হওয়া না-হওয়ার গল্প ---------- বীরেন্দ্র চট্টোপাধ্যায় সে চেয়েছিলো একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কী থাকতে পারে? সে আরও অনুভব করতো প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি - তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা কি প্রেম কি জল এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেলো না। কবিতার জন্য তার দিবস-রজনীর জাগরণ যা ছিলো তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় - তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতোঃ ‘এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মুর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর।‘ দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের পাঁচ আঙুলে মাঘের শীত! মাঝেমধ্যেই রাতদুপুরে ঘুমুতে না-পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠতোঃ ‘আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা।‘ আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কারঃ ‘বুড়ো হয়ে গেলি, এখনও স্বপ্ন দেখছিস! দ্যাখ! ভাল করে দ্যাখ! তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর? তারপর কী দেখছিস? - ধান কাটা হয়ে গেছে, চাষীরা ঘরে ফিরে যাচ্ছে... কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা?’ দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুনখারাপি লাল, লাল থেকে আগুন! আবার আগুন! ‘আগুন! তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ। কিন্তু আমি তো শুদ্ধ হলাম না। শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী-নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কী জীবন শেখাও, আগুন? - এই কি মানুষের জীবন!’ তার একটিমাত্র প্রেমের কবিতা? ... ‘কবিতা! তুমি এখন তিন ভুবনের কোন্ অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছ? ঘুমাও! তুমি ঘুমাও! আর, আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য... মৃত্যুর মুখোমুখি... আমি জেগে থাকি...
দিদি তোমার প্রথম লাইন টা শুনেই like bottom টা দিলাম...কারন তোমার ওপর আমার বিশ্বাস আছে...love you দিদি..তোমায় আবৃত্তি অসাধারণ.. তোমার নিরুবালা আবৃতি টা প্রতিদিন শুনি....
খুব খুব খুব ভালো দিদি। আপনার কবিতা শুনতে খুব ভালো লাগে , এই আবেগ আর আপনার voice কিছু বলার ভাষা রাখেনা। মন খারাপের সময় আপনার কবিতা গুলো শুনলে যেন মন ভালো হয়ে যায়। আপনার কবিতা সব মন খারাপ ঠিক করে দিতে পারে। ALL THE BEST 👍👍👍👍👍
দিদি আপনাকে প্রভাতী শুভেচ্ছা জানালাম আমি আপনার ফ্যান প্রতীকী কবিতা ভালো লাগে অন্যতম লেগেছে মা আপনার বাচনভঙ্গি স্পষ্ট উচ্চারণ কবিতার মধ্যে ঢুকে যাওয়া বিষয়বস্তু নির্বাচন করে এমনভাবে আবৃত্তি করেন যেন আমাদের বুকের ভেতর হৃদয়ে এসে ধাক্কা মারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আমাদের আরো অনেক কবিতা উপহার দেবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি
যানি না কবিতা মানে কি, কিন্তু আপনার কবিতা শুনলে মনে হয় কবিতা মানে প্রেমের অনুভুতি যা এক জম্মে যায় না বলা , খুব ভালো দি ভাই এমন রমেন্টিক কবিতা আও শুনতে চাই.... ♥️
দারুণ, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ মনে হল ওটা আমার জন্য লেখা। মুনমুন আমি জাঙকুক কে শোনাবো। ওযে আমাকে বলেছে , তোমাকে খুব ভালোবাসি। ওতে আমি মরেছি । ওকেও যে আমার কবিতার প্রেমে পড়াতেই চাই।
হওয়া না-হওয়ার গল্প
---------- বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সে চেয়েছিলো
একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে।
তার তো
একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল
পিপাসার জল আর কী থাকতে পারে?
সে আরও অনুভব করতো
প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি -
তার মন্ত্র।
কিন্তু তবু
তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা
কি প্রেম কি জল
এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেলো না।
কবিতার জন্য তার দিবস-রজনীর জাগরণ
যা ছিলো তার জীবনের কঠিনতম সত্য
প্রেম নয় - তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে
বলতোঃ ‘এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী
আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা
সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মুর্খ,
জীবনের পাঠ এখান থেকেই শুরু কর।‘
দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল,
এখন তার মাথার সব চুল সাদা, হাতের পাঁচ আঙুলে মাঘের শীত!
