আত্মীয় স্বজন যখন বিদেশের সিটিজেন 🤪🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 470

  • @ayeshaafroz7862
    @ayeshaafroz7862 Год назад +269

    প্রিয়,
    শামস,
    কেমন আছো। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছো। বাসার সবাই নিশ্চয়ই ভালো আছে। বড়দেরকে আমার সালাম ছোটদেরকে স্নেহ দিও।
    আমার মায়েরা নয় বোন ছিল। তখন মোবাইলতো ছিলইনা। ল্যান্ডলাইনও সহজলভ্য ছিলনা।আমার মায়েরা একবোন আরএক বোনের চিঠি লিখত।তারা পাউনটেইন পেন দিয়ে লিখত।
    আমিও মায়ের থেকে অভ্যাস পেয়েছি। চিঠি লিখতে আমার খুব ভালো লাগে। তাই তোমাকে লিখছি। চিঠিতো আর মেসেজনা যে এক লাইনে শেষ করব। পড়বেনা জানি। জর শুয়ে আছি ঘুম আসছেন। আমি যা লিখব তা তোমাকে নিশ্চয়ই অনেকে আরো সুন্দর ভাবে বলেছে। তবুও আমি আমার মতকরে একটু বলি?তোমার নিয়মিত সব চরিত্রগুলোর চেহারার সাথে আচরন এতটাই মিশে যা বাস্তবতার একদম ঠিকঠাক।
    ১।তোমার ভাই ভালো একটু বৌ ঘেসা।
    ২।কুলসুম খুব বেশী আধুনিক কিন্তু মন ভালো।
    ৩।তোমার মা ভালো মানুষ। বাইরের দুনিয়া কম বুজে কিন্তু নিজের সংসারের ভালো চায়। বৌকে মেয়ের মত দেখে। পাজি ননদ টাকেও হজম করেন।
    ৪।তোমার বাবাও চেহারার সাথে ঠিকঠাক। নির্ভেজাল ভালো মানুষ। একটু সিনিয়র সিটিজেন টাইফ মানসিকতা।
    ৫।টুনির মা চেহারা সাথে কুটনামি বাম্ফার।
    ৬।জোবেদার হাঁটা, চলা, কথা বলার ধরন,মাথায় সামান্য ওড়না টেনে রাখ।এমন বুয়া খুঁজলেও অন্য কোথাও পাওয়া যাবেনা। অসাধারন। একটু প্রলোভন দিলে বাড়তি কাজ করে দেয়। অন্য বুয়া রাখলে কিচ্ছু করে দিবেনা। বিশ্বাস না হলে রেখে পস্তাও। আগামি কোরবনিতে তোমার বাবাকে বুজিয়ে নাহয় একটু ভুঁড়ি ম্যানেজ করে দিও এবারতো টুনিরমা কারনে বেচেগেলা।
    ওকে হারাতে দিওনা।
    ৬।আর ফুফ্ফি ওটাতো অস্কার পাওয়ার যোগ্য। ওনার কথা এক কথায় বয়ান সম্ভনা। ফুফ্ফির যেহেতু দুইটা মেয়ে একটা নিশ্চয়ই বাবার মত ভালো। আর আরেকটা মায়ের মতো মেজাজ।
    ৫।কলি খালার ভীতু চরিত্রের জন্য চেহারা ঠিক আছে ভীতু টাইপ।
    ৬।আর আজকে বড় খালাকে দেখলাম। বিদেশে থেকে পরিশ্রম করা তামাটে চেহারা। অথচ তোমার মায়ের চেয়ে শক্ত আছে।
    তোমাকে ভালো লাগে।তোমার সৃজনশীলতাকে বাস্তব লাগে। অশালীন কিছুনেই। নাটক দেখিনা অনেকদিন। নাটকগুলো কেমন প্রতিশোধ আর হিংসা আর হিংস্রতায় ভরা। হুমায়ুন আহমেদের পরে আর কারো নাটক দেখিনা।
    আমি লেখা টাইফ করতে অনেক সময় নেই। আমার হাত কাপে তাই। তুমি পড়ে দেখ বা না দেখ। আমি লিখে শেষ করতে পেরিছি।শান্তি লাকছে।
    ভালো থেকো।
    ইতি
    আয়েশা।
    বিদ্র-লেখার যেকোন ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী।

    • @ThoughtsofShams
      @ThoughtsofShams  Год назад +163

      আসসালামুআলাইকুম আপু ❤ আপনার চিঠিটা পরে আপনাকে কোন ভাষায় আমি ধন্যবাদ দিবো তা বুঝে উঠতে পারছি না। এতো সুন্দর করে আপনি বিশ্লেষন করলেন সবকিছু আমি মুগ্ধ আপনার লেখা পড়ে। আপনাদের এই ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আপু ❤ অনেক অনেক ভালোবাসা রইলো আপু ❤️ আমার জন্যও দোয়া করবেন ❤

    • @ayeshadoyel7949
      @ayeshadoyel7949 Год назад +8

      Assalamu alaikum.. Khub shundor laglo apnar chhithi ta.. Valo thakben..

