উড়ে যায় বকপক্ষি দেখা শেষ করে এটা দেখা শুরু করলাম, স্যার হুমায়ূন আহমেদ এর নাটক মানে অসাধারণ কিছু। আমার মত কে কে স্যার এ-র নাটক খুঁজে খুঁজে দেখেন...... ১৪/০২/২০২২ ইং.....
এখান থেকে আমার তুচ্ছ জ্ঞানে যাহা বোঝতে পারলাম শুধু টাকাপয়সা ধনসম্পত্তি দিয়ে ভালোবাসার অধিকারী হওয়া যায় না, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। জানি না গল্পের থিমটা ধরতে পেরেছি কিনা। ধন্যবাদ স্যারকে এবং এই চ্যানেলকে।
একটা নাটকে এত কথা, এত বাস্তব চিত্র, এত বাস্তব চরিত্র আর কোনো দিনই দেখতে পাবনা তার জন্য সীমাহীন দুঃখ । এখনকার গল্প শুধু ভালবাসা । যার কোনো বিভিন্নতা নাই । এখনকার সব নাট্যকারদের আগে হুমায়ুন স্যার এর কিছু বই পড়া উচিত । তা হলে যদি কিছু শিখতে পারে আবার গুলা ।
আমরা যদি হুমায়ুন আহমেদর গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র নিয়ে গভীর পর্যালোচনা করি তবে,দেখতে পাব হোমার, টলস্টয়, উইলিয়াম শেক্সপিয়ারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম হুমায়ুন কর্ম।
স্যার হুমায়ূন আহমেদের, নাটকের কোন চরিত্র যখন হাসায়, তখন প্রানখুলে হাসতে পারি। আর যখন কাঁদায়, তখন নিজের অজান্তে চোখের কোনে পানি চলে আসে। কিন্তু কি এমন জাদু? 🤔🤔
আমি একটা করে হুমায়ুন আহমেদ স্যার এর নাটক, টেলিফিল্ম বা ছায়াছবি দেখি আর ভাবতে থাকি যখন হুমায়ুন আহমেদ স্যার এর এইসকল অসাধারণ মাস্টারপিস গুলা দেখে শেষ করে ফেলব তারপর আর মনে হয়না অন্য কোন নির্মাতার শিল্পকর্ম এত ভালবাসা আর গভীর কল্পনা ও চিত্রকল্প দিয়ে মনভরে দেখব! 🇧🇩🇧🇩🇧🇩 হাডার্সফিল্ড,🇬🇧 ইংল্যান্ড,🇬🇧 যুক্তরাজ্য🇬🇧 থেকে ১৩ ই মার্চ ২০২০.
তুমি রবে নীরবে। সকল গুণী শক্তিমান অভিনেতা অভীনেত্রীতে ভরপুর সেই সাথে পরিচালক হয় যদি অনন্যা তাহলে সেই নাটককে বিচার করার ক্ষমতা আমাদের নেই একটা কথাই বলতে পারি অসাধারণ।অনেক শ্রদ্ধা প্রয়াত চ্যালেঞ্জার স্যার এর প্রতি সেই সাথে আমার প্রিয় অভিনেতা নূর স্যারের প্রতি ভালবাসা আর শ্রদ্ধাত আজীবন আছেই। শাওন,মনিরা মিঠু,এজাজ স্যার, স্বাধীন খসরু আরো যারা ছিলেন আপনারা অসাধারণ।
আমরা যারা দেশের বাহিরে থাকি। তাদের সময় অনেক বেশি মুল্যবান। প্রতিটা কাজ ঠিক সময় করতে হয়।আর, সব সময়ের মাজে ঘুমানোর সময় টা সবচেয়ে দামি মনে হয় আমার কাছে।আর, সেই ঘুমটা নস্ট করে হুমায়ন সারের নাটক দেখছি। তার কারনে!!!! ২ ঘন্টা কম ঘুমাতে হবে আজ। একটানা নাটক টা দেখছি, শুধু মাঝ খানে ফযর নামাজের বিরতি নিছি।হুমায়ন সারের,সৃষ্টি বেচে থাকবে চিরকাল জোগের পর জোগ মানুষ কে মুগ্ধ করার জন্য। দোয়া করি আল্লাহ সার কে জান্নাত ফেরদাউস ধান করুক। আমিন।।......
