পর্বটি সামাজিক গনমাধ্যমে Share করে ও লাইক দিয়ে সাথে থাকবেন। আগামী পর্বের তারিখ স্ট্যাটাস আপডেট করে জানিয়ে দেওয়া হবে। করোনা মহামারীজনিত কারনে বিদেশ ভ্রমণ ভিডিওর চাহিদা ও সারা অনেক কম থাকায় আমি ধীর গতিতে আপলোড করছি।
@@morjinahridoy4105 ধন্যবাদ অপেক্ষা করেন বলে। কিন্তু ইউটিউব পরিসংখ্যান ভিন্নকিছু বলছে। যে বিষয়ের প্রয়োজন ও সামাদিক চাহিদা কম থাকে সেগুলি যতই সুন্দর বানানো হোক, খুব বেশী মানুষের কাছে ইউটিউব পৌছায় না। এ বিষয়ে আমার হাত বাঁধা। যারা আমার পর্বের জন্য অপেক্ষা করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সামাজিক চাহিদা পূরণে আমি আগামী কিছুদিন দেশের ভেতরের কয়টি স্থান প্রদর্শন করবো।
তুরস্ক পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান দেশগুলোর একটা। এদের ভৌগলিক অবস্থানের কারণে এরা উত্তরাধিকারসূত্রে অনেক কিছু পেয়েছে। দেশটা পার্সিয়ান, গ্রিক, রোমান ও মুসলিম সভ্যতার এক সুস্বাদু খিচুড়ি। এটা এই দেশের মানুষজনের চেহারা, গায়ের রঙ, চুলের রঙ দেখলে খুব ভালোভাবে বোঝা যায়।
মনের তৃষ্ণা মিটল , আলহামদুলিল্লাহ , এক নিমিষেই তিন পর্ব দেখে ফেললাম । অসাধারণ কাজ করেছেন । আমারও ঐতিহাসিক বিষয়গুলা তুলে ধরতে ভালো লাগে । আপনার ভিডিও দেখে তুরস্ক ভ্রমণের ইচ্ছা বহুগুনে বেড়ে গেল ।
মুগ্ধ করার মতো ভিডিও। বাংলাদেশের সেরা ট্রাবেল ব্লগার বলা যায় নিঃসন্দেহে। তাওহীদ আফ্রিদি ফেইল আপনার কাছে। মাত্র দুইদিন আপনার চ্যানেল ফলো করে তাই মনে হলো। ধন্যবাদ
এত গবেষণা লব্ধ ও ঐতিহাসিক তথ্য বহুল ভ্রমণ ভিডিও সাধারণত দেখাই যায় না, এক্ষেএে আপনার ব্যতিক্রম ও স্বাতন্ত্র বোধ সত্যি প্রশংসনীয়। এক কথায় অপূর্ব - অসাধারণ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার প্রশংসা করে শেষ করা যোবে না কারন সব থেকে বড় কথা সুন্দর ভাবে ঘুরেছেন, তার পরে খুটিয়ে খুটিয়ে সে গুলো ভিডিও করা এবং উপস্থান করা । ভিডিও করা ও তো অনেক কষ্টের সেটা নিঁখুত ভাবে করেছেন। সে গুলো আবার এডিট করা সেটিও অনেক সুন্দর। আপনার তুরস্ক ভ্রমনের ভিডিও চিত্র দেখে তুরস্ক যাবার বাসনা জাগে। যেতে পারি বা না পারি আপনার কাজ গুলো অসাধারন ।যথাযথ ভাবে পরিশেন করা হয়েছে প্রতিটি বিষয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর, আর আমার জন্য ভিডিও টা অনেক গুরুত্বপূর্ণ ছিলো। ভিডিও টা থেকে অনেক ইতিহাস জানলাম। ধন্যবাদ ইজমিরের ঐতিহাসিক স্থান দেখানোর জন্য। 💜💙
Ephesus, an ancient Greek city that is shrouded with historical significances. Loved it! And I really hope you travel to Greece someday and cover ancient Greece in its prime!
vaya apnar vlog gulo osadharon...abar turkey gele asa kori izmir soho istanbuler j sob jayga amar turkish series gulote dekhi segulo dekhaben...turkey my dream place
ভাইয়া স্পেন তথা আল আন্দালুস, মুসলিমদের ইতিহাস নিয়েও একটা ভিডিও বানাবেন আশা করছি আপনার দেশি ভিডিও গুলির থেকে আমার বিদেশি নিদর্শনের ভিডিও গুলি খুব পছন্দের।
অসাধারণ বাচনভঙ্গি,মিউজিক গুলো ও ভ্লগএর সাথে মিলে মনোমুগ্ধকর এক আবেশ সৃষ্টি করেছে ।আর এত্ত তথ্য এবং এরিয়েল ভিউ আরো প্রাণবন্ত করেছে ভিডিও টিকে।সবমিলিয়ে অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ।🥰🥰😍😍👍🏼👍🏼best of luck.May Allah bless u.
