সমাধান কি ঝাল মুড়ি, কিনে নিয়ে একসাথে বসে খেয়ে ফেললাম। সমাধানের প্রথম বাঁধা পিতৃ পুজা। দ্বিতীয় বাঁধা আত্ম ব্যক্তিত্ব। তৃতীয় বাঁধা শয়তান। চতুর্থ বাঁধা অনুচর বা অনুসারী মহল। পঞ্চম বাঁধা জ্ঞানের ভন্ডুলতা ।। তাই সমাধান অনেক কঠিন ত্যাগের ফলাফল।।।।
মুহতারাম মাওঃ খালেদ সাইফুল্লাহ সাহেব আপনি তাবলীগ এ এক সাল সফর করেন। এর পর কুরআন শরীফ হাদীস শরীফের বয়ান যতটুকু বাকি থাকে তখন মুরব্বিদের বলবেন বা আপনি নিজেই কইরেন।
এটাকি কোরাআন এর ওহি নাকি যে চিল্লা বাধ্যতা মূলক হা? ভন্ডামি বাদ দিয়ে সমস্ত আলেম উলামা এক সাথে একি যায়গায় আলোচনা করবে সমস্যা কই? রাসুলুল্লাহ সাঃ কি বলে দিয়েছেন নাকি যে চিল্লা দেওয়া ছাড়া কেও তাবলিগে আলোচনা করতে পারবে না?😡😡
উনিতো মারাত্মক ভাবে গুমরাহী ছড়াচ্ছে, তার আশপাশে কি কোন আলেম নাই তাকে তাবলীগের মেহনতকে বুঝানোর জন্য?? উনি তো আলেম হয়ে উন্মাদের মত আচরণ করছেন। দয়া করে তাকে বুঝান এসব বলতে বারণ করেন।
'আমরা আলেমদের সাথে আছি' অথবা ' তাবলীগ আলেমরাই চালাবে ' এই সমস্ত মুখরোচক কথা বলে সুকৌশলে বাংলাদেশের সহজ-সরল আলেম-ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের দীক্ষায় দীক্ষিত করার প্রয়াস চলছে জনাব কারি জুবায়ের সাব আর মাওঃ সাদ সাহেব নামে ভীন্ন হলেও নীতি গত ভাবে উভয় ই এক। উভয়েরি নীতি হল তাবলীগে আওয়ামদের এসলাহের জন্য মাত্র ৪ মাস আর আলেমদের এসলাহের জন্য একাধারে ১২ মাস। জুবায়ের সাব এটা করেন নি যে আলেমরা ১৫/২০ বছর মাদরাসায় দ্বীন শিক্ষার পরে ও কেন আবার ১২ মাস এসলাহ হতে হবে বরং ১ ঘন্টা ও উচিত নয়। কিন্তু উনি অনড়। আলেমদের জন্য এই নিয়ম বুঝতে পারার কারণে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী সহ দেওবন্দ মাদ্রাসার পূর্ব বুজুর্গরা কেউ তাবলীগে সময় দিয়ে নিজেদের কে আওয়ামদের নিচের কাতারে নেননি । বরং এই কামের মোকাবেলায় হযরত আশরাফ আলী থানবী (রহ) ঐ সময় ই আরেকটি কাম চালু করলেন যার নাম রাখলেন ' দাওয়াতুল হক '। ২. সিহা সিত্তা কিতাব বাদ দিয়ে ওলামাদের ও বিতর্কিত ফাজায়েল আমল সাদাকাত এর অধীন হতে হবে যেখানে জয়িফ, জাল অনেক রকম হাদীস ও মনগড়া অনেক ঘটনা রয়েছে । ৩. ৬ নম্বর এর অধীন হতে হবে, এর বাইরে দ্বীনের অন্য কোন বিষয়ের উপর কথা বলা যাবেনা ( অথচ হক্কানী ওলামাকেরাম ছয় নম্বর কেই পরিপূর্ণ দ্বীন মনে করেন না )এই নীতির কারণেই জুবায়ের সাব দেওবন্দ বা হাটহাজারী র কোনো মুহতামিম বা মাওলানা সাহেব কে কোনো ইজতেমা য় বয়ান,এলান বা দোয়া ও করতে দেননা। যেহেতু ইনারা তাবলীগে একাধারে ১২ মাস লাগিয়ে নিজেদের পরিশুদ্ধ করেন নাই। ৪. দেওবন্দ এর নোটিশ বোর্ডে মাস্তুরাত জামাতকে হারাম বলে ফতোয়া দেয়া আছে অথচ জুবায়ের সাব দেওবন্দ কে না মেনে মাস্তুরাতের জামাত এখনো চালিয়ে যাচ্ছেন। ৫. যেই কিতাবে 'এলেমের বিনিময়ে মূল্য গ্রহন করা ওলামাদের আগে যিনাকাররা জান্নাতে যাবে' লেখা আছে সেই কিতাব প্রতিদিন মা্রকাজে পড়া উনি এখনো বাধ্যতামূলক রেখেছেন ( হায়াতুস সাহাবা ৪ থ খন্ড ৬০২ পৃষ্ঠা) । মুফতি আবু সাঈদ, মাওঃ মাহমুদুল হাসান, মুফতি জাফর সাব, মুফতি রেজাউল করিম, মুফতি জুনায়েদ আল হাবীব , মুফতী আব্দুল মালেক, দেওনার হযরত,আল্লামা মামুনুল হকসহ জাঁদরেল জাঁদরেল ওলামা কেরাম বাংলাদেশে আছেন । অথচ ইনাদেরকে বয়ান করতে না দিয়ে ভারতের আবিষ্কৃত তাবলিগের দিক্ষায় দিক্ষিত আলেমদের দিয়ে ই উনি বয়ান করান। সুতরাং ' আমরা আলেমদের সাথে আছি ' এই একটা ধূয়া তুলে বাংলাদেশ এর সমস্ত আলেমদের বিশ্ব ইজতেমায় এনে মাওঃ জুবায়ের সাব বাস্তবে তাবলীগের এজেন্ডা ই বাস্তবায়ন করছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের নিয়ম নীতির অধীন করতে চাচ্ছেন। এখন বুঝা যাচ্ছে জুবায়ের সাহেব কে মানা মানে প্রকারান্তরে সাদ সাহেব কে ই মানা। মাওঃ সাদ সাহেবের উচিত ইসরাইল থেকে প্রাপ্ত বিলিয়ন বিলিয়ন ডলারের বড় অংশ কারি জুবায়ের সাব বরাবর হাদিয়া পাঠানো। যেহেতু গত ১০০ বছর ধরে নিজামুদ্দীন যা পারে নাই কারি জুবায়ের সাব মাত্র ৭ বছরে তা করে দেখালেন। অর্থাৎ বাংলাদেশের ৯৯.৯৯ ভাগ ওলামা কেরাম কে ভারতের আবিষ্কৃত তবলিগের গোলাম বানিয়ে ফেললেন। মাদ্রাসা ফেলে ওস্তাদ ছাত্র সবাই ভারতের আবিষ্কৃত তবলিগের নিয়ম নীতি প্রসারের জন্য ছুটে আসছেন।
হক্কানী ওলামায়ে কেরাম হলেন দ্বীনের রাহাবার । বাংলাদেশে তাবলীগ চলবে হক্কানী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ।আহলুস সুন্নাত ওয়াল জামাত এর দাবি সাদিয়ানিদের পূর্ব পুরুষদের স্বপ্নে পাওয়া ভারতের আবিষ্কৃত তাবলীগের জরুরী ভিত্তিতে নিম্ন লিখিত সংস্কার গুলো করতে হবে ১. ইয়াহুদিদের দালাল মাওঃ সাদ এর পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত, জাল ও জয়িফ হাদীস, মনগড়া ঘটনায় ভরপুর, সমগ্র আরব বিশ্বে যে কিতাব পড়া, বিক্রি করা, বহন করা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ সেই ফাজায়েলে আমাল, সাদাকাত এর পরিবর্তে বুখারী শরীফের তালিম চালু করা।