আসসালামুয়ালাইকুম ভাই আমাদের এই এন আইডি কার্ড কোথায় না লাগে, আপনারা সতর্ক করবেন সিম কার্ড যারা বিক্রি করে তারা যেন হাতের চাপ এবং ছবি ছাড়া যেনো ছিম কাঠ বেচতে না পারে।
R a bhaiya ...Kon kajta hoy voter I'd chara....bolen to shodu ki sim a jno .... bari,gas, electricity, jomi bickroy, bank,manus mara gelo o voter I'd lage. Etc.
বোকাচন্দ্রের মতো না জেনেই কথা বলিয়েন না। আপনি আপনার স্ত্রির অরিজিনাল আইডি কার্ড নিয়ে সারা বাংলাদেশ ঘুরে, আপনার স্ত্রীর বায়োমেট্রিক ছাড়া একটা সিম তুলে দেখান তার নামে। যদি পারেন সঠিক প্রুফ সহ দেখাবেন ১ লাখ টাকা পুরস্কার থাকলো আপনার জন্য।
এটা কি ভাবে সম্ভব ? ভোটার আইডি কার্ড মানুষ প্রতি নিয়ত বিভিন্ন কাজে ফটো কপি করছে ! কতক্ষন সতর্ক থাকা যায় ? এটা জন্য দায়ী মোবাইল কোম্পানি , কেন তারা ওরিজিনাল এন আই ডি কার্ড ও আঙুলের ছাপ ছাড়া মোবাইল সিম ইস্যু করছে ! যাই হোক সতর্কতা মুলক ভিডিও টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ⚘!
হুম খুব বিশাল গর্ব। জিনি না জেনেই একটা তথ্য দিয়ে দিলেন অথচ পুরোটাই ভুল!! বায়োমেট্রিক ছাড়া সিম এক্টিভ ক্রার ট্রাই করিয়েন পারলে নিজের নামে। চাইলে সারা দেশের যে কোনোখানে যাইতে পারেন।
সম্মানিত পুলিশ ভাই বক্তৃতা তো ভালোই দিলেন দয়া করে যারা রাস্তার পাশে সিম বিক্রি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আর সঠিকভাবে আইন মেনে চলার জন্য ব্যবস্থা করুন
@@mohammadraihanuddin9542 কিভাবে সতর্কতা অবলাম্বন করবে? ব্যাংক এ আইডি ছাড়া একাউন্ট খোলা যাবে? বাচ্চাদের স্কুল এ ভর্তি করা যাবে?? সিম কেনা যাবে?? ভাই এতো সহজ না, আর একটা সিম এর উপর ভিত্তি করে কাউকে হয়রানি করা উচিত??? আমার মতে প্রপার অভিডেন্স নিয়ে অ্যাকশন এ যাওয়া উচিত।। আমি ঢাকা ক্রাইম হলো কুমিল্লায় সেখানে সিম পাইছে তাতে আইডি আমার তো কুমিল্লার পুলিশ ঢাকায় এসে আমাকে এরেষ্ট করবে তুই করছোস এটা কেমন যুক্তি??? কোনো জাস্টিফাই , ভেরিফাই ছাড়াই হয়রানীর হুমকি না তো কি এটা বলবেন???
Valo bolchen....Ken sim No: diye 1jon kotha bollo,R ami mamla khailam ata ki Kore hoy...kotha ta record thakbena,je ata kar kontho,kon person ta kotha bollo...jachai bachai chara kaz ki Kore hoy....
Thambole impression ar jdi kaj na thake tohole biometric bole kicu thaklo, Amar mone hoi jar thambole impression tar id sei sudhu use korte parebe ia system chalu koren.
আমরা তো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য অসংখ্য ভোটার আইডির ফটোকপি দিয়ে থাকি। তাই আমরা বলবো প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেয়। এবং সাধারণ মানুষের ইজ্জতের বারোটা না বাজায়।
তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্ট এর ব্যবস্থা নেয়া দরকার। অনিয়মকে নিয়মে পরিণত করার চেষ্টার জন্য। কারণ জব ও অন্যান্য ক্ষেত্রে এনআইডি ফটোকপি দেওয়া লাগে।
এই কথাগুলো এই সম্পর্কিত যারা কাজ করে তাদের কে বলেন, এখানে এই সম্পর্কিত কি অপরাধ গুলো হতে পারে সে সম্পর্কে সে সম্পর্কে ধারনা দিচ্ছে এতে আপনার সমস্যা কি, আজাইরা পাব্লিক হুদাই লাফায়
আপনার পরামর্শ খুবই ভালো লাগলো, কিন্তু ভাই বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নেওয়ার সময় আপনারাই বলেন, বাড়িওয়ালা যাতে NID ফটোকপি নেয়, এতে দেখা যায় যিনি ফটোকপি দেন উনি বেশিরভাগ সময় বাড়ি ছাড়ার পর ঐ ফটোকপি আর নেন না। এক্ষেত্রেও বড় বিপদ হতে পারে। এছাড়া আরো অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান বিভিন্ন কারনে NID ফটোকপি নিয়ে থাকে। এখন বলেন আমরা সাধারন জনগন হয়ে কিভাবে এই বিষয়টি পর্যবেক্ষন করব? তাই পুরো ব্যাপারটা আমাদের উপর ছেড়ে না দিয়ে আপনারা কিছু একটা করেন। সিম কোম্পানিগুলোর সিম বিক্রি প্রক্রিয়ায় আপনারা হস্তক্ষেপ করেন এবং রাস্তার পাশে যাদের সিম বিক্রি হয়, সেই কোম্পানিগুলোকে নিষেধ করুন। ধন্যবাদ।
এই ভাইয়ের কথায় স্পষ্ট হলো কিভাবে এদেশে সাধারণ জনগণ, সরকারী ডাটাবেসের সঠিক ব্যবহার না হবার কারণে নিরপরাধ হয়েও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন! কোন কোন ক্ষেত্রে শাস্তির সম্মুখীনও হচ্ছেন!
