Harmonika- হারমোনিকা Manna Dey & Sandhya Mukhopadhyay two legendary singers sang historic songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #songs,#bengalisongs,#music,#sandhya,#sandhyamukhopadhyay,#sandhyamukherjee,#mannadey,#manna#antonifiringi,#chirodiner

Комментарии • 503

  • @pradipkumardutta7841
    @pradipkumardutta7841 Год назад +34

    এমন শিল্পী ১০০ বছরে একবার জন্ম নেয়।

    • @suruchibiswas6890
      @suruchibiswas6890 5 месяцев назад

      ভাষা নেই

    • @SUVAMAITY2003
      @SUVAMAITY2003 4 месяца назад +1

      স্যার আরও কয়েকশ যুগ কেটে গেলেও স্বর্ন যুগের কন্ঠ শিল্পী ও গান আর ফিরবে না 😢😢। ঈশ্বরের গান= মান্না দে স্যার ❤😢

    • @lockdownschool4116
      @lockdownschool4116 2 месяца назад

      100 noi hajar bachor e o aar pabo na

  • @prasantamajumder1095
    @prasantamajumder1095 2 года назад +20

    আহা! কি সুন্দর গান করলেন এই বয়সে। অতি সুন্দর। অসাধারণ।

  • @shaktichakraborty4929
    @shaktichakraborty4929 Год назад +24

    বাংলার স্বর্ণযুগের দুই কিংবদন্তী শিল্পী এই বয়সেও ধরে রেখেছেন তাঁদের অনবদ্য কন্ঠস্বর, অতুলনীয় সূর। দুঃখ আমার একটাই থেকে গেলো, তাঁদের সোণায় বাঁধানো পা ছুঁয়ে একটা প্রণাম করতে পারলামনা 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sukdevchandramondal4834
    @sukdevchandramondal4834 2 года назад +62

    আমরা সত্যই ভাগ্যবান যে সন্ধ্যা মুখার্জি ও মান্না দের মত বরেণ্য শিল্পীর গান বার বার শুনলেও কোন বিরক্তি বোধ হয় না । বার বার শুনতে ভালো লাগে । এনারা চির অমর হয়ে থাকবেন ।

  • @indranathchakraborty2837
    @indranathchakraborty2837 Год назад +94

    গানগুলি সবটুকু শুনতে পারি না।চোখ জলে ভরে যায়।কেন যে মানুষগুলো হারিয়ে যায়,মনে একরাশ বেদনা ভরে দিয়ে যায়।দুঃখ রয়ে যায় ।আর এত সুন্দর মুহূর্ত এই ভয়ংকর যুগে আর ফিরে পাব না।বড়ই আফসোস হয়।

    • @ramkrishnasasmal1899
      @ramkrishnasasmal1899 8 месяцев назад +5

      আপনাকে প্রনাম।।।ভালো থাকুন।।

    • @prosannasaha3998
      @prosannasaha3998 7 месяцев назад +4

      কই.... হারায় নি তো.... ওই তো রয়েছে ভিডিও তে

    • @swapnaghosh2627
      @swapnaghosh2627 7 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @sarbarimukherjeesaby3007
      @sarbarimukherjeesaby3007 7 месяцев назад

      ......EXACTLY......VOYONKAR JUG......😢......

    • @johirmohammad-ro4cy
      @johirmohammad-ro4cy 7 месяцев назад +1

      😅 2:56 😅😊

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Год назад +14

    এখন তো বয়স আমার ২৪ এর মতো। যদি আরও ৪০/৫০ বৎসর বাঁচি, এবং প্রতিদিন যদি তাঁদের তরে কমকরে হাজারবার প্রণাম করি, তবুও তাঁদের সম্মানের প্রতি শ্রদ্ধা জানানো শেষ হবেনা। সবকিছুই কম হয়ে যাবে

  • @kanailalarchaya5416
    @kanailalarchaya5416 6 месяцев назад +7

    কোথাও যেন চলে গিয়েছিলাম.......
    বহু বছরের পুরনো পথে হাঁটছিলাম যেনো ......
    অসাধারণ...

