সত্যি যদি পুনর্জন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে ফিরে আসুন আবার বঙ্গে। আমারা আরো ২০ বছর অপেক্ষায় থাকলাম একজন 'ছাত্র যুবনেতার ' বুদ্ধবাবু কে পাওয়ার জন্য। সেদিন হয়তো আবার একটা কর্মখালি পশ্চিমবঙ্গ পাওয়া যাবে। 😢😢❤❤
সত্যই তো এই সৎ চরিত্রের জন্যই তো তিনি রাজ্যে সিঙ্গুর, নন্দিগ্রাম,নেতাই-এর মতো ঘটনা ঘটিয়ে ছিলেন।শত মায়ের কোল খালি করে বলে ছিলেন -they have been paid back in their own coin.-এসব কথাগুলো ভুলে গেছেন?_বিবেক বলে যদি কিছু অবশিষ্ট থাকে তবে এসব কথা বলতেন না।
বেঁচে থাকার সময় হাজার হাজার যুবকের চোখে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর পর দুজনের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। মহান নেতারা কখনো নিজের ডিউটি থেকে সরে আসে না। সে বেঁচে থাকাকালীন হোক বা মৃত্যুর পরেও। আমাদের নেতা। আমাদের গর্ব ♥️✊🏽
ট্রেনে খুব কষ্টে জায়গা পেয়েছিলাম আজ , জায়গায় বসতেই ইউটিউব খুলতেই এই খবর পেয়ে , উঠে গেলাম সিট থেকে মন টা এতোটা খারাপ হয়ে গেলো সারা রাস্তা দাঁড়িয়ে গিয়েছি আর ওনার স্মৃতিচারণ করেছি । ওনার মতো আর কেউ আসবে না । বিনম্র শ্রদ্ধা ❤
উনি পশ্চিমবঙ্গের সুস্থ এবং স্বচ্ছ রাজনৈতিক মতাদর্শের এক প্রকৃষ্ট উদাহরন। আমার মতে উনি দলমত নির্বিশেষে ডঃ বিধান চন্দ্র রায়ের পরে সর্বাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ❤🙏
বুদ্ধদেব ভট্টাচার্য নেয় কথাটা শুনে অনেক দূঃখ পেলাম 😢😢😢 কিন্তু আমাদের এিপুরার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার মহাশয় দীর্ঘ ২০ বৎসর মুখ্যমন্ত্রী ছিলেন উনার একটি বাড়ি নেই বড়ো কোনো গাড়ি নেই এজন্য CPIM কে অনেক ভালোবাসি ❤❤❤
দাদা আমার শ্বশুর মশাই এর ও খুব ইচ্ছে ছিল দেহদানের ,,,, কিন্তু হয়ে ওঠেনি ,,আর বুদ্ধদেব ভট্টাচার্য একদমই আমার শশুর মশাই এর মতো দেখতে ছিলেন ,,, তাই আজ আমার মন ভারাক্রান্ত ,,,,
সুন্দর বললেন। ওনার সম্মন্ধে কিছু বলার যোগ্যতাই নেই আমার। শুধু এই টুকুই বলি যে সেই সময়ে এমন অপ সংস্কৃতি ছিলনা। অশ্রাব্য শব্দের ব্যবহার ছিল না। আন্তরিক শ্রদ্ধা রইলো তাঁর উদ্দ্যেশ্যে।
সরি বোস বাবু একটা কথা আপনি বললেন বুদ্ধবাবু দক্ষ প্রশাসক ছিলেন না হয়তো, এটা ভুল কারণ একজন দক্ষ প্রশাসক কে এরকমই হতে হয়। তাই তিনি দক্ষ প্রশাসক। তিনি এক এবং অদ্বিতীয়।
ভালো লাগল প্রতিবেদন আমার মনের কথা তবে আপনার মতো গুছিয়ে আমি বলতে পারব না। শুধুই বুদ্ধ বাবুকে নিয়ে বলা ঠিক বলেছেন ওনাকে নিয়ে বলার মতোই মানুষটা ছিলেন😔🌹🙏
#নিশ্চিহ্ন কমরেড, আজ তো আপনার শরীর নিশ্চল হলো, আপনাকে তো আমরা কবেই মৃত করে রেখেছিলাম! যেদিন আমরা আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়েছিলাম, যেদিন আপনার দেখা আমাদের জন্য স্বপ্নকে আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম। ভালই হলো কমরেড বিশ্বাস ভাঙার দায় আমাদের আর রইল না আপনি এবারে নিশ্চিন্ত! আমরা নিশ্চিহ্ন হওয়ার পথে