ভাই এমন হলে তো আমরা স্কুল কলেজে ভর্তির জন্য যে ফোটোকফি করাই সেখানকার দোকানদার ও কয়েক কফি রেখে দিতে পারে, তখন তো আমাদের করার কিছু থাকবে না,এটা কেমন বিপদ।
মনে আছে কি ? যখন সিম কেনার জন্য সরকার ভোটার আইডি আর বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো তখন আপনারাই এর বিরোধীতা করে চিৎকার করেছিলেন , আপনাদের সকল তথ্য নাকি চুরি হয়ে যাবে
স্যার এটা একটা জটিল বিষয়, হয়তো আপনি এটার পরিবর্তন করতে পারবেন না, তবে বর্তমানে সরকারি, বেসরকারি যে কাজই করতে যাই না কেন ভোটার আইডি কার্ডের ফটো কপি লাগেই। তাই হরহামেশা ফটোকপি করতে হয়। এখন ফটোস্টুডিওতে গেলে অনেক সময় স্ক্যান করতে হয়। এই ফটো কপিও এখন আধুনিক মেসিনে সেভ করে রাখা যায়, কম্পিউটারেতো যায়ই। ডিলিট করে দিলেও ব্যাকআপ দিয়ে আনা সম্ভব। এখন আমার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সে অনায়াসে দোকান থেকে সংগ্রহ করতে পারে। তাই সরকারের উচিৎ এই বিষয়গুলো বিবেচনা করে এর সংশোধন বা প্রতিকারের ব্যাবস্থা করা উচিৎ।
এভাবে ভুল তথ্য দেওয়ার জন্য পুলিশ স্যার এন্ড সাংবাদিক ভাইকে ধন্যবাদ 🤑🤑 কখনোই শুধু আইডি কার্ড দিয়ে কোন দোকানদার সিম দিতে পারবে না। যেই লোকের এনআইডি কার্ড সেই লোকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হলে তারপরে সিম অ্যাক্টিভেশন হয়। ধন্যবাদ সবাইকে...
অর্থহীন কথা বললে তো তা গ্রহণযোগ্য হয় না। কথার মধ্যে যুক্তি থাকতে হবে। এই পুলিশ কর্মকর্তা ভাইটি যে কথাগুলো বললেন তা সম্পূর্ণ অযুক্তিক। অর্থযুক্ত কথা প্রচার করবেন প্লিজ।
amio apnar sathe ekmot .mone hocche id card baniye bipod kade nilam. eita kono jokti holo na. id card fingerprint print chara kono vabe jeno use na kora jay sedik apnara lokkho rakhben. seta na kore ulto jar id card tar ghum kere nicchen.