  • @amaleswartalapatra708
    @amaleswartalapatra708 2 года назад +15

    সৌভাগ্য এমন শিল্পীরা আমাদের বাংলায় জন্মেছিলেন।

  • @bijoyroy6399
    @bijoyroy6399 2 года назад +44

    কি বলব, বলার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ এতো মধুর, এতো সুন্দর আহা যেন স্বর্গ পূরীর দেবতা - দেবীর গান শুনছি ৷ খুব শান্তি পেলাম ৷ চোখে জল এসে গেল ৷ দুই কিংবদন্তী শিল্পীর গান যেন অমৃতধারা ৷ প্রনাম, কোটি কোটি প্রনাম ৷

  • @tapanjyotibhattacharya432
    @tapanjyotibhattacharya432 Год назад +16

    সংগীত জগতের দুই কিংবদন্তি শিল্পী মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়, তাঁদের শ্রী চরণে জানায় আমার শতকোটি প্রণাম। তাঁরা যে সুর ও অদ্ভুত এক মূর্ছনা প্রাণবন্ত করে গেছেন, তা আমাদের জীবন পথের চিরন্তন বহু অজানাকে জানার ও অচেনাকে চিনিয়ে দেবে।

  • @tamalmajumdar2434
    @tamalmajumdar2434 2 года назад +39

    যেন স্বর্গ থেকে সুরের পুষ্প বৃষ্টি হচ্ছিল। আর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না।

  • @baniff8036
    @baniff8036 2 года назад +26

    এদের গান সুনে কান্না এসে যায। এরা এখন কেউ নেই।

  • @beautydas8607
    @beautydas8607 11 месяцев назад +5

    .. আমার প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর ❤❤❤❤❤❤❤

  • @banadebmaji8506
    @banadebmaji8506 2 года назад +42

    এমনটি আর কোন দিন ফিরে পাব না ।সঙ্গীতসম্রাট ও সঙ্গীতসাম্রাঞ্গীর এমন
    অসাধারণ যুগলবন্দীর মুহূর্ত ।

    • @rinabhattacharya1753
      @rinabhattacharya1753 Год назад +1

      Rina Bhattacharya ashadharan gaan shunlam 2jon shilper kontha konodin onadar vulbo na

  • @সৈয়দহোসেন-দ৬দ

    সন্ধ্যা মুখার্জি এবং মান্নাদে এমন শিল্পী আর তো আসবে না, এমন শিল্পী একবারই জন্মায়। এ পৃথিবী তোমাদেরকে মনে রাখবে, তোমরা হারাবে না; ধন্য তোমাদের জীবন- প্রণাম নিও। যেখানেই থাকো, ভালো থেকো।

    • @chandanabishnu9657
      @chandanabishnu9657 Год назад +1

      Àà😊

    • @ujjwaltarafder8268
      @ujjwaltarafder8268 10 месяцев назад

      খুব ভালো বলেছেন কিন্তু তুমি বলাটা খুব চোখে লাগছে।

    • @mrityunjoymukhopadhyay910
      @mrityunjoymukhopadhyay910 9 месяцев назад

      You are legend of decade. I am speechless. Forgive me.🙏🙏🙏...