I was in third standard when Buddhadeb Bhattacharjee came to attend a Sabha/Rally at Raniganj. If my memory serves me right, the entire Raj Ground was jam-packed with people and red flags. When he took the stage, clapping and cheering didn't stop for 10-15 minutes. We won't see another Buddhadeb Bhattacharjee in this lifetime. ❤
দিদিও আজ অভিনয় করে গেল তুমিও কি সে দলেই এখনি বলতে পারছি না!!! তবে বুদ্ধ বাবুকে নিয়ে ভাল প্রতিবেদন করেছ তাই লাইক করলাম। অভিনয় জগতের সেন কি কাক বড় বড় দাড়ি কিষাণ জী মাহাতদের কথা মনে পড়ছে।।।।।।।।।
আমি কমিউনিস্ট সিপিএম পার্টি কি বিশ্বাস করিনা ভালোবাসি না কিন্তু ব্যক্তি হিসাবে আমার দেখা ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে সবথেকে ভালো মানুষ এবং মুখ্যমন্ত্রী হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য
সত্যি যদি পুনর্জন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে ফিরে আসুন আবার বঙ্গে। আমারা আরো ২০ বছর অপেক্ষায় থাকলাম একজন 'ছাত্র যুবনেতার ' বুদ্ধবাবু কে পাওয়ার জন্য। সেদিন হয়তো আবার একটা কর্মখালি পশ্চিমবঙ্গ পাওয়া যাবে। 😢😢❤❤
Kunal Babu apni amar moner sob kotha gulo kivabe janlen janina.Tobe egulo sune ae dukkher dineo valo laglo.
Khub valo laglo dada
Fire asun sir😢
Fire asun sir😢
সত্যই তো এই সৎ চরিত্রের জন্যই তো তিনি রাজ্যে সিঙ্গুর, নন্দিগ্রাম,নেতাই-এর মতো ঘটনা ঘটিয়ে ছিলেন।শত মায়ের কোল খালি করে বলে ছিলেন -they have been paid back in their own coin.-এসব কথাগুলো ভুলে গেছেন?_বিবেক বলে যদি কিছু অবশিষ্ট থাকে তবে এসব কথা বলতেন না।
বেঁচে থাকার সময় হাজার হাজার যুবকের চোখে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন।
মৃত্যুর পর দুজনের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন।
মহান নেতারা কখনো নিজের ডিউটি থেকে সরে আসে না। সে বেঁচে থাকাকালীন হোক বা মৃত্যুর পরেও।
আমাদের নেতা। আমাদের গর্ব ♥️✊🏽
আমি রামকৃষ্ণ, বিধান রায় ,এনাদের দেখেনি কিন্তু বুদ্ধদেব বাবুকে দেখেছি তাই খুবই গর্বিত, আমার জীবন ধন্য
Really apni khub lucky 🙏
Karan e didi to amader jento kheye nichhe ....
বুদ্ধবাবু হ ওয়া সহজ নয় দেহ টাও দান করে গেলেন।
ট্রেনে খুব কষ্টে জায়গা পেয়েছিলাম আজ , জায়গায় বসতেই ইউটিউব খুলতেই এই খবর পেয়ে , উঠে গেলাম সিট থেকে মন টা এতোটা খারাপ হয়ে গেলো সারা রাস্তা দাঁড়িয়ে গিয়েছি আর ওনার স্মৃতিচারণ করেছি । ওনার মতো আর কেউ আসবে না । বিনম্র শ্রদ্ধা ❤
ওনার মতো সৎ মানুষ হওয়া খুব কঠিন। আমাদের মতে বুদ্ধ বাবু পশ্চিমবঙ্গের এক নম্বর মুখ্যমন্ত্রী
উনি পশ্চিমবঙ্গের সুস্থ এবং স্বচ্ছ রাজনৈতিক মতাদর্শের এক প্রকৃষ্ট উদাহরন। আমার মতে উনি দলমত নির্বিশেষে ডঃ বিধান চন্দ্র রায়ের পরে সর্বাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ❤🙏
শ্রদ্ধা 🙏 জানাই এমন একজন সৎ রাজনীতিবিদের প্রতি।
সত প্রগতিশীল নির্লোভ সর্বজনশ্রদ্ধেয় রাজনৈতিক নেতা,, ভবিষ্যতে এমন মানুষ কে নিয়ে গবেষণা হবে,,
Pranam,apnar mato manus biral.Apuraneo khaki holo.