মাঝেমধ্যেই রাতদুপুরে ঘুমুতে না-পারার যন্ত্রণায়
সে চিৎকার করে উঠতোঃ
‘আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা।‘
আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে
সেই কঠিন তিরস্কারঃ
‘বুড়ো হয়ে গেলি, এখনও স্বপ্ন দেখছিস!
দ্যাখ! ভাল করে দ্যাখ! তোর চারদিকে
এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর?
তারপর কী দেখছিস? - ধান কাটা হয়ে গেছে, চাষীরা ঘরে ফিরে যাচ্ছে...
কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা?’
দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুনখারাপি লাল,
লাল থেকে আগুন! আবার আগুন! ‘আগুন! তুমি আমাকে
সারা জীবন ধরে পুড়িয়েছ। কিন্তু আমি তো
শুদ্ধ হলাম না। শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন
শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ
আমার জটায় বেঁধে সরস্বতী-নদীর জলে ঝাঁপ দিতে গেলাম,
কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কী জীবন শেখাও, আগুন? -
এই কি মানুষের জীবন!’
তার একটিমাত্র প্রেমের কবিতা? ... ‘কবিতা! তুমি এখন
তিন ভুবনের কোন্ অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছ?
ঘুমাও! তুমি ঘুমাও! আর, আমি জেগে থাকি
আর এক আরম্ভের জন্য... মৃত্যুর মুখোমুখি... আমি জেগে থাকি...
Md Salim
Thanks lyrics ta debar jonno
Thank you for the lyrics...
Wow
Thanks
ম্যাম আপনার কবিতাগুলো শুনলে গায়ে কাঁটা দেয়,,,জানি না কেনো???খুব সুন্দর কবিতা।আর আপনার গলাটাও খুব সুন্দর।
Darun
Khub sundor
আপনার গলা, আপনি, আপনার আবেগ, উন্মাদনা সব নিয়ে আপনি এক উজ্জ্বল, স্বতন্ত্র মানুষ। শুভেচ্ছা রইল।
এতো আবহের বাড়াবাড়ি যে আসল অনুভূতিটাই হারিয়ে যাচ্ছে, উচ্চারণ ঠিক মতো শোনা গেলো না।
তুমি কি?? তোমার কবিতা শুনলেই গায়ে কাঁটা দেয়!!! তুমি পরি রুপকথার পরি ।।। তোমার গলায় জাদু আছে।।😘😘😘😘😘
Asadharon, Ami Apnar protekta kobita bare bare suni... Sotti asadharon, ki sundor gla...
I want to know ur story that your eyes reflect when you recite each and every poem ma'am... Supporters like here plz. 😊
Kobita ta peye khub santi pelm ... Love it
❤️❤️❤️
দিদি তোমার প্রথম লাইন টা শুনেই like bottom টা দিলাম...কারন তোমার ওপর আমার বিশ্বাস আছে...love you দিদি..তোমায় আবৃত্তি অসাধারণ.. তোমার নিরুবালা আবৃতি টা প্রতিদিন শুনি....
এত ভালো লাগে তোমার কন্ঠের ঝংকার, যা বলে শেষ করা যায় না। 😍😍
birendra chattopadhay er lekha ta jibonto rup peyeche apnar golay just osadharon........
স্নিগ্ধ কণ্ঠস্বর...এক কথায় মুগ্ধ হয়ে গেলাম
Khubi sundor ....🎉
কবিতাটা খুব সুন্দর, আর আপনার কণ্ঠে একেবারেই জীবন্ত। এই ধরনের আরও কবিতা উপহার দেবার জন্য অনুরোধ রইল।
Mam youtube a 💖 💖💖 sign ta nei sudhu like button tai commenet a dilm .....i just love your voice
অনেক দিন পর আবার তোমার কন্ঠে কবিতা শুনলাম ....... খুব ভালো লাগলো 👌👌
এতটা ভালো লাগে যে বারে বারে শুনি ❤️❤️❤️❤️❤️love u di... খুব খুব ভালো লেগেছে 💕💕💕💕💕💖
Ami bangladeshi...toby apnr kobita abritir premy pory gase ,osadharon ,.
Its an excellent recitattion. Thanks to reciter Munmun Mukherjee for her superb voice & own style of recitation!!!
🎉🎉🎉
Abar anek din por sunlam... Awesome 👌👌👌❤️❤️❤️❤️❤️💞💕💖
সত্যি... কিছু বলার ভাষা নেই... শুধু শুনে ই গেলাম
কবিতারা ঘুমোয়, ঘুমানো হয়না শুধু আমার। শুনতে শুনতে খিদে আরও বেড়ে গেছে -- এ খিদে বোধহয় মিটবে না। কৃতজ্ঞতা প্রিয়।
Your voice makes me speechless.
