প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: উপদেষ্টা রিজওয়ানা | Syeda Rizwana Hasan | Adviser | Somoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 2,1 тыс.

  • @Simplytravel-3
    @Simplytravel-3 Месяц назад +1024

    আমরা চাই এভাবেই আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হোক।

    • @mdmomimulislam4338
      @mdmomimulislam4338 Месяц назад

      আলোচনা করেন আর ভারতে ইলিশ পাঠান কি কি সমন্বয়ক এরা দেশকে ধ্বংস করে দিবে।। 😂😂😂

    • @SalinaParvin-u8n
      @SalinaParvin-u8n Месяц назад +10

      hm right 👍👍

    • @MsMim-fj8ci
      @MsMim-fj8ci Месяц назад

      মঞ্চে উপবিষ্ট গাধা গর্ধব

    • @muktomona274
      @muktomona274 Месяц назад +6

      কিচ্ছু হবে না এসব লোক দেখানো।

    • @MdMozaharul-lf9iy
      @MdMozaharul-lf9iy Месяц назад

      Nip

  • @mjhaque08
    @mjhaque08 Месяц назад +809

    এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশা করা ঠিক নয়। তবে এ রকম আলোচনা হওয়া শুভ লক্ষণ।

    • @madinaflexiload740
      @madinaflexiload740 Месяц назад

      সবাইকে ভুতে ধরচে, এরাই শুধু রাজনীতি বুজে আর বাকিরা আলু চাষ করে,

    • @shapla1310
      @shapla1310 Месяц назад +42

      যোগ্য লোক দায়িত্ত্ব পেলে কয়েক ঘণ্টায় সব কিছু ঠিক করে দিতে পারে ।
      অযোগ্য লোকেরা সময়ের দোষ দেয় ।

    • @Treaders_zone
      @Treaders_zone Месяц назад +3

      Sayp chata

    • @NoorKhan-kb3xz
      @NoorKhan-kb3xz Месяц назад +16

      আজকে ১মাসের বেশি হয়ে গেলো অথচ দেশে সামান্য একটুও ভালো কাজ বা সামান্য উন্নতিও হয় নাই,আর সময় দিয়ে কি হবে,হাস্যকর।

    • @arsiamgaming160
      @arsiamgaming160 Месяц назад +13

      @@NoorKhan-kb3xz Apnar kache unnoin er mane ki bolen to , naki boro boro dalankotha manei unnoin

  • @RunaBegum-y3d
    @RunaBegum-y3d Месяц назад +287

    এই ধরনের আলোচনা সব সময় দরকার।আলোচনার মাধ্যমে যে কোন সিদ্ধান্ত নেওয়া হোক।

  • @WahedulAlam-wk2hp
    @WahedulAlam-wk2hp Месяц назад +59

    এভাবেই আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত নেওয়া উচিত

  • @tareqkhan2424
    @tareqkhan2424 Месяц назад +261

    আপুর কথাটা সেই লাগলো 👏👏
    কিচ্ছু করার নাই তাইলে উপদেষ্টা হয়েছেন কেনো ? 😂😂😂😂😂

    • @showkathasan7058
      @showkathasan7058 Месяц назад

      বেআাক্কেল বলে এই প্রশ্ন করেছে ।

    • @MominulHaque-y3h
      @MominulHaque-y3h Месяц назад +21

      একমত। আপু যা বলেছে তা হলো বাংলাদেশের সাধারণ মানুষের মনে কথা।

    • @mdmohibullah3944
      @mdmohibullah3944 Месяц назад +5

      Right

    • @kamrulhussain8989
      @kamrulhussain8989 Месяц назад +4

      ঐ আপু মনে হয় অতি আভেগে বিবেকের তার ছিড়ে গেছে যে কেউ হোক না কেন যত বিদ্যান শক্তিশালী হোক না কেন থাকে আগে সুযোগ দিতে হবে তাহলেই না প্রশ্নের তীর ছূড়া যাবে আমরা বেশিই ধর্য্যহারা হয়ে যাই বলে এতো বিপদ

    • @anayetanayet-gz8dm
      @anayetanayet-gz8dm Месяц назад

      হাসিনা সেবাতে এমন স্বাধীনভাবে কেউ এসে বলতে পারতে না স্বাধীনতা পেয়ে জানো তা বলবেন এটা ঠিক না মাথায় চড়ে বসবে

  • @hamidullahalfaruquee1484
    @hamidullahalfaruquee1484 Месяц назад +550

    সুন্দর আলোচনা সুন্দর উদ্যোগ।
    এভাবেই রাজনৈতিক দল সুশীল সমাজ ছাত্র-জনতা সবার সাথে আলোচনা চালিয়ে যেতে হবে।

    • @arafatrahmanshihab5268
      @arafatrahmanshihab5268 Месяц назад +5

      ❤❤❤

    • @parthamodak9637
      @parthamodak9637 Месяц назад +4

      সুশীল সমাজ কারা, একটু বলবেন কি??
      আর আমরা কারা??
      ছাত্র সমাজের সত্যিকারের দায়িত্ব কি? রাজনীতি করা? ছাত্রদের দ্বায়িত্ব সঠিক শিক্ষা গ্রহন করে, research and development এ অংশ নেয়া। Reseach ছড়া দেশের development শূন্য।

    • @shahriariqbal7358
      @shahriariqbal7358 Месяц назад

      দারুণ বলেছেন দাদা👌 এসব সো-কলড ছাত্রসমাজ অতিরিক্ত বাড় বেড়ে গেছে_😤 নিজেদের এরা,সর্বেসর্বা মনে করছে_😤😤
      এরা নিজেরাও অধঃপতন হবে,সাথে দেশটাকেও ডুবিয়ে ছাড়বে👎👎👎​@@parthamodak9637

  • @MdShawonHossen-i1q
    @MdShawonHossen-i1q Месяц назад +129

    এই ধরনের আলোচনা সভা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ,,,,

  • @nazma197172
    @nazma197172 Месяц назад +232

    চমৎকার একটা আলোচনা সভা। সুন্দর সুন্দর প্রস্তাবনা।

  • @piyomchakma1108
    @piyomchakma1108 Месяц назад +74

    এইটাই হলো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে দেশের স্বার্থে সকলের অংশগ্রহণে সুষ্ঠু আলোচনা । অনেক ধন্যবাদ আপনাকে

  • @mohammedsaiful6299
    @mohammedsaiful6299 Месяц назад +56

    সৈয়দ রেজওয়ানা ঠিক বলেছে, সবকিছু মুখে বলা যত সহজ সেগুলো বাস্তবায়ন করাটা কিন্তু অনেক কঠিন, সবাইকে এটা মাথায় রাখতে.....