এখনও নুহাশ পল্লীতে জোসনা বৃষ্টি সবই নামে। কিন্তু এগুলো উপভোগ করার মানুষগুলো নেই। একসময় কি জমজমাট ছিল জায়গাটা! এখন ওখানে গেলে মন খারাপ হয়ে যায়। মানুষ এত অল্প সময় বাঁচে! হুমায়ূন স্যারের জন্য ভালবাসা।
এ নাটকে সব চরিত্র তাদের সবটুকু ঢেলে দিয়েছে। তাদের সবার জন্য অনেক সম্মান আর ভালোবাসা। কত শত বার এ নাটক দেখেছি তার হিসেব নাই। আমার বিষন্ন সময়ের একমাত্র ভালো লাগা এ নাটক আর তার মোহনীয় সুর। হুমায়ুন স্যারকে আল্লাহ জান্নাত দান করুন।
ছোট বেলায় বিটিভির ছবি দেখে কান্নায় ভেঙে পড়তাম কিন্তু আজকে এই নাটক দেখেও একই অবস্থা হল, হুমায়ূন আহমেদ আসলেই সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, দুয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।
Challenger sir is always so underrated. unar kannar drishsher 2 second dekhe mone holo bangladesh er shob manush er ei natok e just unar jonno holeo like dewa uchit. many salutes and huge respect for this amazing artist
প্রকৃত নাটক দেখার মজাই আলাদা যা হুমায়ুন আহমেদ এর নাটকে পাওয়া যায়। ডাঃ এজাজ ❤ এখনকার নাটকে সুন্দর গল্প পাওয়াই দূরলভ। হুমায়ুন আহমেদ এর নাটক তৈরি না হলে আমরা তরুন রা সঠিক নাটক কি বুজতাম নাহ। এখনকার নাটকে শুধু প্রেম প্রেম আর প্রেম🔥
115 জন Dislike দিয়েছেন। আপনারা কি হিরো আলম অথবা সাকিব খান কে নায়ক হিসেবে চাচ্ছিলেন? এই ধরনের গল্প অথবা নাটক আপনাদের জন্য না। শুধু শুধু এখানে এসে Dislike দেওয়ার দরকার নেই।
স্যারের জীবনের ছায়া, দুঃখের স্বরূপের চেহারা যেন এই নাটকে খুঁজে পেলাম। স্যারের মেয়েরা যদি এই নাটক আর কমেন্ট দেখে... তাদের জন্যেই স্যারের এই নাটক লেখা হয়তো। জীবনের দুঃখ-নাটক সিনেমার থেকেও প্রকট হতে পারে। কারণ সেটা আরো প্রলম্বিত।
আমি হুমায়ূন আহমেদ সাহেবের দু,একটা লেখা নাটক দেখেছি তাও সম্পূর্ণ না জীবনের ব্যস্ততায় অনেক গুনি একজনকে ভুল বুঝেছি, আজ বেলা শেষে মোবাইলে নাটক গুলো দেখতেছি সব গুলো নাটকের থিম চমৎকার আসলেই ওনার আরো কিছু দিন বেঁচে থাকা দরকার ছিলো জীবনের এুটি বিচ্যুতি আল্লাহ খমা করে জান্নাত নসিব করুন।
আসাদুজ্জামান নূরের চরিত্রের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ তার নিজের দুঃখ কষ্ট অপ্রাপ্তি গুলোকে তুলে ধরেছেন, এই ক্যারেক্টারাইজেশন নিঃসন্দেহে হুমায়ূন আহমেদ তার নিজেকে ভেবেই প্রোর্টে করেছেন। হি ওয়াজ আ ম্যাজিশিয়ান ❤️
প্রিয় লেখক কেন বারবার কাদান হালকা সাজের সাদামাটা জীবনে হঠাৎ কোথায় যেন হালকা পরশে হঠাৎ করে চোখের অশ্রু পড়ে যায় আবার হঠাৎ করে হাসাতেও পারেন আপনার মত লেখক জানি বাংলার বুকে আর আসবেনা শতকোটি প্রণাম আপনার পদধূলি তে
২১/০৪/২০২২ শুরু করিলাম,, হুমায়ুন আহমেদ স্যার এর প্রতিটি নাটকেই রয়েছে বাংলার প্রকৃত শাদ যা মন ভরিয়ে দেয়! যারা যারা আমার মতো হুমায়ুন আহমেদ স্যার এর নাটক দেখতে পছন্দ করেন তাদের প্রতি রইলো নিরন্তর ভালোবাসা অবিরাম। 🥰
এককথায় অসাধারণ,,,নাটক দেখে মনে হয় স্যারের চিন্তা জগতটা অন্য রকমন কতো সুন্দর আর প্রতিটি ক্যারেক্টার একদম আলাদা স্যারের নাটক ছাড়া এমন সম্ভব না এখনের নাটক গুলো তে কেন অন্যরকম কিছু নেই সবি এক লাগে কিন্ত স্যারের সৃষ্টি দেখলে কেউ বলতে পারবে এটা আর কারো সাথে মিশবে না একটা মানুষ কি করে এমন আশ্চর্য রকম সৃষ্টি করতে পারে ভাবতেই অবাক লাগে......
