এটা USA ক্যালিফোর্নিয়া না কলকাতা? দেখুন পুজোর আয়োজন। চমকে উঠবেন। সরাসরি

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Arambagh TV WhatsApp 9830313801

Комментарии • 591

  • @kajalmondalpoem8272
    @kajalmondalpoem8272 2 года назад +171

    সত্যি অসাধারণ প্রাণবন্ত বাঙালিয়ানা
    খুব ই প্রশংসনীয় ।

  • @subhashpurkait7310
    @subhashpurkait7310 2 года назад +251

    এটাই হল ঐতিহ্য,এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +11

      ঐতিহ্য হচ্ছে চিরকালীন বা চিরন্তন।

  • @sikhakar6529
    @sikhakar6529 2 года назад +167

    মা আমাদের পৃথিবীর জুরে বিরাজ করছে। এই উৎসব বাঙালি র শ্রেষ্ঠ উৎসব। দিকে দিকে ঝড়িয়ে পরুক মা র আশীর্বাদ।

  • @AmitRoy-jw7te
    @AmitRoy-jw7te 2 года назад +169

    আমাদের ঐতিহ্য কে বিদেশের মাটিতে যে ভাবে অনুষ্ঠিত হচ্ছে তার আমাদের গর্ব। খুবই ভালো লাগছে। শারদীয়া শুভেচ্ছা শফিকুল দা এতে সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏।

  • @filmiindiapradip1123
    @filmiindiapradip1123 2 года назад +201

    জয় মা দুর্গা দুর্গতিনাশিনী। 🚩🚩🚩

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +4

      মা এই কয়টা দিন যে বিশ্বের সর্বত্র ই বিরাজমান থাকেন এই কামনা করি।

  • @arupbanerjee9681
    @arupbanerjee9681 2 года назад +173

    এই বাঙালিয়ানা সত্যিই গর্বের, শেখা উচিৎ।

    • @ks20595
      @ks20595 2 года назад +5

      Absolutely

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +3

      কারা শিখবে?

    • @chamelirakshit9317
      @chamelirakshit9317 2 года назад +5

      ঐ পুজোয় আমার ভাই পো ও রয়েছে, খুব আনন্দ করছে, আমি খুব খুশী,

    • @zz-ly4qd
      @zz-ly4qd 2 года назад

      কেন গব্ব কেন? Usa তে হচ্ছে বলে??? বাংলায় আর মনীষী নাই, আর সংস্কৃতি নাই. বিটিস আমলের চটিচাটা শিক্ষা চলছে, ইনজুরি মিডিম ইসিকুল এ না পড়লে ঠিক ভালো শিক্ষা হয় না. চটিছাপ রাজ্যে চটিচাটা রাজ করবে. শুওরের মত ঘৎঘৎ করে গান গাচ্ছে তাই দেখতে আবার চটিচাটা র যায়.😁😁😁টেকো লেনিন ছেড়ে চটি লেনিন, এই যা পার্থক্য.

  • @sibpadasarkar138
    @sibpadasarkar138 2 года назад +92

    দেখে খুবই আনন্দ পেলাম। পৃথিবীর যেখানেই বাঙালি সেখানেই দূর্গা পূজার আয়োজন। বাংলার থেকে এতদূরে এত সুন্দর আয়োজন এটা ভাবতেই অবাক লাগছে।

  • @ashutoshbakshi9047
    @ashutoshbakshi9047 2 года назад +80

    আমেরিকার কেলিফোরনিয়া তে দূর্গাপূজা য় যে সব লোক যোগ দান করেছেন তাদের কে ধন্যবাদ জানাই। আপনারা ভাল থাকুন এই কামনা করি।

  • @monojitdas1110
    @monojitdas1110 2 года назад +82

    বাঙালি হিসেবে বাংলায় আমরা যতটা না গর্বিত হই তার থেকেও বেশি গর্বিত হলাম ক্যালিফোর্নিয়ায় বাঙালি সংস্কৃতি বজায় রাখার জন্য। খুব সুন্দর প্রতিবেদন। প্রত্যেক বাঙালি কে এই প্রতিবেদন দেখা উচিত।