    • @salmanmahmud275
      @salmanmahmud275 Год назад +13

      আসসালামু আলাইকুম আপু। এই মোবাইলে র যুগে চিঠি লেখা এবং পড়া র কথা অনেকেই ভুলে গেছে ধন্যবাদ আপনাকে আবার মনে করিয়ে দেয়ার জন্য ❤❤

    • @julekhaakter6430
      @julekhaakter6430 Год назад +12

      মেসেজের সংক্ষিপ্ত যুগে আপনার দীর্ঘ চিঠি নস্টালজিক করে দেয়।

    • @ayeshaafroz7862
      @ayeshaafroz7862 Год назад +12

      @@ThoughtsofShams ধন্যবাদ আপু এত কষ্ট করে আমার চিঠি টা পড়ার জন্য।❤️❤️ আমি সত্যিই অভিভূত।

  • @salmanmahmud275
    @salmanmahmud275 Год назад +35

    সত্যিই এমন ভাই বোন অনেক আছে,যারা শুধু নিজেরটাই বুঝে। সুযোগ থাকাও সত্ত্বেও না নেয়ার জন্য অনেক বায়না ধরে। বাস্তব জীবনের কাহিনি উপস্থাপন করেছেন আপু।😢😢

  • @sanaxworld
    @sanaxworld Год назад +8

    সমাজের প্রতিটা মানুষের নিখুঁত চরিত্র ফুটিয়ে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।আপু আপনার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো আমাদের সমাজে যে সব চরিত্র আছে,সেই সব চরিত্র গুলো আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। এমন কি সেই সব চরিত্রের ভাষাগুলো সেইম ভাবে ফুটিয়ে তোলেন।এটা একটা বিশাল গুন ও আল্লাহ নেয়ামত।

  • @moshiurrahman4375
    @moshiurrahman4375 Год назад +20

    অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! আমাদের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া। ছোটোবেলা থেকেই অবশ্য ঢাকায়। তবে শামসের মা এবং বাবার চরিত্র দু'টি যেভাবে কথা বলে, আমার মা বাবাকেও সারাজীবন সেভাবেই কথা বলতে দেখেছি! শামসের মায়ের চরিত্রটি আমার কাছে আইকনিক মনে হয়!!

    • @jakiahaque1553
      @jakiahaque1553 7 месяцев назад +1

      Shams কুমিল্লার। By the way I am also from Brahmanbaria

    • @moshiurrahman4375
      @moshiurrahman4375 7 месяцев назад

      @@jakiahaque1553 হ্যাঁ, সেটা জানি। তবে ব্রাহ্মণবাড়িয়া একসময় কুমিল্লাই ছিলো, আর তাই দুই জেলার ভাষাও একইরকম।

  • @saffathsium9155
    @saffathsium9155 Год назад +13

    শামস এর আম্মুর কান্না দেখলে অনেক হাসি লাগে। উনার কান্নার স্টাইল টা দারুন। ফুপ্পিকে নিয়ে আসলে আরও ভালো লাগতো। অবশ্য বাস্তব ঘটনার সাথে মিল আছে অনেক। শামস আপুর কথা গুলি একদম ঠিক। তবে শামসের মা র কান্না জাস্ট অসাধারণ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sohidul1150
    @Sohidul1150 Год назад +43

    শ‍্যামস আপুর ভিডিও দেখে দুইটা জিনিস পাওয়া যায় এক হাসি দুই বাস্তবতা

  • @tamannaurmi6809
    @tamannaurmi6809 Год назад +6

    আফা আমরারে কাজেত লোক বানায়ে লইয়ে যান তাও লইয়া যান।
    সেরা😂😂😂😂

  • @Mr.TanvirBengal
    @Mr.TanvirBengal Год назад +14

    The best ever 😂😂😂😂 আমি বিদেশে থাকা আত্মীয়। দেখে মনে হলো সব নিজের জীবনের গল্প! 😂😂😂

