অনেক দিন পর একটা মান সম্পন্ন নাটক দেখলাম। মোশাররফ করিম যে কত বড় মাপের অভিনেতা সেটা তিনি আবারও প্রমাণ করলেন। এই নাটকে সবাই চমৎকার অভিনয় করেছেন। গল্প এবং মেকিংও চমৎকার। মোশাররফ করিমকে এরকম নাটকে আরও বেশি বেশি দেখতে চাই।
@@mdshahriar1148 আপনি তো বিরাট বুদ্ধিজীবী, আপনার মতো বুদ্ধিজীবী দেশে গড়াগড়ি খায় বলেই তো আজ দেশের এই হাল,,,আপনার মতো বিরল প্রজাতির বুদ্ধিজীবী কে দেখতে পেয়ে এমবির টাকা সার্থক,,🙂
এই মাত্রার অভিনয় শুধুমাত্র একজন মঞ্চাভিনেতাই করতে পারে। মোশারফ করিম এবং রৌনক হাসান দুই বলিষ্ঠ মঞ্চাভিনেতাই এই দুই চরিত্রের জন্য যোগ্য। প্রণাম গুরুদেব।🙏🙏🙏🙏
৩৫৬ জন ডিজলাইক দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা নাটক বুঝেন না বলেই এটি করেছেন। ভবিষ্যতে আপনারা দয়া করে নাটক দেখবেন না। আপনাদের মতো দর্শক না থাকলে ভালো নাটকের কদর বোঝা হবে। এত ভালো মানের নাটক ইদানিং সময়ে তো বটেই অনেক বছর দেখিনি। ধন্যবাদ পরিচালক আশরাফুজ্জামান, রওনক ও মোশাররফ করিম সহ সকল কলাকুশলীদের।
রওনক হাসানের স্ট্যাটাস দেখে নাটকটা দেখতে আসলাম,খুব খুব ভাল লেগেছে। এখনের সস্তা নাটক গুলো থেকে হাজার গুন ভাল কাজ, এমন কাজ আরো হউক। সবার অভিনয় জাস্ট দেখার মত😍
অনেক দিন পর এতো ভালো একটা নাটক উপহার দেবার জন্য প্রিয় অভিনেতা রওনক কে অশেষ ধন্যবাদ। মনে পড়ল অভিনেত্রী মৌটুসী র সাথে আপনার একটি ধারাবাহিক নাটকের কথা। ভালো থাকবেন, আরও এমন নাটক দেখতে চাই।
What a brilliant performance!! Mr Mosarraf Karim is outstanding, so is Mr Rawnak Hasan.... I appreciate the screen play writer & the director equally.... I think, at the moment only Bangladesh can make such decent telefilm having theatrical vibes. Hats off to all. From ; India
এই নাটকের শেষ দৃশ্য ছাড়া বাকি সকল দৃশ্যে অভিনয় দক্ষতায় রওনক হাসান মোশারফ করিমকে টেক্কা দিয়েছেন , অবশ্য সেটা রওনকের চরিত্রটার কারণেই সম্ভব হয়েছে _ এটা আমার ব্যক্তিগত অভিমত । অন্যান্য যারা ছিলেন তারাও চমৎকার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ।আর নাটকটির কথা কি বলব নায়িকা ছাড়াও যে এত চমৎকার নাটক হতে পারে সেটা এই নাটকটি না দেখলে জানা কিংবা বিশ্বাস হতোনা । ধন্যবাদ এর সঙ্গে জড়িত সকলকে ।
একটি ভালো নাটক দেখলাম। ভারামি এবং গালাগালি ছাড়াও যে সুন্দর নাটক বানানো যায়, এ নাটক দেখে সবার শেখার উচিৎ। রওনক হাসান খুব চমৎকার অভিনয় করেছেন আর মোশাররফ করিম আবারও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন।
আমি যখন আপনাকে এখানে মন্তব্য করছি তখনও নাটকটা দেখিনি তবে মানুষের মন্তব্য পড়ে অনুধাবন করতে পারছি আর এটাও বলতে হয় আপনি যে বাংলা নাটক দেখেন তা আপনার মন্তব্য থেকে বুঝতে পারছি আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তো দেখে ভারতীয় সিরিয়াল আর আছে কতগুলো বলদ ব্যাটা যাদের আমি কিছু জায়গায় নিয়মিত দেখি ।
