Ivy Lee এর ঘটনাটা ১৯১৮ সালের। এটা উল্লেখ করা হয়ে ওঠে নি। তখনকার ২৫ হাজার ডলারের বর্তমান ভ্যালুয়েশন এখনকার ২৫ হাজার ডলারের চেয়ে অনেক বেশি। ($25,000 in 1918 is equivalent in purchasing power to about $522,622.52 today, an increase of $497,622.52 over 106 years. The dollar had an average inflation rate of 2.91% per year between 1918 and today.)
নামাজের মাধ্যমে জীবনকে কীভাবে প্রোডাকটিভ করবো এ নিয়ে একটা ভিডিও করবেন । আরেকটা ভিডিও সেটা হলো নামাজ এবং মোরাকাবা দুইটা কম্বিনেশন জীবনে করলে কীভাবে জীবনে ছন্দ ফিরে আসবে
আসসালামু আলাইকুম, ভাইজান। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং জীবনে বারাকাহ দান করুক। আপনার ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর, গোছানো এবং বাস্তব সম্মত।
আসসালামু আলাইকুম ফাহিম ভাই। আমি কি আপনার ওয়ান টু কনসালটেন্সি নিতে পারব কিনা। কনফিডেন্স এর অভাবে ও প্রকেসটিনেশন হয়। আমি নিজেই এটার সাক্ষি। খুব ইনফরমেটিভ ছিল। পুরু লেকচার এর পিডিএফ কপি পেলে ভালো হতো। প্লিজ জার্নাল টা ক্রিয়েট করে আমাদের সাথে শেয়ার করবেন দয়া করে। যারা ফেসবুক ইউজ করে না তারা কিভাবে আপনার সাথে যুক্ত থাকবে। দয়া করে জানাবেন ভাই।
এই ভিডিও আসলে ফ্রি তে পাওয়া মানুষ ডিজার্ভ করেনা! কারণ এতো মুল্যবান ম্যাটেরিয়াল ফ্রি তে পেলে মানুষ সেটার সঠিক মূল্য বুঝতে পারেনা। অসংখ্য ধন্যবাদ ভাই এতো অমূল্য একটা ভিডিও আমাদের সাথে ফ্রি তে শেয়ার করার জন্য। আপনার জন্য মন থেকে দোয়া রইলো ভাই!
বাংলাদেশ এ আপনার মতো youtuber আর দেখিনি। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভালো youtuber হলো আপনি। ধন্যবাদ আমাদেরকে আমাদের সাফল্যেরে দিকে এগিয়ে দেওয়ার জন্য।
26 মিনিটে 42 সেকেন্ড জীবনের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে ভাই। আমি এই সাইকেলে বিগত 2 টা বছর ধরে সাফার করে যাচ্ছি বাট কোনোভাবেই বের হতে পারছি না । আপনার এই ভিডিওটার সব মেইন্ট পয়েন্ট গুলো নোট করে আরো একবার জীবনটাকে সুন্দর করার প্রচেষ্টা শুরু করলাম ভাই। দোয়া করবেন আমার জন্য। জাজাকাল্লাহু খয়রান ❤❤
@@Biplobpbt * STRONGEST (WHY) * IMPORTANT ( PURPOSE) * PLANED ( HOW ) * SELF ( FORGIVENESS) * LOW CONFIDENCE ( JURNALISM ) * আশেপাশের পরিবেশ থেকে EASY BORDOM কাটানোর WAY বা উপাদানগুলোকে সরিয়ে ফেলেন এবং নিজেকে ঐখানে আবদ্ধ করে ফেলেন । ভাই আমি শুধু মেইন পয়েন্ট গুলো লিখছি। ফুল কনসেপ্টটা ব্রেইনে থাকলে এই পয়েন্ট গুলো আপনার ব্রেইনকে সব নতুন করে মনে করিয়ে দিবে । জাজাকাল্লাহু খায়রান ❤️🩹
আমি একজন ভার্সিটি এডমিশন ক্যান্ডিডেট, আলহামদুলিল্লাহ বিগত দিনে আমার প্রিপারেশন খুব ভালো ছিলো কিন্তু হঠাৎ আমি আমার ফোকাস হারিয়ে ফেলেছি কিন্তু এখন আপনার ভিডিও টা দেখার পর একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে আমার মনে, আপনার এই দিকনির্দেশনা ফলো করলে খুব শীঘ্রই পুরনো ট্রাকে ফিরে আসবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের মানসিক ভাবে সার্পোট দেয়া জন্য ❤
কোথাও যেন দেখেছিলাম,"তুমি যখন কোনো কিছু পেতে প্রবল আগ্রহী হবে,তখন সারা দুনিয়া তোমাকে সেটা পেয়ে দিতে সাহায্য করবে।" গত কয়েকবছর ধরে ফোনের চক্করে নিজের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে তখনই আপ্রাণ চেষ্টা শুরু করলাম এর থেকে পরিত্রাণের। কতদিন আল্লাহকে বলেছি,অন্য কারোর/কোনো উসিলায় হলেও আমাকে যেন পথ দেখায় ভালো হবার। আমি সত্যিই ভালো হতে চাই। আপনার ভিডিও টা যেন আমার প্রার্থনার উপহার আল্লাহ প্রদত্ত। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। আমি বা আমার মতন যারা এই সমস্যার দরুন এগোতে পারছিলোনা,তাদের সহায় হোক। সকলের দোয়া কাম্য।
বাংলাদেশে এমন কোনো সেল্ভ হেপ্ল ইউটুবার নেই আর যারা আছেন তারা কখনো মানুষের এত গভীরে যেতে পারবে না ভিডিও দেখেই বুঝে ফেলছি আপনার স্ক্রিপ্টগুলো কি পরিমাণে রিসার্স করা উম্মাহর জন্য কিছু করছেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অর্জন করবেন হোক টাকা, হোক সম্মান হোক বা সেটা আত্মসন্তুষ্টি😊 দোয়া রইলো আপনার জন্য
