অর বরইয়ের মজার আঁচার | Village Life With Shampa

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @VillagelifewithShampa
    @VillagelifewithShampa  2 года назад +1619

    কেউ আমাদের কথায় মনে কষ্ট নিবেন না। অনেকে আমাদের বাড়িতে আসতে চান কিন্তু এখানে আসলে দেখার তেমন কিছু নাই। আমাদের গ্রাম বাংলাদেশের আর ১০ টা গ্রামের মতই সুন্দর। আপনার মন সুন্দর হলে দেখেবন আপনার বাড়ির আশেপাশ ও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ।

    • @miniac2.064
      @miniac2.064 2 года назад +16

      Seta toh r apnar bari nah... Taina

    • @taniaislam7031
      @taniaislam7031 2 года назад +45

      সবাই আপনাদের গ্রামের সাথে সাথে আপনাদের ও দেখতে আসে,,

    • @JoyJoy-qf1uk
      @JoyJoy-qf1uk 2 года назад +18

      শাশুড়ি আম্মা বেবীটা কার

    • @hibamannan3068
      @hibamannan3068 2 года назад +25

      Akdom thik kotha blsen Apu.. manusher bibek a shomossha ase.

    • @hibamannan3068
      @hibamannan3068 2 года назад +16

      R vaiya'keo blben,manush'k shudu ashar kotha na blte..😊

  • @nazmulislam2081
    @nazmulislam2081 2 года назад +55

    ইন্জিনিয়ার ভাই,,,,,,,, আপনি প্রফেশনাল গায়ক না হয়ে ও খালি গলায় যে গান শুনালেন,,,,এক কথায় অসাধারণ👏👏,,,,, দোয়া ও শুভ কামনা রইলো আপনার ও আপনার পরিবার এর প্রতি।

  • @md.rakibraihanemon6340
    @md.rakibraihanemon6340 2 года назад +74

    বৃষ্টি, মাটি, পানি, বাতাসের এই স্নিগ্ধতা গ্রাম বাংলার প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে অপরুপ সৌন্দর্যে..💙

  • @skmasumjbl2038
    @skmasumjbl2038 2 года назад +68

    খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন ভাবি এটা সবার বোঝা উচিত যে তার একটা বাচ্চা আছে আর তাদের সংসারে ও অনেক কাজ যেটা আমরা সবসময় দেখি তাহলে কেন আমরা প্রতিনিয়ত তাদের বাসায় গিয়ে তাদের বাসায় গিয়ে জালাতন করব। তারা অনেক ভালো মানুষ যে আজ প্রজন্ত কাউকে অসম্মান করেনি ।

    • @ahmedkamran219
      @ahmedkamran219 2 года назад +1

      কিচ্ছু করার নাই,, মানুষের মন জয় করছে ওরা সবাই, so মানুষ তাদের কে ভালোবাসে কার্যক্রম ভালো লাগে, তাই মানুষ তাদের কে দেখতে যায়,,, গ্রাম পরিবেশ সবাই মুটামুটি সবার এলাকায় দেখে,,,মানুষ এগুলো দেখার জন্য যায় না, মানুষ, ওনাদের দেখার জন্য যায়,,,
      মানুষ তাদের কে ভালোবাসে বলে তাদের কে দেখতে যায়,,,,,
      মেহমান দের সেবা করবেন আপু আল্লাহ আপনাদের কে হেফাজত করবে ইনশাআল্লাহ 🥰 দোয়া করি আপনাদের জন্য,,
      আর মেহমান বসার জন্য একটা ছাউনি তৈরি করুন আরো সুন্দর হবে, মানুষ আসলে বসতে পারবে, , ,

    • @changetheworldforbetter
      @changetheworldforbetter 2 года назад

      @@ahmedkamran219 বাঙালীর স্বভাব হচ্ছে কোণ ভালো কিছু দেখলে এটাকে নষ্ট করতে হবে। যেমন সুন্দর ফুল দেখলে এটাকে ছিড়ে নিয়ে যাবে। সব সময় মানুষের সাথে হেসে হেসে কথা বলা একটা আনন্দদায়ক জিনিষ? মানুষের সাথে কথা বলতে ও অনেক মানসিক শক্তি ক্ষয় হয়। ভিডি ও তে উনাদের আমরা দেখি, কিন্তু উনারা আমাদের দেখে না। তাই তাদের কিছু যায় আসে না। এখন যদি ৫/৬ লাখ অবিবেচক লোক যদি মনে করে উনাদের মেহমান হয়ে উনাদের ধন্য করি তাহলে তো উনাদের ঘর বাড়ী ছেড়ে পালাতে হবে।
      এটা কোণ শুটিং স্পট না। ওখানে উনারা থাকে। আপনার ভালো লাগে বলেই উনাদের ঘর বাড়ীতে যাওয়ার কোণ অধিকার আপনার নাই।