@@shafiuls2 আল্লার দুনিয়ায় মানুষ বসবাস করবে যার যেখানে রিজিকের ব্যবস্থা হয় সেখানে। তারা পাশপোর্ট ভিসার প্রচলন করেছে। এ অধিকার তাদেরকে পৃথিবীর মালিক দেয়নি। তারা মানুষের চলার পথে বাধা তৈরি করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য। এ নিয়ম চালু করেছে বৃটিশ সরকার আনুমানিক ২০০/২৫০ বছর পূর্ব থেকে। তাদের এমন বাড়াবাড়ির পরিনতি ভোগ করার সময় ঘনিয়ে এসেছে। যারা বেঁচে থাকবে তারা দেখতে পারবে তাদের পরিনতি কি হয়। মুসলিমদের শাসন আমলে এসব ছিল না। তারা হাজার বছরেরও বেশি পৃথিবী শাসন করেছিল।
আমাদের প্রয়োজনে তো ফটোকপি অনেক প্রতিষ্ঠানে দিয়ে থাকি। সে প্রতিষ্ঠানের কারো মাধ্যমে ফটোকপি দিয়ে কোন কারসাজি হয়ে থাকলে কেউ কি তা ঠেকাতে পারে? সুতরাং, ফটোকপি দিয়ে কোন কারসাজির ব্যাপারটা আইন-শৃঙ্খলা বাহিনী দেখলেই ভালো হয়। ফটোকপি দিয়েও তো ফটোকপি করা যায়। তাহলে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো বিপদের মুখে পড়ে আছে! আইন করা হোক, কোন চাকুরী পদে প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি চাইতে পারবেনা। তবেই সমাধান।
আপনার বক্তব্য শুনে অনেক প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হচ্ছে ৷ দয়া করে উত্তর গুলো দিন ৷ ১ম প্রশ্নঃ ফিংগার প্রিন্ট ছাড়া কিভাবে সিম উঠানো যায় ? সিম উঠাতে গেলে তো অবশ্যই ফিংগার প্রিন্ট লাগে ৷ আর ফিংগার প্রিন্ট ছাড়া সিম বিক্রি হলে সিম কম্পানি দায়ী থাকবে কারণ একজনের NID বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় জমা দিতে হয় তাহলে তারা যদি আমার অজান্তে সিম উঠায় তাহলে কে দায়ী হবে ৷ ২য় প্রশ্ন : ব্যাংকে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন একটা কাজে আমার NID ফটোকপি লাগতেই পারে ৷ NID ফটোকপি ছাড়া তো কোন কাজই হয় না ৷ এখন সেখানে যদি আমার NID ফটোকপি দেই তাহলে তারা যদি আমার ফটো কপি দিয়ে সিম উঠায় তাহলে কে দায়ি হবে এ ব্যাপারে সঠিক সমাধান দিবেন ৷
খুবই গুরুত্বপূর্ণ কথা গুলো জন সাধারণ এর কাছে পৌছে দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
আসসালামুয়ালাইকুম ভাই আমাদের এই এন আইডি কার্ড কোথায় না লাগে, আপনারা সতর্ক করবেন সিম কার্ড যারা বিক্রি করে তারা যেন হাতের চাপ এবং ছবি ছাড়া যেনো ছিম কাঠ বেচতে না পারে।
R a bhaiya ...Kon kajta hoy voter I'd chara....bolen to shodu ki sim a jno .... bari,gas, electricity, jomi bickroy, bank,manus mara gelo o voter I'd lage. Etc.
@@betheemony5509 hhhh
Pjv by see by@@sultanahaque9455
সিম কার্ডের ব্যাপারে বায়োমেট্রিক অবশ্যই প্রয়োজন এবং ভোটার আইডির সাথে যদি বায়োমেট্রিক না মিলে তাহলে যেনো সিম না দেওয়া হয় সেটাই ব্যাবস্থা করা উচিত।
Fingar Sara sim ote na amar I'd te fingar pblm sei jonoi sim otate pari na
Sob kicu thik thak bolle o sim tuler bepar tah mittha. Karon id'r sathr fingerprint lage.
Bhai amar kotha a sheta @saikat
অনেক সময় ঠিকভাবে প্রিন্ট আসছেনা বলে দুইবার নেয়।তখন নাকি এটা কাজে লাগায়।আর এখন মোড়ে সিমকার্ড বিক্রি করে।
Se babostha Onek agei kora ache
সিম কোম্পানিগুলো সঠিক তথ্য ছাড়া সিম বিক্রি করে এজন্য তাদের আইনের আওতায় আনা উচিত। গুরুত্বপূর্ণ তথ্য গুলোর জন্য স্যারকে অনেক ধন্যবাদ।
বোকাচন্দ্রের মতো না জেনেই কথা বলিয়েন না। আপনি আপনার স্ত্রির অরিজিনাল আইডি কার্ড নিয়ে সারা বাংলাদেশ ঘুরে, আপনার স্ত্রীর বায়োমেট্রিক ছাড়া একটা সিম তুলে দেখান তার নামে। যদি পারেন সঠিক প্রুফ সহ দেখাবেন ১ লাখ টাকা পুরস্কার থাকলো আপনার জন্য।
অফিসে জমা রাখে।
@@nahidhasantuhin2751 😁😁😁😁
@@nahidhasantuhin2751 .. এক মত ভাই আপনার সাথে,,,,,,অন্য জনের nid দিয়ে কোন দিনেই সম্ভব না সিম উঠানো,,,,
সিম বিক্রির ক্ষেত্রে আঙুলের চাপ সারা কোন ভাবে সম্ভাব না
জাহাঙ্গীর স্যার আমাদের থানার একজন পুলিশ, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, সত্যি তার তুলনা হয়না
আপনার গুরুত্বপূর্ণ সদুপদেশ জীবন চলার পাথেয়!
জাযাকাল্লাহু খইরন।
NGO, Bank others কাজের জন্যে আমাদের NID কার্ডের ফটোকপি দিতে হয়। সে ক্ষেত্রে আমরা কি করবো?
ঠিক বলছেন
এটার উত্তর দিবেন প্লিজ
সেজন্য অবশ্যই বায়োমেট্রিক সিস্টেম প্রয়োজন। আইডি কাড হলেই সিম কেনা যায় এটা কেমন নিয়ম।
জ্বি ঠিক বলেছেন আপনি। তখন আমাদের করনীয় কি হবে??