যারা এই বাংলার প্রকৃত মাটির মানুষ তারাই হুমায়ূন আহমেদের নাটকের মর্ম বুঝবে -তারা বাংলা সংস্কৃতির মর্ম বুঝিবে তারা বাংলাকে ভালবাসবে এবং প্রকৃতির মাঝে নিজেকে খুঁজবে.... 🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
এই নাটক ১৫/২০ দেখেছি পরিবার ছেড়ে এই প্রবাসে বসে। প্রতিবারের মতো আজো কাঁদলাম। স্যারের নাটক দেখে কারোরই নাটক ভালো লাগেনা! এএএ এক মহা সংকট! ঘুরেফিরে বারবার দেখা নাটকগুলোই দেখি। মহান স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুক। 😢
প্রচুর ভালো লাগে হুমায়ুন স্যারের রচনাগুলো, আমি খুঁজে খুঁজে বের করে এগুলো দেখি, মন ভরে যায় এগুলো দেখলে,, স্যালুট হুমায়ুন আহমেদ স্যার কে উনার অসামান্য প্রতিভা আমাদের জন্য রেখে যাওয়ার জন্য
আমি নাটক দেখি কিন্তু সচারাচর কমেন্ট করি না কিন্তু আজ কমেন্ট না করে থাকতে পারলাম না কি নেই এ নাটকে হাসি কান্না শিক্ষা আবেগ এক কথায় বলতে গেলে অসাধারণ এমন নাটক মনে হচ্ছে হাজার বার দেখলেও মনের তৃষ্ণা মিটবে না স্যালুট হুমায়ুন আহমেদ আর ভালোবাসা সকল অভিনেতা আর অভিনেত্রী দের জন্য লাভ ইউ অল
হুমায়ুন স্যার ব্যতিত আর কেউ এরকম নাটক আমাদের উপহার দিতে পারবে না ꫰এত সুন্দর নাটক দেখে মনটা ভরে যায় ꫰কিন্তু খুব কস্ট লাগে যখন ভাবি এরকম নাটক আর দেখতে পারব না ꫰স্যার,আপনাকে খুব মনে পরে।
ভারত থেকে ।
হুমায়ুন আহমেদের নাটকে একটা অদ্ভুত অন্যরকম সুর আছে যা মন ভরিয়ে দেয় ।
নক্ষত্রের রাত দেখিয়েন।।
আমারও কান্না এসে যায়
@@ruliton3764 i
@@ruliton3764 o2
@@ruliton3764Ami dekci
পৃথিবীর কোথাও এই নাটক আর দ্বিতীয়বার হবে না। হুমায়ুন সার কে আজীবন মিস করে যাব!!
👍
স্মৃতিময় নাটক ! '''উড়ে যায় বকপক্ষি'' শেষ করে, এটিও শেষ করলাম ! ধন্যবাদ স্যার হুমায়ূন অাহমদ !!
আমি ও
Ure jay bokpokhi koi porber vai
@@mohaiminulislam2102 ২৬ পর্বের।
ভাই আর কি কি দেখছেন জানান। আমি উড়ে যায় বক পক্ষি, শ্যামল ছায়া, সমুদ্র বিলাস এগুলো কমপ্লিট করছি।
উড়ে যায় বকপক্ষি দেখা শেষ করে এটা দেখা শুরু করলাম, স্যার হুমায়ূন আহমেদ এর নাটক মানে অসাধারণ কিছু।
আমার মত কে কে স্যার এ-র নাটক খুঁজে খুঁজে দেখেন......
১৪/০২/২০২২ ইং.....
এখান থেকে আমার তুচ্ছ জ্ঞানে যাহা বোঝতে পারলাম শুধু টাকাপয়সা ধনসম্পত্তি দিয়ে ভালোবাসার অধিকারী হওয়া যায় না, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। জানি না গল্পের থিমটা ধরতে পেরেছি কিনা। ধন্যবাদ স্যারকে এবং এই চ্যানেলকে।
উড়ে যায় বকপক্ষী, হুমায়ুন আহমেদ এর অসাধারণ নাটক।
নক্ষত্রের রাত দেখছেন??
নক্ষত্রের রাত is one of the best creations among all of his creations
Tai arki unake dekhte koilam....
হুম অনেক সুন্দর
ji vai thik bolsen...
একটা নাটকে এত কথা, এত বাস্তব চিত্র, এত বাস্তব চরিত্র আর কোনো দিনই দেখতে পাবনা তার জন্য সীমাহীন দুঃখ । এখনকার গল্প শুধু ভালবাসা । যার কোনো বিভিন্নতা নাই । এখনকার সব নাট্যকারদের আগে হুমায়ুন স্যার এর কিছু বই পড়া উচিত । তা হলে যদি কিছু শিখতে পারে আবার গুলা ।
ঠিক
এই নাটকের সকল অভিনেতার অভিনয় কৌশলের প্রশংসা না করলে বড় অন্যায় হয়ে যাবে। আর হুমায়ুন আহমেদের সৃষ্টি নিয়ে মন্তব্য করার সাহস রাখিনা...
