দখলে থাকলেই ভূমির মালিকানা নয় | News | Ekattor TV
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- দখলে থাকলেই ভূমির মালিকানা নয়
#ভূমির_মালিকানা #দখল #latestnews #banglanews #news #ekattortv
SUBSCRIBE | goo.gl/sNmTXy
for latest news updates, sports news, ekattor shongjog, ekattor khelajog, banglar uddogta, daily bangla news, live bangla news, bangladeshi news, বাংলা নিউজ, বাংলা সংবাদ, সর্বশেষ সংবাদ, from Ekattor TV.
============
Follow us on
============
Facebook: / ekattor.tv
RUclips Channel: / ch71tv
Website: www.ekattor.tv
Twitter: / ekattortv
E-mail: ekattor.online@gmail.com
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Ekattor is the First TWO-WAY News and Current Affairs Television of Bangladesh with cutting-edge technology as well as excellence in contents. It's the First Full HD television of Bangladesh and pioneer in many other aspects of television industry of Bangladesh as well as South Asia region. The television marked its signature in broadcast journalism around the country and abroad.
Connecting News and People is the USP of the Channel. Upholding the spirit of Liberation War of Bangladesh is the editorial position of the station.
Ekattor Media Limited
Bangabandhu Satellite Parameter:
Satellite: BS1
Orbital Position: 119.1 ͦ East
Polarization: Horizontal
Frequency: 4600MHz
Modulation: 8PSK
FEC: 2/3
Symbol Rate: 30,000
DVB-S2
======================
WARNING ANTI PIRACY
======================
This Content Is Original and Copyright Belongs To Ekattor Media Limited. Any Unauthorised Use, Reproduction, Redistribution Or Re-upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright and Usage Policy.
এরকম আইন করার জন্য সরকারকে অনন্তের অন্তস্থল থেকে শুকরিয়া। তবে দ্রুত কার্যকর চাই।
এটা একটা যুগোপযোগী আইন, মাননীয় ভূমি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।এই আইনটি পাস হলে মামলা মোকদ্দমা অনেকাংশে কমে যাবে এবং ভূমি দস্যুদের দৌড়াত্বও কমে যাবে।
এই আইন 40 বছর আগে করা উচিত.
Tik bolsen bay ❤️
@@saeedy0139 ছিল
Alhamdulilla 🤲🤲
খুব ই ভালো
যুগোপযোগী সংশোধন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহন করার জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে।
বাংলাদেশের যত দুর্নীতি হয় সবচেয়ে বেশি হয়ে ভূমি রেজিস্ট্রি অফিসে। রেস্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ করা যায় নাএদের দুর্নীতি বন্ধ হলে মানুষ একটু স্বস্তি পেতো।
ঠিক বলেছেন
একদম ঠিক কথা বলছেন আমি বাস্তব প্রমান
মাননীয় ভূমিমন্ত্রী কে অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ,, সরকারীভাবে সময় উপযুক্ত আইনের মাধ্যমে প্রকৃত জমির মালিক বা উত্তর অধিকার সুত্রে মালিক কে ফিরিয়ে পাওয়ার আইন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন, আর যারা জালিয়াতির মাধ্যমে ভুমি দখল রেখেছেন তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
এই আইনটি বাস্তবায়ন হলে মানুষের সারাজীবনের ভোগান্তি কমবে এবং আওয়ামী সরকারের প্রতি মানুষ সারাজীবন কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ শেখ হাসিনাকে।
মাননীয় ভূমি মন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