@@world4351 fingar cara sim hoyna
ধন্যবাদ পুলিশ কর্মকর্তার ভাইদের কে
এটা কি ভাবে সম্ভব ? ভোটার আইডি কার্ড মানুষ প্রতি নিয়ত বিভিন্ন কাজে ফটো কপি করছে ! কতক্ষন সতর্ক থাকা যায় ? এটা জন্য দায়ী মোবাইল কোম্পানি , কেন তারা ওরিজিনাল এন আই ডি কার্ড ও আঙুলের ছাপ ছাড়া মোবাইল সিম ইস্যু করছে ! যাই হোক সতর্কতা মুলক ভিডিও টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ⚘!
এর জন্য আপনার এনআইডির বিপরীতে কয়টা সিম রেজিষ্ট্রেশন আছে সেটা চেক করা।আপনার ব্যবহার ব্যতিত সিমগুলো বন্ধ করে দেওয়া।
@@belalhossain5655... A vai...pechao kn....apni koto khn cheak korte prben..
@@belalhossain5655 Tahole, 15 ta sim kine 14 ta puriye felen, Jehetu 15 tar beshi sim kena jay na, tai apni nirapod thakben.
@@santakhan1759 হায়রে বুদ্ধি 😦
ভুয়া তথ্য,,, অরজিনাল nid ছাড়া কোদিনেও সম্ভব না সিম কিনা,,,,,,
হে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন
⭕শাকিব খান নয়ঃঃঃ সালমান খান নয়ঃঃঃঃ সবার ভালোবাসার মানুষ টি হলোঃঃঃ হযরত মোহাম্মদ সাঃ ❤️.
Phone number ta dewa den pls
এই মূল্যবান পরামর্শ গুলো দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার
স্যারকে অনেক ধন্যবাদ ভাল পুলিশ ও বাংলাদেশে এখনো আছে
NID security আরও বৃদ্ধি করা দরকার, এজন্য আরও কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে.
Right
স্যার এর কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ? আর এ গুরুত্বপূর্ণ কথাগুলা সবার মাঝে উপস্তাপন করার জন্য স্যার কে অসংখ্য ধন্যবাদ।
আজও ভালো মানুষ আছে পৃথিবীতে সব পুলিশ এক না এ পুলিশটা অনেক ভালো আপনাকে অনেক ধন্যবাদ দোয়া করি আল্লাহ আপনাকে রাখোক
ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেব।এমন পুলিশ সদস্য পুলিশের গর্ব।
আরে বলদ পুলিশ হইছস বাল ফালাইতে যে কল দিব অর লোকেসন টেক করলে ত সব মিলে যাবে আর ভাল করে তদন্ত করলে সত্যি টা বের হয়ে যাবে😡😡😡😡😡😡😡😡
Right
হুম খুব বিশাল গর্ব। জিনি না জেনেই একটা তথ্য দিয়ে দিলেন অথচ পুরোটাই ভুল!! বায়োমেট্রিক ছাড়া সিম এক্টিভ ক্রার ট্রাই করিয়েন পারলে নিজের নামে। চাইলে সারা দেশের যে কোনোখানে যাইতে পারেন।
সম্মানিত পুলিশ ভাই বক্তৃতা তো ভালোই দিলেন দয়া করে যারা রাস্তার পাশে সিম বিক্রি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আর সঠিকভাবে আইন মেনে চলার জন্য ব্যবস্থা করুন
আইন তো পুলিশ তৈরি করে না। এখন ধরলে দুই মিনিটে জামিন নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু ক্ষয়ক্ষতি এড়াতে সবার সতর্কতা অবলম্বন জরুরি। সেটাই তিনি বুঝাতে চেয়েছেন।
@@mohammadraihanuddin9542 কিভাবে সতর্কতা অবলাম্বন করবে?
ব্যাংক এ আইডি ছাড়া একাউন্ট খোলা যাবে?
বাচ্চাদের স্কুল এ ভর্তি করা যাবে??
সিম কেনা যাবে??
ভাই এতো সহজ না, আর একটা সিম এর উপর ভিত্তি করে কাউকে হয়রানি করা উচিত???
আমার মতে প্রপার অভিডেন্স নিয়ে অ্যাকশন এ যাওয়া উচিত।।
আমি ঢাকা ক্রাইম হলো কুমিল্লায় সেখানে সিম পাইছে তাতে আইডি আমার তো কুমিল্লার পুলিশ ঢাকায় এসে আমাকে এরেষ্ট করবে তুই করছোস এটা কেমন যুক্তি??? কোনো জাস্টিফাই , ভেরিফাই ছাড়াই হয়রানীর হুমকি না তো কি এটা বলবেন???