    • @kamrulhussain8989
      @kamrulhussain8989 Месяц назад +2

      যে মহিলা টা বল্লো তাহলে উপদেষ্টা হলেন কেন ঐ মহিলা নিজেকে নিজেই সমালাতে পারেন কিনা সন্দেহ

    • @afrinkochi497
      @afrinkochi497 Месяц назад

      😂

    • @AshrafAnam
      @AshrafAnam Месяц назад

      @@kamrulhussain8989 চুপ থাক অশিক্ষিত।

    • @AshrafAnam
      @AshrafAnam Месяц назад +1

      বালের সংস্কার করবে আমার ভারতীয় দালালেরা।

    • @nazmulhassan3045
      @nazmulhassan3045 Месяц назад

      Dhon bolcho Vai ,sei

  • @Aladinmadafakar
    @Aladinmadafakar Месяц назад +250

    একজন শিক্ষার্থী হিসেবে দাবি এই পরিবেশটা যেন সব সময় থাকে সব সরকারের আমলেই। এভাবেই সংবিধানকে পরিবর্তন করে নিয়ে আসুন। কোন সরকারই ২ বার এর বেশি থাকতে পারবে না

    • @mdtaukirrahman470
      @mdtaukirrahman470 Месяц назад +2

      😆

    • @afridepathan4804
      @afridepathan4804 Месяц назад +2

      ২ বারও বেশি ভাই। এদের ১ বছর দেন, পুরা দেশ গায়েব করে দিবে। আমরা তো ২ দলই দেখলাম, তাহলে ড. ইউনুস থাকলে তো কোনো সমস্যা দেখাতাছি না। এই ২ দলকেই চেনা হয়ে গেছে

    • @Aladinmadafakar
      @Aladinmadafakar Месяц назад

      @@afridepathan4804 Agree ❤️

  • @rabeyamojumder7830
    @rabeyamojumder7830 Месяц назад +83

    এভাবে সবাই মিলে আলোচনা করলে ভুল ভ্রান্তি গুলো ধরা পড়বে এবং দেশের জন্য সঠিক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তাই এভাবে কোন বিপদে সবার পরামর্শ নেওয়া উচিত। খুবই সুন্দর উদ্যোগ।

    • @hanif4913
      @hanif4913 Месяц назад

      সুন্দর একটা প্রস্তাবনা সং এভাবে আলোচনা করা দরকার সবাই মিলে

  • @mdrobinkhan9033
    @mdrobinkhan9033 Месяц назад +161

    যারা সামাজে অন্যায় করে তাদের কঠোর ভাবে দমন করলে জনগণ এই সরকারের পাশে সব সময় থাকবে। আর একটা বড় কথা হচ্ছে, জনগণ সকল অন্যায়ের বিরুদ্ধে।

  • @md.tohidulislam479
    @md.tohidulislam479 Месяц назад +12

    এটাই গণতন্ত্রের ভালো দিক। সকলেই তাদের মত প্রকাশ করতে পারছে

  • @khadija-tm8gc
    @khadija-tm8gc Месяц назад +7

    আন্দালিব রহমান পার্থ সহ সবার কথাই ভালো লেগেছে।

  • @sriRamayanaudio
    @sriRamayanaudio Месяц назад +29

    এইভাবে সরকারের সমালোচনা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ❤️ কোন রাজনৈতিক দল আসলেও যেন আমরা এইভাবে সমালোচনা করতে পারি ❤️ সে যত উন্নয়নই করে থাকুক

  • @md.abdulkhalek7830
    @md.abdulkhalek7830 Месяц назад +89

    প্রত্যেককে নিজ থেকে সংস্কার হতে হবে না হলে দেশ সংস্কার সম্ভব না। কাউকে দোষ দিয়ে লাভ নেই।

  • @Ckon553
    @Ckon553 Месяц назад +295

    উপদেষ্টারা শুধু সংস্কারের কাজে ব্যস্ত না, উনারা দেশের অর্থনীতির দুরবস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন কাজও করতে হচ্ছে।

    • @HabibUllah-cm3pb
      @HabibUllah-cm3pb Месяц назад

      রাজনৈতিক দলের নেতারা তো হ্মমতায় যাওয়ার পাগল হয়ে গেছে লুটে পুটে হ্মেতে হবে যে আর সহ্য হচ্ছে না

    • @AbdusSamadMia-v6h
      @AbdusSamadMia-v6h Месяц назад +4

      অর্থ উপদেষ্টা বললেন অর্থৃঅনৈতিক অবস্থা মোটামুটি ভাল অবস্থানে আছে।বৈদেশিক ঝন পরিশোধ করার সক্ষমতা আমাদের আছে। সত্য প্রকাশের পর তাকে মিডিয়ার সামনে তেমন দেখা যায় না কেন?