    • @sandipbose434
      @sandipbose434 2 года назад +1

      বিদেশে নিজেদের সংস্কৃতি বজায় রয়েছে বলে আনন্দিত বা গর্বিত হলে খুব একটা কিছু করা হয় না। মানে গর্বিত হওয়াটা কোন কাজ নয়। যদি বাংলার এই বিষাক্ত পরিবেশ থেকে আমরা কিছু শিখতে না পারি তাহলে প্রবাসী বাঙ্গালীদের থেকে অনেক কিছু শিখে এখানে পুনরায় প্রচলন করা যেতে পারে। যদিও বাংলাতেই বহু বহু সংস্কৃতিবান মানুষরা এখনো আছেন, তাঁদের আড় চোখে না দেখে তাদের সঙ্গে ওঠাবসা করে অনেকেই নিজেদের সমৃদ্ধ করতে পারেন। আর যারা সুস্থ, আদর্শ ও উন্নত সংস্কৃতি থেকে দূরে থাকতে চান তারা বলতেই পারে, না এখানে আর সেরকম লোক কোথায়!
      বরং বাংলায় বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য প্রত্যেকেরই কিছু না কিছু করার আছে। এই ছোট ছোট দায়িত্ব পালন করা হয় কিনা এটা ভাবাটাও অনেক বড় একটা কাজ।
      আমাদের পরবর্তী প্রজন্মকে বিভিন্ন অজুহাতে তাদের ক্ষতির জন্য গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার সুযোগ না দিয়ে, বরং তাদের সামনে ভারতীয় তথা বাংলা সাংস্কৃতির খুব সুন্দর সুন্দর অংশগুলো তুলে ধরা দরকার। তাতে যেমন খুব একটা পরিশ্রম হয় না পয়সাও খরচ হয় না। পরবর্তীকালে এরাই জোর গলায় প্রচার করা বা জোর করে চাপিয়ে দেওয়া বিকৃত বৈদেশিক সংস্কৃতিকে অবজ্ঞার সঙ্গে দূরে সরিয়ে রেখে আমাদের সংস্কৃতির ধারক বাহক হয়ে উঠবে। আর এই সংস্কৃতির জোড়েই চারিপাশের আবহ খুব সুন্দর হয়ে উঠবে।

    • @monojitdas1110
      @monojitdas1110 2 года назад

      @@sandipbose434 এক্ষেত্রে আমাদের মতন গার্জেন দের কিছু দায়বদ্ধতা আছে আমাদের আগামী প্রজন্মকে আমরাই সঠিক পথে পরিচালিত করতে পারি। কোন রাজনৈতিক নেতার আদর্শে পরিচালিত হতে গেলে সমাজ, সংস্কৃতি ধ্বংস হবে। রাজনৈতিক দল নেতাদের বর্জন করা উচিত আমাদের বাঙ্গালীদের।

  • @subhadebnath554
    @subhadebnath554 2 года назад +78

    Jio বাঙালি,সনাতনী ধর্মের শ্রেষ্ঠ উৎসব, মা দুর্গার আশীর্বাদ সকলের ওপর বর্ষাক।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +3

      ঝালমুড়ি আর ঘুগনী বিক্রি করলে আশীর্বাদ দারুন বর্ষাবে।

    • @प्रेरणा-ख4प
      @प्रेरणा-ख4प 2 года назад +3

      বাঙালি না বলে সনাতনী হিন্দু বাঙালি বলুন জয় মা দুর্গা জয় মা কালী জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় মহাকাল

  • @bivasbiswas9249
    @bivasbiswas9249 2 года назад +72

    খুশি হলাম। কলকাতায় সবাই প্যান্ডেল ও লাইটিং দেখতে যায়, প্রতিমা নয় ।সত্যিকারের আনন্দ যেন ঝরে পড়ছে ক্যালিফর্নিয়া-তে । পূজোর উদ্যোক্তা দাদাকে বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মা সকলের মঙ্গল করুন। 🙏🙏🙏

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +4

      সত্যিকারের আনন্দ ধূলায় গড়াগড়ি দেয়।

    • @shubhodipmondal7991
      @shubhodipmondal7991 2 года назад +2

      ধন্যবাদ ঐতিহ্য বাংলা আজকের দেশে বিদেশে

  • @JOY0987
    @JOY0987 2 года назад +74

    শারদ উৎসবে ক্যালিফোর্নিয়া,সবাই কে জানাই প্ৰীতি এবং শুভেচ্ছা। বেঁচে থাক বাঙ্গালী আবেগ। 🌾🌾🙏 🌸

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +1

      বাঙালীর আবেগ চিরন্তন।

  • @archanasom1606
    @archanasom1606 2 года назад +67

    শুধু আয়োজন নয় কতটা শৃঙ্খলাবদ্ধ এবং আন্তরিকতাপূর্ণ তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায়না আর এই পশ্চিমবাংলায় এটা একটা স্বপ্ন।

  • @nikunjalalkundu2642
    @nikunjalalkundu2642 2 года назад +61

    বিদেশে পূজা হয় মুক্ত মন আর শুদ্ধ চিত্তে বাংলায় যেটা হয় অনুপ্রেরণা আর কর্তৃত্বের উদ্ভট আদেশে !!