অসাধারণ সৃষ্টি....😍
thik bolesen
thanks bhai, apnar RUclips playlist theke onk ojana humayun sir er natok khuje peyechi
আমরা যদি হুমায়ুন আহমেদর গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র নিয়ে গভীর পর্যালোচনা করি তবে,দেখতে পাব হোমার, টলস্টয়, উইলিয়াম শেক্সপিয়ারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম হুমায়ুন কর্ম।
অর্থ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়....... তা এই নাটকই উজ্জল দৃষ্টান্ত।
হাবাগোবা মানুষটিও অর্থের জোরে অতি সম্মানিত ব্যক্তি হয়ে যায়।
খুব অবাক হয়েছি সব প্রিয় মানুষদের একই নাটকে অভিনয় করতে দেখে শুধু মিস করেছি ফারুক আহমেদ কে! হুমায়ূন স্যর ছাড়া অসম্ভব ছিল এইরকম নাটক তৈরিকরণ।
এই নাটকে ফারুক আহমেদ কে miss করছি...
স্যার হুমায়ূন আহমেদের, নাটকের কোন চরিত্র যখন হাসায়, তখন প্রানখুলে হাসতে পারি।
আর যখন কাঁদায়, তখন নিজের অজান্তে চোখের কোনে পানি চলে আসে।
কিন্তু কি এমন জাদু? 🤔🤔
আমি একটা করে হুমায়ুন আহমেদ স্যার এর নাটক, টেলিফিল্ম বা ছায়াছবি দেখি আর ভাবতে থাকি যখন হুমায়ুন আহমেদ স্যার এর এইসকল অসাধারণ মাস্টারপিস গুলা দেখে শেষ করে ফেলব তারপর আর মনে হয়না অন্য কোন নির্মাতার শিল্পকর্ম এত ভালবাসা আর গভীর কল্পনা ও চিত্রকল্প দিয়ে মনভরে দেখব! 🇧🇩🇧🇩🇧🇩
হাডার্সফিল্ড,🇬🇧 ইংল্যান্ড,🇬🇧 যুক্তরাজ্য🇬🇧 থেকে ১৩ ই মার্চ ২০২০.
চ্যালেঞ্জার সাহেবের অভিনয় আর কান্না দেখে চোখের কান্না থামাতে পারলাম না।
তুমি রবে নীরবে। সকল গুণী শক্তিমান অভিনেতা অভীনেত্রীতে ভরপুর সেই সাথে পরিচালক হয় যদি অনন্যা তাহলে সেই নাটককে বিচার করার ক্ষমতা আমাদের নেই একটা কথাই বলতে পারি অসাধারণ।অনেক শ্রদ্ধা প্রয়াত চ্যালেঞ্জার স্যার এর প্রতি সেই সাথে আমার প্রিয় অভিনেতা নূর স্যারের প্রতি ভালবাসা আর শ্রদ্ধাত আজীবন আছেই। শাওন,মনিরা মিঠু,এজাজ স্যার, স্বাধীন খসরু আরো যারা ছিলেন আপনারা অসাধারণ।
আমরা যারা দেশের বাহিরে থাকি। তাদের সময় অনেক বেশি মুল্যবান। প্রতিটা কাজ ঠিক সময় করতে হয়।আর, সব সময়ের মাজে ঘুমানোর সময় টা সবচেয়ে দামি মনে হয় আমার কাছে।আর, সেই ঘুমটা নস্ট করে হুমায়ন সারের নাটক দেখছি। তার কারনে!!!! ২ ঘন্টা কম ঘুমাতে হবে আজ। একটানা নাটক টা দেখছি, শুধু মাঝ খানে ফযর নামাজের বিরতি নিছি।হুমায়ন সারের,সৃষ্টি বেচে থাকবে চিরকাল জোগের পর জোগ মানুষ কে মুগ্ধ করার জন্য। দোয়া করি আল্লাহ সার কে জান্নাত ফেরদাউস ধান করুক। আমিন।।......
এখনও নুহাশ পল্লীতে জোসনা বৃষ্টি সবই নামে। কিন্তু এগুলো উপভোগ করার মানুষগুলো নেই। একসময় কি জমজমাট ছিল জায়গাটা! এখন ওখানে গেলে মন খারাপ হয়ে যায়। মানুষ এত অল্প সময় বাঁচে! হুমায়ূন স্যারের জন্য ভালবাসা।
Darun & durdanta performance. Thank to Humayan Ahamed.
সত্যি বলেছেন।
তবে আপনি কি মাঝে মাঝে ওখানে বেড়াতে যান?
ন
pppppp
Onek miss kori sir k.
ডঃ এজাজ এর অভিনয় তুলনা হয় না। সেরা অভিনেতা ডঃ এজাজ।
তরে কইসে
হুমায়ূন আহমেদ স্যার বলে কথা।কার এত দুঃসাহস আছে এমন আরেকটি নাটক উপহার দিবে।বাংলার রত্ন যে আমরা হারিয়ে ফেলেছি।
এ নাটকে সব চরিত্র তাদের সবটুকু ঢেলে দিয়েছে। তাদের সবার জন্য অনেক সম্মান আর ভালোবাসা। কত শত বার এ নাটক দেখেছি তার হিসেব নাই। আমার বিষন্ন সময়ের একমাত্র ভালো লাগা এ নাটক আর তার মোহনীয় সুর। হুমায়ুন স্যারকে আল্লাহ জান্নাত দান করুন।
ড.এজাজ এর অভিনয় কিন্তু সেই হয়েছে❣️তবে ফারুক আহমেদ এর অভাব আছে।
0
0
@@syedhaque661 x
M and see hh
হাজার বছর পরও মানুষ খুজে খুজে এই নাটক গুলো দেখবে..।"
Obosoe dakbaa..
