জ্যাকোবিন কবুতর পালন পদ্ধতি | Jacobin Pigeon Rearing Bangla | Jacobin Kabootar Palon | Pigeon Price
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- জ্যাকোবিন কবুতর পালন পদ্ধতি | Jacobin Pigeon Rearing Bangla | Jacobin Kabootar Palon | Pigeon Price
ফেন্সি কবুতর গুলোর মধ্যে জ্যাকোবিন কবুতরের জনপ্রিয়তা সারা পৃথিবীব্যাপী রয়েছে। তবে এই কবুতরটি পালন পদ্ধতি দেশীয় কবুতর পালনের থেকে কিছুটা ভিন্ন। গ্ৰো লাইফের আজকে এপিসোডে থাকছে জ্যাকোবিন কবুতর পালন পদ্ধতি, এ কবুতরকে কি কি খাবার খাওয়াতে হয়, কতটুকু সাইজের খাঁচায় জ্যাকোবিন কবুতর পালন করতে হয়, আর জ্যাকোবিন কবুতর কে দিয়ে কিভাবে ডিম বাচ্চা উৎপাদন করাতে হয়। এবং সাথে জানবেন বিভিন্ন জাতের জ্যাকোবিন কবুতরের দাম কত। তো আসুন শুরু করা যাক।
জ্যাকোবিন কবুতরের জাত উদ্ভাবিত করা হয়েছিল সাধারণ বুনো কবুতর এর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। বহু বছর গবেষণার মাধ্যমে এই কবুতরটি চাপ তৈরি করা হয়েছে। 15 শতাব্দীতে উৎপত্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কবুতরটি কবুতর প্রেমীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
আপনি যদি জ্যাকোবিন কবুতর পালন করতে চান তবে খুব সহজেই এদের পালতে পারেন। কবুতরটির কিউট অঙ্গভঙ্গি আর মোহনীয় কন্ঠে বাকবাকুম ডাক যে কারো মনকে প্রশান্ত করবে। জ্যাকোবিন কবুতর পালন করতে চাইলে আপনি এদের দুইভাবে পালতে পারেন। প্রথম পদ্ধতিটি হলো মুক্ত অবস্থায়। সেক্ষেত্রে সুবিধামতো একটি জায়গা নির্বাচন করে বাসস্থান তৈরি করে এই কবুতরটি পালতে পারেন। তবে জ্যাকোবিন কবুতর ভালো উঠতে পারেনা। তাই বেশিরভাগ মানুষই এদের খাঁচাতে পালন করে। জ্যাকোবিন কবুতরের জন্য ব্যবহৃত খাঁচার সাইজ হল 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই বিশ ইঞ্চি। মানে খাচাটার দৈর্ঘ্য 24 ইঞ্চি প্রস্থ 24 ইঞ্চি এবং উচ্চতা হবে 20 ইঞ্চি। এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক জোড়া জ্যাকোবিন পালতে পারবেন। এরকম সাইজের খাঁচাগুলো আপনি 400 থেকে 500 টাকার মধ্যে বাজার থেকে কিনতে পারবেন। জ্যাকোবিন এর প্রত্যেকটি কবুতর লম্বায় 10 থেকে 12 ইঞ্চি হয়। আরে জন্য 24/24 সাইজের খাঁচা ব্যবহার করলে কবুতরগুলো স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারে। যেটা এদের ব্রিডিং বা বাচ্চা উৎপাদনের জন্য অনেক বেশি উপকারী। খাচায় পালন করলে প্রতি জোড়া কবুতরের খাঁচা একটি করে খাবারের পাত্র দিতে হবে। খাবার পাত্রে সব সময় খাবার ভরপুর দিয়ে রাখতে হবে। কবুতরটির জন্য কিভাবে এক কেজির সিডমিক্স বা দানাদার খাবার তৈরি করতে হয় সেটা আমি একটু পর বলে দিচ্ছি। খাবার পাত্রের বাইরে এদের জন্য একটা