সুরা নিসা আয়াত ১০২ | Sura Nisa Verse 102 । গোঁজামিল ফাঁস পর্ব- ১

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 233

  • @ziaulislam9814
    @ziaulislam9814 26 дней назад +10

    আমি আগেই বুঝেছিলাম নামাজ ছালাত এক জিনিস না।কিন্তু এই আয়াত নিয়ে একটু বিচলিত ছিলাম। এখন তাও পরিষ্কার হয়েগলো।ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @Exhindu-q1e
      @Exhindu-q1e 22 дня назад +3

      নামাজ আর সালাত একই জিনিস শুধু ভাষাগত ভিন্ন। তাতে আমার মনে হয় না কোন আহামরি কিছু হয়েছে। বাংলা ভাষায় অনেক বিদেশী শব্দ আছে যেমন পানি এটাকে জলও বলে এখন আপনি এটাকে কি হিন্দু মুসলিম ভাষা বলে এক না বলবেন? ইংরেজিতে তা ওয়াটার বলে এখন এটা কি খ্রিস্টান ভাষা বলে ইংরেজি বলা বাদ দিবেন?

    • @MajedurRahoman-e6m
      @MajedurRahoman-e6m 22 дня назад

      আসলে আপনার সম্পর্কে আমার জানা হয়ে গেছে আপনি কোন সভাবে লোক।।আপনি হরেল মানুষ আপনাকে যা বুজাইতেছে আপনি সেটাকেই সঠিক হিসাবে মেনে নিচ্ছেন।কোন দিক তাকানোর অভ্যাস আপনার নেই

    • @MDIkram-w8p
      @MDIkram-w8p 14 дней назад

      নামাজ ফার্সি শব্দ যার অর্থ প্রার্থনা।আর সালাত মানে কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সালাত প্রতিষ্ঠা মানে কুরআন প্রতিষ্ঠকে বুঝানো হয়েছে।​@@Exhindu-q1e

    • @MDIkram-w8p
      @MDIkram-w8p 14 дней назад +1

      ​@@Exhindu-q1eনামাজ ফার্সি শব্দ যার অর্থ প্রার্থনা।আর সালাত মানে কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সালাত প্রতিষ্ঠা মানে কুরআন প্রতিষ্ঠকে বুঝানো হয়েছে।

    • @Botground
      @Botground 14 дней назад

      ​@@Exhindu-q1e এরা বিক্রিত মস্তিষ্কের নামাজ উর্দু ভাষা আর ছালাত আরবি ভাষা এটা বুঝেনা তারা।

  • @MdAziz-v1y
    @MdAziz-v1y День назад

    সত্য প্রচারের আল্লাহ পাক তৌফিক দিন

  • @Botground
    @Botground 14 дней назад +1

    আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আমিন।

    • @haneefa50nadeem61
      @haneefa50nadeem61 День назад

      ইউটিউব সার্চ দিবা সূরা তাফসীর বাংলা অনুবাদন সহ হাজার হাজার বিডি আসবো পুরা কুরানে ঠিক আছে তারপরে তোমার জ্ঞান হইব আল্লাহ তাহলে তুমি বাংলাদেশের ব্যবসায়ীর মতো মহিলা

  • @skmuzibur460
    @skmuzibur460 25 дней назад +2

    পৃথিবীর সকল কোরআন অনুসারীদের এবং এক আল্লাহর এক বিধান যারা মেনে চলে তাদের প্রতি সালামুন আলাইকুম

  • @mylifequran1139
    @mylifequran1139 28 дней назад +2

    অনেক সুন্দর হয়েছে আলোচনা

  • @Sufismlifebd
    @Sufismlifebd 28 дней назад +5

    অপেক্ষায় রইলাম

    • @MiniTrader-q3q
      @MiniTrader-q3q 28 дней назад +1

      আপনি একটু খেয়াল করলে দেখবেন উভয় দল্ কেই রাসুলের সাথে এসে সালাত আদায় করতে বলছেন তবে " তোমাদের" বিষয় টা একটু বুঝলাম না।

    • @Sufismlifebd
      @Sufismlifebd 28 дней назад

      @MiniTrader-q3q আরেকটু খেয়াল করে দেখবেন সালাতে দন্ডায়মান হয়ে নিজের অস্ত্র গ্রহণ করার কথা বলা হয়েছে।

    • @MiniTrader-q3q
      @MiniTrader-q3q 28 дней назад

      @@Sufismlifebd হুম সেটা তো বুঝলাম

  • @সিরাতুল-মুস্তাকিম৩৬৯

    বাক্বারাহ- ২৩৮, ২৩৯,
    আন-নিসা-১০২, ১০৩,
    মারইয়াম ৩১,৫৫,৫৯
    ত্বহা -১৩২,
    আন-নূর -৫৮,
    আল জুমা - ৯,১০
    আল, মাআরিজ - ২২,২৩,৩৪
    আল, মূযযাম্মিল -2,
    আল, কিয়ামাহ - 31.
    দয়া করে নামাজের এই আয়াতগুলো নিয়ে একটি বড় ভিডিও করে উপস্থাপন করবেন। যেন সকলের মনের কুয়াশাটা কেটে যায়। অবশ্যই এই আয়াতগুলোর উওর দিবেন আশা করি।

    • @shortgaming-w6q
      @shortgaming-w6q 16 дней назад

      আন নিসার ১০৩ নাম্বার আয়াত এর হুবহু বাংলা অর্থ বলে।

  • @PoishachikEntertainers
    @PoishachikEntertainers 21 день назад

    চমৎকার বিশ্লেষণ

  • @SarminHasi-jl7ne
    @SarminHasi-jl7ne 28 дней назад +7

    সালামুন আলাইকুম
    আলহামদুলিল্লাহ
    এভাবেই কোরআনের আলো ছড়িয়ে দিন
    কৃতজ্ঞতা জানবেন
    পরবর্তী ভিডিও অপেক্ষায়

  • @sonarsansarbd
    @sonarsansarbd 26 дней назад

    একদম সঠিক গবেষণা ভাই❤

  • @MdSofiqul-s2z
    @MdSofiqul-s2z 27 дней назад +3

    সূরা লাইল আয়াত নং ৯২/৪ অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
    সূরা বানী ইসরাইল আয়াত নং ১৭/৮৪
    প্রত্যেকেই আমল করে থাকে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী
    তোমার প্রতিপালক আল্লাহ ই ভালো জানেন যে কে সর্বাধিক নির্ভুল পথে ?
    এই কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ বাণী
    আসুন আমরা সবাই কুরআন বাংলা অর্থ বুঝে পাঠ করি

  • @belayethossain3622
    @belayethossain3622 26 дней назад

    খুবই সুন্দর যুক্তি সংগত

  • @Babul_Competer
    @Babul_Competer 12 дней назад +1

    সালাম নারায়ণগঞ্জ থেকে শুনছি এক ভাই কমনট অনেক রকম ভুল ধারণা দিলেন ভাই আমরা জানি সালাত আল্লাহর জন্য ১০২ এ বলা আছে অতঃপর তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদের জন্য সালাত করবে বিষয়টা খেয়াল করেন আল্লাহর জন্য না তাদের জন্য সালাত কর এই সালাদ আমাদের মাজজেদে ব্যায়াম করা না নামাজ না কোরআন থেকে নির্দেশনা দেওয়া [৪:১০২] আন নিসা
    وَإِذا كُنتَ فيهِم فَأَقَمتَ لَهُمُ الصَّلاةَ فَلتَقُم طائِفَةٌ مِنهُم مَعَكَ وَليَأخُذوا أَسلِحَتَهُم فَإِذا سَجَدوا فَليَكونوا مِن وَرائِكُم وَلتَأتِ طائِفَةٌ أُخرى لَم يُصَلّوا فَليُصَلّوا مَعَكَ وَليَأخُذوا حِذرَهُم وَأَسلِحَتَهُم وَدَّ الَّذينَ كَفَروا لَو تَغفُلونَ عَن أَسلِحَتِكُم وَأَمتِعَتِكُم فَيَميلونَ عَلَيكُم مَيلَةً واحِدَةً وَلا جُناحَ عَلَيكُم إِن كانَ بِكُم أَذًى مِن مَطَرٍ أَو كُنتُم مَرضى أَن تَضَعوا أَسلِحَتَكُم وَخُذوا حِذرَكُم إِنَّ اللَّهَ أَعَدَّ لِلكافِرينَ عَذابًا مُهينًا
    বায়ান ফাউন্ডেশন:
    আর যখন তুমি তাদের মধ্যে থাকবে। অতঃপর তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে। এরপর যখন সিজদা করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন ও অস্ত্র ধারণ করে। কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্র-শস্ত্র ও আসবাব-পত্র সম্বন্ধে অসতর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোন কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তাহলে অস্ত্র রেখেদেয়াতে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আযাব।