Sotti bolsen
Ami o asabadi
কিন্তু দুঃখের বিষয় ৪ বছরে মাত্র ১ মিলিয়ন+ ভিউ!!! অথচ কুরুচিপূর্ণ ফালতু ভিডিওতে কোটি কোটি ভিউ দেখা যায়! বড়ই আজিব
@@colorart4146soti bolsen
এমন রুচিশীল নাটক এতো আবেগ পরবর্তী পজ্জর্ম খুব মিস করবে,,
এত সুন্দর নাটক ই হয় না.... আহা হুমায়ুন স্যারের নাটক গুলা দেখলে ভালো মানুষ হিসেবে বেচে থাকার চরম ইচ্ছে জাগে.....ইচ্ছে জাগে ভালো কিছু করতে....ভালো হতে....কোথায় বর্তমানের নাটক কোথায় তখনকার নাটক.......কিছু বলার ভাষা নেই... জাস্ট বলবো আমাদের পরম সৌভাগ্য এসব নাটক দেখে😊
ছোট বেলায় বিটিভির ছবি দেখে কান্নায় ভেঙে পড়তাম কিন্তু আজকে এই নাটক দেখেও একই অবস্থা হল, হুমায়ূন আহমেদ আসলেই সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, দুয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।
"স্ত্রী যখন জিজ্ঞেস করলো ফিরত যাওয়ার ভাড়া কি আছে" আমার ঠিক তখন কলিজায় একটা কামড় দিলো ভাই। 1:40:10 "তুমি লোক ভালো"
হুমায়ুন আহমেদের চিন্তাধারা সত্যিই সবার থেকে ভিন্ন ❤️
Ahmed RUBEL voice is too much attractive...
আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, আবার আপনাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না।.............অসাধারণ এবং খুবই সত্যিকার এক অনুভূতি।
হুমায়ুন আহমেদের নাটক এতো ভালো লাগে সবার অভিনয় অসাধারণ।
really you are right sir ei line ter mayai pore gechi
হুমায়ুন আহমেদের নাটক দেখতে দেখতে রাত ফুরিয়ে সকাল হয়ে যায় বোচতেই পারি না💘❤💓💔💔💕💔💖💗💙💚💛💜🖤💝💞💟❣️💌
আসাদুজ্জামান নূর একজন শক্তিমান অভিনেতা
শ্রেষ্ঠ হাসির নাটক
বহুব্রীহি,, , কে কে দেখছেন?
@@xojeebahmed7462 Matro sesh korlam
হুমায়ূন আহমদ স্যারের সৃষ্টি সত্যিই অতুলনীয়। মন খারাপ হলেই স্যারের নাটক দেখি। স্যারের নাটকের জাদুতে আমার মন ভাল হয়ে যায়। ডা: এজাজ আর ফারুক আহমেদ থাকলে তো সোনায় সোহাগা।
h vai thiki bolsen
আমিও আপনার সাথে একমত। আমার মন খারাপ হলে, আমিও হুমায়ুন স্যারের নাটক দেখি।
এমন নাটক শুধুমাত্র হুমায়ুন স্যারের পক্ষেই সম্ভব।ধন্যবাদ বাংলা সাহিত্যের বরপুত্র, আপনাকে খুব মনে পড়ছে এই অসময়ের কাল রাত্রিতে।
👍😍
শুধু নিজের আবেগ দেখলেই চলে না।
অন্যের আবেগ,অনুভূতি,ভালোবাসাও দেখতে হয়।
_____হুমায়ুন আহমেদ স্যার।❤️
আসাদুজ্জামান নুর মানেই অসাধারণ একটা নাম
Challenger sir is always so underrated. unar kannar drishsher 2 second dekhe mone holo bangladesh er shob manush er ei natok e just unar jonno holeo like dewa uchit. many salutes and huge respect for this amazing artist
শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠত্ব আপনি প্রিয় হুমায়ুন আহমেদ স্যার
Ami akjon Indian..Great Humayun SIR..Osadharon nur saheb..ki ovhinoy.sikar korchi kolkatay amon natok hoy bole amar mone hoy na.
Ami mugdho...mon vhore galo..
কোথাও কেউ নেই নাটকটা দেখবেন।
Thanks from BD 💗
রুবেল আহমেদ গলার স্বর শুনে মন জুড়িয়ে যায় ।
মানুষ কেমনে পাড়ে, ::......
খুব কান্না পাচ্ছে ::....
নাটক, হুমায়ণ আহমেদ্, আল্লাহ্ তুমি, অনাকে বেহেস্ত নসীব করুন::.....