  • @maharajakarn9736
    @maharajakarn9736 2 года назад +9

    মনটা ভরে গেলো গ্রাম বাংলার বৃষ্টির এতো সুন্দর দৃশ্য দেখে

  • @Newsnetwork-2
    @Newsnetwork-2 2 года назад +117

    লাখো লাখো শুকরিয়া জানাই আল্লাহ যে আমাদের জম্মটা একটি মুসলিম ঘরে জন্ম হয়েছে ❤️❤️❤️❤️❤️

    • @itsnitu.1715
      @itsnitu.1715 2 года назад

      হিন্দু হয়ে জন্মালে কি ঈশ্বরকে শুকরিয়া জানাতেন না?
      মানুষ হন আগে,,,

  • @YeasminSultana
    @YeasminSultana 2 года назад +29

    আল্লাহ্ প্রতি টা মানুষ কে প্রকৃতির মত সবুজ ও শান্ত করে দিও ।

  • @mymunamomi4794
    @mymunamomi4794 2 года назад +1

    Nice ,,, valo laglo apu

  • @jakirwwkm2922
    @jakirwwkm2922 2 года назад +156

    - মানুষের দুঃখে আপনি পাশে থাকো; সৃষ্টিকর্তা আপনার দুঃখে পাশে থাকবে.!😊
    - ইনশাআল্লাহ্.!❤️🌸

  • @اسدالزملننور
    @اسدالزملننور 2 года назад +3

    ভিডিওর মাজে নিজের গ্রামকে খুজে পাই। প্রবাসী হওয়ার কারনে, সুন্দর ভিডিও 💚💚💚

  • @manasdutta5550
    @manasdutta5550 2 года назад +4

    ব্লগটা খুবই সোজাসাপ্টা। কিন্তু খুব ভালো। একটা গৃহস্থ বাড়িতে কাজ থাকবে না এটা কখনো ই সম্ভব নয়। আপনি যেটা বলেছেন সেটা সঠিক দিদিভাই। অবাঞ্ছিত লোক এলে খুবই সমস্যার। আপনার ব্লগ এর শেষে গানটা অসাধারণ ছিল ।যেটা জোৎস্না রাতে নদীর পাড়ে বা নৌকায় করে শোনার জন্য পুরো যথার্থ। গায়ক ও অসাধারণ গলার । অবশেষে সকল কে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন। সকলের জন্য শুভ কামনা রইল।

  • @hmabumusa2889
    @hmabumusa2889 2 года назад +108

    আপনার কণ্ঠস্বর মাশাল্লাহ অনেক সুন্দর ,আপনার মুখ থেকে একদিন কোরআন তেলাওয়াত শুনতে চাই।

    • @Minhajul-l5h
      @Minhajul-l5h 2 года назад

      গান কি পাবলিককে শোনানোর দরকার আছে

    • @mariasultana2445
      @mariasultana2445 2 года назад

      Haire public

    • @mdfahim7921
      @mdfahim7921 2 года назад

      তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি হুজুর। তুমি এটা জান না পর্দা করা ফরজ। এরা সবাই দাওছ। দাওছ জান্নাতে যাবেনা।

  • @sabbirsblogs1029
    @sabbirsblogs1029 2 года назад +6

    পুরো ভিডিওতে কিন্তু তেমন কিছুই নেই তবুও কেন যে এত্ত বেশি ভাল লাগে 🥰🥰 নোটিফিকেশন পাওয়ার পর থেকে মন ব্যাকুল হয়ে থাকে কখন এই ২ চ্যানেলের ভিডিও দেখবো! দিন শেষে ক্লান্তি নিয়ে ঘুমানোর আগে দেখে তবুও শান্তি❤️❤️❤️। যত বলা যাবে ততই কম হবে অনেক অনেক ধন্যবাদ সালাম ভাইজান কে এমন সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর শম্পা ভাবি তো একদম অমায়িক। দোয়া করি আপনাদের জন্য।

  • @mohammadtuhinali2666
    @mohammadtuhinali2666 2 года назад

    হায়রে নিষ্ঠুর দুনিয়া, কি মায়া, কেউ ছাইড়া যাইতে চাইনা।
    এই পূর্ণিমা চাঁদ আপনার গান আড্ডা সব মিলায়ে আমার এই লেখাটা, আমার মনের কিছু না পাওয়া কষ্ট।
    ভালো থাকবেন আপনি এভাবে সব সময় আর মন খুলে গান করবেন।অনেক ভালোলাগে আপনার গান। 🌿

  • @jannatulmaoya574
    @jannatulmaoya574 2 года назад +21

    আপনার গানটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার কন্ঠ অনেক সুন্দর মাশাল্লাহ