  • @jasminakter8845
    @jasminakter8845 Год назад +20

    বাস্তব একটা ঘটনা তুলে ধরেছো আপু।এটাই সত্যি

  • @sonom_1
    @sonom_1 Год назад +46

    বাহ আপু একদম বাস্তব ঘটনা তুলে ধরেছেন 😂❤

  • @samimabegum6916
    @samimabegum6916 Год назад +35

    Last sec was most funny🤣🤣
    সম্পর্ক থাকলে থাকবে না থাকলে নাই🤣🤣

  • @mdrahin3879
    @mdrahin3879 Год назад +69

    শামস এর আম্মুর কান্না দেখে আমার শাশুড়ীর কথা মনে পড়লো ওনিও এরকম করে কাঁদে কিভাবে যে এত তাড়াতাড়ি কান্না চলে আসে আল্লাহ ভালো জানে। এসব দেখে আমার শুধু 😁😁পায়😜

    • @rukhsanaali6287
      @rukhsanaali6287 Год назад +5

      😂😂😂 Amar vaiyar sashuri o amon...kothay kothay kase AR AK min a e kanna sesh...😂😂

    • @iqbalhossain4725
      @iqbalhossain4725 Год назад +2

      আমার নানী শাশুড়ী ও এমন

    • @MdRafel-rl2eb
      @MdRafel-rl2eb Год назад

      ​@@iqbalhossain4725আয়া@0

    • @jakiahaque1553
      @jakiahaque1553 Год назад +1

      Drama queen ra emon e hoy

    • @sumaiahappi3050
      @sumaiahappi3050 Год назад +1

      সেম।

  • @sagorshamsuzzaman1014
    @sagorshamsuzzaman1014 Год назад +113

    আপনি কিভাবে যে এসব বুঝতে পারেন!! একদম সঠিক বলেছেন ।

    • @jakiahaque1553
      @jakiahaque1553 Год назад +2

      এগুলো জীবন থেকে নেয়া অভিজ্ঞতা, সব বাস্তব চিত্র। চাচী কী জিনিস! বউ কে এত ভয় পাওয়া যারা তারাই সুখে।

  • @jakiahaque1553
    @jakiahaque1553 Год назад +13

    বিদেশী relativeরা এসে যদি হোটেল এ উঠা লাগে তবে ভালো ছিলো। বাচ্চা বার্ষিক পরীক্ষা থাকে তখন আসে, ১০ দিন মেহমান, রকমারি আইটেম রাধা, কিন্তু শেষে thank you দেয়া

  • @bishojeetsitol1224
    @bishojeetsitol1224 Год назад +10

    হাসতে হাসতে শেষ😂😂😂 শেষের কলি খালা আসা টা আরো মজা ছিল

  • @hafsachowdhury3369
    @hafsachowdhury3369 Год назад +2

    _ Last seen ta eto Valo lagse...ja bolar moto nai...ekdom oshadarun Apu....Josssss😂

  • @bashiruzzamanrazu4595
    @bashiruzzamanrazu4595 Год назад +5

    শামস আপু,এই এপিসোড টা দারুন লাগলো। কথাগুলো বাস্তব।

  • @monirahasan9925
    @monirahasan9925 Год назад +8

    একদম সত্যি কথাগুলো বলেছো।
    আর মায়ের কান্না টা দেখে হাসতে হাসতে শেষ 😂😂😂😂😂

  • @tohinmd
    @tohinmd Год назад +6

    সামস এর খালারে দেইখা,,আমি শেষ😂😂😂

  • @Akhi5128
    @Akhi5128 Год назад +2

    যত দেখি তত ভাল্লাগে 🤣🤣🤣🤣🤣🤣
    মহিলা গুলোর পেটে আসলে কথা থাকেনা

  • @hurarachowdhury3191
    @hurarachowdhury3191 Год назад +7

    অসম্ভব মজা পেয়েছি। ভাই বোন সবাইকে send করেছি। Thank You.এরকম আরো ভিডিও চাই।দা-রু-ন। From USA Austin TX

  • @rakeenergolpo2020
    @rakeenergolpo2020 Год назад +4

    হা হা 😂, শামসুন্নি কটকটি একদম ঠিক জায়গায় ধরেছে, সেই রকম হয়েছে 😂

  • @Sonc433
    @Sonc433 3 месяца назад +1

    একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আপনার সবগুলো ভিডিও আমার খুব ভালো লাগে