দন্নবাদ ভূমি মনএীকে।অত্তন্ত সময়উপযোগী পদখেপ।তবে কার্যকর করতে হবে।তবে মামলা হলে ৬ থেকে ১২ মাসের মদে্দ শেষ করতে হবে।আইন করে ১০ থেকে ১৫ বছর মামলা চললে লাভ নাই জায়গা বিকৃি করেও মামলা শেষ হবে না।
সরকারকে এরকম যুগোপযোগী আইন করার জন্য অসংখ্য ধন্যবাদ তবে জমির প্রকৃত মালিক যিনি তিনি যাতে সহজে এর দখল পান সেরকম সহজ ব্যবস্থা নিতে হবে,,,
শুধু ধন্যবাদ দিয়ে দিলেন, বাকী কাজ কি আপনি করবেন, আইনানুগ ব্যাবস্থা থাকতে হবে, তিন মাসের মধ্যে, দখলদার কে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা,এটা কে বলবে,না কি এটাও আমি বলতে হবে।
আইনের সঠিক প্রয়োগ হলেই মানুষ তার ফল ভোগ করবে।সরকারকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত যুগোপযোগী আইনটি করার জন্য
ধন্যবাদ এমন একটা আইন করার জন্য।
সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ,বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ।
সুন্দর একটি নিউজ দেওয়ার জন্য ৭১ টিভি কে ধন্যবাদ জানাই আগামীতে আপডেট আমরা আরো দেখতে চাই
Thanks 71 TV for showing this
ভূমি অফিসের দুর্নীতি দূর করুন
বাংলাদেশে আইন হয় ঠিকই কিন্তু কার্যকর হয় না
ধন্যবাদ মন্ত্রী মহোদয় কে এমন একটা আইন অনেক আগেই দরকার ছিল তারপরও দেরি করে হল অনেক অনেক ধন্যবাদ মানুষ অনেক উপকৃত হবে আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ
এই যুগান্তকারী পদক্ষেপের জন্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান আবেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ
কোন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি পড়াশোনা না করেও তিনি হলেন পৃথিবীর সেরা শিক্ষক
তিনি হলেন আমাদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ (সঃ) আলাইহি ওয়াসাল্লাম ❤️❤️
Right
কোথায় কোন কথা বলতে হয় এটাই জানে না সব সময় কামড়ায়।
এই আইনটা আগেই করা প্রয়োজন ছিলো,এখন যেহেতু করছে ধন্যবাদ, তারাতাড়ি প্রয়োগ করতে হবে
এই আইন মাইল ফলক স্থাপন করেছে। এটি দ্বারা মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌঃ জাবেদ মহোদয়ের সত্যিকার সৃজনশী মেধাকে সঠিক জায়গাতে প্রয়োগ করেছেন। এটি একটি অনন্য সিদ্বান্ত। আধুনিক যুগের ক্লীন ভূমির রুপকার।
মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে
ঢাকা ৩ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভালো উদ্যোগটি নেওয়ার জন্য
তাড়াতাড়ি বাস্তবায়ন করা জরুরী খুব ভালো একটা পদক্ষেপ এটা কবে বাস্তবায়ন হবে অনেক মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এ ব্যাপারে যারা কাজ করতেছেন সবাইকে ধন্যবাদ
ধন্যবাদ এমন অসাধারন আইন করার জন্য...
মাননীয়, ভুমি মন্ত্রী জনাব জাবেদ স্যারকে হাজার কোটি সালাম নতুন যুগান্তকারী আইন প্রনয়নের জন্য।
অসাধারণ একজন মন্ত্রী পেল ভূমি মন্ত্রণালয়। যা ইতিহাস হয়ে থাকবে।
অনেক ভালো এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করি।
এই আইন জনগনের জন্য অবশ্যই জরুরী
মাননীয় ভূমি মন্ত্রীকে ধন্যবাদ
আইন টি বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবে ইনশাআল্লাহ
খুব ভালো একটা আইন হয়েছে।। এটা স্বাধীন বাংলাদেশের জন্য একটা যৌক্তিক যুগ উপযোগী আইন হয়েছে বলে মনে করি। এই কারনে এই সরকার কে আমি আরেকবার এই ভোট দিতে চাই। জয় বাংলা
ভূমি মন্ত্রী মহদয়, যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন।এই আইনের বাস্তবায়ন হলে অনেক মোকদ্দমার সংখ্যা কমে যাবে এবং সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