  • @kutubuddinahmmed4702
    @kutubuddinahmmed4702 2 года назад +1

    আমি একজন ভারতীয়।
    গত দুই দিন থেকে আপনাদের ভিডিও দেখছি।
    এবং দুটোই চ্যানেল subcribe করে ছি।
    ভিডিও গুলো যতই দেখি ততই আপনাদের উপরে ভালোবাসা বেরে যাই।
    আল্লাহ আপনাদের কে ভালো রাখুক

  • @mdhasanur7669
    @mdhasanur7669 2 года назад +32

    ভাইয়ার কন্ঠ অসাধারণ
    মাঝে মধ্যে কিছু গান উপহার দিয়েন আমাদের কে

  • @bluebirdagro7346
    @bluebirdagro7346 2 года назад +2

    শম্পা আপনার পরিিশ্রমী উপস্থাপনার জন্য ধন্যবাাদ । আমার খুউ ভাল লাগে । চালিয়ে যান ।

  • @greenbangla5494
    @greenbangla5494 2 года назад +21

    বিদেশ থাকি মনে অনেক কষ্ট কিন্তু সব কষ্ট গুলো ভুলে যাই আপনাদের ভিডিও গুলো দেখে সব ভুলে গিয়ে মনে হয় বাড়িতে আছি অনেক অনেক ধন্যবাদ ভাই বাভি আর তারাকে আয়াত মামনির জন্য মন থেকে দোওয়া করি 🤲🤲 আল্লাহ জেন ভাল রাখে ইনশাআল্লাহ 🤲🤲

  • @attaurrahman7860
    @attaurrahman7860 Год назад +1

    গ্রাম বাংলার সুরে সুরে মা-মেয়ের এপথ সেপথ ধরে গ্রাম ঘুরাপেরা ভালোই লাগে।বাহ

  • @nazninsultanabanna7104
    @nazninsultanabanna7104 2 года назад +5

    শম্পা আপুর কথায় হয়তো অনেকে কষ্ট পেতে পারে।কিন্তু আমি মোটেও উনার এই কথায় কষ্ট পাই নাই।কারন একজন গৃহীনি হিসেবে আমি বুঝি একটা মেয়ের কষ্ট।যারা উনার বাড়িতে যায় এটা উনাকে ভালোবেসে এবং উনার খামারবাড়ি টা দেখার জন্য যায়।আমার কাছে মনে হয় না কেউ খাওয়ার জন্য যায়।কিন্তু তারপরেও আমরা সবসময় দেখি শম্পা আপু আর তারা সারাদিন অনেক কাজ করে ব্যস্ত থাকে।গ্রামের বাড়িতে আসলে কাজের শেষ নাই। হঠাৎ করে একজন মেহমান বাড়িতে গেলে এতসব কাজের ফাঁকে তাদের কে সময় দেওয়া সম্ভব হয় না।আর না খাওয়ায়েও বিদায় দেওয়া যায় না।আপু তাও দেখি অনেক কিছু করে তাদের মেহমানদের জন্য।এরকম প্রায় নাকি প্রতিদিন ই মেহমান যায় নাকি আপু একটা ভিডিও তে বললো।তাই আমার কাছে মনে হয় আপুদের কে এভাবে কষ্ট না দেওয়াই ভালো।

  • @ashikahammed3716
    @ashikahammed3716 2 года назад +2

    আসসালামুয়ালিকুম আপু আপনাদের ভিডিও আমি সবসময়ই দেখি আর আপনাদের ভিডিও আমার কাছে অনেক অনেক ভালো লাগে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mamunduniya4446
    @mamunduniya4446 2 года назад +4

    তারাকে আমার খুব ভালো লাগে।দোয়া করি যেন আল্লাহ তাহালায় তোমাকে অনেক ভালো রাখে।।

  • @abdulkader6953
    @abdulkader6953 2 года назад +1

    সম্পা ভাবিকে আজকে অনেক ভালো লাগছে অনেক ইয়াং লাগছে কাটা জামা পরাতে

  • @rumasvlogsbangladeshivlogg3507
    @rumasvlogsbangladeshivlogg3507 2 года назад +9

    শম্পা আপুর হাসিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে 🥰 অনেক সুন্দর সহজ সরল সাবলীল ভাবে কথা বলেন যেটা আমাকে আরো বেশি মুগ্ধ করে 🥰 আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সব সময় 💞💞💞💞💞