    • @sampaganguly1712
      @sampaganguly1712 12 дней назад

      সুখের স্বপ্নের মত অনুভূতি....শুনলে চোখে জল চলে আসে।

  • @krishnenduchattopadhyay7825
    @krishnenduchattopadhyay7825 Год назад +24

    বয়সকে অধীনে রেখে দুই দিকপাল অমর শিল্পী কত আন্তরিকতায় গাইলেন অবাক হয়ে শুনছিলাম।
    একই গান বারবার শুনলেও শোনার আগ্রহ বেড়ে যায় এ এক অবাক করা অনুভূতি মান্না দা, সন্ধা দি, শ্যামল দা, হেমন্ত দাদের গানের জাদু।
    গীতিকার ও সুরকারদেরো সমান কৃতিত্ব এই সকল গান বাঁধার ও সুরে সুরোভিত করার জন্য।

  • @anjumanara1166
    @anjumanara1166 2 года назад +13

    এমন শিল্পী আর এলো না, প্রতিটি গান মাইলফলক। প্রণাম

  • @Born880
    @Born880 Год назад +9

    বয়স তা শুধুই গণিতের সংখ্যা মাত্র
    সেই সুর , সেই যুগল্বন্দি , অসাধারণ
    প্রতিভা , সুরের জাদুকর

  • @shobujda6346
    @shobujda6346 Год назад +8

    যত দিন পৃথিবী আছে ততোদিন তোমরা থাকবে...

  • @ratanchowdhury8965
    @ratanchowdhury8965 Год назад +40

    বয়সের কারণে আগের মত গাইতে না পারলেও কি অসাধারণ মায়া কন্ঠে।মনটা ভরে গেল।দুজনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। 🙏🙏🙏

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 Год назад +15

    দুই ক্ষণজন্মা শিল্পী। আমার সবচেয়ে সবচেয়ে বড় বেশী প্রিয় এই দুই শ্রদ্ধাভাজন মহান শিল্পী।চির অমর কালজয়ী শিল্পীদের অন্তর থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই।👏👏👏👏

  • @prasantaghosh3659
    @prasantaghosh3659 2 года назад +8

    এক ই কথা এই বয়সে ভাবাই যায়
    না ওনারা ভগবানের আশীর্বাদ ধন্য
    ভাবাই যায় না।আর সতিনাথ দা আমার ভাষা নেই নিলূদা আমার
    ভগ্নিপতি ওনাকেই কদিন আগেই
    জিগ্যেস করছিলাম,যিনি ওনার
    ছেলের বিয়েতে এসেছিলেন।
    ওনার voice ,ওনার ankaring
    Just ভাবা যায় না‌। সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দে এদের
    কত গানের অনুষ্ঠান আমি দেখেছি
    হয়ত হাতে গোনা যাবে না।কেউ
    আজকের দিনের শিল্পীদের মধ্যে।
    যত ই ভালো গান গাক না কেন?
    আর একজন ছিলো শ্যামল মিত্র
    ও ভাবাই যায় না।কি গাইত।
    এরা ছাড়া কাউকে কাউকে ভাবতেই
    পারি না। সুবীর সেন",পাগোল হাওয়া"
    এখন অনেকেই গায়। কিন্তু ওনার
    মতন ভাবাই যায় না।

  • @ShaktimoyNandi
    @ShaktimoyNandi 4 месяца назад +9

    আমরা সত্যিই ভাগ্যবান , সন্ধ্যা মুখপাধ্যায় ও মান্না দের মতো মহান শিল্পীদের গান শুনতে বড় হয়ে ওঠা । এ সকল গান চির অমর হয়ে থাকবে ।

  • @haridaskar8534
    @haridaskar8534 2 года назад +35

    মন ভরে গেলো কি অপূর্ব দুই শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দে প্রনাম

  • @abdussamadmolla215
    @abdussamadmolla215 Год назад +6

    আহা! গানের সাথে এমন খেলা তাঁরা ছাড়া খেলতে পারে, কার এমন সাধ্য! জিও মান্নাজি ও সন্ধ্যাজি।

  • @anupbera6000
    @anupbera6000 Год назад +13

    দুই কিংবদন্তী কে শতকোটি প্রণাম।আজ দুজনার কেউ আর ইহ জগতে নেই। কিন্তু যতদিন জগৎ থাকবে ততদিন আমাদের মনের মণিকোঠায় চির অমর হয়ে থাকবেন। আপনাদের বিকল্প নাই।আর ভবিষ্যতেও হবে কিনা জানিনা। আপনাদের গান শুনতে শুনতে যেমন আমরা তৃপ্ত হবে, তেমনি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা বহাল থাকবে।