  • @DawahSky
    @DawahSky 14 дней назад

    প্রকৃতপক্ষে "সালাত" শব্দটি দ্বারা কি কি অর্থে ইন্ডিকেট করা হয়েছে আপনার একান্ত গবেষণা অনুযায়ী তা কি সংক্ষেপে এখানে শেয়ার করা পসিবল❓

  • @faruqueahmed8122
    @faruqueahmed8122 26 дней назад

    Brother you are right. Thanks

  • @mdhosan8766
    @mdhosan8766 28 дней назад

    সালামুন আলাইকা ♥

  • @কুরআনপ্রচারটিভিquranprochertv

    ভাই, এতো ছোট ভিডিও আপনার কাছে আসা করি না।

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад +9

      ভাই আলোচনা গুলো করা অনেক সময় সাপেক্ষ্য, আপনি হয়তো বুঝবেন চিন্তা করলে একেকটা আয়াতের ব্যাপারে চিন্তা করেই কুল পাওয়া যায় না। তাই যতক্ষন পর্যন্ত না আমি নিজে কোনও সন্তুষ্টিজনক উপলব্ধি অর্জন করতে না পারি ততক্ষন পর্যন্ত আমি আলোচনা করার যৌক্তিকতা দেখি না। তাছাড়াও আমার নিজের অফিসের কাজ থাকে , এর ফাকে যতটুক পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে হতাশ না হয়ে আল্লাহর পথের এই যাত্রায় কন্ট্রিবিউট করার আহবান করছি, আপনারাও গবেষনা করে কুরানের আলোয় মানুষ কে এগিয়ে নিয়ে যান। আমার অপেক্ষায় কারও দিন গোনা উচিৎ নয়। আল্লাহর উপর ভরসা করে সকলের নিজ নিজ গতিতে এগিয়ে যাওয়া উচিৎ।

  • @Rokan-w8d
    @Rokan-w8d 28 дней назад +1

    ❤❤সালামুন আলাইকুম 💚🌹💛

  • @AssalamUalaikum968
    @AssalamUalaikum968 28 дней назад

    sir apnr sathe kotha bole valo laglo😊🙂

  • @nazmulislam8518
    @nazmulislam8518 26 дней назад

    وَاِذَا کُنۡتَ فِیۡہِمۡ فَاَقَمۡتَ لَہُمُ الصَّلٰوۃَ فَلۡتَقُمۡ طَآئِفَۃٌ مِّنۡہُمۡ مَّعَکَ وَلۡیَاۡخُذُوۡۤا اَسۡلِحَتَہُمۡ ۟ فَاِذَا سَجَدُوۡا فَلۡیَکُوۡنُوۡا مِنۡ وَّرَآئِکُمۡ ۪ وَلۡتَاۡتِ طَآئِفَۃٌ اُخۡرٰی لَمۡ یُصَلُّوۡا فَلۡیُصَلُّوۡا مَعَکَ وَلۡیَاۡخُذُوۡا حِذۡرَہُمۡ وَاَسۡلِحَتَہُمۡ ۚ وَدَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ تَغۡفُلُوۡنَ عَنۡ اَسۡلِحَتِکُمۡ وَاَمۡتِعَتِکُمۡ فَیَمِیۡلُوۡنَ عَلَیۡکُمۡ مَّیۡلَۃً وَّاحِدَۃً ؕ وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِنۡ کَانَ بِکُمۡ اَذًی مِّنۡ مَّطَرٍ اَوۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَنۡ تَضَعُوۡۤا اَسۡلِحَتَکُمۡ ۚ وَخُذُوۡا حِذۡرَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ اَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا
    মুফতী তাকী উসমানী:
    এবং (হে নবী!) তুমি যখন তাদের মধ্যে উপস্থিত থাক ও তাদের নামায পড়াও, তখন (শত্রুর সাথে মুকাবিলার সময় তার নিয়ম এই যে,) মুসলিমদের একটি দল তোমার সাথে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সাথে রাখবে। অতঃপর তারা যখন সিজদা করে নেবে, তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং অন্য দল, যারা এখনও নামায পড়েনি, সামনে এসে যাবে এবং তারা তোমার সাথে নামায পড়বে। তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সাথে রাখবে। কাফিরগণ কামনা করে, তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাতে তারা অতর্কিতে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা পীড়িত থাক, তবে নিজেদের অস্ত্র রেখে দিলেও তোমাদের কোনও গুনাহ নেই; কিন্তু আত্মরক্ষার সামগ্রী সাথে রাখবে। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন।
    মাওলানা মুহিউদ্দিন খান:
    যখন আপনি তাদের মধ্যে থাকেন, অতঃপর নামাযে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে, তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে, যারা নামায পড়েনি। অতঃপর তারা যেন আপনার সাথে নামায পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফেররা চায় যে, তোমরা কোন রূপে অসতর্ক থাক, যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোন গোনাহ নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্নরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্যে অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
    ইসলামিক ফাউন্ডেশন:
    আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সঙ্গে সালাত কায়েম করবে তখন তাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সিজ্দা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে ; আর অপর একদল যারা সালাতে শরীক হয় নাই তারা তোমার সঙ্গে যেন সালাতে শরীক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাতে তারা তোমাদের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির জন্যে কষ্ট পাও বা পীড়িত থাক তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোন দোষ নেই; কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয়ই আল্লাহ্ কাফিরদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন।
    (আন নিসা - ১০২)

    • @LightRevealed
      @LightRevealed  26 дней назад

      এতগুলো অনুবাদ দিয়ে কী বুঝাতে চাইলেন?

  • @tlhaquetlhaque1565
    @tlhaquetlhaque1565 10 дней назад

    সালাত বলতে কোরআন পাঠকে বুঝায় । প্রতি ওয়াক্তে চার রুকু পাঠ হবে আল কোরআনের অর্থ , আর মুসল্লিরা শুনবে । তারপর সেজদা করবে । বিপদ হলে এক রুকু পড়বে । এটাই সালাতের নিয়ম । তবেই সালাত প্রতিষ্ঠিত হবে ।

  • @Babul_Competer
    @Babul_Competer 29 дней назад

    সালাম নারায়ণগঞ্জ থেকে শুনছি

  • @nsuniquebanglacontent7900
    @nsuniquebanglacontent7900 12 дней назад

    সূরা 32 আয়াত নাম্বার ৭
    এখানে বলা হয়েছে আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেছি
    সূরা ৫৫ আয়াত ১৪
    এখানে বলা হয়েছে তিনি মানুষ সৃষ্টি করেছেন পোড়া মাটি দিয়ে
    সূরা ২৫ আয়াত ৫৪
    এখানে বলা হয়েছে মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে
    সূরা ২০ আয়াত ৫৫
    এখানে বলা হয়েছে
    আমি মানুষ সৃষ্টি করেছি পচা কাদামাটি দিয়ে
    সূরা ১৫ আয়াত ২৬
    এখানে বলা হয়েছে আমি তোমাদের মাটি থেকে সোজন করা করিছি
    সূরা 35 আয়াত 11
    যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে
    সূরা ৯৬ আয়াত২
    আল্লাহ পানি থেকে প্রাণের উদঘাটন করেছেন
    সূরা ২৪ আয়াত ৪৫
    এখন কথা হচ্ছে
    আমি আগেই বলিনি
    আমি অনেক ধার্মিক একজন লোক
    আমার কাছে আমার ইসলাম সবার আগে
    যাই হোক মূল কথায় আছিস
    এখানে দুটি প্রশ্ন আছে
    প্রথম প্রশ্ন হল
    এইখানে আমি তিনি যিনি এবং আল্লাহ
    বলতে কয়জন বোঝানো হয়েছে
    এটা প্রথম একটা প্রশ্ন
    আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
    আল্লাহ পাক কেন এক সুরার এক আয়াতে এক একর রকম ভাবে বলবে মানুষ এইভাবে এইভাবে সৃষ্টি করেছি
    এই আয়াতগুলা অন্য কোন ধর্মের মানুষ যদি পরে বা বুঝতে চেষ্টা করে তারা কি এই কথা বলতে পারেনা যে প্রথমে যেই আয়াত বা যেই সুরাতে বলেছেন পরবর্তীতে আয়াতে বলার সময় আল্লাহ পাক ভুলে গেছেন মানুষ সৃষ্টি করেছেন
    নাউজুবিল্লাহ
    কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে দেখেন প্রশ্ন কিন্তু আসতেই পারে
    যদি আমি ভুল হইয়া থাকি অবশ্যই আমার ভুলটা সংশোধন করে দিবেন এবং কি এই ভুল গুলো সংশোধন করার সময় অবশ্যই কারো কোন মনগড়া কাহিনী কোন গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করবেন না অবশ্যই সেগুলো কোরআন বা হাদিস থেকে বুঝাতে হবে
    এবং কি সেই হাদিসগুলা সহি হতে হবে দয়া করে সেই হাদীস গুলার কত নম্বর পৃষ্ঠা কত নম্বর হাদিস এবং কতো নাম্বার অধ্যায় উল্লেখ করবেন

