বহুদিনের একটা ইচ্ছা আজ পূরণ হচ্ছে। প্রিয় উপন্যাস আরণ্যক নিয়ে কাজ করার সময় অনেক কিছু শিখেছি। অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক সময় মনে হয়েছে লবটুলীয়ার অরণ্যে আমিই দাঁড়িয়ে আছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর গল্পটি আদি ও অকৃত্রিম ভাবেই করেছি কেবল ভাষাটি সহজ ও চলিত করেছি। কোন অংশ কেটে বাদ দিইনি 😎 গল্পটিকে ৭টি ভাগে ভাগ করেছি। প্রতি পর্বই এক ঘণ্টা কুড়ি মিনিটের বেশি। আশা রাখছি, এই এত্ত বড় উদ্যোগে আপনাদের সকলের ভালোবাসা পাবো। আপনার ভালো লাগা খারাপ লাগা গুলি অবশ্যই কমেন্ট করে জানান, তবেই তো আরও ভালো করতে পারবো আমরা। ভবিষ্যতে দেবযান ও পথের পাঁচালী নিয়ে কাজ করার কথা ভাবছি। ☺
এই উপন্যাস কখনোই পুরোনো হবার নয়। অসাধারণ উপস্থাপনা, উপন্যাস পরে যে অনুভূতি হয়েছিল, ঠিক একই অনুভূতি, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। অনেক ধন্যবাদ এসো গল্প করি র সমগ্র টীম কে ❤️
অসাধারণ লাগলো, ভাবিনি দীপ বা মীর ছাড়া কেউ এত ভালো ভাবে এইভাবে পরিবেশন করতে পারবে, চোখ বন্ধ করে পুরো উপস্থাপনা উপভোগ করলাম 😀💜 keep going and lots of good luck 💜
হেমন্ত ঋতু আগমনের সময় 'আরণ্যক' প্রিমিয়ার করলেন। আমার বাড়ি ঝাড়খন্ড রাজ্য , দুমকা জিলা, এই মহান উপন্যাসের পটভূমির ১০০ কিমি র মধ্যেই। হাজার বার উপন্যাসটি পড়েছি। তাও মন ভরেনি। এই বার তো অডিও-ই পেয়ে গেলাম। ধন্যবাদ জানানোর ভাষা নেই💐💐
Sunday suspense thk kono ongse kom noi.. Mir da deep da o hoi toh apnader path sune gorbo onubhob korche.. Sei college belar smriti vese uthlo chokh bondho kore golpo sunte sunte. Love you❤
আরণ্যক যখন পরেছিলাম তখন উপন্যাস টা পড়তে পড়তে নিজেই হারিয়ে গেছিলাম লবটুরিয়া জঙ্গলে অনেক দিন এই ঘোর এই ছিলাম আজকে আবার ❤❤ শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি ❤❤
আর একটা আরন্যক কেউ লিখতে পারবে না।সেই লবটুলিয়া আর নেই। কোনো সত্যচরণও আর সেখানে যাবে না। কিন্তু এই রকম অনন্য এক উপন্যাসকে এভাবে জীবন্ত করে এখনকার প্রজন্মের কাছে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য ।
শুধু আরণ্যক নাম টা দেখেই মনে হলো একবার কান পেতে দেখি , কেমন ….শুরু করলাম পিছিয়ে গিয়ে সেই প্রথম পর্ব থেকেই , খুব সাবলীল পাঠের ধরণ…. ভালো লাগল প্রথম পর্ব , লব্টুলিয়ার জঙ্গলে আবার ঘুরে আসা যাক তাহলে বহু যুগ পরে , কবে কোন ছোটবেলায় পড়েছি ।
এক কথায় অনবদ্য! গল্প পাঠ, ব্যাকগ্রাউন্ড মিউজিক শ্রোতার অনুভূতিকে ঘটনাবলীর গভীরে হারিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। কি এক অভুতপূর্ব জীবন! এর মধ্যে সায়কের উপস্থিতি আরো তন্ময়তা বাড়িয়েছে। বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।