    • @sobviralekhanei9819
      @sobviralekhanei9819 Месяц назад +1

      ​@@AbdusSamadMia-v6hক্যামেরার সামনে বেশি না আসাই ভাল । আসলেই সাংবাদিকরা খোঁচানো শুরু করে আর মুখ ফস্কে কি না কি বলে ফেলে !!! তখন বিতর্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়

    • @MdAsadujjamanAsad-hf3xc
      @MdAsadujjamanAsad-hf3xc Месяц назад

      ​@@AbdusSamadMia-v6h একথা বলেছে কারণ যাতে জনগণ প্যানিক না হয়। রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখেন। ওরাই বলে অর্থনীতির অবস্থা খারাপ৷ আর ইউনুস ছাড়া এই অর্থনীতি ভালো করা সম্ভব নয়। আওয়ামীলীগ ৯৯ বিলিয়ন ঋণ করে ৯৪ বিলিয়ন পাচারই করেছে। বর্তমান ঋণ ১০৪ বিলিয়নের উপরে। রিজার্ভ এর অবস্থা খারাপ৷ ডলারের দাম বেশি দেখে বোঝেন না অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে৷ মূল্যস্ফীতি আওয়ামীলীগ ১৩ তে রেখে গেছিলো৷ এখন ১১ এর দিকে৷ আগামী অন্তত একবছর সময় লাগবে মূল্যস্ফীতি ৫/৬ এ আনতে এই বক্তব্য গুলা শুনেন নাই?
      কাজেই বিএনপির মত এত বারবার নির্বাচন চেয়ে নিজেদের ক্ষুধা মেটানোর রাজনীতি না করে দেশের ভালো চান৷ এরপরে এসে লুটেপুটে খায়েন৷ এই অবস্থায় আপনারা আসলে আন্তর্জাতিক সহযোগিতাও এভাবে পাবেন না৷ পরে দেখা দেবে অনেক ঝামেলা। মানুষ বলতে শুরু করবে আওয়ামীলীগই ভালো ছিলো। কাজেই সরকারকে সহায়তা করেন। আর কিছুদিন পরে ক্ষমতায় আসেন৷

    • @red1_rk
      @red1_rk Месяц назад

      @@AbdusSamadMia-v6h কারন এই সরকারের কেউ বার বার মাইকের সামনে এসে চাপাবাজি করে না। কাজ দিয়ে নিজেদের অবস্থান প্রমানে বিশ্বাসী।

  • @polashsardar8492
    @polashsardar8492 Месяц назад +4

    দলীয় ও প্রতিপক্ষ একত্রে এমন আলোচনার জন্য ধন্যবাদ।

  • @MD.AbdullahAllMamun-ut5rk
    @MD.AbdullahAllMamun-ut5rk Месяц назад +218

    কত সুন্দর একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

    • @arnob971853
      @arnob971853 Месяц назад +27

      কিন্তু সেটা সবজায়গায় বলে লাইক ভিক্ষা না করে রাস্তায় প্লেট হাতে নিয়ে ভিক্ষা করা ভালো ! ধর্ম নয় ব্যবসা বাদ দে !

    • @abrahamabir8619
      @abrahamabir8619 Месяц назад

      ব্রো একদম ঠিক কথা বলছো, এরা হচ্ছে ডিজিটাল ভিক্ষুক এরা আর কিছু পায় না শুধু ধর্মের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করে​@@arnob971853

    • @AbdurRahimSikdar-u3u
      @AbdurRahimSikdar-u3u Месяц назад

      এই শালারা লাইক ভিক্ষুক😊😊😊

    • @aasho1000
      @aasho1000 Месяц назад

      এগুলো পরিকল্পিত উদ্দেশ্যে করা হয়। এরা উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সদস্য। এরা এরকম ভাবে রিক্রুট করে।

    • @samirmondal312
      @samirmondal312 Месяц назад

      ইন শালা,,,

  • @NisaAkter1988P
    @NisaAkter1988P Месяц назад +36

    সবসময় এমন আলোচনা আর বিশ্লেষণ করতে হবে। এইটা খুব ই ভালো পদক্ষেপ।

  • @Madjhskbd
    @Madjhskbd Месяц назад +51

    তাড়াতাড়ি তাড়াতাড়ি না করে বর্তমান সরকারকে সহযোগিতা করুন

  • @rabeyaaktersharna5451
    @rabeyaaktersharna5451 Месяц назад

    এরোকম সমালোচনা, আলোচনা। সব সমস্যার সমাধান হোক। এটাই চাই। আলহামদুলিল্লাহ

  • @ayashhasan6916
    @ayashhasan6916 Месяц назад

    আলহামদুলিল্লাহ! এটা একটা কার্যকরী গনতান্ত্রিক প্লাটফর্ম বলা যেতে পারে। যেখানে গনতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের সুধী সমাজ সরকারের ভালোমন্দ বিষয়াদি তুলে ধরতে পারে জাতীয় স্বার্থে।

  • @JessicaShabnam-rw4jk
    @JessicaShabnam-rw4jk Месяц назад +129

    15 বছর কোন খবর ছিল না এখন সবাই চাচ্ছে 15 দিনের মধ্যে সব সংস্কার করে দিয়ে দেব এত তাড়াহুড়া করলে চলে না সবাইকে সাহায্য করা উচিত

    • @tariqulislam1712
      @tariqulislam1712 Месяц назад +9

      Tmi etto din ki chirco

    • @studyhouse7722
      @studyhouse7722 Месяц назад +1

      @@tariqulislam1712 write

    • @AAEntertainment-BD
      @AAEntertainment-BD Месяц назад +7

      ১৫ বছর সবাই ছিলো আপনারা ঘুমিয়ে ছিলেন..