26 মিনিটে 42 সেকেন্ড জীবনের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে ভাই। আমি এই সাইকেলে বিগত 4 টা বছর ধরে সাফার করে যাচ্ছি বাট কোনোভাবেই বের হতে পারছি না । আপনার এই ভিডিওটার সব মেইন্ট পয়েন্ট গুলো নোট করে আরো একবার জীবনটাকে সুন্দর করার প্রচেষ্টা শুরু করলাম ভাই। দোয়া করবেন আমার জন্য। জাজাকাল্লাহু খয়রান ❤❤
আপনি একটা জিনিস ভাই 💝 কোন একটা বিষয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করার মত মানুষ সহযে খুঁজে পাওয়া যায় না । আপনার লেকচার শোনার পর যেন আমল করতে পারি দোয়া করিয়েই ভাই, এবং আল্লাহ আপনার নেক চাওয়া পাওয়া কে পূরণ করুন আমিন 😊
ভাইয়া আমি এই সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলাম, আমি খুবই ডিপ্রেসড ছিলাম। আপনার এই ভিডিও টা আমার চিন্তার এক নতুন ধারা উন্মোচন করে। ভাইয়া আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর আপনার সেই journal এর জন্য অপেক্ষায় রইলাম।
আমার কিছুদিন পর admission exam কিন্তু কিছুদিন ধরে কোনো কিছু করতে ভালো লাগছে। আমি বারবার নিজেকে বুঝাচ্ছি পড়া লাগবে কিন্তু কিছুক্ষণ পড়ে আর পড়তে মন চাইছে না। আপনাকে ধন্যবাদ এই ভিডিওর জন্য। আমি এটা মানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
স্যার, এই ভিডিওটা দেখতে গিয়ে শুরুতে হাসলাম, তারপর জুলাই রেভোলুশনের কথাগুলো শুনে মনে আবার আগুন জ্বলে উঠলো, তারপর বাস্টার ডগলাসের কথা শুনে কাঁদলাম, তারপর আবারও এনার্জাইজড হলাম....,তারপর নিজের অশান্ত মনে এক প্রকার স্থিরতা আসলো... আল্লাহুম্মা বারিক। মা শা আল্লাহ্ লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্। এরকম আরও শত শত ভিডিও চাই স্যার, ইন শা আল্লাহ্....
মাশাআল্লাহ, আগের ভিডিও তে আমার সমস্যা তুলে ধরার পর আপনার এই ভিডিওর অপেক্ষায় ছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমার পড়ালেখা রিলেটেড সকল সমস্যার সমাধান পেয়েছি।ইনশাআল্লাহ আপনার দেয়া প্রতিটা স্টেপ অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো।
সাজেশনে বারবার ভিডিওটি আসার পরও ওপেন করছিলাম না, ভেবেছিলাম আহামরি কিছু হবে না। সে ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। ভিডিওটি দেখার কিছুক্ষণের মধ্যেই বুঝেছিলাম আপনার ভিডিও অসাধারণ। উচ্চারণ এবং উপস্থাপনা দুটোই বেশ সুন্দর। মাশাআল্লাহ।
ছোট্ট একটা ধন্যবাদ দিলে মনে হয় না কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং এরকম মোটিভেশন ভিডিও আরো দিবেন। জাযাকাল্লাহ খায়ের।
সাত মাস আগে (জুলাই-২৪) আপনার এই ভিডিওটাই দেখেছিলাম, এখনো আবার রি-আপলোড করার জন্য ধন্যবাদ। কিছু নতুনত্ব অবশ্যই আছে। ভিডিওটা দেখেই আমি আমার প্ল্যান তৈরি করে ফেলছিলাম। আর এখন আমার প্ল্যান এর সপ্তম মাসে আছি। যদি আল্লাহ বাচিয়ে রাখেন তাহলে আমার মেইন লক্ষে পৌঁছাতে আর মাত্র ৪ বছর ৫ মাস সময় বাকি ইংশা আল্লাল। সময়টা পার হয়ে গেলে আপনার সাথে দেখা করবো ইংশা আল্লাহ, আর আপনাকে বড় করে ধন্যবাদ দিবো🙂
ভাইয়া আমি আপনার ভিডিও দেখার সাজেশন আমার ফ্রেন্ড সার্কেলে দেই ।ভাইয়ার কষ্ট বৃথা যাবেনা ইনশা আল্লাহ ।বেস্ট আর চর্বিহীন কন্টেন্ট উপহার দেবার জন্য অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও দোয়া রইল ভাইয়া ।
This is the most effective and clear cut video about procrastination I've seen so far among any other on the internet!!সব টপিক কভার করেছেন ধরে ধরে!আপনি অনেক সুন্দর ভিডিও বানান,মাশা আল্লাহ❤
চমৎকার আলোচনা। একদম আপনার কথার সাথে আমার আচরণ মিলে গেছে। এটা থেকে বের হওয়ার চেষ্টা করবো। অনুগ্রহ করে এমন একটা জার্নাল তৈরি করে দেন ভাইয়া, যেটা আমার জন্য খুবই প্রয়োজন। অগ্রিম ধন্যবাদ।
মাশাআল্লাহ!! আপনি গতানুগতিক মোটিভেশনাল স্পিকারদের মত দুনিয়াকেন্দ্রীক না!! দুনিয়া এবং আখিরাত উভয়ে সফলতা অর্জনের জন্য অসাধারণ সব কথা বলছেন। এগিয়ে যান ভাই, এই দোয়াই রইলো। ♥️♥️♥️