  • @___lxiba
    @___lxiba Год назад +57

    I don’t understand How is it possible for someone to play multiple characters you’re really talented love from sylhet ❤

  • @mdhafizuddin5937
    @mdhafizuddin5937 Год назад +10

    Ammajaan: Kemon asosss
    *Starts crying*
    E part ta joss chilo

  • @-muhib_521.
    @-muhib_521. Год назад +9

    কলি খালা ঠিক সময় আয়ছে😂😂😂😂😂😂😂

  • @vaskarkhan3169
    @vaskarkhan3169 Год назад +1

    Last ar Acting Sei levl ar Joss Hoise

  • @khadizaakter-f9m
    @khadizaakter-f9m Год назад +1

    আপু তোমার ভিডিও গুলা আমার কাছে এত ভালো লাগে যা বলার মত না আমার দেখা সবথেকে বেস্ট কমেডিয়ান ভিডিও

  • @Sharmin_Poly
    @Sharmin_Poly Год назад +1

    Akdom sotti kotha. Amio airokom onek deksi nijedr modhei ase. Video ta korar jonno onek onek thanks.

  • @MDLemon-vj2vd
    @MDLemon-vj2vd Год назад +19

    আপুর ভিডিও দেখার জন্য বসে থাকি সবসময়❤🎉

  • @isratchadni3296
    @isratchadni3296 Год назад +8

    তোমার অভিনয় যে এত ভালো বলার মতন না এভাবেই চলতে থাকো শামস আপু ❤❤
    👇
    👇

  • @salmanmahmud275
    @salmanmahmud275 Год назад +8

    বাস্তব সত্যি টাকে তুলে ধরার জন্য ধন্যবাদ। লাভ ইউ আপু ❤❤❤❤

  • @hrithiksahasporsho8047
    @hrithiksahasporsho8047 Год назад +3

    শামসের খালা পুরাই সেই...

  • @FahmidaZaman-gu3dl
    @FahmidaZaman-gu3dl Год назад +2

    Somporko thakle thakbe na thakle nai! Wow 👌 just wow ! But amar bon a rokom na se ja income kore nijer khoroch bade sob desh a deye dai! Middle East a az 12 yrs job korche, Alhamdulillah

  • @Taa._sin
    @Taa._sin Год назад +3

    Aww nice story ☺️😍
    Please QnA video ta banayen

  • @nkvlogs8107
    @nkvlogs8107 Год назад

    আমার ছোট চাচা,ফুফাতে ভাই এদের মতো অবস্থা , মনের কথ😢নিয়ে মজার চলে বাস্তবতা তুলে ধরেছেন।

  • @NazrulIslam-z9d9q
    @NazrulIslam-z9d9q 2 месяца назад +1

    আমার কান্না পাছে আমি কেন এত দিন পড়ে এই ভিডিও পাইলাম 😊😊😊😂😂😂

  • @nargiskhanam9113
    @nargiskhanam9113 Год назад +10

    জীবনে এই প্রথম দেখলাম যে শামসের আম্মা কাউকে একটা উচিৎ কথা শুনাইতে পারসে😂😂

  • @sencreation3949
    @sencreation3949 Год назад +9

    মনের কথা গুলো নিয়ে ভিডিও বানাইছেন গো আপু😊

  • @mst.safurabegummoyna7956
    @mst.safurabegummoyna7956 Год назад +2

    OMG 😂
    I❤it

  • @TCG45559
    @TCG45559 Год назад +13

    Shams apu is the best content creator in Bangladesh. ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @1STSamiGamerBoss1SGB
    @1STSamiGamerBoss1SGB Год назад