আপনাদের উপস্থাপনা অসাধারণ ও অনবদ্য। কবি বিভূতিভূষন বন্দোপাধ্যায় এর "আহ্বান, "দুই বাড়ি" এবং "আদর্শ হিন্দু হোটেল" এই তিনটি নাটক আপনাদের এমন চমৎকার উপস্থাপনা সহিত শোনার ইচ্ছা আছে। অনেক কমেন্টের ভিড়ে এই কমেন্ট হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এই তিনটি উপন্যাস সত্যি অসাধারণ। অপেক্ষায় রইলাম আপনাদের গল্পের.........❤️❤️❤️❤️
অসাধারণ প্রতিস্থাপনা ,ব্যাকগ্রাউন্ড সাউন্ড , পরিপক্ব গলার স্বর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য লেখনী , সবটা মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা । ধন্যবাদ জানাই সমস্ত টিম কে এই উপন্যাস টি গল্প আকারে উপহার দেওয়ার জন্যে। অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্যে। আশা করি অনেক ভালো গল্প বা উপন্যাস তোমাদের থেকে পাওয়া যাবে। আর একটি কথা , সাউন্ড মিক্সিং এ যিনি কাজ করেছেন তার কৃতিত্ব টাও সমান , খুবই পরিপক্ব কাজ হয়েছে।
Asambhav bhalo hoyeche tarpor classic golpo r Bibhuti bhusan Bandhopadhay lekhoni Eso golpo kori prime akdom jotajoto justice koreche nailed it eagerly waiting ....👍🏻👍🏻 r first episode k kothai giye sesh korlay jate srotara na shune thakte parbe na chomotkar bhabna
সত্যিই আরন্যক, শুনতে শুনতে মনে হচ্ছিল যে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম আর কত ধীরে ও ধৈর্যে ঘুরেবেড়িয়েছি ফুলকিয়ার বন্য রাজ্যে, অসংখ্য ধন্যবাদ চ্যানেলর সকলকে এমন করে উপস্থাপনার জন্য ❤❤❤
Tried to compare it with Sunday Suspense, but no, it's a completely different kind of presentation. No one compares to it. Such a beautiful manner of telling the story, so beautifully arranged music that it seems that "Aranyak" is told exactly the way it should have been told.
এটা আমার সব থেকে প্রিয় উপন্যাস... যবে থেকে শুনেছি যে আপনারা এটা আপলোড করবেন, তবে থেকে অপেক্ষা করছি... After all দীর্ঘ দিনের অপেক্ষার পর আপলোড হলো... Thank you EGK prime... এবং please পরের episode গুলো ও তাড়াতাড়ি আপলোড করুন....🙏🙏
I am so excited, happy that I can't explain with my words,I have been requesting this team for "Aranyak" for the first day I start lestening Sunday suspense.thank you,thank you thank for making this amazing masterpiece.
ওহ। অসাধারণ ❤❤❤। এখুনি সার্চ করছিলাম সান্ডে সাসপেন্স, গপ্পো মীরের ঠেক, বিভা ক্যাফে বাদে আরো কোনো চ্যানেল আছে কি না যেখানে বেশ ক্ল্যাসিক্যাল গল্প পোস্ট হয়। আর এখুনি দেখলাম এই চ্যানেল টায় আরন্যক পোস্ট করা হয়েছে। প্লে করে দেখলাম পরিবেশ একদম ওদের মতোই। যথেষ্ট স্ট্যান্ডার্ড ❤❤❤❤।
Reading and effects darun hoyeche. Ami nije aranyak record korechi tai jani how tough it is to keep the mood and ambience. Well done. Bhasha te kichu khetre bhul ache, kichu verbs sadhu bhasha roye geche. Tobe overall presentation er kache segulo choto. EGKP er kache Asha roilo je tomra aro better korbe in future.