    • @ToufiqAhmad-q8y
      @ToufiqAhmad-q8y Месяц назад +6

      Tumi kar bal circo 15 year

    • @kawsarmahid7423
      @kawsarmahid7423 Месяц назад

      15 bochor ki hoicelo aktu bolen shunte chai

  • @osmanmunshi4866
    @osmanmunshi4866 Месяц назад +117

    পার্থ সাহেব আপনার মত সবাই বুঝে না দেশের স্বার্থে এগিয়ে গিয়ে নির্দেশনা দেয়া উচিৎ যারা আছেন কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব নয় ।

    • @alauddinmalitha3324
      @alauddinmalitha3324 Месяц назад +3

      Apu tumar vuday ato bal kano safa kro na kano 😂

    • @fatimatuzzuhra9586
      @fatimatuzzuhra9586 Месяц назад

      ​@@alauddinmalitha3324​. কতটা জঘন্য মানুষ আমাদের সমাজে আছে তা এই সব কমেন্ট না পড়লে যানতে পারতাম না

    • @rakibhasnathsumon5991
      @rakibhasnathsumon5991 Месяц назад

      ​@@alauddinmalitha3324😂😂😂

  • @noortv8244
    @noortv8244 Месяц назад +28

    এই ধরনের আলোচনাকে শুভকামনা জানাই সবার ঐক্য মত নিয়ে ও ঐক্য বদ্ধ হয়ে দেশ সংস্কার করতে হবে

  • @NurulafserSumon
    @NurulafserSumon Месяц назад

    মাশাল্লাহ কি সুন্দর আলোচনা ❤️❤️❤️🤲🤲 সব সিদ্ধান্ত এইভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে

  • @বাস্তবতাওমোটিভেটেট

    আমরা দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই,
    * যেই শিক্ষা, দেশকে ভালবাসতে শেখায়।
    * দেশের মানুষকে ভালবাসতে শেখায়।
    *যে শিক্ষা সব ধর্ম বর্নকে এবং সব ধর্মের মানুষকে সম্মান করতে শেখায়।
    *যে শিক্ষা অন্য ধর্মকে নিয়ে হানাহানি করে না, এবং লোকদের সাথে ধর্ম নিয়ে আনানি করে না, সেই শিক্ষা চাই।
    *যে শিক্ষা দেশের মানুষকে কর্মমুখী করবে।
    *যেই শিক্ষা পেলে উন্নত মানের সকল প্রযুক্তি আমার দেশের মানুষ বানাতে পারবে।
    *যে শিক্ষা মেয়েদেরকে মায়ের সম্মান ছেলেদেরকে বাবার সম্মান দিতে শেখায়।
    *যে শিক্ষা হিংসা বিদ্বেষ ভুলতে এবং অন্য মানুষদেরকে মর্যাদা দিতে শেখায়।সেই শিক্ষা ব্যবস্থা চাই

  • @MstRahimaKhatun-z9v
    @MstRahimaKhatun-z9v Месяц назад +114

    কি হচ্ছে দেশে৷ কিছুই বুজলাম।।। কেমন দেশ এটা।। অন্য অন্য দেশে কত শান্তি।। এই যে ধরেন মালয়েশিয়া।।। সিঙ্গাপুর।। এরা যদি পারে।। আমরা পারছি না কেন।। আমাদের দেশে মেধাবী রা বেশী হয়ে গেছে৷ যে যেমন পারছে সে তেমন বক্তব্য দিয়ে যাচ্ছে,,,।। আমরা দেশ কে সংস্কার চাচ্ছি।। একটু সময় বা ধৈর্য ধরুন।। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে

    • @AbidRaihan-kj4vy
      @AbidRaihan-kj4vy Месяц назад +25

      আমরাই ভালো না ভাই 😂 টাকা ছাড়া কেউ ভোট দেয় না।। আর নেতাদের চাটতে পাড়লেই হচ্ছে

    • @onestop5831
      @onestop5831 Месяц назад +8

      সব ঠিক হয়ে যাবে কেয়ামতের পরে,ইনশাআল্লাহ

    • @MstRahimaKhatun-z9v
      @MstRahimaKhatun-z9v Месяц назад

      @@AbidRaihan-kj4vy ভোটই তো দিতে পারলাম।। টাকা নিবো কোথা থেকে। আগে নিজেদের মন পরিষ্কার করতে হবে।। আমাদের সকলকেই

    • @DrssSumie
      @DrssSumie Месяц назад +14

      কারণ আমরা স্বার্থপর।খালি নিজের সুবিধা বুঝি।

    • @DebasishSarkar......0
      @DebasishSarkar......0 Месяц назад

      বলতে পারেন ৭০% মুসলিম দেশ ই ভালো নেই।

  • @romanproroman1941
    @romanproroman1941 Месяц назад +30

    আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সুন্দর আয়োজন হয়েছে

  • @showkatislam5599
    @showkatislam5599 Месяц назад +121

    এতো তাড়াহুড়ো না করে সহযোগিতা করুন

    • @sanjedarayhan2152
      @sanjedarayhan2152 Месяц назад +2

      তারাহুরো করলে এই নির্বাচন কি সঠিক হবে, নাকি রাজনৈতিক দল গুলা সেটেলমেন্ট নির্বাচন চায়, কোন রকম লেপছেপ দিয়ে নির্বাচন হোক আর আমি ক্ষমতায় যাই।

  • @fr_logan-y4k
    @fr_logan-y4k Месяц назад +2

    এমন আলোচনাকে সাধুবাদ জানাই।

  • @monju150
    @monju150 Месяц назад +1

    প্রতি মাসে অন্তত ১টি এরকম আলোচনা সভা হওয়া দরকার যেখানে সব উপদেষ্টউপস্থিত থাকবেন ও বিভিন্ন সচেতন নাগরিকের মতামত নেবেন এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা সাজাবেন।

  • @siddiquehossain2032
    @siddiquehossain2032 Месяц назад +107

    বাংলাদেশের মানুষ অস্থির, অস্থির এবং অস্থির!!! গাড়িতে তাড়াতাড়ি যাওয়ার জন্য উল্টো রাস্তায় যায়, ক্ষমতা পাওয়ার লোভে দুই মাসের মাথায় সংস্কার চায়। এত অস্থির!!