যাতে উম্মত সহীহ এলেম পেতে পারে। ২. মাওঃ সাদের পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত যে কিতাবে " উলামাদের পূর্বে যিনাকাররা জান্নাতে যাবে" লিখা আছে সেই কিতাব হায়াতুস সাহাবা বাতিল করে সর্বজন স্বীকৃত, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) কর্তৃক রচিত ' বেহেশতি জেওর ' অথবা আহকামে জিন্দেগী কিতাব প্রতিদিন মা্রকাজ গুলোতে পড়া বাধ্যতামূলক করা। ৩. মাওঃ সাদের পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ৬ নম্বরের পরিবর্তে ইসলামের ৫ বেনা বা খুঁটি যা আছে তা সাদাসিধা উম্মতের কাছে সহজ-সরল ভাষায় পৌঁছানোর জন্য ৬ নম্বরের আদলে সহি কিছু বানানো । ৪. ইয়াহুদীদের দালাল মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের বানানো তারতিবে মারকাজ শব্দটি বাদ দিয়ে মাদ্রাসা শব্দটি লাগানো যেমন কুমিল্লা তাবলীগ মারকাজ নয় বরং কুমিল্লা তাবলীগ মাদ্রাসা। এবং বাস্তবেও সমস্ত মারকাজ গুলোকে ফ্রি মাদ্রাসাতে রূপান্তরিত করা যেখানে বয়স্ক কোরআন শিক্ষা সহ মহিলাদেরও পৃথক সূরা কেরাত ও কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা হবে। ৫. মাওলানা সাদ সাহেবদের পূর্বপুরুষদের দ্বারা বানানো তথাকথিত মাস্তুরাত জামাত সম্পূর্ণ বন্ধ করে দ্বীনের সহি রাহাবার দেওবন্দের নির্দেশনা মানা এবং মা বোনদের ঘরে রাখার ব্যবস্থা করা। ৬. বিতর্কিত আলেম মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দ্বারা বানানো আলেমদের হেয় করার এক সাল লাগানোর তরতিব সম্পূর্ণ বাতিল করা। যারা ১৫/২০ বছর ডাইলের পানি খেয়ে দ্বীন শিখলেন তাদের জন্য আবার কিসের এক সাল। ৭. মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দ্বারা পরিচালিত তাবলীগের বাতিল তরিকায় শিক্ষিত আলেম-ওলামাদের বাদ দিয়ে ওলামায়ে দেওবন্দ ও হাটহাজারীসহ আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম দিয়ে দ্বীনের সহি রাহবার দের এক জমাত বানানো এবং জেলা ভিত্তিক তাদের নামের তালিকা প্রকাশ করা এবং সাথীদেরকে দ্বীনের ব্যাপারে সরাসরি তাদের রাহাবারি নিতে নির্দেশ দেওয়া। ৮. যেহেতু তাবলীগের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা বানানো ও আলেম পয়দা করা সেহেতু কাকরাইল মাদ্রাসা মারকাজ থেকে প্রতি জামাত জেলা বা ইউনিয়নের মাদ্রাসাগুলোতে প্রেরণ করা। মসজিদে থাকার পরিবর্তে জামাত গুলো কওমী মাদ্রাসাগুলোতে থাকবে এবং গাস্ত করে প্রতিদিন মাগরিবে লোকজনকে মাদ্রাসায় একত্রিত করবে। মাদ্রাসার ওস্তাদরা বয়ান করবেন। মাদ্রাসার ফজিলত আলেম-ওলামাদের ফজিলত বয়ান করে বাচ্চা বাচ্চিদের মাদরাসায় ভর্তি করানোর জন্য তাশকিল করবেন। ৯. সর্বোপরি ইহুদীদের দালাল মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দেওয়া এই তাবলীগ নামটি বাদ দিয়ে 'জামাতুল হক' অথবা 'ওরাসাতুল আম্বিয়া' অথবা দাওয়াতুল ওলামায়ে হক নামে নামকরণ করা যাতে উম্মত এই দাজ্জালের ভয়াবহ ফেতনা 'তবলিগ ' থেকে বেঁচে যায়। উপরোক্ত সংস্কারগুলো না আনলে আমরা ধরে নিব যে কারী জুবায়ের সাহেব ও মাওলানা সাদ সাহেব মুদ্রার এপিঠ-ওপিঠ অর্থাৎ উভয় ইহুদীদের দালাল কারণ উভয়েই একই নিয়ম নীতির তবলিগ চালিয়ে যাচ্ছেন এবং হক্কানি ওলামায়ে কেরাম সাদিয়ানি দের কে যেভাবে লাল কার্ড দেখিয়েছেন ইয়াহুদীদের দালাল সাব্যস্ত করে কারী জুবায়ের কে ও সেইভাবে লাল কার্ড দেখাতে বাধ্য হবেন...... এবার ইজতেমায় আল্লামা মামুনুল হকের বয়ান চাই। মাঠে ময়দানে তাদেরকে ব্যবহার করবেন আর বয়ান দিবেন ভারতের কাঠমোল্লাদের এটা তো হতে পারে না। আহমদ লাট সাহেব ইব্রাহিম দোলা সাব এগুলা সব নিজামুদ্দিন অর্থাৎ ভারতের প্রোডাক্ট। এদের এবার বয়ান দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আল্লামা মামুনুল হক , মুফতি জুনায়েদ আল হাবিব , এবং মুফতি আব্দুল মালেক সাহেব কে বয়ান দিতে হবে দিতে হবে দিতে হবে । ওলামা একরাম কে ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে। 'আমরা আলেমদের সাথে আছি'এই ধোঁয়া তুলে ক্বারী জুবায়ের সাহেব আসলে নিজামুদ্দিনের তাবলীগ ই চালাচ্ছেন।
তাবলিগ কে তাবলীগ এর লাইনে চলতে দিন।ছয় উসুল কুরআনের বাইরে নয়।তাবলীগ সূচনা কারী ছয় উসুলের মাধ্যমে সাধারণ মুসলমানদের কে দ্বীন শিখানো উদ্দেশ্য ছিল।ইজতেমার বয়ানে শুধু ছয় উসুল নয়,বহু আয়াতের ব্যাখ্যা সহ অনেক নছীহতে ভরপুর। আগে একটা বয়ান শুনুন তারপর মন্তব্য
তাবলিগ এমন একটা প্লাটফর্ম যা মানুষ কে আমলমুখি করাহয়।তাই সেখানে আমল সম্পর্কেই আলোচনা হবে এটাই বিষয়বস্তুর দাবি। তাই অন্যান্য প্লাটফর্ম দিনের সবকাজ চলবে। আপনি ফেতনাকরতেছেন।
তাবলিগের ৬য় উসুল কোরআন অনুযায়ী উলামায়ে কেরামগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।যাতে সর্বসাধারণ আখেরাতের লাইনে মেহনত করে উভয় জগতে কামিয়াবি অর্জন করতে পারে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন আমীন।
প্রতিটা কথা মিথ্যা, তার প্রমাণ তাবলীগের ছয় ওসূল যা নবী,স: এর জীবনের অংশ আর নবীর জিবন কখনোই কুরআনের বাইরে নহে আর এই ওসূল গুলো সারা জীবন মাদ্রাসায় সময় দিয়েও যার আঁকল এ ঢুকলো না সে আবার কিসের আলেম,ধীককার জানাই এই সমস্ত আলেম নামধারী জাহেল মূর্খ অমানুষ বর্বর পশূর চেয়ে ও অধম জালিম গূলোকে
