মৃত ব্যাক্তির সঞ্চয়পত্রের টাকা কে পাবে? নমিনি নাকি উত্তরাধিকারী? চূড়ান্ত সমাধান। Bank Para

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 59

  • @jahanarajanu901
    @jahanarajanu901 Год назад +15

    মৃত বেক্তির ইচ্ছা অনুযায়ী টাকা পাবে নমিনি কারন যার টাকা, সে যাকে ভালো মনে করবে তাকে ই দিবে, সেখানে অন্যের হস্তক্ষেপ করা উচিত নয়, এটা আমার বেক্তিগত মতামত। আমি আমার টাকা যাকে খুশি তাকে দিব, এটা আমার অধিকার। ভাইয়া আপনার জন্য মনথেকে দোয়া রইল, আপনি সুস্থ থাকবেন।

    • @ezitax
      @ezitax  Год назад

      ❣️❣️❣️❣️

  • @mukhlesurrahman1628
    @mukhlesurrahman1628 Год назад +6

    তাহলে নমীনি নিয়োগের যৌক্তিকতা কি?
    যেখানে মৃত্যু পরবর্তী নমীনির পক্ষে নমীনিকৃত অর্থ সম্পদ ভোগ দখলের একচ্ছত্র অধিকারের পথে আইনী অন্তরায় রয়েছে সেখানে কেনই বা নমীনি নিয়োগের বিধান রাখা হচ্ছে তা বোধগম্য নয়!

  • @ranasaha5710
    @ranasaha5710 Год назад +3

    নমিনি যদি ব্যাক্তির মৃত্যুর সার্টিফিকেট নিয়ে যায় শুধু তাহলেই কি ব্যাংক থেকে টাকা দিবে?
    নাকি ব্যাংক সেই ব্যক্তির বাড়ি গিয়ে সব তথ্য যাচাই করে তার পড়ে টাকা দিবে ??
    প্লিজ প্লিজ প্লিজ জানাবেন ❤️❤️❤️

  • @Unknownvlog-w6n
    @Unknownvlog-w6n Год назад +5

    জটিল বিষয়।আসলে মৃত ব্যক্তি যদি সৎ ভাবে ধর্মীয়শরীয়ত ভাবে যদি সবকিছু বন্টন করে যেতেন , তাহলে ওয়ারিশদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না।

    • @ezitax
      @ezitax  Год назад +5

      কথা সত্য। কিন্তু হঠাৎ করে মৃত্যু হলে বা ওয়ারিশদের মাঝে সব দিয়ে গেলে তাকে দেখার আর কেউ থাকে না।

    • @RabiulIslam-ug9qt
      @RabiulIslam-ug9qt Год назад

      @@ezitax ঠিক বলেছেন ভাই।

  • @minhajsohag2386
    @minhajsohag2386 Год назад +1

    আসসালামুআলাইকুম ভাইয়া,সঞ্চয় পত্র স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সম্পর্কে ভিডিও চাই ভাইয়া💜

  • @qaiumsheikh559
    @qaiumsheikh559 Год назад +3

    তাহলে কি করলে নমিনিই টাকা পাবে সে বিষয়ে তো কিছু বললেন না? কারন অনেকে তাদের উপার্জনের টাকা দিয়ে তাদের বাবা বা মায়ের নামে সঞ্চয়পত্র ক্রয় করে নিজেকে নমিনি রাখে। সেখানে অন্যান্য ভাই বোনেরা বাবা মায়ের মৃত্যুর পর যদি টাকা দাবি করে সেটা কেমন হবে?

  • @sayeedchowdhury4622
    @sayeedchowdhury4622 Год назад +1

    হাইকোর্টের আদেশ অনুসারে অনুযায়ী নমিনি মালিক।

  • @hafizmohammed1866
    @hafizmohammed1866 Год назад +1

    আব্বা মারা যাবার পরে টোটাল কাগজপত্র কালেকশান করে নিজেদের একাউন্টে টাকা এবং পরিবার সঞ্চয় পত্রর ইন্টারেস্ট আস্তে প্রায়ে ২ মাসের মতন সময়ে লেগেছে, আমাদের এমনি হয়েছিল তেমন কঠিন কাজ না।