    • @kanak5004
      @kanak5004 Месяц назад +2

      Thank for telling the truth .

    • @loveartnnature
      @loveartnnature Месяц назад

      তা ঠিক বলছেন, কিন্তু রাজনৈতিক দল গুলোর মতামত নিয়ে একটা ঐক্য রাখা জরুরি। নাহলে তারা নিজেদের অবহেলিত মনে করবে। আর প্রশাসনটা শক্ত হওয়া সবার আগে প্রয়োজন। এখন নরম থেকে কাজ করার সময় নয়। শক্ত ভাবে সন্ত্রাসী ও তার দোসরদের আগে আটকানো প্রয়োজন।

    • @grninjagaming8221
      @grninjagaming8221 Месяц назад

      একবারে সত্যি কথাটা বলে দিলেন।

  • @greenbangla484
    @greenbangla484 Месяц назад +107

    নির্বাচন দিয়ে আমরা সাধারণ জনগণ কী করবো? নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যাথা নাই। আমরা চাই দ্রুত দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক।

    • @TanjinaTonnesa-nh6tu
      @TanjinaTonnesa-nh6tu Месяц назад

      ❤❤❤

    • @TanjinaTonnesa-nh6tu
      @TanjinaTonnesa-nh6tu Месяц назад

      ঠিক❤

    • @HabibUllah-cm3pb
      @HabibUllah-cm3pb Месяц назад

      ❤❤❤

    • @raihan19041
      @raihan19041 Месяц назад +3

      আমরা জনগণ অতি শীঘ্রই নির্বাচন চাই

    • @Itachi-r4l
      @Itachi-r4l Месяц назад +1

      ​@@raihan19041কোন দেশের জনগণ এর কথা বলছেন?এই দেশের জনগণ তো চায় না

  • @nesarmozumder2620
    @nesarmozumder2620 Месяц назад +21

    সবাই চাইতেছে ১৫ বছরের ক্ষতি ১৫ দিনে পুরণ করা এটা কখনোই সম্ভব না।।

    • @mdmohidul1354
      @mdmohidul1354 Месяц назад

      পনের বছরের কথা বলোনা এই এই দের মাসের ক্ষতি পুরন করতেই পঞ্চাশ বছর লাগবে সেই টা বলো আগে এমন ক্ষতির সম্মুখিন বাংলাদেশ কখনও হয়নি নিজেদের দোষ অন্যের ঘারে চাপানো এটা রাজনৈতিক দলের পেসা জনসমর্থনা বারাতে মিথ্যা বলতে এদর জহ্বায় আটকায় না

    • @ashoksaha773
      @ashoksaha773 Месяц назад

      Pakistani tor pither chal uthabe America ar dr unus😂😂😂

  • @MdLiton-gf7iw
    @MdLiton-gf7iw Месяц назад

    সম্মিলিত আলোচনা খুব সুন্দর, আশা করি আগামীগুলোতে এরকমই থাকবেন ইনশাল্লাহ

  • @KalpanaAkter-gr1gn
    @KalpanaAkter-gr1gn Месяц назад

    এই ভাবে শুভ আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহন করা প্রয়োজন

  • @hafiza.islamic
    @hafiza.islamic Месяц назад +24

    কালেমার দাওয়াত দিয়ে গেলাম🥰
    লা ইলা হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ💜💚❤️

  • @MDHabib-i6w
    @MDHabib-i6w Месяц назад +44

    সবাই মিলে একজোট হয়ে কাজ করুণ

  • @saifullatif7117
    @saifullatif7117 Месяц назад +12

    খুব সুন্দর আলেচনা -যা কোন দিনও সংসদে সম্ভব হয়নি। ৯০’এ পর থেকে প্রায় ২৩ বছর এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন কি পদ্ধতিতে হবে তা নিয়ে নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারেন নি । এদের দ্বার আমি দেশের উন্নয়নের ব্যাপারে সন্ধিহান।

  • @realityaccept7374
    @realityaccept7374 Месяц назад

    অসাধারণ অনুষ্ঠান।

  • @lifeeverythingmt
    @lifeeverythingmt Месяц назад

    খুব সুন্দর একটা আলোচনা। সব সময় এমন আলোচনা হলে দেশ অনেক তারাতারি আগাবে।

  • @mdiqbalhossain7921
    @mdiqbalhossain7921 Месяц назад +19

    কথা তো ঠিকই আছে সবকিছু তো সাথে সাথে সংস্কার করা যায় না

  • @atikurrahman6680
    @atikurrahman6680 Месяц назад +26

    বাংলাদেশের সাধারণ জনগণের দাবি নির্মে তিন বৎসর থাকা দরকার

    • @নতুনখবর-ঠ৪ষ
      @নতুনখবর-ঠ৪ষ Месяц назад

      হুগামারা সারা

    • @haqueenam9107
      @haqueenam9107 Месяц назад +2

      3 month jak, tarpore dekhen

    • @sanjedarayhan2152
      @sanjedarayhan2152 Месяц назад

      ​@@haqueenam9107আপনারা যদি দেখাইতে চান, তাইলেতো দেখতে বাধ্য।

    • @fatinahmedrushaan7390
      @fatinahmedrushaan7390 Месяц назад

      কোন সাধারণ জনগণের দাবি? দুই মাস না যেতেই চেহারা পাল্টানো শুরু করেছে আর আপনি স্বপ্ন দেখেন তিন বছর।

    • @sanjedarayhan2152
      @sanjedarayhan2152 Месяц назад

      @@fatinahmedrushaan7390 কে চেহারা পাল্টাচ্ছে?