ভাইজান আপনার কথা সত্য কিন্তু কি পড়বেন তিনিতো যেভাবে বললেন বেদাত ছয় নাম্বার আসলে কি বলবো তারা তো খুব এলেম শিখেছি তাই কথা বলে বলতে দেন তির যতদিন দুনিয়াতে আছে তারপর মরার পরে আল্লাহর কাছে বলবো নে
হুজুর এত সত্য কথা বললেন কিভাবে চিন্তা করতেছি। আমি ত এতদিন মনে করতাম,হুজুররা শুধু সাদকা আর ভিক্ষা খাওয়া ছাড়া আর কিছু বোঝেনা। আল্লাহ হুজুরকে নেক হায়াত দিন। আমিন।
আলহামদুলিল্লাহ হুজুরের এলেম আছে ভালো খুব সুন্দর আলোচনা কিন্তু তাবলীগের ব্যাপারে তার কোন এলেম নাই তাবলীগের ব্যাপারে এলেম থাকতে হলে আগের সময় পুরা করতে হবে তাবলীগের ওসুল অনুযায়ী চরমোনাই উসুলের অনুযায়ী না। আর আমার মনে হয় হুজুর টাকার বিনিময় ছাড়া বয়ান দেয় নাই।
ওরা আমার কচুর জ্ঞানী,,ওরা একটা ক্বওমী আলেমের ছাত্রদের সমতুল্য হবে না,,ওরা দাড়ী স্টাইল করে রেখে ওয়াজে কোরআন হাদিসের আলোচনা তো করে না শুধু বাংলীশ বলে😁বাংলিসের দিক থেকে জামাত শিবিরের বক্তারা সেরা😁
মিয়া কথা সাবধানে বলতে হয়। আলেমরা যদি মতামত না দেয় তাহলে কে মতামত দিবে? জাহেলরা! ভাই সাবধান কোন আলেম সম্পর্কে হুট করে কিছু বলিয়েন না। কপাল পুড়তে সময় লাগে না।
@olirahman1271 সব জিনিসের দলিল খুজতে নেই,দলিল পাইলে কি সময় লাগাবেন। দাওয়াত থেকে ই আমরি দ্বীন পেয়েছি,যখন কোরআন পাক আসে নাই তখন দাওয়াত ছিলো অন্যতম মাধ্যম।যে সকল আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মেহনত করতে এক সাল সময় লাগিয়েছে তাদের আলোচনা শুনবেন এবং যে সকল ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগে সময় লাগায় নাই তাদের আলোচনা শুনবেন। পার্থক্য টা বুঝে আসবে। একজন আলেম সে সমাজের শ্রেষ্ঠ সন্তান,আরেক জন আলেম তাবলীগে এক সাল সময় লাগিয়েছে এই ব্যাক্তি শ্রেষ্ঠ সন্তান দের ওস্তাদ।বিশ্বাস না হলে সময় লাগিয়ে দেখুন। কাকড়াইলের ওলামায়ে কেরাম দের সাথে চলাফেরা করে দেখুন তারা কোনো হক্ক পন্থি আলেম দের বিরোধিতা তো দুরের কথা সমালোচনা ও করেন না।কারো দোষ খোজে না।সবসময় ক্ষমা করার মনোভাব অন্তরে পোষন করে।ইনশা আল্লাহ, চেষ্টা করে দেখুন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন আমীন।
@@olirahman1271 ভাই তাবলীগ নবীওয়ালা কাম সাহাবীওয়ালা কাম,,,,, অধ্যায়ন নাকরে যেমন ডাঃ ইন্জিনিয়ারি হাফেজ আলেম মুফতি হওয়া যায়না অনুরুপ সাল হলো তাবলীগ শিখার একটা সময়,,,,,,
তাবলীগ এর কাজ কোরআন ও হাদিসের আলোকে ই চলে আসছে ও চলবে। তাবলীগ তার গতিতে চলতে দিন। ছয় উসুল এর বাহিরে আপনি বাহিরে গিয়ে বয়ান করেন। তাবলীগ এর বাহিরে ও বয়ানের অনেক জায়গা আছে। আপনার কথায়,,,,
আমারা সবাই একমত।হুজুর আপনি এগিয়ে যান আমরা সবাই আপনার সাথে আছি। টঙ্গির ময়দানে দশ দিন এস্তেমা চাই। সব বড় বড় আলেম-ওলামাদের কথা বলতে দিতে হবে কেউ যেন বাদ না পরে।
@@arifulhasan87যে স্টেজ থেকে গিবত শিখায়ত হয় ওই য়েস্টেজর বয়ানকারীর কোনো বদ দোয়ায় কাজ হবে না। বদ দোয়া কবুল হয় মজলুমের আল্লাহ আপনাদেরকে মজলুমের বদ দোয়া থেকে হেফাজত করুক আমিন
@@AbdulAlim-uw5qv আসসালামু আলাইকুম। ভাই আমার মনে হয় আপনি আলেম নন। কারণ আপনার লেখা সেটাই বলতেছে। কোনটা গীবত কোনটা গীবত নয় দয়া করে কোন আলেমের কাছ থেকে শিখে নিলে ভালো হতো। নেতৃত্বদানকারী কোন ব্যক্তি যদি ভুলের মধ্যে থাকেন সেই সম্পর্কে সাধারণ মুসলমানকে সতর্ক করা গীবত নয়। বরং যে আলমের দৃষ্টিতে ভুল ধরা পড়বে এটা প্রকাশ করা তার জন্য জরুরী। তিনি যদি তা না করেন তবে তিনি তার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহীহ বুঝ ও সে অনুযায়ী চলার তৌফিক দান করেন। মনে রাখবেন হক্কানী ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, কটুক্তি করা, কু ধারনা রাখা এটা ঈমানের জন্য ক্ষতিকর।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ ,,, আর কিছু দিন পর যুবায়ের সাব বিস্বাস ঘাতক যাফর এর উপাধি পাবে
তাবলীগের মধ্যে সব কথার তাবলীগ ঠিক আছে। তবে যে লোককে দাওয়াত দিবেন সেই লোক কথাগুলি গ্রহন করতে পারে। সেভাবে বুঝিয়ে দাওয়াত দিবেন এটাই ঠিক। যখন যে কথা তখন সে কথার হেকমতে চলতে হবে।
Taholay Apne ki onakay chalabayn, Kono dento nijayr mohollar emamsahayb k Akpoisa desayn, Kono khobor rakhsayn tar porebar kibabay cholay tar porebar, ulto tar takar dekay apnadayr nojor atkaiah asay , ahgay nijayr nojor thik koray kudaronar porenam ki hotay paray ta apnar Jana nai
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ ,,, আর কিছু দিন পর যুবায়ের সাব বিস্বাস ঘাতক যাফর এর উপাধি পাবে এখনো সময় আছে আসল তবলীগ ওয়ালাদের কে চেনেন
তাবলিগের প্রতি এত হিংসা কেন? কুরআ্ন পড়ায়ে টাকা নেয়া সুন্নত কোথায় পেলেন? সাহাবাগণ রাস্ট্রিয় কাজ করে ভাতা নিতেন একথা সত্য কিন্তু কুরআন পড়িয়ে কি অর্থ নিতেন ? বর্তমানে যারা রাষ্ট্রিয় কাজ করে বেতন নেন , তাকে কি কেউ নাজয়েজ বলছে?