Surur agei like dilam karon eta ekta amar priyo uponyas thank you team amar priyo lekhoker ei obhutopurbo uponyas ti amarder sonanor jonno jodio eti amar pora hoye geche kintu tar por o eti ar ekbar noy aro dos bar sunteo amar apotti nei thanku thanku thanku soooooooooooooo much... Ei Lekhoker aro golpo o uponyas sonanor onurodh roilo opekkhay thakbo
অসাধারণ ।।। অসাধারণ ।।। আমার এতো ভালো লাগছে বলে বোঝাতে পারবোনা ।। অনেক দিন খুঁজেছি এই অডিও স্টোরি টা but ku বানায়নি ।।। আমার ভালো লাগছে। । আমি আপনাদের chennel এর প্রথম দিকে এর subscriber সেই শার্লক সিরিজ এর সময় থেকে আছি । আপনাদের আগের chennel এ ।। Prime noy যেটা।।।। খুব ভালো ।।। আমি akhon ও পর্যন্ত 4 - 5 বার শুনলাম । যতবার শুনছি মন ভরছে না। আবার শুনতে ইচ্ছা হচ্ছে , পরের পর্ব গুলো শুনছি 3 পর্যন্ত ।4 নম্বর টা শুনবো ।।।
আমার খুব প্রিয় লেখকের গল্পটি শুনতে শুনতে যেন কখন যে সে ই জায়গায়। হারিয়ে গিয়েছি তার আর মনে নেই হুস ফিরল গল্পটি পাঠ শেষ হতে পাঠক ও লেখক দুজন কে আমার শতশত প্রণাম
খুব সুন্দর presentation আপনাদের..... এগিয়ে চলুন.... আর thank you.... কত দিন আগে পড়েছিলাম.... এখন train এ bus এ... শহর এর কোলাহল-এও চোখ বন্ধ করে. শুনতে শুনতে . মনে হচ্ছে যেনো.. সত্যিই কোনো স্বপ্ন রাজ্যে এসে পড়েছি 👏👏
বহুদিনের একটা ইচ্ছা আজ পূরণ হচ্ছে। প্রিয় উপন্যাস আরণ্যক নিয়ে কাজ করার সময় অনেক কিছু শিখেছি। অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক সময় মনে হয়েছে লবটুলীয়ার অরণ্যে আমিই দাঁড়িয়ে আছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর গল্পটি আদি ও অকৃত্রিম ভাবেই করেছি কেবল ভাষাটি সহজ ও চলিত করেছি। কোন অংশ কেটে বাদ দিইনি 😎
গল্পটিকে ৭টি ভাগে ভাগ করেছি। প্রতি পর্বই এক ঘণ্টা কুড়ি মিনিটের বেশি। আশা রাখছি, এই এত্ত বড় উদ্যোগে আপনাদের সকলের ভালোবাসা পাবো। আপনার ভালো লাগা খারাপ লাগা গুলি অবশ্যই কমেন্ট করে জানান, তবেই তো আরও ভালো করতে পারবো আমরা। ভবিষ্যতে দেবযান ও পথের পাঁচালী নিয়ে কাজ করার কথা ভাবছি। ☺
Ab aayga maja ✌
কত পর্বে আসবে ?
Kota Part Asbe?
Amr priyo uponnash ti apnader shrutimadhopur konthe, bivinno expression o sound effects er sathe shunte pabo eta vebe je ki anondo hocche bole bojhate parbona. Ashakori, chok bondho kore, kane headphone lagiye golpota shunte shunte amio jotshna ratrir lobotuliya boiharer jongole pouche jabo. Apnader osonkhyo dhonyobad janai ai upoharer jonno.
Thanks bhii
দূরে পোস্টিং আছি, ট্রেন এ বাড়ি যেতে আট ঘণ্টা লাগে, কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে গেলাম পুরো সিরিজ টা, একটা ঘোর এ ছিলাম মনে হলো নামার সময় 💓💓💓অসাধারণ
এই উপন্যাস কখনোই পুরোনো হবার নয়। অসাধারণ উপস্থাপনা, উপন্যাস পরে যে অনুভূতি হয়েছিল, ঠিক একই অনুভূতি, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। অনেক ধন্যবাদ এসো গল্প করি র সমগ্র টীম কে ❤️
Onek Dhonnobad ❤️❤️❤️ subscribe kore amader sathe thakben
অনন্যসাধারণ উপস্থাপনা!