  • @malayghosh1006
    @malayghosh1006 Месяц назад

    জোলো আলোচনা। আরো উন্নত মানের হওয়া উচিত ছিল। ❤ INDIAN

  • @wasim8350
    @wasim8350 Месяц назад

    এইটা খুবই ভালো উদ্যোগ এইভাবে সবার মতামাত জানা বুঝা সহজ হবে আর আমি চাই ডক্টর ইয়ুনোছ ছ‍্যার থাক

  • @কিছুকথারগল্প-খ৪থ

    নুর ভাই খুব সুন্দর আলোচনা করছেন অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤❤

    • @laboniakter3038
      @laboniakter3038 Месяц назад

      ❤❤

    • @sifurrahamansifat4883
      @sifurrahamansifat4883 Месяц назад

      Fucking nur

    • @mdiqbalhossain7921
      @mdiqbalhossain7921 Месяц назад +5

      ভাই নূরের ভিতর যে কি আছে আল্লাহই ভাল জানে ও কিন্তু মানুষ সুবিধার না

    • @MohiUddin-pu2dm
      @MohiUddin-pu2dm Месяц назад

      বিকাস নুর একটা সুবিদাবাদি জিন্দাবাদ❤❤

  • @sorolaakter4125
    @sorolaakter4125 Месяц назад +27

    পার্থ স্যার এর মতো সবাই বুঝলে এখনো মনগড়া আন্দোলন নিয়ে মানুষ পরত না দেশ গড়ার কাজে সাহায্য করত।

  • @dilawarhussain1444
    @dilawarhussain1444 Месяц назад +13

    এই দেশ সুন্দর করে গড়ার লক্ষ্যে সবার সহোযোগিতা দরকার

  • @VigilanteMian
    @VigilanteMian Месяц назад

    These are some points that need to be considered and given great importance.
    These are some of the main points that were discussed in yesterday's meeting.
    1. Constitution reformation
    a. There should always be an independent neutral interim government to hold a Parliamentary election.
    b. A candidate may not be elected as the head of the state twice (consecutive or non-consecutive terms).
    c. Impeachment of any political party must be allowed by the constitution.
    2. Parliamentary Election
    a. Without reform there should be no election
    b. Parliament needs to be balanced with members of various political parties
    c. Muscle and Money must be controlled before and during the election process.
    d. Need to consider proportional voting system as well as bi-cameral system.
    e. A member of a party should be free to vote a candidate from a different party.
    3. Chairman election must be non-political.
    4. There should not be any student or teacher politics on campus.
    5. University VC cannot be politically appointed
    6. Judiciary system must be independent - Appellate and High Court Division judges should maintain neutrality. The job of the Supreme Court should be interpretation of the law only.
    7. The heads of the military force should have some autonomy except when country is at war with a foreign nation.
    8. The Election Commission must not be politically appointed and be fully independent. The commission must be fair and work for the people.
    9. The Police force must be independent of the ruling political party.
    10. The government must work for the people and not for a political party.
    11. A government official must honor the seat that he/she is holding by working towards the interest of the people and not the interest of any political party.
    12. Syndicate of Market place and financial institutions should always be observed and made accountable to the court of law
    13. Extortion (Chadabazi) by any individual or group must be stopped and anyone involved must be brought to justice
    14. DuDoC should be fully independent entity and should not be influent by the ruling party.
    15. There should be no political party nomination for Business Owners and Govt Employees for at least three years after their retirement -- They need to wait for at least three years after retiring from a government held position or retirement from the ownership of a business entity.
    16. Any agreement between Bangladesh Government and a foreign entity cannot be kept secret. It needs to be brought to public and should seek consents of the people.
    17. Involve US Corporation to press the US Government to help Bangladesh.
    18. Work towards infusing US dollars in Bangladesh
    19. Non-Resident Bangladeshis (NRB) play a vital role in economic development of Bangladesh by sending remittance. Therefore, NRB must have a say towards the government of Bangladesh.
    20. Come up with a statement in Bangla and in English for the Social Media regarding the importance of NRB.

  • @hettty1122
    @hettty1122 Месяц назад

    এভাবেই সব কিছু নিয়ে আলোচনা করা উচিৎ। এবং সমস্যার সমাধান করা উচিৎ।😊

  • @alokdas9006
    @alokdas9006 Месяц назад +9

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি এখন আছেন তার পরিবর্তন চাই

  • @justgo2269
    @justgo2269 Месяц назад +22

    পদ্মা সেতুর প্রস্তাবনা বাস্তবায়ন করার জন্য ১৫ বছর বয়স নিয়েছেন। এ সরকারের বেলায় এত তাড়াহুড়ো কেন?

  • @asiakhatun3101
    @asiakhatun3101 Месяц назад +4

    আল্লাহ সুষ্ঠ নির্বাচন জন্য সকল কাজ সহজ সাধ্য করে দাও। আমিন। আল্লাহ তুমি পার না এমন কোনো কাজ নাই এই পৃথিবীতে, তুমি সব পার। আল্লাহ আমাদের ক্ষমা কর। আমিন।

  • @bourhanuddin8939
    @bourhanuddin8939 Месяц назад

    এমন আলোচনা দরকার

  • @mdjahangiralam7058
    @mdjahangiralam7058 Месяц назад +7

    বর্মান দেশ টা হচ্ছেন সত্যি কারের গণতান্ত্রিক ব্যবস্থা আল্লাহ পাক কবুল করুন এবং ভালো একজন দেশনেতা মিলিয়ে দেন

  • @Hasnatabdullah8
    @Hasnatabdullah8 Месяц назад +7

    এই বাংলায় সকল মানুষের থাকবে সমান অধিকার, থাকবেনা শুধু স্বৈরাচার।
    এটাই হোক আমাদের অঙ্গীকার।
    হাসনাত আব্দুল্লাহ 🇧🇩🇧🇩

    • @shahidulalam5569
      @shahidulalam5569 Месяц назад +1

      জনাব আব্দুল্লাহ সাহেব ইদানিং আপনাদের কর্মকান্ডে আমরা কিন্তু বিরক্ত হচ্ছি।
      অসুস্থ সহযোদ্ধাদের পাশে না দাড়িয়ে আপনারা দল গঠনে লেগে গেলেন কিকরে ?
      খুবই হতাশা জনক।

    • @AklimaAshrafi
      @AklimaAshrafi Месяц назад

      Ek pujoy eto poriman ilish pathano hsse kvbe???? Bah ..

