ছালা মুন আলা মাআনীততাবা আলাল হুদা ভাইয়া আপনার এইসব সুন্দর ব্যাখ্যার জন্য অনেক মানুষই উপকৃত হচ্ছে তাই আপনী বোল তেথাকুন অবশ্যই গ্যনী যারা তারা সর্বদা আপনার সাথে একমত 💯❤️👍
সমস্ত বিশ্বের মুসলমান এতদিন যে কাবাঘরকে সত্য জেনে এসেছেন তা আজ এই সামান্য ঠুনকো কথার জন্যই কি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে হেদায়েত দাও। পবিত্র কুরআনের সঠিক বুঝ দান করো।
কোরআন হলো এমন এক অলৌকিক গ্রন্থ, যা হতে যে ব্যক্তি যাই খুজে তাই পাই, যেমন যে আলো খুজে সে আলো পায়, পক্ষান্তরে যে সন্ধিহান এবং খুত খুঁজে সে খুত বা অন্ধকারকেই খুঁজে পাই।
কোরানে যদি খুত থাকত তাহলে সেটা কুরান হতো না। ভুল ভাল বকা বন্ধ করুন। কুরানে কোনও খুত নাই৷ এবং কেউ আজ পর্যন্ত খুত খুজে পাই নি বলেই কুরান এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। হ্যা খুত খুজে পাওয়া যায় কুরানের অনুবাদে। কারণ কারও করা অনুবাদ কুরান নয়, অনুবাদ অনুবাদের মত কুরান কুরানের মত।
ছালাম ভাই. কোরআনের অনেক ভাইদের থেকে এই .মক্কা .কাবা .বাইত সম্পর্কে অনেক আলচনা শুনেছি .কিন্ত আজকের এই আলচনা আপনি খুবই সহজ করে অর্থ গুলি তুলে ধরেছেন চমৎকার হয়েছে .হাসনাত এমদাত ভাই এর এই আলচনা গুলি গভীর অর্থ ভহ
Thank you. Very nice episode. All the points you picked - very logical. Your explanation is clear & in details. Loved it. However, this episode will remain open ended until you explain - Bakkah/Makkah, Hajj, Running between Safa-Marwa. (You already mentioned, you will cover Hajj in future) Dying to see ur further explanation. Thank you again.
Wow. Thank you. Article টা পড়লাম & great explanation. please publish few more videos on this topic and reconcile all related fragment s. Learning things from you always. Take care brother.
নরসিংদী থেকে বলছি আলহামদুলিল্লাহ। আপনার কোরআন পাঠ বুঝানোর ব্যাখ্যা আমাকে মুগ্ধ করেছে, আমি একজন মুসলিম ও মোমেনাত, আমি চাই আপনার কাছে কোরআন পাঠ শিক্ষা করব, যোগাযোগ করার ব্যবস্থা আছে কি? সকল প্রশংসা স্বীয় রবের আমিন।
এই কথাটাই আজ থেকে কয়েক শত বছর আগে মনসুর হাল্লাস বলছিল। তিনি বলছিলেন কাবা শরীফে গিয়ে হজ করার কোন প্রয়োজন নেই। তিনি বলেছিলেন যদি কোন ব্যক্তি তার জমানো অর্থ আল্লাহর খুশির কোন গরীব দুঃখীকে দান করে তাহলেই হজ্জ হয়ে যাবে।
@@FihadTechBD ধারণাটি ছিল, যেসব মানুষ শারীরিকভাবে মক্কায় যেতে সক্ষম নয়, তারা যদি তাদের নিজ এলাকায় একটি পবিত্র স্থান তৈরি করেন এবং আত্মার শুদ্ধি ও আল্লাহর প্রেমের জন্য সঠিকভাবে তাওয়াফ করেন, তবে সেটিও হজের প্রতীকী অর্থে গ্রহণযোগ্য হতে পারে। মূল ভাবনা: 1. প্রতীকী কাবা: তিনি মনে করতেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য বাহ্যিক স্থান (যেমন কাবা) গুরুত্বপূর্ণ হলেও, প্রকৃত ভক্তি হলো অন্তরের একাগ্রতা। গরিব মানুষদের সহায়তা করার জন্য একটি প্রতীকী স্থান বা ঘর নির্মাণ, যেটি আল্লাহর স্মরণ এবং আত্মার পরিশুদ্ধির কেন্দ্র হতে পারে। 2. আত্মার একাগ্রতা: হাল্লাজ জোর দিয়েছিলেন যে, কাবার তাওয়াফ যেমন আল্লাহর প্রতি আত্মার সমর্পণকে প্রতিফলিত করে, তেমনই নিজের আত্মার গভীরে প্রবেশ করাও তাওয়াফের সমার্থক হতে পারে।
Allah Subhanahu Wa Ta'ala says: وَاِ ذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَا لُوْا بَلْ نَـتَّبِعُ مَاۤ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ۗ اَوَلَوْ كَا نَ اٰبَآ ؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًـا وَّلَا يَهْتَدُوْنَ "আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ তা’আলা নাযিল করেছেন, তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব। যাতে আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি। যদি ও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, জানতো না সরল পথও।" (QS. Al-Baqarah 2: Verse 170)
@@thebeliever2052 হ্যা, কুরানো খ্রিস্টানদের বই তাহলে। কুরানে আল্লাহর নির্ধারণ করে দেওয়া সালাম কে বলে কিনা খ্রিস্টানদের সালাম। 😂 অবশ্য কুরান তো এদের কাছে কুরান নয়, এদের কুরান হলো বুখারী মুসলিম।
আমি এ ব্যাপারে একমত আছি। তবে হজ্জ সম্বন্ধে যতগুলো আয়াত আছে এগুলো ক্ললিয়ার হওয়ার পর সম্পূর্ণ ভাবে ডিসিশন নিতে পারবো, ইনশাআল্লাহ। কিন্তু ঠিক এইভাবে প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বলতে হবে,,বিইজনিল্লাহ।
Salam brather .appnaka onek onek dhonno bad .brather aro vedo chi .ha amar rob ame amar noffes upor julum korase otaeb apone amaka koma korun.alhamdolla he robil alamin
এ ঘরেই যে আল্লাহ থাকে এটা সঠিক নয়। আল্লাহ কে কেউ ধারণ করতে পারেনা । বরং তিনিই সব কিছুর ধারক। তবে এই কাল কিউব আকৃতির বস্ত এবং একে তাওয়াফ করা, এমন একটি বিষয়কে চিত্রায়িত করে যা আল্লাহ এবং মহাবিশ্ব সম্পর্কে স্পষ্ট জ্ঞান প্রদান করে। তবে যাদের অনুধাবন করার সক্ষমতা আছে তারাই শুধুমাত্র অনুধাবন করতে পারবে।