আমি ভেবেছিলাম দীপ এবং মিরের মত আর কেউ গল্পকে ফুটিয়ে তুলতে পারেনা। এটা দেখে খুবই ভালো লাগলো যে আমি ১০০℅ ভুল ছিলাম।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর "" আরন্যক "" আমি পড়েছি। আপনাদের সুন্দর উপস্থাপনায়, "" আরন্যক "" নিজের কানে শোনা, এ এক আনন্দ দায়ক অভিজ্ঞতা। দারুণ সুন্দর পরিবেশন, আবাহ সঙগিত অসম্ভব অসাধারণ। ভীষন সুন্দর প্রকৃতির বর্ননা। সমস্ত চরিত্রের অসাধারণ জীবন্ত বর্ননা, অতুলনীয়। প্রত্যেক চরিত্রের অসাধারণ সুন্দর জীবন্ত বর্ননা। সার্থক "" আরন্যক "" অসাধারণ aso golpo Kari............ খুব ভালো লাগলো। ধন্যবাদ।
বিভূতি ভূষণ এর এই উপন্যাস এর জন্যে নোবেল পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্য এটাই।
অসাধারণ লাগলো, ভাবিনি দীপ বা মীর ছাড়া কেউ এত ভালো ভাবে এইভাবে পরিবেশন করতে পারবে, চোখ বন্ধ করে পুরো উপস্থাপনা উপভোগ করলাম 😀💜 keep going and lots of good luck 💜
১০০%
একদম 👍🏼 জা বলেছেন আপনি 😊
একদম ঠিক!
একদমই তাই, অনবদ্য উপস্থাপন , মনোমুগ্ধকর ❤
ঠিক বলেছেন।সত্যি অসাধারণ লাগলো
হেমন্ত ঋতু আগমনের সময় 'আরণ্যক' প্রিমিয়ার করলেন। আমার বাড়ি ঝাড়খন্ড রাজ্য , দুমকা জিলা, এই মহান উপন্যাসের পটভূমির ১০০ কিমি র মধ্যেই। হাজার বার উপন্যাসটি পড়েছি। তাও মন ভরেনি। এই বার তো অডিও-ই পেয়ে গেলাম।
ধন্যবাদ জানানোর ভাষা নেই💐💐
Amader Jhargram dada🤗
Bolchi jharkhander jara bangali achen ,tara ki bangla te school a porte paren naki hindi niye porte hoi ?
@kumaresh pal
বাংলাতে পড়তে পারে তবে ইদানিং সেটা ইমপ্লিমেন্ট হয়েছে নয়তো ইংরেজি প্রথম ভাষা হিন্দি বা বাংলা দ্বিতীয় ভাষা পড়তে হয়
@@abirchatterjee7436 oo acha.
Sunday suspense thk kono ongse kom noi.. Mir da deep da o hoi toh apnader path sune gorbo onubhob korche.. Sei college belar smriti vese uthlo chokh bondho kore golpo sunte sunte. Love you❤
আরণ্যক যখন পরেছিলাম তখন উপন্যাস টা পড়তে পড়তে নিজেই হারিয়ে গেছিলাম লবটুরিয়া জঙ্গলে অনেক দিন এই ঘোর এই ছিলাম আজকে আবার ❤❤ শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি ❤❤
School এ প্রজেক্ট দিয়েছে আরণ্যক এর উপরে।লিখতে লিখতে শুনছি....আলাদা একটা অনুভুতি❤❤love from kakdwip ❤
খুব সুন্দর হয়েছে, এক কথায় চমৎকার। যৌবন বয়সে এই উপন্যাস পড়ে অনেক আনন্দ পেয়েছি। আপনাদের অডিও বুক পেয়ে আবার শুনলাম, অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
কি যে মাধুর্য এপিসোড গুলিতে,কথার ধরন খুব সুন্দর!
