год назад +1

      ​@@sarwarhafiz4643 hmm ar poru Bangladesh er manush tau pon nei na tai na.karon apnara beshi borolok tau tai na😅😅😅😅.

    • @sohanishimulbd991
      @sohanishimulbd991 Год назад +3

      আলহামদুলিল্লাহ আমিও চট্টগ্রামের❤

    • @santoahmedshshire4236
      @santoahmedshshire4236 Год назад +1

      ​@@atikulislamsifeIslam or 8í😊😅😅😮

    • @HossainMohammedAzgor
      @HossainMohammedAzgor Год назад

      ​​​@@sarwarhafiz4643
      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু প্রিয় দ্বীনি ভাই কিছু মনে করবেন না আপনি কোন এক মানুষের বিষয় হয়তো ব্যতিক্রম কিছু দেখছেন যা মানুষ হতে গেলে প্রত্যেক ডিস্ট্রিকের মানুষের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে তাই বলে আপনি পুরো চট্টগ্রামবাসীকে ছোটলোক বলতে পারেন না আপনার হয়তো ধারণা নেই চট্টগ্রামবাসীর সম্বন্ধে চট্টগ্রামের ঐতিহ্য সম্বন্ধে ভালো করে আগে জানুন তারপরে অন্যের সমালোচনা করুন অহেতুক মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করা কোন ভাল মানুষের লক্ষণ হতে পারে না আশা করি ভুল বুঝবেন না আল্লাহ আপনাকে সবকিছু সুন্দর মন দিয়ে দেখার তৌফিক দান করুক জাযাকাল্লাহু খাইরান

  • @mahmudmahmudhasan8161
    @mahmudmahmudhasan8161 Год назад +110

    মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ এই লোকটার জানে মানে বরকত বাড়ায় দিন এবং নেক হায়াত দান করুন

  • @mohin4518
    @mohin4518 Год назад +20

    এইগুলা আমাদের চট্টগ্রাম এই সম্ভব, ভালোবাসার প্রিয় চট্টগ্রাম ❤️

  • @mdmalequzzaman7316
    @mdmalequzzaman7316 Год назад +38

    ধন্যবাদ স্যার কে এত লোক দাওয়াত করে খাওয়ানোর জন্য।

  • @OUR-ISLAM204
    @OUR-ISLAM204 Год назад +47

    আলহামদুলিল্লাহ ।আল্লাহ আরও মানুষ কে খাওয়ার তৌফিক দান করুক।আমিন 🤲🤲🤲

  • @shahporanhossainshahporanh6392
    @shahporanhossainshahporanh6392 Год назад +13

    মায়শাআল্লাহ,দেখে,,খুব, ভালো,লাগলো,যারা,এত,বড়,এ,আয়োজন,করেছেন,তাদের, জন্য, দোয়া,ও,শুভকামনা, রইলো,,কুয়েত, থেকে,দেখছি,,

  • @Ebrahim_Studio
    @Ebrahim_Studio Год назад +13

    আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, *আল্লাহ কবুল করুন, আমীন🕋🤲*

  • @bdcaptainn
    @bdcaptainn Год назад +214

    ভালো লাগলো। আল্লাহ যেন আমাকেও এমন তৌফিক দান করে।

    • @princeanis4407
      @princeanis4407 Год назад +3

      আমিন

    • @khalilmolla1580
      @khalilmolla1580 Год назад +3

      আল্লাহ আপনার মনের আশা পূরন করুক

    • @rebekasultana8229
      @rebekasultana8229 Год назад +3

      পূর্ণ হোক আপনার ইচ্ছা

    • @mdjahir4298
      @mdjahir4298 Год назад +3

      আমিন

  • @samsungsamsung7352
    @samsungsamsung7352 Год назад +69

    আলহামদুললা , শুনে খুশি হলাম. ওনি যে এই সময় গরিব মানুষকে মাংস ভাত খাওয়াইছে, আল্লাহ ওনাদের সবার উপর রহমত নাজিল করুক ।