রাস্তার সীম ওয়ালা বা যারা সংশ্লিষ্ট ওদের কাছে যারা ঘুস খায় তাদের পরিচয় বললো না।
আজকে একটা সিম কিনলাম রাস্তায় বসা লোকদের কাছ থেকে।কোন প্রবলেম হবে নাকি
যার আইডি তার ফিংগার ছাড়া সিম দেওয়ার খমতা নেই পারলে,, এ যুগে রাস্তার পাসে বা ফেরি করে বেচলেও কোন সমস্যা নেই।।।
আমার ভোটার আইডি কার্ড অন্য কেউ ব্যবহার করবে, আর সরকার তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। কি আজব দেশে আছি আমরা।
আপনারা চুরি করবেন আর দুশ দিবেন সরকারকে আপনারা কি আজব মানুষ রে ভাই
আমার বাসার তালা যদি যে কোন চাবিতেই খোলে সে ক্ষেত্রে তো আমার মহা সমস্যা ।
ভাল বলেছেন
Valo bolchen....Ken sim No: diye 1jon kotha bollo,R ami mamla khailam ata ki Kore hoy...kotha ta record thakbena,je ata kar kontho,kon person ta kotha bollo...jachai bachai chara kaz ki Kore hoy....
Thambole impression ar jdi kaj na thake tohole biometric bole kicu thaklo, Amar mone hoi jar thambole impression tar id sei sudhu use korte parebe ia system chalu koren.
অনেক সুন্দর বলেছেন।সবাই সাবধান থাকবেন।
ধন্যবাদ এধরনের পরামর্শ দেওয়ার জন্য
সবই বুঝলাম কিন্তু আমার কাগজপত্র যে ব্যাংকে জমা দিয়ে পরে আর তারা ফেরত দিলোনা, সেটার কি হবে...?
কাম সারছে
No poblem
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই
ধন্যবাদ,স্যার।এই গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ অফিসার। আপনার মতো আরও পুলিশ অফিসার দরকার বাংলাদেশে। আপনি সবসময় জনগনকে কাছে টেনে বিভিন্ন পরামর্শ দেন। ধন্যবাদ আপনাকে। সালাম জানাই আপনাকে
স্যর আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা জন্য ধন্যবাদ স্যর আপনি ভালো থাকবেন
আমরা তো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য অসংখ্য ভোটার আইডির ফটোকপি দিয়ে থাকি। তাই আমরা বলবো প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেয়। এবং সাধারণ মানুষের ইজ্জতের বারোটা না বাজায়।
R8
Right
আপনি একজন পুলিশ হিসাবে এই কথা গুলা আপনার কাছ থেকে আশা করা যায় না কারন যে সব সিম কম্পানি গুলা এই অনিয়ম করে তাদের ব্যবস্তা করেন
Uni jane na kisu..fingure print sara karo baper shadho nai simtolar
ভাই এই খবর টা ভুয়া,
Abdul Alim brother many many thanks.
তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্ট এর ব্যবস্থা নেয়া দরকার। অনিয়মকে নিয়মে পরিণত করার চেষ্টার জন্য। কারণ জব ও অন্যান্য ক্ষেত্রে এনআইডি ফটোকপি দেওয়া লাগে।
চাকরির জন্য বিভিন্য জায়গায়, ভোটা আইডি,সিবি, চেয়ারম্যান এর পরিচয় পত্র দিতে হয়, সেই ক্ষেত্রে সলিউশন কি?
ঠিক বলেছেন।
চাকরি না দিলে আপনার ডকুমেন্ট আপনাকে রিটার্ন দিতে হবে।
@@baburule81 জেই গুলো অনলাইনে সাবমিট করা লাগে?
রাইট ধন্য বাদ
এই তথ্য গুলো তুলে ধরা জন্য আপানাকে অসংখ্য ধন্যবাদ
এগুলা আজাইরা আলাপ বাদ দিয়ে,
★(Nid & Sim)বায়োমেট্রিক পদ্ধতিটা কে সংস্কার ও শক্তিশালী করুন।
এই কথাগুলো এই সম্পর্কিত যারা কাজ করে তাদের কে বলেন, এখানে এই সম্পর্কিত কি অপরাধ গুলো হতে পারে সে সম্পর্কে সে সম্পর্কে ধারনা দিচ্ছে এতে আপনার সমস্যা কি, আজাইরা পাব্লিক হুদাই লাফায়
You are right.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার পরামর্শ খুবই ভালো লাগলো, কিন্তু ভাই বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নেওয়ার সময় আপনারাই বলেন, বাড়িওয়ালা যাতে NID ফটোকপি নেয়, এতে দেখা যায় যিনি ফটোকপি দেন উনি বেশিরভাগ সময় বাড়ি ছাড়ার পর ঐ ফটোকপি আর নেন না। এক্ষেত্রেও বড় বিপদ হতে পারে। এছাড়া আরো অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান বিভিন্ন কারনে NID ফটোকপি নিয়ে থাকে। এখন বলেন আমরা সাধারন জনগন হয়ে কিভাবে এই বিষয়টি পর্যবেক্ষন করব? তাই পুরো ব্যাপারটা আমাদের উপর ছেড়ে না দিয়ে আপনারা কিছু একটা করেন। সিম কোম্পানিগুলোর সিম বিক্রি প্রক্রিয়ায় আপনারা হস্তক্ষেপ করেন এবং রাস্তার পাশে যাদের সিম বিক্রি হয়, সেই কোম্পানিগুলোকে নিষেধ করুন। ধন্যবাদ।
Well said
আপনি ঠিক কথাই বলছেন স্যার আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভোটার আইডি কার্ড আমাদের কাছে যত্নের রাখার জন্য
এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেন, এই কর্মকর্তা। ধন্যবাদ।
এই ভাইয়ের কথায় স্পষ্ট হলো কিভাবে এদেশে সাধারণ জনগণ, সরকারী ডাটাবেসের সঠিক ব্যবহার না হবার কারণে নিরপরাধ হয়েও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন! কোন কোন ক্ষেত্রে শাস্তির সম্মুখীনও হচ্ছেন!