খুব সম্ভবত কলকাতা থেকে প্রচার হচ্ছে আপনাদের এই চেনেল। বাংলাদেশ থেকে শুনছি,চালিয়ে যান পাশে আছি🥰
এই গল্পটা আমি জেলে বসে বহুবার পরেছি অসাধারণ।নিজেকে হারিয়ে ফেলার মত মনে হয় প্রতিটি চরিত্র খুব চেনা
খুউব ভালো লাগছে। মীর ও দীপ ছাড়াও এই একজনের পাঠ খুব ভালো রিগলো। পরের পর্ব অবশ্যই পড়বো।❤❤❤❤
I m now in Dublin Ireland listening this ❤ Thank s to my dear brother Debasis for sharing the links of this beautiful audiobook “Aranyak”🙏🏻🌹
খুব ভালো লাগছে। মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
প্রানের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের মধ্য দিয়ে আমার আপনাদের story channel এ প্রবেশ। খুব খুব ভালো লাগলো
আর একটা আরন্যক কেউ লিখতে পারবে না।সেই লবটুলিয়া আর নেই। কোনো সত্যচরণও আর সেখানে যাবে না। কিন্তু এই রকম অনন্য এক উপন্যাসকে এভাবে জীবন্ত করে এখনকার প্রজন্মের কাছে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য ।
শুধু আরণ্যক নাম টা দেখেই মনে হলো একবার কান পেতে দেখি , কেমন ….শুরু করলাম পিছিয়ে গিয়ে সেই প্রথম পর্ব থেকেই , খুব সাবলীল পাঠের ধরণ…. ভালো লাগল প্রথম পর্ব , লব্টুলিয়ার জঙ্গলে আবার ঘুরে আসা যাক তাহলে বহু যুগ পরে , কবে কোন ছোটবেলায় পড়েছি ।
1.Mirchi bangla (Sunday suspense)
2.Midnight horror station
3.eso golpo kori
৩ টা খুব পছন্দের চ্যানেল ❤️😍
Onek Dhonnobad ❤️❤️
Thiler station
Radio Milan ta shune dekho asha kori bhalo lagbay
Golpo Mir er thek.... Mir da ❤
এক কথায় অনবদ্য! গল্প পাঠ, ব্যাকগ্রাউন্ড মিউজিক শ্রোতার অনুভূতিকে ঘটনাবলীর গভীরে হারিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। কি এক অভুতপূর্ব জীবন! এর মধ্যে সায়কের উপস্থিতি আরো তন্ময়তা বাড়িয়েছে। বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।
ruclips.net/video/FBwAX3W_QF0/видео.html
Khub bhalo hoye che... just mind blowing ... Please next prati...
আপনাদের উপস্থাপনা অসাধারণ ও অনবদ্য। কবি বিভূতিভূষন বন্দোপাধ্যায় এর "আহ্বান, "দুই বাড়ি" এবং "আদর্শ হিন্দু হোটেল" এই তিনটি নাটক আপনাদের এমন চমৎকার উপস্থাপনা সহিত শোনার ইচ্ছা আছে। অনেক কমেন্টের ভিড়ে এই কমেন্ট হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এই তিনটি উপন্যাস সত্যি অসাধারণ। অপেক্ষায় রইলাম আপনাদের গল্পের.........❤️❤️❤️❤️
অসাধারণ প্রতিস্থাপনা ,ব্যাকগ্রাউন্ড সাউন্ড , পরিপক্ব গলার স্বর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য লেখনী , সবটা মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা । ধন্যবাদ জানাই সমস্ত টিম কে এই উপন্যাস টি গল্প আকারে উপহার দেওয়ার জন্যে। অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্যে। আশা করি অনেক ভালো গল্প বা উপন্যাস তোমাদের থেকে পাওয়া যাবে। আর একটি কথা , সাউন্ড মিক্সিং এ যিনি কাজ করেছেন তার কৃতিত্ব টাও সমান , খুবই পরিপক্ব কাজ হয়েছে।
আহা আরন্যক, তিন বার পড়েছি জানেন উপন্যাসটাকে । এখন শুনতে এত ভালো লাগছে.. ধন্যবাদ, অনেক ধন্যবাদ
সানডে সাসপেন্স এ আরণ্যক খুঁজছিলাম এটা পেলাম ।বিশ্বাস হচ্ছে না মির , দীপ ছাড়াও এতো সুন্দর গল্প শোনা যেতে পারে।তাই subscribe করে নিলাম.