  • @Theatg531
    @Theatg531 Год назад +266

    মেজবান আমাদের চট্টগ্রামের অহংকার ও ঐতিহ্য 😍😍😍

    • @alimaruf2018
      @alimaruf2018 Год назад

      বালের ঐতিহ্য সুদু এতো গুলো গরু নষ্ট হলো ছাগল নষ্ট হল

    • @sayednaeem571
      @sayednaeem571 Год назад +4

      নিজেরা আয়োজক নিজেরা খাদক ব্যাপার টা সার্থপরতা। আমরা নড়াইলেরা আয়োজন করি আর মেহমানদারি করি। আপনাদের অগ্রিম দাওয়াত রইলো। সমনের সুলতান মেলা ও মেজবানে আপনাকে স্বাগতম।

    • @joydip3083
      @joydip3083 Год назад +3

      @@sayednaeem571 nijera khadok k bollo apnake??Chittagong eshe kheye jayen..tahole dekhben kara khadok..ekhane sby k daoat deoa hoy...jar iccha she kheye jai...apnakeo daoat roylo...ekbar khele bar bar khete cyben..

    • @babubd1971
      @babubd1971 Год назад +3

      @@sayednaeem571 ২০/৩০ হাজার মানুষ খায় প্রতিটাতে। নিজেরা কেমনে খায়?🤔

    • @SabbirAhmed-sr9ez
      @SabbirAhmed-sr9ez Год назад +3

      অহংকার না ঐতিহ্য

  • @mdsaimhossainsohelrana8197
    @mdsaimhossainsohelrana8197 Год назад +67

    ধনি গরিব ভুলে জাত পাতের ভেদাভেদ না করে সকলেই যেদিন মন খুলে এক টেবিলে খাবার খাবে সেদিন ই ইসলাম এর প্রকৃত আনন্দ ও উদ্দেশ্য বাস্তবায়ন হবে। খুব চমৎকার ভালো লাগছে 💖💖💖

    • @ahmedhussain3491
      @ahmedhussain3491 Год назад

      Yes sir, Allah SWT bless him and his family all the best wishes 🎉.
      Hussain Ahmed UK

  • @asadulislamtuhin9691
    @asadulislamtuhin9691 Год назад +55

    মানুষকে সালাম দেওয়া এবং খাওয়ানো দুইটাই ভালো কাজ ,বলেছেন, হযরত মুহাম্মদ সাঃ

  • @ArmanAli-uq8tb
    @ArmanAli-uq8tb Год назад +27

    ভাই দেরকে আরো বেশি লোক খাওয়ানোর তৌফিক দান করুক আল্লাহতালা

  • @zillurrahman6624
    @zillurrahman6624 Год назад +40

    দেখে খুবই ভালো লাগল।
    আল্লাহ্ রব্বুল আলামিন আমাকেও এমন তৌফিক দান করেন। আমিন

  • @mannanmandol3835
    @mannanmandol3835 Год назад +17

    চট্টগ্রাম বেড়াতে গিয়ে দেখেছি,,,ওনারা ওনেক আতিথেয়তা প্রিয়।

  • @mdrabbimirza625
    @mdrabbimirza625 Год назад +288

    চট্রগ্রামে গিয়ে একদিন মেজবান খাবো ইনশাআল্লাহ 🧡

    • @sanjitguptashaon9117
      @sanjitguptashaon9117 Год назад +9

      Well come

    • @koduubaburchii7072
      @koduubaburchii7072 Год назад +3

      @@sanjitguptashaon9117 kobe hoy ata, atar ki kno fixed date ase?
      Next a hole kivabe janbo, ami probashi ami ata khawar jonno asbo! Insa Allah

    • @rajkan2450
      @rajkan2450 Год назад +1

      Ok

    • @sanjitguptashaon9117
      @sanjitguptashaon9117 Год назад +6

      @@koduubaburchii7072 ভাই আমাদের চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও মেজবান চলেই।

    • @md.shahelahmed4100
      @md.shahelahmed4100 Год назад +1

      @@sanjitguptashaon9117 parcel ki pawa jai mejhbaan?

  • @farhanahmedrafsan6155
    @farhanahmedrafsan6155 Год назад +198

    জীবনে যে কত মেজ্জান খাইলাম তার হিসাব নাই অনেক বড় বড় মেজ্জানও খেয়েছি কারণ আমরা প্রিয় চট্টগ্রামের বাসিন্দা 🥰💖

    • @1minutearabicwithsaad
      @1minutearabicwithsaad Год назад +6

      একদিন দাওয়াত দেন

    • @m.a.mofficial1396
      @m.a.mofficial1396 Год назад +2

      vai eta ki free khawai??