আপনি পূজনীয়,
আপনি চরিত্র গঠনের প্রতিমূর্তি।
ভালো থাকবেন বাঙালির শ্রদ্ধার সন্মানীয় বুদ্ধ বাবু।
❤️❤️❤️🙏🙏🙏
ভাই তোমার কথা,একদম আমার মনের কথা।রাজনীতিতে ওনার মত সৎ ব্যক্তি আর আমরা পাবো না।এটাই পশ্চিমবঙ্গের কাছে সবচেয়ে ভয়ের বিষয়।
দলমতনির্বিশেষ শ্রদ্ধেয় এক মানুষ 🙏
আপনার ক্থা গুলো শুনতে শুনতে চোখ দিয়ে জল এসে গেল দাদা 😭
বুদ্ধদেব ভট্টাচার্য নেয় কথাটা শুনে অনেক দূঃখ পেলাম 😢😢😢
কিন্তু আমাদের এিপুরার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার মহাশয় দীর্ঘ ২০ বৎসর মুখ্যমন্ত্রী ছিলেন উনার একটি বাড়ি নেই বড়ো কোনো গাড়ি নেই এজন্য CPIM কে অনেক ভালোবাসি ❤❤❤
দাদা আমার শ্বশুর মশাই এর ও খুব ইচ্ছে ছিল দেহদানের ,,,, কিন্তু হয়ে ওঠেনি ,,আর বুদ্ধদেব ভট্টাচার্য একদমই আমার শশুর মশাই এর মতো দেখতে ছিলেন ,,, তাই আজ আমার মন ভারাক্রান্ত ,,,,
উনি ছিলেন সততার জীবন্ত প্রতিমূর্তি ,পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এমন আর একটিও মানুষ আজকের রাজনীতিতে আর নেই I
শ্রদ্ধা জানাই বুদ্ধদেব বাবুকে, প্রনাম জানাই। জয় হিন্দ।
সুন্দর বললেন। ওনার সম্মন্ধে কিছু বলার যোগ্যতাই নেই আমার। শুধু এই টুকুই বলি যে সেই সময়ে এমন অপ সংস্কৃতি ছিলনা। অশ্রাব্য শব্দের ব্যবহার ছিল না। আন্তরিক শ্রদ্ধা রইলো তাঁর উদ্দ্যেশ্যে।
উনি তো সত্যি আলাদা ।উনি হলেন সেই নক্ষত্র যে নক্ষত্র সবসময় উজ্জ্বল থাকবে।
অসাধারণ সুন্দর বললে তুমি...❤❤
সততা,নীতিবোধ,মতাদর্শ থাকাটা ভীষণ ভীষণ প্রয়োজন...!
আমি ১১ মিনিটস পরে দেখেছি...শুরুতেই ১০ নম্বরে লাইক 👍 করেছি...।।
সরি বোস বাবু একটা কথা আপনি বললেন বুদ্ধবাবু দক্ষ প্রশাসক ছিলেন না হয়তো, এটা ভুল কারণ একজন দক্ষ প্রশাসক কে এরকমই হতে হয়। তাই তিনি দক্ষ প্রশাসক। তিনি এক এবং অদ্বিতীয়।
বাংলার আকাশে একটি নক্ষত্রের পতন হোল, Red স্যালুট বুদ্ধ বাবু।
খুব সুন্দর বললেন ওনার মতো সৎ মানুষ ভালো মানুষ পাওয়া আজকের দিনে খুবই বিরল এই বাংলার মানুষের হৃদয়ে উনি বিরাজ করবেন
খুব ভালো লাগলো তোমার কথা।উনার বিদেহী আত্মার প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা ও ভালবাসা।
অসাধারণ প্রতিবেদন। বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা জানাই সঙ্গে আপনাকেও কুণালবাবু
বুদ্ধদেব ভট্টাচাৰ্য মহাশয় কে জানাই অনেক প্রণাম। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
খুব সঠিক কথা. লাল সেলাম
এইরকম একটা সকাল না আসলেই ভালো হতো।ভীষণ কষ্ট লাগছে।
যেখানেই থাকবেন ভালো থাকবেন কমরেড। আপনার অসমাপ্ত স্বপ্ন আমরা পূরণ করবো।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। ✊🏽
খুব ভালো লাগলো সত্যিই ওনার মতো মানুষ হয় না ❤
অসাধারণ উপস্থাপনা । সত্যি মন ছুঁয়ে গেল ।
আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধু। প্রতিবেদন সুন্দর লাগলো।
বুদ্ধ বাবু অমর রহে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
যেখানেই থাকবেন ভালো থাকবেন....