চ্যালেঞ্জারের অভিনয় মন ছুঁয়ে দিল।
পৃথিবীতে সবচেয়ে বড় নির্মাণের কারিগর থাকলে সেটা হুমায়ূন আহমেদ।।।।। Miss you sir.......
Sarower Sun ,100% true
Prithibir khobor dekhi valoi rakhen.
Ek mot vai
@@mubarakhussain4580 qqqqq
অসাধারণ সব নাটক হুমায়ুন আহমেদ স্যার এর।
আসাদুজ্জামান নূর স্যার ও শাওনের নাটকের শেষ কথা চোখের কোনে জল জমে তা গড়িয়ে গড়িয়ে পড়ছে। অনেক সুন্দর নাটক।
প্রকৃত নাটক দেখার মজাই আলাদা
যা হুমায়ুন আহমেদ এর নাটকে পাওয়া যায়। ডাঃ এজাজ ❤ এখনকার নাটকে সুন্দর গল্প পাওয়াই দূরলভ।
হুমায়ুন আহমেদ এর নাটক তৈরি না হলে আমরা তরুন রা সঠিক নাটক কি
বুজতাম নাহ।
এখনকার নাটকে শুধু প্রেম প্রেম আর প্রেম🔥
অভিনয় গুলো একদম হৃদয়ে গেঁথে থাকার মত। আহা! কি অপরূপ সৃষ্টি। আপনি গুরু, আপনি বস স্যার। ওপারে ভাল থাকবেন।
কেন জানিনা চ্যালেঞ্জার স্যারের চোখে পানি দেখলে খুব কষ্ট লাগে🥺
আমি যেনো এই নাটক টার গল্পের মধ্যে ডুবে গিয়েছিলাম অসাধারণ নাটক।
নাটক জীবনের কথা বলে। অসাধারণ সৃষ্টি ও অভিনয়।
115 জন Dislike দিয়েছেন। আপনারা কি হিরো আলম অথবা সাকিব খান কে নায়ক হিসেবে চাচ্ছিলেন? এই ধরনের গল্প অথবা নাটক আপনাদের জন্য না। শুধু শুধু এখানে এসে Dislike দেওয়ার দরকার নেই।
নাটকটি আমার খুব বাল লাগছে। কিন্তু আমার খারাপ লাগছে একটি কারণে আপনার মত গাধারও ভাল লাগে এই নাটক।
Tik bolcen
হা হা হা
গাধার বাচ্চা
এখন 210 জন ডিসলাইক দিছে, খেতের পোলাপান কি আর, গিয়ানের নাটক বুঝবে
কমেন্ট করে রেখে গেলাম শত বছর পর লোক দেখবে আমরাও কত ভক্ত ছিলাম এমন একজন মানুষের
এতো ভালো নাটক কখনোই দেখিনি।
মিস ইউ স্যার,,,,
আমার প্রিয় নাটক গুলোর মধ্যো সবগু্লাই হুময়ুন আহমেদ স্যার এর😍😍
আমারও 🤗🤗🤗
দূর হ খানকির মাইয়া
স্যারের জীবনের ছায়া, দুঃখের স্বরূপের চেহারা যেন এই নাটকে খুঁজে পেলাম। স্যারের মেয়েরা যদি এই নাটক আর কমেন্ট দেখে... তাদের জন্যেই স্যারের এই নাটক লেখা হয়তো। জীবনের দুঃখ-নাটক সিনেমার থেকেও প্রকট হতে পারে। কারণ সেটা আরো প্রলম্বিত।
প্রতিটা মিনিটেই একটি করে শিক্ষা। এটাই হুমায়ুন আহমেদ এর নাটক।
R8
বাংলার সকল নাট্য নির্মাতাদের একবার হলেও হুমায়ুন অাহমেদ স্যারের নাটকগুলো দেখা দরকার।
ঠিক বলছেন।
আমি হুমায়ূন আহমেদ সাহেবের দু,একটা লেখা নাটক দেখেছি তাও সম্পূর্ণ না জীবনের ব্যস্ততায় অনেক গুনি একজনকে ভুল বুঝেছি, আজ বেলা শেষে মোবাইলে নাটক গুলো দেখতেছি সব গুলো নাটকের থিম চমৎকার আসলেই ওনার আরো কিছু দিন বেঁচে থাকা দরকার ছিলো জীবনের এুটি বিচ্যুতি আল্লাহ খমা করে জান্নাত নসিব করুন।
হুমায়ূন স্যারের কালেকশনের সবকটা নাটক মনে হয় দেখে পেললাম। নতুন নাটক না খুজে পেয়ে পুরাতনগুলোই দেখি। ভালো লাগে।
আমিও
এজাজুল ভাই সব অভিনয়ে সেরা একটা মানুষ।।।আপনারা কি বলেন??