আমি যখন আপনাকে এখানে মন্তব্য করছি তখনও নাটকটা দেখিনি তবে মানুষের মন্তব্য পড়ে অনুধাবন করতে পারছি আর এটাও বলতে হয় আপনি যে বাংলা নাটক দেখেন তা আপনার মন্তব্য থেকে বুঝতে পারছি আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তো দেখে ভারতীয় সিরিয়াল আর আছে কতগুলো বলদ ব্যাটা যাদের আমি কিছু জায়গায় নিয়মিত দেখি । 😄
এই নাটকটা আমি অনেক আগেই দেখেছি, তবে প্রথম আলোর নিউজ করার পর হয়তো অনেকেই এই নাটকটা দেখবেন তাই বলছি যদি আমার এই কমেন্ট আপনাদের চোখে পরে তাহলে বলবো অবশ্যই নাটকটা দেখবেন খুবই ভালো একটা নাটক,
("Hasbi Rabbi Jallallah Mafi Qalbi Ghairullah") "অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত" New Islamic Song, Beautiful Voice 💓 ruclips.net/video/yFDyMkh8pvI/видео.html আরও নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুণ।। 💚💗💚ধন্যবাদ💚💗💚
অসাধারণ!!! টান টান উত্তেজনা কাজ করছিল,এই রকম কাজের প্রশংসা না করে থাকা যায় না,,,,,রওনক অন ফায়ার,করিম সব সময়ের মত দক্ষতার পরিচয় দিয়েছেন।।।।ডিরেক্টিং মাইন্ডব্লোয়িং😍
লিখিত ইতিহাস পরিবর্তন হতে পারে কিন্তু অতীতে ঘটে যাওয়া সত্য ঘটনা কখনোই পরিবর্তন করা যায় না । আমি এই প্রথম বাংলা নাট্যজগতে আলাদা কিছু দেখেছি আর মনে মনে শ্রেষ্ঠ নাটকের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি । সত্যি কথা বলতে আমি হেমলেট-এর কাহিনী আগে তেমন ভাবে পড়ে দেখিনি এমন কি তেমন গুরুত্বও দেইনি । এই নাটক দেখে অনেক সুন্দর করেই বুঝে ফেলেছি হেমলেট-এর কাহিনী । যাই হোক, নাটকে সবার অভিনয় অনেক ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা এই নাটকে তেমন কোনো নোংরামির দৃশ্য চোখে পড়েনি । একজন director কতোটা সৃজনশীল মনোভাবাপন্ন হলে এমন নাটকের নিখুঁত কাজ করতে পারে তা জনগণ নাটকটা দেখার পরেই বুঝতে পারে । সব কথার এক কথা, এইটা সেরা ! 🔥
এগুলো কোন ধরনের ছোটলোকি কথাবার্তা! নায়িকা থাকলে কি নাটক খারাপ হয়ে যায়? নায়িকা আছে এমন বহু নাটক এবার সুন্দর হয়েছে অনেক এবং সবসময়ই ভালো হয়। বলেন যে প্রেমের নাটক না অথবা প্রেমের কোন সিন নাই।
নাটকটি এক কথায় দুর্দান্ত। রওনক হাসান এবং মোশাররফ করিমের অভিনয় দেখে বলতে হয় আপনারা দুজন এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তবে নাটকের মূল আকর্ষণ ছিল গল্প, সংলাপ এবং নির্মাণশৈলী।
পর পর ২বার দেখলাম। বাংলা নাটকের দীর্ঘ ইতিহাসে, এই নাটকটি অন্যতম সেরা নাটক। এই নাটকটির জন্য মানুষ যুগের যুগের যুগ মোশাররফ করিম, রওনক হাসান, আশরাফুজ্জামান এবং এ নাটকের সাথে জড়িত সবাইকে মনে রাখবে।
আমি ‘৯০ দশকে বেড়ে ওঠা প্রজন্ম। সাহিত্যে শুদ্ধ ভাষা শেখার এবং নিজের মনন তৈরি করার প্রজন্ম। আজ এতবছর পর, শুদ্ধ ভাষায় পূর্ণ একটি অসম্ভব সুন্দর একটি দেখার মত বস্তুনিষ্ঠ নাটকের মত নাটক দেখে অভিভূত। যাদের সুঅভিনয়ের প্রতি হতাশা ব্যক্ত করতাম, তারাই দেখালো, তারা চাইলেই ভালো কাজ করতে পারেন। সত্যি: করতাসস, খাইতাসস, অকারণ চিল-চিৎকার ছাড়া কানে শ্রুতিমধুর একটি পরিবেশনা অনেকদিন পর সত্যিকারের শিল্পের স্বাদ দিলো। ওয়েল ডান!! ওয়েল ডান!!