  • @SREEDURGAELECTRICCO
    @SREEDURGAELECTRICCO Год назад +6

    তোমরা শুধু শিল্পী নয় অনেকের কাছে মনের ও গানের দেবতা,আমার খুব সৌভাগ্য যে ১৯৭৯ সালে আমি ৩ ফুট দূরে এত কাছে বসে তোমার গান শুনেছি আর তোমার নিজের হাতে লেখা শুভেচ্ছান্তে মান্না দে মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রেখেছি কবে আসবে প্রভু ধরাধাম,এখনো জানাই আমি শতকোটি প্রণাম। তাপস রায়(৭১)পুতুণ্ড, শক্তি গ র পূর্ব বর্ধমান

  • @bikashmajumder1146
    @bikashmajumder1146 Год назад +10

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ, বাংলার গৌরব,আর কোন দিন আসবে না,চিরস্বরনীয় হয়ে থাকবে।🙏🙏🙏

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Год назад +13

    আমি যেনও স্বর্গে শুয়ে স্বর্গের দেব-দেবীর গান শুনছি! আর তো কিছুই বলার ভাষা নাই 🙏

  • @bimaldey7913
    @bimaldey7913 7 месяцев назад +4

    দুই কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে।

  • @siddharthaghosh9278
    @siddharthaghosh9278 Год назад +7

    ফিরিয়ে দাও সেই স্বর্ণ যুগ।

  • @hasimlaskar2478
    @hasimlaskar2478 2 года назад +22

    এনাদের গান শুনলে হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি আসে। এনাদের আত্মার শান্তি কামনা করি ☺🙏

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 Год назад +5

    🌹 সন্ধ্যা দি জীবনের শেষ মুহূর্তে কি অসাধারণ অভাবনীয় স্বাক্ষর রেখে গেলেন! বাঙালীর হ্নদয়ের অন্তরের অন্তঃস্থলে স্বরণী হয়ে রবে।

  • @sangrambaruli8776
    @sangrambaruli8776 Год назад +5

    এই গান গোলো সারা জীবন থেকে যাবে কিন্তু তারা এখন এই পিথিবিতে নেই

  • @narugopalmukherjee4994
    @narugopalmukherjee4994 6 месяцев назад +5

    দুচোখে জলে ভরে গেল, নিজেকে হারিয়ে ফেললাম এ সুর এ কন্ঠ আর কি ভবিষ্যতে পাওয়া যাবে, শুধু স্বপ্ন, শুধু স্মৃতি

  • @himmatraj8486
    @himmatraj8486 2 года назад +66

    কান্না আসছে, সুখের দিনের গান। ওরা এখন কেউ নেই।

  • @jhumurchakraborty8220
    @jhumurchakraborty8220 2 года назад +27

    অসাধারণ সুন্দর প্রতিভা এই দুই ভারতীয় শিল্পীদের।❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @PrabirHaldar-yd9pm
    @PrabirHaldar-yd9pm 11 месяцев назад +1

    Only Manna da is the best singer of the world.... Jay Bharat...