হুমায়ুন স্যার এর নাটক মানেই স্পেশাল কিছু।
অসাধারণ! দিন দিন হুমায়ূন আহমেদ স্যারের যত নাটক দেখছি ততই মুগ্ধ হচ্ছি।
যতক্ষণ নাটক দেখি ততক্ষণ শুধুই কমেন্ট পড়ি 💓
আমিও
আসাদুজ্জামান নূরের চরিত্রের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ তার নিজের দুঃখ কষ্ট অপ্রাপ্তি গুলোকে তুলে ধরেছেন, এই ক্যারেক্টারাইজেশন নিঃসন্দেহে হুমায়ূন আহমেদ তার নিজেকে ভেবেই প্রোর্টে করেছেন। হি ওয়াজ আ ম্যাজিশিয়ান ❤️
খুজে খুজে সারের নাটক গুলা দেখছি। আর, মুগ্ধ হচ্ছি।.....
সার নয় রে বোকাচুদা,
স্যার হবে
প্রিয় লেখক কেন বারবার কাদান হালকা সাজের সাদামাটা জীবনে হঠাৎ কোথায় যেন হালকা পরশে হঠাৎ করে চোখের অশ্রু পড়ে যায় আবার হঠাৎ করে হাসাতেও পারেন আপনার মত লেখক জানি বাংলার বুকে আর আসবেনা শতকোটি প্রণাম
আপনার পদধূলি তে
হুমায়ূন আহমেদের নাটক দেখার/বোঝার মানুষগুলোই আলাদা।
২১/০৪/২০২২ শুরু করিলাম,,
হুমায়ুন আহমেদ স্যার এর প্রতিটি নাটকেই রয়েছে বাংলার প্রকৃত শাদ যা মন ভরিয়ে দেয়!
যারা যারা আমার মতো হুমায়ুন আহমেদ স্যার এর নাটক দেখতে পছন্দ করেন তাদের প্রতি রইলো নিরন্তর ভালোবাসা অবিরাম। 🥰
-3 years later, If you're still watching this you're a legend.
এককথায় অসাধারণ,,,নাটক দেখে মনে হয় স্যারের চিন্তা জগতটা অন্য রকমন কতো সুন্দর আর প্রতিটি ক্যারেক্টার একদম আলাদা স্যারের নাটক ছাড়া এমন সম্ভব না এখনের নাটক গুলো তে কেন অন্যরকম কিছু নেই সবি এক লাগে কিন্ত স্যারের সৃষ্টি দেখলে কেউ বলতে পারবে এটা আর কারো সাথে মিশবে না একটা মানুষ কি করে এমন আশ্চর্য রকম সৃষ্টি করতে পারে ভাবতেই অবাক লাগে......
কি সুন্দর কার্যশৈলী স্যারের।
ভীষণ কষ্টের। অর্থই সব অনর্থের মূল। অর্থের অভাব, অর্থের প্রাচুর্য, দুটোই মানুষের জীবনকে বিষময় করে তোলে।
যারা এই বাংলার প্রকৃত মাটির মানুষ তারাই হুমায়ূন আহমেদের নাটকের মর্ম বুঝবে -তারা বাংলা সংস্কৃতির মর্ম বুঝিবে তারা বাংলাকে ভালবাসবে এবং প্রকৃতির মাঝে নিজেকে খুঁজবে.... 🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
চ্যালেঞ্জার Sir had a unique art of acting, he's acting of cry make us cry, may allah grant him jannah
আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন, সহস্র বছর টিকে থাকুক তাঁর সৃষ্টিকর্ম ♥
কথার জাদুকর হুমায়ূন আহমেদ ♥
.
এত ভাল যে শেষ না করে উঠতেই পারিনি।
এত সুন্দর গল্প আর এত সুন্দর অভিনয় খুব কমই দেখা যায়!মেধাবী মানুষেরা কখনো হতাশ করেন না.....
#হ্যাপি_ওয়াচিং
শাউন অাপুর অভিনয় টা সত্যি অসাধারণ । যদি একবার ওনার সাথে দেখা হতো।
এই নাটক ১৫/২০ দেখেছি পরিবার ছেড়ে এই প্রবাসে বসে। প্রতিবারের মতো আজো কাঁদলাম। স্যারের নাটক দেখে কারোরই নাটক ভালো লাগেনা! এএএ এক মহা সংকট!
ঘুরেফিরে বারবার দেখা নাটকগুলোই দেখি। মহান স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুক। 😢
ভাল লাগার আরেক নাম হুমায়ন স্যার।
আমার জেলার গর্ব।
ওনার নির্মিত প্রতিটি নাটক বা ছায়াছবি মন ছুয়েঁ যায় কি অসম্ভব নির্মাণ!!