আছে। খুঁজ নেন। সব নাটকে এমন কথাবার্তা নেই। কিছু নাটক। সবকিছুর একটা নিজস্ব সৌন্দর্য আছে। আঞ্চলিকতার মধ্যেও ফারহানের সুন্দর নাটক হয়েছে। এধরনের নাটক সব সময় বিটিভিতে থাকে। অন্তত দুটো প্রতি সপ্তাহে।
খুব ভালো লেগেছে। পাশের দেশের নেওয়াজ উদ্দিনরা যেটা ছয় মাস রিহার্সাল করে করে মোশাররফ করিম রওনক হাসানরা সেটা শুটিং সেটে দাঁড়িয়ে করে। চমৎকার অভিনয়, চমৎকার গল্প এবং মেকিং।
নাটকটি অনেক ভালো লেগেছে,, গল্পটা অসাধারণ । আশা করি পরবর্তীতে এই ভালো গল্পের নাটক আমরা আরও দেখতে পাবো। অনেক শুভকামনা রইলো পরিচালকের জন্য এবং অভিনয় শিল্পীদের জন্য।
কি অসাধারণ চমৎকার নাটক! কি।অভিনয় । সবাই ফাটিয়ে অভিনয় করেছেন। আর রওনক বরাবরই বেস্ট অভিনেতা । পুরো অসাধারণ । এখানেও যারা ডিজলাইক দিচ্ছে তারা আসলে ওই গড়পড়তা প্রেম করার নাটক দেখেই অভ্যস্ত, এসব তাদের জন্য না ।
১ সপ্তাহ পেরিয়ে গেলো কিন্তু এত্ত ভালো মানের নাটকটির ভিউ এখনো ১ লক্ষতে পৌছায়নি। ভিউয়ের সংখ্যা-ই বলে দেয় আমরা ভালোকে ভালোভাবে এপ্রেশিয়েট করতে পারি না এমনকি জানিও না।
Everyone's performance was really good. Mosharraf Karim is always the best. Rownaq Hasan was outstanding. I wasn't expecting this level of acting from Rownaq. Wow!
জাত শিল্পী না হলে,নাটকের বেসিক না থাকলে এমন অভিনয় অসম্ভব !!!
অভিনয়-ই তাদের জাত চিনিয়ে দেই।
স্যালুট।
অনেক দিন পর একটা মান সম্পন্ন নাটক দেখলাম। মোশাররফ করিম যে কত বড় মাপের অভিনেতা সেটা তিনি আবারও প্রমাণ করলেন। এই নাটকে সবাই চমৎকার অভিনয় করেছেন। গল্প এবং মেকিংও চমৎকার। মোশাররফ করিমকে এরকম নাটকে আরও বেশি বেশি দেখতে চাই।
মোশাররফ করিম ও রওনক হাসান নিজেকে ছাপিয়ে গেছেন
Faltu ekta natok
তুমি এটা বোকা মেয়ে
@@SalimKhan-rr6uv tumi ki onek chalak cele?
Love you mirdula munni
একটি স্টাটাস শত শত ডিজলাইকের কারণ। নাটকটি ভাল ❤️
অসাধারণ! স্যালুট বস মোশাররফ করিম ও রওনক হাসান❤️❤️❤️
ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। মোশাররফ করিম এবং রওনক হাসান দেখিয়ে দিয়েছেন তারা কত বড় মাপের আর্টিস্ট।
Apnake o amar valo legece
প্রথমআলোর রিপোর্ট দেখে ডিজলাইক দিতে আসা আমি 🙂
অসুস্থ মস্তিষ্ক নিয়ে ঘুরছেন
@@mdshahriar1148
আপনি তো বিরাট বুদ্ধিজীবী, আপনার মতো বুদ্ধিজীবী দেশে গড়াগড়ি খায় বলেই তো আজ দেশের এই হাল,,,আপনার মতো বিরল প্রজাতির বুদ্ধিজীবী কে দেখতে পেয়ে এমবির টাকা সার্থক,,🙂
Best❤️❤️💣 this is 💣👌
😍
Thanks
Faltu ekta natok re apni valo bole pochar kore dilen
একমত ব্রো😍
@@Socutebd তুমি নাটকের কিছু বুঝো????