  • @md.mijanmia6457
    @md.mijanmia6457 2 года назад +1

    মাশাআল্লাহ ভাইয়ের কন্ঠ অতুলনীয় অসাধারণ গেয়েছেন, ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য, আরেকটি কথা আল্লাহপাক আপনাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছে এত কাজকর্ম করার পরেও মানুষজনকে সময় দেওয়ার চেষ্টা করেন, যাদের মন বড় তারা এই কাজগুলো করতে পারে, আমার মনে হয় অন্য কেউ হলে তো মানুষজনের সাথে ঝগড়া করতো, কিন্তু ঝগড়াঝাঁটি আপনার দ্বারা কোন দিন ও সম্ভব না, আমরা সবাই যদি একটু চিন্তা করি তাহলে না যাওয়াটাই উত্তম, কারণ পার্সোনাল লাইফ সবারই আছে সেটা তো সময় দেওয়া দরকার।

  • @sultanasultana9335
    @sultanasultana9335 2 года назад +38

    আপা আপনাদের ভিডিও গুলো এতো ভালো লাগে বলে বুঝানো যাবে না।শুভ কামনা রইলো সবার প্রতি।।।।।।

  • @tahminaalam9721
    @tahminaalam9721 2 года назад +2

    অনেক সুন্দর অনেক ভালো লাগলো।💖💖💖💖💖

  • @alamgirsheikh5400
    @alamgirsheikh5400 2 года назад +5

    অসাধারণ,,, প্রতেকটা মানুষের জীবন হোক সবুজ প্রকৃতির মতো।♥️♥️

  • @lifestylevloggermrs.urmi8872
    @lifestylevloggermrs.urmi8872 2 года назад

    Ei 1st ami vedio dekhlam..onek valo laglo apura.. ek kothai osadharon.. r tara apur hasita onek sweet

  • @ajijurrahaman7154
    @ajijurrahaman7154 2 года назад +60

    আপু আমি ইন্ডিয়া এর কোলকাতা থেকে বলছি আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি।।। সত্যি অসাধারণ ভিডিও গুলো।।।। আর দাদা ও অনেক ভালো মনের মানুষ।।। আর আয়াত খুব কিউট।।। তার সাথে আপনাদের তারা ও অনেক মিস্টি মেয়ে।।। সবারীর জন্য দুয়া রইলো।।।
    আমার খুব ইচ্ছে একদিন আপনাদের সাথে দেখা করতে।।।।
    আমি এখন রাশিয়া তে থাকি।।। ইনশাআল্লাহ বাড়ি গেলে আপনাদের বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবো।।।
    ভালো থাকেন।।।

    • @rimaakter4547
      @rimaakter4547 2 года назад

      আমাদের মুন্সিগঞ্জ জেলায় রোয়াল বলে

  • @bangladeshifoodloverrashed2450
    @bangladeshifoodloverrashed2450 2 года назад +1

    ভাই গানটা সেই লেবেলের ছিল, সাথে আপনাদের ভিডিও।।

  • @gamezone2880
    @gamezone2880 2 года назад +4

    শম্পা আপু আপনি প্রচুর কাজ করেন।আমিও বাসাতে সব কাজ নিজে করি।তনে আমার মনে হয় গ্রামে কাজ এর শেষ থাকে না।মেয়ে টাকে একটু সময় দিয়েন।বড় হচ্ছে তো আপনার স্নেহ ভালোবাসা সব থেকে বেশি দরকার।আর কাজ তো সারাজিবন আছেই। আপনাদের জন্য দোয়া রইল

  • @dipa1265
    @dipa1265 2 года назад +2

    অর বরই আমার খুব প্রিয় ১টা ফল,কিন্তু এখন আর পাই না দেখতে বাইরে বিক্রি করতে!
    তারা কে দেখে অনেক ভালো লাগলো

  • @kadershumon6851
    @kadershumon6851 2 года назад +3

    এতো সুন্দর ফেমেলি আমি এর আগে কখনো দেখিনি মাশাল্লাহ

  • @arafatislam3312
    @arafatislam3312 2 года назад

    Just Wow. Khub khub khub valo laga. Prokitir rup ak ak somoi ak ak rokom.
    Sobuja ghara.. Osadharon

  • @taniaakhter3760
    @taniaakhter3760 2 года назад +7

    ভাইয়ের কন্ঠটা কিন্তু চমৎকার। আপনাদের মত যদি গ্রামে থাকতো পারতাম মন চায় শহুরে জীবন ত্যাগ করে গ্রামে চলে যেতে

  • @mdsolaimanmdsolaiman-gr1pg
    @mdsolaimanmdsolaiman-gr1pg 2 года назад +1

    আপু এই বরইটা খুব খাইতে ইচ্ছে করছে, কিন্তূ আমাদের এখানে খুঁজে পাইতেছি না

  • @mdmobarak4747
    @mdmobarak4747 2 года назад +4

    onk valo lage apnader video❤❤❤❤

  • @mithilarahman1096
    @mithilarahman1096 2 года назад

    গৃহস্থালী বাড়ির মেয়ে বউদের অনেক অনেক কাজ করাই লাগে,,হুট করে যারা চলে আসে তাদের বিবেক হয়ত কম তাই তারা এগুলা করে।
    আপনাদের ব্লগ আমি দেখি,,ভাল লাগে।
    গ্রাম্য পরিবেশ সুন্দর কাজ