আসসালামু আলাইকুম। লাইফে ফাস্ট টাইম কোনো ভিডিও ফুল দেখলাম। আসলে আপনার কথা গুলো শুনে মনে হচ্ছিল যে ভিডিওটা যেন আমার জন্যই বানানো হয়েছে সবকিছু মিলে যাচ্ছিল,, আনেক সময় নষ্ট করেছি আর নাহ্ এখন থেকেই একসন নেওয়া শুরু করলাম। আর আপনারকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ, কিভাবে সুন্দর করে গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে হয়, মানুষের সামনে কনফিডেন্সে এর সাথে যোগাযোগ করতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতেন অনেক উপকার হতো আমাদের। আল্লাহ আপনার ভালো করুক আমিন।
অসাধারণ, জীবনে অসংখ্য মোটিভেশনাল ভিডিও দেখছি কিন্তু এরকম আউটস্ট্যান্ডিং ভিডিও দেখি নাই।শুয়ে ঘুমিয়ে পড়ছিলাম ফোনের ভিডিও চালু রেখে,তখন এই ভিডিও অলৌকিকভা চালু হয়, আর একটু শুনেই পুরো ঘুম ভেঙে যায় আর দুইবার মনোযোগ দিয়ে ভিডিও টা দেখছি।আমার মনে হয় জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আমি আমার মূলমন্ত্র পেয়ে গেছি।আপনার ইহকাল ও পরকালে কল্যান সাধিত হোক,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বয়স সতেরো। এই সতেরো বছরে আগ্রহের অনেক কিছুতে ই ভালো কিছু করতে পারতাম। অলসতার কারণে কিছুই করা হয়নি। আপনার এই ভিডিও থেকে বেশ অনুপ্রাণিত হয়েছি। এখন থেকে সময়ের অপচয় থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।
চমৎকার একটি ভিডিও, ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, খুব বেশি ভালো লাগলো। এই প্রথম কোনো ভিডিও আমি সম্পূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমীন।।
আমার জীবনের এমন একটা স্টেপে পৌঁছানোর পর আপনার এ মোটিভেট টা আমার চোখে পরছে,, এটা আমার দেখার প্রথম ভিডিও,, এটা ভিডিওতে idol, করে নিলাম আপনাকে,, সে-ই সাথে খুবই ইচ্ছে হচ্ছিল আপনার সাথে যোগাযোগ করতে।।। ।
আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পুরো লেকচার টা খুব মনোযোগ দিয়ে দেখেছি, বাস্তবে আমিও এই রোগের রুগি। আমার কাছে মনে হচ্ছে আপনি যে ফর্ম টা ডিজাইন করতে চেয়েছিলেন সেটা করা খুবই গুরুত্বপূর্ণ।
Ivy Lee এর ঘটনাটা ১৯১৮ সালের। এটা উল্লেখ করা হয়ে ওঠে নি। তখনকার ২৫ হাজার ডলারের বর্তমান ভ্যালুয়েশন এখনকার ২৫ হাজার ডলারের চেয়ে অনেক বেশি।
($25,000 in 1918 is equivalent in purchasing power to about $522,622.52 today, an increase of $497,622.52 over 106 years. The dollar had an average inflation rate of 2.91% per year between 1918 and today.)
নামাজের মাধ্যমে জীবনকে কীভাবে প্রোডাকটিভ করবো
এ নিয়ে একটা ভিডিও করবেন ।
আরেকটা ভিডিও সেটা হলো নামাজ এবং মোরাকাবা দুইটা কম্বিনেশন জীবনে করলে কীভাবে জীবনে ছন্দ ফিরে আসবে
vaiya ami versity admission dibo...amar jonno dua korben jno ami abbu-ammur sopno puron korte pari
India থেকে দেখছি।। খুব সুন্দর শিক্ষা আছে আপনার ভিডিও তে।
Jajak আল্লাহ্
ভাই অসাধারণ। লিংক পাচ্ছি না। আমাদের জন্য এমন ভিডিও খুব দরকার ছিলো
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
আপনার ভিডিও দেখার পরেই বুঝতে পারলাম মোবাইল কিনা আমার বৃথা যায়নি l সালাম নেবেন ভাইজান কলকাতা থেকে বলছিl আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
@@FahimAbdullah24walaikum salam hobe na … ata hobe walaikumus salam
আসসালামু আলাইকুম ভাই
আসসালামু আলাইকুম, ভাইজান। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং জীবনে বারাকাহ দান করুক। আপনার ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর, গোছানো এবং বাস্তব সম্মত।
আসসালামু আলাইকুম ফাহিম ভাই।
আমি কি আপনার ওয়ান টু কনসালটেন্সি নিতে পারব কিনা। কনফিডেন্স এর অভাবে ও প্রকেসটিনেশন হয়। আমি নিজেই এটার সাক্ষি।
খুব ইনফরমেটিভ ছিল। পুরু লেকচার এর পিডিএফ কপি পেলে ভালো হতো।
প্লিজ জার্নাল টা ক্রিয়েট করে আমাদের সাথে শেয়ার করবেন দয়া করে।
যারা ফেসবুক ইউজ করে না তারা কিভাবে আপনার সাথে যুক্ত থাকবে। দয়া করে জানাবেন ভাই।
এই ভিডিও আসলে ফ্রি তে পাওয়া মানুষ ডিজার্ভ করেনা! কারণ এতো মুল্যবান ম্যাটেরিয়াল ফ্রি তে পেলে মানুষ সেটার সঠিক মূল্য বুঝতে পারেনা। অসংখ্য ধন্যবাদ ভাই এতো অমূল্য একটা ভিডিও আমাদের সাথে ফ্রি তে শেয়ার করার জন্য। আপনার জন্য মন থেকে দোয়া রইলো ভাই!
