আবৃত্তি আলোচনা ৯- কন্ঠ তৈরি (কিভাবে দম বাড়াবেন?) / abritti class

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 51

  • @mdkhaledun994
    @mdkhaledun994 4 года назад +3

    এ জাতীয় বেশকিছু ভিডিও দেখেছি।
    আপনারটা একদম ব্যতিক্রম। টেকনিক এবং টিপসের সমন্বয়টা দারুন লেগেছে।

  • @ranjanabhattacharjee7583
    @ranjanabhattacharjee7583 2 года назад

    Just osadharon osadharon osadharon

  • @cuvirus2107
    @cuvirus2107 3 года назад +1

    Apnio shustho thakun,valo thakun.waiting for the next ❤️❤️❤️

  • @fahadsheikh.7810
    @fahadsheikh.7810 3 года назад +1

    অতিব সুন্দর আলোচনাটি উপহার দিলেন।

  • @niazmorshedmedia6341
    @niazmorshedmedia6341 2 года назад

    আপনার ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছি।

  • @SrotoswiniBangla
    @SrotoswiniBangla 2 года назад

    অনেক অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

  • @sanghamitrabanerjeesengupt7745
    @sanghamitrabanerjeesengupt7745 2 года назад

    খুব ভালো আলোচনা যা ঋদ্ধ করছে। অন্তরের ধন্যবাদ জানাই।🙏

  • @kolijahan1049
    @kolijahan1049 4 месяца назад

    অনবদ্য ক্লাস 🎉

  • @banerjee_vlogs6350
    @banerjee_vlogs6350 2 года назад

    খুব উপকৃত হয় আপনার ভিডিও দেখে ।🙏

  • @santanukayal4075
    @santanukayal4075 4 года назад +1

    খুব সুন্দর লাগলো দিদিভাই, ❤️❤️❤️

  • @survikanon
    @survikanon 4 года назад +1

    চমৎকার উপস্থাপনা আফো

  • @chainabegum9411
    @chainabegum9411 Год назад +1

    😍😍

  • @mariasrecitation9285
    @mariasrecitation9285 3 года назад

    অনেক ধন্যবাদ আপু।
    আমি নতুন আবৃতি করছি, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখলাম।