সত্যি অসাধারণ একটা নাটক। কাহিনী সংলাপ অনেক মিল ছিলো। বিশেষ করে রওনক হাসানের অভিনয়টা অসাধারণ লেগেছে।
প্রথম আলোর পাতা থেকে প্রতিবেদন দেখা আসছি নিরাশ হয় নি অসাধারণ ❤️
আমিও
আমিও
amio
amio
সবাই শুধু মোশাররফ করিমের প্রশংসা করছে, কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স করেছেন রওনক হাসান।
এই জন্য রওনক হাসান শ্রেষ্ট অভিনেতা পুরুষ্কার পেয়েছেন 😍
❤️❤️❤️
You are very intelligent, Mosaraf korim er kaj amar ekdom valo lage na
রওনক হাসানের সংলাপ গুলো ছিলো জীবন্ত অভিনয় অসাধারণ।
ভাল সংলাপ, ভাল গল্প, ভাল অভিনয়, ভাল স্ক্রিনপ্লে,আর কি চাই😍😍😍
এই প্রথম বাংলাদেশে আলাদা কিছু দেখলাম তাও আবার নাটক 🤭
মোশাররফ ভাই ছাড়া কেউ পারবে না এমন অভিনয়।
Khub sundar laglo
এই সস্তা ভিউ প্রিয় অস্থির সময়ে সুনির্মিত ডিফারেন্ট ফ্লেভারের নাটক। মোশাররফ করিম দ্য বস। ফিনিশিং-এ কী অভিনয়টা দেখালো!
Video quality ta valo lage nai
এই নাটকটা নিয়ে প্রথম আলোর ডিস লাইকের খবর পড়ে নাটকটা দেখতে আসলাম, জাস্ট অসাধারণ।
সেইম
amig
আমি আপনাদের এই নাটক দেখে অভিভূত । আরো ভালো নাটক আমরা দেখতে পাবো, আশা করছি ভারতীয় হিসেবে ।
Ronocker obinoy ta valo lagce
প্রথম আলোর নিউজ দেখে ডিসলাইক দিতে আসলাম😋😋
kon news
ভাইরে ভাই, নায়িকা ছাড়া নাটক তাও এত দুর্দান্ত 😱
মাইন্ড ব্লোয়িং ❤️
এসব নাটকে ভিউ হয়না,অথচ মেহজাবিনের ন্যাকামি মার্কা নাটকে লক্ষ লক্ষ ভিউ হয় 😊
রাইট
Right
@fahmida sultana tuli লল,যার রুচি যেমন, আরফান গিশো, বাড়া ছেলে অপুর্ব এরা বস্তাপচা প্রেম আর চ্যাকা খাওয়া ছাড়া কি জানে?
@fahmida sultana tuli সাথে আর একটা বস্তি এড হয়ছে আর
জে কাইইল্লা ফারহান
Correct kotha bolcen, thanks again
প্রথম আলো পত্রিকার নিউজ দেখার পর কারা দেখতে আসছেন?
Ami
আমি
আমি
আমি
আমি
লক্ষকোটি ভিউ এর দরকার নাই।যারা সত্যিকারের ভিউয়ার তাদের মন জয় করা নাটক এইটা।
একমাত্র লিজেন্ডরাই বুঝবে নাটকের মর্ম।
🐸
কিন্ত ভিউ কম না হলেত ইনকাম পাবে না। লাভ হবে না৷ লাভ না হইলে পরিচালক এসব নাটক বানাবে কেন?
ভালো লেগেছে। সুস্থ সুন্দর মান সম্পন্ন নাটক। সংলাপ, গল্প, অভিনয়, ক্লাইমেক্স, সব মিলে একটি পূর্নাঙ্গ প্যাকেজ।
ফেসবুকে এই নাটকের ডিস লাইকের কথা শুনে, কে কে দেখতে এসেছেন, লাইক দিয়ে বুঝিয়ে দাও🥀🥀🥀
আমি
আমি মাএ এসেছি
আমি মাএ দেখলাম ১১/০৫/২৪
একেই বলে জাত নাটক, জাত নাট্যকার।
রওনক ভাই, এরকম অভিনয় আমার জীবনেও দেখিনি। আমি কখনও কোনো ভিডিওতে কমেন্ট করি না। আজ করলাম।
নিরন্তর শুভকামনা ভাই....
Just amazing.............salute to the director and actors
Ore baba tumi engliah paro
ভালভাবে মনেহয় নাটকটি দেখেন নাই তবে নাটক সুন্দর এটা সত্য তবে এসআই বাদল নিজেকে ওসি বলছে!
এমনটা কেন পরিচালক খেঁয়াল করেনি?
