তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যথা আমার শেষ বিকেলের ধোঁকা কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মেয়ে এ পথের শেষ কোথা? ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাসাও সুরের ভেলা তবু কাঁদো কেন বসে একা নির্জনে ভুলে যাও তুমি বাস্তবতা? আমি পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোঁয়া জলের নিস্তব্ধতা আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে সঙ্গী মোর নিঃসঙ্গতা কখন থামবে কোলাহল জানি না সময় কাঁদে বন্দী হয়ে বুকের পাঁজরে জমাট বেদনায় আলোর মশাল জ্বালি নীরবে তুমি আবার আসবে কখন-কোথায়? গুনবে তারা আমার সাথে বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে গাইবে তুমি বৃষ্টির সুরে আমি আঁকিনি তোমার ছবি (আঁকিনি তোমার ছবি) দেখিনি স্রোতের নদী (দেখিনি স্রোতের নদী) পাইনি তোমার ছোঁয়া (পাইনি তোমার ছোঁয়া) শিশির মাখানো ধোঁয়া... আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মেয়ে এ পথের শেষ কোথা?
তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোনো রোদেলা দুপুরে
তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেন বসে একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া
শিশির মাখানো ধোঁয়া
জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে কোলাহল জানি না
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে
তুমি আবার আসবে কখন-কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি (আঁকিনি তোমার ছবি)
দেখিনি স্রোতের নদী (দেখিনি স্রোতের নদী)
পাইনি তোমার ছোঁয়া (পাইনি তোমার ছোঁয়া)
শিশির মাখানো ধোঁয়া...
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
Lab22 farewell vibes bro 😇,
Best feeling
He looks like Aquaman 🤘🏻
This song ❤️❤️😇
Love it how bangladesh has kept the rock genre alive....unlike india ... Love from India
habibi come to Kolkata
@@neilnaksguitar I'm in Kolkata they are playing saat samundar par in durga puja pandal
Sakib(drummer)❤️❤️❤️
Excellent thumbnail!
💥❤🔥
Vai consert a jawar onk issa kintu somoy pai na 🙂
joss
Vai ami silam oi concerte onek pechone to ta dekha jai nai
Solo ভুল বাজাইলো নাকি
Perfect dhorsen😂