ভাই অনুগ্রহ করে কি আপনার শিক্ষাগত যোগ্যতা ও পড়াশোনার বিষয়ে একটু জনাবেন? আপনার কথাগুলোর ওপর চিন্তা ভাবনা করার জন্য এটা জরুরী। ভাই ইট পাথরের এ ঘরটিই প্রতিটি মুমিন বান্দার অন্তরে সযত্নে লালিত। আর এঘরটি প্রথম দেখার পর প্রতিটি মানুষ পাগলপ্রায় হয়ে যায়। এটি শুধুমাত্র অনুপ্রেরণাই যোগায় না বরং আমাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপনার উদ্দেশ্য অস্পষ্ট।
আপনিও কিছু পূর্ব নির্ধারিত ধারণাকে প্রতিষ্ঠিত করতে আপনার মতো করে তা ব্যাখ্যা করছেন। এই ধারায় আপনি হয়তো কিছুদিন পর নিজেকে নবীও দাবী করতে পারেন।
ভাই তাহলে বাইত শব্দের অর্থ আরবদের ডিকশনারীতে 'রাতে করা পরিকল্পনা' লিখা আছে কেন? ভিডিওতেই বলেছি একটা শব্দের অনেক অর্থ হয়, কুরানের আয়াত দিয়ে রেফারেন্সও দিয়েছি। ধরেন আপনার কথাই ঠিক, বাইত শব্দের অর্থ ৯৬ নাম্বার আয়াতে ঘর/বাড়িই হবে। তাইলে বাড়ি কীভাবে বরকতময় হয়? কীভাবে মানুষকে হুদা দেখায়? কীভাবে বাড়ীতে সু-স্পষ্ট আয়াত থাকে? কীভাবে বাড়ির মধ্যে ইবরাহীমের অবস্থান/ পজিশন/ মাকাম থাকে? আপনি গায়ের জোরে আয়াতের বাকি তথ্যগুলোর সাথে সামঞ্জস্যতা ভঙ্গ করে বাইত শব্দের অর্থ এই আয়াতে ঘর/ বাড়ী করলেই তো হবে না। আয়াতের বাকী ইনফরমেশন গুলার সাথে সংগতি দেখান। তা তো পারবেন না অনর্থক ভিত্তিহীন তর্ক করবেন।
@LightRevealed ইসম ফর্মে অর্থ বাড়ী। যেখানে রাতে অবস্থান করা হয়। ফেল শব্দের অর্থ রাতে কার্যক্রম করা। বাড়ী প্রতি শব্দ দার । বাইত কে কুরআন অর্থে ব্যবহারের প্রস্তাবনা একটু বেশী বেশী মনে হচ্ছে। ইসম ফর্মে বাইত এর ব্যাবহার পর্যবেক্ষন করুন।
@@Albalaghulmubin ইসম অর্থে রাত্রীকালীন পরিকল্লপনা/ কাজও হয়। ভাল করে অভিধান খুজে দেখেন। বাড়ী হয় তা তো অস্বীকার করছি না। বাড়ী দিয়ে আয়াত দুটি মিলিয়ে দেন। অপেক্ষা করছি। আর ভিডিও কি ভালভাবে সম্পুর্ন দেখেছেন? কোথায় কখন বাইত শব্দের অর্থ কুরান বলেছি? বা কুরান অর্থে বুঝিয়েছি? বাইত শব্দের অর্থ ধরেছি পরিকল্পনা অথবা অবকাঠামো/ ফাউন্ডেশন যা আল্লাহর আয়াতের সমন্বয়ে গঠিত। যেমন সামাজিক অবকাঠামো বিভিন্ন সামাজিক আইন কানুন রীতি নীতি দ্বারা গঠিত হয়, সেরকম এখানে বাইত বলতে তেমন অবকাঠামো বা ফাউন্ডেশন বুঝানো হয়েছে যা আল্লাহর আয়াত এবং বিধি বিধানের সমন্বয়ে গঠিত। যাতে রয়েছে সু-স্পষ্ট আয়াত, মাকাম ইবরাহীম, যা বরকতময় এবং যা হুদা। এটা ইট পাথরের বাইত নয়।
জি জনাব, দোয়া করি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং হেদায়েত নসিব হউক। জনাব কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ৮ সূরাঃ আল-কাসাস | Al-Qasas | سورة القصص - আয়াতঃ ৫৫ আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় এবং বলে, ‘আমাদের আমল আমাদের জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্য। তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সাহচর্য চাই না’। জনাব আল কুরআন এবং ইসলাম নিয়ে মানুষ বিভিন্ন সময়ে ভুল,অসঙ্গতি ধরার চেষ্টা করেছেন। দেখা গেছে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক ভুল ধরতে গিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আপনি কি জানেন আরবির একটা শব্দ কতটা অর্থ হয় ? জনাব কাবা আমাদের দিক ডিরেক্শন। মুসুলমানদের ভিতর শৃংখলা বজায় রাখার জন্য কেবলার দিকে মুখ করে সর্বশ্রেষ্ট আনুগত্য সেজদা করে থাকি। সেটা পাথরের বা স্বর্ণের বা রুপার এটা আমাদের দেখার জিনিস নয়। আপনাকে অনুরোধ করব যদি আপনি ইসলাম সম্বন্ধে জানতে চান তা হলে কোনো ইসলামিক স্কলারের সাথে কথা বলেন। আর যদি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চান, তবে কিন্তু আল্লাহই তার প্রতিদান দিবেন। আল্লাহতায়ালা বলেন, সূরাঃ আলে-ইমরান | Al-i-Imran | سورة آل عمران - আয়াতঃ ৮৫ আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইবে কক্ষনো তার সেই দ্বীন কবূল করা হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ।
@@MOHMANIRUJJAMANJAMADDER ইসলামের জ্ঞান কি তথাকথিত ইসলামিক স্কলারের কাছ থেকে আসে? নাকি আল কুরান থেকে আসে আল্লাহর মাধ্যমে? 😂 আপনাকেও একই কথা বলে সালাম জানালাম। আপনার আমল আপনার জন্য, আমার আমল আমার জন্য।
@@LightRevealed ভাই, আল কোরআনকে বুঝার জন্য অনেক এলেম থাকা দরকার তাই যারা ১৪/১৫ বৎসর ধরে পবিত্র আল কুরআন পড়াশুনা করে স্কলার হয়েছেন তারা হল আপনার দৃষ্টিতে তথা কথিত আর আপনি কিছু ইসলামের বিরোধী কারীর কিছু মনগড়া কথা নিয়ে ইউটুবে এসেছেন তাই আপনি হলেন মহাপন্ডিত। দঃখিত আপনাকে ধন্যবাদ দিতে পারলামনা।
এটা শুধু কোরআনে বিশ্বাসীদের জন্য- কোরআনের 32:2-3, 34:44, আয়াত অনুসারে মক্কা এবং তার আসে পাসের এলাকায় আল্লাহ কখনো নবি রাসুল প্রেরন করেন নি। সুতরং মক্কার কাবা আর নবি ইব্রাহিমের কাবা এক নয়। ইব্রাহিম আঃ মানবজাতিকে হজের জন্য আহব্বান করেছিলেন কিন্তু নিম্ন লিখিত কোন নবিই মক্কায় হজ করতে যাননি - জ্যাকব (ইয়াকুব) জন্ম: কেনান (আধুনিক ইসরায়েল/ফিলিস্তিন) জোসেফ (ইউসুফ) জন্ম: কেনান (আধুনিক ইসরায়েল/ফিলিস্তিন) মূসা (মুসা) জন্মগ্রহণ করেন: মিশর হারুন (হারুন) জন্ম: মিশরে ডেভিড (দাউদ) জন্ম: বেথলেহেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) সলোমন (সুলাইমান) জন্ম: জেরুজালেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) ইলিয়াস (ইলিয়াস) জন্মেছিলেন: তিশবে, গিলিয়েড (আধুনিক জর্ডান) এলিশা (আলিয়াসা) জন্মেছিলেন: আবেল-মেহোলাহ, জর্ডান নদীর কাছে (আধুনিক জর্ডান/ইসরায়েল) জোনাহ (ইউনুস) জন্মগ্রহণ করেছেন: নিনেভের কাছে, অ্যাসিরিয়া (আধুনিক ইরাক) চাকরি (আইয়ুব) জন্ম: সম্ভবত হাওরান অঞ্চলে (আধুনিক সিরিয়া) জাকারিয়া (জাকারিয়া) জন্ম: জেরুজালেম (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) জন ব্যাপ্টিস্ট (ইয়াহিয়া) জন্মে: জেরুজালেম (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) যীশু (ঈসা) জন্মগ্রহণ করেছেন: বেথলেহেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) কিন্তু কোরআনে হজ আছে এবং সকল নবিই হজ করেছেন; কিভাবে? ইবরাহিম রসুলুল্লাহ কী করেছিলেন? সুরা হজের ২৬-৩৪ পর্যন্ত পড়লে জানা যায়- আল্লাহর রসুল হজরত ইবরাহিম গোটা মানবজাতিকে তাঁর দিকে হজের জন্য ডেকেছিলেন। মুসলিম বা বিশ্বাসীদেরকে নয়! সেই ডাকে সারা দিয়ে দূর-দূরান্ত থেকে ‘তাঁর কাছে’ মানুষ এসেছিল। তিনি যেখানেই থাকবেন, তাঁর কাছে যাওয়াই ছিল লক্ষ্য, নির্ধারিত কোনো জায়গা নয়- ‘তাঁর কাছে’। মানুষজন এলে তাদের জন্য পশু জবাই করেছিলেন ও খাবার-দাবারের ব্যবস্থা করেছিলেন। এরপর হলো মূল কাজ। তিনি তাদেরকে আল্লাহর বাণী বা রিসালা পৌঁছে দিয়েছিলেন। মনে রাখতে হবে- তিনি ছিলেন আল্লাহর শক্তিশালী রসুল। শেষ নবী মোহাম্মদ রসুলুল্লাহ কী করেছিলেন? তিনি মক্কার অমুসলিমদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া শুরু করেন। এই অভিযোগে তাঁকে জন্মস্থান থেকে বের করে দেওয়া হয়! অনেক সংগ্রামের পর তিনি ঘরে ফিরে আসেন। তারপর? যে মিশন তিনি শুরু করেছিলেন, সেই মিশন সম্পন্ন করলেন- অমুসলিমদের কাছে মহান আল্লাহর বাণী পৌঁছানোর কাজ সম্পন্ন করলেন। এটাই হজ। তিনি অমুসলিমদের জন্য পশু জবেহ করলেন, খাবারের ব্যবস্থা করলেন (২:১৯৬) এবং তিনি চূড়ান্তভাবে তাদের কাছে কিতাব পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন। রসুলুল্লাহর কাছে থাকা মহাজগতের পরাক্রমশালী প্রভুর বাণী অমুসলিম জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। আপনার-আমার পূর্বপুরুষদের কাছেও তা পৌঁছে গিয়েছিল। সে সময় হজ ছিল অবধারিতভাবে রসুল ও তাঁর বাণীর সঙ্গে জড়িত। হজের সঙ্গে কোনও বিশেষ স্থানের সম্পর্ক নাই। আল্লাহর রসুল থাকে যেদিকে, হজ হয় সেদিকে। ‘হজ’ মুসলিমদের জন্য নয়, বরং যারা আল্লাহর বাণীর নাগাল পায়নি, তাদের জন্য রসুলের পক্ষ থেকে আল্লাহ তা’আলার বাণী পৌঁছানোর পদ্ধতি। সকল নবি রাসুল মানবজাতিকে ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধু মুসলিম দের নয়। যে যেভাবে পেরেছে নবি / রাসুলের কাছে এসেছেন ইসলাম জানতে, এখানে পোশাক / ইহরাম / করনীয় মুল বিষয় নয়.
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ بَلْ هُوَ الْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّا أَتَاهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে। [সুরা সাজদা: ৩] وَمَا آتَيْنَاهُم مِّن كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍ আমি তাদেরকে কোন কিতাব দেইনি, যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করিনি। [সুরা সা’বা: ৪৪] وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَى مِنْ إِحْدَى الْأُمَمِ فَلَمَّا جَاءهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোন সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল। [সুরা ফাতির: ৪২] وَالْقُرْآنِ الْحَكِيمِ প্রজ্ঞাময় কোরআনের কসম। [সুরা ইয়া-সীন: ২] إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন। [সুরা ইয়া-সীন: ৩] عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ সরল পথে প্রতিষ্ঠিত। [সুরা ইয়া-সীন: ৪] تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, [সুরা ইয়া-সীন: ৫] لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। [সুরা ইয়া-সীন: ৬]
ভাই আলোচনা সংক্ষিপ্ত করার কি দরকার, যাদের আগ্রহ আছে তারা দীর্ঘ হলেও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে।আমি তো এক দেড় দুই ঘন্টার আলোচনা নিয়মিতই শুনি।জাকারিয়া কামাল সহ আরো অনেকের ভিডিও খুব দীর্ঘ হয়,তাও খারাপ লাগে না।
সালামুন আলাইকুম,আসসালামু আলাইকুম, সালাম আরবি ব্যাকরণ দিক থেকে একই অর্থ প্রকাশ করে! যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক! তাই তিনটি যেকোনো একটি বলতে পারেন আপনি!
জানি না। কোন কিছু কেন্দ্রবিন্দুতে হলেই সেটাকে ঘিরে ঘুরা লাগবে? সুর্য সৌরজগতের কেন্দ্র, তাহলে কি এখন সুর্যকে কেন্দ্র করে একটা রিচুয়াল বানাতে হবে? নাহলে আল্লাহর ইবাদত হবে না এরকম কিছু? কোনও কিছু কেন্দ্র হওয়ার সাথে আল্লাহর ইবাদতের কী সম্পর্ক আমার বুঝে আসলো না।
ভাই আল্লাহর কাছে একান্তে বেশী বেশী ক্ষমা চান জীবনে যত শিরক করেছেন তার জন্য, এবং আশ্রয় চান যেন ভবিষ্যতে আর কখনও শিরকের মধ্যে না লিপ্ত হন। নিশ্চয় অনেক কিছু আল্লাহ পরিষ্কার করে দিবেন। কুরান অর্থ বুঝে পড়ুন, অন্য সকল কিতাবের প্রভাব থেকে মুক্ত হয়ে। যে আয়াতগুলো বুঝবেন না সেগুলো আপাতত সাইডে রেখে যেগুলো স্পষ্ট সেগুল মেনে চলার চেষ্টা করুন। আমার মনে হয় তাহলে আর কিছুই প্রয়োজন হবে বা। শত শত আমল রয়েছে কুরানে সেগুলো করেই কুল পাবেন না৷
দিনে দিনে ইসলামের গভীরে প্রবেশ করার জন্য অনেক পথ খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ।
স্পষ্ট বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি খুব ধৈর্য সহকারে আপনার আলোচনার শুনলাম এবং বুঝলাম আমার চিন্তা ভাবনার সঙ্গে আপনার মত 100% মিল আছে
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
সালাম ভাইজান
সালাম
মুহাম্মদ সঃ এর নির্দেশিত পথই ইসলাম ।আর সবই ভ্রান্ত পথ।
নবির নির্দেশিত পথের বর্ননা আল্লাহ ও নবি কোথায় বর্ননা করেছেন?
আপনি নিজে যদি হিন্দু ঘরে জন্মাতেন।
আরো বড়ো হও খোকা। পিচ্চি পোলা পাইন 😂
আসলে কুরআন হচ্ছে চিন্তাশীল ও গবেষকদের জন্য নিদর্শন আর সবার জন্য উপদেশ। আপনার ব্যাখ্যাটা অসাধারণ। আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুক।
অনেক সুন্দর আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ 🥰
সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
সালামুন আলাইকুম। ভাই,, আপনার কথা,স্বর, বিষয়,মনগ্ৰাহী ।। আল্লাহ আপনার মঙ্গল করুন।।
সালামুন আলাইকা।
খুবই অসাধারণ।
সুবাহান আল্লাহি রাব্বিল আলামিন।
এত সুন্দর আলোচনা করার জন্য অসংখ্য ধন্যাবাদ আপনাকে,,, এগিয়ে চলুন পাশে আছি,,, 👍👍👍
অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই, আপনার কথা গুলো শুনলে মনে শান্তি চলে আসে
খুবই সুন্দর লাগে তুমার কোরআন ভিত্তিক আলোচনা।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🥳🥳🥳🥳🥳🐶🐶🐶🐒🐒🤡🤡🐼🐼🌺🌺🌺🌺🍓🍓🍓❤️❤️❤️🦜🦜🦜🤡🤡🤡🐶 কাজী বশির লোহাগড়া নড়াইল। বাংলাদেশ সেনাবাহিনী
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
সালামুন আলাইকা খুব সুন্দর আলোচনা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
চমৎকার ভাইয়া। আপনার জন্য সালাম আর সালাম।
সালাম।
অত্যন্ত সুন্দর হয়েছে
আমরা এবাদত করি কাবার মালিক কে ❤❤❤
Most people fear to ask and receive question. Good analysis.
অপূর্ব আলোচনা, ❤❤❤
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন,
সালামুন আলাইকুম
আন্তরিক কৃতজ্ঞতা জানালাম মূল্যবান আলোচনার জন্য,
জনাব আরোও দ্রুত ভিডিও দিবেন,
অপেক্ষায় থাকি তো, যেভাবেই হোক বেশি দেরি করিয়েন না,
আমরা সাধারণ মানুষ উপকৃত হই
ধন্যবাদ, আল্লাহ আপনাকে সাহায্য করুক সত্য ইসলাম সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য।
গবেষনা করার জন্য ধন্যবাদ❤
Thank you very much❤
ধন্যবাদ ভাইয়া
Thanks, Sir
খুব ভালো
খুবই ভালো লেগেছে আপনার আলোচনা
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কোরআনের সঠিক অনুবাদ তুলে ধরার জন্য
সালামুন 'আলাইকুম ভাই আপনার জন্য দুয়া রইলো হে আল্লাহ আমাদের ভাই কে কুরআনের গেন আরো দানকরুন রববানা ওয়া তাকাববাল দুয়া'আ
ছালা মুন আলা মাআনীততাবা আলাল হুদা ভাইয়া আপনার এইসব সুন্দর ব্যাখ্যার জন্য অনেক মানুষই উপকৃত হচ্ছে তাই আপনী বোল তেথাকুন অবশ্যই গ্যনী যারা তারা সর্বদা আপনার সাথে একমত 💯❤️👍
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ!!
অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়
আপনার আলোচনায় বুঝলাম কিতাবই বাইত/ঘর যে কুরআনে প্রবেশ করবে সেই নিরাপদ
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
Thank you
You are absolutely right ✅️
সমস্ত বিশ্বের মুসলমান এতদিন যে কাবাঘরকে সত্য জেনে এসেছেন তা আজ এই সামান্য ঠুনকো কথার জন্যই কি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে হেদায়েত দাও। পবিত্র কুরআনের সঠিক বুঝ দান করো।
উজবুকেরা কুরানের আয়াতের স্বপক্ষে হাজির করা প্রমান কে ঠুনকো বলে। 😂😂 এরা আবার মুসলিম!
Bakara 170
তরা বাটপার@@LightRevealed
Excellent
আপনার কন্ঠ অনেক সুন্দর। উপস্থাপনা ও অনেক চমৎকার। বিশ্লেষণ তথ্যবহুল।
কোরআন হলো এমন এক অলৌকিক গ্রন্থ, যা হতে যে ব্যক্তি যাই খুজে তাই পাই, যেমন যে আলো খুজে সে আলো পায়, পক্ষান্তরে যে সন্ধিহান এবং খুত খুঁজে সে খুত বা অন্ধকারকেই খুঁজে পাই।
কোরানে যদি খুত থাকত তাহলে সেটা কুরান হতো না। ভুল ভাল বকা বন্ধ করুন। কুরানে কোনও খুত নাই৷ এবং কেউ আজ পর্যন্ত খুত খুজে পাই নি বলেই কুরান এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। হ্যা খুত খুজে পাওয়া যায় কুরানের অনুবাদে। কারণ কারও করা অনুবাদ কুরান নয়, অনুবাদ অনুবাদের মত কুরান কুরানের মত।
@@LightRevealedধন্যবাদ সঠিক জবাব দেওয়ার জন্য।
ভালবাসা রইল ❤❤❤❤
❤ সালামুন আলাইকুম ❤
ছালাম ভাই. কোরআনের অনেক ভাইদের থেকে এই .মক্কা .কাবা .বাইত সম্পর্কে অনেক আলচনা শুনেছি .কিন্ত আজকের এই আলচনা আপনি খুবই সহজ করে অর্থ গুলি তুলে ধরেছেন চমৎকার হয়েছে .হাসনাত এমদাত ভাই এর এই আলচনা গুলি গভীর অর্থ ভহ
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
ভাই, প্রথমেই ধন্যবাদ । আলোচনা সং ক্ষহিপ্ত করার জন্য ----- এই কথাটা বইলেননা ,,,,,, আলোচনাটা বিশদভাবেই করার অনুরোধ থাকল ।
ঠিক বলছেন,গবেষণাগুলো দীর্ঘ হলেই বরং ভালো লাগে।বিশদভাবে বুঝা যায়।
❤ সালামুন আলাইকুম ❤
@@abdullahalosama2713❤ সালামুন আলাইকুম ❤
আরো ভাল করে বুঝানো দরকার। হজ্ব কি তাহলে।
আলহামদুলিললাহ।অসংখ্য ধন্যবাদ।
এই বয়ানটি পছন্দ হয়েছে
অসাধারণ।।। সামনে রোজা আসতেছে তাই অনুরোধ আলোচনা করার জন্য।।
সুন্দর আলোচনা
Excellent!
Love you❤
সালাম
মিরপুর ঢাকা।
Thank you. Very nice episode. All the points you picked - very logical. Your explanation is clear & in details. Loved it.
However, this episode will remain open ended until you explain - Bakkah/Makkah, Hajj, Running between Safa-Marwa. (You already mentioned, you will cover Hajj in future)
Dying to see ur further explanation.
Thank you again.
ruclips.net/user/postUgkxgGSHDRwv6BCZM0zF37C-IxqBsrdlsohT
for 'Bakka' you can read it.
Wow. Thank you. Article টা পড়লাম & great explanation.
please publish few more videos on this topic and reconcile all related fragment s.
Learning things from you always. Take care brother.
wow. অনেকই আছেন দেখছি - যারা ব্যাপারটা বুঝতে পেরেছে।
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
SalamunAlaikum dear brother. I was longing for your next lecture
আল-কোরআন
সালাম ভাই, হজ্জ ও উমরাহ নিয়ে একটা video বানাবেন হজ্জ সমপর্কিত আয়াত গুলোতে অনুবাদে অনেক ভুল রয়েছে। অপেক্ষায় রহিলাম ধন্যবাদ।
নরসিংদী থেকে বলছি আলহামদুলিল্লাহ। আপনার কোরআন পাঠ বুঝানোর ব্যাখ্যা আমাকে মুগ্ধ করেছে, আমি একজন মুসলিম ও মোমেনাত, আমি চাই আপনার কাছে কোরআন পাঠ শিক্ষা করব, যোগাযোগ করার ব্যবস্থা আছে কি? সকল প্রশংসা স্বীয় রবের আমিন।
Lightrevealed24@gmail.com
জি ভাইজান আপনার সাথে সহমত পোষন করছি----
সালামুন আলাইকুম তিব্যতুম মুবারকাতান তৈয়্যবা বগুড়া সদর থেকে পলাশ মাহমুদ দেখছি শুনছি,
ধন্যবাদ
সাত আসমান আর সাত জমিন নিয়ে আলোচনা চাই। বাস্তবে যদি আসমান গুলো খুজতে যাই তাহলে দিকের প্রশ্ন আসে।
এই কথাটাই আজ থেকে কয়েক শত বছর আগে মনসুর হাল্লাস বলছিল। তিনি বলছিলেন কাবা শরীফে গিয়ে হজ করার কোন প্রয়োজন নেই। তিনি বলেছিলেন যদি কোন ব্যক্তি তার জমানো অর্থ আল্লাহর খুশির কোন গরীব দুঃখীকে দান করে তাহলেই হজ্জ হয়ে যাবে।
আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এগুলি ফরজ করেছে । যাকাত দিলে তো দান করাই হয় । তুমি যাকাত দিয়ে দান করবা তুমি হজে যাবে না তা কি হবে ।
@@FihadTechBD ধারণাটি ছিল, যেসব মানুষ শারীরিকভাবে মক্কায় যেতে সক্ষম নয়, তারা যদি তাদের নিজ এলাকায় একটি পবিত্র স্থান তৈরি করেন এবং আত্মার শুদ্ধি ও আল্লাহর প্রেমের জন্য সঠিকভাবে তাওয়াফ করেন, তবে সেটিও হজের প্রতীকী অর্থে গ্রহণযোগ্য হতে পারে।
মূল ভাবনা:
1. প্রতীকী কাবা:
তিনি মনে করতেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য বাহ্যিক স্থান (যেমন কাবা) গুরুত্বপূর্ণ হলেও, প্রকৃত ভক্তি হলো অন্তরের একাগ্রতা।
গরিব মানুষদের সহায়তা করার জন্য একটি প্রতীকী স্থান বা ঘর নির্মাণ, যেটি আল্লাহর স্মরণ এবং আত্মার পরিশুদ্ধির কেন্দ্র হতে পারে।
2. আত্মার একাগ্রতা:
হাল্লাজ জোর দিয়েছিলেন যে, কাবার তাওয়াফ যেমন আল্লাহর প্রতি আত্মার সমর্পণকে প্রতিফলিত করে, তেমনই নিজের আত্মার গভীরে প্রবেশ করাও তাওয়াফের সমার্থক হতে পারে।
হজ্জ এর অর্থ কি?
হজ্জ করার একটা আধ্যাতিক গুরুত্ব আছে যেটা আপনি অন্য ভাবে পাবেন না।
Asadharan alochana,Bhai saheb mollara kabay bujhbay,tarato garbez hadisha dubay jiban sesh koradilo,Kolkata
Allah Subhanahu Wa Ta'ala says:
وَاِ ذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَا لُوْا بَلْ نَـتَّبِعُ مَاۤ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ۗ اَوَلَوْ كَا نَ اٰبَآ ؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًـا وَّلَا يَهْتَدُوْنَ
"আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ তা’আলা নাযিল করেছেন, তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব। যাতে আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি। যদি ও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, জানতো না সরল পথও।"
(QS. Al-Baqarah 2: Verse 170)
❤ সালামুন আলাইকুম ❤
সালামুন আলাইমু খিষ্টানদের সালাম
@@thebeliever2052 হ্যা, কুরানো খ্রিস্টানদের বই তাহলে। কুরানে আল্লাহর নির্ধারণ করে দেওয়া সালাম কে বলে কিনা খ্রিস্টানদের সালাম। 😂 অবশ্য কুরান তো এদের কাছে কুরান নয়, এদের কুরান হলো বুখারী মুসলিম।
সালামুন আলাইকা
সালামুন আলাইকুম ভাইজান। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া
আমি এ ব্যাপারে একমত আছি। তবে হজ্জ সম্বন্ধে যতগুলো আয়াত আছে এগুলো ক্ললিয়ার হওয়ার পর সম্পূর্ণ ভাবে ডিসিশন নিতে পারবো, ইনশাআল্লাহ। কিন্তু ঠিক এইভাবে প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বলতে হবে,,বিইজনিল্লাহ।
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
সবাই ভিডিওটি শেয়ার করুন। ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করুন।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Salam brather .appnaka onek onek dhonno bad .brather aro vedo chi .ha amar rob ame amar noffes upor julum korase otaeb apone amaka koma korun.alhamdolla he robil alamin
ভাই আমরা পার্থনাতে আল্লাহ পাকের কাছে কোন কিছু চাওয়ার জন্য কিভাবে প্রার্থনা করব এটা নিয়ে একটা ভিডিও করেন
কুরআনিক জ্ঞানগর্ভ আলোচনার জন্য ধন্যবাদ।
সূরা আহজাব আয়াত ৭২ নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ রাখছি। বিশেষ করে এখানে কাকে জালিম বলা হয়েছে।
এ ঘরেই যে আল্লাহ থাকে এটা সঠিক নয়। আল্লাহ কে কেউ ধারণ করতে পারেনা । বরং তিনিই সব কিছুর ধারক।
তবে এই কাল কিউব আকৃতির বস্ত এবং একে তাওয়াফ করা, এমন একটি বিষয়কে চিত্রায়িত করে যা আল্লাহ এবং মহাবিশ্ব সম্পর্কে স্পষ্ট জ্ঞান প্রদান করে। তবে যাদের অনুধাবন করার সক্ষমতা আছে তারাই শুধুমাত্র অনুধাবন করতে পারবে।
ভাই অনুগ্রহ করে কি আপনার শিক্ষাগত যোগ্যতা ও পড়াশোনার বিষয়ে একটু জনাবেন? আপনার কথাগুলোর ওপর চিন্তা ভাবনা করার জন্য এটা জরুরী। ভাই ইট পাথরের এ ঘরটিই প্রতিটি মুমিন বান্দার অন্তরে সযত্নে লালিত। আর এঘরটি প্রথম দেখার পর প্রতিটি মানুষ পাগলপ্রায় হয়ে যায়। এটি শুধুমাত্র অনুপ্রেরণাই যোগায় না বরং আমাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপনার উদ্দেশ্য অস্পষ্ট।
@@harunarrashid9092 আপনি আসল বাইতে ঢুকে দেখুন ঈমান কি জিনিস বুঝতে পারবেন
@@FurkanAli-ru4jwকোনটা সেটা?
😂😂😂😂
তাহলে আপনি বিষয়টা স্পষ্ট করে দেন প্লিজ
ভাই এই ঘর কি আদম থেকে ছিল কিনা দয়া করে জানাবেন।
আপনিও কিছু পূর্ব নির্ধারিত ধারণাকে প্রতিষ্ঠিত করতে আপনার মতো করে তা ব্যাখ্যা করছেন। এই ধারায় আপনি হয়তো কিছুদিন পর নিজেকে নবীও দাবী করতে পারেন।
কোন পুর্বনির্ধারিত ধারণা প্রতিষ্ঠিত করলাম? উল্লেখ করেন।
@LightRevealed যেমন আপনি বাইত এর বেসিক অর্থের বাইরে গিয়ে আপনার উদ্দেশ্য অনুসারে সেটা বর্ণনা করছেন। বাইত বলতে এখনও আরবরা বাড়ী বোঝে।
ভাই তাহলে বাইত শব্দের অর্থ আরবদের ডিকশনারীতে 'রাতে করা পরিকল্পনা' লিখা আছে কেন? ভিডিওতেই বলেছি একটা শব্দের অনেক অর্থ হয়, কুরানের আয়াত দিয়ে রেফারেন্সও দিয়েছি।
ধরেন আপনার কথাই ঠিক, বাইত শব্দের অর্থ ৯৬ নাম্বার আয়াতে ঘর/বাড়িই হবে। তাইলে বাড়ি কীভাবে বরকতময় হয়? কীভাবে মানুষকে হুদা দেখায়? কীভাবে বাড়ীতে সু-স্পষ্ট আয়াত থাকে? কীভাবে বাড়ির মধ্যে ইবরাহীমের অবস্থান/ পজিশন/ মাকাম থাকে? আপনি গায়ের জোরে আয়াতের বাকি তথ্যগুলোর সাথে সামঞ্জস্যতা ভঙ্গ করে বাইত শব্দের অর্থ এই আয়াতে ঘর/ বাড়ী করলেই তো হবে না। আয়াতের বাকী ইনফরমেশন গুলার সাথে সংগতি দেখান। তা তো পারবেন না অনর্থক ভিত্তিহীন তর্ক করবেন।
@LightRevealed ইসম ফর্মে অর্থ বাড়ী। যেখানে রাতে অবস্থান করা হয়। ফেল শব্দের অর্থ রাতে কার্যক্রম করা। বাড়ী প্রতি শব্দ দার । বাইত কে কুরআন অর্থে ব্যবহারের প্রস্তাবনা একটু বেশী বেশী মনে হচ্ছে। ইসম ফর্মে বাইত এর ব্যাবহার পর্যবেক্ষন করুন।
@@Albalaghulmubin ইসম অর্থে রাত্রীকালীন পরিকল্লপনা/ কাজও হয়। ভাল করে অভিধান খুজে দেখেন। বাড়ী হয় তা তো অস্বীকার করছি না। বাড়ী দিয়ে আয়াত দুটি মিলিয়ে দেন। অপেক্ষা করছি।
আর ভিডিও কি ভালভাবে সম্পুর্ন দেখেছেন? কোথায় কখন বাইত শব্দের অর্থ কুরান বলেছি? বা কুরান অর্থে বুঝিয়েছি? বাইত শব্দের অর্থ ধরেছি পরিকল্পনা অথবা অবকাঠামো/ ফাউন্ডেশন যা আল্লাহর আয়াতের সমন্বয়ে গঠিত। যেমন সামাজিক অবকাঠামো বিভিন্ন সামাজিক আইন কানুন রীতি নীতি দ্বারা গঠিত হয়, সেরকম এখানে বাইত বলতে তেমন অবকাঠামো বা ফাউন্ডেশন বুঝানো হয়েছে যা আল্লাহর আয়াত এবং বিধি বিধানের সমন্বয়ে গঠিত। যাতে রয়েছে সু-স্পষ্ট আয়াত, মাকাম ইবরাহীম, যা বরকতময় এবং যা হুদা।
এটা ইট পাথরের বাইত নয়।
জি জনাব, দোয়া করি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং হেদায়েত নসিব হউক। জনাব কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর।
৮ সূরাঃ আল-কাসাস | Al-Qasas | سورة القصص - আয়াতঃ ৫৫ আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় এবং বলে, ‘আমাদের আমল আমাদের জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্য। তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সাহচর্য চাই না’। জনাব আল কুরআন এবং ইসলাম নিয়ে মানুষ বিভিন্ন সময়ে ভুল,অসঙ্গতি ধরার চেষ্টা করেছেন। দেখা গেছে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক ভুল ধরতে গিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আপনি কি জানেন আরবির একটা শব্দ কতটা অর্থ হয় ? জনাব কাবা আমাদের দিক ডিরেক্শন। মুসুলমানদের ভিতর শৃংখলা বজায় রাখার জন্য কেবলার দিকে মুখ করে সর্বশ্রেষ্ট আনুগত্য সেজদা করে থাকি। সেটা পাথরের বা স্বর্ণের বা রুপার এটা আমাদের দেখার জিনিস নয়। আপনাকে অনুরোধ করব যদি আপনি ইসলাম সম্বন্ধে জানতে চান তা হলে কোনো ইসলামিক স্কলারের সাথে কথা বলেন। আর যদি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চান, তবে কিন্তু আল্লাহই তার প্রতিদান দিবেন। আল্লাহতায়ালা বলেন, সূরাঃ আলে-ইমরান | Al-i-Imran | سورة آل عمران - আয়াতঃ ৮৫ আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইবে কক্ষনো তার সেই দ্বীন কবূল করা হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ।
@@MOHMANIRUJJAMANJAMADDER ইসলামের জ্ঞান কি তথাকথিত ইসলামিক স্কলারের কাছ থেকে আসে? নাকি আল কুরান থেকে আসে আল্লাহর মাধ্যমে? 😂 আপনাকেও একই কথা বলে সালাম জানালাম। আপনার আমল আপনার জন্য, আমার আমল আমার জন্য।
@@LightRevealed ভাই, আল কোরআনকে বুঝার জন্য অনেক এলেম থাকা দরকার তাই যারা ১৪/১৫ বৎসর ধরে পবিত্র আল কুরআন পড়াশুনা করে স্কলার হয়েছেন তারা হল আপনার দৃষ্টিতে তথা কথিত আর আপনি কিছু ইসলামের বিরোধী কারীর কিছু মনগড়া কথা নিয়ে ইউটুবে এসেছেন তাই আপনি হলেন মহাপন্ডিত। দঃখিত আপনাকে ধন্যবাদ দিতে পারলামনা।
এটা শুধু কোরআনে বিশ্বাসীদের জন্য-
কোরআনের 32:2-3, 34:44, আয়াত অনুসারে মক্কা এবং তার আসে পাসের এলাকায় আল্লাহ কখনো নবি রাসুল প্রেরন করেন নি। সুতরং মক্কার কাবা আর নবি ইব্রাহিমের কাবা এক নয়।
ইব্রাহিম আঃ মানবজাতিকে হজের জন্য আহব্বান করেছিলেন কিন্তু নিম্ন লিখিত কোন নবিই মক্কায় হজ করতে যাননি -
জ্যাকব (ইয়াকুব) জন্ম: কেনান (আধুনিক ইসরায়েল/ফিলিস্তিন)
জোসেফ (ইউসুফ) জন্ম: কেনান (আধুনিক ইসরায়েল/ফিলিস্তিন)
মূসা (মুসা) জন্মগ্রহণ করেন: মিশর
হারুন (হারুন) জন্ম: মিশরে
ডেভিড (দাউদ) জন্ম: বেথলেহেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন)
সলোমন (সুলাইমান) জন্ম: জেরুজালেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন)
ইলিয়াস (ইলিয়াস) জন্মেছিলেন: তিশবে, গিলিয়েড (আধুনিক জর্ডান)
এলিশা (আলিয়াসা) জন্মেছিলেন: আবেল-মেহোলাহ, জর্ডান নদীর কাছে (আধুনিক জর্ডান/ইসরায়েল)
জোনাহ (ইউনুস) জন্মগ্রহণ করেছেন: নিনেভের কাছে, অ্যাসিরিয়া (আধুনিক ইরাক)
চাকরি (আইয়ুব) জন্ম: সম্ভবত হাওরান অঞ্চলে (আধুনিক সিরিয়া)
জাকারিয়া (জাকারিয়া) জন্ম: জেরুজালেম (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন) জন ব্যাপ্টিস্ট (ইয়াহিয়া) জন্মে: জেরুজালেম (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন)
যীশু (ঈসা) জন্মগ্রহণ করেছেন: বেথলেহেম, জুডিয়া (আধুনিক ইসরায়েল/প্যালেস্টাইন)
কিন্তু কোরআনে হজ আছে এবং সকল নবিই হজ করেছেন; কিভাবে?
ইবরাহিম রসুলুল্লাহ কী করেছিলেন?
সুরা হজের ২৬-৩৪ পর্যন্ত পড়লে জানা যায়- আল্লাহর রসুল হজরত ইবরাহিম গোটা মানবজাতিকে তাঁর দিকে হজের জন্য ডেকেছিলেন। মুসলিম বা বিশ্বাসীদেরকে নয়!
সেই ডাকে সারা দিয়ে দূর-দূরান্ত থেকে ‘তাঁর কাছে’ মানুষ এসেছিল। তিনি যেখানেই থাকবেন, তাঁর কাছে যাওয়াই ছিল লক্ষ্য, নির্ধারিত কোনো জায়গা নয়- ‘তাঁর কাছে’।
মানুষজন এলে তাদের জন্য পশু জবাই করেছিলেন ও খাবার-দাবারের ব্যবস্থা করেছিলেন।
এরপর হলো মূল কাজ। তিনি তাদেরকে আল্লাহর বাণী বা রিসালা পৌঁছে দিয়েছিলেন।
মনে রাখতে হবে- তিনি ছিলেন আল্লাহর শক্তিশালী রসুল।
শেষ নবী মোহাম্মদ রসুলুল্লাহ কী করেছিলেন?
তিনি মক্কার অমুসলিমদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া শুরু করেন। এই অভিযোগে তাঁকে জন্মস্থান থেকে বের করে দেওয়া হয়! অনেক সংগ্রামের পর তিনি ঘরে ফিরে আসেন। তারপর? যে মিশন তিনি শুরু করেছিলেন, সেই মিশন সম্পন্ন করলেন- অমুসলিমদের কাছে মহান আল্লাহর বাণী পৌঁছানোর কাজ সম্পন্ন করলেন। এটাই হজ।
তিনি অমুসলিমদের জন্য পশু জবেহ করলেন, খাবারের ব্যবস্থা করলেন (২:১৯৬) এবং তিনি চূড়ান্তভাবে তাদের কাছে কিতাব পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন।
রসুলুল্লাহর কাছে থাকা মহাজগতের পরাক্রমশালী প্রভুর বাণী অমুসলিম জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। আপনার-আমার পূর্বপুরুষদের কাছেও তা পৌঁছে গিয়েছিল।
সে সময় হজ ছিল অবধারিতভাবে রসুল ও তাঁর বাণীর সঙ্গে জড়িত। হজের সঙ্গে কোনও বিশেষ স্থানের সম্পর্ক নাই। আল্লাহর রসুল থাকে যেদিকে, হজ হয় সেদিকে। ‘হজ’ মুসলিমদের জন্য নয়, বরং যারা আল্লাহর বাণীর নাগাল পায়নি, তাদের জন্য রসুলের পক্ষ থেকে আল্লাহ তা’আলার বাণী পৌঁছানোর পদ্ধতি।
সকল নবি রাসুল মানবজাতিকে ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধু মুসলিম দের নয়। যে যেভাবে পেরেছে নবি / রাসুলের কাছে এসেছেন ইসলাম জানতে, এখানে পোশাক / ইহরাম / করনীয় মুল বিষয় নয়.
অসংখ্য ধন্যবাদ,,,,
সালাম ভাইজান, বাক্কা শব্দটি বিস্তারিত জানাতে অনুরোধ করছি।
@@MdNurHossain-wm8bt ruclips.net/user/postUgkxgGSHDRwv6BCZM0zF37C-IxqBsrdlsohT?si=eSUtZFkZ4mXXgNS4
ইব্রাহিমের কর্মকে ছায়ার মত অনুসরণ করার কথা বলেছিল
সালাম কোরআন দিয়া আলোচনা যে কোন মুসলিম এই করতে পারবে এটা তার দায়িত্ব যদি কেউ বাধা দেয় শয়তানের ভাই
"আয়াত" শব্দের একটি অর্থ হচ্ছে "নিদর্শন"।
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
সালামুন,আলাইকুম, রমজান,কখন,
আর,কুরআনা,কখন,খুব জানতে, ইছছা,করে,খুবই, কাংখিত
কোরআনের নতুন অনুবাদ প্রয়োজন।
Salamun alika..... Couldn't find your email, where is it?
@@shamimronty lightrevealed24@gmail.com
কুরবানী নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ بَلْ هُوَ الْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّا أَتَاهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে। [সুরা সাজদা: ৩]
وَمَا آتَيْنَاهُم مِّن كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍ
আমি তাদেরকে কোন কিতাব দেইনি, যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করিনি। [সুরা সা’বা: ৪৪]
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَى مِنْ إِحْدَى الْأُمَمِ فَلَمَّا جَاءهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا
তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোন সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল। [সুরা ফাতির: ৪২]
وَالْقُرْآنِ الْحَكِيمِ
প্রজ্ঞাময় কোরআনের কসম। [সুরা ইয়া-সীন: ২]
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন। [সুরা ইয়া-সীন: ৩]
عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
সরল পথে প্রতিষ্ঠিত। [সুরা ইয়া-সীন: ৪]
تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, [সুরা ইয়া-সীন: ৫]
لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। [সুরা ইয়া-সীন: ৬]
ruclips.net/video/yjJmt2BsnjA/видео.html
Salamun alaikum
ভাই আপনার নিকট অনুরুদ কোরআনের সঠিক অর্থ দিয়ে একটি বাংলা কোরআন প্রিনটিং করে দেন আমাদের জন্য
ভাই আলোচনা সংক্ষিপ্ত করার কি দরকার, যাদের আগ্রহ আছে তারা দীর্ঘ হলেও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে।আমি তো এক দেড় দুই ঘন্টার আলোচনা নিয়মিতই শুনি।জাকারিয়া কামাল সহ আরো অনেকের ভিডিও খুব দীর্ঘ হয়,তাও খারাপ লাগে না।
প্রযুক্তির যুগে সত্য যুক্তি সিদ্ধ ভাব সবাই বিশ্বাস করে। আর সব পকেটজীবী ।
সালামুন আলাইকুম,আসসালামু আলাইকুম, সালাম আরবি ব্যাকরণ দিক থেকে একই অর্থ প্রকাশ করে! যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক! তাই তিনটি যেকোনো একটি বলতে পারেন আপনি!
ভাই এই পাথরের কাবা কীভাবে একদম পৃথিবীর কেন্দ্র বিন্দুতে প্রতিষ্ঠিত হলো? কে এই মানচিত্র তৈরি করলো? দয়া করে এবিষয়ে কিছু বলবেন
জানি না। কোন কিছু কেন্দ্রবিন্দুতে হলেই সেটাকে ঘিরে ঘুরা লাগবে? সুর্য সৌরজগতের কেন্দ্র, তাহলে কি এখন সুর্যকে কেন্দ্র করে একটা রিচুয়াল বানাতে হবে? নাহলে আল্লাহর ইবাদত হবে না এরকম কিছু? কোনও কিছু কেন্দ্র হওয়ার সাথে আল্লাহর ইবাদতের কী সম্পর্ক আমার বুঝে আসলো না।
@@LightRevealedwhere's bacca
@Masud ruclips.net/user/postUgkxgGSHDRwv6BCZM0zF37C-IxqBsrdlsohT
সালামুন আলাইকুম ভাই যাকাত, হজ্জ নিয়ে আলোচনা দিয়েন
ভাই কাবা ঘরেরউপর ক্রস দিলেন কেন?
কষ্ট হচ্ছে? দু:খিত।
নুনু ভুটিতে আঘাত লাগলো ভাই?
❤❤
বাক্কাহ বিষয়ে জানতে চাই। আপনার ইমেইল এ্যাড্রেস কী?
চ্যানেলের পোস্ট গুলা চেক করুন।
ইমেইল: lightrevealed24@gmail.com
কোরআন শরিফ এ ৬৬৬৬ টি আয়াতের কথা বলা হচ্ছে কিন্তু আসলে কতটা আয়াত আছে? তা নিয়ে একটা ভিডিও?
এই x এর অর্থ কোরআন গবেষণা করে
যা পাওয়া যায় তা হল .আল্লাহ্র পক্ষ থেকে দেয়া ইব্রাহীমের আদর্শ ও নীতী এই মর্মে কোরআনে অনেক আয়াত আছে
আমরা যে মুর্খ আমাদের কি হবে।
আল্লাহর কিতাবের সঙ্গে সংযুক্তি হউন।
❤❤🎉
আপনার প্রতি অনুরোধ সালাতের বিষয়টা ক্লিয়ার করুন
আমি নামাজ পড়তে
পারছি না
আপনার ভিডিও দেখার পর থেকে
ভাই আল্লাহর কাছে একান্তে বেশী বেশী ক্ষমা চান জীবনে যত শিরক করেছেন তার জন্য, এবং আশ্রয় চান যেন ভবিষ্যতে আর কখনও শিরকের মধ্যে না লিপ্ত হন। নিশ্চয় অনেক কিছু আল্লাহ পরিষ্কার করে দিবেন।
কুরান অর্থ বুঝে পড়ুন, অন্য সকল কিতাবের প্রভাব থেকে মুক্ত হয়ে। যে আয়াতগুলো বুঝবেন না সেগুলো আপাতত সাইডে রেখে যেগুলো স্পষ্ট সেগুল মেনে চলার চেষ্টা করুন। আমার মনে হয় তাহলে আর কিছুই প্রয়োজন হবে বা। শত শত আমল রয়েছে কুরানে সেগুলো করেই কুল পাবেন না৷
মুহাম্মদ এর নিরদেশিত পথই হল কোরআন কোরআন হেফজ করার না কোরআন সঠিক ভাবে বুয়ার বিষয় কোরআন এ এই কথাটি বার বার বলা হয়েছে ।