এই মাত্রার অভিনয় শুধুমাত্র একজন মঞ্চাভিনেতাই করতে পারে। মোশারফ করিম এবং রৌনক হাসান দুই বলিষ্ঠ মঞ্চাভিনেতাই এই দুই চরিত্রের জন্য যোগ্য। প্রণাম গুরুদেব।🙏🙏🙏🙏
৩৫৬ জন ডিজলাইক দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা নাটক বুঝেন না বলেই এটি করেছেন। ভবিষ্যতে আপনারা দয়া করে নাটক দেখবেন না। আপনাদের মতো দর্শক না থাকলে ভালো নাটকের কদর বোঝা হবে। এত ভালো মানের নাটক ইদানিং সময়ে তো বটেই অনেক বছর দেখিনি। ধন্যবাদ পরিচালক আশরাফুজ্জামান, রওনক ও মোশাররফ করিম সহ সকল কলাকুশলীদের।
তারা ইচ্ছে করেই স্ট্যাটাস দেখে ডিজলাইক দিয়েছে
রওনক হাসানের স্ট্যাটাস দেখে নাটকটা দেখতে আসলাম,খুব খুব ভাল লেগেছে।
এখনের সস্তা নাটক গুলো থেকে হাজার গুন ভাল কাজ, এমন কাজ আরো হউক।
সবার অভিনয় জাস্ট দেখার মত😍
অনেক দিন পর এতো ভালো একটা নাটক উপহার দেবার জন্য প্রিয় অভিনেতা রওনক কে অশেষ ধন্যবাদ। মনে পড়ল অভিনেত্রী মৌটুসী র সাথে আপনার একটি ধারাবাহিক নাটকের কথা।
ভালো থাকবেন, আরও এমন নাটক দেখতে চাই।
ডুয়েট হ্যামলেট দেখলাম। অসাধারণ! এ নাটকের ডিসলাইক থাকতে পারে না। যারা দিয়েছে , হিংসায় দিয়েছে।
What a brilliant performance!!
Mr Mosarraf Karim is outstanding, so is Mr Rawnak Hasan....
I appreciate the screen play writer & the director equally....
I think, at the moment only Bangladesh can make such decent telefilm having theatrical vibes.
Hats off to all.
From ; India
Ronock Hasan is outstanding
Mosarofkorimkepronam
Brilliant performance and direction. Really enjoyed it . Thanks .
এই হচ্ছে ভালো নাটক, ভালো অভিনয়, চমৎকার সংলাপ । প্রত্যেকটি চরিত্রই সুন্দর ভাবে ফুটে উঠেছে । ধন্যবাদ এই নাটকের সাথে জড়িত সকলকে ।
এই নাটকের শেষ দৃশ্য ছাড়া বাকি সকল দৃশ্যে অভিনয় দক্ষতায় রওনক হাসান মোশারফ করিমকে টেক্কা দিয়েছেন , অবশ্য সেটা রওনকের চরিত্রটার কারণেই সম্ভব হয়েছে _ এটা আমার ব্যক্তিগত অভিমত । অন্যান্য যারা ছিলেন তারাও চমৎকার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ।আর নাটকটির কথা কি বলব নায়িকা ছাড়াও যে এত চমৎকার নাটক হতে পারে সেটা এই নাটকটি না দেখলে জানা কিংবা বিশ্বাস হতোনা । ধন্যবাদ এর সঙ্গে জড়িত সকলকে ।
এইরকম নাটক সবসময়েই পাওয়া যায় না ধন্যবাদ এই নাটকের পরিচালককে অসাধারণ গল্প ওপহার দেওয়ার জন্য।
বাকরুদ্ধ...... অসম্ভব সুন্দর নাটক
মোশাররফ স্যারের কথা কি আর বলব, সে তো সব সমই অতুলনীয়। রওনক অসাধারণ অভিনয় করেছে।
Mosaraf korim re age valo lagto, akhon ar valo lage na
প্রথম আলোর নিউজ থেকে আসা আমি
একটি ভালো নাটক দেখলাম। ভারামি এবং গালাগালি ছাড়াও যে সুন্দর নাটক বানানো যায়, এ নাটক দেখে সবার শেখার উচিৎ। রওনক হাসান খুব চমৎকার অভিনয় করেছেন আর মোশাররফ করিম আবারও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন।
আমি যখন আপনাকে এখানে মন্তব্য করছি তখনও নাটকটা দেখিনি তবে মানুষের মন্তব্য পড়ে অনুধাবন করতে পারছি আর এটাও বলতে হয় আপনি যে বাংলা নাটক দেখেন তা আপনার মন্তব্য থেকে বুঝতে পারছি আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তো দেখে ভারতীয় সিরিয়াল আর আছে কতগুলো বলদ ব্যাটা যাদের আমি কিছু জায়গায় নিয়মিত দেখি ।
আমি যখন আপনাকে এখানে মন্তব্য করছি তখনও নাটকটা দেখিনি তবে মানুষের মন্তব্য পড়ে অনুধাবন করতে পারছি আর এটাও বলতে হয় আপনি যে বাংলা নাটক দেখেন তা আপনার মন্তব্য থেকে বুঝতে পারছি আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তো দেখে ভারতীয় সিরিয়াল আর আছে কতগুলো বলদ ব্যাটা যাদের আমি কিছু জায়গায় নিয়মিত দেখি । 😄
দেখতে থাকুন কারণ আমরাই তো আমাদের নাটকের প্রাণ তবে বর্তমানের বাজে কমেডি নাটক না দেখে ৮-১০ আগের কমেডি নাটক দেখবেন যেমন হুমায়ুন আহমেদের নাটক ।
Apni vadami dorte parlen na. Apnar show bacate hole amake chadanor bebostha koren, eita vadamo na?