বাংলাদেশ এ আপনার মতো youtuber আর দেখিনি। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভালো youtuber হলো আপনি। ধন্যবাদ আমাদেরকে আমাদের সাফল্যেরে দিকে এগিয়ে দেওয়ার জন্য।
JazakAllah. Keep us in your prayers! ❤️
অসাধারণ বাবা কিভাবে সম্ভব! এতো সুন্দর করে গুছিয়ে কথা বলা কিভাবে প্র্যাকটিস করেছো।আল্লাহ তোমাকে ভালো রাখুন নিরাপদ রাখুন ফি আমানিল্লাহ।
❤❤❤
আমিন
Thanks
😂
এইরকম ভিডিও কখনো দেখিনি । আজ দেখলাম । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।আমিন
26 মিনিটে 42 সেকেন্ড জীবনের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে ভাই। আমি এই সাইকেলে বিগত 2 টা বছর ধরে সাফার করে যাচ্ছি বাট কোনোভাবেই বের হতে পারছি না । আপনার এই ভিডিওটার সব মেইন্ট পয়েন্ট গুলো নোট করে আরো একবার জীবনটাকে সুন্দর করার প্রচেষ্টা শুরু করলাম ভাই। দোয়া করবেন আমার জন্য। জাজাকাল্লাহু খয়রান ❤❤
ভাই নোট টা একটু যদি দিতেন
@@Biplobpbt
* STRONGEST (WHY)
* IMPORTANT ( PURPOSE)
* PLANED ( HOW )
* SELF ( FORGIVENESS)
* LOW CONFIDENCE ( JURNALISM )
* আশেপাশের পরিবেশ থেকে EASY BORDOM কাটানোর WAY বা উপাদানগুলোকে সরিয়ে ফেলেন এবং নিজেকে ঐখানে আবদ্ধ করে ফেলেন ।
ভাই আমি শুধু মেইন পয়েন্ট গুলো লিখছি।
ফুল কনসেপ্টটা ব্রেইনে থাকলে এই পয়েন্ট
গুলো আপনার ব্রেইনকে সব নতুন করে মনে করিয়ে দিবে ।
জাজাকাল্লাহু খায়রান ❤️🩹
Please share your note
plz share this note
জীবন ক্যারিয়ার গড়তে আপনাদের এই অসাধারণ নির্দেশিকা জাতীয় জীবনে অনেক অনেক প্রয়োজনীয়। ধন্যবাদ অনেক অনেক দোয়া রইলো
আপনার কথা গুলো সত্যি মনোমুগ্ধকর। এত সুন্দর ভাবে উপস্থাপনা আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না।প্রথম আপনার ভিডিও দেখলাম অনেক ভালো লাগল
JazakAllah
আমি একজন ভার্সিটি এডমিশন ক্যান্ডিডেট, আলহামদুলিল্লাহ বিগত দিনে আমার প্রিপারেশন খুব ভালো ছিলো কিন্তু হঠাৎ আমি আমার ফোকাস হারিয়ে ফেলেছি কিন্তু এখন আপনার ভিডিও টা দেখার পর একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে আমার মনে, আপনার এই দিকনির্দেশনা ফলো করলে খুব শীঘ্রই পুরনো ট্রাকে ফিরে আসবে ইনশাআল্লাহ
আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের মানসিক ভাবে সার্পোট দেয়া জন্য ❤
আলহামদুলিল্লাহ। আল্লাহ বারাকাহ দিক
লাইফ থেকে হারানো অনেক কিছু ফিরে পাওয়া যায় আপনার ভিডিওগুলো থেকে
JazakAllah. Keep us in your prayers! ❤️
Thanks
কোথাও যেন দেখেছিলাম,"তুমি যখন কোনো কিছু পেতে প্রবল আগ্রহী হবে,তখন সারা দুনিয়া তোমাকে সেটা পেয়ে দিতে সাহায্য করবে।" গত কয়েকবছর ধরে ফোনের চক্করে নিজের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে তখনই আপ্রাণ চেষ্টা শুরু করলাম এর থেকে পরিত্রাণের। কতদিন আল্লাহকে বলেছি,অন্য কারোর/কোনো উসিলায় হলেও আমাকে যেন পথ দেখায় ভালো হবার। আমি সত্যিই ভালো হতে চাই।
আপনার ভিডিও টা যেন আমার প্রার্থনার উপহার আল্লাহ প্রদত্ত। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। আমি বা আমার মতন যারা এই সমস্যার দরুন এগোতে পারছিলোনা,তাদের সহায় হোক। সকলের দোয়া কাম্য।
I believe you are a perfect Muslim in sha Allah. A Muslim should be smart for this dunya and akhirah. Respect from USA.