    • @saberhossen8726
      @saberhossen8726 Год назад

      Amr icha ase mejban khaoar maje amje ase chitagong onek atteo sojon ache ekhane

    • @fazlulhoquebabu3608
      @fazlulhoquebabu3608 Год назад

      Mejban koite parona abar ki khaila mejbani khaile anggor deshe aiso

    • @farhanahmedrafsan6155
      @farhanahmedrafsan6155 Год назад

      @@fazlulhoquebabu3608 pagol miya tumi amra ctg manush mejban k mejjan boli ancholik basha ata

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 Год назад +17

    মানুষকে খাওয়ানো সবচেয়ে বড় এবাদত,,, আল্লাহর রহমত ও বরকতময় এই পরিবারের ❤️❤️👍🌹

  • @kites7196
    @kites7196 Год назад +10

    আলহামদুলিল্লাহ!!! মাশাল্লাহ!!!
    আমার খুব ইচ্ছা এই ধরনের মেজবানে একবার এ্যাটেন্ড করার... ইনশাআল্লাহ!!!

  • @nasimaakter2318
    @nasimaakter2318 Год назад +7

    আলহামদুলিল্লাহ গরীবের প্রতি ভালোবাসা থাকার জন্য দোয়া রইলো।

  • @mohammadalamin8242
    @mohammadalamin8242 Год назад +25

    খুবই সুন্দর আয়োজন, যদি হালাল উপার্জন দিয়ে এই আয়োজন করে থাকে তাহলে যেন আল্লাহ তার এই আয়োজন এর প্রতিদান লাখো কোটি গুন বৃদ্ধি করে দেন।

  • @MdIqbal-sh7tp
    @MdIqbal-sh7tp Год назад +27

    আলহামদুলিল্লাহ বাংলাদেশের বানিজ্যিক রাজধানী 💜❤️🇧🇩

  • @msrehana5326
    @msrehana5326 Год назад +15

    আমার কাছে খুব ভালো লাগলো আমি যদি এই ভাবেই মানুষ কে খাবার খাওয়া তে পাড়তাম আল্লাহ আমাকে তৌফিক দেন আমিন

  • @mithuadhikari4760
    @mithuadhikari4760 Год назад +39

    অসাধারণ দেখে খুব সুন্দর লাগলো 👍👍❤️

  • @moslimmoslim183
    @moslimmoslim183 Год назад +9

    মাশাল্লাহ অনেক ভালো লাগলো দেখে দোয়া করি আল্লাহ তায়ালা ওনাকে তাওফিক দেন আরও মেজবানদের কে হাওথে পারে

  • @tasnimmahfuza4269
    @tasnimmahfuza4269 Год назад +22

    লোভ লেগে গেছে ভাইইই
    আমি সচরাচর কোনো কিছুর লালসায় পড়ি না কিন্তু এই মেজবানের ভিডিও দেখে আর দাওয়াতীদের কথা শুনে খুব লোভ হচ্ছে 🤤🤤🤤

  • @sroy5653
    @sroy5653 Год назад +13

    শুধু টাকা থাকলে হয় না মন লাগে, এরকম মন খুব কম দেখা যায়, বিধাতা তাদের এই মেন্টালিটি ধরে রাখতে সহায়তা করুক এই কামনাই করি

  • @manjur-a-moula53
    @manjur-a-moula53 Год назад +11

    বরিশাল থেকে দেখলাম। খুব যেতে ইচ্ছে করে।♥️♥️🇧🇩🇧🇩

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 Год назад +15

    এই খাবারের সবছেয়ে মজা হল, চনার ডাল, মাংস দিয়ে সবজি!
    ভুনা মাংস,ও গরুর গোস্ত এবং মাসকলাইয়ের ডাল অপুর্ব খেতে,আলহামদুলিল্লাহ

  • @rafiqulislam.8057
    @rafiqulislam.8057 Год назад +8

    অনেক সুন্দর ভালো আয়োজন যারা আয়োজন করছেন খাওয়াচ্ছেন আল্লাহ্ তাদের কে নেক হায়াত দান করুক আমিন।