  • @sabiqunnaharshabnom9134
    @sabiqunnaharshabnom9134 4 года назад

    অসংখ্য ধন্যবাদ,ম্যাডাম।অনেক উপকৃত হলাম।

  • @fromajijasdiary444
    @fromajijasdiary444 4 года назад +1

    Khub vlo laglo didi❤️❤️

  • @lubainavlog7877
    @lubainavlog7877 2 года назад

    অসাধারণ প্রিয় আপু

    • @RahnumaNoor
      @RahnumaNoor  2 года назад

      অনেক ধন্যবাদ।

  • @richakraborty6247
    @richakraborty6247 4 года назад

    খুব উপকৃত হলাম ম্যাম।

  • @srentertainment489
    @srentertainment489 4 года назад

    বহুদিন পর তোমায় নিয়ে লিখতে বসলাম...
    জানিনা কোন সে মায়ার টানে,,
    পুরনো ডায়রিটা খুলে স্মৃতিগুলি আবারও জীবন্ত করলাম ।
    সেদিনই তো সবকিছুর ইতি টেনে
    চলে গেলে বহুদূরে...
    তারপর আর কখনও দেখা হয় নি,
    অনেকটি বছর গেলো ঘুরে
    আজ বছরখানেক পর
    অচেনা গলির মোড়ে হঠাৎ দেখা..
    অথচ বলেছিলে আর কখনওই মুখোমুখি হবো না;
    দেখলে তো! কি অদ্ভুত নিয়তির খেলা!
    সত্যি করে বলি?
    প্রথমে হঠাৎ যেন শিউরে উঠি তোমায় দেখে
    নীল শাড়ি গায়ে জড়িয়ে পথের প্রান্তে অপেক্ষারত ছিলে খানিকটা লাজুকতা চেহারায় মেখে,,
    আমার দিকে দৃষ্টি যেতেই যেন বাজ ভেঙে পড়লো মাথায়!
    বর্তমান কখনো অতীত ভুলায় না
    কথাটা স্পষ্ট করলে না কি আমায়!
    কখন যে হাটতে হাটতে তোমার দিকে এগিয়ে গেলাম! খেয়ালই ছিল না..
    এতোটা বছর পর দেখা,,
    আজ কি মন শুনবে কারো নিষেধ আর মানা?
    মাথা ঝুকিয়ে আঁচল টেনে খানিকটা অস্বস্তিতে পড়েছিলে,,
    ঠিক এতদিন পর কি আচরণ করা মানায়!
    সেই সংশয়ে কি ভুগছিলে?
    " ভালো আছো নিশ্চয়? "
    হঠাৎ উৎকণ্ঠায় প্রশ্ন করে বসলাম,,
    পাল্টা উত্তর না পেয়ে খানিক বিব্রত হলাম...
    " হুম আছি,,আপনি?"
    উত্তরটি দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলে;
    আর আমি ?
    সেই মিষ্টি মধুর কণ্ঠটা মন ভরে শুনলাম,,
    যে কখনও " তুই " ছাড়া কথা বলতো না,
    তার মুখে " আপনি " সম্বোধনে বেশ চমকে উঠলাম!
    জানো?
    তোমার আমার গল্পটা এমন না হলেও পারতো...
    মনে কি পরে না সেই স্মৃতিগুলি?
    কিংবা গ্যালারী তে বন্দি সে মূহুর্ত?
    প্রশ্নগুলো কেবল মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে,,
    প্রকাশ করাটাও নিষেধ!
    এখন কি আর তোমার উপর সেই অধিকারটা আছে?
    খানিক পরে রাস্তার ওপাশ থেকে এক ভদ্রলোক তোমায় নাম ধরে ডাকলেন,,
    চোখেমুখে বেশ বিরক্তির ছাপ..
    আচ্ছা,, সেও কি তোমার মতন ভীষণ রাগী??
    কী জানি আবার আমায় দেখে সন্দেহ করলো না কি!
    আবার সেই আমাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলে,,
    না কি বলবো, বর্তমানকে আঁকড়ে ধরলে বিষাক্ত অতীত ঝেড়ে!!
    সেই আগের মতো অপলক চেয়ে দেখি তোমার চলে যাওয়া...
    চিরচেনাকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে সাড়া দেয়া..
    দৃষ্টির অগোচরে হারিয়ে গেলে মূহুর্তে,,
    আর আমি ?
    স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি,
    ব্যস্ত শহরে, নিশ্চিন্তে...
    এক গভীর দীর্ঘনিশ্বাসে ঘোলা হয়ে আসে চশমাটা;
    সবশেষে মানুষ বাস্তবতার কাছে পরাজিত।
    তাই ছেড়ে দিয়েছি পাগলামিটা..
    এখন আর কষ্ট পেলেও চোখ বেয়ে জল গড়িয়ে পরে না,,
    কারণ জানো?
    এখন আর কেউ সে জল মুছার জন্য মরিয়া হয়ে উঠে না..
    সেই অগুছালো আগের " আমি " টা আজ আর নেই,,
    দায়িত্ব বেড়েছে,, বেড়েছে কাজের চাপ!
    তাই দুঃখটাকে দুমড়ে মুচড়ে জীবনটাকে সহজ করে নেই।।
    এভাবেই হয়তো বছরের পর বছর চলে যাবে,,
    অথচ তোমার আমার দেখা হবে না ।।
    যোগাযোগের সব বাঁধন হবে ছিন্ন,
    তবে জানো ?
    ভালোবাসা এক বিন্দুও কমবে না...
    আমাদের ভালোবাসা নাই বা পূর্ণতা পেলো ,
    তাই বলেই কী তোমায় এত সহজে ভুলে গেলাম!
    আজও তো সেই পুরনো স্মৃতিগুলো নাড়া দেয়,,
    আর ভাঙা হৃদয় চিৎকার করে বলে উঠে,
    এই মানুষটাকে,,
    হ্যাঁ,, এই মানুষটাকেই একদিন নিস্বার্থে ভালোবেসে ছিলাম।
    আজও ভালোবাসি
    ©

  • @manjur9639
    @manjur9639 3 года назад

    আমি,,আপনার কথা গুলি নিশ্চয় করে মেনে,,চলবো,,❤️❤️❤️

  • @chainabegum9411
    @chainabegum9411 Год назад

    খুব সুন্দর। ❤️❤️❤️। আপনার ভয়েস অনেক সুন্দর। ❤️

    • @RahnumaNoor
      @RahnumaNoor  Год назад

      অনেক ধন্যবাদ।

  • @chhoyforon
    @chhoyforon 4 года назад +1

    খুব ভালো লাগলো ম্যাম👍👍

  • @moumitatanzinmarin4976
    @moumitatanzinmarin4976 4 года назад

    খুব ভালো লাগলো

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 2 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে!