  • @GargiGhosh-im7cl
    @GargiGhosh-im7cl 6 месяцев назад +4

    চিরদিনের সেই গান যা কোনোদিনও পুরোনো হয়না।দুই স্বনামধন্য শিল্পী কে আমার প্রনাম 🙏🙏💐💐 চোখে জল এসে গেল

  • @krishnapal6825
    @krishnapal6825 3 месяца назад +1

    Duo Sayandhaji Mukherji Manna Da ji both great evergreen singer

  • @udaynarayanmandal2322
    @udaynarayanmandal2322 2 года назад +20

    ভাষাহারা আমি। যদিও অনেক বারই সামনে থেকে শোনার সৌভাগ্য হয়েছে তবুও আজ শুনে চোখে জল এসে গেল। কত ভাগ্যবান আমি তাই শুধু ভাবছি 🙏🙏🙏

  • @biplabbiswas688
    @biplabbiswas688 2 года назад +11

    সত্যি এরাই শিল্পী। গান কাকে বলে সেটা আগেকার শিল্পীদের সঙ্গেই জানতে বা বুঝতে হবে।
    এখন তো গানের ভালো মন্দ বিচার করার ব্যাখ্যাটাই ভুলে গেছি ।গান কোন দিকে গেল বাজনা কোন দিকে গেল হিসাব করতে করতে দিন শেষ

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 года назад +1

      Ei kacha badam er juger sathe sei juger compare koratao ekta paap , manna dey ekjon silpi chilen , gayok hoa soja silpi hoa tar moto onek kothin🙏 .

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 2 года назад +13

    দুই কিংবদন্তি গায়ক গায়িকা কে প্রণাম জানাই

  • @parthasarathibanerjee70
    @parthasarathibanerjee70 2 года назад +23

    আজ পর্যন্ত সন্ধ্যা মুখপাধ্যায়ের সমান আর মান্না দের মতো শিল্পী বাংলার গানের জগতে এলো না। ছোটো বেলা থেকে ওদের গান শুনে আসছি, এই ৭২ বছর বয়সেও সুযোগ পেলেই ওদের গান শুনে থাকি।

  • @ranjitbarua9526
    @ranjitbarua9526 2 года назад +9

    এই অমর গুণী শিল্পীদের গান শুনলে চোখে কান্না আসে।

  • @Hashiofficial19
    @Hashiofficial19 Год назад +3

    এ সব গান গাওয়া শিল্পীদের আর পাওয়া যাবে না। আমরা অনেক বর বর রত্ন হারিয়ে ফেলেছি। ওনারা যেখানেই থাকুক না কেন আমরা ওনাদের আত্মার শান্তি কামনা করছি।

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 2 года назад +14

    এন্টিনি ফিরিঙ্গী ছবিতে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দের দ্বৈত সঙ্গীত পরিবেশন। এ বয়সে গান গাওয়া কি অসাধারণ অপূর্ব অভাবনীয় আস্বাদন ভলা যায় না। ♥️হারমনিকা সঙ্গীত সম্মান♥️

  • @shoponkumar6449
    @shoponkumar6449 4 месяца назад +1

    অসাধারণ গানের গলা

  • @মীনা
    @মীনা 6 месяцев назад +2

    একের প্রতি অপরের শ্রদ্ধা। জগত ধন্য।প্রনাম।

  • @baringhatak5920
    @baringhatak5920 9 месяцев назад +2

    উনারা বিশিষ্ট দুই জন প্রখ্যাত শিল্পীর ডুয়েট গান শোনার সময় আমরা অভিভূত হয়ে যাই। অপুর্ব সুন্দর পরিবেশন ও গান টি খুব সুন্দর।

  • @manindramaji4396
    @manindramaji4396 6 месяцев назад +1

    অপূর্ব অতুলনীয় !! বিশেষ করে শেষের গান । কনো ভাষা নেই প্রশংসা করার । 😢😢😢

  • @swapnabhattacharjee9991
    @swapnabhattacharjee9991 2 месяца назад

    আমার শতকোটি প্রনাম ওনাদের চরনে 🙏🙏🙏

  • @songsbydebopriya8915
    @songsbydebopriya8915 6 месяцев назад +2

    Agami hazar bochor dhore bangali ei gan sune mugdho hobe💞🙏

  • @abdul340
    @abdul340 Год назад +6

    নতুন ক'রে আর বলার কি আছে? পুরাতনের মাঝে কি ঐতিহ্য!