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +4

      কতৃত্বের উদ্ভট আদেশে উন্নয়ন চুলোয় গেছে। বেঁচে আছে শুধু অহংকার।

    • @zz-ly4qd
      @zz-ly4qd 2 года назад +2

      বাজে কথা. ঘেসো পুজোয় টাকা দিয়েছে সেটা ঝাড়বে বলে. সেটা ডিয়ে পুজো হয় না.3000₹ ফুল দেখাবে 13000₹. এই টাকা পুরো যাবে ওদের একাউন্টে. পুজো চাঁদার পয়সাতেই হচ্ছে, সরকারের কড়ি তে নয়

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 2 года назад +1

      @@zz-ly4qd । ওই টাকা ঘুর পথে আবার তৃণ ফান্ডে ই চলে আসে নইলে আগে পূজা কমিটি গুলো খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করতো এখন তার উল্টো কেনো ??

    • @ajaybanerjee4119
      @ajaybanerjee4119 2 года назад

      গতকাল নিকুঞ্জলাল কুন্ডুর সঠিক ও যুক্তিপূর্ণ মতামতের জন্য আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই।

  • @anitabag2901
    @anitabag2901 2 года назад +71

    এত চমৎকার ভাবে দেসের বাইরের পূজা অনুষ্ঠিত হয় তা দেখে মনটা ভালো হয়ে যায় ।

  • @ramchandramondal6141
    @ramchandramondal6141 2 года назад +42

    প্রবাসী বাঙালিদের জানাই অসংখ্য ধন্যবাদ ও শারদীয়া র শুভেচ্ছা । যুদ্ধাজিৎ বাবুর প্রবাসে বাঙালিদের পুজোর বর্ণনা আমাদের মুগ্ধ করলো। ভালো থাকুন সবাই।

  • @টুনটুনি-ণ২ঘ
    @টুনটুনি-ণ২ঘ 2 года назад +67

    চটি'বুড়ির দাঁত কেলানো ছবি দেখতে পেলাম না 🤭🤭😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @manjukundu3037
      @manjukundu3037 2 года назад +7

      🤓🤓🤓🤓🤓🤓🤓👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @abhijitbiswas2461
      @abhijitbiswas2461 2 года назад

      😁😁😁😁😁😁😁😁😉😁🤣🤣😋😋😋😋😃😄😄😃

    • @deepda658
      @deepda658 2 года назад +5

      Oi dant kelani chhobi ta samudre.

    • @minitex1844
      @minitex1844 2 года назад +8

      ওটা দেখতে হলে আমাদের এখানে আসতে হবে

    • @tapaskumarbhar6206
      @tapaskumarbhar6206 2 года назад +6

      ওটা একমাত্র জয় বাংলাতেই দেখা যায় । 😁😁😁😁😁😁।

  • @subhankarghosh7764
    @subhankarghosh7764 2 года назад +46

    ওরাই প্রকৃত বাঙালি দাদা! ওরা ওদের সংস্কৃতি জানে।

    • @maitreyeeghosh2905
      @maitreyeeghosh2905 2 года назад +3

      আসলে দেশের বাইরে গেলে দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা টাও যেন অনেক বেশি অনুভব করা যায়।

  • @sagarbagdi6148
    @sagarbagdi6148 2 года назад +61

    বা দেখে মন ভরে গেল 🙏🙏🙏

  • @pareshbiswas1517
    @pareshbiswas1517 2 года назад +30

    দুর্গামাতা কী জয়

  • @malaykantidas6268
    @malaykantidas6268 2 года назад +21

    অপূর্ব, অসাধারণ লাগছে। সব থেকে বড় ব্যাপার হল নিষ্ঠা।আচার ,আয়োজন কলকাতাকে হারমানাবে।শুদ্ধ পরিবেশ। মনে হচ্ছে গ্রাম বাংলার পুজো দেখছি। ধন্যবাদ সফিকুল ভাই। এই পুজোতে মায়ের কাছে আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করি। আর অবশ্যই আপনার সাফল্য।

  • @anupkumarroy177
    @anupkumarroy177 2 года назад +18

    Safiqul ভাই কে এখন সারা বিশ্বের বাঙালিরা চিনে গেছে ও ভালবাসে।

  • @basukinathmajee1336
    @basukinathmajee1336 2 года назад +21

    বাঙালিদের এটা একটা বিরাট গর্ব। এইরকম ঐতিহ্য চিরকাল বজায় থাকুক। যুদ্ধজীৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ।

  • @chinmoy171
    @chinmoy171 2 года назад +30

    মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সবার উপর।

  • @sikharoy1039
    @sikharoy1039 2 года назад +11

    সত্যিই মনে হচ্ছে আমাদের এখানকার কোন অভিজাত পূজা।অপূর্ব সুন্দর দৃশ্য। 🙏🙏🙏

  • @subhasghosh4117
    @subhasghosh4117 2 года назад +9

    ক্যালিফোর্নিয়ায় ( আমেরিকা) বাঙালীদের এই ভাবে শারদ দূর্গাপূজার আয়োজন ও আনন্দ উচ্ছাস দেখে খুব আনন্দ পাচ্ছি। আয়োজকদের ও আরামবাগ টি ভি-কে অসংখ্য ধন্যবাদ।