  • @ForidKhan-me7ev
    @ForidKhan-me7ev 17 дней назад

    ২ নং পর্ব দেন ভাই ❤❤

  • @SakibMuztabarafid
    @SakibMuztabarafid 29 дней назад +1

    ❤❤❤❤

  • @habibahsan3599
    @habibahsan3599 29 дней назад +2

    এমন স্পষ্ট , সাবলীল ও সুন্দর এনিমেটেড ভিডিও আমি জীবনে কম দেখেছি/ শুনেছি।
    ধন্যবাদ।

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад +1

      আপনাকেও ধন্যবাদ।

  • @MdHazrat-k3e
    @MdHazrat-k3e 28 дней назад +1

    সালামুন আলাইকুম ❤❤❤

  • @jtpmhj
    @jtpmhj 19 дней назад

    Why do you copy from others (English videos from other channels) without proper acknowledgment?

    • @LightRevealed
      @LightRevealed  19 дней назад

      @@jtpmhj what did I copy brother? Which video you are talking about? I never copied a single video except for the 'Wudu' video. And I mentioned the the name of the original Researcher in the description also.

  • @saikahossain855
    @saikahossain855 29 дней назад +1

    সালাম
    মিরপুর ঢাকা।

  • @shahariarokan7697
    @shahariarokan7697 27 дней назад

    সালামুন আলাইকুম। আমি শাহরিয়ার রোকন গাইবান্ধা জেলা থেকে।আমার উপলব্ধি আর আপনার উপলব্ধি মিলিয়ে
    যাচ্ছে। আপনার কল্যাণ কামনা করছি

    • @saqlainmushtaqbd
      @saqlainmushtaqbd 16 дней назад

      গাইবান্ধা কোথায় বাসা আপনার?

  • @sujanshahriar3240
    @sujanshahriar3240 8 дней назад

    ভাই ২য় পাট কবে আসবে?

  • @firojmondal350
    @firojmondal350 28 дней назад +2

    Vhai ordhek er besi quran ty to vul tafsir a vorti kore diyeche
    Kotha theke thik ortho gulo pabo 😢
    Quran porte geleo ekhon chinta hocche ki bujhte ki bujhe bose thakbo
    Allah tumi sahajjo koro amader 😭

    • @anayaeman5703
      @anayaeman5703 27 дней назад

      porte porte buj asbe tobe sob word er bangla jante hobe

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j 18 дней назад

    ভাই আপনার কাছে জানতে চাই সূরা আন নূরের 58 নম্বর আয়াতের বর্ণনাটা

  • @tmmehedi
    @tmmehedi 29 дней назад +7

    এই আয়াত টি পড়ে আমর চোখ খুলে গেছে। আমার জানা মতে সবাই নীরবে সালাত পড়ে কিন্তু এই আয়াত এই বলা আছে বেশি ক্ষীণ শব্দে সালাত না পড়তে
    قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا
    বল, ‘তোমরা ‘আল্লাহ্‌’ নামে আহ্বান কর বা ‘রাহমান’ নামে আহ্‌বান কর, তোমরা যে নামেই আহ্‌বান কর সকল সুন্দর নামই তো তাঁহার। তোমরা সালাতে স্বর উচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন কর।’
    সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ১১০

    • @insearchoftruth240
      @insearchoftruth240 28 дней назад +1

      এই আয়াত অনুসারে তো সালাতের সব জায়গায় মাঝামাঝি স্বরে আওয়াজ করতে হবে। অর্থাৎ রুকু, সিজদা, বৈঠক সব জায়গায়ই মাঝামাঝি স্বরে আওয়াজ করে সবকিছু পড়তে হবে।

    • @tmmehedi
      @tmmehedi 28 дней назад

      @insearchoftruth240 hae karon salat ar namaz too ek jinish na 🙂

    • @tmmehedi
      @tmmehedi 28 дней назад +1

      @insearchoftruth240 اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
      তুমি আবৃত্তি কর কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়। এবং সালাত কায়েম কর। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে। আর আল্লাহ্‌র স্মরণই তো র্সবশ্রষ্ঠে। তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহা জানেন।
      সূরা নম্বর: ২৯ আয়াত নম্বর: ৪৫
      Quran er ortho bhuje bhuje telawat kora kei salat kayem kora bhujachhe.

    • @Exhindu-q1e
      @Exhindu-q1e 22 дня назад

      ​@@tmmehediনামাজ আর সালাত একই জিনিস শুধু ভাষাগত ভিন্ন। তাতে আমার মনে হয় না কোন আহামরি কিছু হয়েছে। বাংলা ভাষায় অনেক বিদেশী শব্দ আছে যেমন পানি এটাকে জলও বলে এখন আপনি এটাকে কি হিন্দু মুসলিম ভাষা বলে এক না বলবেন? ইংরেজিতে তা ওয়াটার বলে এখন এটা কি খ্রিস্টান ভাষা বলে ইংরেজি বলা বাদ দিবেন?

    • @tmmehedi
      @tmmehedi 22 дня назад

      @@Exhindu-q1e taile namaz er time kono sound chara mone mone keno poren ? Apni mone hoh amr uporer comment er ayat ta thik moto poren nai .
      قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا
      বল, ‘তোমরা ‘আল্লাহ্‌’ নামে আহ্বান কর বা ‘রাহমান’ নামে আহ্‌বান কর, তোমরা যে নামেই আহ্‌বান কর সকল সুন্দর নামই তো তাঁহার। তোমরা সালাতে স্বর উচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন কর।’
      সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ১১০

  • @mdhosen7393
    @mdhosen7393 23 дня назад

    My understanding:
    A. The messenger is leading the first group
    (4:102:10): with you=PRON - 2nd person masculine singular possessive pronoun
    B. The messenger is about to lead the second group, first group shifting positions. (they are going behind the messenger and second group)
    (4:102:17): behind you=PRON - 2nd person masculine plural possessive pronoun
    C. The messenger is leading the second group
    (4:102:24): with you=PRON - 2nd person masculine singular possessive pronoun

    • @LightRevealed
      @LightRevealed  23 дня назад

      B. Q1: What was the 2nd group doing while the 1st group is being lead by the messenger?
      Q2: Where was the 2nd group taking place while the 1st group was being lead by the messenger?
      Before you come to any conclusion you must clear these 2 questions.