    • @MohiUddin-pu2dm
      @MohiUddin-pu2dm Месяц назад

      বন্যার টাকা দিয়ে বিদেশে পাচার করছে,, কারন পালাতে হবে কিচ্ছুদিন পরে❤❤❤❤

    • @helloallbd
      @helloallbd Месяц назад

      Hasnat and Sarjis er kotha kom bola uchit.

  • @MdAnas-gz5ze
    @MdAnas-gz5ze Месяц назад +19

    যথাযথ সময়ে মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। দেরি হলে বিপদ।

    • @AfzalHossain-l4y
      @AfzalHossain-l4y Месяц назад +2

      Ki bipod vai

    • @sanjedarayhan2152
      @sanjedarayhan2152 Месяц назад +1

      একটু ব্যাখ্যা করবেন কি বিপদ?

    • @QanGaalBoyZIkN
      @QanGaalBoyZIkN Месяц назад +1

      জ্বালাও পোড়াও শুরু করে দিবেন নাকি?

  • @abdurrahaman-j8o
    @abdurrahaman-j8o Месяц назад

    আমরা চাই সকল দলের মাধ্যমে সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা সুন্দর দেশের স্বার্থে সমাধান হোক আলহামদুলিল্লাহ

  • @abdurrakib4493
    @abdurrakib4493 Месяц назад +4

    উপদেষ্টা প্যানেল এ রাজনৈতিক দল থেকে প্রতিনিধি রাখা দরকার

  • @rizwanahammedayon7312
    @rizwanahammedayon7312 Месяц назад +7

    এমন আইন করবেননা যে আইন আমরা পাল্টাতে পারবনা, কেনো ভাই পার্থ ভয় লাগে যে হিরা জহরত এর সিন্দুক এর চাবী টা যাতে ভেঙে ফেলা না হয় 😂😂

  • @manikfeni930
    @manikfeni930 Месяц назад +9

    স্বাস্থ্য উপদেষ্টার জোরালো ভূমিকা চাই।
    ডাক্তার ফিস কমানো।
    অহেতুক টেস্ট দেওয়া।
    মান হীন প্যাথলজি ল্যাব
    এগুলো নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার জোরালো ভূমিকা নিতে হবে।।।

  • @lithysdiary9200
    @lithysdiary9200 Месяц назад

    এই ধরনের আলোচনা সবসময় দরকার ❤

  • @mohsinsikder7286
    @mohsinsikder7286 Месяц назад +8

    তারা খুব বেশি অস্থির হয়ে গেছে।

  • @ZakirAlam-nh2rt
    @ZakirAlam-nh2rt Месяц назад +6

    আমরা এখন দেশে কোন নির্বাচন চাই না আগে পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে নির্বাচন

  • @MotherMomMaa
    @MotherMomMaa Месяц назад

    একদম রাইট।

  • @mdtuhinkhan8738
    @mdtuhinkhan8738 Месяц назад

    নূর এর কথা একদম ঠিক সাথে সকলের কথায় অতি সুন্দর ছিলো উপদেষ্টা দের মধ্যে সমস্যা রয়েছে

  • @mddalowermolla6619
    @mddalowermolla6619 Месяц назад +4

    18 বছর এসব উপদেষ্টার কোথায় ছিল সেটাই জানতে চাই

    • @ShouvrojitSarker
      @ShouvrojitSarker Месяц назад

      Abul..... Sob kichute 18 bochor chodao...... Tahole tomrao ki 18 bochor khete esecho..

  • @TituIshtiaque
    @TituIshtiaque Месяц назад +4

    Home adviser should step down urgently

  • @GoneshMalaker
    @GoneshMalaker Месяц назад +8

    সংসার পরিচালনা করা ও রাস্ট্র পরিচালনা করা এক না।উপদেষ্টারা এটা বুঝতে হবে।😆😆😆😆

  • @khanvai2222
    @khanvai2222 Месяц назад

    হ জ ব র ল দেশের রাজনৈতিক অবস্থা। সদা সতর্ক সাধারণ জনগণ।

  • @bevashmistry8605
    @bevashmistry8605 Месяц назад +1

    উপদেষ্টাদের কথায় হিন্দু নিরজাতন শেষ নাহলে নির্বাচন করা যাচ্ছে না

  • @FahmidaHaque-w7q
    @FahmidaHaque-w7q Месяц назад +4

    ইউনূস স্যার কে সময় দেয়া হোক 5 বছর

  • @KhajaHussain-f4x
    @KhajaHussain-f4x Месяц назад +6

    তারা স্বৈরাচারী হাসিনার আমলে কোথায় ছিল ইঁদুরের গর্তে নাকি বিড়ালের গর্তে ছিল

  • @Rk1969B
    @Rk1969B Месяц назад +4

    Ekhane shobai notun,aashun aamra shobai unake help kori

  • @mizanrahman3118
    @mizanrahman3118 Месяц назад

    Agamite partho sir ke dekhte chai haq Kotha bolar manush
    ❤❤❤❤❤❤

  • @maidasultanayesmin7700
    @maidasultanayesmin7700 Месяц назад

    আলোচনা হচ্ছে এটা ভালো বিষয়। এটা ধরে রাখতে হবে।

  • @mdshahjahan706
    @mdshahjahan706 Месяц назад +5

    সময়ননয়ক বিলুপ্তি ঘোষণা করা হোক,, এই সব ছাত্ররা সরকারের উপর বাচ্চাদের মতো আচরণ করতে আছে

  • @salamdrchouse
    @salamdrchouse Месяц назад +20

    এনজিও বাহিরে কয় জন আছে? একটা দেশ কি এভাবে চলে? ইউনূসদের লোভের বলি হল এই সুন্দর একটা দেশ

    • @PodcastsHighlight01
      @PodcastsHighlight01 Месяц назад +1

      হাসিনার ক্ষমতার লোভে হাজার মানুষ মারলো পুলিশ তখন কইরে ছিলি

    • @arhanfarhan4160
      @arhanfarhan4160 Месяц назад +22

      আর আপনার আম্মু শেখ হাসিনা ভালো ছিলো ?