    • @jamalkhanhriday9584
      @jamalkhanhriday9584 Год назад

      কি কি ডকুমেন্ট লাগে একটু যদি দয়া করে বলতেন

  • @g-wsksowrov2057
    @g-wsksowrov2057 Год назад +2

    Sir আমার মা মারা গেছেন সে ডাকঘর এ সচ্ঞয় পত্র্ ক্র্য় করে ছিলেন আমাকে নমীনী দিয়ে ছিলেন আমি মায়ের দত্তক দেয়া মেয়ে আমার জম্ম সনদ আমার পালিত বাবা মায়ের নামে এখন আমি টাকা পাবো কি পাবো না

  • @shibpadakar9911
    @shibpadakar9911 Год назад +3

    এত পেঁচিয়ে কথা না বলা ভাল। টাকা পাবে নমিনি।

    • @ezitax
      @ezitax  Год назад +2

      এত সহজ করে বলেও যদি বুঝাতে না পারি তাহলে ব্যর্থতার দ্বায় স্বীকার করি। ধন্যবাদ।

  • @alamgirchowdhury2138
    @alamgirchowdhury2138 Год назад +4

    বর্তমানে কেমন আছেন ভাইজান আর আপনার চিকিৎসার খবর কি? এখন অনলাইনে জিরো রিটার্ন দেওয়া যাচ্ছে কি?

    • @ezitax
      @ezitax  Год назад

      মার্চ মাসে আমার অপারেশন ভাইয়া। দোয়া করবেন। অনলাইনে চেক করে জানাবো ভাইয়া ইনশাআল্লাহ।

  • @md.khaledkhaled5759
    @md.khaledkhaled5759 Год назад +1

    পেনশনার সঞ্চয়পত্র ৪ বৎসর ৬ মাস হলে পরে ভাংগাতে গেলে কি টাকা কেটে রাখবে?

  • @rubinayeasmin2033
    @rubinayeasmin2033 Год назад +1

    ভাই এক লোক আমার কেউ না কিন্ত আমার সাথে খুব ভাল সম্পর্ক আমি অনেক টাকা তার নামে সঞ্চয় পত্র করে রাখছি আমার নামে নমিনি আছে জানানিনা সে যদি মারা যাই তার বংশ ধরের সাথে ঝামেলা হবেকি এগুলো আমার পবিত্র পথে অনেক কষ্টের টাকা

  • @akmmohiuddin677
    @akmmohiuddin677 5 месяцев назад

    মহোদয়
    আসসালামু আলাইকুম, আশাকরি ভাল আছেন, আমার মেজোভাই অবিবাহিত অবস্থায় মারা যান,তার মৃত্যুর পুর্বে বাবা মা ও বোনেরা মারা যান,ভাগিনা ভাগিনি আছে।বর্তমানে আমরা তিন ভাই ওয়ারিশ আছি। আমার ভাই তার সকল সঞ্চয় পত্র ও ফিক্সড ডিপোজিট এ আমার নামে নমিনি করে যায়। কথা ছিল তিনি একটা বন্টন নামা রেখে যাবেন,এতে মসজিদ,এতিমখানা, সমাজ কল্যাণ ও ভাই বোনদের মাঝে বন্টণ হার লিখে দিবেন। কিন্তু সময় পাননি। এখন ভায়েরা চাপ দিচ্ছেন সকল টাকা শুধু ত্তাদের ভাগ করে দিতে কিন্তু আমি ভয় পাচ্ছি।এতে ন্যায্য বিচার হবে কিনা। এই দুই ভাইকে তিনি সহ্য করতে পারতেন না, এখন এ ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি।

  • @hasibajahan1399
    @hasibajahan1399 Год назад +1

    সরকারী চাকুরীজীবি স্বামীর ছেলে সন্তান না থাকলে, স্ত্রী ও কন্যা সন্তান থাকলে; স্বামীর মৃত্যুর পর তার পেনশন ও এককালীন টাকা কি শুধু স্ত্রী ও কন্যা সন্তানেরা পাবে? নাকি ওয়ারিশ গনও পাবে? জানাবেন প্লিজ ।

  • @thepigeonlover922
    @thepigeonlover922 Год назад

    Ami ei same vejal e asi

  • @jonymomin9286
    @jonymomin9286 Год назад

    আমি তিন মাস অন্তর অন্ত সন্চয়পত্র ক্রয় করেছি দুই বছর হয়েছে আজ আমার একাউন্ট লাভের অংশ হতে তিন হাজার টাকা কর্তন করা হয়েছে আমি এই একাউন্টে অন্যকোন প্রকার লেনদেন করি না সন্চয়পত্র ক্রয় করা ছাড়া দয়াকরে জানাবেন কেন এই টাকা কাটা হয়েছে ধন্যবাদ