এমন সুন্দর করে আর কেও নাটক বানায় না
👍
কোন জেলা ভাই আপনার
প্রচুর ভালো লাগে হুমায়ুন স্যারের রচনাগুলো, আমি খুঁজে খুঁজে বের করে এগুলো দেখি, মন ভরে যায় এগুলো দেখলে,, স্যালুট হুমায়ুন আহমেদ স্যার কে উনার অসামান্য প্রতিভা আমাদের জন্য রেখে যাওয়ার জন্য
অসাধারণ একটা নাটক অসাধারণ অভিনয় করেছেন সবাই এ-ই নাটক গুলো চির অমর হয়ে থাকবে ❤️।
অসাধারণ। হুমায়ুন আহমেদ এর সবকটি নাটকের আলাদা একটা বিশেষত্ব আছে। তাঁর নাটকগুলি দেখার পর এখন আর অন্য নাটক ভালো লাগেনা।
এইগুলার উপর তো আর নাটক হতে পারে না।
মিস ইউ স্যার 💜
য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়েয়য়য়য়য়য়য়য়য়য়
য়য়য়য়য়ে
য়য়য়য়য়য়য়য়
য়য়য়য়য়
✌ য়য়য়য়য়য়য়য়য়য়য়
আমি নাটক দেখি কিন্তু সচারাচর কমেন্ট করি না কিন্তু আজ কমেন্ট না করে থাকতে পারলাম না কি নেই এ নাটকে হাসি কান্না শিক্ষা আবেগ এক কথায় বলতে গেলে অসাধারণ এমন নাটক মনে হচ্ছে হাজার বার দেখলেও মনের তৃষ্ণা মিটবে না স্যালুট হুমায়ুন আহমেদ আর ভালোবাসা সকল অভিনেতা আর অভিনেত্রী দের জন্য লাভ ইউ অল
What a parenthood surfaced in the whole episode! Salute the magician.
আমার কমেন্ট যারা পড়ছেন তারা কুরুচিসম্পন্ন যুগে অত্যন্ত রুচিশীল মানুষ, আপনাদের রুচির প্রশংসা করতে হয়।
আপনারা সবাই হুমায়ুন আহমেদের উইড়া যায় বক পক্ষি দেখবেন অসাধারণ নাটক যা না দেখলে বোঝবেন না।
শেষ পর্ব নাই...❗😁
কোথাও কেউ নাটকটাও অসাধারণ...😍
আজ রবিবারও দুর্দান্ত
উড়ে জায় বক পঙ্খি নাটকটি সবথেকে ভালো লাগে কে কে দেখেচো একটা লাইক দিও
হুমায়ুনিক চরিত্রায়ন ডঃএজাজের মত কেউ ফুটিয়ে তুলতে পারে না।একি Era তে জন্মগ্রহণ করার কারনে খুব ভাল কিছু পেলাম।
অপূর্ব,,, এত সুন্দর গল্প হতে পারে,,, যত দেখছি, ততোই মুগ্ধ হচ্ছি,, হুমায়ুন রত্ন ছিলেন,, 😥
৪র্থ বারের মত নাটক দেখলাম । সত্যি সত্যিই অসাধারণ । হুমায়ুন স্যারই কেবল এত সুন্দর সাবলীল ভাবে সবকিছু উপস্হাপন করা সম্ভব ।
প্রতিদিন হুমায়ূন আহমেদের একটি নাটক
মনের শান্তি, মনের আরাম, মনের পুষ্টি
হুমায়ুন স্যার ব্যতিত আর কেউ এরকম নাটক আমাদের উপহার দিতে পারবে না ꫰এত সুন্দর নাটক দেখে মনটা ভরে যায় ꫰কিন্তু খুব কস্ট লাগে যখন ভাবি এরকম নাটক আর দেখতে পারব না ꫰স্যার,আপনাকে খুব মনে পরে।
👍
একজন নির্মাতার খুব প্রয়োজন ঠিক যেনো হুমায়ুন আহমেদর মত করে তার বই গুলো নিয়ে নাটক বানায়।
অনন্যসাধারণ একটি নাটক ।হুমায়ূন আহমেদের প্রতিটি সৃষ্টি ই মানুষের অন্তরে নাড়া দিয়ে যায় ।
অভিনয় শিল্পীরা বাস্তবের রূপদান করেছেন ।
অভিভূত ।
প্রিয় সব নাটক গুলো এখন আবার খুঁজে খুঁজে দেখি, আগের মতই ভালো লাগে নাটক গুলো।
Pl
0) ₩
001721347942
Q
La019oq+0+₩
LalpQq0010pp911]0°`o 100 llama
1
Osadharon natok.
কষ্ট লাগে যখন প্রিয় মুখগুলো আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যায়।
আসাদুজ্জামান স্যার, ভাল থাকবেন।
All in one❣️
উড়ে যায় বক পক্ষী এর প্রায় সবাই আছে,,ভালো লাগলো❣️
নিখুঁত নির্মান শৈলী, একটি নাটকের সাথে আরেকটি নাটকের কোন মিল নেই। প্রতিটি নাটকই সমান জনপ্রিয়। কি আশ্চর্য সৃষ্টি হুমায়ুন আহমেদ রেখে গেছেন।
হুমায়ুন আহমেদ এর মধ্যে আসলেই এক যাদু ছিলো এমন নাটক আর কেউ তৈরী করতে পারবে না এমন নাটক আর কখনো পাবো না।
এই অভিনেত্রী /অভিনেতাদের আর কেউ এভাবে ব্যবহার করতে পারেননি। সবাই চমৎকার।