  • @souviksensharma560
    @souviksensharma560 Год назад +4

    শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ❣️

  • @annweshabanerjee4326
    @annweshabanerjee4326 7 месяцев назад +2

    কচিদা live performance এই রকম ভালো লাগে।

  • @amitsanyal3524
    @amitsanyal3524 2 года назад +48

    আর হাজার বছরেও শ্রদ্ধেয় মান্না দে ও সন্ধ্যা মুখার্জিরমতো শিল্পী আসবে না । এ এক স্বর্ণমূহুর্ত প্রণাম জানাই দুই বরেণ্য শিল্পীকে ।

  • @arupsarkar6271
    @arupsarkar6271 Год назад +14

    আমি খুব ভাগ্যবান মনে করি কারণ যে বাংলায় এনাদের মতন মহান প্রতিভা জন্মে ছেন, সেখানে আমিও জন্মেছি।

  • @HafizRahman-p7f
    @HafizRahman-p7f 2 месяца назад

    বাংলা গানের দুই যাদুকর।
    আর এমন কেউ কখনো আসবেনা.. কণ্ঠের এমন মাধুর্য আর শোনা যাবেনা..এমন সুরের মূর্ছনায় আর কেউ মাতাবেনা আমাদের।
    বিনম্র শ্রদ্ধা তাঁদের প্রতি।

  • @indraneeldeysarkar7863
    @indraneeldeysarkar7863 3 дня назад

    ভগবানের অশেষ কৃপা যে জন্মগ্রহণের পর সাবালক হয়ে এরকম দুই দিকপাল শিল্পীদের গান শোনার সৌভাগ্য হয়েছে। সত্যি বলতে কি এনাদের গান শুনতে শুনতে মুগ্ধতা এবং মন ও হৃদয় পবিত্রতায় ভরে ওঠে। 🙏🙏🙏

  • @nabarunchakraborty7387
    @nabarunchakraborty7387 Год назад +6

    আমার সৌভাগ্য আমি এই দুজন মহান ও মহীয়সী শিল্পীর গান শুনেছিলাম মঞ্চ থেকে। সে এক আলাদা অনুভুতি !

  • @samiransarkar9571
    @samiransarkar9571 2 года назад +6

    সর্বকালের সর্বশ্রেষ্ট কন্ঠ শিল্পিদ্বয়কে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি।

  • @Gnanai_Sakti
    @Gnanai_Sakti Год назад +5

    ওনারা আমার হৃদয়ে আছে।

  • @arunavadas8200
    @arunavadas8200 2 года назад +3

    এমন জুটি আর কখনো দেখা যাবে না ।

  • @shamsunnaharrani665
    @shamsunnaharrani665 2 года назад +7

    কি যে এক ভালো লাগায় চোখ পানিতে ভরে এলো। ওনারা যেখানেই থাকুন, ভালো থাকুন❤️❤️❤️

  • @RatanChakraborty1980
    @RatanChakraborty1980 2 месяца назад

    সত্যিই আমরাই ভাগ্যবান ছিলাম। না হলে কি এই অসাধারণ গায়কদের কালে আমাদের জন্ম হয়।,,, আমরা দেখতে পেলাম এই অসাধারণ গায়কদের।

  • @mrinaldey7968
    @mrinaldey7968 2 года назад +5

    আহরে, কি কথা কি সুর, আজ যদি গ্রামোফোন এখন এ্যভেলএবল হতো তো পৰান ভরে শুনতাম।

  • @prosantasmelodiousworld1623
    @prosantasmelodiousworld1623 6 месяцев назад +1

    আহা দুজন মানুষ নেই ভাবতে কষ্ট হয় , চোখে জল এসে যায় ! কি অন্যান্য সৃষ্টি !

  • @sudhinchakraborty3174
    @sudhinchakraborty3174 Год назад +8

    স্বর্ণ যুগের দুই কিংবদন্তিকে একসঙ্গে গাইতে দেখে হ্নৃদয় জুড়িয়ে গেলো!