  • @masumahmed2755
    @masumahmed2755 Год назад +3

    ভাই,
    ১/ আমি ৫ লক্ষ্য টাকার সঞ্চয় পত্র কিনতে চাই। আমার কোন টিন,ট্যাক্স নাই।টাকা টা বিদেশ থেকে gift পাইছি।আমি কি টিন ছাড়া কিনতে পারব।
    ২/আর একটা বিষয়,আমার ব্যবসা আছে,লাইসেন্স আছে আমি সঞ্চয় পত্র কিনার পরে যদি ব্যবসার নামে টিন বের করি তখন কি সঞ্চয় পত্রে কোন কর কাটবে। দয়া করে একটু রিপ্লে দিবেন ভাই।।

  • @arifgazi8808
    @arifgazi8808 Год назад +1

    যেহেতু সঞ্চয় পত্রের গ্রাহক নমিনীকে মনোনীত করেছে সেহেতু সরাসরি নমিনি টাকা পাবে এটাই হওয়া উচিত অন্যথায় নমিনি দেওয়ার প্রয়োজন কী?

    • @ezitax
      @ezitax  Год назад

      সহমত

    • @pankagbose
      @pankagbose Год назад +1

      atai niyom ache ei bakti jane na

  • @udoyahmed-y2f
    @udoyahmed-y2f 5 месяцев назад +1

    ভাইয়া রায়টি বাতিল হয়েছে??

    • @ezitax
      @ezitax  5 месяцев назад

      ধন্যবাদ ভাইয়া ❣️❣️❣️

  • @m.faruqueabdullahkhan1494
    @m.faruqueabdullahkhan1494 Год назад

    ভাই, আসসালামু আলায়কুম। আজ ২৮ শে আগস্ট ২০২৩ ইং। বর্তমানে কি এই বিষয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত এসেছে? মেহেরবানি করে জানাবেন।

  • @ajitworld9479
    @ajitworld9479 Месяц назад

    ভাই দয়া করে আমাকে একটু পরামর্শ দেন। আমার স্ত্রী নামে পরিবার সঞ্চয়পত্র করা ছিল সে মারা গেছে। নমনীয় ছিলাম আমি। আমার এক মেয়ে আছে আর বয়স 10 বছর দেখে ব্যাংক থেকে ওকে নমনীয় করে নাই। আমি একাই নমনীয়। এখন সঞ্চয়পত্র ভাংতে গেল আমার কাগজ পত্র দিলে তো হবে

  • @mehedihasan-ev8rv
    @mehedihasan-ev8rv Год назад +1

    ভাই এখানে কাফনের ছবি বেমানান লাগছে

  • @mahidulmon960
    @mahidulmon960 10 месяцев назад +1

    ভাই এখনো কি নিয়ম এটাই??
    প্লিজ জানাবেন প্লিজ ভাই

    • @ezitax
      @ezitax  10 месяцев назад

      জি ভাইয়া

  • @amirhosain1124
    @amirhosain1124 Год назад

    Amar account er nomoni amar wife er name ami. Amader kono sontan nai. Bai bon ase. Ami jodi na thaki tahole amar wife taka naki amar vai bon o ai takar ongsider hobe janaben please.

  • @mdshamsulhoque4016
    @mdshamsulhoque4016 Год назад +1

    আমার সম্পদ আমি দিব যাকে খুশি তাকে দিব। কেউ যদি কাউকে জমি রেজিস্ট্রি করে দেন সেই জমি কি অন্য কেউ দাবি করতে পারেন ?

  • @amirhosain1124
    @amirhosain1124 Год назад

    Amar account er nomoni amar wife er name. Amader kono sontan nai. Amar vai bon ase. Ami jodi na thaki tahole amar account er taka amar wife pabe naki amar je vai bon ase orao ai taka pabe janaben please

  • @abulhussain8521
    @abulhussain8521 Год назад +1

    ভাই সর্বোচ্চ পাঁচ মিনিটে একটা ভিডিও করা যায় এত পেঁচিয়ে লম্বা করেন কেন

  • @atiqulalam3003
    @atiqulalam3003 Год назад

    ভাই আমি অবিবাহিত, আমার টাকার নমিনি যদি ছোট বোনকে দেই তাহলে আমি মারা গেলে তার ক্ষেত্রে কি কি কাগজের দরকার পড়বে?যেহেতু আমার কোনো ওয়ারিশ নাই,সে কি কোনো ঝামেলা ছাড়াই টাকা পেয়ে যাবে?উত্তর দিলে খুব খুশী হব।

  • @maskayjunnat7383
    @maskayjunnat7383 Год назад +1

    সঞ্চয়ের ক্রেতা মারা গেলে কী কী কাগজপত্র জমা দিতে হবে?