  • @samsunnaharvlog5622
    @samsunnaharvlog5622 2 года назад +3

    আপু আমার বাবার বাড়িতে ও রোয়াইল বরই গাছ ছিল। এভাবে আমার দাদী ও আচার তৈরি করত। খেতে দারুন লাগে। কিন্তু এখন আর গাছটা নেই। আপনাদের ভিডিওটা দেখে সেই গাছের কথা মনে পড়ে গেল। আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে। আয়াতের জন্য দোয়া রইল।

  • @azpappa2496
    @azpappa2496 2 года назад +1

    Apnadar video Amar khub vlo Laga api

  • @SaifAhmed-cl4rq
    @SaifAhmed-cl4rq 2 года назад +11

    ওয়াও অসাধারণ বৃষ্টি+গ্রামীন পরিবেশ মনটাকে শীতল করে দেয়💞💞💞

  • @shorifatanvirroshidlifesty9707
    @shorifatanvirroshidlifesty9707 2 года назад

    আসসালামুআলাইকুম আপু। মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও। অনেক ভাল লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক অনেক দুয়া রইল।

  • @alimulraji5391
    @alimulraji5391 2 года назад +30

    আপনার মেয়ের জন্য মন থেকে দোয়া রইলো

    • @villagelifewithsurobivlogs3852
      @villagelifewithsurobivlogs3852 2 года назад

      অনেক সুন্দর হয়েছে আপু। আমি আপনার সব গুলো ভিডিও দেখি

  • @parvezalom4611
    @parvezalom4611 2 года назад +1

    কি সরল উক্তি “গেলাম গা”শিল্পীটার গলা মাসাআল্লাহ, ক্যামেরাম্যান ভাই😊😊😊

  • @rajonahmed8244
    @rajonahmed8244 2 года назад +7

    আপু অসাধারণ ভিডিও হয় আপনার কেমেরা মেন অনেক অভিজ্ঞতা 😃😃 মজা করলাম সালাম ভাই সব সময় ভিডিও খুব ভালো হয় আর আপু আচার তো শেই মজা হবে আর লাস্ট সালাম ভাই গান টা সেই ছিলো ♥️♥️♥️♥️♥️♥️

  • @mrmrsamineasyrecipe5490
    @mrmrsamineasyrecipe5490 Год назад

    Onk valo lagey tomader gramer drissho gulo dekhte.. Mashallah ayat onkkk cute

  • @jannatsammu89
    @jannatsammu89 2 года назад +6

    আপু আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে শহর থেকে কিভাবে গ্রামে বসবাস করছেন অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jariyavlog3897
    @jariyavlog3897 2 года назад

    খুব ভালোলাগলো ভিডিওটা দেখে মনটায় শান্তি লাগে তোমাদের ভিডিও দেখলে

  • @sharminshipon4755
    @sharminshipon4755 2 года назад +3

    অসাধারণ একটি ভিডিও হয়েছে ভাইয়া আয়াত মামণির জন্য অনেক দোয়া রইল মাশাল্লাহ💖💖❤️❤️🥰🥰

  • @riazuddin4746
    @riazuddin4746 2 года назад

    বাতাসের সাথে বৃষ্টির শব্দ তার সাথে আকাশে মেঘের গর্জন শুধুই গ্রামের মানুষই উপলব্ধি করতে পারবে। টিনের চালে ঝুম ঝুম শব্দ। শীত শীত অনূভুত। কাথা নিয়ে শুয়ে থাকা দিনের কথা খুবই মিস করি। একসময় আসবে কারো বাড়িতে আর টিনের ঘর থাকবে না। আর এই অনূভুতি হারিয়ে যাবে।

