২২৩ কোটি টাকার দানবীয় জাহাজ চট্টগ্রামে !! লম্বায় যেন ৯৭ তলা ভবন সমান !! Biggest Ship in Bangladesh
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- ২২৩ কোটি টাকা ব্যয়ে ২৫ বছরের পুরনো এ জাহাজটি ভাঙার জন্য আনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। গত এক দশকে এত দামে কোনো জাহাজ আমদানির রেকর্ড না থাকলেও এটির মাধ্যমে রেকর্ড গড়েছে এইচএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড
ইস্পাত শিল্পের কাঁচামাল সংকটের এই মূহুর্তে দেশে আমদানি হয়েছে বিশাল আকারের পুরনো জাহাজ। যা দিয়ে এই শিল্পের প্রায় অর্ধ লাখ টন কাঁচামালের যোগান হবে। আমদানি হওয়া জাহাজটির নাম ‘ইএম ভাইটালিটি’ - em vitality ship।
জাহাজটি বিশ্বের ১০টি বৃহৎ জাহাজের একটি। সাধারণত দেশে আমদানি হওয়া পুরানো জাহাজগুলোর মধ্যে বড় জাহাজের দৈর্ঘ্য হয় ৩৩০-৩৩৩ মিটার। কিন্তু আমদানি হওয়া জাহাজটির দৈর্ঘ্য ৩৪০ মিটার। ঠিক ৯৭ তলা উঁচু ভবনের মতো লম্বা। রয়েছে হেলিপ্যাড, এর আয়তন ১৯ হাজার বর্গমিটার। অর্থ্যাৎ, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটি যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল, আয়তনে সেই মাঠের তিনগুণ।
জানা গেছে, এ বছর এখন পর্যন্ত বিশ্বে এ ধরনের পুরনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র ১১টি। তন্মধ্যে এ জাহাজটি আমদানি করতে রফতানিকারক প্রতিষ্ঠানকে দিতে হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২০৮ কোটি ৬৮ লাখ টাকা। শুল্ককর দিতে হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টাকা। জাহাজটি কেটে বিক্রি করা হবে লোহা ও সঙ্গে থাকা বিভিন্ন মালামাল।
১৯৯৬ সালের অক্টোবরে জাপান এর একটি কারখানায় জাহাজটি তৈরি হয়। তৈরির পর কয়েক বছর সৌদি আরব এর জ্বালানি তেল পরিবহন কোম্পানি ‘বাহরি’র হাতে ছিল জাহাজটি। সাগর-মহাসাগরে জ্বালানি তেল নিয়ে ছুটে চলত এটি
সারাদেশে প্রতিবছর যে পরিমাণ ইস্পাত তৈরি হয় এতে কাঁচামালের চাহিদা ৩০ লাখ টন। মূলত আন্তর্জাতিক বাজার থেকে নিলামের মাধ্যমে বাল্ক ক্যারিয়ার, অয়েল ট্যাংকার, কার ক্যারিয়ারসহ নানা জাহাজ এনে কাটা হয় চট্টগ্রামের সীতাকুন্ডের (ship breaking industry in Bangladesh ) শিপব্রেকিং ইয়ার্ডে । এই জাহাজ ভাঙা শিল্পকে কেন্দ্র করে সীতাকু-ের ফৌজাদারহাট থেকে কুমিরা পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এক’শর বেশি শিপব্রেকিং ইয়ার্ড। আর এ শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ২ লাখ মানুষ।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