Prothom alo' news ta pore aslam... Tobe dekha va dislike dewar jonno noi, valo kaj k shadubadh va like dewar jonno .....😁👍
ত্রককথায় অসাধারণ.... নাটকটিতে অভিনয়ের সূযোগ অনেক ৷ অার নাটকে মোশারফ করিম ত্রবং রওনক হাসান অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন.... ধন্যবাদ পরিচালককে ভালো গল্প উপহার দেওয়ার জন্য....
সেরা মোশারফ করিম
এই নাটকটা আমি অনেক আগেই দেখেছি, তবে প্রথম আলোর নিউজ করার পর হয়তো অনেকেই এই নাটকটা দেখবেন তাই বলছি যদি আমার এই কমেন্ট আপনাদের চোখে পরে তাহলে বলবো অবশ্যই নাটকটা দেখবেন খুবই ভালো একটা নাটক,
রওনক হাসান
মোশাররফ করিম
বড়ো ধরনের অভিনেতা
প্রথম আলোর নিউজ দেখে নাটক দেখতে আসলাম☺☺
আমিও
Amio 😅
amio
এক কথায় অসাধারণ। বাংলার জগতে এমন নাটক সত্যি অতুলনীয়।
অসাধারণ!!! দুর্দান্ত দুই পারফর্মার!!
👍💖👍💖👍💖👍💖👍
("Hasbi Rabbi Jallallah Mafi Qalbi Ghairullah")
"অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত"
New Islamic Song, Beautiful Voice 💓
ruclips.net/video/yFDyMkh8pvI/видео.html
আরও নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুণ।।
💚💗💚ধন্যবাদ💚💗💚
অসাধারণ!!! টান টান উত্তেজনা কাজ করছিল,এই রকম কাজের প্রশংসা না করে থাকা যায় না,,,,,রওনক অন ফায়ার,করিম সব সময়ের মত দক্ষতার পরিচয় দিয়েছেন।।।।ডিরেক্টিং মাইন্ডব্লোয়িং😍
আমার ইচ্ছে হচ্ছে সব নাটক প্রেমিদের ডেকে ডেকে দেখায় দেখ দেখ কত্ত সুন্দর নাটক টা
লিখিত ইতিহাস পরিবর্তন হতে পারে কিন্তু অতীতে ঘটে যাওয়া সত্য ঘটনা কখনোই পরিবর্তন করা যায় না । আমি এই প্রথম বাংলা নাট্যজগতে আলাদা কিছু দেখেছি আর মনে মনে শ্রেষ্ঠ নাটকের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি । সত্যি কথা বলতে আমি হেমলেট-এর কাহিনী আগে তেমন ভাবে পড়ে দেখিনি এমন কি তেমন গুরুত্বও দেইনি । এই নাটক দেখে অনেক সুন্দর করেই বুঝে ফেলেছি হেমলেট-এর কাহিনী । যাই হোক, নাটকে সবার অভিনয় অনেক ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা এই নাটকে তেমন কোনো নোংরামির দৃশ্য চোখে পড়েনি । একজন director কতোটা সৃজনশীল মনোভাবাপন্ন হলে এমন নাটকের নিখুঁত কাজ করতে পারে তা জনগণ নাটকটা দেখার পরেই বুঝতে পারে ।
সব কথার এক কথা, এইটা সেরা ! 🔥
কোন নায়িকা নেই কোন মেয়ে চরিত্রে অভিনয় না থাকা সত্ত্বেও নাটক সুন্দর হতে পারে তা এই নাটক না দেখলে কেউ বঝবে না!!😊😊
Aree sotti e to..ekta maiya o nai... maiya marar hiatory
nari kontho ace, phone e kotha bolcilo director er assitant er sathe
Right vai, onek valo lagce
এগুলো কোন ধরনের ছোটলোকি কথাবার্তা! নায়িকা থাকলে কি নাটক খারাপ হয়ে যায়? নায়িকা আছে এমন বহু নাটক এবার সুন্দর হয়েছে অনেক এবং সবসময়ই ভালো হয়। বলেন যে প্রেমের নাটক না অথবা প্রেমের কোন সিন নাই।
সত্যিই অতুলনীয়।
অনেক বস্তাপচা নাটকের মধ্যে অনেক ভাল একটা নাটক।মোটকথা দারুণ লেগেছে। দুর্দান্ত অভিনয় করেছেন মোশাররফ করিম ও রওনক হাসান
অসাধারণ!!!শেষ সিনে মোশাররফ করিমের কথাগুলো খুবই চমৎকার লেগেছে। ❤️❤️
নাটকটি এক কথায় দুর্দান্ত। রওনক হাসান এবং মোশাররফ করিমের অভিনয় দেখে বলতে হয় আপনারা দুজন এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তবে নাটকের মূল আকর্ষণ ছিল গল্প, সংলাপ এবং নির্মাণশৈলী।
কিন্তু আপনি কে বলছেন?