স্যার,বাসা বাড়িতে যখন ভাড়া থাকি।তখন বাড়ির মালিক ভোটার আইডিকার্ড মালিক কে দিতে হয়। এই অবস্থায় আমরা কি করবো??
সোনার দেশে সোনার সিস্টেম,,,, আলহামদুলিল্লাহ সৌদি আরব সুন্দর সিস্টেম 👍🥰
সৌদিতে কি সিস্টেম ?
কই শেখ সাদি,,আর কই ছাগলের নেদি
দুবাই আমিরাতে ও সুন্দর system
@@mdismailhossain6751 তা আসলেই বুঝতে পারবেন 👍👍
বাংলাদেশে কি করেন?
সৌদি আরবে গিয়ে বসবাস করেন।
আগে নিজে ঠিক হন।
তারপর দেশকে গালি দিয়েন।
আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমি আল্লাহর কাছে আপনি যেন খাটি ঈমানদার হয়ে......
জনকল্যাণ মুলক এই ভিডিওটি দেওয়ার জন্য ভাইটিকে ধন্যবাদ জানাই। জনগনের সেবা করুন সব সময়।
শুধু আইডি কার্ড দিয়ে সিম যেন না দেওয়া হয় সে ব্যাপারে কিছু বলেন,
hmmm
আরেনা আমি তো দেখি ফিংগার প্রিন্ট লাগবে
Shudhu id card hole Sim Hobe na bro.finger print must lagbei
@@riponhasanratul6261 ঠিক ভাই,আমার মামাকে আম্মু আইডি কার্ড দিয়ে সিম কিনতে পাঠিয়েছিলেন কিন্তু হয় নি, পরে মামা নিজের কার্ড দিয়ে এনেছেন।
এই মূল্যবান পরামর্শ গুলা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার❤❤
ভাই এমন হলে তো আমরা স্কুল কলেজে ভর্তির জন্য যে ফোটোকফি করাই সেখানকার দোকানদার ও কয়েক কফি রেখে দিতে পারে, তখন তো আমাদের করার কিছু থাকবে না,এটা কেমন বিপদ।
Thank you আপনার মতো পুলিশ অফিসার আমাদের দেশের গর্ব
দাদা অনেক গুরুত্ব পূর্ণ কথা বলছেন, আপনাকে অনেক ধন্যবাদজ্ঞাপন করছি।
এটা সরকারের দূর্বলতা,,, সিম কার্ড বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে দিতে বাধ্য এত সহজে সিম কার্ড পেলে দুর্ঘটনা হবেই
মনে আছে কি ? যখন সিম কেনার জন্য সরকার ভোটার আইডি আর বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো তখন আপনারাই এর বিরোধীতা করে চিৎকার করেছিলেন , আপনাদের সকল তথ্য নাকি চুরি হয়ে যাবে
Right Information
এখন টিকিট কাটতে ভোটার আইডি কার্ডের কপি দিতে হয়, সেই কপি দিয়ে যদি কোন অপরাধ মূলক কাজ হয়? তার দায়িত্ব কার? দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে।
আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ আপনার মঙ্গল করুন,আমিন 🌹💞
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ
সঠিক মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
সৎ পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ।
ভোটার আইডি কার্ডের সাথে অবশ্যই স্বাক্ষর প্রয়োজন, স্বাক্ষর ছাড়া ভোটার আইডি কার্ডের কোন মূল্য নেই।
অফিসার সাহেবকে অনেক ধন্যবাদ 👮♂️
😃
মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ
জি ভাইজান খুব ভালো কথা বলতেছেন ভাইজান আপনাকে ঈদের শুভেচ্ছা অনেক শুভেচ্ছা
এই পুলিশ ভাই,,ত,,,দারুণ একজন host....