অনেক ধন্যবাদ ❤। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মা-বাবার স্বপ্ন। যেটা আমার লক্ষ্য ❤। আমি আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই ❤
Allah barakah dik
Thank you sir 🙏
Thanks
বাংলাদেশে এমন কোনো সেল্ভ হেপ্ল ইউটুবার নেই আর যারা আছেন তারা কখনো মানুষের এত গভীরে যেতে পারবে না
ভিডিও দেখেই বুঝে ফেলছি আপনার স্ক্রিপ্টগুলো কি পরিমাণে রিসার্স করা উম্মাহর জন্য কিছু করছেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অর্জন করবেন হোক টাকা, হোক সম্মান হোক বা সেটা আত্মসন্তুষ্টি😊
দোয়া রইলো আপনার জন্য
JazakAllah. Keep us in your prayers! ❤️
Thanks
This channel deserves a million subscribers💯💝
JazakAllah. Keep us in your prayers! ❤️
আমিন
BCS RUclipsr 😂😂😂
@@error-51সমস্যা কি তাহলে?
Khub jole re?😂@@error-51
আমার কাছে মনে হচ্ছে আর একজন সোহাগ ভাই এর কথা শুনছি।
আল্লাহ এনাদের নেক হায়াত দান করুক(আমিন)
Thanks
26 মিনিটে 42 সেকেন্ড জীবনের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে ভাই। আমি এই সাইকেলে বিগত 4 টা বছর ধরে সাফার করে যাচ্ছি বাট কোনোভাবেই বের হতে পারছি না । আপনার এই ভিডিওটার সব মেইন্ট পয়েন্ট গুলো নোট করে আরো একবার জীবনটাকে সুন্দর করার প্রচেষ্টা শুরু করলাম ভাই। দোয়া করবেন আমার জন্য। জাজাকাল্লাহু খয়রান ❤❤
আপনি একটা জিনিস ভাই 💝 কোন একটা বিষয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করার মত মানুষ সহযে খুঁজে পাওয়া যায় না । আপনার লেকচার শোনার পর যেন আমল করতে পারি দোয়া করিয়েই ভাই, এবং আল্লাহ আপনার নেক চাওয়া পাওয়া কে পূরণ করুন আমিন 😊
এইরকম একটা ভিডিওর দরকার ছিলো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা 🥰
ভাইয়া আপনার কথা বলার ধরন সত্যিই অমায়িক ☺️☺️
ভাইয়া আমি এই সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলাম, আমি খুবই ডিপ্রেসড ছিলাম। আপনার এই ভিডিও টা আমার চিন্তার এক নতুন ধারা উন্মোচন করে। ভাইয়া আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর আপনার সেই journal এর জন্য অপেক্ষায় রইলাম।
আলহামদুলিল্লাহ। আল্লাহ বারাকাহ দিক। আর জার্নালের আগ্রহ প্রকাশের জন্য ডেস্ক্রিপশন বক্সের ফর্মটা ফিল আপ করলে বুঝতে সুবিধা হবে আমার জন্য..
বাকরুদ্ধ আমি। শুধু এতটুকুই বলার যোগ্যতা আমার আছে আল্লাহ যেন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যায়, এবং মুসলিম উম্মা আপনাকে অনুসরণ করে।
ভাই বাংলাদেশে যদি কোনো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে তাদের মধ্যে আপনি অন্যতম।
JazakAllah. Keep us in your prayers! ❤️
মায়ের পার পাস টাই আমার মোটিভেশান মৃত্যু ছাড়া হয়তো আমি হারবো না, ইনশাআল্লাহ ❤
আমার কিছুদিন পর admission exam কিন্তু কিছুদিন ধরে কোনো কিছু করতে ভালো লাগছে। আমি বারবার নিজেকে বুঝাচ্ছি পড়া লাগবে কিন্তু কিছুক্ষণ পড়ে আর পড়তে মন চাইছে না। আপনাকে ধন্যবাদ এই ভিডিওর জন্য। আমি এটা মানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
Same😢
Same🤝
Same
এই প্রথম আপনার ভিডিও দেখলাম৷ আগামীর বাংলাদেশের মোটিভেশনাল যগৎ আপনার। লিখে রাখলাম। কিপ ইট আপ।
অসাধারণ উপস্থাপনা, আপনাদের কে দেখলে মনে হয় এই ছোট্ট জীবনে কত সময় পার করে ফেলেছি শুধু আক্ষেপ রয়ে যাচ্ছে কত কিছু জানার বাকি রয়ে গেল
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ❤শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যায় কথা বলার ধরন, বুঝানোর ধরন, এনালাইসিস সবকিছু এক কথায় অসাধারণ। মাশাল্লাহ ❤
Kesa poro
আপনার ১ হাজার সাবসক্রাইবার থেকে আপনার পাশে আছি,,,, খুব জলদি ১ মিলিয়ন হয়ে যাবে ইনশা আল্লাহ ❤ এত সুন্দর করে মোটিভেশন কেউ দেয় নাহ🙂
মোটিভেশান ❌
টেকনিক ✔
আপনি অনেক ভাল ভাইয়া।
২দিন হলো আপনার ভিডিও দেখতেছি আপনার কথা অনেক ভাল লাগে।
স্যার, এই ভিডিওটা দেখতে গিয়ে শুরুতে হাসলাম, তারপর জুলাই রেভোলুশনের কথাগুলো শুনে মনে আবার আগুন জ্বলে উঠলো, তারপর বাস্টার ডগলাসের কথা শুনে কাঁদলাম, তারপর আবারও এনার্জাইজড হলাম....,তারপর নিজের অশান্ত মনে এক প্রকার স্থিরতা আসলো...