করে পানির পাত্র দিতে হবে যেটার মধ্যে সবসময় পরিষ্কার পানি দেয়া থাকবে। গরমের সময় প্রতিদিন একবার করে পানি পরিবর্তন করতে হবে। তাছাড়া শীতের সময় দিনে দুইবার করে পানি পরিবর্তন করে দিতে হবে। এছাড়াও কবুতরগুলো খাদ্য হজম করার জন্য খাঁচার মধ্যে গ্রিট দিয়ে রাখতে হবে। কবুতর যেহেতু সব রকমের খাদ্যশস্য সরাসরি খোসাসহ খেয়ে ফেলে তাই এগুলো হজম করতে ওদের গ্রিট বা ইটের গুড়া খাওয়ার প্রয়োজন হয়। তবে সাধারন ইটের গুড়া দিলে চলবে না প্যাকেটজাত গ্রিট কিনে খাচার ভেতর দিয়ে রাখতে হবে।
এবার যে কথাগুলো বলব খুব মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি এই পারটা ভুলেও স্ক্রিপ্ট করবেন না
জ্যাকোবিন কবুতর পালনে সর্তকতা
জ্যাকোবিন কবুতর যেহেতু ভালো উড়তে পারেনা। এজন্য এই কবুতরটি পালনে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। খোলা অবস্থায় পাললে এরা খুব সহজে কুকুর বিড়াল বা অন্য যেকোনো শিকারী প্রাণীর শিকারে পরিণত হতে পারে। তাই কবুতরটি পাল্টে চাইলে অবশ্যই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাছাড়া জ্যাকোবিন শহর প্রায় সব রকমের ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশেও কবুতরের থেকে কম হয়। কারণ এসব ফেন্সি কবুতর গুলোর জন্মই হয়েছে সিলেক্টিভ ব্রিডিং জেনেটিক্যাল মডিফিকেশন এর মাধ্যমে। তাই অতিরিক্ত ঠান্ডা এবং অপরিষ্কার পরিবেশ এদের খুব সহজে রোগে আক্রান্ত করে ফেলতে পারে। এসব কারণে কবুতর গুলোকে নিরাপদ জায়গায় রাখবেন এবং এদের খাঁচা বা বাসস্থান দুই তিন দিন পর পর খুব ভালোভাবে পরিস্কার করবেন।
এবার আসুন জেনে নেই জ্যাকোবিন কবুতরের বংশবৃদ্ধি বা ডিম বাচ্চা উৎপাদন প্রক্রিয়া। জ্যাকোবিন সহ সবগুলো ফেন্সি কবুতর ই তুলনামূলক কম পরিমাণে বাচ্চা উৎপাদন করে। এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারদর্শী হয়না। কবুতর পালন মাথার চারপাশে থাকা হট বা কেশর এর কারণে এরা বাচ্চাদের খাওয়াতে ও ডিমে তা দিতে সমস্যায় পড়ে। এজন্য অধিকাংশ ব্রিডার রাই এ কবুতরটির ডিম দেশীয় কবুতরের নিচে দিয়ে এদের বাচ্চা উৎপাদন করে থাকে। তবে আপনি যদি শুধু 12 জোড়া জ্যাকোবিন পালন করেন তবে ওদেরকেই বাচ্চা উৎপাদন করতে দিতে পারেন। জ্যাকোবিন এর বাচ্চা দেশি কবুতরের নিচে দিয়ে উৎপাদন করা ভালো তবে ওরা নিজেরাও বাচ্চা উৎপাদন করে পালতে পারে। বছরে এক জোড়া জ্যাকোবিন চার থেকে পাঁচবার ডিম ডিম দিয়ে থাকে। কবুতরটি প্রতিবারে দুইটি করে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 16 থেকে 18 দিন। জ্যাকোবিন কবুতরের দাম যেহেতু তুলনামূলক সাধারণ কবুতরের থেকে অনেক বেশি। তাই এর বাচ্চার থেকে ভালো লাভ করা সম্ভব। ব্রিডার যদি অভিজ্ঞ হয় তবে বছরে একজোড়া জ্যাকোবিন থেকে আট-দশটা করে বাচ্চা উৎপাদন করা সম্ভব।