ভ্রমণ তো অনেকেই করে কিন্তু এত পরিকল্পিত ভাবে কখনো কাউকে দেখিনি বা নিজেরাও করিনি,বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঘুরেছি ফ্যেমিলির সাথে,ভ্রমণের দিনগুলো শেষে অতৃপ্তির সাধ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে,,বিশেষ করে আমার আম্মুর অতৃপ্তি চরম পর্যায়ের থাকে😊
পর্বটি সামাজিক গনমাধ্যমে Share করে ও লাইক দিয়ে সাথে থাকবেন। আগামী পর্বের তারিখ স্ট্যাটাস আপডেট করে জানিয়ে দেওয়া হবে। করোনা মহামারীজনিত কারনে বিদেশ ভ্রমণ ভিডিওর চাহিদা ও সারা অনেক কম থাকায় আমি ধীর গতিতে আপলোড করছি।
No ,it's not the case. We always eagerly wait for your videos. Please upload your foreign tour videos as early as possible.
@@morjinahridoy4105 ধন্যবাদ অপেক্ষা করেন বলে। কিন্তু ইউটিউব পরিসংখ্যান ভিন্নকিছু বলছে। যে বিষয়ের প্রয়োজন ও সামাদিক চাহিদা কম থাকে সেগুলি যতই সুন্দর বানানো হোক, খুব বেশী মানুষের কাছে ইউটিউব পৌছায় না। এ বিষয়ে আমার হাত বাঁধা। যারা আমার পর্বের জন্য অপেক্ষা করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সামাজিক চাহিদা পূরণে আমি আগামী কিছুদিন দেশের ভেতরের কয়টি স্থান প্রদর্শন করবো।
@@MrMixersWorld apni bolechilen j topkapir vedio ta tara tari upload diben.koby asteche?
Onk din dhore er opekkhai cilam and china visit er video r odhir aggrohe aci vaiay best of luck💝
@@MrMixersWorld wow it’s a top quality informative video 😍😍
Very nice 👍👍
সবদিক থেকে মিলিয়ে আপনাকে দেশের সেরা ট্র্যাভেল ব্লগার বলা যায়, ধন্যবাদ
Ji vai 100%sotto❤️
Yes
Bhai tahole nadir bhai ki???
খুবই ভালো লাগলো।ভদ্র এবং মার্জিত উপস্থাপনা ভ্রমন পর্বটিকে অসাধারণ করে তুলেছে।
তুরস্ক পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান দেশগুলোর একটা। এদের ভৌগলিক অবস্থানের কারণে এরা উত্তরাধিকারসূত্রে অনেক কিছু পেয়েছে। দেশটা পার্সিয়ান, গ্রিক, রোমান ও মুসলিম সভ্যতার এক সুস্বাদু খিচুড়ি। এটা এই দেশের মানুষজনের চেহারা, গায়ের রঙ, চুলের রঙ দেখলে খুব ভালোভাবে বোঝা যায়।
মাশাআল্লাহ ভাইয়া!💖
তোমার উপস্থাপনা অনেক সুন্দর, এককথায় অসাধারণ👌
ধন্যবাদ
@@MrMixersWorld vaiya oni apnar kotha nokol korse😁😁😁😁😷
4:45 আসহাবে কাহফ এর কাহিনী। সূরা কাহাফ-এ উল্লেখ করা আছে।
উনারা প্রায় তিন শতাধিক বছর গুহায় ঘুমিয়ে ছিলেন।
সূরা আল-কাহফ এ এই সাত ব্যক্তি সম্পর্কে বলা আছে। এদের সাথে একটি কুকুরও ছিল সেখানে।
মনের তৃষ্ণা মিটল , আলহামদুলিল্লাহ , এক নিমিষেই তিন পর্ব দেখে ফেললাম । অসাধারণ কাজ করেছেন । আমারও ঐতিহাসিক বিষয়গুলা তুলে ধরতে ভালো লাগে । আপনার ভিডিও দেখে তুরস্ক ভ্রমণের ইচ্ছা বহুগুনে বেড়ে গেল ।
ধন্যবাদ 😊
I love Erdogan Turkey... Turkish video chai aro onek vai..🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷
Lol
বেস্ট বাংলা ট্রাভেল উপস্থাপনা ইন বাংলাদেশ। এমনকি ইংলিশ উপস্থাপনা ও ছিল অসাধারণ। ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ
মুগ্ধ করার মতো ভিডিও। বাংলাদেশের সেরা ট্রাবেল ব্লগার বলা যায় নিঃসন্দেহে। তাওহীদ আফ্রিদি ফেইল আপনার কাছে। মাত্র দুইদিন আপনার চ্যানেল ফলো করে তাই মনে হলো।
ধন্যবাদ
এত গবেষণা লব্ধ ও ঐতিহাসিক তথ্য বহুল ভ্রমণ ভিডিও সাধারণত দেখাই যায় না, এক্ষেএে আপনার ব্যতিক্রম ও স্বাতন্ত্র বোধ সত্যি প্রশংসনীয়। এক কথায় অপূর্ব - অসাধারণ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ, খরচ সহ যাবতীয় বিষয় গুলো বিস্তারিত বলার জন্য।
আপনার উপস্থাপনা বরাবরের মতোই চমৎকার ছিলো।
বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগার❤️
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের মত শখের গরীব মানুষ কখনো বাস্তবে দেখতে পারবো না কিন্তু আপনার মত প্রিয় ভাই ভিডিও করে দেখানোর জন্য আবারো অনেক ধন্যবাদ 😍😍😍😍😍
২ বছর পরে এসে দেখলাম। এক কথায় অসাধারণ ছিল।
Beautiful travel vlog...উপস্থাপনা খুবই সুন্দর। পরিবারের সবার সাথে দেখতে ভালোই লেগেছে।
apnar kota bolar bongi ebong presentation sob miliye apurbo, opekkay roilam porer doti part er jonno. donnobad,
আপনার প্রশংসা করে শেষ করা যোবে না কারন সব থেকে বড় কথা সুন্দর ভাবে ঘুরেছেন, তার পরে খুটিয়ে খুটিয়ে সে গুলো ভিডিও করা এবং উপস্থান করা । ভিডিও করা ও তো অনেক কষ্টের সেটা নিঁখুত ভাবে করেছেন। সে গুলো আবার এডিট করা সেটিও অনেক সুন্দর। আপনার তুরস্ক ভ্রমনের ভিডিও চিত্র দেখে তুরস্ক যাবার বাসনা জাগে। যেতে পারি বা না পারি আপনার কাজ গুলো অসাধারন ।যথাযথ ভাবে পরিশেন করা হয়েছে প্রতিটি বিষয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন।
Mashallah Vai onek sundor historical places and your video
আপনার প্রতিটা ভিডি ও কোয়ালিটি, কনটেন্ট, এক্সপেলেনেশন, ইতিহাস গবেষণা, থ্রোয়িং এক কথায় সব কিছুই অসম্ভব সুন্দর ♥ প্লিজ ক্যারি অন৷ শুভকামনা ।
অসাধারণ অসাধারণ অসাধারণ ভ্লগিং,,শিক্ষনীয় অনেক
ইতিহাসের মিশেলে চমৎকার উপস্থাপনা
ভাই আপনার প্রতিটি ভিডিও চিত্র অনেক সুন্দর হয়, একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশের ঐতিহাসিক স্থান গুলো তুলে ধরলে আরো খুশি হতাম ধন্যবাদ ভাই।
ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর, আর আমার জন্য ভিডিও টা অনেক গুরুত্বপূর্ণ ছিলো। ভিডিও টা থেকে অনেক ইতিহাস জানলাম। ধন্যবাদ ইজমিরের ঐতিহাসিক স্থান দেখানোর জন্য। 💜💙
বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগার আপনি
আল্লাহুপাক আপনার নেক হায়াত দান করুন
DARUN LGE APNAR VIDEO..SOMPURNO TOTHYO SOMRIDHO ONEK KICHU JANA JAY..APNAR GYAN OGADH..DHONNOBAD APNAKE.