সময়ের সেরা আইন, এটা বাস্তবায়ন হলে মানুষ মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবে।
মাননীয় ভূমী মন্ত্রীকে আল্লাহ্ নেক হায়াত দান করুন।আমিন।
ধন্যবাদ ভুমি মন্ত্রনালয়কে এমন একটি যুগোপযোগী উদ্যোগ নেওয়ার জন্য।
আওয়ামীলীগ সরকারের সব মন্ত্রী মধ্যে সফল যোগ্য মন্ত্রী হচ্ছে ভুমিমন্ত্রী জাবেদ সাহেব।উনার এক এক উদ্যোগ জনগণের স্বস্তির নিঃশ্বাস। ভুক্তভোগীদের দোয়া তো মনের অজান্তেই পেয়ে যাবেন আর যারা ভবিষ্যৎ ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন তারা ও উনার জন্য দোয়া করবেন "উনি যেন সব বিতর্কের উর্ধে থেকে বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু আইন করে যান।" আমিন
অবশ্যই এটা অসম্ভব একটা উপকারি আইন যাতে নিরীহ ও গরিব মানুষ বেশি উপকৃত হবে।
ধন্যবাদ সুন্দর একটি আইন হওয়ার জন্য
ভুমি মন্ত্রী কে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো
এই আইনের মাধ্যমে দুষ্টের দমন শিষ্টের পালন যথার্থ হবে।মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের জন্য আইনটি হবে একটি মাইল ফলক
মাননীয় ভূমি প্রতিমন্ত্রীকে,, অসংখ্য অসংখ্য ধন্যবাদ
সরকারকে ধন্যবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য।
যুগোপযোগী সংশোধনের জন্য অসংখ্য ধন্যবাদ সরকারকে।
এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ।
অশেষ ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সরকারের প্রতি ।
কালো টাকা ও পেশীশক্তির কারনে জমির সঠিক মালিককে উচ্ছেদ করে ক্ষতিগ্রস্থ করা হচ্ছে।
সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ।
যেয়নি বংশ পরমপরায় স্থানীয় বাসিন্দা। যার নি ক্রয় করা সম্পত্তি না। বংশ পরমপরায় সম্পত্তির মালিক সেই জমিনের দলিল আসবে কোথায় থেকে???????
এই আইনের মধ্যে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে
এই আইনটির জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষারত.................................................অবৈধভাবে জবরদখলের বিরুদ্ধে - পুরাতন আইন সংশোধন করে নতুন যুগান্তকারী এই আইন পাশ এবং বাস্তবায়ন হলে বর্তমান মাননীয় ভুমিমন্ত্রী সহ সরকার ও সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশের মানুষ হাজার বছর কৃতজ্ঞচিত্তে সন্মানের সহিত স্মরণ করবে।
প্রশংসিত উদ্যোগ। ধন্যবাদ।
মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ। সঠিক সিদ্ধান্ত। আরও অনেক গুরুত্বপুর্ণ বিষয়ে পরিবর্তন দরকার। ভোগান্তি আর টাকার খেলা ভূমি অফিস। জমির কেসগুলো যাতে কোর্টে দ্রুত হয় তার দ্রুত সমধানের সুরাহা করার ব্যবস্হা করা জরুরী। দাদার কেছ বাবা পর্যায়ক্রমে ছেলে তার ছেলে কেছ শেষ হয় না।
ধন্যবাদ ভূমি মাননীয় মন্ত্রী মহোদয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই আইন কার্যকর হোক।তাহলে অবৈধ ভাবে দখল কারীদের হাত থেকে রেহাই পাবে এবং মানুষের ভোগান্তি কমবে।সরকারী জায়গা দখল কারীদের কাছ থেকে সরকারি সম্পত্তি উদ্ধার হবে এবং এই জায়গা গুলো সরকারের কাজে ব্যাবহৃত হবে।
এই আইন টি ১০০%,,ভালো হয়েছে,,
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভুমি মন্ত্রী সাহেব,,,,
আইন তো ঠিকই থাকে। কিন্তু বাস্তবায়ন ঠিক মত হয় না। তবে সময়োপযোগী আইন। ধন্যবাদ এই আইন করার জন্য।
ধন্যবাদ। অনেক অসাধু লোক আছে অন্যের জমি ঘুস দিয়ে রেকর্ড করে নিয়েই বলে জমি আমার এরকম ভেজাইলা লোকদের প্রতি কঠিন শাস্তি দাবি করছি
আলহাম্দুল ইল্লাহ , সত্যি এটা যুগউপযোগিয় ব্যবস্হা গ্রহন করলো সরকার . আমরা নিজেরা ই এটার ভুক্তভোগী .
