পাঁচ মিনিটে ভ্রমণ শেষ!!। মুক্তিযোদ্ধা রিভারভিউ ভ্রমণ। বোয়ালখালী, চট্টগ্রাম।

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • পাঁচ মিনিটে ভ্রমণ শেষ!!
    আমাদের এবারের ভ্রমণের স্থান ছিলো চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন মুক্তিযোদ্ধা রিভারভিউ ট্যুরিস্ট স্পট।
    যাত্রাপথে আমার প্রথম গন্তব্য হলো কালুরঘাট ব্রিজ এলাকা। চট্টগ্রাম শহরের নিউমার্কেট থেকে কালুরঘাট ব্রিজের উদ্দ্যশ্যে ১, ২, ১০ নাম্বার রুটের বাস এবং কিছু ছোট টেম্পো নিয়মিত ছেড়ে যায়।ভাড়া যানবাহন ভেদে প্রায় ১০-২৫টাকা। সময় লাগবে ৩০-৪৫ মিনিটের মতো।কালুরঘাট নেমে হাতের ডানপাশের রাস্তা দিয়ে চলে যেতে হবে ব্রিজের একেবারে নিচে।ওখানেই পাবেন মুক্তিযোদ্ধা রিভারভিউ যাওয়ার নৌকা। লোকাল জনপ্রতি ২০টাকা করে নিয়ে থাকে, কিন্তু পাঁচ-ছয় জনের কম হলে লোকাল যায় না। সেক্ষেত্রে একমাত্র ভরসা রিজার্ভ করে যাওয়া।তবে অবশ্যই যাওয়া আসার জন্যই রিজার্ভ করবেন।কারণ ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন সেখানে পাঁচ মিনিটের বেশি দেখার মতো কিছুই নেই। রিজার্ভ ভাড়া ১৪০-১৬০ টাকা নিতে পারে। মূলত নৌকা করে যাওয়ার সময় টুকুই উপভোগ্য। কালুরঘাট ব্রিজ থেকে মুক্তিযোদ্ধা রিভারভিউ যেতে সময় লাগে কমবেশি ১৫মিনিটের মতো। চারদিকের অবিরাম জলরাশি দেখতে দেখতে যখন মূল গন্তব্যে পৌঁছাবেন তখন যেকেউই নিরাশ হতে বাধ্য।তবে নিরবতা/নির্জনতা ভালোবাসেন এমন মানুষদের জন্য জায়গাটা একদম মানানসই। সম্পূর্ণ গ্রামীণ কোলাহলমুক্ত পরিবেশে নদীর ধারে বসে অনায়াসেই কাটিয়ে দেওয়া যাবে ঘন্টার পর ঘন্টা।
    আমাদের জনপ্রতি খরচ হয়েছিলো মাত্র ৭০টাকা।
    #মুক্তিযোদ্ধা #রিভার #ভিউ #মুক্তিযোদ্ধা_রিভার #রিভার_ভিউ #মুক্তিযোদ্ধা_রিভার_ভিউ #বোয়ালখালী
    #creative000

Комментарии •