  • @IbrahimKhan-mh8gd
    @IbrahimKhan-mh8gd 10 дней назад

    Bhai hojer 2nd part den

    • @LightRevealed
      @LightRevealed  10 дней назад

      @@IbrahimKhan-mh8gd এর পরের ভিডিও আসবে 'আন-নিসা' কে/কারা, তারপর আসবে, ওযুর আয়াতের বাকী অংশ, তারপর আসবে সালাতের সবগুলো আয়াতের পর্যালোচনা, তারপর আসবে রোযা/সিয়াম, তারপরে আসবে হজ্জের ভিডিও।
      ততদিন আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ ভিডিও দিব। অপেক্ষা করেন। ধন্যবাদ।

  • @anam4066
    @anam4066 19 дней назад

    আত্মা অনেক শান্তি পেলো।

  • @ForidKhan-me7ev
    @ForidKhan-me7ev 29 дней назад +1

    সালামুন আলাইকা খুব সুন্দর আলোচনা ❤❤❤❤

  • @shkmonzurali
    @shkmonzurali 25 дней назад

    শববার মেছেজ পড়েছি ছালাত কায়েম করো কায়েম মানে নিজের জিবোনে এপলাই করা ছালাত মানে কোরান অনুজাই সোতকরমো কারা

  • @MdMizan-hh8ff
    @MdMizan-hh8ff 23 дня назад

    Salam

  • @SheikhLiton-ki6oy
    @SheikhLiton-ki6oy 21 день назад

    সালামুন আলাইকুম আপনি আমার বক্তব্যের শুরুতে যে সালামটি দিয়েছেন এটাই কোরআন বিরুদ্ধ ৬:৫৪ এর পরিপন্থী

  • @nizamuddinsaleh7391
    @nizamuddinsaleh7391 29 дней назад +1

    You aren't absolutely right ❤❤❤

  • @MohammadMonjurulAhmmad
    @MohammadMonjurulAhmmad 27 дней назад

    আমি ৫টি অনুবাদ পড়েছি
    তখন যেন তাদের মধ্যে থেকে একদল তোমার সাথে দাঁড়ায়

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      আমিও তো সেটাই বললাম এবং দেখালাম। কি বলতে চাইলেন বুঝলাম না।

    • @amintanvir8906
      @amintanvir8906 20 дней назад

      সাথে দাড়ানো মানে কি​@@LightRevealed
      অর্থাৎ তাকবির দিয়ে নামাজে দাড়িয়ে যা করতে হয় সেটাই। অত:পর নামাজে দাড়ানোর পর কেউ রুকু না করে সেজদায় যায় না, রুকু সম্পন্ন করেই সেজদা করে। এবার অস্ত্রের কথা বলা হচ্ছে সাথে রাখতে নিরাপত্তার জন্য, যুদ্ধ করার জন্য নয়। তখনকার সময়ে অস্ত্র বেশ ভারি ছিল যা শরীরে বহন করে নামাজ পড়া একটু অসুবিধার ছিল। তাই তখন তারা অস্ত্র এক জায়গায় রেখে নামাজে দাড়াতো কিন্তু আল্লাহ এখানে তাদের অধিক নিরাপত্তার জন্য বলেছেন সামান্য অসুবিধা হলেও অস্ত্র যেন সাথেই রাখে। কুরআনের কোথাও কি পূর্ণ নামাজের ব্যবস্থা উল্লেখ করা আছে? নাই হাদিস থেকেই পূর্নতা জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ বুঝার তউফিক দান করুক

    • @LightRevealed
      @LightRevealed  20 дней назад

      @@amintanvir8906 ভাই কি তাফসীর লেখক? একটা তাফসীর লিখে ফেলেন।
      আর হ্যা, অবশ্যই তাদফসীরে উল্লেখ কইরেন
      ১. প্রথম দল সালাত পড়ার সময় দ্বিতীয় দল কি করছিলো আর কোথায় অবস্থা করছিলো।
      ২. দ্বিতীয় দল সালাত পড়ার সময় প্রথম দল কি করছিলো।
      ৩. সালাত পড়ানোর সময় রাসুল একা ঈমামের স্থানে অবস্থান করলে 'সিজদা হয়ে গেলে তোমাদের পিছোনে অবস্থান নেয়' বলা হলো কেন? 'তোমাদের' না হয়ে 'তোমার' হওয়া উচিত ছিলো।
      ৪. রুকু না করে সেজদা হয় না বুঝলাম, সেজদা হলেই পিছনে চলে যেতে বলা হলো, তাহলে বৈঠক বা সালাম ফেরানোর দরকার নাই? নাকি এগুলাও করেছে কিন্তু আল্লাহ বলতে ভুলে গেছিলেন?
      অর্থাৎ আপনি দাবি করছেন কুরানে বিস্তারিত নাই।
      তাহলে ভাই সুরা হুদের ১ এবং কাহাফের ৫৪ নাম্বার আয়াতের তাফসীর টাও করে দিয়েন।

  • @Thingsufi
    @Thingsufi 26 дней назад

    কুরআন এর তাফসীরে অনেক বর্ণনা পাওয়া যায়। তাহলে রাসূল এর তাফসীর কোনটা!!😂😂😂

  • @MDIkram-w8p
    @MDIkram-w8p 14 дней назад

    নামাজ ফার্সি শব্দ যার অর্থ প্রার্থনা।আর সালাত মানে কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সালাত প্রতিষ্ঠা মানে কুরআন প্রতিষ্ঠকে বুঝানো হয়েছে।

  • @tmmehedi
    @tmmehedi 29 дней назад +2

    Jumar namaz porte gele koshto laghe eita chinta kore je koto manush je বিপথে আছে 😢

  • @IbrahimKhan-mh8gd
    @IbrahimKhan-mh8gd 10 дней назад

    Bhai sob kichu manlam kintu janajar namaj o dafon kafon Quran a nai tahole ki manush mara gele amra ki korbo?

    • @LightRevealed
      @LightRevealed  10 дней назад

      কুরান নাজিলের আগে মানুষ কি করতো? তাই করবেন। শরীরের মৃত্যুর পর সেই শরীর যেন পরিবেশ দুষনের কারণ না হয় তার জন্য যা করা দরকার তাই করবেন। পৃথিবীতে মারা গেলে মাটির নিচে কবরস্থ করা যায়, সমুদ্রে মারা গেলে পানিতে ফেলে দেওয়া যায়, এতে মাছেরা খাদ্য পাবে, যদি অল্প বয়সে কেউ মারা যায় এবং তার অর্গানস ভাল থাকে সে অন্যকে অর্গান দান করে দিতে পারে। যদি স্পেসে বা মহাকাশ যানে মারা যায় তাহলে স্পেসে মৃতদেহ ছেড়ে দিতে পারে। এভাবেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
      তবে মৃতদেহ পুড়ানো মোটেও উচিত না, এতে পরিবেশ দুষনের মাত্রা বেশী।

    • @IbrahimKhan-mh8gd
      @IbrahimKhan-mh8gd 3 дня назад

      @LightRevealed ata abar kemon dormmo je dorme manush mittur por ki korte hobe sheta lekha nai..😂
      Quran najiler age to kichu manush lash k agune puraito tahole ki muslimra lash puraibe?
      Ar qurane to jakater kotha ullek ase kintu kibhabe jakat adai korte hobe sheta to lekha nai... Tahole Quran omimangshito kitab?

    • @LightRevealed
      @LightRevealed  3 дня назад

      @@IbrahimKhan-mh8gd ও কুরান নাজিলের আগে তাইলে মুসলমানও ছিলো না?

    • @IbrahimKhan-mh8gd
      @IbrahimKhan-mh8gd 3 дня назад

      @@LightRevealed কুরআন নাজিলের আগে যে সকল নবী রাসুল এসেছেন তারা এবং তাদের উম্মতেরা মুসলিম ছিল। ওই সকল নবী রাসুলগন ইনতেকালের পর তাদের উম্মতেরা তাদের ধর্ম ছেরে শিরিক শুরু করে এবং তারা কাফের হয়ে যায়। ভাই আমি আপনার সব ভিডিও দেখেছি আমার মনে হয় আপনি কুরআন এর ভুল বেখ্যা দিছছেন।ভাই মেনে নিলাম যে আরবের বাহিরের মানুষরা কুরআন এর ভুল উনুবাদ পরে কিন্তু কুরান এর ভাষা জাদের মাত্রি ভাষা তারা কেনো প্রচোলিত সালাত আদায় করে?🤔। ভাই আপনি আমার আগের প্রশ্নের উত্তর দেন নাই🙄

  • @MdBaccu-tt7yg
    @MdBaccu-tt7yg 29 дней назад

    Salam bi onnoo onubade asee tumar

  • @tmmehedi
    @tmmehedi 29 дней назад +1

    Salamun alaikum

  • @anam4066
    @anam4066 19 дней назад

    সালাত বা নামাজ কাকে বলে এখন যদি মানুষ বোঝে।

  • @shkmonzurali
    @shkmonzurali 25 дней назад

    সালামুন আলাইকুম

  • @notify4471
    @notify4471 21 день назад

    আমার তো মনে হয় এই আয়াত এখন অচল। এখন কোন যুদ্ধক্ষেত্রে আপনি কি নামাজ পড়তে পারবেন? এয়ার অ্যাটাক হলে, ট্যাংক অ্যাটাক হলে,একে ৪৭ দিয়ে ফায়ার করতে থাকলে আপনি কি নামাজ আদায় করতে পারবেন?