Netaji ❤
দাদা যেগুলো বললেন বুদ্ধ বাবুর প্রসঙ্গে 👍
দলের নীতির অনেক অমিল হয়তো আছে কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কে নমস্কার 🙏
mon chuye galo...amar mukhyamantri Buddha Babui thakben sarajiban🙏
আমার গর্ব হয়, আমি🙋 ঐ মানুষটির দল করি❤❤❤
ভালো থাকবেন প্রানের মানুষ স্যার বুদ্ধদেব ভট্টাচার্য❤🙏❤🙏❤😢😢
Wonderful human being...Salute to Late Buddhadeb Bhattacharya. ❤
ভালো লাগল প্রতিবেদন
আমার মনের কথা
তবে আপনার মতো গুছিয়ে
আমি বলতে পারব না।
শুধুই বুদ্ধ বাবুকে নিয়ে বলা
ঠিক বলেছেন
ওনাকে নিয়ে বলার মতোই
মানুষটা ছিলেন😔🌹🙏
আজ আমাদের ক্ষমা চাওয়ার দিন।
ভালো থাকবেন বুদ্ধবাবু ❤️।
আপনার সাদা ধুতিতে কেউ কালি দিতে পারেনি। 🙏❤️
আপনাকে প্রণাম
আপনার আত্মার শান্তির কামনা করি
আপনি স্বর্গবাসী হন ঈশ্বরের কাছে প্রার্থনা করি
অসাধারণ বিশ্লেশন।এক বিরল ব্যক্তিত্বের চির বিদায়।
খুবই সুন্দর বক্তব্য।এটা আবেগ নয়।এটাই বাস্তব
#নিশ্চিহ্ন
কমরেড, আজ তো আপনার শরীর নিশ্চল হলো,
আপনাকে তো আমরা কবেই মৃত করে রেখেছিলাম!
যেদিন আমরা আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়েছিলাম,
যেদিন আপনার দেখা আমাদের জন্য স্বপ্নকে আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম।
ভালই হলো কমরেড
বিশ্বাস ভাঙার দায় আমাদের আর রইল না
আপনি এবারে নিশ্চিন্ত!
আমরা নিশ্চিহ্ন হওয়ার পথে
তুমি দারুণ শোনালে বুদ্ধবাবু সম্বন্ধে । প্রণাম বুদ্ধবাবু কে।
কুনাল বাবুর উপস্থাপনা কে ধন্যবাদ জানাই। মনের কথাগুলো বলেছেন।বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই বুদ্ধদেব বাবু কে ।
ভালো লাগলো আপনার বক্তব্য।
ভালো থাকবেন বুদ্ধ বাবু। সশ্রদ্ধ প্রণাম।। 🙏🙏
খুব সুন্দর বিশ্লেষণ ভাই ❤
বাংলার শেষ একজন সহজ সরল সৎ রাজনীতিবিদ ছিলেন সে ও আজকে বিদায় নিলেন 😭
আমরা vagyoban যে বাংলার রাজনীতি তে আমরা এই রকম রাজনীতি তে এইরকম নেতা পেয়েছি
বুদ্ধবাবু একজন। তার মতো নীতি, আদর্শ মেনে চলা একজন অতি সৎ ব্যাক্তি ছিল না। ভবিষ্যত এর কথা তো বাদ দিলাম।
বিনম্র শ্রদ্ধা 🙏🙏
Mon chuya galo 😢🙏
Lal Lal, Lal Salam .honest Big man tomake pronam. 🙏🙏🙏
বিনম্র শ্রদ্ধা জানাই ওনাকে🙏🙏🙏
Sotti apurbo laglo
Ei Mohan Honest Manus ar hobe na 🙏❤️🙏 Ishwar tullo Manus Ishwar er kache Santi te thakun 🙏🙏❤️
উনি আমার দেখা সৎ ব্যক্তি
কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যত এর স্রষ্টা কে লাখো লাখো লাল সেলাম।
❤✊ Oh Captain My Captain 😢
লাল লাল লাল সেলাম
🌹💐❤️🙏🏼❤️💐🌹
বিনম্র শ্রদ্ধা র ইলেন। 🙏🙏
খুব সুন্দর বলেছো ভাই।💕
খুব ভালো বললেন । ভালো লাগলো।
খুব ভালো লাগল।
বুদ্ধবাবু একজনই হয়।ভাল থাকবেন।
পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, উনি আবার ফিরে আসুন এই বাংলায়
Asadharon bolecho bhai,tomar joy hok,inkilab zindabad,buddhadeb bhattacharjee lal selam,
আর একজন রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য আবার কবে আসবেন কে জানে? তবু আশা রাখি, রাখতেই হয়।
বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। শত প্রনাম।
ওনার সাধারণ জীবনযাপন সত্যিই প্রশংসার যোগ্য।
Ameder rajjo akjon valo manus r valo cm ke haralo..ontor er srodha sir❤
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য জিন্দাবাদ
Osadharon dada ❤🙏
খুব ভালো লাগলো ❤
Osadharon dada , tomar kotha gulo osadharon, egiye jao dada ....Jai Hind , Jai Netaji
Sathik kotha bolechen🙏Byekti Buddhadeb Babu sob somoy sradhyar hoye thakbed.