  • @rafiaswanroll-243
    @rafiaswanroll-243 4 года назад +1

    ❣️❣️❣️

  • @mousumizaman9940
    @mousumizaman9940 4 года назад

    অনেক ভালো লাগলো আপু

  • @কবিতায়কিছুক্ষণ

    ভীষণ উপকৃত হলাম দিদিভাই ❤️❤️
    অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।

  • @shayonkarmokar9108
    @shayonkarmokar9108 3 года назад

    সুন্দর

  • @sabitamajumder8808
    @sabitamajumder8808 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @tuhin1995
    @tuhin1995 4 года назад

    শুনছি আপা...

  • @zakiarakhanjui6700
    @zakiarakhanjui6700 3 года назад +1

    আরো আলোচনা চাই। এখানো নতুন আলোচনা আপলোড হয়নি

  • @gourabbal3466
    @gourabbal3466 4 года назад +2

    Acha bolchi ami khub speed kotha bole feli.. chesta koreo speed ta majhe majhe control korte parleo abr speed bere jay.. eta ki kre control korbo ektu help korun please

    • @RahnumaNoor
      @RahnumaNoor  4 года назад +1

      দ্রুত কথা আমরা অনেকেই বলি। কবিতা আবৃত্তি করার আগে যদি অনুশীলন করেন তবে কোন সমস্যা হবার কথা নয়। আপনি যখন এ ব্যাপারটা বুঝতেই পারছেন সেক্ষেত্রে চেষ্টা করুন ধীরে কথা বলতে।

    • @gourabbal3466
      @gourabbal3466 4 года назад

      @@RahnumaNoor অনেক ধন্যবাদ,, আমি চেষ্টা করে দেখব তবে।

  • @chaitalibasu669
    @chaitalibasu669 2 года назад +1

    Thanks for such valuable advise mam

  • @sabitamajumder8808
    @sabitamajumder8808 4 месяца назад

    মাইক্রোফোন ব্যবহার নিয়ে বলবেন

  • @mohammadjahidkhan4648
    @mohammadjahidkhan4648 4 года назад

    আমাদের পরবর্তী video দিলে ভালো হয়

  • @tanvirshuvo420
    @tanvirshuvo420 4 года назад

    আপনাকে আপু বলেই সম্বোধন করলাম, আপনার ফেইসবুক আইডি কি জানতে পারি আপু???
    কিছু জিনিস ব্যক্তিগত ভাবে শিখতে চাই

  • @tuhin1995
    @tuhin1995 4 года назад

    মোমবাতির বেয়ামটা ঠিকঠাক বুঝলাম না নুর আপা...

    • @RahnumaNoor
      @RahnumaNoor  4 года назад

      আমি একদিন বুঝিয়ে লিখে দেবো।

  • @MdSabiulKutub
    @MdSabiulKutub 2 месяца назад

    আপু আপনি কি ক্লাস নেন?

    • @RahnumaNoor
      @RahnumaNoor  Месяц назад

      খুবই দুঃখিত। সময়ের অভাবে হয়ে উঠছে না।

  • @mohammadjahidkhan4648
    @mohammadjahidkhan4648 4 года назад

    আমার কন্ঠ বেশ মোটা ও গম্ভীর। আর উচু কন্ঠেই কথা শুনতে ভালো লাগে। আর নিচু কন্ঠে ভাঙা হয়।

    • @RahnumaNoor
      @RahnumaNoor  4 года назад +1

      তবে তো আপনি ভাগ্যবান। এখন কন্ঠটির যত্ন নিন এবং শুদ্ধ উচ্চারণ চর্চা করুন। আমার অন্য ভিডিও গুলো দেখুন। সেখানে উঁচু ও নীচুতে কিভাবে স্বছন্দে পড়তে পারেন তার ব্যয়াম দেয়া আছে।

    • @mohammadjahidkhan4648
      @mohammadjahidkhan4648 4 года назад

      @@RahnumaNoor ধন্যবাদ, আপু...

  • @chhoyforon
    @chhoyforon 4 года назад

    খুব ভালো লাগলো ম্যাম👍👍

  • @shayonkarmokar9108
    @shayonkarmokar9108 3 года назад

    সুন্দর