    • @LightRevealed
      @LightRevealed  21 день назад

      ভাই এখানে যুদ্ধক্ষেত্র কোথায় পেলেন? আয়াতের আগে পিছে অন্যান্য আয়াত এবং কন্টেক্সট পড়ে কি আপনার যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে? আর কুরান যদি সার্বজনীন এবং সর্বকালের জন্য হয় তাহলে আপনি আমি কুরানের কোনও একটা আয়াতকে কোনও একটা নির্দিষ্ট সময়ের জন্য বেধে দেওয়ার কে? বেধে দিলে কি কুরানের সার্বজনীনতার সাথে নাফরমানী করা হয়ে যায় না?

  • @mdsofikul6065
    @mdsofikul6065 28 дней назад

    সালামুন আলাইকুম

  • @almarufantor4702
    @almarufantor4702 24 дня назад

    ভাই, আপনার অনেক কথাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। কিন্তু এর আগের আয়াতের একটা অংশ এমন "যখন তোমরা দেশে-বিদেশে সফর কর, তখন সালাত কসর করাতে তোমাদের কিছুমাত্র দোষ নেই"... আর এই আয়াতে সালাত কায়েম করা এবং সিজদার উল্লেখ থাকা। আবার সুরা বাকারা (আয়াত ৪৩) "রুকূ‘কারীদের সঙ্গে রুকূ‘ কর" এই অংশটা কি আমাদের প্রচলিত যেই নামাজ (তাকবীর, রুকু, সিজদা), এমন নামাজ পড়াকে বুঝায় না?
    আপনার মতামত জানতে চাই।

    • @LightRevealed
      @LightRevealed  24 дня назад

      @@almarufantor4702 অপেক্ষা করেন। জানতে পারবেন। যতটুকু আলোচনা করেছি তার মধ্যে কোনও ভুল চোখে পড়লে, অথনা কোনও প্রশ্ন থাকলে জানাবেন।

    • @almarufantor4702
      @almarufantor4702 24 дня назад +1

      @@LightRevealed ভাই, আমি অনেক দিন থেকে নানান সংশয়ের জন্য ধর্ম থেকে এক প্রকার দূরে সরে ছিলাম। বিভিন্ন হাদিস আর হুজুরদের কাছে যেসব বক্তব্য শুনেছি তার মধ্যে অনেক বিষয়ে কনফিউশন ছিল আমার মধ্যে। একসময় বুঝতে পারলাম, আমার আসলে কোরআন পড়া উচিৎ, অন্যদের কাছে না শুনে, কারও মনগড়া মতামত না নিয়ে নিজে পড়ে দেখা দরকার। কিছুদিন যাবৎ সাধ্যমত পড়াশোনা করছি। অনলাইনেও রিসার্চ করছি। আর এভাবেই আপনার চ্যানেলটি খুঁজে পেলাম। মোটা্মুটি সবগুলো ভিডিও একবারে দেখে শেষ করেছি। আপনার বিশ্লেষণগুলো ভাল লেগেছে, আর অনেক কিছু আমার নিজের চিন্তাভাবনার সাথে রিলেইট করতে পারছি। তবে কারও যুক্তি বা মতামতকে অন্ধ বিশ্বাস না করে নিজের সাধ্যমত জানার চেষ্টা করে যাব।
      ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন এই কামনা করি।

    • @LightRevealed
      @LightRevealed  24 дня назад

      @@almarufantor4702 ঠিক এই কথাটাই আমি আমার ভিডিওর ওয়ার্নিং এবং চ্যানেলের ডেস্ক্রিপশনে লিখে রেখেছি। আপনারা চিন্তাভাবানা করে কুরান পড়ুন, পড়ে নিজে সিদ্ধান্ত নিন। এটাই আমার দাওয়াত। আমার কথাও অন্ধভাবে মেনে নেওয়া উচিত না।

  • @farhansayan7852
    @farhansayan7852 27 дней назад

    Namaj ki vabe koto rakat porbo

  • @subesadik9590
    @subesadik9590 25 дней назад

    আমরা সঠিক অনুবাদ কোথায় পাবো ??

  • @মোঃসাদেকুররহমানখোকা

    বর্তমান সময়ে যতোগুলো অনুবাদ আছে তার মধ্যে কোন অনুবাদ টা তুলনা মুলক ভালো ভাই আশা করি বলবেন?

    • @LightRevealed
      @LightRevealed  26 дней назад +1

      @@মোঃসাদেকুররহমানখোকা দু:খিত ভাই, কোন অনুবাদকেই ভাল বলতে পারছি না। আমি সবগুলো অনুবাদই পড়েছি সবাই সেইম। একে অপরের কপি করে অনুবাদ করেছে। আসলে এরা মুল কুরানের আরবীর অনুবাদ করেনি, বরং উর্দু অনুবাদকে বাংলায় ট্র‍্যান্সলেট করেছে।

  • @AbdusSattar-nw6wf
    @AbdusSattar-nw6wf 28 дней назад

    সালামুন আলাইকুম তিবতুম মোবারাকাতান তাইয়্যেবা। আপনি সুরা নিসার ১০২ ও ১০৩ আয়াত একসাথে অনুবাদ করলে পরিস্কার একটা ধারণা পেতেন। সুরা কাহাফ আয়াত ৫৪ ।

    • @LightRevealed
      @LightRevealed  28 дней назад

      সালাম। কি শুনলেন আর কি দেখলেন? বলাই তো হলো এই পর্বে অনুবাদ করা হবে না। শুধু মাত্র প্রচলিত অনুবাদ যাচাই করে দেখা হবে। নেক্সট পর্ব আসা পর্যন্ত ধৈর্য ধরেন। ৯৪-১০৩ পর্যন্ত অনুবাদ করা হবে।

  • @arifurrahman5985
    @arifurrahman5985 23 дня назад +1

    যেহেতু বাংলা অনুবাদ বুঝাচ্ছেন , সেহেতু আপনার নিজেরই বাংলা বোঝার গভীরতা আরও বেশি হওয়া উচিৎ । নাহলে আপনি নিজেও ভুলভাল গোঁজামিল দিতে থাকবেন।

    • @LightRevealed
      @LightRevealed  23 дня назад

      @@arifurrahman5985 আপনাকে অস্কার দেওয়া উচিত।
      কিছু ভুল বলে থাকলে পয়েন্টে কথা বলেন, দেখান ভুল কোথায় বলেছি। আর ভুল ধরার সক্ষমতা না থাকলে আপনার এই কমেন্টের উদ্দেশ্য কী?

  • @armyofmahdi99
    @armyofmahdi99 28 дней назад

    ভাই তাইলে আয়াতের ব্যাখ্যা কি হবে নাকি কোরআন এরকমভাবে আল্লাহ সৃষ্টি করছে যে এটার কোন ব্যাখ্যা কেউ করবে না যখন পৃথিবীতে যা ঘটবে কোরআন অনুযায়ী সেটার প্রকাশ হবে❤

    • @LightRevealed
      @LightRevealed  28 дней назад

      ব্যাখ্যা পরের পর্বে দেওয়া হবে বলেই তো দেওয়া হলো। এই ভিডিওর উদ্যেশ্য যতটুকু ছিলো ততটুকু যথাযথভাবেই তুলে ধরেছি।

    • @armyofmahdi99
      @armyofmahdi99 28 дней назад +1

      @LightRevealed oky ভাই

  • @MDsharful-s8r
    @MDsharful-s8r 27 дней назад

    রুকু ছাড়া কি নামাজ আল্লাহ কবুল করবে না। নাকি আল্লাহ আপনার কথা ভুলে ছিল।

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      যারা নামাযের এসব নিয়ম তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন রুকু ছাড়া নামায হবে কি না। এসব নিয়ম আমার নয়, এবং আয়াতের অনুবাদ-তাফসীরও আমার নয়।

  • @Sbhat744
    @Sbhat744 26 дней назад

    শুধু তেলাওয়াত করলে ঠিক, এখানে তর্জমা করলে ই সব ভেজাল!!!

