বাঁশির যে সুর আপনাকে মুগ্ধ করবে।

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • বাঁশি। দুই অক্ষরের এই ফুৎকার বাদ্যযন্ত্রটি একই সঙ্গে প্রেম ও প্রলয়, জীবন ও মৃত্যুর প্রতীক। রাজা-প্রজা, ধনী-গরিব, চোর-সাধু, এক কথায় সবার প্রিয় বাঁশি। সেই কবে কোন ইতিহাস অন্ধকার যুগে প্রথম বাঁশি বেজেছিল, তারপর মহাকালের পথ ধরে কত জানা-অজানা, শ্যাম-নীরুর হাত পেরিয়ে সে বাঁশি আজও বেজে চলছে প্রাসাদে, জীর্ণ কুটিরে, রাজপথ, মেঠোপথে, সুরের জলসায়, মাঠে-ঘাটে বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
    কৃষ্ণের বাঁশির সুরে বিমোহিত হয়ে রাধা পড়েছিলেন তার প্রেমে। জার্মানির হ্যামিলিয়নের বাঁশিওয়ালার গল্প কে না জানে। বিখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিরের ‘সখি কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া তুই দে না বলিয়া।’ বাঁশি নিয়ে এমন হাজারো কবিতা, গান, প্রেম উপাখ্যান, গল্প ও কবিতা লিখেছেন বিশ্বের নামীদামী লেখকরা। আসলে সবার হৃদয় ছুঁয়ে যায় বাঁশির সুরের মূর্ছনায়। বাঁশির সুর মানুষকে যে গভীরভাবে আকৃষ্ট করে সেটা বলার অপেক্ষা রাখে না।

Комментарии • 12