    Donnobad apu video tar jonno.
    Akdom accurate hoise

  • @alaminvp9290
    @alaminvp9290 7 месяцев назад +3

    বিদেশের বোনটা কিন্তু সেই ছিল শামসুনের

  • @sarazara-ow7by
    @sarazara-ow7by Год назад +24

    হাসতে হাসতে মহাকাশে চলে গেলাম

  • @mahdamahda5828
    @mahdamahda5828 Год назад +3

    আমার কাছে তিনটা ডায়লগ ভালো লাগে,,১,, ওমা গো,২,, এরে সাম্ছ,৩,, মাদার ইন লো

  • @shuelikhalifa1941
    @shuelikhalifa1941 Год назад +1

    So true Ai duniya kw kro na apon oO akdin por hoi jai biar pr por hoi jai 😅

  • @Euphoria.KOokie
    @Euphoria.KOokie Год назад +7

    Shams এর খালামনি 😂😂

  • @MuspikaMehnaz-je9sk
    @MuspikaMehnaz-je9sk Год назад +2

    শামস আপুর ভিডিও আমার পরিবারের সবাই দেখে❤❤খুব খুব খুব ভালো লাগে ❤❤

  • @RipaAlam-ki1wv
    @RipaAlam-ki1wv 5 месяцев назад

    খুব চমৎকার হয়েছে

  • @mdriyad6094
    @mdriyad6094 Год назад +2

    apu wonderful ❤❤❤
    Ami apnar 1 taw video miss kori na🥰🥰🥰🥰🥰

  • @arafatsunnyaraf4202
    @arafatsunnyaraf4202 Год назад +1

    কলি খালা জাস্ট আগুন ❤

  • @Blckpink4ever
    @Blckpink4ever 5 месяцев назад

    Omgg,same kahini Amador satheo hoy.

  • @shohaghossain2332
    @shohaghossain2332 Год назад +1

    Shams apur ammu mane amdr unti Rocks! Full fatye diche😂😂😂😂

  • @rezaulkarimagm8238
    @rezaulkarimagm8238 Год назад

    Soooo good 😂😂shams apur nanike onek din dekhi na….nanike ektu anben please 😊😊😊

  • @zobayer_rahman_11
    @zobayer_rahman_11 Год назад

    1:06 সেরা। চরম বাস্তব কনটেন্ট। 👌

  • @morshedarahman3810
    @morshedarahman3810 Год назад +9

    আপারে দেইখা টাশকি খাইছি ।।। 😅😅

  • @Jannat-694
    @Jannat-694 7 месяцев назад

    ও মা,,,, এই কথাটা সেই লাগে 😂😂😂

  • @lifewithmonoara849
    @lifewithmonoara849 Год назад +11

    একদম সত্য ঘটনা ❤❤

  • @theinsatiableworld9380
    @theinsatiableworld9380 Год назад

    সম্পর্ক থাকলে থাকবো, না থাকলে নাই,🤣😂🤣😂 সেই ছিলো 😂

  • @shirinakter3744
    @shirinakter3744 Год назад +2

    Khuv moja pailem akdom sotto Kotha 😊😊😊😊😊😊😊😊😊

  • @hanahm7936
    @hanahm7936 Год назад +2

    অসাধারণ শামস। অভিনন্দন।

  • @earthqueen5868
    @earthqueen5868 Год назад

    Ufff ktodin por koli apa k dekhlm😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kashfiak6295
    @kashfiak6295 6 месяцев назад

    অসাধারণ চরিত্রগুলো এবং অভিনয়। সবচেয়ে অবাক হই এত সুন্দর ডায়ালগ, আর কিভাবে একটার পর একটা বলতে থাক তুমি? কোন গ্যাপ নাই, একা একা নিজের সাথে নিজে কথা বলছ এরকম কখনও মনেই হয়না, কি সুন্দর এডিটিং! মা শা আল্লাহ৷ তুমি একা এতগুলো কাজ কিভাবে করতে পার এত নিখুঁত ভাবে, যে কাজ ত্রিশ জনের একটা ফুল সেট করতে পারবেনা। ফেস কার্টুন হলেও ক্যারেক্টরগুলোর সাথে কি যে মানানসইভাবে মিলে যায়!

  • @anarkoli1548
    @anarkoli1548 Год назад +2

    hayre koli khala 😂😂😂😅😅😅😅

  • @sharminakhter2464
    @sharminakhter2464 Год назад +15

    বাস্তব 😂😂😂😂😂😂

  • @drratna7687
    @drratna7687 Год назад +2

    অনেক সুন্দর হয়েছে 😮😊😮

  • @jahinahmed2423
    @jahinahmed2423 Год назад +1

    Apu vdo ta onk vlo lagtse part 2 chai

  • @nicknick7955
    @nicknick7955 Год назад +1

    Shams Apu Eta Shera ❤ True Story... 😂😂😂❤❤

  • @molysdiary307
    @molysdiary307 Год назад +2

    Undoubtedly You are the best creator in Bangladesh ❤

  • @ruma8659
    @ruma8659 Год назад +3

    শামসের খালারে দেইখা ডরাইছি😂🤣

  • @sadia9818
    @sadia9818 Год назад +2

    😂😂😂real thing i like this episode.