আহা এই জীবনই তো চাই। ধন্য আপনি বিভূতিভূষণ 🙏
চাঁদের পাহাড় এর মত অনবদ্য এক উপন্যাস এর audiostory শোনার পর ,আবার আরেকটি অনবদ্য সৃষ্টির audiostory শোনার আশায় রইলাম ।(৭ ই ফাল্গুন,১৪২৮)
Asambhav bhalo hoyeche tarpor classic golpo r Bibhuti bhusan Bandhopadhay lekhoni Eso golpo kori prime akdom jotajoto justice koreche nailed it eagerly waiting ....👍🏻👍🏻 r first episode k kothai giye sesh korlay jate srotara na shune thakte parbe na chomotkar bhabna
চলিত ভাষায় শুনতে দারুন লাগছিলো, আমারও প্ল্যান ছিলো একদিন এটা করার, কিন্তু আপনি অসাধারণ করায় তার আর প্রয়োজন হলো না
এত নিখুঁত উপস্থাপনা...... প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি... ❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ লাগল। অপূর্ব কথন ভঙ্গিমা
বহুদিনের ইচ্ছা পূরণ করলেন আপনারা। অশেষ ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল 'এসো গল্প করি' চ্যানেলের জন্য❤️❤️
খুব ভালো লাগলো, সমস্ত গল্পের থেকে একটু আলাদা জগত, ভালো থাকবেন।
দারুন জাস্ট দারুন। পরের পর্বের দিকে তাকিয়ে রইলাম।
Porechi ageo. Sunte besi valolagche. R ei vabei sonar iccha ta chilo. Apni amar jonnoi jano eta porchen erm mone hocche. Thanku.
আপনার voice ও গল্পপাঠের ধরনটা Sunday suspense এর দীপের মতো হুবুহু।
সত্যিই আরন্যক, শুনতে শুনতে মনে হচ্ছিল যে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম আর কত ধীরে ও ধৈর্যে ঘুরেবেড়িয়েছি ফুলকিয়ার বন্য রাজ্যে, অসংখ্য ধন্যবাদ চ্যানেলর সকলকে এমন করে উপস্থাপনার জন্য ❤❤❤
জীবনে প্রথমবার কোনো Premiere এর জন্য এইভাবে অপেক্ষা করছি।
Onek Dhonnobad ❤️❤️
Sme..
Tried to compare it with Sunday Suspense, but no, it's a completely different kind of presentation. No one compares to it. Such a beautiful manner of telling the story, so beautifully arranged music that it seems that "Aranyak" is told exactly the way it should have been told.
কি অসাধারণ গল্প পাঠ মন ভোরে শুনছি তো শুনছি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ🙏💕 ভালো থাকবেন নমস্কার।
এটা আমার সব থেকে প্রিয় উপন্যাস... যবে থেকে শুনেছি যে আপনারা এটা আপলোড করবেন, তবে থেকে অপেক্ষা করছি... After all দীর্ঘ দিনের অপেক্ষার পর আপলোড হলো... Thank you EGK prime... এবং please পরের episode গুলো ও তাড়াতাড়ি আপলোড করুন....🙏🙏
মাত্র ভিডিওটি চালু হলো, শুরুতেই একপশলা বৃষ্টির মত স্নিগ্ধতায় ডুবে গেলাম ইন্ট্রোতে। অনেক ভাল লাগছে শুনতে...