  • @susantaroy3204
    @susantaroy3204 Год назад +3

    কি ঐত্যিহাসিক সৃষ্টি , যুগ যুগান্তর ধরে মানুষকে সুস্থ সংস্কৃতি পরিবেশনের ভান্ডার।

  • @jeweldas1754
    @jeweldas1754 Год назад +2

    অসাধারণ। দুজনকেই প্রনাম।

  • @goutamguha3533
    @goutamguha3533 Год назад +4

    এমন কন্ঠশিল্পী আমরা হয়তো আর কোনদিন পাব না। এইসমস্ত শ্রদ্ধেয় গুনীজন চিরকাল আমাদের কাছে অমর থাকবেন। সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @nirmalmukhopadhyay2611
    @nirmalmukhopadhyay2611 2 года назад +23

    আহা, যেমন পাণ্ডিত্য, তেমন কণ্ঠস্বর।
    কী অসাধারণ উপস্থাপনা। আহা। মন জুড়িয়ে যায়।

  • @SukumarGhosh-l1v
    @SukumarGhosh-l1v Год назад +2

    এ তো অনেক ভাগ্যের ব্যাপার যে এই ধরনের ঐতিহ্যবাহী শুরকারের গান শুনতে পেলাম। সারাজীবন মানুষ মনে রাখবেন।

  • @khokonmimikhan2658
    @khokonmimikhan2658 2 года назад +5

    কীযে পছন্দের দুজন মানুষ/ শিল্পী আমার!

  • @parthaseal5517
    @parthaseal5517 Год назад +20

    আজ নববর্ষে ওনাদের গান শুনে প্রাণ জুড়িয়ে গেল।
    এইসব প্রতিভা বাংলার মানুষ, বাঙালি হিসাবে গর্ব বোধ করি।
    শত কোটি প্রণাম!

  • @mrityunjaychakraborty3901
    @mrityunjaychakraborty3901 6 месяцев назад +1

    মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান গুলোর শিল্পীরা আজ আমাদের ছেড়ে চলে গেছে, এই অতি বাস্তব কথাগুলো মেনে নিতে খুব কষ্ট হয়।। শেখর চক্রবর্তী, কোচবিহার।।

  • @princebanik5705
    @princebanik5705 Год назад +5

    কত সুন্দর সুর। শুনতে কত সুমধুর। আর এখনকার দিনের ডিজে গান শুনলে বমি আসে

  • @ARKAJANA-f9y
    @ARKAJANA-f9y 4 месяца назад +4

    আমি কি করবো কিছুই ভাবতে পারছি না , শুধুই কান্না পাচ্ছে...........।

  • @BiswajitMajumder-tj8rf
    @BiswajitMajumder-tj8rf 2 месяца назад

    আর পাবোনা এই কন্ঠ এই সুর 😢 কোথায় যেন হারিয়ে গেছে এই সুন্দর মুহূর্ত গুলো 😢

  • @parthaghosh4570
    @parthaghosh4570 2 года назад +7

    মুগ্ধ, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, গান নয় প্রাণ,

  • @goutambaidya2681
    @goutambaidya2681 Год назад +4

    আহা ! জীবন মন জুড়িয়ে গেল!
    চির নমস্য দুই কিংবদন্তীকে আমার ভক্তিপূন্য প্রনাম ।

  • @bibhutimondal9625
    @bibhutimondal9625 Год назад +2

    কি অপূর্ব!সবই হারিয়ে গেছে।আর ফিরে পাব না

  • @tapatigupta3562
    @tapatigupta3562 Год назад +1

    Asadharon dujone

  • @MrSnow-sm9hn
    @MrSnow-sm9hn 2 месяца назад

    শত কোটি প্রনাম সন্ধ্যা দি ও মান্না দা । তোমাদের এই জায়গা অমর হয়ে থাকবে।

  • @SudipMondal-cm2fw
    @SudipMondal-cm2fw Год назад +2

    শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। একদিন আমিও থাকবনা কিন্তু এই প্রাণের গানগুলো থেকে যাবে ।