দারুণ লাগলো।।।এরকম চাই ।।
অনেক দিন পরে বস্ মোশাররফ করিমের একটি Different নাটক দেখলাম!!! 👍👍👍
বহুদিন পর মানসম্মত নাটক দেখলাম।আফসোস হয় জেনারেশনের জন্য যারা বর্তমান সময়ের কুরুচিপূর্ণ নাটক নিয়ে ব্যাস্ত।মোশারফ আর রওনক দুই জনই বড় মাপের অভিনেতা।
চমৎকার নাটক ‼️২য় বার দেখলাম
এক কথায় অসাধারণ ছিলো,
জীবন সুন্দর 🌺
বাঙ্গালী জাতি এসব এর মর্যাদা বুঝে নাই অার কখনো ই বুঝবে ও না
পর পর ২বার দেখলাম। বাংলা নাটকের দীর্ঘ ইতিহাসে, এই নাটকটি অন্যতম সেরা নাটক। এই নাটকটির জন্য মানুষ যুগের যুগের যুগ মোশাররফ করিম, রওনক হাসান, আশরাফুজ্জামান এবং এ নাটকের সাথে জড়িত সবাইকে মনে রাখবে।
Outstanding🙏❤❤❤
Mosharfor and Rownok both were amazing❤.
The Direction was Also outstanding🙏
মোশাররফ করিম আর রওনক স্যার দুইজন ই জাত অভিনেতা 🥰🥰🥰
কে কে আমার মত ডিজলাইক দিতে এসেছেন?
আমি ‘৯০ দশকে বেড়ে ওঠা প্রজন্ম। সাহিত্যে শুদ্ধ ভাষা শেখার এবং নিজের মনন তৈরি করার প্রজন্ম। আজ এতবছর পর, শুদ্ধ ভাষায় পূর্ণ একটি অসম্ভব সুন্দর একটি দেখার মত বস্তুনিষ্ঠ নাটকের মত নাটক দেখে অভিভূত। যাদের সুঅভিনয়ের প্রতি হতাশা ব্যক্ত করতাম, তারাই দেখালো, তারা চাইলেই ভালো কাজ করতে পারেন। সত্যি: করতাসস, খাইতাসস, অকারণ চিল-চিৎকার ছাড়া কানে শ্রুতিমধুর একটি পরিবেশনা অনেকদিন পর সত্যিকারের শিল্পের স্বাদ দিলো। ওয়েল ডান!! ওয়েল ডান!!
আছে। খুঁজ নেন। সব নাটকে এমন কথাবার্তা নেই। কিছু নাটক। সবকিছুর একটা নিজস্ব সৌন্দর্য আছে। আঞ্চলিকতার মধ্যেও ফারহানের সুন্দর নাটক হয়েছে। এধরনের নাটক সব সময় বিটিভিতে থাকে। অন্তত দুটো প্রতি সপ্তাহে।
এত ভাল নাটক আজ অব্দি দেখি নি, অসাধারণ , অপূর্ব , মনে রাখব
Just mind blowing, outstanding performance by the two legendary actors Mosharraf Karim and Rawnak Hassan.
Rawnak Hasan is best for me
এই নাটকটি এই পযন্ত 35 বার দেখেছি কিন্তু কখন শেষ হয় বুঝতে পারিনা।.... অনেকটা আর্ট ফিল্মের মতো।। ..... From🇮🇳
অসাধারন একটা নাটক ছিলো ০৪/০১/২০২১
খুব ভালো লেগেছে। পাশের দেশের নেওয়াজ উদ্দিনরা যেটা ছয় মাস রিহার্সাল করে করে মোশাররফ করিম রওনক হাসানরা সেটা শুটিং সেটে দাঁড়িয়ে করে। চমৎকার অভিনয়, চমৎকার গল্প এবং মেকিং।
তুলনা ক্যান করেন?