আমিও ২০২১ সালে গিয়েছিলাম। তবে ট্রাভেল এজেন্সিদের এত বেশি তাড়াহুড়ো ছিল যে খুব ভালো করে দেখতে পারিনি। ভিডিও দেখে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ।
অসাধারণ একটি ভিডিও। অনেক ভাল লাগল পুরো ভিডিও টি। আপনার প্রতি অনেক দোয়া রইল 😊😇
উপস্থাপনা সুন্দর ,প্রতিটি পর্ব দেখার অপেক্ষায় থাকি...
আপনার উপস্থাপনা আমি মুগ্ধ
Ephesus, an ancient Greek city that is shrouded with historical significances.
Loved it! And I really hope you travel to Greece someday and cover ancient Greece in its prime!
ধন্যবাদ ছোটভাই
Excellent historical vlog.
vaya apnar vlog gulo osadharon...abar turkey gele asa kori izmir soho istanbuler j sob jayga amar turkish series gulote dekhi segulo dekhaben...turkey my dream place
Amer kub valo lagse video ta. Story telling was amazing. Onek kosto kore video ta bananor Jonno thanks
নাদীর ভাইয়া আর আপনার ভিডিও গুলো সত্যি অসাধারণ
Turkey is the most fascinating country on earth. Hope one day I can travel there.
ভাইয়া স্পেন তথা আল আন্দালুস, মুসলিমদের ইতিহাস নিয়েও একটা ভিডিও বানাবেন আশা করছি
আপনার দেশি ভিডিও গুলির থেকে আমার বিদেশি নিদর্শনের ভিডিও গুলি খুব পছন্দের।
ইচ্ছা আছে
দারুণ উপস্থাপনা, ধন্যবাদ
এত সুন্দর ব্লগ আর আমার সবথেকে বেস্ট ব্লগার। দোয়া করি সবসময় ভালো থাকবেন আর হ্যাপি থাকবেন আর এত সুন্দর সুন্দর ব্লক আমাদেরকে উপহার দিবেন। ভালোবাসা রইলো ভাইয়া ❤️
When I watch your travel vlog, What a lovely and exciting moment it is !!
খুব সুন্দর উপস্থাপনা
WOW. Thanks for this wounderful opportunity to see this program.
ভিডিওর উপস্থাপনা জাস্ট অসাধারণ,
আরো সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় ❤️
ভিডিওর চে' উপস্থাপনটা আমার অসাধারণ.…..মনোমুগ্ধকর উপস্থাপন। যেনো মনেহল নিজে ঘুরে আসলাম।
অসাধারণ বাচনভঙ্গি,মিউজিক গুলো ও ভ্লগএর সাথে মিলে মনোমুগ্ধকর এক আবেশ সৃষ্টি করেছে ।আর এত্ত তথ্য এবং এরিয়েল ভিউ আরো প্রাণবন্ত করেছে ভিডিও টিকে।সবমিলিয়ে অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ।🥰🥰😍😍👍🏼👍🏼best of luck.May Allah bless u.
Your presentation skills are really praise worthy!
অনেক সুন্দর লাগলো..
Ask laftan anlamaz, Bigim hikaye, Erkenci kus ইত্যাদি তুর্কি সিরিয়াল দেখার সময় তুরস্ককে জানার আগ্রহ হয়।
আপনার ব্লগ গুলোতে তুর্কি সিরিয়াল ভাইব আছে। ভাগ্যিস ইউটিউব রিকমেন্ড করেছিল নয়তো এই চমৎকার উপস্থাপনা থেকে বঞ্চিত হতাম।
সাবস্ক্রাইব করে দিছি, ধন্যবাদ।
ধন্যবাদ
আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হয়। ভিডিওগ্রাফি, অডিও সব কিছুই মনোমুগ্ধকর ♥
ভাইয়া তোমার উপস্থাপনা অনেক সুন্দর এবং মার্জিত
Vai. THAILAND travel series chai.