আল্লাহতালা বলেন তাদের কথা শোনো যারা দিনের দাওয়াতের বিনিময় নেয় না দিনের মেহনত করলে এর বদলা আল্লাহ দিবে বলে
আপনি একজন জনপ্রিয় ব্যক্তি আপনার প্রতি সম্মান রেখে বলি আপনার উচিত হবে সাধরন মানুষের সামনে না বলে কাকরাইল গিয়ে তাদের সাথে বসলে সমাধান হয়ে জাবে
😂😂
সমাধান কি ঝাল মুড়ি, কিনে নিয়ে একসাথে বসে খেয়ে ফেললাম।
সমাধানের প্রথম বাঁধা পিতৃ পুজা।
দ্বিতীয় বাঁধা আত্ম ব্যক্তিত্ব।
তৃতীয় বাঁধা শয়তান।
চতুর্থ বাঁধা অনুচর বা অনুসারী মহল।
পঞ্চম বাঁধা জ্ঞানের ভন্ডুলতা ।।
তাই সমাধান অনেক কঠিন ত্যাগের ফলাফল।।।।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বয়ান
হুজুরের এক সালে আল্লাহর রাস্তায় বাহির হতে হবে
মুহতারাম মাওঃ খালেদ সাইফুল্লাহ সাহেব আপনি তাবলীগ এ এক সাল সফর করেন। এর পর কুরআন শরীফ হাদীস শরীফের বয়ান যতটুকু বাকি থাকে তখন মুরব্বিদের বলবেন বা আপনি নিজেই কইরেন।
এক সাল লাগানো তাবলীগ?
ওয়াজিদের দাবানলে পুড়ছে বাংলাদেশ এর থেকে বাচার উপায় একমাত্র দোয়া ছাড়া উপায় নাই
আপনি কি চিল্লা দিয়া আলেম হইছেন
সাদ কয় চিল্লা লাগাইছে?
এটাকি কোরাআন এর ওহি নাকি যে চিল্লা বাধ্যতা মূলক হা? ভন্ডামি বাদ দিয়ে সমস্ত আলেম উলামা এক সাথে একি যায়গায় আলোচনা করবে সমস্যা কই? রাসুলুল্লাহ সাঃ কি বলে দিয়েছেন নাকি যে চিল্লা দেওয়া ছাড়া কেও তাবলিগে আলোচনা করতে পারবে না?😡😡
তাবলিগে আগে ১সাল সময় লাগিয়ে তার পরে কথা বলা উচিত।
হুযুরের বয়ান আগে বোঝার চেষ্টা করেন পরে মন্তব্য করেন
থেকে এক ছাল লাগালে সে পীর হয়ে যায় জান্নাতি হয়ে যায়
@@RomjanHusin ভাই আপনাদের ও মাদ্রাসার মধ্যে 16 বছর লাগানো উচিত,
উনিতো মারাত্মক ভাবে গুমরাহী ছড়াচ্ছে, তার আশপাশে কি কোন আলেম নাই তাকে তাবলীগের মেহনতকে বুঝানোর জন্য??
উনি তো আলেম হয়ে উন্মাদের মত আচরণ করছেন। দয়া করে তাকে বুঝান এসব বলতে বারণ করেন।
হুজুরকে খুব মহব্বত করি তবে তাবলীগের ব্যাপারে এই বয়ান সমর্থন করতে পারলাম না।
'আমরা আলেমদের সাথে আছি' অথবা ' তাবলীগ আলেমরাই চালাবে ' এই সমস্ত মুখরোচক কথা বলে সুকৌশলে বাংলাদেশের সহজ-সরল আলেম-ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের দীক্ষায় দীক্ষিত করার প্রয়াস চলছে
জনাব কারি জুবায়ের সাব আর মাওঃ সাদ সাহেব নামে ভীন্ন হলেও নীতি গত ভাবে উভয় ই এক। উভয়েরি নীতি হল তাবলীগে আওয়ামদের এসলাহের জন্য মাত্র ৪ মাস আর আলেমদের এসলাহের জন্য একাধারে ১২ মাস। জুবায়ের সাব এটা করেন নি যে আলেমরা ১৫/২০ বছর মাদরাসায় দ্বীন শিক্ষার পরে ও কেন আবার ১২ মাস এসলাহ হতে হবে বরং ১ ঘন্টা ও উচিত নয়। কিন্তু উনি অনড়। আলেমদের জন্য এই নিয়ম বুঝতে পারার কারণে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী সহ দেওবন্দ মাদ্রাসার পূর্ব বুজুর্গরা কেউ তাবলীগে সময় দিয়ে নিজেদের কে আওয়ামদের নিচের কাতারে নেননি । বরং এই কামের মোকাবেলায় হযরত আশরাফ আলী থানবী (রহ) ঐ সময় ই আরেকটি কাম চালু করলেন যার নাম রাখলেন ' দাওয়াতুল হক '।
২. সিহা সিত্তা কিতাব বাদ দিয়ে ওলামাদের ও বিতর্কিত ফাজায়েল আমল সাদাকাত এর অধীন হতে হবে যেখানে জয়িফ, জাল অনেক রকম হাদীস ও মনগড়া অনেক ঘটনা রয়েছে । ৩. ৬ নম্বর এর অধীন হতে হবে, এর বাইরে দ্বীনের অন্য কোন বিষয়ের উপর কথা বলা যাবেনা ( অথচ হক্কানী ওলামাকেরাম ছয় নম্বর কেই পরিপূর্ণ দ্বীন মনে করেন না )এই নীতির কারণেই জুবায়ের সাব দেওবন্দ বা হাটহাজারী র কোনো মুহতামিম বা মাওলানা সাহেব কে কোনো ইজতেমা য় বয়ান,এলান বা দোয়া ও করতে দেননা। যেহেতু ইনারা তাবলীগে একাধারে ১২ মাস লাগিয়ে নিজেদের পরিশুদ্ধ করেন নাই।
৪. দেওবন্দ এর নোটিশ বোর্ডে মাস্তুরাত জামাতকে হারাম বলে ফতোয়া দেয়া আছে অথচ জুবায়ের সাব দেওবন্দ কে না মেনে মাস্তুরাতের জামাত এখনো চালিয়ে যাচ্ছেন।
৫. যেই কিতাবে 'এলেমের বিনিময়ে মূল্য গ্রহন করা ওলামাদের আগে যিনাকাররা জান্নাতে যাবে' লেখা আছে সেই কিতাব প্রতিদিন মা্রকাজে পড়া উনি এখনো বাধ্যতামূলক রেখেছেন ( হায়াতুস সাহাবা ৪ থ খন্ড ৬০২ পৃষ্ঠা) ।
মুফতি আবু সাঈদ, মাওঃ মাহমুদুল হাসান, মুফতি জাফর সাব, মুফতি রেজাউল করিম, মুফতি জুনায়েদ আল হাবীব , মুফতী আব্দুল মালেক, দেওনার হযরত,আল্লামা মামুনুল হকসহ জাঁদরেল জাঁদরেল ওলামা কেরাম বাংলাদেশে আছেন । অথচ ইনাদেরকে বয়ান করতে না দিয়ে ভারতের আবিষ্কৃত তাবলিগের দিক্ষায় দিক্ষিত আলেমদের দিয়ে ই উনি বয়ান করান।
সুতরাং ' আমরা আলেমদের সাথে আছি ' এই একটা ধূয়া তুলে বাংলাদেশ এর সমস্ত আলেমদের বিশ্ব ইজতেমায় এনে মাওঃ জুবায়ের সাব বাস্তবে তাবলীগের এজেন্ডা ই বাস্তবায়ন করছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত ওলামাদের কে ভারতের আবিষ্কৃত তাবলীগের নিয়ম নীতির অধীন করতে চাচ্ছেন।
এখন বুঝা যাচ্ছে জুবায়ের সাহেব কে মানা মানে প্রকারান্তরে সাদ সাহেব কে ই মানা। মাওঃ সাদ সাহেবের উচিত ইসরাইল থেকে প্রাপ্ত বিলিয়ন বিলিয়ন ডলারের বড় অংশ কারি জুবায়ের সাব বরাবর হাদিয়া পাঠানো। যেহেতু গত ১০০ বছর ধরে নিজামুদ্দীন যা পারে নাই কারি জুবায়ের সাব মাত্র ৭ বছরে তা করে দেখালেন। অর্থাৎ বাংলাদেশের ৯৯.৯৯ ভাগ ওলামা কেরাম কে ভারতের আবিষ্কৃত তবলিগের গোলাম বানিয়ে ফেললেন। মাদ্রাসা ফেলে ওস্তাদ ছাত্র সবাই ভারতের আবিষ্কৃত তবলিগের নিয়ম নীতি প্রসারের জন্য ছুটে আসছেন।
উনারা সারা বছর শুধু আওয়ামী লীগ আর বি,এন,পির বিরুদ্ধে মিছিল করে আর মারা মারি করে,,
এটাকেই ইসলাম মনে করে।
কেন কোন বয়ান দেয়া লাগবে
সত্যকথা তিতা মরার পর বুজবা
Abdullah
তুমি গিয়ে মুরি খাও
সাধারণ মানুষের সামনে না বলে সোজা কাকরাইলে চলে যান, যুবায়ের সাহেব আপনার কথা অবশ্যই শুনবেন। তাছাড়া ফেতনা বাড়বে।
হযরত কে আল্লাহ তায়ালা সহিহ্ বুজ দান করুক।। এবং সহিহ্ কথা বলার তৌফিক দান করুক।। 😢😢
