এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক ভ্রমণের সবকিছু🇧🇩| Safari Park Gazipur Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক ভ্রমণের সবকিছু🇧🇩| Safari Park Gazipur Bangladesh
    #travelwithnaimur #safaripark #safari_park_Bangladesh
    এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বাংলাদেশে সেটা হয়তো অনেক মানুষ জানেনা তাই ঢাকার কাছে এতো বড় সাফারি পার্ক ঘুরে আসলাম আর আজকের ভিডিওতে তার পরিপূর্ণ একটি অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব যাতে থাকবে সাফারি পার্ক কিভাবে যাবেন,কি আছে এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্কে,কত টাকা খরচ হবে বিস্তারিত।
    বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি সাফারি পার্ক। ২০১০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৩ সালের নভেম্বর মাসে এটির উদ্বোধন করা হয়।
    পার্কের সময়সূচি:
    সপ্তাহে ছয়দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে। প্রবেশ মূল্য ৫০ টাকা।
    দর্শনীয় স্থানঃ
    সাফারি পার্কে আছে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়া হরিণ, চিত্রা হরিণ, বানর, হনুমান, ভল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখী। এই পার্ক জুড়ে রয়েছে নানা দর্শনীয় পশু-পাখি ও ভাঙ্কর্য। পার্কের প্রথমে ঢুকেই হাতের ডানে পুরো পার্কের মানচিত্র পাওয়া যাবে। আকাশ থেকে পুরো পার্কের নয়নজুড়ানো দৃশ্য দেখার জন্য আছে কয়েকটি ওয়াচ টাওয়ার। এছাড়াও আছে ঝুলন্ত ব্রিজ ও হাতির উপড়ে চড়ার সুযোগ। তবে পার্কের বেশিরভাগ দর্শনীয় জিনিষগুলো টিকেটের বিনিময়ে দেখতে হবে।
    এই পার্কটি পাঁচটি অংশে বিভক্ত:
    বঙ্গবন্ধু চত্বর
    কোর সাফারি: সাফারি পার্কের মূল আকর্ষণ এই কোর সাফারি। যেখানে জনপ্রতি ১৫০ টাকা টিকেটের বিনিময়ে বাসে করে ঘুরে বেড়াবেন জঙ্গলে। আর বাঘ, ভাল্লুক, সিং, হরিন, জিরাফ, জেব্রা সহ বিভিন্ন প্রানি দেখবেন উন্মুক্ত। আপনার গাড়ির কাছে এসে তারা খেলা করছে।
    সাফারি কিংডম: এর আওতায় রয়েছে বাকি অন্যন্য আকর্ষনিয় সব কিছু। যেমন-
    প্রকৃতি বিক্ষন কেন্দ্র
    প্যারট এভিয়ারি
    ক্রাউন ফিজেন্ট এভিয়ারি
    ম্যাকাউ ল্যান্ড
    ছোট পাখিশালা
    ফেন্সি ডাক গার্ডেন
    কুমির পার্ক
    প্রজাপ্রতি বাগান
    ইমু/অস্ট্রিচ গার্ডেন
    কচ্ছপ ও কাছিম প্রজনন কেন্দ্র
    লিজার্ড পার্ক
    ভালচার হাউজ
    হাতি শালা
    মেরিন একুরিয়াম
    অর্কিড হাউজ
    পেলিকন আইল্যন্ড
    ঝুলন্ত ব্রিজ
    এগ ওয়ার্ল্ড
    ধনেশ এভিয়ারি
    প্রাইমেট হাউজ
    লেক জোন
    বোটিং লেক
    লামচিতার ঘর
    ক্যঙ্গারু এভিয়ারি
    প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর
    শিশু পার্ক
    জীব বৈচিত্র্য পার্ক
    বিস্তৃত এশীয় পার্ক
    #gazipursafaripark
    #safaripark
    #bangbandhusafaripark
    #এশিয়ারসর্ববৃহৎসাফারিপার্কবাংলাদেশে
    Many people may not know that Asia's biggest safari park is in Bangladesh, so I visited such a big safari park near Dhaka and in today's video I will try to give you a complete experience, including how to get to the safari park. What's in Asia's largest safari park, how much it will cost, details.
    খরচের বিস্তারিত-
    গুলিস্তান টু গাজীপুর বাস ভাড়া - ৮০ টাকা
    গাজীপুর টু বাঘের বাজার বাস ভাড়া - ৪০ টাকা
    বাঘের বাজার টু সাফারি পার্ক অটো ভাড়া - ২০ টাকা
    সাফারি পার্কের প্রবেশ - ৫০ টাকা
    সাফারি পার্কের ভিতরে টিকেট প্রাইস-
    কোর সাফারি-১৫০
    ৫ টি ম্যাকাও,প্যারট,মেরিনা একুরিয়াম,ময়ূর,ধনেশ-১০০ টাকা
    ৩ টি ইন্দোনেশিয়ান রঙিন মাছ,প্রজাপতি #travelwithnaimur
    ঝুলন্ত ব্রিজ - ১০ টাকা
    ৫০০ টাকায় সাফারি পার্ক ঘুরে আসুন
    Music from #Uppbeat (free for Creators!):
    uppbeat.io/t/c...
    License code: KCVMKAA6WDNBAFV5
    your queries-
    safari park
    Gazipur safari park Bangladesh
    bangabandhu safari Park
    bangabandhu Sheikh Mujib Sabari Park
    Gazipur safari Park
    Asia's largest safari park

Комментарии • 106