স্যার এটা একটা জটিল বিষয়, হয়তো আপনি এটার পরিবর্তন করতে পারবেন না, তবে বর্তমানে সরকারি, বেসরকারি যে কাজই করতে যাই না কেন ভোটার আইডি কার্ডের ফটো কপি লাগেই। তাই হরহামেশা ফটোকপি করতে হয়। এখন ফটোস্টুডিওতে গেলে অনেক সময় স্ক্যান করতে হয়। এই ফটো কপিও এখন আধুনিক মেসিনে সেভ করে রাখা যায়, কম্পিউটারেতো যায়ই। ডিলিট করে দিলেও ব্যাকআপ দিয়ে আনা সম্ভব। এখন আমার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সে অনায়াসে দোকান থেকে সংগ্রহ করতে পারে। তাই সরকারের উচিৎ এই বিষয়গুলো বিবেচনা করে এর সংশোধন বা প্রতিকারের ব্যাবস্থা করা উচিৎ।
এভাবে ভুল তথ্য দেওয়ার জন্য পুলিশ স্যার এন্ড সাংবাদিক ভাইকে ধন্যবাদ 🤑🤑
কখনোই শুধু আইডি কার্ড দিয়ে কোন দোকানদার সিম দিতে পারবে না। যেই লোকের এনআইডি কার্ড সেই লোকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হলে তারপরে সিম অ্যাক্টিভেশন হয়।
ধন্যবাদ সবাইকে...
ঠিক বলেছেন
yes
চেহারার সাথে ছবি মিলিয়ে নিয়ে সিম দিতে হবে।
R8
হুম ভাই আমি ও অনার কথা বুঝলাম না
এই পুলিশ ভাই কে অনেক অনেক দোয়া করি আমিন হুম্ম আমিন
খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার
স্যার আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ অফিসার সাহেবকে
স্যার, ফটোকপি মেশিন কিনে নিব আমি আর রিক্স থাকবে না। আপনিও একটা কিনেন।
সব কিছু আল্লাহ্ দেখেন,,,, বিনা অপরাধী বিচার হলে,, সেইদিন তার বিচার হবে 🤦♀
স্যার একবারে সত্যি কথা বলসেন ধন্যবাদ আপনাকে ভালাে পরামর্শ দেয়ার জন্য
অনেক সুন্দর কথা বললেন স্যার কত শুনে আমরা অনেক সচেতন হওয়ার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার
সুষ্ঠুভাবে সিম বিক্রি করা নিশ্চিত করেন। যারা সিম বিক্রি করছে যাচাই বাছাই ছাড়া, তারাও তো অপরাধী।
ধন্যবাদ, স্যার
অর্থহীন কথা বললে তো তা গ্রহণযোগ্য হয় না। কথার মধ্যে যুক্তি থাকতে হবে। এই পুলিশ কর্মকর্তা ভাইটি যে কথাগুলো বললেন তা সম্পূর্ণ অযুক্তিক। অর্থযুক্ত কথা প্রচার করবেন প্লিজ।
Right...
উনার ভিডিও আমিও দেখি, ভাল লাগে, বাট আজকের বিষয়টা মানতে পারলাম না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ত সিম ই ওপেন হবে, ভোটার নাম্বার+ফিঙ্গার যখন এক হবে তখনই সিম এক্টিভ হবে, এছাড়া ত পসিবলই না
সেটাই ভাবতে ছিলাম
amio apnar sathe ekmot
.mone hocche id card baniye bipod kade nilam. eita kono jokti holo na.
id card fingerprint print chara kono vabe jeno use na kora jay sedik apnara lokkho rakhben. seta na kore ulto jar id card tar ghum kere nicchen.
Ai police ta pagol naki...Sim jar namei hok na keno mobile a IMEI er karona sim service chola...IMEI deya location track kora jai
দারুণ বলেছেন স্যার,,অনেক ধন্যবাদ।।।
অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ স্যার কে
সিম কোম্পানিকে আইনের আওতায় আনা উচিত
নির্বাচন কমিশনারের কাছে কিন্তু জনগণের আইডির তালিকা আছে। সেটাতে কি আমরা নিরাপদ?
তাহলে যখন এন আউ ডি ছিল না, তখনই তো ভালো ছিল। এটা দিয়ে উপকারের চেয়ে অপকার যখন বেশি, বাতিল করে দেয়াই তো ভালো। জীবন নিয়ে টানাটানি !!
😂😂😂😂😂
আপনি পাসপোর্ট করতে পারবেন
@@shafiuls2 আল্লার দুনিয়ায় মানুষ বসবাস করবে যার যেখানে রিজিকের ব্যবস্থা হয় সেখানে। তারা পাশপোর্ট ভিসার প্রচলন করেছে। এ অধিকার তাদেরকে পৃথিবীর মালিক দেয়নি। তারা মানুষের চলার পথে বাধা তৈরি করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য। এ নিয়ম চালু করেছে বৃটিশ সরকার আনুমানিক ২০০/২৫০ বছর পূর্ব থেকে। তাদের এমন বাড়াবাড়ির পরিনতি ভোগ করার সময় ঘনিয়ে এসেছে। যারা বেঁচে থাকবে তারা দেখতে পারবে তাদের পরিনতি কি হয়। মুসলিমদের শাসন আমলে এসব ছিল না। তারা হাজার বছরেরও বেশি পৃথিবী শাসন করেছিল।
ধন্যবাদ স্যার আপনাকে সত্যি আপনি জনগণের বন্ধুর মত একটা তথ্য দিলেন
সচেতন মূলক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য স্যার আপনাকে অভিনন্দন
Biometric should be used to issue sim card so it will takeout the risk of having such problems.