হুজুর কাকরাইলে কিছু সময় দিলে সব বুজে যাবেন
হুজুর আপনার মত মুর্খ না বুজলেন
হুজুর সব বুঝে মাওনা জুবা সাপের এক বছর জুনিয়র ব্যাপারটা বুঝছেন
@@MdSuruj-r7sতিনি বলেন কাকরাইল মধ্যে টাকা অভাব নাই
@@mdsaiful4581 নজর পড়েছে খুবই ভয়ংকর 🫣🫣
হুজুর বুঝে, তুমি বুঝ না
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা আল্লাহপাক হুজুরকে নেক হায়াত দান করেন আমিন আল্লাহুম্মা আমীন
হক্কানী ওলামায়ে কেরাম হলেন দ্বীনের রাহাবার । বাংলাদেশে তাবলীগ চলবে হক্কানী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ।আহলুস সুন্নাত ওয়াল জামাত এর দাবি সাদিয়ানিদের পূর্ব পুরুষদের স্বপ্নে পাওয়া ভারতের আবিষ্কৃত তাবলীগের জরুরী ভিত্তিতে নিম্ন লিখিত সংস্কার গুলো করতে হবে
১. ইয়াহুদিদের দালাল মাওঃ সাদ এর পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত, জাল ও জয়িফ হাদীস, মনগড়া ঘটনায় ভরপুর, সমগ্র আরব বিশ্বে যে কিতাব পড়া, বিক্রি করা, বহন করা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ সেই ফাজায়েলে আমাল, সাদাকাত এর পরিবর্তে বুখারী শরীফের তালিম চালু করা।যাতে উম্মত সহীহ এলেম পেতে পারে।
২. মাওঃ সাদের পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত যে কিতাবে " উলামাদের পূর্বে যিনাকাররা জান্নাতে যাবে" লিখা আছে সেই কিতাব হায়াতুস সাহাবা বাতিল করে সর্বজন স্বীকৃত, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) কর্তৃক রচিত ' বেহেশতি জেওর ' অথবা আহকামে জিন্দেগী কিতাব প্রতিদিন মা্রকাজ গুলোতে পড়া বাধ্যতামূলক করা।
৩. মাওঃ সাদের পূর্ব পুরুষদের রচিত বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ৬ নম্বরের পরিবর্তে ইসলামের ৫ বেনা বা খুঁটি যা আছে তা সাদাসিধা উম্মতের কাছে সহজ-সরল ভাষায় পৌঁছানোর জন্য ৬ নম্বরের আদলে সহি কিছু বানানো ।
৪. ইয়াহুদীদের দালাল মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের বানানো তারতিবে মারকাজ শব্দটি বাদ দিয়ে মাদ্রাসা শব্দটি লাগানো যেমন কুমিল্লা তাবলীগ মারকাজ নয় বরং কুমিল্লা তাবলীগ মাদ্রাসা। এবং বাস্তবেও সমস্ত মারকাজ গুলোকে ফ্রি মাদ্রাসাতে রূপান্তরিত করা যেখানে বয়স্ক কোরআন শিক্ষা সহ মহিলাদেরও পৃথক সূরা কেরাত ও কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা হবে।
৫. মাওলানা সাদ সাহেবদের পূর্বপুরুষদের দ্বারা বানানো তথাকথিত মাস্তুরাত জামাত সম্পূর্ণ বন্ধ করে দ্বীনের সহি রাহাবার দেওবন্দের নির্দেশনা মানা এবং মা বোনদের ঘরে রাখার ব্যবস্থা করা।
৬. বিতর্কিত আলেম মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দ্বারা বানানো আলেমদের হেয় করার এক সাল লাগানোর তরতিব সম্পূর্ণ বাতিল করা। যারা ১৫/২০ বছর ডাইলের পানি খেয়ে দ্বীন শিখলেন তাদের জন্য আবার কিসের এক সাল।
৭. মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দ্বারা পরিচালিত তাবলীগের বাতিল তরিকায় শিক্ষিত আলেম-ওলামাদের বাদ দিয়ে ওলামায়ে দেওবন্দ ও হাটহাজারীসহ আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম দিয়ে দ্বীনের সহি রাহবার দের এক জমাত বানানো এবং জেলা ভিত্তিক তাদের নামের তালিকা প্রকাশ করা এবং সাথীদেরকে দ্বীনের ব্যাপারে সরাসরি তাদের রাহাবারি নিতে নির্দেশ দেওয়া।
৮. যেহেতু তাবলীগের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা বানানো ও আলেম পয়দা করা সেহেতু কাকরাইল মাদ্রাসা মারকাজ থেকে প্রতি জামাত জেলা বা ইউনিয়নের মাদ্রাসাগুলোতে প্রেরণ করা। মসজিদে থাকার পরিবর্তে জামাত গুলো কওমী মাদ্রাসাগুলোতে থাকবে এবং গাস্ত করে প্রতিদিন মাগরিবে লোকজনকে মাদ্রাসায় একত্রিত করবে। মাদ্রাসার ওস্তাদরা বয়ান করবেন। মাদ্রাসার ফজিলত আলেম-ওলামাদের ফজিলত বয়ান করে বাচ্চা বাচ্চিদের মাদরাসায় ভর্তি করানোর জন্য তাশকিল করবেন।
৯. সর্বোপরি ইহুদীদের দালাল মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের দেওয়া এই তাবলীগ নামটি বাদ দিয়ে 'জামাতুল হক' অথবা 'ওরাসাতুল আম্বিয়া' অথবা দাওয়াতুল ওলামায়ে হক নামে নামকরণ করা যাতে উম্মত এই দাজ্জালের ভয়াবহ ফেতনা 'তবলিগ ' থেকে বেঁচে যায়।
উপরোক্ত সংস্কারগুলো না আনলে আমরা ধরে নিব যে কারী জুবায়ের সাহেব ও মাওলানা সাদ সাহেব মুদ্রার এপিঠ-ওপিঠ অর্থাৎ উভয় ইহুদীদের দালাল কারণ উভয়েই একই নিয়ম নীতির তবলিগ চালিয়ে যাচ্ছেন এবং হক্কানি ওলামায়ে কেরাম সাদিয়ানি দের কে যেভাবে লাল কার্ড দেখিয়েছেন ইয়াহুদীদের দালাল সাব্যস্ত করে কারী জুবায়ের কে ও সেইভাবে লাল কার্ড দেখাতে বাধ্য হবেন...... এবার ইজতেমায় আল্লামা মামুনুল হকের বয়ান চাই। মাঠে ময়দানে তাদেরকে ব্যবহার করবেন আর বয়ান দিবেন ভারতের কাঠমোল্লাদের এটা তো হতে পারে না। আহমদ লাট সাহেব ইব্রাহিম দোলা সাব এগুলা সব নিজামুদ্দিন অর্থাৎ ভারতের প্রোডাক্ট। এদের এবার বয়ান দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আল্লামা মামুনুল হক , মুফতি জুনায়েদ আল হাবিব , এবং মুফতি আব্দুল মালেক সাহেব কে বয়ান দিতে হবে দিতে হবে দিতে হবে । ওলামা একরাম কে ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে। 'আমরা আলেমদের সাথে আছি'এই ধোঁয়া তুলে ক্বারী জুবায়ের সাহেব আসলে নিজামুদ্দিনের তাবলীগ ই চালাচ্ছেন।
আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ
প্রথম ইস্তেম হবে মাহফিল বক্তা মামুনুল হক সাহেব
খেলা কেবল মাত্র শুরু করেছে।
আরো অনেক কিছু দেখবে জাতি
কথাগুলো যুক্তিসংগত।
তোমার আলোচনা এতো দামি ছুন্দর
তাবলিগ কে তাবলীগ এর লাইনে চলতে দিন।ছয় উসুল কুরআনের বাইরে নয়।তাবলীগ সূচনা কারী ছয় উসুলের মাধ্যমে সাধারণ মুসলমানদের কে দ্বীন শিখানো উদ্দেশ্য ছিল।ইজতেমার বয়ানে শুধু ছয় উসুল নয়,বহু আয়াতের ব্যাখ্যা সহ অনেক নছীহতে ভরপুর। আগে একটা বয়ান শুনুন তারপর মন্তব্য