    • @ezitax
      @ezitax  Год назад

      আজকের ভিডিওতে উত্তর পাবেন ইনশাআল্লাহ

  • @MdMonir-er1xq
    @MdMonir-er1xq 2 месяца назад

    আমার আব্বু মারা গেছে নমিনি কে জানি না তাহলে আমি কি করতে পারি আমাকে জানাবেন

  • @anamnabil6379
    @anamnabil6379 Год назад

    স্যার একটি বিষয় আমি জানতে চাচ্ছি আমার মা মাস খানেক যাবত ক্যানসারে আক্রান্ত আমার মা কিছু টাকা সোনালী ব্যাংকে থেকে সঞ্চয় পএ কিনে আমাকে নমিনি হিসেবে দিয়েছিল এখন আমার মার চিকিৎসার জন্য টাকা গুলো উঠাতে চাচ্ছি আমার মার ব্যাংকে যাওয়ার অবস্থা নেই ,সে ক্ষেত্রে কি করা যেতে পারে । উওর দিলে উপকৃত হতাম স্যার

  • @md.akhterhossain4342
    @md.akhterhossain4342 Год назад

    ফি আমানিল্লাহ

  • @purplearmy620
    @purplearmy620 Год назад

    আসসালামু ওয়ালাইকুম
    আমার আত্মীয় ( মহিলা ) তার ১১ লক্ষ টাকার সেভিংস রয়েছে ।
    তার স্বামী নেই ।
    সে এই টাকার সঞ্চয়পত্র কিনতে চায় ।
    কিন্তু নিয়মে বলা আছে আয়কর রিটারনের ডকুমেন্ট জমা দিতে হবে ।
    কিন্তু সে আগে তো কখনো টিন সার্টিফিকেট করেনি। রিটার্ন কিভাবে জমা দেবে ।
    এক্ষেত্রে সে কিভাবে সঞ্চয়পত্র ক্রয় করবে ।

  • @shahedbabu2839
    @shahedbabu2839 Год назад

    Apnar numbr ta den akta quns chilo

  • @md.humayunkabirtalukder5452
    @md.humayunkabirtalukder5452 Год назад +2

    মৃত ব্যাক্তির টাকা ওয়ারিশদের মাঝে সঠিকভাবে বন্টন করার আইন পাস হওয়া উচিৎ বলে আমি মনে করি।

    • @ezitax
      @ezitax  Год назад

      এটাই হওয়া উচিৎ। ❣️❣️❣️❣️❣️

  • @sushantaroy3125
    @sushantaroy3125 Год назад

    স্যার
    আমার টাকায় আমার শাশুড়ীর নামে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করি নমিনী আমার ওয়াইফ অর্থাৎ শাশুড়ীর কন্যা। ব্যাংক একাউন্ট ১০ টি চেক বই এর পাতায় শাশুড়ীর স্বাক্ষর রাখি। ৩০০ টাকার স্টাম্পে স্বাক্ষর রাখী তার মৃত্যুর পর উক্ত ব্যাংক একাউন্ট এ যে টাকা থাকবে তা পাবে তার নমিনি একমাত্র মেয়ে , তার ১ টি ছেলে আছে।
    এখন আপনার প্রশ্ন হল যে, যদি শাশুড়ী মারা যান তবে কি সঞ্চয়পত্রের টাকা পাবেন।
    বিষয়টি জানালে চীর কৃতজ্ঞ থাকব।

  • @rubelali9243
    @rubelali9243 Год назад

    আপনার মোবাইল নং দিলে যোগাযোগ করতাম

  • @Islamicart-c6b
    @Islamicart-c6b Год назад

    সম্পূর্ণ ভূল ধারনা দিয়ে মানুষ কে বিভ্রান্ত করছেন।

  • @md.imanali9998
    @md.imanali9998 Год назад

    ভাই সর্বোচ্চ পাঁচ মিনিটে একটা ভিডিও করা যায় এত পেঁচিয়ে লম্বা করেন কেন