  • @sumonrana4711
    @sumonrana4711 2 года назад +8

    অসাধারণ একটা ভিডিও ❣️

  • @sesherkabbo8447
    @sesherkabbo8447 2 года назад

    শেষে গান টা অনেক ভালো হয়েছে আব্দুস সালাম ভাই

  • @ruomanahossain4731
    @ruomanahossain4731 2 года назад +5

    আলহামদুলিল্লাহ সবার আগে কমেন্ট করতে পারলাম খুব সুন্দর হয়ছে

    • @mdraiyanislampurnovlogs7404
      @mdraiyanislampurnovlogs7404 2 года назад

      আমি অনেক সুন্দর ভিডিও বানাই। আসা করি আপনারো ভালো লাগবে। আমার পাশে একটু থাকবেন।

    • @ruomanahossain4731
      @ruomanahossain4731 2 года назад

      @@mdraiyanislampurnovlogs7404আচ্ছা তাই নাকি

  • @janapakhi6512
    @janapakhi6512 2 года назад +2

    আমি আগে আজকে কমেন্ট করলাম ভাইয়া,আয়াতকে অনেক ভালোবাসি,দোয়া রইল আয়াতের জন্য।

  • @MDRifat-xo3tt
    @MDRifat-xo3tt 2 года назад +16

    আসসালামলাইকুম আপু।কেমন আছেন?আপনি ভিডিও এত কম করেন কেন?আপনার ভিডিও গুলো অনেক অনেক ভাল লাগে।❤️❤️

  • @জলসাবাংলা-থ৭ঠ

    Videw ta valo laglo seser Ganta vaiya Hayden nissoy Onek sundor hoise

  • @daywithmk
    @daywithmk 2 года назад +4

    ধন্যবাদ ভাইয়া এবং ভাবী। এই ভিডিওর অপেক্ষায় ছিলাম😍

  • @mohammadhassanali8977
    @mohammadhassanali8977 2 года назад

    Ayaat akdom dadar moto dekhte..onk valobasha mamunir jonno

  • @tanjilamollik6261
    @tanjilamollik6261 2 года назад +3

    মা তুমি ভালো থাকবে সব সময় সবাইকে নিয়ে শেই দোয়া করি ছোট্ট মামুনি আয়াত

  • @activejeera2835
    @activejeera2835 2 года назад

    তারার খাওয়া দেখে গালে পানি এসে গেল আমাদের কতদিন থেকে খাওয়া হয়নি নোড়

  • @md.jillurrahman5668
    @md.jillurrahman5668 2 года назад +3

    অসাধারণ 🌙🌒 আলোতে বসে কাটানো মুহূর্ত

  • @afiyaebnat5365
    @afiyaebnat5365 2 года назад

    এই সেই ভিডিও যেটি আমি প্রথম দেখে সম্পা আপু ও তারার প্রেমে পড়ে গেছিলাম,,,,এখন অপেক্ষায় থাকি নতুন নতুন ভিডিওর জন্য,, 🥰🥰

  • @kausarmd9013
    @kausarmd9013 2 года назад +10

    অনেক সুন্দর ভালো লাগছে। আমার গুলো গুলো মামুনি অনেক সুন্দর তোমার হাসি মামুনি অনেক ভালোবাসি মামুনিকে 🌹🌹❤️🥰😍🥰🤗

  • @farzanahasnat7749
    @farzanahasnat7749 2 года назад

    তারা তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। নিজের যত্ন নিবে। বেশী চাপ শরীরের উপর নিবেনা । মাঝে মাঝে শরীরকেও একটু বিশ্রাম দিতে হয়। ভাল থেকো । এমনি ভাবেই লক্ষ্মী মেয়ে হয়ে সামনে এগিয়ে যাও ।

  • @sheulydrawingacademy
    @sheulydrawingacademy 2 года назад +3

    আপু অনেক দিন পর ভিডিও দিয়েছেন । ভাই আর আপু আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে ইচ্ছা করে সারাদিন দেখি আমার নানা ও আপনাদের ভিডিও গুলো খুব পছন্দ করে 💙

  • @mdyarrahman4270
    @mdyarrahman4270 2 года назад

    আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে সব সময় দেখি

  • @Aspiavlogs
    @Aspiavlogs 2 года назад +18

    মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইল আপু। আমার জন্য দোয়া করবেন ♥️♥️♥️♥️

  • @sreetyakter1122
    @sreetyakter1122 2 года назад +1

    Amr salam niben tarar jnne onk suvho kamona ar apner meyer jnne onk onk valobasha.... Ami shohor a thaki gram saivabe coto thaka paini apner vedio dkhle onuvob kora jai amader desh ar garm koto valo ar garam ar manus kotota sasthokor khabar khai amra to shohora vajal cara ar kicui khoya hoina

  • @msumon7124
    @msumon7124 2 года назад +4

    আহ, আফু সত্যি জিভে পানি এসে গেছে🤤🤤সৌদি আরব মক্কা থেকে দেখতেছি

  • @anmoolhossain3180
    @anmoolhossain3180 2 года назад

    আমাদের ভাইজান দেখি সবই পারে।মাশাআল্লাহ গানের গলা।আমার অনেক ভালো লাগার একজন মানুষ। অনেক দোয়া ও ভালোবাসা রইল।