  • @hassaniqbal5412
    @hassaniqbal5412 27 дней назад

    অনুগ্রহ পূর্বক সূরা নিসার এই আয়াতের ব্যাখ্যা করার আগে "ফলো ওহী বা follow wahi" এর বক্তার এই আয়াত নিয়ে প্রচারিত ভিডিওটা দেখে নিবেন। কারন উনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। অবশ্য যদি আপনি অহংকারী না হন

    • @LightRevealed
      @LightRevealed  26 дней назад +1

      দেখেছি।
      উনার প্রচেষ্টা অসাধারণ হচ্ছে। আর যাই হোক, উনি চিন্তা গবেষনা করে কুরানের আয়াত গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। অন্য সকল আলেমদের উচিত তাদের আকল এবং জ্ঞান কে কাজে লাগিয়ে উনার মত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে এই জাতি খুব দ্রুত অন্ধকার থেকে বের হয়ে আসবে আশা করা যায়।
      তবে উনার সাথে আমার কিছু দ্বিমত আছে এই আয়াতের ব্যাপারে। সামনে আলোচনা করব তখন বুঝতে পারবেন। ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য।

    • @hassaniqbal5412
      @hassaniqbal5412 25 дней назад

      Thank u​@@LightRevealed

    • @hassaniqbal5412
      @hassaniqbal5412 25 дней назад

      ​Thank you

  • @earnesteffort8115
    @earnesteffort8115 26 дней назад

    এই আয়াতের সঠিক অনুবাদ না দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না।

  • @NasimaRahman-f1v
    @NasimaRahman-f1v 21 день назад

    😮সালাম ভাইজান।
    আপনি তো ভুলটা ধরিয়ে দিলেন।
    এখন সঠিকটা কি হবে তাই বলবেন কি?
    কেনো দয়াময় আল্লাহ্ এই আয়াত নাজিল করেছেন?
    কাদের জন্য তা নাজিল হয়েছে?
    কোন সময়ের জন্য এই আয়াত নাজিল হয়েছে?
    স্বাভাবিক সময়ে কি তা প্রযোজ্য হবে?
    আপনি আধাখেঁচা কাজ করেছেন।
    যখন একটি ভুল ধরিয়ে দিবেন তখন তার সঠিকটাও তুলে ধরবেন ইনশাআল্লাহ

    • @LightRevealed
      @LightRevealed  21 день назад

      ভাইজান/আপুমনি কি মনোযোগ দিয়ে ভিডিও দেখেন? ভিডিওর শুরুতেই স্পষ্ট ভাষায় বলা হলো এই পর্বে শুধুমাত্র গোঁজামিল ধরা হবে, সঠিক অনুবাদ এবং ইন্টারপ্রিটেশন তথা সমাধান এই পর্বে দেওয়া হবে না, পরের পর্বে দেওয়া হবে। ধৈর্য ধরতেও বলা হলো। এগুলো কি খেয়াল করেন না?

  • @mishuislam7089
    @mishuislam7089 27 дней назад

    ভাই আরকেটা সমস্যা আছে সূরার নামের সাথে সুরার আয়াতের মিল নাই। যেমন সূরা আম্বিয়ার ভিতর ইব্রাহিম নবীর কাহিনি। সূরা মুহাম্মাদ এর ভিতর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে কোন আয়াত নাই। কেমনে কি

    • @LightRevealed
      @LightRevealed  26 дней назад

      সুরার নাম মানুষের দেওয়া। আল্লাহর দেওয়া নয়। এই জন্যই এত সমস্যা।

  • @sheikh40200
    @sheikh40200 20 дней назад

    Find lies and contradictions in the Quran. Do you still believe in this book written by many?

    • @LightRevealed
      @LightRevealed  20 дней назад

      @@sheikh40200 The book has no contradictions. The translations of the book have a lot of contradictions.

  • @NirobHossin-wh7ms
    @NirobHossin-wh7ms 27 дней назад

    আহাদ অর্থ কি এক না একক, একটু জানাতাম

  • @razu4923
    @razu4923 26 дней назад

    Bro...অন্য পর্ব গুলো কবে পাবো।

    • @LightRevealed
      @LightRevealed  26 дней назад

      একটু অপেক্ষা করতে হবে। দুই একটা ভিডিওর পরে দিব ইনশাআল্লাহ৷

  • @Babul_Competer
    @Babul_Competer 27 дней назад

    সালাম ভাই মানোষ ভুল অনোবাদের ভিতর আছে একটা সিঠিক অনোবাদ চাই

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      সঠিক অনুবাদ করা তো আমার কাজ নয় ভাই। যারা আরবি ভাষা বিশেষজ্ঞ আছে এবং কুরানের আরবির ব্যাপারে জ্ঞান রাখে তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুবাদ করা উচিত

  • @mdajgaralimolla9012
    @mdajgaralimolla9012 26 дней назад

    সালাম ভাই

  • @firojmondal350
    @firojmondal350 28 дней назад

    Vhai apni ki ekta valo bangla onubad kora quran bolte parben 😢 jetai vul nei 🙂

    • @LightRevealed
      @LightRevealed  28 дней назад

      কোথাও নাই। দু:খিত।

  • @SKMosaddek-dv8dl
    @SKMosaddek-dv8dl 26 дней назад

    এখানে রসেল মেজার হয়েছে মেজার মিলিটারি হয়েছে তার সাহাবাদেরকে ওইটাই ট্রেনিং দিচ্ছে

  • @SiddiqueAbuBakarmohamed
    @SiddiqueAbuBakarmohamed 26 дней назад

    আপনি ই বলুন হদিস ছায়া আর কি সহজ উপায় আছে, ধর্ম কে বিকৃত
    করা , সাধারণ কে ধোকা দেয়ার??

  • @anowarhossen5574
    @anowarhossen5574 27 дней назад

    সালামুন আলাইকা! এই আয়াতে রাসুল কোন সেজদা করেন নাই
    এই সুরার ১০৩ নং আয়াতের শেষের অংশে সালাতের সংগা দেওয়া আছে।যেমন: ইন্না সালাতা কানাত মুমিনুনা কিতাবুন মাক্তুতা।নিশ্চয় স্থায়ী বিশ্বাসীদের রুটিন বুক।মুর্শিদ আনোয়ার।

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      সালাম। আমি কি বলেছি রাসুল সেজদা করেছে?

  • @LakumMia
    @LakumMia 28 дней назад

    ভাই গবেষণা চালিয়ে যান

  • @SakibMuztabarafid
    @SakibMuztabarafid 29 дней назад

    Sura nisa er 101 to 104 alochona korle valo hoto. Karon 103 ayet er ses e aber nirdharito time er kotha bola ase.

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад +1

      Wait করতে হবে ভাই, ধৈর্য্য হারালে চলবে না। বলেছি তো পার্ট ২ আসবে তখন সঠিক ইন্টারপ্রিটেশন তুলে ধরার চেষ্টা করা হবে, তখন আগের পরের সব আয়াতের ব্যাপারেই আলোচনা আসবে।

    • @SakibMuztabarafid
      @SakibMuztabarafid 29 дней назад

      @LightRevealed ok. Love you ❤️❤️❤️

  • @allthingservideo456
    @allthingservideo456 29 дней назад

    Maf korben bhul hotei pare amar ektu bolben plz apni ki ahle quran?

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад +1

      ভাই আমি কি আমি কে এগুলো নিয়ে ব্যস্ত না হলেই ভাল। আমাকে নাম দিয়ে আপনার কি লাভ? কথা গুলো সত্য মনে হলে শুনবেন নাহলে চলে যাবেন, আমাকে নাম দেওয়ার চেষ্টা করছেন কেন?

    • @allthingservideo456
      @allthingservideo456 29 дней назад +2

      @LightRevealed maf korben bhaia ami ebhabe bolte chai ni karon ami sotto islamer khoj kortesi karon ami onananno der moto dhormandho noi

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад +2

      তাহলে আপনার উচিৎ নয় কারও জাত, বর্ন, গোত্র, বা দলের নাম জিজ্ঞাসা করা। সত্য কোনও নির্দিষ্ট দলের কাছে থাকে না, আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকেই আল্লাহ সত্য দান করেন। কারও পরিচয় নিয়ে চিন্তা না করে সে যা বলে সেটা নিয়ে চিন্তা করবেন, হোক সে মুসলমান বা ইয়াহুদি বা খ্রিস্টান বা হিন্দু। আশা করা যায় আল্লাহ পথ দেখাবেন।

    • @allthingservideo456
      @allthingservideo456 29 дней назад

      @@LightRevealed inshallah

    • @neptune007
      @neptune007 23 дня назад

      না , উনারা নতুন ভাবে ধর্মকে সাজিয়েছে। তাদের মতে শুধু কুরান মানতে হবে, হাদিস মানা যাবে না। হাদিস মিথ্যা। যেমন কুরানে নামাজের কোনো নিয়ম নাই, তাই নামাজ পরা দরকার নাই। আবার তারা কুরানের ব্যাখ্যা তেও বিকৃত করে। আপনি উনাদের ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে যাবেন।

  • @NadirNadir-p6d
    @NadirNadir-p6d 29 дней назад +1

    Very nice

  • @shorol-poth
    @shorol-poth 19 дней назад

    আপনি তাহলে হাদিস মানেননা?