এখন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম তো কেনা যায় না
Hmm
কথা শুনে আমার মনে হয় এই পুলিশ ভাই অনেক ভাল। কিন্তু ভাল শুধু মুখের কথায় হবেনা, ভাল কাজ করে ও ইসলামীক আঈন প্রতিষ্ঠা করে হতে হবে। ধন্যবাদ।।
অনেক ধন্যবাদ স্যার,,আমার কাছে একজন আমার ভোটার আইডি ছেয়েছিলো আমার কাছে
জাযাকাল্লাহু খাইরা।❤❤❤
যেমন দেশ তেমন কাজ।। একজনের আইডিকার্ড দিয়ে অন্য কেউ কিভাবে কাজ করবে আইন কোথায় সে সময়? দূর্বল সিস্টেম।।
হাসতে হাসতে পেট ব্যাথা😆🤣😍😂😂
Abal
হাতের আংগুলের ছাপ ছারা তো সিম তোলা যায় ও না কিংবা নতুন সিম দেয় ও না আমরা জানি
Akn fingerprint lage na
ফিন্গার ছাড়া সিম এ্যাকটিব হয়না।সে বোকাচোদা,কম জানে।
Hmm
@@mahbuburrahmanmahi238 finger Chara Hobe na
ধন্যবাদ জরুরি তথ্য প্রদানের জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব একটা ভালো কথা বলার জন্য
মাথা ব্যথা হলে মাথা কাটতে হয়না!
ভোটার আইডি কার্ড ছাড়া কিছুই হয়না; তো যারা আমাদের ভোটার আইডি নিচ্ছে; সেটার নিরাপত্তা কে দিবে?
এবার আসল কথা, এখন পুলিশ ভাই কি উত্তর দিবে?।
রাইট কথা বলছে
এরকম পুলিশ যদি প্রতিটা থানার দ্বায়িত্বে থাকতো দেশটা অনেক ভালো হয়ে যেতো
সত্যে কে মিথ্যা, আর মিথ্যা কে সত্য করাই পুলিশের পেশাদারী মূল লক্ষ্য, আর মিথ্যা হামলা মামলা করাই হচ্ছে ওদের আসল কাজ
ধন্যবাদ ভাই আপনাকে যুগ যুগ বেঁচে থাকেন আপনার জন্য মন থেকে আন্তরিক দোয়া হইলো
মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দেশের জন্য ভালো কাজ করেন দোয়া করি আমিন
আমাদের প্রয়োজনে তো ফটোকপি অনেক প্রতিষ্ঠানে দিয়ে থাকি। সে প্রতিষ্ঠানের কারো মাধ্যমে ফটোকপি দিয়ে কোন কারসাজি হয়ে থাকলে কেউ কি তা ঠেকাতে পারে? সুতরাং, ফটোকপি দিয়ে কোন কারসাজির ব্যাপারটা আইন-শৃঙ্খলা বাহিনী দেখলেই ভালো হয়। ফটোকপি দিয়েও তো ফটোকপি করা যায়। তাহলে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো বিপদের মুখে পড়ে আছে! আইন করা হোক, কোন চাকুরী পদে প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি চাইতে পারবেনা। তবেই সমাধান।
আপনার সাথে একমত হতে পারলামনা।কারন পুলিশের কথা অনুযায়ী এটাই প্রমাণিত হয় দুর্বল ব্যবস্থার।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ভাই আপনি অসংখ্য ধন্যবাদ
কথাগুলো খুবই সুন্দর এবং যুক্তি সঙ্গত
অনেক ধন্যবাদ আপনাকে ভালো একটা জিনিস শিখতে পারলাম 👍
আপনাকে ধন্যবাদ এই কথা গুলো বলার জন্য
আপনার বক্তব্য শুনে অনেক প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হচ্ছে ৷ দয়া করে উত্তর গুলো দিন ৷
১ম প্রশ্নঃ ফিংগার প্রিন্ট ছাড়া কিভাবে সিম উঠানো যায় ? সিম উঠাতে গেলে তো অবশ্যই ফিংগার প্রিন্ট লাগে ৷ আর ফিংগার প্রিন্ট ছাড়া সিম বিক্রি হলে সিম কম্পানি দায়ী থাকবে কারণ একজনের NID বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় জমা দিতে হয় তাহলে তারা যদি আমার অজান্তে সিম উঠায় তাহলে কে দায়ী হবে ৷
২য় প্রশ্ন : ব্যাংকে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন একটা কাজে আমার NID ফটোকপি লাগতেই পারে ৷ NID ফটোকপি ছাড়া তো কোন কাজই হয় না ৷ এখন সেখানে যদি আমার NID ফটোকপি দেই তাহলে তারা যদি আমার ফটো কপি দিয়ে সিম উঠায় তাহলে কে দায়ি হবে এ ব্যাপারে সঠিক সমাধান দিবেন ৷
অসংখ্য ধন্যবাদ প্রিয়।।
আমি দোয়া করি আল্লাহ পাক জেন আপনাকে হেফাজতে রাখেন আমিন
ধন্যবাদ স্যার, সবাই শেয়ার করবেন প্লিজ
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🎉