  • @MdFahim-md3fc
    @MdFahim-md3fc 2 года назад +48

    মেহমান আল্লাহর রহমত আপু,আল্লাহ আপনাদের পছন্দ করেন

    • @UmmeKulsum-gh7el
      @UmmeKulsum-gh7el 2 года назад +9

      Vai tader situation tao to bujte hobe..unar choto akta baby ace tar upor ato kaj...dur thekeo to dua ..valobasha kora jay...akhon apnar basay jodi daily 10-15 manush jay apnar o osubidha hobe...tai unader avabe sobay giye kosto na deoyai valo

    • @mdmofizulislam2765
      @mdmofizulislam2765 2 года назад

      @@UmmeKulsum-gh7el Right

    • @thvzebin4329
      @thvzebin4329 2 года назад

      @@UmmeKulsum-gh7el tara vlog korar age kivabe nai famous hole je jhamela pohate hobe!! famous hote hole e sob jhamela pohatei hobe.. eivabe kewke na bole kn allah!

  • @MohammedFazlul-u5c
    @MohammedFazlul-u5c 10 месяцев назад

    সালামুআলাইকুম আপু করি ভাল আছেন সত্যি আপনাদের গ্রামটা অনেক সুন্দর ভেরি নাইস ভিডিও তিন বছর ধরে আপনাদের ভিডিও আমি দেখি কাতার প্রবাসী

  • @m.dshimulhashan2340
    @m.dshimulhashan2340 2 года назад +10

    খুব ভালো লাগলো ভিডিও টা, আপনাদের সবাইকে সুছতো কামনা করছি, আল্লাহ জেনো সবাই কে ভালো রাখে, আপনার ও আমাদের জন্য দোয়া করবেন, আমিন।

  • @afrojaislamafia8371
    @afrojaislamafia8371 2 года назад

    aha gane ki modhur shur mon ta juriye gelo❤️

  • @7up699
    @7up699 2 года назад +7

    ভিডিও এর অপেক্ষায় থাকা আমি কখন ভিডিও দেখবো ধন্যবাদ শম্পা আপু

  • @sweetyakter2853
    @sweetyakter2853 2 года назад

    Ses tuku sundor lagse😍😍 jodio puro video o vallagez

  • @rashidaakthar5883
    @rashidaakthar5883 2 года назад +3

    আলহামদুলিলাহ চারিদিকে আললাহর নেয়ামতে ভরা,,সুকরিয়া মাবুদ কত কিছুই না আমাদের কে দান করেছো,,আমিন

  • @sokalshondha1145
    @sokalshondha1145 2 года назад

    সালাম সাহেব আপনার গানটা ভালো লাগলো। বেশি ভালো লাগে শম্পাকে

  • @jahangir6927
    @jahangir6927 2 года назад +6

    আপু আপনাদের জায়গা টা খুব ভালো লাগে দেখতে.. যাইতে পারলে আপনাদের দেশে ঘুরে আসতাম... আমি ভারত থেকে বলতেছি..west bengal.. Siliguri ❤️❤️

  • @SaifulIslam-cj3no
    @SaifulIslam-cj3no 2 года назад

    ভাইয়া আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে অনেক হেপ্পি মাস্লালা

  • @nazmoonzamee
    @nazmoonzamee 2 года назад +6

    Kii sundor video! Nice video shooting with nature, specially rain, fruit picking and cow feeding..! Mouth watering muri makha with mind blowing singing..!!🎶

  • @alamgirbinkasim447
    @alamgirbinkasim447 2 года назад

    আপনাদের ভিডিওগুলো অসাধারন
    গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর লাগে
    বিশেষ করে তারার ছোট ছোট পাগলামি
    আর
    আয়াতের হাসির জবাব নেই
    অসাধারণ

  • @MdHelal-ml4ox
    @MdHelal-ml4ox 2 года назад +5

    ধন্যবাদ আপু আপনার বিডিও অপেক্ষা ছিলাম পাঁচ লাখ পরিবার হয়েছে এর উপলক্ষে একটা বিডিও দিবেন

  • @mdrajib4495
    @mdrajib4495 2 года назад +1

    চাঁদের চেয়েও অনেক সুন্দর ছিলো আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ♥️💙💜💗🌷💛💖💛🌹🌷💗💜

  • @shanfamilysentertainment5203
    @shanfamilysentertainment5203 2 года назад +5

    ভাবি কেমন আছেন আপনার ভিডিও সব সময় দেখি খুব ভালো লাগে

    • @mamunhassan9996
      @mamunhassan9996 2 года назад +1

      আমি ও আপনার ভিডিও সব সময় দেখি

    • @shanfamilysentertainment5203
      @shanfamilysentertainment5203 2 года назад

      @@mamunhassan9996 তাই অসংখ্য ধন্যবাদ

  • @sahinurislam2942
    @sahinurislam2942 2 года назад

    Apu apni onk valo moner manus apnader video gulu ami niyomito dekhi khubi valo lage
    Onk onk duya roilo apnader jonno