  • @kaziahmed7479
    @kaziahmed7479 Год назад

    Super tallent, multitallent, ajker episode 100% perfect.

  • @NureNurblogg
    @NureNurblogg Год назад +1

    ইশ রে।আম্মুর কথা বলাটা সেই 😢😢😢😢

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 6 месяцев назад

    শামসের মায়ের কান্নাটা 😂😂😂

  • @SadiaSharmin-g2e
    @SadiaSharmin-g2e Год назад +1

    কলি খালারে খুব ভাল্লাগে 😂😂😂😂😂

  • @Othoiv7j
    @Othoiv7j Год назад +4

    এইটা আরও একটা পারট চাই😊

  • @rojinaakter4406
    @rojinaakter4406 Год назад

    Apu tumi ekta horror video banao

  • @oni6084
    @oni6084 Год назад

    দারুন.. দারুন... দারুন । পার্ট টু চাই

  • @Sadiyaakter3ezy
    @Sadiyaakter3ezy Год назад +1

    তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে

  • @sirajulislamislam3462
    @sirajulislamislam3462 Год назад

    একদম বাস্তব, আমাদের ফ্যামেলিতেও এরকম।

  • @kashfiak6295
    @kashfiak6295 6 месяцев назад

    Ammur jei kanna 😂😂😂

  • @zeenatsultana2259
    @zeenatsultana2259 Год назад

    চরম সত্যি বলেছেন।

  • @Sohana_ot4_7
    @Sohana_ot4_7 Год назад

    Apo apnar video golo sotti osadharo hoi 👍👍🥰🥰🥰

  • @aurnabpaul7403
    @aurnabpaul7403 Год назад

    আপু কিভাবে এত সুন্দর করে ভিডিও দেন :অসাধারণ

  • @fahimchowdhori8845
    @fahimchowdhori8845 Год назад

    কলির , পার্ট টা সেই লাগে 😅😅

  • @pappudas8994
    @pappudas8994 3 месяца назад

    চাচুর নোখ কত বড় আর নেরপালিস ও পরে ছে ❤❤

  • @-muhib_521.
    @-muhib_521. Год назад +1

    ফুফু যেমন কিপ্টা তার ছোট ভাইও সমান

  • @tariqanwar2091
    @tariqanwar2091 Год назад +5

    I just can't stop laughing after that last scene.. 'shomporko na thakle nai'.. Haha.. Ur diverse actings with excellent expressions to each of these different characters are so so so good.. U should seriously consider acting in a main stream telefilm or even movies.. Hoichoi, Netflix etc..

  • @sillyfunnyvids1970
    @sillyfunnyvids1970 Год назад

    Amio desher bair achi , desher baire na ashole arokom kicu bujtam na. Koto shundor kore apni tule dhorle . Dhonnobad❤

  • @rakhitvcornar9126
    @rakhitvcornar9126 Год назад

    শামস আপু মোংলা থেকে অনেক বড় ফ্যান সব ভিডিও দেখি😊😊

  • @FarjanasWorld545
    @FarjanasWorld545 Год назад

    Onek Onek Valo laglo Apu ❤❤❤

  • @JanatulFerdouspuspa-bx1ht
    @JanatulFerdouspuspa-bx1ht Год назад

    Khubi moja pailam. Real apu...

  • @SleepyBasketball-jm4ro
    @SleepyBasketball-jm4ro 10 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lubanarashid5248
    @lubanarashid5248 10 месяцев назад

    Omg sooo true 👍👍👍

  • @Nomanalabdullah
    @Nomanalabdullah Год назад +2

    শেষটা খুব ভালো লাগছে

  • @yushahossain7371
    @yushahossain7371 Год назад +1

    Apu ami apparently onk boro fan pls comment ar reply dan pls

  • @nishatlipi5616
    @nishatlipi5616 Год назад +1

    So beautiful delivery of every person in one

  • @rabeyasultana9326
    @rabeyasultana9326 Год назад

    অনেক সুন্দর হইছে আপু ।❤❤❤

  • @brishtihossain8965
    @brishtihossain8965 8 месяцев назад +1

    শামসের চাচার মত আমার ভাসুরেরাও এমন এক্সকিউজ দেয় 😂

  • @TanjilaHossain-mt3zq
    @TanjilaHossain-mt3zq Год назад

    আপু এক কথায় অসাধারণ