  • @TOUHID1981
    @TOUHID1981 27 дней назад

    স্যার সবজায়গায বহুবচনে চিন্তা কররে হবে না। যেম ধরেন আপনি যদি একা ছলাত আদায় করেন তাহলে সুরাহ্ হামদ ের পাঁচ নম্বর আযাত পড়তে পারবেন না।ওখানে না বুদু বলা আছে। সেখানে আ বুদু বলতে হবে আপনাকে। পারবেন চেন্জ করতে

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      কিসের মধ্যে কি ঢোকান ভাই? ভিডিওতে যা বলেছি স্পষ্ট এবং স্ট্রেইট কাট বলেছি। আপনি 'না' বুদুর' সাথে 'ওয়া র' ইকুম' মিলাতে আসছেন কোন দুঃখে? আয়াত যেভাবে আছে সেভাবেই তুলে ধরা হয়েছে।

    • @TOUHID1981
      @TOUHID1981 27 дней назад

      @@LightRevealed আপনি তো বহুবচনে ব্যাখ্যা করছেন। সেই জন্য বললাম। বললে সব আয়াত মাথায রাখতে হবে ছলাতের ব্যাপারে যত আয়াত আছে। ১০০ থেকে ১০৪ পর্যন্ত্য আয়াত ব্যাখ্যা করতে তো আপনাকে ।কুরআন তো সাবজেক্ট অনুযায়ী বর্ণনা করা আছে।

    • @LightRevealed
      @LightRevealed  27 дней назад

      @@TOUHID1981 দয়া করে মনোযগ সহকারে কথা শুনবেন নাহলে শুনবেন না। ভিডিওর শুরুতেই বলা হয়েছে এই ভিডিওতে শুধুমাত্র এই আয়াতের প্রচলিত অনুবাদ এবং তাফসীর তুলে ধরা হবে। এই ভিডিওতে আপনি আমার ব্যাখ্যা কই পাইলেন? ব্যাখ্যা তো এখনও করিই নি। প্রচলিত অনুবাদ এবং তাফসীরে যেভাবে ব্যাখ্যা করা আছে সেটা তুলে ধরাই এই ভিডিওর উদ্যেশ্য ছিলো। পরের পর্বে আমি তুলোনামুলক সঠিক অনুবাদ শেয়ার করব সেটাও বলেছি। তো ভাই আপনি কি মনযোগ সহকারে এই কথা গুলো যখন বলেছি তা শোনেন নি? শুনে থাকলে তো এমন মন্তব্য নিশ্চয় করতেন না।

    • @TOUHID1981
      @TOUHID1981 27 дней назад

      @LightRevealed ঠিক আছে।

  • @tlhaquetlhaque1565
    @tlhaquetlhaque1565 10 дней назад

    তোমাদের পিছনে বলত যারা নামাজে অংশগ্ৰহন করে তাদের পিছনে ।

    • @LightRevealed
      @LightRevealed  10 дней назад

      @@tlhaquetlhaque1565?? যারা নামাযে অংশগ্রহণ করেছে তাদের কে কাদের পেছনে যেতে বলা হচ্ছে?

  • @Babul_Competer
    @Babul_Competer 29 дней назад

    সালাম ভাই নামাজ এই শব্দটা কোরআনের কোথাও নাই এটা ইনপুট কইরা আনা

    • @LightRevealed
      @LightRevealed  29 дней назад

      জ্বী।

    • @shahariarokan7697
      @shahariarokan7697 28 дней назад +1

      সালামুন আলাইকুম। আমি শাহরিয়ার রোকন গাইবান্ধা জেলা থেকে।আমার উপলব্ধি আর আপনার উপলব্ধি মিলিয়ে
      যাচ্ছে। আপনার কল্যাণ কামনা করছি

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 27 дней назад

      NAMAZ. Shabdho. Holo. PARSIAN. Shabdho

  • @MohammadAmiral-amin-mw2hw
    @MohammadAmiral-amin-mw2hw 19 дней назад

    ভাই আপনি তো নিজে পথভ্রষ্ট হচ্ছেন আর অন্যদেরকে পথভ্রষ্ট করছেন। কারণ আয়াতটা হলো আর যখন তুমি তাদের মধ্যে থাকবে। অতঃপর তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে। এরপর যখন সিজদা করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন ও অস্ত্র ধারণ করে। কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্র-শস্ত্র ও আসবাব-পত্র সম্বন্ধে অসতর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোন কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তাহলে অস্ত্র রেখেদেয়াতে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আযাব। আল বায়ান।
    প্রথমত আপনি আয়াতের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।
    আর দ্বিতীয়ত আয়াত থেকে এটা স্পষ্ট যে,যারা প্রথমে সিজদাহ শেষ করল তাদের সাথে অস্ত্র সস্ত্র রাখবে,আর শেষ হলে তারা পিছনে চলে যাবে,আর যারা এখনো আদায় করেনি মানে পিছনে পাহাড়ায় ছিলো তারাও আসবে তাদের অস্ত্র নিয়ে সলাত আদায় করবে।আয়াত থেকেই প্রমাণ হয় যে আগে যারা সলাত আদায় করেছে তাদের কাছে অস্ত্র থাকবে আর যারা পরে আদায় করবে তাদের কাছেও অস্ত্র থাকবে।তো এই সহজ কথাটাকে কেন আপনাদের মতো ভ্রষ্টরা অস্বীকার করে??।আর যেহেতু দু দলের কাছেই অস্তু আছে বা থাকবে তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে পিছনে যারা পাহাড়া দিবে তাদের কাছও অস্ত্র থাকবে আর যারা সলাত আদায় করবে তাদের কাছেও অস্ত্র থাকবে। আবার যখন তারা মানে যাদের সিজদাহ হয়ে গেছে তারা পিছনে যাওয়ার সময় তাদের অস্ত্র নিয়েই যাবে। আর যারা সলাত আদায় করতে আসবে তারাও অস্ত্র নিয়েই আসবে সলাত আদায় করতে।
    আর ইমাম একজনই থাকবে,তখন নবী মুহাম্মদ সঃ ছিলেন ইমাম।ইমাম একজনই।
    আপনারা ব্যরানিষ্ট যে কত বড় জাহাল সেটা আপনার এই ভিডিও দেখে আরও ক্লিয়ার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ।
    পরিষ্কার জিনিসকে ঘোলা বানিয়ে নিজেদের পক্ষে নেওয়াই আর মানুষকে ইসলাম থেকে বের করাই আপনাদের মিশন।করা ণ আপনার পশ্চিমাদের মদদে এসব করছেন।
    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ক্ষমা করুন এবং হেফাজত করুণ এইসব শয়তান ও শয়তানের অনুসারীদের থেকে।আমরা প্রতিটা মুালিমই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে আশ্রয় চাই এসব শয়তান ও শয়তানের অনুসারীদের ফাদ হতে।
    আমিন।

  • @রোশনিমিলিয়া
    @রোশনিমিলিয়া 13 дней назад

    কেয়ামতের আলামতগুলির মধ্যে একটি হচ্ছে কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য ও ব্যাক্ষা করা

  • @mobarokhossain7547
    @mobarokhossain7547 28 дней назад

    সেজদাই সালাত,সেজদা সামনে করেছে।

  • @AlomgirHossain-eb9vb
    @AlomgirHossain-eb9vb 27 дней назад

    সলাত ইব্রাহিম আঃ থেকে মক্কায় প্রতিষ্ঠিত আছে। নবী মোহাম্মদ সঃ এর উপর নতুন কোন নামাজ নাজিল হয়নি। মেরাজে সলাত ফরজ 50-5 ওয়াক্ত সব বানোয়াট হাদিস। আমাদের নবী ও আমরা বংশ পরস্পায় ইব্রাহিম আঃ এর প্রতিষ্ঠিত সলাত আদায় করছি। সুরা বাকারার 125 আয়াতে আছে। নিসার 102 আয়ত কসরের জন‍্য। তবে সলাতের ওয়াক্ত ও রাকাত নিয়ে বিভ্রান্তি আছে। আল্লাহ্ সুরা হুদে তিন ওয়াক্ত সলাতের কথা বলেছেন ফজর মাগরীব এশা। যোহর আসরের সলাত কোরআনে নাই তবে যোহর আসরে নিরবে আল্লাহ্ কে স্মরণ করার কথা বলা হয়েছে তাই আমরা নিরবে কিরাত পড়ি যা কোরআন বিরোধী। কোরআনে সলাতে সরবে আয়াত পড়তে বলা হয়েছে। তবে প্রতি ওয়াক্তে সলাত দূই রাকাত যা আয়েশা রাঃ এর হাদীস দ্বারা প্রমান হয়।

    • @insearchoftruth240
      @insearchoftruth240 25 дней назад

      সূরা বাকারা এর ৬২ নাম্বার আয়াতঃ নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে এবং খৃষ্টান ও সাবিঈন- যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
      এবারে আমার প্রশ্ন হলো, যদি ৫ ওয়াক্ত নামায ফরয হয়, তবে তো বর্তমান ইয়াহুদী, খ্রিস্টানরা কখনোই জান্নাতে যাওয়া কথা নয়, কারণ তারা তো ৫ ওয়াক্ত নামায পড়ে না।
      এ বিষয়টা ব্যাখ্যা করার অনুরোধ রইল।

  • @AlhazKh
    @AlhazKh 29 дней назад +1

    ৬:৫৪

  • @horizonsky8189
    @horizonsky8189 26 дней назад

    Stupid explanation, disinformation, controversial.