  • @MdKawsar-rf7mw
    @MdKawsar-rf7mw 2 года назад +6

    কিছু মানুষ আছে যাদের বিবেক বলতে কিছো নাই তার কারোন ভাবি আপনেরা শহরে থাকেনা আর বাড়িতে কাজের মানুষ সব কাজ করে দেয়না যে মেহমান গেলে তাদের নিয়ে বসে থাকবেন এক যোনের বাড়িতে যে চলে যায় হাতে করে কিছো নেয়বা আবার পেট বরে খেয়ে আসে

  • @jannatulferdous8720
    @jannatulferdous8720 2 года назад

    ব্যাকগ্রাউন্ড মিউজিক টা সেই❤️

  • @missnasrin4220
    @missnasrin4220 2 года назад +4

    মাশাল্লাহ আয়াতের হাসি টা অনেক সুন্দর বাভি তারা কে আমার খুব ভালো লাগে সবসময় ভিডিও দেখার জন্য উপেক্ষা করি 👍👍🥰🥰

  • @CookingShowWithFatema
    @CookingShowWithFatema 2 года назад

    Assalamualikum, Mashallh too good Sharing,Keep it up dear lovely friend
    🍅🍅🍅🍅👍👍👍👍👍💞💞💞💞💞💞

  • @arafatsakib9742
    @arafatsakib9742 2 года назад +14

    আমার খুব পছন্দের হরুলির আচার,আমাদের সন্দীপে এই ফলকে হরলি বলে, আপনাদের এইখানে কি বলে?
    আজকের বৃষ্টিময় পরিবেশ,আয়াতের হাসি&আপনার গান👌👌👌👌👌👌👌
    খুব মিস করি প্রিয় বাংলাদেশ কে 😔
    তবে আপনাদের ভিডিও দেখে খুব ভাল লাগে,আপনাদের সবাইকে অনেক ভালোবাসি ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @asmabintechowdhury1263
      @asmabintechowdhury1263 2 года назад

      চট্টগ্রামেের আঞ্চলিক ভাষায় কি ফল বলে এটা...!

    • @arafatsakib9742
      @arafatsakib9742 2 года назад +1

      @@asmabintechowdhury1263 আমার জানা নেই

    • @asmabintechowdhury1263
      @asmabintechowdhury1263 2 года назад

      @@arafatsakib9742 ওওওও

  • @rjredoy4554
    @rjredoy4554 2 года назад

    লাস্টে তো সালাম ভাই এর গান টা জোস লাগছে 🔥🔥🔥🔥

  • @zabidhasan9487
    @zabidhasan9487 2 года назад +4

    রান্না গুলো যদি সংক্ষিপ্ত করে একটু বর্ণনা করতেন কোনটাকিভাবে রান্না করতে হয় তাহলে খুব ভালো হতো

  • @Sunny_Subhan
    @Sunny_Subhan 2 года назад

    দৃশ্য ধারণ, শব্দ গ্রহণ, আবহ সংগীত + নির্মাণ শৈলী মনোমুগ্ধকর।
    সাফল্য কামনা করছি।
    🌸
    ✌🏻
    🌺

  • @khelalkhaben4549
    @khelalkhaben4549 2 года назад +16

    কার কার বৃষ্টি ভালো লাগে 🥰🥰🥰🥰

    • @MdHanif-wr7ty
      @MdHanif-wr7ty 2 года назад

      আমার অনেক সুন্দর বৃষ্টি ভালো লাগে

  • @abdullahmahdi1424
    @abdullahmahdi1424 2 года назад +1

    আমি আমার ছেলের আইডি থেকে বলছি, আমি একজন মা, আমার কথায় কোন কষ্ট নিবেন না। আপনাদের গ্রামের ভিডিও গুলো দেখতে অনেক ভালো লাগে পাশাপাশি খুবই ইমোশনাল হয়ে যাই কান্না চলে আসে,দাদা দাদু দুনিয়াতে নেই তাদের কথা খুব মনে পড়ে। দাদা বাড়ি ও নানা বাড়ির স্মৃতি গলো অনেক মনে পড়ে । আমি গ্রাম অনে............ক ভালোবাসি। কিন্ত যাওয়ার সুযোগ হয়না। কিছু মনে করবেন না শুধু আমার অনভুতি গুলো শেয়ার করলাম।

  • @mahabubhossainkazi481
    @mahabubhossainkazi481 2 года назад +3

    Hi girls keep continue yours video with mutual daily village life activities.i like your videos so many compliments all of you . keep continue.may Allah bless you all

  • @jahuruldjislam478
    @jahuruldjislam478 2 года назад +1

    Last time gaan ta onek valo laglo