দ্রুত আইন পাস করা মামলায় অধিক সময় না লাগে সে ব্যবস্থা রেখে আইন পাস করা হোক ধন্যবাদ মাননীয় ভূমিমন্ত্রী কে তিনি একজন বাংলাদেশের মহান নেতা
মাননীয় ভুমি মন্ত্রী কে ধন্যবাদ জানাচ্ছি
ধন্যবাদ মাননীয় ভূমি মন্ত্রীমুহদকে
এই আইন পাস হলে অনেক ভাল হবে
অনেক ভালো আইন । সরকার কে ধন্যবাদ
Best decision
মাননীয় মন্এী আপনাকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
জয়,বাংলা, জয়,বঙ্গবন্ধু, এই,কথায়,আমরা, এক,মত,আছি,
Khoob Bhalo Ekta ain
আগামীতে বর্তমান ভূমিমন্ত্রী কে ভূমি মন্ত্রণালয়ে বহাল রাখলে ভূমি মন্ত্রণালয়ে আরো উন্নতি সাধন হবে।
এই আইন খুবই খুবই জরুরি দরকার।
ভালো উদ্যোগ ধন্যবাদ
ভূমি দস্যদের হাত থেকে সংখ্যালঘু দুর্বল মানুষগুলো বাঁচতে চাই এই আইনের সংশোধন চাই
শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
উকিল সাহেবদের স্বার্থ না দেখে দেওয়ানী মামলা নিষ্পত্তির জন্য আদালত কে সময়সীমা বেঁধে দেওয়া উচিৎ।
Valobasha roilo❤❤❤
Onek vlo hobe..thank you a lot law ministy ke
Excellent decision really, thanks to the PM
আপনাদেরকে দন্নবাদ
দারুণ একটা আইন হবে। খুব ভালো খবর।
ভূমি মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ
Excellent Decision
খুব ভালো একটা আইন এটা হলে সাদারন মানুষের জন্য অনেক টা ন্যায় হবে।হয়রানি কমবে।
ভূমি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ
বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এটা একটি শক্ত পদক্ষেপ এবং সঠিক বলে মনে করি।
খুবই সময়োপযোগী সিদ্ধান্ত।এখন আরেকটা বিষয় আইন হওয়া দরকার।আর সেটা হলো ভূমি মামলা নিষ্পত্তির সময়-সীমা বেধে দেওয়া।তাহলে ভূমিদস্যূদের মাথায় বাড়ী পড়বে।আর সাধারন মানুষ তাদের হক বুঝে নিতে পারবে।
এইটি খুবই ভালো উদ্যোগ
একটা জমি রেজিস্ট্রি করার আগে কেনা বেচার আগে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষ সরজমিনে যেয়ে তদন্ত করে তারপর রেজিস্ট্রেশন করার অনুমতি দিতে হবে।কারন অনেক সময় দেখা যায় ভুলভাল মালিক সাজিয়ে এবং জমির পরিমান ঠিক নাই কিন্তু জমি রেজিষ্ট্রেশন হয়ে গেছে
All hamdulillah thanks for hasina
এমন আইন করে লাভ হবে কি? দলিলের ভিত্তিতে আইনের মাধ্যমে জমির মালিক নির্ধারন করতে যুগ যুগ অপেক্ষা করতে হচ্ছে। আদালতে র মামলা, দ্রুততম সময়ে মামলার নিষ্পত্তি করা নিশ্চিত করতে হবে তবেই উক্ত আইনের সুফল পাবে জনগন।
একদম ঠিক একটা আইন
অনেক অনেক ধন্যবাদ
Thank you so much. Good decision .
খুব ভাল সিদ্ধান্ত। তবে দৃত কার্যকর চাই
Really very good
আলহামদুলিল্লাহ্।
এটার জন্য এই সরকারকে ধন্যবাদ তবে এটা কার্যকর দেখতে চাই।
ধন্যবাদ জানাচ্ছি মন্রীমহোদয় কে।
ধন্যবাদ
এমন পদক্ষেপ সরকার প্রশংসিত হবে।
মাননীয়া ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ কে ধন্যবাদ জানাচ্ছি
ধন্যবাদ এমন ভিডিও চাই বেশি
Onek dhonnobad sir apnake
দখল থাকলে মালিক হওয়া যায়, আইনটা করছিল কোন হালারপুতে।😇
সে হয় তো সে সময় অন্যের জমি দখল করতো এবং সন্ত্রাসী ছিলো।