  • @provatbhattacharya6991
    @provatbhattacharya6991 2 года назад +29

    এদের গান শুনে মনে হয় আমরা খুবই ভাগ‍্যবান কারণ এদের সেরা সময়ের গান শুনে আমরা বড় হয়েছি। প্রনাম জানাই এদের।

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 2 года назад +1

      সোনার কমেন্ট এটা। আমার অন্তরের কথা।

  • @PrabirHaldar-yd9pm
    @PrabirHaldar-yd9pm 11 месяцев назад +2

    Totally handling by our eternal sweet Manna da........

  • @sagarroy9323
    @sagarroy9323 Год назад +2

    সে আমার মা, আমার মা চিরদিন থাকবে❤। আমার মা এর গান আমি সবসময় শুনি।

  • @asiskumargoswami3892
    @asiskumargoswami3892 Год назад +2

    মহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী ,যুগের কিংবদন্তি

  • @swapanmukherjee948
    @swapanmukherjee948 2 года назад +11

    এই দৃশ্য আর সেই হৃদয়ের সুরের সাথে চোখের আনন্দশ্রু মিলে মিশে এক করে দিলেন দেব এবং দেবী। প্রণাম নেবেন ।

  • @lifeline506
    @lifeline506 3 месяца назад +1

    শুধু বলতে পারি , প্রণাম নেবেন । আপনারা অক্ষয় অমর।

  • @abutoyabmondal9909
    @abutoyabmondal9909 2 года назад +9

    Thank you Harmonika for sharing such beautiful evergreen songs.

  • @sukantabiswas2485
    @sukantabiswas2485 Год назад +4

    কি অদ্ভুত গলা, এই বয়সেও যে নিখুঁত মিষ্টতার অনুভূতি তৈরি করে তা তো আর কারও কাছে পাই না, তাই এনাদের শূন্যতা পূরণ হবে না।

  • @obayedurrahman1665
    @obayedurrahman1665 Год назад +2

    Great

  • @debuganguly8278
    @debuganguly8278 2 года назад +13

    এককথায় অসাধারণ। এই বয়সে পৌঁছেও যে ভাবে পরিবেশন করলেন দুই কিংবদন্তী শিল্পী, সত্যিই আমাদের মনে তার রেশ চিরকাল রয়ে যাবে। ❤❤❤❤❤❤❤

  • @tilakbaranpradhan9459
    @tilakbaranpradhan9459 2 месяца назад

    অপূর্ব, স্বর্ণ দিনের স্বর্ণ শিল্পির গান।

  • @StudentAditi98
    @StudentAditi98 5 месяцев назад

    এই বয়সে এসে আমরা বেঁচে থাকতে পারবো কিনা জানি না, আর এনারা এত অসাধারণ গাইছেন ❤ এনারাই লেজেন্ড

  • @moloymondol4138
    @moloymondol4138 3 месяца назад

    Ai show ta koto bar dekeci mone pore na...I miss both legends❣️❣️❣️

  • @jibansingh9393
    @jibansingh9393 2 года назад +4

    🌹ওঁ নমঃ শ্রী শিব শম্ভু 🌹 অপূর্ব ও সুন্দর উনাদের সংস্কার ভুক্ত জন্ম ও এই ভারতবর্ষের বঙ্গভূমিতেই, তিনাদের কন্ঠের শুরে ভাষিয়ে আমাদের ভারতবর্ষের বঙ্গভূমিকে তিনাদের কন্ঠের সুরে
    গোড়াম্বিত করে গিয়েছেন। আন্তরিক শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই।
    🌹🌹🌹🌷❤️🕉️❤️🌷🌹🌹🌹