আপনার মত ওনি কানে কম সুনেনা
সকল কে বিরুদি ভাববেন না
@@AlKarim-d4g আপনি কচু জানেন,আমিও একজন চরমোনাই ভক্ত।হে তো সংশোধনের জায়গাই চিনেনা,সাধারণ মাহফিলে কথা গুলো বলে সংঘাত ছাড়া আর কিছুই হবে না
সহমত
@@MdYeasin-l8dআপনার সাথে একমত ধন্যবাদ ভাই আমি নিজামুদ্দিনের সাথী হয়ে বলছি
আপনার সাথে একমত ভাইজান আমি নিজাম উদ্দিন এর সাথে আছি
প্রকৃত সত্য তুলে ধরারা জন্য হযরতকে আল্লাহ নেক হায়াত দান করেন।
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন।আল্লাহ তায়ালা আপনার নেক হায়াত দান করুন আমীন।
আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম এর ধারায় আসতেছে
জামাত তো ইসলামি দলি না
এই বার বিশ্ব ইজতেমায়। আল্লামা মামুনুল হক সাহেবকে বয়ান দেওয়া উচিত
শুধু উচিত নয়,দিতে হবে৷
@@nurtur931আপনি বয়ান করবে কি বলেন
এই খানে টাকা নাই
হও পড়ে রাজনৈতিক বয়ান শুরু করে দিবে পড়ে 😅
Vua hoq
তাবলিগ এমন একটা প্লাটফর্ম যা মানুষ কে আমলমুখি করাহয়।তাই সেখানে আমল সম্পর্কেই আলোচনা হবে এটাই বিষয়বস্তুর দাবি। তাই অন্যান্য প্লাটফর্ম দিনের সবকাজ চলবে। আপনি ফেতনাকরতেছেন।
কিরে মফিজ জ্বলে?
আবুল
TOE. BETA. NADAN
কুরআন ছাড়া কিসের আমলের প্লাটফর্ম
তাবলিগের ৬য় উসুল কোরআন অনুযায়ী উলামায়ে কেরামগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।যাতে সর্বসাধারণ আখেরাতের লাইনে মেহনত করে উভয় জগতে কামিয়াবি অর্জন করতে পারে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন আমীন।
মাশ আল্লাহ সঠিক কতা বলেছেন
জাজাকাল্লাহ খাইরান,, ৮,আটশো কোটি মানুষ,মুসলিম ২দুইশোকোটি, ৬ ছয়শত কোটি বিধর্মী,,তাদের দাওয়াত পৌঁছাতে কে যাবে 😢😢😢
Vai notun😊
@@rrahmantraders3464 তোমার বাপ যাবে আর তুমি যাবে কোনো দিন কি কোনো বিধর্মী কে দাওয়াত দেওয়ার জন্য তার বাড়ীতে গেছিলা? না গেলে চুপ থাকা।
🥰🥰🥰
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ অসম্ভব যুগোপযুগী বয়ান❤❤❤❤❤❤❤
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা
মাশাল্লাহ হযরত সত্য কথা কথা তুলে ধরার জন্য
প্রতিটা কথা মিথ্যা, তার প্রমাণ তাবলীগের
ছয় ওসূল যা নবী,স: এর জীবনের অংশ আর নবীর জিবন কখনোই কুরআনের বাইরে নহে আর এই ওসূল গুলো সারা জীবন মাদ্রাসায় সময় দিয়েও যার
আঁকল এ ঢুকলো না সে আবার কিসের আলেম,ধীককার জানাই এই সমস্ত আলেম নামধারী জাহেল মূর্খ অমানুষ বর্বর পশূর চেয়ে ও অধম জালিম গূলোকে
আল্লাহ ❤❤
ماشاء الله الحمدلله مشكور مشكور. حياكم الله شكرا لكم جزاكم الله أحسن الجزا. باركم الله في حياتكم و في اسرتكم..
তৃতীয় পক্ষ এরপর চতুর্থ পক্ষ কারো যে কত পক্ষ বাইরে হবে আল্লাহ মাফ করুক
পক্ষ বাড়িতে বাড়িতে ৭৩ পক্ষ হবে ৭৩ পক্ষ থেকে একপক্ষ জান্নাতে বাকি ৭২ এর পক্ষ জাহান্নামে যাবে
ভাই ভুল তথ্য কেন দেন, যদি সত্য হয়ে থাকে তাহলে প্রমাণ দেন
হুম ঠিক বলেছেন ভাই
আল্লাহ আপনার মতামত থেকে তাবলীগকে হেফাজত করুন আমীন।
মাশাআল্লাহ হে আল্লাহ হুজুর কে বেশি বেশি নেক হায়াত দান করেন আমীন
হুজুর সঠিক কথা বলছেন, সহি কথা বলছেন
বিতর্ক শুধু নিজে একা হন নাই সাথে চরমোনাইকে নিয়ে হইলেন
অটো পাস করছো তাই বুঝো না
আল্লাহর উপর ভরসা থাকলে কাকরাইলে টাকা কোথায় থেকে আসে এটা বলার সুযোগ নাই।
হুজুর ছয় উসুলের মধ্যে সব কোরআনের কথা
Unar sate giye bosen
ভাইজান আপনার কথা সত্য কিন্তু কি পড়বেন তিনিতো যেভাবে বললেন বেদাত ছয় নাম্বার আসলে কি বলবো তারা তো খুব এলেম শিখেছি তাই কথা বলে বলতে দেন তির যতদিন দুনিয়াতে আছে তারপর মরার পরে আল্লাহর কাছে বলবো নে
কুরআন ছয় উসুলের মধ্যেই যে সীমাবদ্ধ তা নয়,,,,,,,, ছয় উসুলের বাইরে কোরআনের আরো বিধান রয়েছে। হুজুর ঠিক কথা বলেছেন
@@RedwanMia-x2l ছয় উুসুল কি জিনিস জানেন
কালেমা মধ্যে সব কিছু আছে
হুজুর আপনাকে অনেক ভালোবাসি তাবলীগের সময় দিলে বুঝতে পারবেন তবলীগ কি জিনিস একটু সময় দিন তাইলে মাওলানা জুবায়ের সাহেব কে চিনতে পারবেন
মাশাআল্লাহ হযরতের অনেক সুন্দর আলোচনা আল্লাহ হযরতকে নেক হায়াত দান করুক
শায়েখ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল্লাহ শায়েখের হায়াতে বারাকাহ্ দান করুন।
আল্লাহ তা'য়ালা হুজুরকে নেক হায়াত দারুন
মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান আল্লাহ বয়ান শুনুন অনেক কিছু শিখার আছে ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ কে
মাশাল্লাহ অনেক সুন্দর বয়ান ❤❤
হুজুর কিন্তু শোনা কথায় মন্তব্য করে গেল।
হ হুজুরের বয়স তো আপনার চেয়ে কম, নতুন, আপনার কাছে শিখবে।
মাশাআল্লাহ সুন্দর আলোচনা হে আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করুক আমিন
চরমোনাই সাহেব এর ভক্ত,,উনি কোন দিন তাবলীগে যায়নি সেই জন্য যা খুশি তাই বলতেছে
ভাই আপনার দিল পরিষ্কার করেন আপনিই তো কিছুই বুঝেন না
অটো পাস করছো তাই বুঝো না
ভুদাই@@mdfahadulhasan4232
@@mdfahadulhasan4232 কারে বলছেন কথা ক্লিয়ার করেন
সাদ,লীগ মুরদাবাদ
হযরতের কথায় আমি এক মত হতে পারলাম না
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
কি বলেন হুজুর আগে নিজের খবর নিন
ওনার খবর নিয়ে এসেছে তোমার খবর নেই কি দেশেই আছো না দিল্লি
সোনা কথা গেয়ে বেড়ায়, কত বড় জাহেল বুঝা শেষ@@SeriesN95
@@SeriesN95ওয়াজ করে টাকা নেয়া জায়েদ আছে নাকি বলেন
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
হুজুর এত সত্য কথা বললেন কিভাবে চিন্তা করতেছি।
আমি ত এতদিন মনে করতাম,হুজুররা শুধু সাদকা আর ভিক্ষা খাওয়া ছাড়া আর কিছু বোঝেনা।
আল্লাহ হুজুরকে নেক হায়াত দিন। আমিন।
হুজুর কাকরাইলে এসে সময় দিলে বুজে যাবেন।
কারে কি কন??