ভাইয়া আপনার উপস্থাপনার জন্য ভিডিও দেখতে আসছি❤️
আসলেই ভাই।
ধন্যবাদ আপনাদের
অসাধরণ ভিড়িও♥♥
a mon kisu dekhale vai a ja kew dehkaini age,,,,,,thanks brooo,,,,,
so beautiful videoooooooooooooooo. u vry kind and nice man... god blesss uuuuuuuuuuuuuu
MaSahAllah💖Topkapi palace video Taratari upload koren please 💖
খুব ভালো লাগলো। ভাইয়া আপনার উপস্থাপনায় ভিডিওটি আরো সুন্দর হয়েছে👌👌☺☺
ভালোবাসা অবিরাম...... 😍😍💕💕💞💞💞💗💗💗💗💗😍💕💞💞💞
Nice camera work,clear presentation,authentic information all equal to a best Bangali youtuber i've ever seen❤❤
খুব সুন্দর হয়েছে..
just shei bro🔥... mone hosse saradin tmr video dekhei jai❤... take love from Meherpur District ❤🔥
Onk shundor uposthapona apnar vaiya....
খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো🥰🥰সাথে আপনার উপস্থাপনা খুবই সুন্দর 🌼🌼
অসাধারণ বানিয়েছেন। Best of luck
মাশা-আল্লাহ অনেক সুন্দর জায়গা
পৃথিবীর সেরা ব্লগার
অসাধারণ আপনার বাচনভঙ্গি। সঙ্গে রিসার্স ওয়ার্ক ও ফটোগ্রাফিও দারুণ। সাবস্ক্রাইব করেছি তো বটেই, সেই সাথে ভক্তও হয়ে গেছি। চলুক আপনার এই ট্রাভেল-পরিক্রমা।
ধন্যবাদ আপনাকে 😊
আপনার সবগুলো ভিডিও আমার দেখা।খুবই ভালো লাগে আপনার ভিডিও গুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤
ভাইয়া অসাধারণ একটা ট্যুর , একদিনের ট্যুর আমার খুব পছন্দ...
As a iubian, i couldn’t until subscribe. Best of travel video. Love you brother......
Thanks mate!
ভাইয়া, আপনার ব্লাগ গুলো দেখে ভ্রমণের ইচ্ছে টা ফিরে পাই
Apnar kotha gulo onek Sundor
We all love your videos
Thanks a lot
এত সুন্দর ভিডিওতে এত কম ভিউ,মানা যাচ্ছে না।☹️☹️
Very nice vlogging Bhaia ☺️
I went there last year, such a lovely city and Turkey is awesome.
MashaAllah..Bhai apnar voice ta osadaron👍👍
বেশ তথ্য বহুল ব্লগ ।😍
Onk shondor hoi vai apnr video
You are the best Travel Vloger
অসাধারন, মনে হচ্ছে আমি আপনার সাথে ছিলাম 😍
You are the best travel vlogger in Bangladesh I have ever seen.
ভাই আপনার উপস্থাপনা দেখে মুগ্ধ হলাম।
Just wow😍😍
*মাশা-আল্লাহ। ভাই ইসলামি ইতিহাসের ঐতিহ্য স্থানগুলো দেখালে অনেক ভালো লাহতো।উসমানী সাম্রাজ্য উত্থান পতনের কাহিনি ও স্থান গুলো দেখালে মনটা ভরে যেতো।*
শুভকামনা রইল ভাইয়া , আপনার ভিডিও দেখে সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ!!!
Apnar Presentation chomotkar...
আপনার এই ভিডিও তুরুষ্ক ভ্রমণ এ উৎসাহ করে তুলছে।
One of the best vloger you are!!!
Hay Mashallah . ❤️
ভ্রমণ তো অনেকেই করে কিন্তু এত পরিকল্পিত ভাবে কখনো কাউকে দেখিনি বা নিজেরাও করিনি,বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঘুরেছি ফ্যেমিলির সাথে,ভ্রমণের দিনগুলো শেষে অতৃপ্তির সাধ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে,,বিশেষ করে আমার আম্মুর অতৃপ্তি চরম পর্যায়ের থাকে😊
Best Bangladeshi blogger
Just fall in love with your work
আপনার ব্লক গুলো দেখতে ভাল লাগে।
আলহামদুলিল্লাহ. ভালো হইছে ভাই.
Sotti, onek soundor Bhai ❣️
ব্রো সেরা❤️
khub valo kaj korchen
Want to visit turkey oneday Inshallah. It's so beautiful thanks to you for showing it to us 🥰
Your pagentition is great.... best of luck for your life...😇
Love from india bhi onek balo laglo bhi ❤️😘
u r the best.