  • @chanchalchakraborty1131
    @chanchalchakraborty1131 2 года назад +12

    সফিকুল ভাই, তোমার পক্ষেই সম্ভব ।বিদেশের মাটিতে বাঙালীদের দুর্গা পুজো দর্শণ করানো, ধন্যবাদ জানাই যুদ্ধ জিৎ সেন মজুমদার কে ।সকলে খুব খুব ভালো থেকো ।

  • @tapaskumargarai5478
    @tapaskumargarai5478 2 года назад +16

    সকল বাঙালী দর্শক কে সত্যটা দেখানোর জন্য আরামবাগ টিভি কে অসংখ্য ধন্যবাদ। পুজোর দিনগুলো সবাই আনন্দে কাটান, মা দুর্গার কাছে এই প্রার্থনা করি।

  • @bijoybiswas8011
    @bijoybiswas8011 2 года назад +23

    সফিকুল ভাই ,প্রথমে জানাই দূর্গা পূজার শুভেচ্ছা , সফিকুল ভাই আপনার স্্ বাদ কালেকশন অতুলনীয়, এরজন্য ই আপনাকে অনেক অনেক অপবাদ দেয় চটিচাটা সংবাদ মাধ্যম গুলো , শুধুই জানাই আন্তরিক ধন্যবাদ অনেক অনেক অনেক। ভারত মাতার জয় 🙏🙏🙏🙏

  • @Dbbs71
    @Dbbs71 2 года назад +22

    সত্যি অনন্য একটা প্রতিবেদন। উনি আমাদের গড়িয়ার বাসিন্দা, সত্যি এতো দূরে গিয়ে ও উনি আমাদের গর্বের পুজো কে এত সুন্দর আয়োজনের Description করলেন, অসাধারণ প্রতিবেদন।

  • @indianavijit
    @indianavijit 2 года назад +23

    বাহ্ দারুণ...
    ধন্যবাদ সফিকুল দা...👍🏻

  • @swapanmondal1488
    @swapanmondal1488 2 года назад +5

    সফিকুলদা সত্যি আমার খুব ভালো লাগছে যে আমাদের এই দূগ"উংসব বিদেশের মাটিতে উংযাপন হয় এবং এই খবর গুলো আমরা অন্য চেনেলে না শুধুমাত্র আপনার চেনেলেই আমরা দেখতে পাই

  • @asitkumarbhattacharyya7428
    @asitkumarbhattacharyya7428 2 года назад +16

    আহা কী দৃশ্য! মন ভরে যায়।বড় পুলকিত হলাম।

  • @utpalrakshit624
    @utpalrakshit624 2 года назад +8

    বিদেশ এ পুজোর আয়োজন দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

  • @subhendudeb3552
    @subhendudeb3552 2 года назад +16

    বিশ্বের সর্বত্র শান্তি কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনা করি..🙏

  • @provatray5474
    @provatray5474 2 года назад +4

    এমন সুন্দর একটা program দেখানোর জন্য সফিকুল বাবু আপনাকে ধন্যবাদ।

  • @sudiptaguria943
    @sudiptaguria943 2 года назад +39

    সত্যি দেখে মনে হচ্ছে না এটা বিদেশ।

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад

      বাঙালী সবাই কে যে আপন করে নিতে পেরেছে ,এটাই সবচেয়ে বেশি গর্বের বিষয়।

  • @ashokroy1827
    @ashokroy1827 2 года назад +4

    খুব ভালো লাগলো সফিকুল ভাই, এটা প্রচার করার জন্য ধন্যবাদ, পূজো খুব ভালো কাটুক সবার এটাই চাই।

  • @ratankumardas243
    @ratankumardas243 2 года назад +8

    খুব ভালো লাগলো সুদূর ক্যালিফোর্নিয়া থেকে যা বললেন!!