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
কাকরাইল গুলে খাওয়ালেও কাজ হবে না। কারন দীল উল্টানো।
নবীর পথে পথ আর নবীর মতামত তারাই হবে নবীর উম্মত ইনশাআল্লাহ
খালেদ সাইফুল্লাহ জিন্দাবাদ
সঠিক কথা বলছেন
খুবই চমৎকার চমৎকার লাগলো বয়ানটি হুজুরকে বেশি বেশি নেক হায়াত দান করুন
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন
মাশাআল্লাহ হযরতকে নেক হায়াত দারাজ করুক আমিন
আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুন
জুবায়ের সাহেব খাল কেটে কুমির আনলেন নাতো 😊😂
Right
right
মনে হয় তাই জুবায়ের সাপ নাই 😂😂😂😂
Hephajat ekhon tabliger shongsker chae . Khela matro shuru . Ebar kari jubair ki korbe . Shem rakhi na kul rakhi.
আমার তো মনে হয় সেটাই
আলহামদুলিল্লাহ হুজুরের এলেম আছে ভালো খুব সুন্দর আলোচনা কিন্তু তাবলীগের ব্যাপারে তার কোন এলেম নাই তাবলীগের ব্যাপারে এলেম থাকতে হলে আগের সময় পুরা করতে হবে তাবলীগের ওসুল অনুযায়ী চরমোনাই উসুলের অনুযায়ী না। আর আমার মনে হয় হুজুর টাকার বিনিময় ছাড়া বয়ান দেয় নাই।
😂😂😂😂
সত্য কথা তিতা।
Very nice @@olirahman1271
আপনার ব্রেইন কোথায় ভাই
উনি ঠিকই বলেছেন মারকায মদিনা
সন্তুষ্টি আল্লাহর জন্য।
ছয় উসুল না।
১০০%. ১০০% সত্য কথা বলছি
জামাত শিবিরের শায়খুল হাদিস, মুফতি মওলানাদেরও সুযোগ দেওয়া হোক কারণ তারা হেফাজতী আলেমদের থেকে ও মেধাবী 🥰
এটা অহংকারের চরম অবস্থা।
সঠিক ❤
তাই নাকি কোথায়?
True
ওরা আমার কচুর জ্ঞানী,,ওরা একটা ক্বওমী আলেমের ছাত্রদের সমতুল্য হবে না,,ওরা দাড়ী স্টাইল করে রেখে ওয়াজে কোরআন হাদিসের আলোচনা তো করে না শুধু বাংলীশ বলে😁বাংলিসের দিক থেকে জামাত শিবিরের বক্তারা সেরা😁
Masaallah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
মাশাল্লাহ
হুজুর সুন্দর কথা বলেছেন
হযরত ছয় উসুল কোরআন থেকে নেওয়া আপনি না বুঝে মন্তব্য করছেন
আপনিও না বুঝে মন্তব্য করেছেন।
তিনি এটা বলেননি ৬ উছুল কোরআনের নয়। তিনি বলেছেন শুধু ৬উছুলের মধ্যে সীমাবদ্ধ থাকা ভুল।।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
আলহামদুলিল্লাহ আমার মনের কথাগুলো হুজুর তুলে ধরল
এবার চরমোনাই গিয়ে তাবলীগের তিন চিল্লা তশকিল করে তিন চিল্লায় পাঠানোর আলোচনা করা হোক দেখি এই হুজুর কি বলে
এটাতে রাজি হবে না।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
আলহামদুলিল্লাহ হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন আল্লাহ তায়া’লা হুজুর কে নেক হায়াত দান করুক সবাইকে বুঝার তৌফিক দান করুক
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হযরতের খুব সুন্দর আলোচনা।❤❤❤❤
মাশা-আল্লাহ দীর্ঘ নেক হায়াত কামনা করি।
এ কথাগুলো জামায়াতে ইসলামীর কেউ বললে অনেকেই সহ্য করতে পারতো না। হুজুরকে আল্লাহ নেক হায়াৎ দান করুন।
আলেমদের বিপক্ষে যায় এমন কথা কখনই বলিনা তবে চার্ম লীগ এর এই বক্তব্যের বিপক্ষে না গিয়ে পারলাম না।
তবলিগ কিভাবে চলবে সেটা আপনি ঠিক করার কে?
উনি ওলামা কেরাম
কেডা ঠিক করব?
তাহলে কি তোর বাপ ঠিক করবে?
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
আভেগে তাবলিগ চলেনা,,,, নতুন করে শুনলাম যে, ৩০ পাড়া কুরআনের বয়ান করেনা টঙ্গিতে।।
😂😂😂
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
কথা গুলো ঠিক,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন হুজুর আল্লা আপনার দীর্ঘ আয়ু দান করুন আমিন
30 মিনিট কত করে দিতে হবে বলেন
মিয়া কথা সাবধানে বলতে হয়। আলেমরা যদি মতামত না দেয় তাহলে কে মতামত দিবে? জাহেলরা! ভাই সাবধান কোন আলেম সম্পর্কে হুট করে কিছু বলিয়েন না। কপাল পুড়তে সময় লাগে না।
পেয়লে সাল ফির দুসরে সাল তার পর তিসরে সাল সব মালুম হ জায়গা ইনশাআল্লাহ।
তাহলে আপনি সাল লাগায়ে তাবলীগের বয়ান করবেন কোনো অসুবিধা নেই।
তবে আপনি চাইলে এক সাল সময় না দিলে ভাষা নরম হবে না।
Apnr moto lok tabliker dorkr ni
সাল লাগানোর দলিল কী?