অদ্ভুত রকম আবেশ তৈরী করেছেন। নিখুঁত প্রযোজনা।
Darun.......❤🌹🌺🌷🌼🌻🌴🌳🌲🪴☘🍀🍁🌾🍃🍂🌵
Osadharon. mone hocche choker samney ghotona gulo ghotche lobturia jongole hariye geche ❤ Thank you very much ❤
Asadharon...aro erokom uponnas sonar onekkha e roilam..God bless
অপূর্ব উপস্থাপনা 👌👌
আমার সব থেকে প্রিয় উপন্যাস... অবশেষে.. ধন্যবাদ
Onek Dhonnobad ❤️❤️❤️ subscribe kore amader sathe thakben
ভালো লাগায় মন ভরে গেছে। বাকি পর্বের জন্য অপেক্ষা করে রইলাম
গল্প বলার ধরণ, music, সব কিছু অসাধারণ হয়েছে....
I am so excited, happy that I can't explain with my words,I have been requesting this team for "Aranyak" for the first day I start lestening Sunday suspense.thank you,thank you thank for making this amazing masterpiece.
ওহ। অসাধারণ ❤❤❤। এখুনি সার্চ করছিলাম সান্ডে সাসপেন্স, গপ্পো মীরের ঠেক, বিভা ক্যাফে বাদে আরো কোনো চ্যানেল আছে কি না যেখানে বেশ ক্ল্যাসিক্যাল গল্প পোস্ট হয়। আর এখুনি দেখলাম এই চ্যানেল টায় আরন্যক পোস্ট করা হয়েছে। প্লে করে দেখলাম পরিবেশ একদম ওদের মতোই। যথেষ্ট স্ট্যান্ডার্ড ❤❤❤❤।
Haa kore bosechilam etar jonno. Thank you! Please porer porbo gulo o taratari deben can hardly wait.
ভাবিনি এতো সুন্দর লাগবে। চোখের ঘুম চলে গেলো। আমিও আরণ্যক। ❤
Osadharon laglo ,thank you 💙
পরের পর্ব গুলো দিতে দেরি করবেন না যেন, please 🙂
Apnader kaj asadharon anoboddyo agiye jan team aso golpo kori prime sange achi
Onek dhonyobad ei oshamanyo uponysh ti audio format korar jonno.
Ar kono kotha bolar Moto obostha ney I am really excited .
Please give the next part very fast cannot wait one week .
Reading and effects darun hoyeche. Ami nije aranyak record korechi tai jani how tough it is to keep the mood and ambience. Well done.
Bhasha te kichu khetre bhul ache, kichu verbs sadhu bhasha roye geche. Tobe overall presentation er kache segulo choto. EGKP er kache Asha roilo je tomra aro better korbe in future.
অসাধারণ লাগলো ❤❤❤ দারুন উপস্থাপনা
অসাধারন। খুব ভালো লাগলো।🙏
অসাধারণ। অসাধারণ। এই রকম একটা গল্প শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্ব গুলো শোনার জন্য অপেক্ষা থাকলাম।
Onek Dhonnobad ❤️❤️❤️ subscribe kore amader sathe thakben
অসাধারণ উপস্থাপনা। Subscribe korlam, thank you eso golpo kori team ❤️
Surur agei like dilam karon eta ekta amar priyo uponyas thank you team amar priyo lekhoker ei obhutopurbo uponyas ti amarder sonanor jonno jodio eti amar pora hoye geche kintu tar por o eti ar ekbar noy aro dos bar sunteo amar apotti nei thanku thanku thanku soooooooooooooo much... Ei Lekhoker aro golpo o uponyas sonanor onurodh roilo opekkhay thakbo
Khub sundor uposthapona! 🎉❤
অসাধারণ ।।। অসাধারণ ।।। আমার এতো ভালো লাগছে বলে বোঝাতে পারবোনা ।। অনেক দিন খুঁজেছি এই অডিও স্টোরি টা but ku বানায়নি ।।। আমার ভালো লাগছে। । আমি আপনাদের chennel এর প্রথম দিকে এর subscriber সেই শার্লক সিরিজ এর সময় থেকে আছি । আপনাদের আগের chennel এ ।। Prime noy যেটা।।।। খুব ভালো ।।। আমি akhon ও পর্যন্ত 4 - 5 বার শুনলাম । যতবার শুনছি মন ভরছে না। আবার শুনতে ইচ্ছা হচ্ছে , পরের পর্ব গুলো শুনছি 3 পর্যন্ত ।4 নম্বর টা শুনবো ।।।
Etota sundar laglo vasay prokash korte parbo na direction r acting perfect. R background music asadharan
Onek Dhonnobad ❤️❤️
Khub sundor voice dada, amar khub valo laglo.