You are beyond the requirement of comments. You are just amazing
❤❤❤
MAM,YOUR RECITATION AND WITH YOUR EXPRESSION,TOO-MUCH HEART TOUCHING.
খুব খুব খুব ভালো দিদি।
আপনার কবিতা শুনতে খুব ভালো লাগে , এই আবেগ আর আপনার voice কিছু বলার ভাষা রাখেনা।
মন খারাপের সময় আপনার কবিতা গুলো শুনলে যেন মন ভালো হয়ে যায়। আপনার কবিতা সব মন খারাপ ঠিক করে দিতে পারে।
ALL THE BEST
👍👍👍👍👍
❤❤❤❤❤❤
বরাবর আপনার কবিতা আবৃত্তি আমার খুব প্রিয়। অসাধারণ কবিতা মুগ্ধটা ভরপুর
Didivai aponer kobita mon chuye jai..
দারুণ, আবৃত্তি করেন আপনি... ❤❤
কবিতা যেমন e হোক na keno. Tmr golai ওটা দারুণ লাগে. R nirubala just oswm. Tmr golai jokhoni কবিতা শুনি tokhoni tmr goler প্রেমে পড়ে jai
অসাধারণ। বহুদিন পর এমন কিছু শুনলাম
Tomar kobita chokhe jol ene dei
Madam tomer protiti kobita amr kub kub vlo lge.
Aami tomar sobkota Kobita r video guli dekhi didivai, Bolte paro aami tomar khub boro fan.... Aamar khub vallage Tomar Kobita gulo 😊
Didibahi!! Sottiiii opurbo abriti!! Khubi valo laglo... 🤗🌹💖
দিদিভাই তুমি অপূর্ব কবিতা পাঠ করো।আমার মন শান্ত হয়ে যায় তোমার কবিতা শুনলে
Jotobar suni mugdhyo hoye jai..
Khub valo thako..
সত্যি মন ভরে গেলো....দিদিভাই
কতদিন পর আমি খুঁজে পেলাম তোমাকে!
অভিভূত হলাম তোমার গন্ধে..তোমার ছন্দে
কোথায় লুকিয়ে ছিলে এতদিন!
Onekdin dhore wait korchilam notun abriti kobe pabo finally pelam thnq mam❤️ apnar awaj er fan ami😍
ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং আপনি, দিদি অনবদ্য ।অমায়িক কন্ঠস্বর দিদি😍❤❤❤👍👍🙏🏼
অসাধারণ দিদি আপনার প্রতিটা কবিতা 😍
Onek din por pelam ......
Khub sundar mam .....
Just osm.....
Amar mon kharap thakle tomar kobita shunle amar mon valo hoye jai didi
Just awesome.... This poetry touch my heart 😊thanks mam
মন্ত্রমুগ্ধের মত শুনেই গেলাম। উফ! আমি যদি তোমার মত পারতাম।
আপনি কি করে এতো সুন্দর করে কবিতা আবৃত্তি করেন মেডাম।। your poem was so nice and so attractive for everyone, your voice was so sweet mam......
Apuu apnar kobita sunle kmni jno lage bojhate parbona....love u apuu
দিদি আপনাকে প্রভাতী শুভেচ্ছা জানালাম আমি আপনার ফ্যান প্রতীকী কবিতা ভালো লাগে অন্যতম লেগেছে মা আপনার বাচনভঙ্গি স্পষ্ট উচ্চারণ কবিতার মধ্যে ঢুকে যাওয়া বিষয়বস্তু নির্বাচন করে এমনভাবে আবৃত্তি করেন যেন আমাদের বুকের ভেতর হৃদয়ে এসে ধাক্কা মারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আমাদের আরো অনেক কবিতা উপহার দেবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি
Asadharon darun darun darun beautiful voice your ma'am....I love you ma'am
যানি না কবিতা মানে কি, কিন্তু আপনার কবিতা শুনলে মনে হয় কবিতা মানে প্রেমের অনুভুতি যা এক জম্মে যায় না বলা , খুব ভালো দি ভাই এমন রমেন্টিক কবিতা আও শুনতে চাই.... ♥️
Didi Tomar kobita joto sunchi tato valobese felchi tomay
Onekkkkk dinnn por mon bhore gelo ❤
Anek din por tomar golate kabita pelum.... Superb
Mon chuye jay tmr kobita sune
divai tmr voice tone ta jst superb.....ami sob gulo sonar chesta kori.......❤❤❤❤
কবিতাটিকে প্রাণবন্ত করে তুলেছেন। সুন্দর লাগল। আপনার বাচিক সমৃদ্ধি কামনা করি।
Onk kodin por pelam tmy .....Darun laglo
ভালোবাসা রইল। বাংলাদেশ থেকে। সত্যি সত্যিই অসাধারণ দিদি!!!এত চমৎকার আবৃত্তি করেন কিভাবে????