আল্লাহুম্মা বারিক। মা শা আল্লাহ্ লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্।
এরকম আরও শত শত ভিডিও চাই স্যার, ইন শা আল্লাহ্....
JazakAllah. Keep us in your prayers! ❤️
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া রহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ বেশ উপকৃত হলাম। আমার টার্গেট সদলবলে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ।ইনশা-আল্লাহ সেইভাবেই ডিজাইন করব আপনার বক্তব্য অনুযায়ী দোয়া করবেন আমার সাফল্যের জন্য।
Walaikum salam. Allah kobul koruk.
মাশাআল্লাহ, আগের ভিডিও তে আমার সমস্যা তুলে ধরার পর আপনার এই ভিডিওর অপেক্ষায় ছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমার পড়ালেখা রিলেটেড সকল সমস্যার সমাধান পেয়েছি।ইনশাআল্লাহ আপনার দেয়া প্রতিটা স্টেপ অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রতিটা কাজকে যদি ইবাদত বানিয়ে আল্লাহ কে খুশি করার জন্য/ নেকি লাভের আশায় করা যায় তাহলে অদ্ভুদ ভাবে ভিতর থেকে একটা তেজ কাজ করে, অলসতা গায়েব হয়ে যায়।
সাজেশনে বারবার ভিডিওটি আসার পরও ওপেন করছিলাম না, ভেবেছিলাম আহামরি কিছু হবে না।
সে ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। ভিডিওটি দেখার কিছুক্ষণের মধ্যেই বুঝেছিলাম আপনার ভিডিও অসাধারণ। উচ্চারণ এবং উপস্থাপনা দুটোই বেশ সুন্দর।
মাশাআল্লাহ।
ধন্যবাদ।
আমার ক্ষেত্রেও একই হলো
সত্যি উপকৃত হলাম, নিজেকে নিয়ে আবার শুরু করবো ইনশাআল্লাহ 💪
মায়ের ব্যাপারটা মাথায় রাখবো
Thik bhai...
❤
মন থেকে আপনার জন্য দোয়া রইলো । অনেক উপকার হলো ভাই ভিডিও টা
JazakAllah. Dua korben..
জাযাকাল্লাহ খাইরান ভাইয়া 🤍
ছোট্ট একটা ধন্যবাদ দিলে মনে হয় না কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং এরকম মোটিভেশন ভিডিও আরো দিবেন। জাযাকাল্লাহ খায়ের।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
মাশাল্লাহ ❤❤ খুব সুন্দর করে কথা বললেন ধন্যবাদ আপনাকে ❤❤আপনার লেকচার টা মন দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ ❤❤
আপনার মতো এভাবে সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলতে পারব? 🥺
আপনার কথা বলার ধরনটা বেশ মনোমুগ্ধকর। সবকিছুর জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ❤
JazakAllah. Keep us in your prayers! ❤️
সাত মাস আগে (জুলাই-২৪) আপনার এই ভিডিওটাই দেখেছিলাম, এখনো আবার রি-আপলোড করার জন্য ধন্যবাদ। কিছু নতুনত্ব অবশ্যই আছে।
ভিডিওটা দেখেই আমি আমার প্ল্যান তৈরি করে ফেলছিলাম। আর এখন আমার প্ল্যান এর সপ্তম মাসে আছি। যদি আল্লাহ বাচিয়ে রাখেন তাহলে আমার মেইন লক্ষে পৌঁছাতে আর মাত্র ৪ বছর ৫ মাস সময় বাকি ইংশা আল্লাল। সময়টা পার হয়ে গেলে আপনার সাথে দেখা করবো ইংশা আল্লাহ, আর আপনাকে বড় করে ধন্যবাদ দিবো🙂
ইন শা আল্লাহ! শুনে খুব ই ভালো লাগলো!!
ভাইয়া আমি আপনার ভিডিও দেখার সাজেশন আমার ফ্রেন্ড সার্কেলে দেই ।ভাইয়ার কষ্ট বৃথা যাবেনা ইনশা আল্লাহ ।বেস্ট আর চর্বিহীন কন্টেন্ট উপহার দেবার জন্য অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও দোয়া রইল ভাইয়া ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ কন্টেন্ট। বাংলায় এই প্রথম এত সুন্দর মোটিভেশনাল কন্টেন্ট খুঁজে পেলাম। ধন্যবাদ
আলহামদুলিল্লাহ।
অসাধারণ একটা ভিডিও আল্লাহ তায়ালা আপনার সকল বিষয় সহজ করে দিক আমরা এ বিষয়ে আরো কাজ দেখতে চাই।
Ameen
মা শা আল্লাহ
অসাধারণ!!