  • @uttambala3092
    @uttambala3092 2 года назад +164

    এদের দেখে শেখ উচিত কিভাবে সুস্থ পরিবেশে পুজো করতে হয়।

    • @ks20595
      @ks20595 2 года назад +8

      একদম ঠিক কথা

    • @pranabroy6638
      @pranabroy6638 2 года назад +5

      অবশ্যই

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад

      কে শিখবে আর কাকে শেখাবে? এদের ল্যাজ বিশাল বড়ো বড়ো।

    • @maitreyeeghosh2905
      @maitreyeeghosh2905 2 года назад +4

      একদম ঠিক কথা

    • @rahulmondal4896
      @rahulmondal4896 2 года назад +7

      এরা সবাই উচ্চ শিক্ষিত, উচ্চ মানসিকতার মানুষ, তাই তো USA যেতে পেরেছে।

  • @sunilkumarpanja3033
    @sunilkumarpanja3033 2 года назад +12

    সত্যি খুবই ভালো লাগলো আপনাদের পূজা দেখে । যে পূজার মধ্যে আন্তরিকতা আছে , আধ্যাত্মিকতা আছে , ভক্তি আছে , ভালোবাসা আছে । আপনারাই বাংলার কালচার কে বাঁচিয়ে রাখবেন । আধ্যাত্মিকতায আজ ও বাঙালিরা বিশ্বের সর্ব শ্রেষ্ঠ ।আমাদের কলকাতায় আনন্দ আছে , দেখনদারি আছে, কিন্তু ভক্তি ও নাই ভালোবাসা ও নাই । আপনাদের সকলকে আমার শারদীযার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

  • @kartikadhikary9230
    @kartikadhikary9230 2 года назад +4

    জয় মা দুর্গা
    আরামবাগ টিভির সমস্ত দর্শকদের জানাই শুভ মহাষষ্টীর শুভেচ্ছা

  • @surajkumarghosh6931
    @surajkumarghosh6931 2 года назад +5

    দেখে খূব ভালো লাগলো । এটা বাংলা , বাঙালির গর্ব । ধন্যবাদ সফিকুল ভাই ।

  • @abhaybanerjee1407
    @abhaybanerjee1407 2 года назад +24

    সত্যি অবাক করার মতো চিত্র

  • @piyalilatu4034
    @piyalilatu4034 2 года назад +5

    আমেরিকার বাঙালি আনা , আর পশ্চিম বাঙলার কাঙালী পনা দেখে বোঝ তফাৎ খানা।। আমেরিকার এবং সব প্রবাসী বাঙ্গালীদের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাই। শারদীয় শুভেচ্ছা রইলো 💐❤️

  • @lifelearninglessons9375
    @lifelearninglessons9375 2 года назад +27

    বঙ্গ বাঙালি সীমানা পেরিয়ে ঐক্যবদ্ধ

    • @tapaskumargarai5478
      @tapaskumargarai5478 2 года назад +1

      এটাই আসল বাঙালীয়ানা।

  • @pritam913
    @pritam913 2 года назад +11

    যুধাজিৎ বাবুকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ! তিনি যে ভাবে সুদূর ক্যালিফোর্নয়ার মাটিতে বসে এমন সত্যিকারের বাঙালি আবেগে পরিপূর্ন দুর্গা পুজোর বর্ণনা দিলেন তাতেই আমাদের মন প্রাণ ভরে গেল 🙏😊

  • @sunillaha3170
    @sunillaha3170 2 года назад +3

    সফিকুল বাবু আপনার আজকের প্রতিবেদন খুব ভালো লাগলো, আপনার পুজো খুব ভালো ভাবে কাটুক

  • @aabirdas7050
    @aabirdas7050 2 года назад +11

    আমাদের সংস্কৃতির ঐতিহ্য সত্যিই এককথায় অনবদ্য কিন্তু আমি বলবো সফিকুল ইসলাম ভাইকে নিয়ে। যিনি সত্যিই ধর্মীয় বেড়াজালের উর্দ্ধে উঠে মৌলবাদের গন্ডিতে তুড়ি মেরে যে সাম্প্রতিক সৌহার্দ্য বার্তার ছবি তুলে ধরেছেন ,সত্যিই ভাষাহীন সম্প্রীতি। ঈশ্বর করুন উনি দীর্ঘজীবী হোন।এমন মানুষ থাকলে কোনদিন কে হিন্দু কে মুসলিম এমন বিভেদ আমাদের স্পর্শ করতে পারবে না।👍

  • @tusharkantichongdar8314
    @tusharkantichongdar8314 2 года назад +20

    ভাই তুমি একজন যথার্থ সাংবাদিক,আর এই মজুমদার বাবু দের মত ব্যক্তিরা আর হয়তো কোনো দিনই এদেশে ফিরবেন না ,এই ব্যাপারে আমি বড় নস্টালজিক হয়ে যাই।

    • @zz-ly4qd
      @zz-ly4qd 2 года назад

      দেশের মানুষ কে সন্মান দিন , যারা দুই টাকার জন্য দেশ ত্যাগ করে তাদের ভেবে কাজ নাই. পজেটিভিটি সহজ জিনিস নয়.