সত্যিই দিদি দারুন লেগেছে আমার 👌👌👌
Uff just osadharon di vai kichu bolar moto vasha nei osadharon voice 😘😘😘😘
আপনার কবিতা আমি শুনি, ভীষণ ভালো লাগে।
Osadharon..... Onoboddo .... ossam..... Khub khub valo laglo👌👌
দারুণ, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ মনে হল ওটা আমার জন্য লেখা।
মুনমুন আমি জাঙকুক কে শোনাবো।
ওযে আমাকে বলেছে ,
তোমাকে খুব ভালোবাসি।
ওতে আমি মরেছি ।
ওকেও যে আমার কবিতার প্রেমে পড়াতেই চাই।
অসাধারণ
Munmun mukharjee. Haoyar haoya golpo darun kabita 👌👌👌❤️❤️❤️❤️
অপূর্ব সুন্দর কথামালা প্রিয়
প্রেমের কবিতা লিখবো ভেবেও লিখতে পারিনি।
অনেক ভালবাসা নিও। ❤
ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
Ami kobita blar try kriii...aktu gure jan...🤩 valo lagle subscribe krben...like and share krben
অসাধারন আবৃত্তি।। আপনার প্রতিটি আবৃতি আমি বহুবার করে শুনেছি।।
মনটাকে আরও একবার হারিয়ে ফেললাম |
Hlw di..tmr kabita gulo amar mon hriday 6uye jai
onek sudor.kovita sune mone santi pelam 😥😭
💘
Onk din opekha kr6lm. Sotti didi darun😍
তোমার কন্ঠে কবিতা জীবন্ত
❤️❤️❤️
কবিতা টি সুনে খুব ভালো লাগলো আপনা দের?
অনেকদিন পর ....অপেক্ষায় ছিলাম দিদিভাই
দিদি তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার গলার আওয়াজ টা খুব সুন্দর।
Tomer golar swar ta just awesome didivi
Ami akti prem er kobita likhte cai....
Darun awesome mam....
i am a big fan of yours.....from Bangladesh.....
mam bangladesh thakay susie apnar fan hoya galem
Oshadharon onobodyo...
অনেক দিন পর এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিদি ....❤ আবারও আরেকটি নতুন কবিতার অপেক্ষায় রইলাম....😊
আমার কবিতা গুলো যদি কেউ এরকম কোমল সুরে মাতাতো তাহলে আমার অসীম খুশি ব্যাকুল হয়ে হৃদয়ের বাঁধ ভেঙে জীবনের প্রকৃত পুলক খুঁজে নিত.
darun.... aponar kobita na sunle ghum ashe na.
Mindblowing Poem & also recitation Munmun didi♥♥♥♥♥♥
এমন অসাধারন স্বরে আরো আরো অনেক কবিতা শুনতে চাই।
আবার শুনলাম। বার বার শুনতে মন চায়।
Big fan 😎 of munmun Mukherjee
Khub vlo lagha tomr khantoshor
Tumi khub sundar reality bolte paro... I love it...
কবিতা গুলা এক কথায় অসাধারণ।
I love the poem.
I love your voice.
সত্যি ভালো যেমনটা চেয়েছি ঠিক তাই
Joto sunchi kobita ta toto jeno gobhire chole jchi
Darun divai... U r best. Love you so much divai... Best of luck 👍👍👍
দিদি ভাই অনেক দিন পর পেলাম!
আশা করি খুব দ্রুত দ্রুত এখন ভিডিও পাবো😍😍
আবৃত্তি আপনার নিত্তান্ত সুন্দর😊
Didi tumi na unbelievable
Khub valo lage tomar kobita gulo sunte.
chesta kori bolte kintu hoy na.
Uff was waiting for your recitation ma'am... Ur feeling. Ekta onno jogote niye chole😚
Khb Sundar di just Mon vore glo
Kobita..tumi ekhn trivuboner kon atolanto preme ghumiye acho..ghumao..timi ghumao..ar ami jege thaki..ar ek aromver jonno..mrityur mukhomukhi...