প্রত্যেকটা কথায় মনোযোগ ছিলো।
ভিডিও টা অনেক ভালো লাগছে।
The intro line is enough to kill procrastination .🔥🔥
This is the most effective and clear cut video about procrastination I've seen so far among any other on the internet!!সব টপিক কভার করেছেন ধরে ধরে!আপনি অনেক সুন্দর ভিডিও বানান,মাশা আল্লাহ❤
26 minutes of video 26 minutes exercise, Amazing feelings
মনে হচ্ছে জীবনের সেরা মোটিভেশন ভিডিও আপনার কথার সাথে আমি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য খুজে পাই 🥺❣️ শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান 🌺❣️
আসসালামু আলাইকুম।চমৎকার আলোচনা।
আল্লাহ তায়ালা আপনাকে যেন সবসময় এমন হাসি খুশি রাখে দোয়া রইল।
ওয়ালাইকুম সালাম। জাযাকাল্লাহ
কিছু বলার নেই!! কেবল অসাধারণ !!
জাজাকাল্লাহু খইরো !!
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে কথা বলেন, শুনতে ভালো লাগে ।
আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুন। আমিন।
জাযাকাল্লাহ খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ, ভাইয়া
Wa iyyak.
মাশাল্লাহ অসাধারণ আলোচনা আল্লাহ পাক আপনাকে উত্তম নিয়ামত দান করুক আমিন
This is not just a self-help video for me, it touched deeper side of my emotion, specially hearing that 'purpose' portion.
Alhamdulillah.
ভাই, আপনার প্রতিটা ভিডিও তরুণদের জন্য উপদেশমূলক ও গুরুত্বপূর্ণ।
শুভ কামনা রইলো আপনার জন্য।।
অনেক ক্ষন ধরে wait করেছিলাম
খুব ই দু:খিত, টেকনিকাল কারণে দেরি হলো।
আপনার জন্য মন থেকে দুয়া থাকবে। অসাধারণ হয়েছে।
জাযাকাল্লাহ। দোয়া করবেন
Premium type Video 🌸🌸
(Ma sha allah .) sir 😌
JazakAllah. Keep us in your prayers! ❤️
আপনি আমার প্রিয় একজন মানুষের তালিকাভুক্ত হয়ে যাচ্ছেন। আমার প্রিয় ভাই ❤
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, দোয়া রইল আপনার জন্য,আরো অনেক দূর এগিয়ে যান 😊❤
জাযাকাল্লাহ।
@@FahimAbdullah24vai admission e silly mistakes avoid korar way nie video banan akta....admission surur age plzzzzz
মাশাআল্লাহ। এই ঘটনা গুলো সারাজীবন আমার সাথে ঘটে গেছে। কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি।
রবিবার কলেজে পদার্থবিজ্ঞান পরীক্ষা। যদি কিছুদিন আগে পড়াটা শুরু করতাম তাহলে এখন ধরা খাইতাম না
মা শা আল্লাহ , ভাই অনেক ভালো উপকারী দিক দিয়ে বুঝিয়ে বলেছেন।
আসসালামুয়ালাইকুম, আপনার আগের একটি ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। আপনার কনটেন্ট ক্রিয়েশন টা একেবারে অন্য লেভেলের।🎉🎉🎉
ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ।
এই প্রথম বাংলাদেশের জানাশোনা কোন মানুষেট ভিডিও দেখলাম।। অনেকে কিছু জানালাম ভাই।জাজাকাল্লাহ খাইরান।🤲
পড়ার মধ্যেই ভিডিওটি দেখতেছি🤣
Amio😅
ভিডিও শেষে পড়ায় ব্যাক করতে হবে!
@@FahimAbdullah24 in Sha Allah ❤🎉
Amio
Smme😅
আপনার অভিজ্ঞতা দেখার পর মনে হল, সূর্যের আলোর সামনে আমার মমের আলো
আপনার ভিডিও ভালো লাগে! 🥰
JazakAllah. Keep us in your prayers! ❤️
আপনার উপকারিশ্রম আমাদের উপকৃত করছে। আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুন।
খুব বেশি কথা আমি বলতে পারি না তবে আপনার ভিডিও দেখার পর এক কথায় বলবো
"মাশাল্লাহ অসাধারন"
আল্লাহ্ বারাকা দান করুন আপনাকে
আমি এমন অলস যে ২৬ মিনিটের ভিডিও দেখার ও ইচ্ছে হলো না,অলস ব্যক্তিদের জন্য ভিডিও হওয়া উচিত ২-৩ মিনিটের 😌
agreed, plus jader olpo attention span tader khetre video gulo at max 4-5 minute e rakha uchit.
Dekhar dorkar nai apnar
Moha busy manus apne vi
মা-শা আল্লাহ, এরকম একজন মেন্টর খোঁজছিলাম এতদিন ধরে, আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন।
জাযাকাল্লাহু খাইরান..............