  • @umachakraborty2063
    @umachakraborty2063 2 года назад +6

    কি শান্তিপূর্ণ মাতৃ আরাধনা 🙏 সুশৃঙ্খল জীবনযাত্রা 💐 চমৎকার 🏵️🌼🌸☀️💮💮🙏🙏

  • @tusharray12
    @tusharray12 2 года назад +13

    আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।

  • @satyamgreenworld9052
    @satyamgreenworld9052 2 года назад

    আমি বাজার চলতি মিডিয়ার খবর দেখিনা ৷ দেখতে ভালই লাগে না কিন্তু মোবাইল হাতে আসার পর শফিকুল দার আরামবাগ টিভিনজরে আসার পর সারা দিনে যতগুলো প্রোগ্রাম উনি আপলোড করে থাকে সময় সুযোগ বুঝে সবগুলো দেখার দেখার চেষ্টা করি, তাতে আমার রাজ্য, আমার দেশ সম্পর্কে সঠিক খবর আমি পাই। সত্যি কথা বলতে আমি যে ধরনের খবর পছন্দ করি সেই জিনিসটাই যেন পরিবেশন করেন একজন সত্যিকারের সাংবাদিক শফিকুল দা ৷আপনাকে লাখ লাখ শ্রদ্ধা ভালোবাসা জানাই |শুভ ষষ্ঠী ভালো থাকবেন ৷

  • @biswanathnandi2803
    @biswanathnandi2803 2 года назад +3

    😃😃😃😃😃👌✌দারুণ প্রতিবেদন সফিকুল দাদা। খুব আনন্দ পেলাম, মায়ের কাছে প্রার্থনা, আপনি এবং আপনার পরিবারের সকলকে ভালো রাখুন এবং সুরক্ষিত রাখুন। 🙏🙏🙏🙏🙏🙏

  • @souravmaity7759
    @souravmaity7759 2 года назад +4

    সফিকূলদা আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিবেদনটি তুলে ধরার জন্যে

  • @rupakbera8700
    @rupakbera8700 2 года назад +1

    🇮🇳বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ করছি।🙏
    এত সুন্দর ভাবে আয়োজন বাইরের দেশে👏
    ধন্যবাদ আরামবাগ টিভিকে এত সুন্দর অনুষ্ঠান প্রতিবেদনটি তুলে ধরার জন্য 🙏🇮🇳

  • @tirthachakravarty5354
    @tirthachakravarty5354 2 года назад +7

    জয় মা দুর্গা দূর্গতিনাশিনী ।
    শুনেছিলাম পৃথীবির বিভিন্ন বড় শহরে বেশ উৎসাহের সঙ্গে দুর্গোৎসব পালিত হয়ে থাকে । আজ সফিকুলের আরামবাগ টি ভি-তে সম্প্রসারিত সুদূর ক্যালিফোর্নিয়ার
    দুর্গোৎসব দেখে ও শুনে খুবই আনন্দিত হলাম । সঞ্চালকের একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য ।

  • @tapasghosh1578
    @tapasghosh1578 2 года назад +4

    বিদেশে থেকেও বাঙ্গালীরা নিজেদের ঐতিহ্য বহন করে চলেছেন।
    এটা জেনে খুব আনন্দ পেলাম।

  • @bikash620
    @bikash620 2 года назад +22

    I was also in USA , have seen & participated in the Puja.
    Feeling nice till now after watching your presentation.
    Mind-blowing feelings.

  • @provashkumardutta8237
    @provashkumardutta8237 2 года назад +5

    বাংলার দুর্গা পূজা সার্বজনীন বিদেশে বসবাস কারি বাঙালিরা এখনও সোনা টোন ধর্ম তাকে বাঁচাতে প্রান পণ চেষ্টা করে যাচ্ছে I দেখে ভালো লাগলো I শফিক উল ভাই তোমাকে পুজোর শুভেচ্ছা I

  • @bipulsarkar9284
    @bipulsarkar9284 2 года назад +3

    সুন্দর প্রতিবেদন। আপনাকে ধন্যবাদ শফিকুল বাবু। শুভ ষষ্ঠীর শুভেচ্ছা রইলো। মা দূর্গা আপনার মন্গল করুন।

  • @shyamalbiswas2373
    @shyamalbiswas2373 2 года назад +4

    শফিকুল ভাই আপনার এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে আপনাকে ধন্যবাদ জানাই।