জ্যাকোবিন কবুতরের খাবার
জ্যাকোবিন কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতই। এক একটি প্রাপ্তবয়স্ক জ্যাকোবিন এক দিনে 30 থেকে 50 গ্রাম খাবার খায়। সে ক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন তবে মাসে দুই কেজি পরিমাণ সিডমিক্স এর প্রয়োজন হতে পারে।
জ্যাকোবিন কবুতরের খাবার হিসেবে গম মটর খেশারী ভুট্টা সরিষা এবং ধান এইসব ব্যবহার করা হয়। আসলে একেকটা দেশে একেক রকমের শস্যবীজ বেশি পাওয়া যায় আর সেইসব উৎপাদিত শস্যের উপর নির্ভর করেই বিভিন্ন দেশে বিভিন্ন খাবার কবুতরকে খাওয়ানো হয় তবে বাংলাদেশ ও ভারতে খাবারগুলোই সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
গম 40
ভুট্রা 15
মটর ডাব্রি 15
চিনা 2
বাজরাসাদা 5
বাজরালাল 5
কলই 8
কুসুম বীজ 2
কালি মটর 2
সরিষা 1
এবারে আসুন জেনে নেই জ্যাকোবিন কবুতরের দাম কত।
I am 2nd man your best
কবুতর সেই
I am a fast view
Love you broo..
ভাই আমি আপনার সবগুলা ভিডিও দেখি কমবেশি
ভাই আমার বাজিগার পাখির মধ্যে ডিম পাড়ার লখন দেখলাম তাহলে কত দিন পর ডিম দিবে?????/🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amer favorite pigeon jecobin,, but ami akhono kinte parini
দেশি কবুতর বা গিরিবাজ কবুতর পালনের একটি ভিডিও দেন
Ekta anbo vabchi ajke
আমার কাছে আছে
কোয়ালিটি কেমন? দাম কত??
Loft e add korar chinta kortase….
Kotodiner baccha, koto dam bolen bhaia
Ekta khorgosh newa thik hobe vai
Vhaiya amar pakhi 3 ta dim diyese pray 20 diner moto hobe ba er theke beshi o hote pare kintu dim theke baccha futtesena akhon ki hari theke dim ber kore alo er samne borabor dim dore ki dekhbo je dimer vitore pran ache kina naki dim nosto abong bajrigar pakhi 1 bar dim deoar kotomash por abaro dim dey please vhaiya aktu jodi bolten🙏🙏🙏🙏🙏🙏
একবার ডিম দেয়ার প্রায় দেড় দুই মাস পর আবার ডিম দেয়। আর আপনি আর ২/৩ দিন অপেক্ষা করন। পাখি ডিমে তা দেয়া শুরু করে শেষ ডিম পাড়ার সময় বা তার ২/৩ দিন আগে থেকে। তাই সময় শেষ ডিম থেকে হিসেব করবেন
@@growlife thank you ভাই তবে অনেক হাড়ির ভিতরেও ডিম নস্ট হয়ে যায় এবং পাখি ঔটার উপেরও তা দেয় অার অামার পাখি সারারাত তা দেয় মাঝে মাঝে সকাল দুপুর হাড়ি থেকে বের হয়
পটার কবুতর
ভাই আপনার বাড়ি কোথায়??????
Vai bolo pls
ভাই আমাদের একটি করে টেম সাইজ বাজরিগার ও খরগোশ বাচ্চা গিফট করবেন। তাই তা দেখে আপনার সাবস্কাইবার বারবে।প্রতিমাসে খরগসে বাচ্চা বা বাজরিগার পাখি লটারি করে দেবেন। যদি দেন তাহলে কোনো না কোনো উপায়ে দিবেন।
contact number din