ভিডিওটা আমার মতো আরো অনেকের হেল্পফুল হবে, ইনশা আল্লাহ।❤❤
সত্যি ভাই আপনার এই ভিডিওগুলো দেখে আমরা অনেক বেশি উপকৃত হই। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ । অনেক অনেক ধন্যবাদ ভাই। ❤❤
আলহামদুলিল্লাহ। খুব ভালো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জীবন পরিবর্তন করার একটি ভিডিও। আমার জীবনে এমন ভিডিও দেখিনি ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন ইনশাআল্লাহ
Walaikum salam wa rahmatullah. Dua korben.
চমৎকার আলোচনা। একদম আপনার কথার সাথে আমার আচরণ মিলে গেছে। এটা থেকে বের হওয়ার চেষ্টা করবো। অনুগ্রহ করে এমন একটা জার্নাল তৈরি করে দেন ভাইয়া, যেটা আমার জন্য খুবই প্রয়োজন। অগ্রিম ধন্যবাদ।
মাশাআল্লাহ!! আপনি গতানুগতিক মোটিভেশনাল স্পিকারদের মত দুনিয়াকেন্দ্রীক না!!
দুনিয়া এবং আখিরাত উভয়ে সফলতা অর্জনের জন্য অসাধারণ সব কথা বলছেন।
এগিয়ে যান ভাই, এই দোয়াই রইলো।
♥️♥️♥️
আসসালামু আলাইকুম। লাইফে ফাস্ট টাইম কোনো ভিডিও ফুল দেখলাম। আসলে আপনার কথা গুলো শুনে মনে হচ্ছিল যে ভিডিওটা যেন আমার জন্যই বানানো হয়েছে সবকিছু মিলে যাচ্ছিল,, আনেক সময় নষ্ট করেছি আর নাহ্ এখন থেকেই একসন নেওয়া শুরু করলাম। আর আপনারকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ, কিভাবে সুন্দর করে গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে হয়, মানুষের সামনে কনফিডেন্সে এর সাথে যোগাযোগ করতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতেন অনেক উপকার হতো আমাদের। আল্লাহ আপনার ভালো করুক আমিন।
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিক
আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানিনা।সামনে পরীক্ষা তারপর ও এই লুপ থেকে বের হতে পারছিলাম না। এখন থেকে এই ট্রিক্সস গুলো কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অসাধারণ, জীবনে অসংখ্য মোটিভেশনাল ভিডিও দেখছি কিন্তু এরকম আউটস্ট্যান্ডিং ভিডিও দেখি নাই।শুয়ে ঘুমিয়ে পড়ছিলাম ফোনের ভিডিও চালু রেখে,তখন এই ভিডিও অলৌকিকভা চালু হয়, আর একটু শুনেই পুরো ঘুম ভেঙে যায় আর দুইবার মনোযোগ দিয়ে ভিডিও টা দেখছি।আমার মনে হয় জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আমি আমার মূলমন্ত্র পেয়ে গেছি।আপনার ইহকাল ও পরকালে কল্যান সাধিত হোক,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।ধন্যবাদ
❤
মাশাল্লাহ খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন
ভাইয়া,,, আপনার এই ভিডিও টা প্রথমে যখন উৎকর্ষ ইউটিউব চ্যানেলে দেখেছিলাম তখনই আপনার ফ্যান হয়ে যায়,,, দোয়া করি ভাইয়া আল্লাহ্ তায়ালা যেন আপনার মেধা আরো বাড়িয়ে দিক
সেরা একটি ভিডিও । জাজাকাল্লাহ খাইরান ।
Wa iyyak
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বয়স সতেরো। এই সতেরো বছরে আগ্রহের অনেক কিছুতে ই ভালো কিছু করতে পারতাম। অলসতার কারণে কিছুই করা হয়নি। আপনার এই ভিডিও থেকে বেশ অনুপ্রাণিত হয়েছি। এখন থেকে সময়ের অপচয় থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।
ওয়ালাইকুম সালাম। ইন শা আল্লাহ
চমৎকার একটি ভিডিও, ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, খুব বেশি ভালো লাগলো। এই প্রথম কোনো ভিডিও আমি সম্পূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমীন।।
খুব সুন্দর ভিডিও মাশাল্লাহ
আমার জীবনের এমন একটা স্টেপে পৌঁছানোর পর আপনার এ মোটিভেট টা আমার চোখে পরছে,, এটা আমার দেখার প্রথম ভিডিও,, এটা ভিডিওতে idol, করে নিলাম আপনাকে,, সে-ই সাথে খুবই ইচ্ছে হচ্ছিল আপনার সাথে যোগাযোগ করতে।।। ।
one of the best youtuber i ever seen,,jajkallahu kahiran .for sharing this advice
ধন্যবাদ ভাইয়া এমন গুরুত্ব পরামর্শ দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পুরো লেকচার টা খুব মনোযোগ দিয়ে দেখেছি, বাস্তবে আমিও এই রোগের রুগি। আমার কাছে মনে হচ্ছে আপনি যে ফর্ম টা ডিজাইন করতে চেয়েছিলেন সেটা করা খুবই গুরুত্বপূর্ণ।
আসসালামু আলাইকুম। ভাইয়া বইয়ের ব্যাখ্যা দিলে অনেক উপকার হবে।আপনার কথাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেন। মাশাল্লাহ।
Walaikum salam
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমিন।
JazakAllah. Keep us in your prayers! ❤️
আপনার হাস্যজ্জল মুখের বলা কথাগুলো অনেক সুন্দর।