    • @ratandutta2485
      @ratandutta2485 2 года назад +1

      অসাধারণ বর্ণনা খুব আনন্দ পেলাম । ধন‍্যবাদ সফিকুল ভাই।

  • @babulmosan723
    @babulmosan723 2 года назад +4

    খুব সুন্দর প্রতিবেদন, আমেরিকার পূজা দেখানোর জন্য ধন্যবাদ সফিকুল দা

  • @bijayasaha2275
    @bijayasaha2275 2 года назад +5

    জয় মা দুর্গা দূর্গতি নাশিনী।

  • @Subal.rajumondal
    @Subal.rajumondal 2 года назад

    শফিকুল দা অাপনাকে প্রনাম জানাই।এমন সুন্দর একটি প্রতিবেদন করার জন্য।

  • @MA-me5kt
    @MA-me5kt 2 года назад +4

    দারুন দারুন দারুন, প্রাণ জুড়িয়ে গেলো।

  • @prithwirajmukherjee67
    @prithwirajmukherjee67 2 года назад +1

    সত্যি এ দৃশ্য দেখে আমি ভীষন ভীষণ আপ্লুত।

  • @kartikbhowmik6117
    @kartikbhowmik6117 2 года назад +1

    দেখে খুব আনন্দিত হলাম। একেই বলে বাঙালির কালচার। এই রকম ভাবেই ওনারা প্রবাসে থেকে বাংলার কালচার বজায় রাখুন। শুভকামনা রইল। 🙏🙏👍👍

  • @juwelchowdhury9562
    @juwelchowdhury9562 2 года назад +2

    আরামবাগ টিভি এবং শফিকুল ইসলামকে জানাই শুভ ষষ্ঠী পূজার শুভেচ্ছা 🌹🌹🌹🌹💖💖

  • @rabindranthghosh2427
    @rabindranthghosh2427 2 года назад +3

    সত্যি আমার গর্ব হচ্ছে আমি বাঙালি।খুব ভালো লাগলো । প্রবাসী বাঙ্গালীদের ঐক্যবদ্ধ প্রয়াস খুব ভালো লাগলো।

  • @utpalbiswas1433
    @utpalbiswas1433 2 года назад +2

    সত্যিই ভাল লাগছে ক্যাফুনিয়াই দুর্গা পূজার আয়োজন দেখে।।মা দূর্গা সবার মঙ্গল করুন এই প্রার্থনাই রইল।।

  • @rabidey3267
    @rabidey3267 2 года назад +5

    বাংলার সংস্কৃতির গুষ্টির, পিন্ডি চটকে রেখে দিয়েছেন, ঐ, ঐ একজন, কা, কা, মহিলা, ধিক্কার।

  • @arundas760
    @arundas760 2 года назад +3

    Excellent &EXCLUSIVE PRESENTATION 👏 👍 👌

  • @d.r.chowdhury.9159
    @d.r.chowdhury.9159 2 года назад +3

    বাঙালি জাতি হিসেবে গর্ব অনুভব করি, বিদেশে দূর্গাপূজা।

  • @prabir1953
    @prabir1953 2 года назад +3

    আপনি আমাদের গর্ব।

  • @kartickadak7892
    @kartickadak7892 2 года назад +9

    শফিকুল দা, দেখে খুব ভালো লাগলো , কিন্তু মহাষষ্ঠী তে ঢাকের আওয়াজের সুর বিজয়ের সুর - ঠাকুর থাকবি কতক্ষণ , ঠাকুর যাবি বিসর্জন।

  • @barundas6370
    @barundas6370 2 года назад +5

    দেখে খুব ভালো লাগছে যে হিন্দু বাঙালি দুর্গাপূজো সংস্কৃতি সারা বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।

  • @subhasdebnath6306
    @subhasdebnath6306 2 года назад +1

    সফিকুলদা, খুব ভালো লাগলো। এই জন্য আপনাদের চ্যানেলের সমর্থক এত দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনি যখন যেমন তখন তেমন খবর সম্প্রচার করেন। আমাদের সাথে এই উৎসবের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ

  • @SunilDas-bt8dx
    @SunilDas-bt8dx 2 года назад

    প্রবাসী বাঙ্গালীদের অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য গর্ব অনুভব করছি।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 2 года назад +4

    প্রচণ্ড ভালো লাগছে। ওখানে সত্যি উৎসব হচ্ছে আর আমাদের এখানে বেশিরভাগ ছেবলামি কিছু পূজ কমিটি ছাড়া।

  • @prosantabatabyal9466
    @prosantabatabyal9466 2 года назад +13

    এদের কেউ ৬০০০০/- টাকা দেয়নি। কেউ ৫পয়সা মারেনি।

  • @pradipchakraborty5274
    @pradipchakraborty5274 2 года назад +6

    কলকাতা এতো মিলমিশ নেই যা দেখলাম অভুতপূর্ব

  • @santoshbiswas444
    @santoshbiswas444 2 года назад

    সারা বিশ্ব বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে।
    অসংখ্য ধন্যবাদ সফিকুল বাবু আপনার তুলনা হয় না।