Can't wait for this masterpiece ❤️❤️❤️❤️😍😍😍.
I hope onek views hobe 😍😍😍
খূব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।
Khub khub valo
Darun chilo golpota
Darun lglo ❤️✌️....aro aro onk vlo kichu sonar asai roilm 😊
অধীর আগ্রহে অপেক্ষা করছি পরের পর্ব গুলোর জন্য।
Ekta osadharon golpo,bar bar sunleo ja purono hoyna.ek amor sristi👍👍❤️❤️
গল্পের cover picture টি স্থির চিত্র হলেই অনেক সুন্দর হোতো, অন্য অর্থে খুব সুন্দর হয়েছে
Sunday suspense এর একমাত্র প্রতি্বন্দ্বী ।
মীর দা কে শুনে অভ্যস্ত এই প্রথম অন্য কারো গলায় সেই জাদু শুনলাম
অসাধারণ 💗💗অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য😌
Onek Dhonnobad ❤️❤️❤️ subscribe kore amader sathe thakben
অনেক অনেক ধান্যবাদ এই গল্পটির জন্য
6th time suna suru korlum.... Thanks Eso Golpo Kori Prime
Agsmi dine itihash hoye thakbe. Apnader ai protibedon
কোটি কোটি ভালবাসা দিলাম আপনাদের,কারন এই অমর সৃষ্টি কে সহজ ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।
অপূর্ব এক উপস্থাপনা ❤
Khub valo laglo
কোনো ভাষা খুঁজে পেলাম না প্রশংসা করার মতো 😍💞
আমার খুব প্রিয় লেখকের গল্পটি শুনতে শুনতে যেন কখন যে সে ই জায়গায়। হারিয়ে গিয়েছি তার আর মনে নেই হুস ফিরল গল্পটি পাঠ শেষ হতে পাঠক ও লেখক দুজন কে আমার শতশত প্রণাম
Onek Dhonnobad ❤️❤️❤️ subscribe kore amader sathe thakben
Odadharon. Apnader kachry rini hoye roylam.
Khub sundor.
খুব সুন্দর presentation আপনাদের..... এগিয়ে চলুন....
আর thank you.... কত দিন আগে পড়েছিলাম.... এখন train এ bus এ... শহর এর কোলাহল-এও চোখ বন্ধ করে. শুনতে শুনতে . মনে হচ্ছে যেনো.. সত্যিই কোনো স্বপ্ন রাজ্যে এসে পড়েছি 👏👏
আমার প্রিয় উপন্যাস🙂। অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে।
I am blessed to find this channel. Thank you so very much.
Anek bar pora khub priyo ekti golpo, golpo kathan by Kallol channel e shunechi, ebar aapnader channel e aabar shunbo
অপূর্ব উপস্থাপনা। অনেক ধন্যবাদ।।
Osadharon
Khub bhalo lgche sunte. Dhonyobad 🙏
খুব ভালো লাগছে।❤❤❤❤❤❤❤
এই নিয়ে তৃতীয়বার শুনছি।। এত্ত সুন্দর গলা সত্যি দুই কান ভোরে শুনছি।। আরো গল্প আসুক তাড়াতাড়ি