Asadharon bolechen , kotha gulo khub bhalo laglo
সহমত, কমরেড লাল সেলাম 🙏🙏
খুব 😢 মিস করছি আপনাকে হারিয়ে 🙏🚩 লালে লাল লাল সেলাম কমরেড 🙏🚩
I was in third standard when Buddhadeb Bhattacharjee came to attend a Sabha/Rally at Raniganj. If my memory serves me right, the entire Raj Ground was jam-packed with people and red flags. When he took the stage, clapping and cheering didn't stop for 10-15 minutes. We won't see another Buddhadeb Bhattacharjee in this lifetime. ❤
সত্যি একজন নমস্য ব্যাক্তিত্ব।
অত্যন্ত সত্যি কথা বলেছেন আপনি দাদা।
অসাধারণ লাগলো.....
ভালো লাগলো আপনার প্রতিবেদন।
দারুন বলেছো কুণাল দা
দিদিও আজ অভিনয় করে গেল তুমিও কি সে দলেই এখনি বলতে পারছি না!!! তবে বুদ্ধ বাবুকে নিয়ে ভাল প্রতিবেদন করেছ তাই লাইক করলাম। অভিনয় জগতের সেন কি কাক বড় বড় দাড়ি কিষাণ জী মাহাতদের কথা মনে পড়ছে।।।।।।।।।
Salam buddhababu...apnar parisalito, marjito, bhadralok bangali chobita...aj amader bhadralok bangali icon
শ্রদ্ধা❤❤
kotha gulo sunte sunte chokhe jol easeche.
Khub valo laglo. Mon vore gelo bhai.❤
অসাধারণ❤❤❤❤❤
Sokal theke sudhu kedei jacchi. Amara bekar e theke gelam
Comrade ✊🏻 kanna pacche
Lal selam ❤
buddha dadu bolten , lorai lore jete hobe , tai tar kotha moto amader lorai kore jete hobe comrade , lorai ta kothin kontu onar ashirbad niye amra thik soirachar er biruddhe darate parbo
subheccha roilo
lal salam comrade
Great very perfectly said.
অসাধারণ বলেছেন
আপনি Rarest of the Rarest... Mr. Bhattacharya
যেখানে ই থাকবেন, ভালো থাকবেন স্যার 💔...
কি দিতে চেয়েছিলেন সেটা দেখার চোখ সবার নেই .... কিন্তু আজ চলে গিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেলেন তিনি রাজ্যের একজন অভিভাবক ছিলেন.....
Khub sundor bishleshon ❤
খুব কষ্ট হচ্ছে, যেখানে থাকুন ভালো থাকুন।
Very honest chief Minister.
চলে গেলেন না ফেরার দেশে।
গভীরতম শ্রদ্ধা।🙏
Apni chilen achen thakben
আমি কমিউনিস্ট সিপিএম পার্টি কি বিশ্বাস করিনা ভালোবাসি না কিন্তু ব্যক্তি হিসাবে আমার দেখা ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে সবথেকে ভালো মানুষ এবং মুখ্যমন্ত্রী হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য
আজ যদি বুদ্ধদেব বাবু মূখ্যমন্ত্রী থাকতেন, তাহলে বাংলা অনেক উন্নত রাজ্য হোত
আপনার কথাগুলো একদম ঠিক