  • @ALAMIN-vj1ke
    @ALAMIN-vj1ke Год назад +4

    আল্লাহ আপনি এই মহান লোকটির নেক হায়াত বাড়িয়ে দিন

  • @munnavi7910
    @munnavi7910 Год назад +30

    প্রিয় নবী বলেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার প্রদান করা এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দেওয়া।

  • @hossainlokman6722
    @hossainlokman6722 Год назад +2

    আল্লাহ তাআলার অশেষ রহমত আছে উনাদের উপর। কারণ এত বড় মন ও সাহস খুব কম মানুষেরই হয়ে থাকে।

  • @shilaakter1790
    @shilaakter1790 Год назад +27

    চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী মেজবান 😍

  • @murshidali5765
    @murshidali5765 Год назад +11

    WoW....!!! বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা তথা উপজেলায়, এলাকার ধণাড্য ব্যক্তিরা মিলে এরকম মেজবানী খাওয়ার ব্যবস্থা করলে, সামাজিক মানুষ পরস্পর সংহতি এবং সম্প্রতির বন্ধন দৃঢ়তর হবে!!!

  • @nayeemahmed3062
    @nayeemahmed3062 Год назад +57

    আল্লাহ কবুল করুক

    • @MdSumon-nr6kz
      @MdSumon-nr6kz Год назад

      Eta ranna korche chef Farah bithi chef Chittagong halishohor b block tar bari ai Holo sotti Kotha ta 😘🫐😍🍊💘🍏🍎🍓🫒🍍🍒🌺🍈🍊🥭🍅🍇🥒

  • @Faisalkhan-mm3ox
    @Faisalkhan-mm3ox Год назад +1

    চট্টগ্রাম আর বাইরের মানুষের মধ্যে পার্থক্য হলো এই খাবার।
    তারা খরচ করে নিজেদের জন্য আর আমরা চাটগাঁইয়া রা খরচ করি মানুষকে খাওয়ানোর জন্য❤️
    কলিজা লাগে, দিল লাগে যা চট্টগ্রামের মানুষেরই আছে।
    আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের চট্টগ্রামে সুন্নী মুসলমান হিসেবে কবুল করছে।❤️

  • @MdMasud-99
    @MdMasud-99 Год назад +32

    চট্টগ্রামের মেজবান সেরা👌👌👌

  • @galibjahan8509
    @galibjahan8509 Год назад +4

    মাশআল্লাহ। মাশআল্লাহ। খুবই ভালো কাজ। একজন খুধারত ও ত্রিষনারত প্রাণীকে খাওয়ানো ইসলাম ধরমে ঈমানের সবচেয়ে বড় ও প্রথম কাজ। ইনশাআল্লাহ, doya করি আল্লাহ তায়ালা যেন সবাই কে জান্নাত দান করুক। আমিন।👏👏👏👏👏👏👏👏🌿🤲👳🤲🕋🤲👳🤲🕌🕌🕌👳💒🇧🇩🌸🌷🌼🌺🌹🌻🕊💐👌👍☺☺☺💝💚💗🙂💝👏👏👍👩‍👩‍👦‍👦👨‍👨‍👧👩‍👩‍👦👨‍👩‍👧‍👧👨‍👨‍👦‍👦👩‍👩‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👧👨‍👩‍👦👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👦👨‍👨‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦🇧🇩💗🇧🇩🌿👏🤲🕋🤲👳🙂🏵💚🏳🏳🏳🕊🕊🕊🗺🤝💗💝💚🤲😢😥😢🙂

  • @Benodon27.M
    @Benodon27.M Год назад +17

    গর্বে বুকটা ভরে গেল,চট্টগ্রামের লোক হয়ে,কে কে আছো চট্টগ্রামের??,,,চট্টগ্রাম নাম্বার ওয়ান......আর উপস্থাপনাটাও খুব সুন্দর হয়েছে,,,ধন্যবাদ....