  • @rahimuddinmolla8243
    @rahimuddinmolla8243 22 дня назад

    সুরা কাহফ আল্লাহ বলেছেন আমি ভেঙ্গে ভেঙে বলেছি,18/54
    ধরুন আপনার কাছে 5 টাকা আছে তাহলে কি আপনার কাছে 3 টাকা নেই ?
    আল্লাহ বলেছেন আমি যা ইচ্ছে আইন দি
    তাহলে কি আপনার সাথে পরামর্শ করে কুরআন নাযিল করলেই ভালো হতো ?😅😅
    আপনি মানুষ কে বিভ্রান্ত করছেন

    • @LightRevealed
      @LightRevealed  22 дня назад

      @@rahimuddinmolla8243 😂 ভাই আগে আপনার প্রিয় মোল্লাদের সাথে আলোচনা করে ১৮:৫৪, ১১:১ এই আয়াত গুলোর অর্থ চেঞ্জ করে তারপর জ্ঞান দিয়েন। আয়াতে লিখা সবিস্তারে ব্যাখ্যাকৃত, বিস্তারিত ব্যাখ্যাকৃত, আপনি বেশী মড়ল হয়েছেন নাকি আপনাদের হুজুরদের থেকেও? আপনাদের হুজুরদেরই করা অনুবাদ থেকে শব্দ পাল্টে দিচ্ছেন দিনে দুপুরে!
      এত বড় কানাকে আমি আর কি বলব? স্পষ্ট আয়াত অস্বীকার কারী। ৫ টাকা ৩ টাকা কি সব ভাড়ুয়া যুক্তি দেখাচ্ছেন বুঝে আসলো না।

  • @রোশনিমিলিয়া
    @রোশনিমিলিয়া 13 дней назад

    যদি কোরান বুঝতে হয় তবে আপনাকে আগে মুহাদ্দেস বা হাদিস বিশেষজ্ঞ হতে হবে কোরান কোন কবির লেখা উপন্যাস নয় যে আপনি পড়ে পড়ে মনের মত একটা ব্যাখা দাড় করবেন আপনি কি মুফতি ? নিজের পরিচয় দিয়ে কোরান ও হাদিস সম্পর্কিত ভিডিও ছাড়বেন

    • @LightRevealed
      @LightRevealed  12 дней назад

      কি সমস্যা আপনার? কথা কিছু ভুল বললে সেটা বলুন। মুহাদ্দিস মুফতি এগুলা বলে কি বুঝাচ্ছেন? কোথা থেকে আসেন আপনারা বলেন তো?

  • @rnr7326
    @rnr7326 21 день назад

    পরের আয়ত না পড়ে এই আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয় ১০১, ১০২ ও ১০৩ আগে পড়েন তারপরে ভিডিও বানান

    • @LightRevealed
      @LightRevealed  21 день назад

      @@rnr7326 এগুলো না বলে আপনি ব্যাখ্যা জানলে বলেন। আমি তাফসীর অনুবাদ সব দেখানোর পর সেখানে যা যা লিখা আছে তা তাই উপস্থাপন করেছি৷ ব্যাখ্যা তো এই ভিডিওতে করিই নি৷ কি দেখেন আর কী শোনেন?

  • @Shakil-y2c
    @Shakil-y2c 27 дней назад

    ভাই দাসী মারিয়া নিয়ে আলোচনা করলে ভালো হয়

    • @anayaeman5703
      @anayaeman5703 27 дней назад +1

      nobi jai koruk nobir hisab alada ar apnr hisab alada tai nobider jiboni teke islam sere dile hobe na Allah er adesh mante hobe

  • @jarifsadman6751
    @jarifsadman6751 13 дней назад

    নিজের টাকায় কেনা কমেন্টকারী দের নিয়ে এবং ইচ্ছামত ভিডিও তৈরি করে বাতেল ফেরকা তৈরি করলে এর জন্য সম্পূর্ণ দায়ভার আপনি হবেন!

    • @LightRevealed
      @LightRevealed  12 дней назад

      😂 হ্যা ভাই। আসলে কি করব বলেন? দাজ্জাল আমাকে এত টাকা পয়সা দিসে যে সেগুলো খরচ করার যায়গা পাচ্ছি না। তাই চ্যানেল খুলে টাকা দিয়ে সাবস্ক্রাইবার আর কমেন্ট কিনতেছি।

  • @nsuniquebanglacontent7900
    @nsuniquebanglacontent7900 12 дней назад +1

    সূরা 32 আয়াত নাম্বার ৭
    এখানে বলা হয়েছে আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেছি
    সূরা ৫৫ আয়াত ১৪
    এখানে বলা হয়েছে তিনি মানুষ সৃষ্টি করেছেন পোড়া মাটি দিয়ে
    সূরা ২৫ আয়াত ৫৪
    এখানে বলা হয়েছে মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে
    সূরা ২০ আয়াত ৫৫
    এখানে বলা হয়েছে
    আমি মানুষ সৃষ্টি করেছি পচা কাদামাটি দিয়ে
    সূরা ১৫ আয়াত ২৬
    এখানে বলা হয়েছে আমি তোমাদের মাটি থেকে সোজন করা করিছি
    সূরা 35 আয়াত 11
    যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে
    সূরা ৯৬ আয়াত২
    আল্লাহ পানি থেকে প্রাণের উদঘাটন করেছেন
    সূরা ২৪ আয়াত ৪৫
    এখন কথা হচ্ছে
    আমি আগেই বলিনি
    আমি অনেক ধার্মিক একজন লোক
    আমার কাছে আমার ইসলাম সবার আগে
    যাই হোক মূল কথায় আছিস
    এখানে দুটি প্রশ্ন আছে
    প্রথম প্রশ্ন হল
    এইখানে আমি তিনি যিনি এবং আল্লাহ
    বলতে কয়জন বোঝানো হয়েছে
    এটা প্রথম একটা প্রশ্ন
    আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
    আল্লাহ পাক কেন এক সুরার এক আয়াতে এক একর রকম ভাবে বলবে মানুষ এইভাবে এইভাবে সৃষ্টি করেছি
    এই আয়াতগুলা অন্য কোন ধর্মের মানুষ যদি পরে বা বুঝতে চেষ্টা করে তারা কি এই কথা বলতে পারেনা যে প্রথমে যেই আয়াত বা যেই সুরাতে বলেছেন পরবর্তীতে আয়াতে বলার সময় আল্লাহ পাক ভুলে গেছেন মানুষ সৃষ্টি করেছেন
    নাউজুবিল্লাহ
    কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে দেখেন প্রশ্ন কিন্তু আসতেই পারে
    যদি আমি ভুল হইয়া থাকি অবশ্যই আমার ভুলটা সংশোধন করে দিবেন এবং কি এই ভুল গুলো সংশোধন করার সময় অবশ্যই কারো কোন মনগড়া কাহিনী কোন গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করবেন না অবশ্যই সেগুলো কোরআন বা হাদিস থেকে বুঝাতে হবে
    এবং কি সেই হাদিসগুলা সহি হতে হবে দয়া করে সেই হাদীস গুলার কত নম্বর পৃষ্ঠা কত নম্বর হাদিস এবং কতো নাম্বার অধ্যায় উল্লেখ করবেন

  • @mylifequran1139
    @mylifequran1139 28 дней назад

    সালামুন আলাইকুম