@olirahman1271 সব জিনিসের দলিল খুজতে নেই,দলিল পাইলে কি সময় লাগাবেন।
দাওয়াত থেকে ই আমরি দ্বীন পেয়েছি,যখন কোরআন পাক আসে নাই তখন দাওয়াত ছিলো অন্যতম মাধ্যম।যে সকল আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মেহনত করতে এক সাল সময় লাগিয়েছে তাদের আলোচনা শুনবেন এবং যে সকল ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগে সময় লাগায় নাই তাদের আলোচনা শুনবেন। পার্থক্য টা বুঝে আসবে। একজন আলেম সে সমাজের শ্রেষ্ঠ সন্তান,আরেক জন আলেম তাবলীগে এক সাল সময় লাগিয়েছে এই ব্যাক্তি শ্রেষ্ঠ সন্তান দের ওস্তাদ।বিশ্বাস না হলে সময় লাগিয়ে দেখুন।
কাকড়াইলের ওলামায়ে কেরাম দের সাথে চলাফেরা করে দেখুন তারা কোনো হক্ক পন্থি আলেম দের বিরোধিতা তো দুরের কথা সমালোচনা ও করেন না।কারো দোষ খোজে না।সবসময় ক্ষমা করার মনোভাব অন্তরে পোষন করে।ইনশা আল্লাহ, চেষ্টা করে দেখুন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন আমীন।
সাধারণ মানুষের জন্য ৪০×৩ = ১২০ দিন। ওলামায়ে কেরাম দের জন্য ১ সাল।
@@olirahman1271
ভাই তাবলীগ নবীওয়ালা কাম সাহাবীওয়ালা কাম,,,,,
অধ্যায়ন নাকরে যেমন ডাঃ ইন্জিনিয়ারি হাফেজ আলেম মুফতি হওয়া যায়না অনুরুপ সাল হলো তাবলীগ শিখার একটা সময়,,,,,,
লে হালুয়া
আপনাদের এই মনোকষ্ট ছোট বেলা থেকেই শুনে আসছি! আল্লাহ্ আপনাদের পরিচয় প্রকাশ করছেন,,, আলহামদুলিল্লাহ
তাবলীগ এর কাজ কোরআন ও হাদিসের আলোকে ই চলে আসছে ও চলবে। তাবলীগ তার গতিতে চলতে দিন। ছয় উসুল এর বাহিরে আপনি বাহিরে গিয়ে বয়ান করেন। তাবলীগ এর বাহিরে ও বয়ানের অনেক জায়গা আছে।
আপনার কথায়,,,,
ABOL
আমারা সবাই একমত।হুজুর আপনি এগিয়ে যান আমরা সবাই আপনার সাথে আছি। টঙ্গির ময়দানে দশ দিন এস্তেমা চাই। সব বড় বড় আলেম-ওলামাদের কথা বলতে দিতে হবে কেউ যেন বাদ না পরে।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার ❤❤
তাবলীগে সব বিষয়ে আলোচনা হয় আপনাদের মতো চিল্লাচিল্লি করে না নরম ভাবে বলে।
আল্লাহর বান্দা কার সম্পর্কে কি বলেন। জবানে লাগাম দিয়েন ভাই। এমন যেন না হয় কোন কমেন্টস কোন কথা বরবাদির কারণ হয়।
আল্লামা খালেক সাইফুল্লাহ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ সঠিক কথা বলার জন্য
@@arifulhasan87যে স্টেজ থেকে গিবত শিখায়ত হয় ওই য়েস্টেজর বয়ানকারীর কোনো বদ দোয়ায় কাজ হবে না। বদ দোয়া কবুল হয় মজলুমের আল্লাহ আপনাদেরকে মজলুমের বদ দোয়া থেকে হেফাজত করুক আমিন
@@AbdulAlim-uw5qv আসসালামু আলাইকুম। ভাই আমার মনে হয় আপনি আলেম নন। কারণ আপনার লেখা সেটাই বলতেছে। কোনটা গীবত কোনটা গীবত নয় দয়া করে কোন আলেমের কাছ থেকে শিখে নিলে ভালো হতো। নেতৃত্বদানকারী কোন ব্যক্তি যদি ভুলের মধ্যে থাকেন সেই সম্পর্কে সাধারণ মুসলমানকে সতর্ক করা গীবত নয়। বরং যে আলমের দৃষ্টিতে ভুল ধরা পড়বে এটা প্রকাশ করা তার জন্য জরুরী। তিনি যদি তা না করেন তবে তিনি তার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহীহ বুঝ ও সে অনুযায়ী চলার তৌফিক দান করেন। মনে রাখবেন হক্কানী ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, কটুক্তি করা, কু ধারনা রাখা এটা ঈমানের জন্য ক্ষতিকর।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ ,,, আর কিছু দিন পর যুবায়ের সাব বিস্বাস ঘাতক যাফর এর উপাধি পাবে
হযরত আল্লাহ আপনাকে সহীহ বুঝ দান করুন সঠিক কথা যাচাই করে আমল করার তৌফিক দান করুন রাজ সাহেব 100 ভাগ হকের মধ্যে আছে
হুজুর আপনি যেই তরিকায় আছেন ঐ তরিকায় হাজারো বিদয়াত আর জাল হাদিসের আমল আছে খুঁজে বের করেন।
তুমি কি করো ভাই কামার না ভ্যান চালাও
@@MDHarunAslamকামার আর ভ্যান চালকের টাকায় হুজুরের পেট চলে
@MDHarunAslam তোমাদের বিরুদ্ধে কথা বললেই তারা আর ভালো না ভালো শুধু তারাই যারা এশকের নামে লাফালাফি করে আর লাফালাফির সাপোর্ট করে তারাই।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
Mash Allah.
অসাধারণ আলোচনা হযরত এটা বাংলাদেশের অধিকাংশ আলেমের মনের কথা বলেছেন।
তাবলীগের মধ্যে সব কথার তাবলীগ ঠিক আছে। তবে যে লোককে দাওয়াত দিবেন সেই লোক কথাগুলি গ্রহন করতে পারে। সেভাবে বুঝিয়ে দাওয়াত দিবেন এটাই ঠিক। যখন যে কথা তখন সে কথার হেকমতে চলতে হবে।
আপনি তো মাহফিল করে টাকা বাড়িতে নিয়ে যাচ্ছেন,,, নিচের পকেট থেকে দুই টাকা দিয়ে তারপরে কথা বলে ন
Taholay Apne ki onakay chalabayn, Kono dento nijayr mohollar emamsahayb k Akpoisa desayn, Kono khobor rakhsayn tar porebar kibabay cholay tar porebar, ulto tar takar dekay apnadayr nojor atkaiah asay , ahgay nijayr nojor thik koray kudaronar porenam ki hotay paray ta apnar Jana nai
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ ,,, আর কিছু দিন পর যুবায়ের সাব বিস্বাস ঘাতক যাফর এর উপাধি পাবে এখনো সময় আছে আসল তবলীগ ওয়ালাদের কে চেনেন
আহারে হুজুর। আল্লাহ আমাদের বুঝ দান করুন।
ক্ষমতার লোভে যুবায়ের সাব কাদের কে তবলীগের ভিতর ডুকিয়েছে এর মাসূল যুবায়ের সাব কে দিতে হবে,,, খেলা তো কেবল শুরূ
আমি হুজুরকে মহাব্বত করি।।। দাওয়াত ও তবলীগ আমি নিজে আমার জন্য করি
❤❤❤❤❤❤
আল্লাহপাক আপনার মতামত থেকে তাবলীগকে হেফাজত করুন
আপনি না বুঝে মন্তব্য করেছেন।
তিনি এটা বলেননি ৬ উছুল কোরআনের নয়। তিনি বলেছেন শুধু ৬উছুলের মধ্যে সীমাবদ্ধ থাকা ভুল।।
এজতেমায় হেফাজত উলামায়ে কেরামের বয়ান চাই
তাবলিগের প্রতি এত হিংসা কেন? কুরআ্ন পড়ায়ে টাকা নেয়া সুন্নত কোথায় পেলেন? সাহাবাগণ রাস্ট্রিয় কাজ করে ভাতা নিতেন একথা সত্য কিন্তু কুরআন পড়িয়ে কি অর্থ নিতেন ? বর্তমানে যারা রাষ্ট্রিয় কাজ করে বেতন নেন , তাকে কি কেউ নাজয়েজ বলছে?
হুজুরকে অসংখ্য ধন্যবাদ