  • @goutamghosh4400
    @goutamghosh4400 2 года назад +1

    বাঃ বাঃ অপুর্ব অপুর্ব,
    অসাধারণ প্রতিবেদন

  • @amitavagupta1004
    @amitavagupta1004 2 года назад +6

    আপনার পরিবেশন দারুন আকর্ষনীয়।‌

  • @mkbiswas3898
    @mkbiswas3898 2 года назад +2

    খুব ভালো লাগলো সফিকুল ভাই। পূজোর কদিন বিদেশের অন্যান্য পূজা ও দেখাতে চেষ্টা করুন।

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 2 года назад

    সত্যিই গর্ব করার মতো আয়োজন
    শারদীয়ার শুভেচ্ছা র‌ইল

  • @sahaarijit03
    @sahaarijit03 2 года назад +1

    দাদা ধন্যবাদ আপনাকে, গোটা রাজ্যের কাছে এই দৃশ্য তুলে ধরার জন্য 🙏🙏🙏

  • @nksaha9802
    @nksaha9802 2 года назад +1

    অসাধারণ একটি পূজা দেখলাম ,খুব গরবীত হলাম ধন্যবাদ দাদা

  • @debashisraidastidar2804
    @debashisraidastidar2804 2 года назад +16

    Wish all a Happy Durga Puja. Stay safe and enjoy. 🙏

  • @tarunkumarday399
    @tarunkumarday399 2 года назад

    আরামবাগ টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর দৃশ্য দেখানোর জন্য।

  • @abinashabinash6134
    @abinashabinash6134 2 года назад +1

    মা আপনাদের সুখী রাখুন এটাই মায়ের কাছে প্রার্থনা করি।

  • @batakrishnadas8151
    @batakrishnadas8151 2 года назад +3

    Wonderful!
    Speechless!

  • @shilaroy6639
    @shilaroy6639 2 года назад +7

    Thank you so much, bro, for showing this wonderful video.

  • @rastrabadi5038
    @rastrabadi5038 2 года назад +7

    Excellent, it should be also in Bengal.Real atmosphere of great" Durgapuja".

    • @putulmaitra5927
      @putulmaitra5927 2 года назад

      খুব ভালো লাগলো দেখে, মনটা ভরে গেল আনন্দে।

  • @debashissikder4603
    @debashissikder4603 2 года назад +20

    জয় শ্রীরাম🙏🙏🙏

    • @प्रेरणा-ख4प
      @प्रेरणा-ख4प 2 года назад

      *Jai Shree Ram.. Jai Maa Durga..*

    • @प्रेरणा-ख4प
      @प्रेरणा-ख4प 2 года назад

      @@prasenjitrouth2948 *Tor Mathay Ki Anti Hindu Sanatani Secularism , Leftist , Communism , Liberalism and Muslim Supporter Er Bhoot Chepeche.. Je nijeke Sanatani Hindu Na Bole Bengali Bolchis.. Bengali To Muslim Hoy. Example - Bangladesh .. Bangladeshe Toder Hindu Bengali Der Ki Obostha Hocche Dekh ???? Maa Durga ebon ভগবান শ্রী রাম কি ভিন্ন ,, উনারা নিরাকার , নির্গুণ ব্রহ্ম এর সাকার স্বরূপ মাত্র এককথায় প্রতীক ( Symbol ) ,, ভাগ করিস কেন ???? বেদান্ত দর্শন , উপনিষদ , শ্রীমদ্ভগবদগীতা অধ্যয়ন কর ,, পরিষ্কার বুঝতে পারবি ,, ভাগ করলে তোর আমার সনাতন ধর্মের বিনাশ হয়ে যাবে মুসলমানদের লাভ হয়ে যাবে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মতো ভারতকে মুসলমান রাষ্ট্র বানিয়ে দেবে ,, ভাব সনাতন ধর্মের প্রত্যেক ধর্মগ্রন্থ অধ্যয়ন কর,, উল্টো পাল্টা না বলে ,,*

  • @barunnath5047
    @barunnath5047 2 года назад

    দুধর্ষ! অসাধারণ! এতো সুন্দর পুজোর আয়োজন সুদূর ক্যালিফোর্নিয়াতেও সম্ভব তা আপনার এই ভিডিওতে না দেখলে বিশ্বাস করতাম না। ধন্যবাদ আপনাকে সফিকুল সাহেব।

  • @makhanlaldas2854
    @makhanlaldas2854 2 года назад

    অপূর্ব প্রতিবেদন শফিকুল দা

  • @Krish-or5jf
    @Krish-or5jf 2 года назад

    সফিকুল দা আপনার জন‍্য এবং পরিবারের সবার জন‍্য অনেক শুভেচ্ছা।

  • @santamandal7316
    @santamandal7316 2 года назад

    সফিকুল কুল ভাই শারদীয় শুভেচ্ছা, আপনার আমি একজন ভক্ত। সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি।