স্যার আপনাকে আজকেই চিনলাম ,চিনলাম কবিতাকে।আজকেই জানলাম কবিতার জাদু ,যদি আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে(লিয়াকত আলি অডিটরিয়াম) না আসতেন তবে হয়ত ভুলেই যেতাম কবিতাকে ,নিজ ভাষাকে । কথার মধ্যে যে এত জাদু আছে তা আমি জানতাম না।আপনি ও আপনার মত মানুষেরা বাংলা ভাষাকে জীবিত রাখছেন। আমি মনে করতাম ইংরেজি সাহিত্য হয়ত অনেক সমৃদ্ধ কিন্তু আজ সে ধারনার পরিবর্তন ঘটল। ধন্যবাদ আপনাকে । আল্লাহ্ আপনাকে ভালো রাখুক। ..............
আহা কি আবেগ!! যেন হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ দিয়ে সযত্নে কবিতা আবৃত্তি। স্যার আপনার জাদুকারী, প্রেমময়, বজ্রকন্ঠের ভালবাসার অনুসারী হয়ে গেলাম। আপনার কন্ঠনালী হতে নিঃসৃত প্রতিটি শব্দ, যেন আমার ভিতরের আমিটাকে ভিশনভাবে জাগ্রত করেছে।
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর, আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী, স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ? একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন। বাতাশে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ - চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা- তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি ঘুমুতে পারিনা… রক্তের কাফনে মোড়া - কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার - স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন - স্বাধীনতা - আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
গায়ের পশম শিউরে ওঠে ❣️❣️শ্রদ্ধা অকাল প্রয়াত কবি রুদ্ধ মোহাম্মদ শহিদুল্লা ,সালাম মাহিদুল ইসলাম মাহি ভাইকে।
Nice!
মাশাআল্লাহ। অপূর্ব। যত শুনি ততই ক্ষুধা বাড়ে যায়।
হৃদয় ছুঁয়ে যাওয়া আবৃত্তি
NICE
কলিজা ঠান্ডা করা আবৃত্তি।
অসাধারণ!
স্যার আপনাকে আজকেই চিনলাম ,চিনলাম কবিতাকে।আজকেই জানলাম কবিতার জাদু ,যদি আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে(লিয়াকত আলি অডিটরিয়াম) না আসতেন তবে হয়ত ভুলেই যেতাম কবিতাকে ,নিজ ভাষাকে । কথার মধ্যে যে এত জাদু আছে তা আমি জানতাম না।আপনি ও আপনার মত মানুষেরা বাংলা ভাষাকে জীবিত রাখছেন। আমি মনে করতাম ইংরেজি সাহিত্য হয়ত অনেক সমৃদ্ধ কিন্তু আজ সে ধারনার পরিবর্তন ঘটল। ধন্যবাদ আপনাকে । আল্লাহ্ আপনাকে ভালো রাখুক। ..............
কবিতা টা আমি ২০০৫ এ প্রথম পড়ি। এই কবিতাটাই কবিতার প্রতি আমার প্রেম তৈরি করে। এক জীবন্ত কিংবদন্তীর মুখে শুনলাম আর অনুভব করলাম।
হৃদয় ছুঁয়ে যাওয়া আবৃত্তি 💖🥀
আহা কি আবেগ দিয়ে আবৃত্তি করলেন স্যার, চোখে জল এসে গেছে আমার😪😪
অসাধারণ সুন্দর আবৃত্তি , আজকে জানলাম কবিতার জাদু
আহা কি আবেগ!! যেন হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ দিয়ে সযত্নে কবিতা আবৃত্তি। স্যার আপনার জাদুকারী, প্রেমময়, বজ্রকন্ঠের ভালবাসার অনুসারী হয়ে গেলাম। আপনার কন্ঠনালী হতে নিঃসৃত প্রতিটি শব্দ, যেন আমার ভিতরের আমিটাকে ভিশনভাবে জাগ্রত করেছে।
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ -
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া - কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার - স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন -
স্বাধীনতা - আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত
জাতির পতাকা।
অসাধারন,
আডষঠ
Shammi Rahman
বাতাসে লাশের গন্ধ আরো তীব্রতর হচ্ছে।........ প্রিয় মানুষের কণ্ঠে প্রিয় কবিাতাগুলো শুনে খুব খুব ভালো লাগছে। মাহী ভাই শুভ কামনা রইলো।
আমার প্রণাম নেবেন স্যার, আমি বাংলা সাহিত্যের একজন ছাত্র ।পূর্বের ন্যায় অপূর্ব আবৃত্তি আপনার...মুগ্ধ হয়ে যাই আমি।
অনবদ্য আবৃত্তি। মুগ্ধ হলাম।
ভালবাসি কবিতা অাবৃত্তি। ভালো লাগে অাপনার অাবৃত্তি।
অসাধারণ স্যার 🙏❤
Oshadharon kobita n abbriti
Sir,,Nice
আহা..... সে কি কন্ঠ।
Apnar protita kobotar vongi amar khubii vallage.
ভালো লাগলো।
অসাধারণ আবৃত্তি
আজও বাতাসে লাশের গন্ধ পাই😭😭😭😫😫😫
❤❤❤❤
খুব সুন্দর স্যার
অসাধারণ!!!!
Nice recitation
Excellent recitation!
❤❤❤❤❤
অসাধারণ
মাহিদুল ভাই, আপনার আবৃত্তি নিয়ে কোন মন্তব্য করতে চাইনা, শুধু বার বার শুনি, শুধু শুনি...
দুর্দান্ত!!!!
Khub valo
excellent ................
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রিয় স্যার 😍
Your voice is so sweet!
Wonderful ❤
Background music ta kon gaan?
please keu bolte paarben?
Excellent
speechless sir
মুগ্ধ হলাম.... এটা আমার প্রিয় কবিতা....
vffgyty78poiuytrplkjhgfdsoiuytrewoiuytrewoiuytrew.,mnbvcxzkjhgfd
Awesome recitation.
ato norom konthe? romantic poem?
Beautiful
ঠিকই তো আজও বাতাসে লাশের গন্ধ পাই।😢😢😢😢😢😢😢👍😢😢😢একুশ শতকে দাঁড়িয়ে, এতো লজ্জার।
I just love your voice sir
🧡🧡
Nice
আমার কাছে মোটেও ভালো লাগেনি।।। মাত্র শ,তিনেক বারশুনেছি।।।।।।
wow
Eto vishon abeg kivabe apni lalon koren !
সে আমার ভাই আগে হবে নাকি?
Op
Ap
Ip
অসাধারণ