    • @19masud_ahraf69
      @19masud_ahraf69 Год назад

      ও বাইজ্জা হোদা আইও চিটাইংগা বদ্দা😊 আরার প্রিয় চট্টগ্রামবাসী ছাড়া এই রহমৈ মেজ্জান কেউ আর হরিত নও পারিবো

  • @romanha9071
    @romanha9071 11 месяцев назад +1

    চট্টগ্রামের এক স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিতে চাকরির সুবাদে জীবনে দুইবার এই মেজবানি খাইছি... সত্যি এর স্বাদ এখনোও অনুভব করি।

  • @mdjahangirmollik9640
    @mdjahangirmollik9640 Год назад +9

    আল্লাহতালা প্রতিটি ঘরে এমন আয়োজন করার তৌফিক দান করেন আমিন

  • @abubakarsir9824
    @abubakarsir9824 Год назад +9

    ما شاء الله
    মহত্ উদ্যোগ। আল্লাহ্ তাদের এই মেজবানিতে বরকত দান করুক।

  • @ashokkumardash2234
    @ashokkumardash2234 Год назад +14

    খুব সুন্দর আয়োজন 💙। ( অসাধারণ )

  • @AsrafulNewLifeAsrafulNewLife
    @AsrafulNewLifeAsrafulNewLife Год назад +1

    এটা সুদু বাংলাদেশেই সম্ভব অন্য কোনো দেশে আমি এমন আয়োজন দেখিনি। Malaysia 6বছর চলছে কিন্তু এতো ভালো বাংলাদেশের মতো মানুষ দেখিনি❤❤ love you Bangladesh❤❤

  • @abdulwahidmurad8179
    @abdulwahidmurad8179 Год назад +17

    পৃথিবীর সবচেয়ে বেস্ট খাবার এই মেজবানি❤️

    • @Bkkumar916
      @Bkkumar916 Год назад

      Bal er khabar

    • @abdulwahidmurad8179
      @abdulwahidmurad8179 Год назад

      @@Bkkumar916 আন্তর্জাতিক বেস্ট ফুড রিভিউ দানকারী ব্যক্তি চট্টগ্রামের মেজবানি ও কালোভুনাকে শ্রেষ্ঠ খাবারের ঘোষণা দিয়েছে।

  • @salam9489
    @salam9489 Год назад +10

    আমি গর্বিত আমি চট্টগ্রামের ছেলে
    আলহামদুলিল্লাহ আমিও এ ধরনের মেজবান আয়োজন করেছি

    • @salam9489
      @salam9489 Год назад

      ইসলাম ধর্মে সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে দাওয়াত দিয়ে খাবার খাওনো খুবই উওম কাজ

  • @snippetvlogs-9974
    @snippetvlogs-9974 Год назад +16

    চট্টগ্রামের মানুষের মত কলিজা পৃথিবীর কোথাও নেই।

  • @jomidernomankhan6523
    @jomidernomankhan6523 Год назад +1

    এতো বড় মনের মানুষ, আল্লাহ উনার হায়াত বারিয়ে দিন

  • @s.fsagourkhan7503
    @s.fsagourkhan7503 Год назад +25

    আলহামদুলিল্লাহ রেজেকে মালিক মহান আল্লাহ

  • @jerinscook5790
    @jerinscook5790 Год назад +4

    আল্লাহ যাকে তৌফিক দিয়েছে তার মনটাও যেন এরকম উদ্ধার করে দেয় অন্তত বছরে একবার হলেও যেন গরিব মানুষগুলো তৃপ্তি মিটিয়ে খেতে পারে।

  • @On_the_path_of_Islam
    @On_the_path_of_Islam Год назад +8

    খুব ভালো লাগলো, ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজক কে। মহান আল্লাহ উনাকে আরো বেশি বেশি দান করুক । আমীন।

  • @sksopan2203
    @sksopan2203 Год назад +8

    আল্লাহ সকল মুসলমান কে এমন মেজবানি খাওয়ানোর তৌফিক দান করুন । আমিন

  • @ফয়সাল-শ১হ
    @ফয়সাল-শ১হ Год назад +6

    মেজবানী মাংসের স্বাদ আসলেই অসাধারণ। আমাদের আশেপাশে পাশে কোন মেজবান হলে,
    আমি লোভে পড়ে বিনা দাওয়াতে মেজবান খেতে চলে যায় 😄

    • @bdmusic8309
      @bdmusic8309 Год назад

      ভাই আ‌মি কোন‌দিন মেজবান খাই নাই। ফ্রী কোথায় খে‌তে পাব ? ঠিকানা দিন।

    • @ফয়সাল-শ১হ
      @ফয়সাল-শ১হ Год назад

      @@bdmusic8309 খুজ নিয়ে দেখেন ঠিকানা পেয়ে যাবেন

    • @bdmusic8309
      @bdmusic8309 Год назад

      @@ফয়সাল-শ১হ ভাই কেমনে পাব আমার‌তো কোন প‌রি‌চিত নাই চট্টগ্রা‌মে !

