ভাসমান খাঁচায় মাছ চাষে সাফল্য পেয়েছেন সানাউল্লাহ শিকদার | সবুজ বাংলা | Sobuj Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025
  • ভাসমান খাঁচায় মাছ চাষে সাফল্য পেয়েছেন সানাউল্লাহ শিকদার | সবুজ বাংলা | Sobuj Bangla
    আমাদের দেশে সাম্প্রতিক সময়ে খাঁচায় মাছ চাষ নতুন আঙ্গিকে শুরু হলেও বিশ্ব অ্যাকুয়াকালচারে খাঁচায় মাছ চাষের ইতিহাস অনেক পুরোনো। খাঁচায় মাছ চাষ শুরু হয় চীনের ইয়াংঝি নদীতে আনুমানিক ৭৫০ বছর আগে। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আধুনিক কালে খাঁচায় মাছ চাষ ক্রমাগতভাবে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারের খাঁচা স্থাপন করে অধিক ঘনত্বে বাণিজ্যিক ভাবে মাছ উৎপাদনের প্রযুক্তি হলো খাঁচায় মাছ চাষ।
    ভাসমান খাঁচায় মাছ চাষ করলে পুকুরের ন্যায় জলাশয়ের প্রয়োজন হয় না।
    প্রবাহমান নদীর পানিকে যথাযথ ব্যবহার করে মাছ উৎপাদন বাড়ানো যায়।
    মাছের বর্জ্য প্রবাহমান পানির সাথে অপসারিত হয় বিধায় পানিকে দূষিত করতে পারে না।
    মাছের উচ্ছিষ্ট খাদ্য খেয়ে নদীর প্রাকৃতিক মৎস্য প্রজাতির প্রাচুর্য্য বৃদ্ধি পায়।
    প্রবাহমান থাকায় প্রতিনিয়ত খাঁচার অভ্যন্তরের পানি পরিবর্তন হতে থাকে ফলে পুকুরের চেয়ে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়।
    খাঁচা স্থাপনের জন্য উপযোগী, নদীর এমন অংশ যেখানে একমূখী প্রবাহ কিংবা জোয়ার ভাটার শান্ত প্রবাহ বিদ্যমান। নদীর মূল প্রবাহ যেখানে অত্যধিক তীব্র স্রোত বিদ্যমান সে অঞ্চলে খাঁচা স্থাপন না করায় ভাল। নদীতে প্রতি সেকেন্ডে ৪-৮ ইঞ্চি মাত্রার পানি প্রবাহে খাঁচা স্থাপন মাছের জন্য উপযোগী, তবে প্রবাহের এ মাত্রা সর্বোচ্চ সেকেন্ডে ১৬ ইঞ্চি এর বেশী না হওয়া উচিত।
    মূল খাঁচা পানিতে ঝুলন্ত রাখার জন্য নূন্যতম ১০ ফুট গভীরতা থাকা প্রয়োজন। যদিও প্রবাহমান পানিতে তলদেশে বর্জ্য জমে গ্যাস দ্বারা খাঁচার মাছের ক্ষতি হওয়ার সম্ভবনা কম তথাপি খাঁচার তলদেশ নীচের কাদা থেকে নূন্যতম ৩ ফুট ব্যবধান থাকা আবশ্যক।
    স্থানটি লোকালয়ের নিকটে হতে হবে যাতে সহজে নিরাপত্তা নিশ্চিত করা যায়।
    খাঁচা স্থাপনের স্থান থেকে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হতে হবে যাতে সহজে উৎপাদিত মাছ বাজারজাত করা যায়।
    খাঁচা স্থাপনের কারণে যাতে কোনভাবেই নৌ চলাচলে বিঘ্ন না ঘটে এমন স্থান হতে হবে।
    সর্বোপরি খাঁচা স্থাপনের জায়গাটি এমন হতে হবে যাতে শিল্প বা কলকারখানার বর্জ্য কিংবা পয়ঃনিষ্কাশন পানি অথবা কৃষিজমি থেকে বন্যা বা বৃষ্টি বিধৌত কীটনাশক প্রভাবিত পানি নদীতে পতিত হয়ে অপ্রত্যাশিতভাবে খাঁচার মাছ মারা যেতে না পারে।
    যোগাযোগ ঠিকানাঃ সবুজ বাংলা, জিটিভি, ২৫, সেগুন বাগিচা, ঢাকা-১০০০
    ফোনঃ ৮৩৯১০২১-৫, মোবাইলঃ ০১৯৩৮৮৩৫৮০৯
    email: shabujbangla@gazitv.com

Комментарии •

  • @mdjasim8600
    @mdjasim8600 4 года назад

    অনেক ধন্যবাদ

  • @alimdjuwel9533
    @alimdjuwel9533 5 лет назад +2

    খাচা কাঁচা কিভাবে বানাতে হবে তা নিয়ে একটা ভিডিও বানান আমাদের জন্য

  • @Mater_Sobas
    @Mater_Sobas 4 года назад

    অনেক সুন্দর। আমি করতে চাই

  • @fawzeyyabutaiban621
    @fawzeyyabutaiban621 5 лет назад +2

    ভাসমান খাঁচায় অবস্থা পুকুরে কি মাছ চাষ করা যাবে দয়া করে জানাবেন

  • @alihussainhussain9720
    @alihussainhussain9720 4 года назад

    মাশাল্লাহ

  • @ashrafulchad6812
    @ashrafulchad6812 6 лет назад +3

    খাচা কি ভাবে বানায় দয়া করে ভিডিও দিবেন

  • @samirmia3913
    @samirmia3913 6 лет назад +1

    আমি খামার করতে চাই ।কি ভাবে খাঁচা তৈরি করতে হয় যদি ভিডিও দিতেন

  • @etcbongo
    @etcbongo 5 лет назад +2

    যে তথ্য জরুরী তা নেই। কোন ধরনের জাল কি ভাবে ব্যবহার করতে হবে, কোথায় কি পাওয়া যাবে। কে কত কামাইছে সেটা জরুরী নয়। খাচার নিচ কেমন কি দেয় নিচে এগুলো অনেক তথ্য নেই।

  • @masudparvez2770
    @masudparvez2770 6 лет назад

    আমি মেঘনা উপজেলার সন্তান।

  • @nakirsk1904
    @nakirsk1904 5 лет назад

    বানানো গল্প .......আর কতদিন চলবে?