    • @hemayetahmeed7188
      @hemayetahmeed7188 Месяц назад +10

      হাসিনা কি করে গেলো দেশ টারে 😔😔😔

    • @salamdrchouse
      @salamdrchouse Месяц назад

      @@hemayetahmeed7188
      হাসিনা যা করে দিয়ে গেছে তোমার আগামী যা কয়েক বছর হায়াত পাবে. তা দেখবে না

    • @goldenodessey5498
      @goldenodessey5498 Месяц назад +7

      আহারে...আর কয়েকটা দিন আপা থাকলে দেশটা পুরাই জয়বাংলা হয়ে যাইতো 😂

  • @onni748
    @onni748 Месяц назад +5

    vote na akon 5yr por

    • @musfiqurrahman5801
      @musfiqurrahman5801 Месяц назад

      Dalal

    • @hamiimsyed5564
      @hamiimsyed5564 Месяц назад

      Bal korbe 5 bosor ai sorkar. Ai upodeshta der kew duche na.

    • @মাসুদরানা-হ৮ত
      @মাসুদরানা-হ৮ত Месяц назад +1

      পাঁচ বছর কিসের ভিত্তিতে? সেটার একটা রোড ম্যাপ দেন, দেশ যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া মতো বানাইতে পারেন, তাহলে তো সমস্যা নেই,,, মানে আমার নিজের কাছে মনে হলো, পাঁচ বছর থাকা দরকার, তাই থাকবে এটা কোন যুক্তি না,,,,,

  • @joherulislam2406
    @joherulislam2406 Месяц назад

    আলোচক বিষয়ের মধ্যে আমি ১০০% একমত

  • @abdulkhalek3373
    @abdulkhalek3373 Месяц назад

    রাইট , হ ইছেন ক্যান,

  • @sujonkumarray4926
    @sujonkumarray4926 Месяц назад

    এই একটা সুন্দর আলোচনা,,, ❤️

  • @hosnearakhatun7759
    @hosnearakhatun7759 Месяц назад

    এমন আলোচনা গুলো খুব প্রয়োজন,,,

  • @Jannat-ss4jt
    @Jannat-ss4jt Месяц назад +1

    এরকম আলোচনা আরও চাই

  • @AbulHussain-j2k
    @AbulHussain-j2k Месяц назад +7

    যারা বেশী তাড়াতাড়ি করছেন তাদেরই উপদেষ্টা হওয়া উচিত ছিল ।

  • @TamilBagla
    @TamilBagla Месяц назад

    অল্প বয়সের উপদেষ্টাদের পদত্যাগ চাই

  • @smharesh5292
    @smharesh5292 Месяц назад

    অবশ্যই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, প্রধান উপদেষ্টা কে কাজ করতে হবে, সবাই মিলে করলাম কাজ,ফল খায় সুবিধা বাজ।

  • @MdYasin-n3x
    @MdYasin-n3x Месяц назад

    এত সুন্দর পরিবেশ দেকে অনেক ভাল লাগছে

  • @AhnafUmar-nb6md
    @AhnafUmar-nb6md Месяц назад

    ভোট চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। অনেক দিন ভোট দিতে পারিনি।

  • @SkSufi-11
    @SkSufi-11 Месяц назад

    প্রস্তাব আসা মাত্রই যে সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোন কারণ নেই, এটি ভীষণ ভাল্লাগছে

  • @mdrafiq-jp4et
    @mdrafiq-jp4et Месяц назад

    আমরা চাই এই ভাবে আলো চনা করে সব সমাদান হোক

  • @Sohannipublog9463
    @Sohannipublog9463 Месяц назад

    ফার্থ স্যার এর কথা গুলো ভালো লাগলো

  • @palashhowlader5559
    @palashhowlader5559 Месяц назад

    Adviser right kotha bolsen

  • @muhammademan6598
    @muhammademan6598 Месяц назад

    আপনি একজন মুসলিম পুরুষ কিংবা মহিলা এটা ভুলে যাবেন না।
    আপনার ধর্মের ঐতিহ্য কে ধরে রাখুন। মানুষ আপনার অস্তিত্ব কে জীবদ্দশায় এবং মরনের পরেও সম্মান করবে।

  • @muhammadsuhail4286
    @muhammadsuhail4286 Месяц назад

    আলহামদুলিল্লাহ চট্টগ্রামে সব এলাকার জনগণ, এমনকি বিদেশীরা পর্যন্ত আছে, চট্টগ্রাম এর সব মানুষ খারাপ নয়। ভালো চট্টগ্রামের মানুষগুলো উদার, সাগর আসমানের মতো মন মানসিকতা, ভালো শুদ্ধভাষার মানুষগুলোকে ভালোবাসী।

  • @mdsahidwllahsahid4538
    @mdsahidwllahsahid4538 Месяц назад

    ডক্টর ইউনুস সাহেব পাঁচটি বছর রাষ্ট্র পরিচালনা করুক অর্থনৈতিক সুন্দর করে সাজিয়ে তুলতে ওনার প্রয়োজন

  • @SofikulIslam-u5m
    @SofikulIslam-u5m Месяц назад +1

    মেডামের কথা ঠিক সহসকার সময়ের বেপার লাগবে