ভালো ই বলেছেন
আন্দাজি কথাবার্তা!😂 আপনি কিভাবে জানেন তাঁরা রিহার্সাল করে নাকি করে না? মোশাররফ, রওনক দু'জনেই অসাধারণ অভিনেতা। সো ইজ নওয়াজ উদ্দিন।
নাটকটি অনেক ভালো লেগেছে,, গল্পটা অসাধারণ । আশা করি পরবর্তীতে এই ভালো গল্পের নাটক আমরা আরও দেখতে পাবো। অনেক শুভকামনা রইলো পরিচালকের জন্য এবং অভিনয় শিল্পীদের জন্য।
কি অসাধারণ চমৎকার নাটক! কি।অভিনয় । সবাই ফাটিয়ে অভিনয় করেছেন। আর রওনক বরাবরই বেস্ট অভিনেতা । পুরো অসাধারণ ।
এখানেও যারা ডিজলাইক দিচ্ছে তারা আসলে ওই গড়পড়তা প্রেম করার নাটক দেখেই অভ্যস্ত, এসব তাদের জন্য না ।
Rownaq hasan is a gem❣️
Rownaq sir❤️❤️❤️❤️সেরা অভিনেতা 😃অসাধারণ
এইসব নাটকের ভিও ৪৬k আর ছাগলের নাটক সানগ্লাসের ভিও ৬m, এই হচ্ছে আমাদের অবস্থা আবার ভালো নাটক চায় বাঙালি😄😄😄
right vi
🐐🐐🐐 ke Nisho bhai na toh
@@naharahmed5289 apni ki onr fan naki
Fan na holew re bhai sagol sombodhon sunte kharap lage
Bangali kono din valo jinis er dam dibe na
অসাধারণ নাটক অসাধারণ অভিনয় 👌👌👌
অসম্ভব সুন্দর নাটক
টেনে টেনে দেখার নিয়ত ছিল but পারলাম না। just অসাধারন।নাটক টা এক ধরনের নেশার মতো।
আমরা বাঙালিরা যে শুধু অখাদ্য খাই তা এই নাটকের ভিউ দেখলে বুঝা যায়।
এত সুন্দর একটা নাটকের এত কম ভিউ🤔
খুব সুন্দর একটা নাটক
এই নাটকের কাছে নতুন কিছুর তুলনা চলে না।
অসাধারণ 💞
অসাধারণ একটি নাটক।
কী দারুণ গল্প!👌
কী দারুণ অভিনয় প্রিয় মোসারফ করিম ও প্রিয় রওনক হাসানের! 👌❤️
Mosharraf karim is a brilliant actor in world......love from India
প্রিয় অভিনেতা রওনক হাসান অসাধারন অভিনয়।
এতো সুন্দর নাটকেও যারা Dislike দেয়
তারা কি বুঝে দেই নাকি না বুঝে দেয়?
রওনক এবং মোশাররফ মানেই হিট। অসাধারণ কেমিষ্ট্রি।
ডিসলাইক দিতে এসেছেন?
আগে নাটকটি দেখেন পরে ডিস্লাইক দেন।
রনক হাসানের বেস্ট নাটক ছিল আমার দেখা "গড়ল দংশন" আজকের পর থেকে "হ্যামলেটের ফিরে আসা" দুটি নাটক-ই হৃদয়ে গেঁথে থাকবে।
Rownok hasan one of tha most talented actor in bd ♥️🥀
And underrated!
অসাধারণ 🔥🔥
১ সপ্তাহ পেরিয়ে গেলো কিন্তু এত্ত ভালো মানের নাটকটির ভিউ এখনো ১ লক্ষতে পৌছায়নি।
ভিউয়ের সংখ্যা-ই বলে দেয় আমরা ভালোকে ভালোভাবে এপ্রেশিয়েট করতে পারি না এমনকি জানিও না।
Right
Mosaraf and Rownq both of them was just mind blowing👌👌
Both of them are just outstanding 👏. Apnader salam
প্রথম আলো পত্রিকা দেখে ডিসলাইকের সংখ্যা দেখতে এসে নাটকটাই দেখে ফেললাম।
Everyone's performance was really good. Mosharraf Karim is always the best. Rownaq Hasan was outstanding. I wasn't expecting this level of acting from Rownaq. Wow!
I think you didn't see Rownok's drama drama that much. he is always one of the best actors.
@@SANMOW You are right about that. :)
Asadharon natok....asadharon avinoy👍🏻👍🏻👍🏻
Mosharrof Karim & Rawnak Hassan Just mind blowing, people will remember you year after year for your outstanding performance in this drama.
Joss akta natok😍❤️❤️
অনেক সুন্দর চমৎকার শিক্ষনীয় অসাধারণ নাটক উইলিয়াম শেক্সপিয়রের গল্পের কাহিনি অবলম্বনে মোশাররফ করিম এর নাটক।
আরে ভাই সেই সেই। ইম্প্রেসড। ধন্যবাদ সাজু মুনতাসির