কালের গহ্বরে যে সব মহান/মহিয়সী মানুষ হারিয়ে গেছেন বা যাচ্ছেন তাদের স্মৃতি বিজড়িত স্থান গুলো নিয়ে ভিডিও বানালে তা দেখে খুব ই ভালো লাগে।যেমন চন্দ্রাবতীর বাড়ি এবং মন্দির আজ ও বিদ্যমান তা আমার জানা ই ছিল না। দেখে খুব ভালো লাগলো। ভিডিওটি সত্যি খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। নীলকন্ঠ রায় চন্দ্রাবতীর অধস্তন পুরুষ যদি হন এবং তার তৈরি বাড়িতে এখন যারা বসবাস করছেন তারা ও যদি নীলকন্ঠ রায়ের অধস্তন পুরুষ হন, তবে এরা চন্দ্রাবতীকে অস্বীকার করছে কেন? এটা ঠিক বুঝতে পারলাম না। চন্দ্রাবতী তো কোনো এলেবেলে মহিলা নন। তাঁর জন্য বাংলা সাহিত্য, বাঙ্গালী জাতি এবং তিনি যে কুলে জন্মেছেন সে কুল ও ধন্য। এটা অস্বীকার করার উপায় নেই।
💐💐💐
Thanks
good
Thanks
Chandrabati bansodhar ky kotai agchye,ai niye akta video banaben ,
Anurudh roilo ,very nice .
ধন্যবাদ ভাই। চেষ্টা করব।
অসাধারণ হয়েছে ভিডিও টা
Thanks
nice
Thanks
কিশোরগন্জের কামিনি রায়ের বাড়ি সম্পর্কে একটা ভিডিও বানান।
ধন্যবাদ। আপনার সাপোর্ট পেলে অবশ্যই চেষ্টা করব।
কালের গহ্বরে যে সব মহান/মহিয়সী মানুষ হারিয়ে গেছেন বা যাচ্ছেন তাদের স্মৃতি বিজড়িত স্থান গুলো নিয়ে ভিডিও বানালে তা দেখে খুব ই ভালো লাগে।যেমন চন্দ্রাবতীর বাড়ি এবং মন্দির আজ ও বিদ্যমান তা আমার জানা ই ছিল না। দেখে খুব ভালো লাগলো। ভিডিওটি সত্যি খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
নীলকন্ঠ রায় চন্দ্রাবতীর অধস্তন পুরুষ যদি হন এবং তার তৈরি বাড়িতে এখন যারা বসবাস করছেন তারা ও যদি নীলকন্ঠ রায়ের অধস্তন পুরুষ হন, তবে এরা চন্দ্রাবতীকে অস্বীকার করছে কেন? এটা ঠিক বুঝতে পারলাম না। চন্দ্রাবতী তো কোনো এলেবেলে মহিলা নন। তাঁর জন্য বাংলা সাহিত্য, বাঙ্গালী জাতি এবং তিনি যে কুলে জন্মেছেন সে কুল ও ধন্য। এটা অস্বীকার করার উপায় নেই।
ধন্যবাদ ভাই। চন্দ্রবতীর বাড়িতে যারা আছেন তারা চন্দাবতীর বংশধর নন। তারা মুলত অবৈধ দখলদার। এই বাড়ি নিয়ে বেশি প্রচার হোক এটা তারা চাননা, এটাই মুল ঘটনা।