    • @bdmusic8309
      @bdmusic8309 Год назад

      @@sohrabazad1399 ধন্যবাদ ভাই। দেখা হ‌বে রাজপ‌থে।

  • @razuahmed6950
    @razuahmed6950 Год назад +6

    মাশাআল্লাহ্.....একদিন খাওয়ার ইচ্ছা আছে

  • @NusratJahan-qy8jx
    @NusratJahan-qy8jx Год назад +10

    এমন মানুষ দের সেলুট জানাই।

  • @Zihadlofitune
    @Zihadlofitune Год назад +39

    আমি বগুড়ার ছেলে হলেও চট্টগ্রাম কে নিয়ে গর্ব করি

  • @tuhinhousewife4062
    @tuhinhousewife4062 Год назад +7

    আসসালামুয়ালাইকুম, ভাইয়া, প্রতি সপ্তাহে কিছু টাকা সমিতি আকারে জমিয়ে,পাড়া মহল্লায় এধরনের খাওয়ার আয়োজন করা অসাধারণ উদ্যোগ। ময়মনসিংহ বাসীর তরফ থেকে শুভ কামনা।

  • @monjurmishuvlogs8990
    @monjurmishuvlogs8990 Год назад +8

    চাঁটগায়ের মানুষজনের কলিজা সবসময়ই বড়❤

  • @fatema2901
    @fatema2901 Год назад +35

    আসসালামু আলাইকুম আল্লাহ রহমত নসিব করুন আমিন

  • @mdzahed18
    @mdzahed18 Год назад +2

    মানুষ কে খাইয়ে তৃপ্তি পাওয়া চট্টগ্রামের মানুষের মন অনেক বড়।

  • @bachtesikhonari1020
    @bachtesikhonari1020 Год назад +4

    আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক

  • @AmirKhan-zq7tl
    @AmirKhan-zq7tl Год назад +3

    এই মহৎ কাজের জন্য অনেক ধন্যবাদ আয়োজক দের।

  • @mdraihanchy2428
    @mdraihanchy2428 Год назад +7

    মেজবান হল আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্য।

  • @sultan84ful
    @sultan84ful Год назад

    মেজবান এ খেয়েছি। খুব ভালো লেগেছে। আল্লাহ, তাজু ভাই এর মনের আশা পূরণ করুন।

  • @monjurulkader2772
    @monjurulkader2772 Год назад +6

    সুখবর!!!
    খুব ভালো আয়োজন। মজা হবে মনে হয়।
    সিলেট শহর থেকে দেখছি।
    বদ্দা, কেন খাইলোন? আয়ারার লাই আছে না?
    ধন্যবাদ।

  • @mohammadshariarparvez669
    @mohammadshariarparvez669 Год назад +1

    অনেক বড় কথা বলেছেন, আল্লাহর রহমত। আল্লাহর ওপর এমন শুকরিয়া আমরা কয়জন করতে পারি?

  • @mandirabiswas5815
    @mandirabiswas5815 Год назад +3

    খুব খেতে ইচ্ছে করছে, সত্যি মন থেকে বলছি, 🙏 ami bharot থেকে bolchi, এক সময় গিয়ে khaboi খাব. 🙏

    • @nature20209
      @nature20209 Год назад

      তা ভালো কিন্তু দাদা ওখানে শুধু গরু খেতে হবে।

    • @nature20209
      @nature20209 Год назад

      গরুর আর মহিষের মাংস ছাড়া হয়না। খাসি ছাগলের অপশন নেই।

  • @mahadihossan8571
    @mahadihossan8571 Год назад

    আল্লাহ পাক উনাকে আরো সম্পদের মালিক করুক তুমি যেমন প্রতিবছরই সহ সকল মানুষকে খাওয়াতে পারে আমার গ্রামের গরিব খাওয়াইতে পারে লোকগীতি কনা কে দান করুক আমিন

  • @babulsheik6427
    @babulsheik6427 Год назад +20

    মারহাবা সঠিক কথা

  • @AbdulMannan-vk3hz
    @AbdulMannan-vk3hz Год назад

    সত্যি চট্টগ্রামের মানুষের মন মানসিকতা অনেক ভালো, আমি অনেক বছর চট্টগ্রামে ছিলাম অনেক মেজবান খেয়েছি , এক কথায় অসাধারণ।

  • @mdariful8677
    @mdariful8677 Год назад +4

    অসাধারণ একটা সুন্দর আয়োজন ইনশাআল্লাহ আমিও একদিন মেজবান খাব ও অন্য মানুষ দের কেও খাওয়াবো ইনশাআল্লাহ

  • @moulananurulhakim203
    @moulananurulhakim203 Год назад +2

    মা শা আ ল্লা হ্"
    আমাগো চট্টগ্রামের লোকের কলিজা অনেক বড়..
    অতিথি আপ্যায়ন আলহামদুলিল্লাহ্"

  • @MdmonirHossain-ez4mx
    @MdmonirHossain-ez4mx Год назад +3

    আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো চট্টগ্রামের মানুষের মন যে এত বড় আগে জানা ছিল না,

  • @toufiqulislam8575
    @toufiqulislam8575 Год назад +1

    খালি শুনেই গেলাম আর দেখেই গেলাম, দাওয়াত পেলামনা কোনদিন।

  • @NusanOfficial
    @NusanOfficial Год назад +6

    চট্টগ্রাম মানে মেজবান 🔥🔥

  • @alaminhossain-cv1ts
    @alaminhossain-cv1ts Год назад

    মাসাল্লাহ চমৎকার একটা আয়োজন ভাল লাগলো ♥️♥️দোয়া রইল যারা এই আয়োজন করেছেন ♥️♥️♥️

  • @badshashekh3392
    @badshashekh3392 Год назад +11

    মাশাআল্লাহ
    ❤️❤️❤️❤️

  • @mdibrahimmdibrahim9809
    @mdibrahimmdibrahim9809 Год назад +2

    আমি এক বছর ছিলাম,,আমি প্রতি দিন মেজবান খেতাম,,মাজে মাজে মিস করতাম,,,অনেক মজা হয়

  • @travelwithrakib2719
    @travelwithrakib2719 Год назад +4

    আল্লাহ সকল কে জান্নাতুল ফেরদৌস দান করুক,, আমিন

  • @ferojkhondokar3185
    @ferojkhondokar3185 Год назад

    মাদারীপুর জেলা থেকে বলছি চট্টগ্রামের মানুষ গুলা অতিথি আপ্যায়নে সেরা

  • @arrobin5597
    @arrobin5597 Год назад +9

    মাশাহ আল্লাহ অনেক মহত কাজ অনেক বরো দিলের কাজ সবাই পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এদের নেক হায়াত দান করেন। 🤲🤲🤲🤲

  • @junabbaul146
    @junabbaul146 Год назад +9

    আল্লাহ যেন আরো তৌফিক দান করেন গরীবদেরকে যেন এভাবে খাওয়াতে পারে

  • @monniaktar3240
    @monniaktar3240 Год назад +3

    আমার বাড়ি কিশোরগঞ্জ আমি চট্টগ্রাম ফটিকছড়ি বিবিরহাট অনেকদিন ব্যবসা করিছে মনে হয় 500 বার মেজবান খেয়েছে আলহামদুলিল্লাহ

    • @millathossain5514
      @millathossain5514 Год назад

      আমি ফটিকছড়ি বিবিরহাট এর ছেলে

  • @manirulalammanirul561
    @manirulalammanirul561 Год назад

    যে ব‍্যাক্তি এই আয়োজন করছে আল্লাহ্ তার নেক হায়াত ও তৌফিক দান করুক। যদিও আমি ব্রাহ্মণবাড়িয়ার থাকি খাওয়া দাওয়ায় অংশগ্রহণ না করেও অনেক খুশি।