আরতী মুখোপাধ্যায় একজন অন্যতম গুণী শিল্পী, স্বর্ণযুগের শ্রেষ্ঠ শিল্পী দের মধ্যে উনি একজন, অসম্ভব ভালো গান করেন, বলিউডে উনি রাজনীতির শিকার হয়েছেন গানের জগতে।
বাংলা গানের স্বর্ণযুগের অনন্য এক শিল্পী আরতি মুখার্জি ভারতীয় বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী! প্রিয় শিল্পী আরতি মুখার্জি'র অসাধারণ গায়কীর কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের অবিস্মরণীয় এক শিল্পী কিংবদন্তি আরতি মুখার্জি'কে অভিনন্দন, শ্রদ্ধা ও শুভ কামনা রইলো💞
এখনও! এই বয়সেও এত মিষ্টি গলার স্বর!!! ভাবা যায় না !! অতুলনীয়!! মন ভরানো , প্রাণ ভরানো অপরূপ আমাদের অনেক গর্বের এই শিল্পী আরতি মুখোপাধ্যায় কে শ্রদ্ধা ভরা শুভকামনা আর অভিনন্দন জানাই।
শিল্পী হিসাবে উনি সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষ হিসেবে কেমন,আমার নিজ চোখে দেখা একটা ঘটনা বলবো। দিদি দমদমের দূর্গানগরে অনুষ্ঠন করতে এসেছিলে। অনুষ্ঠান স্থলের কাছাকাছি থাকতেন ওনার বহুদিনের পূর্ব পরিচিত একজন তবলা বাদক, নাম শ্রী শৈলেন মুখার্জি, অনেক প্রবীণ মানুষ। থাকতেন দূর্গানগরে। আরতি মুখোপাধ্যায় আসছেন শুনে উনি দেখা করতে গেছেন। আরতী মুখার্জি শৈলেন বাবুকে দেখে, প্রায় ছুটে এসে প্রণাম করলেন, পরস্পরের কুশল বিনিময় করলেন। এই দৃশ্য দেখে আরতি মুখোপাধ্যায় সম্পর্কে আমার শ্রদ্ধা বেড়ে গেল। দিদি কে আমার আন্তরিক প্রণাম জানাই।
আমার মতে আরতি দি স্বর্ণযুগের অন্যতম আধুনিক গলার অধিকারিনী, একজন সম্পূর্ন আলাদা ঘরানার গায়িকা, সেই কারণে ছোট বড় সকলের কাছে তিনি চিরদিন জনপ্রিয় হয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।
আমার কাছে তিনি দেবী সরস্বতীর অবয়ব। পৃথিবীতে সামান্য পরিমাণ মানুষ এমন বিনয়ী হয়। সত্য ও সুন্দরের নিখুঁত মূর্তি আপনি। ভালোবাসা রইলো অমলিন.... আপনার জন্য। প্রণাম নিবেন।
একদম ঠিক বলেছেন শিল্পী আরতি মুখোপাধ্যায় । সিনেমার গান করা সত্যি কঠিন । কারণ আমি যখন কিছু কিছু গান গুন গুন করি তখন বুঝতে পারি এই গান গুলোর মধ্যে ঐ গল্প অনুযায়ী একটা নাটকীয় ভাব থাকেই। তাই সেইরকম ভাবেই গানটা গাইতে হয়।আর সেজন্যই যখন আমরা গান শুনি তখন খুব ভালো করেই বোঝা যায় একজন অভিনেত্রী বা অভিনেতা যখন গানের লিপ দ্যান তখন যিনি গাইছেন তার সাথে কোথায় য্যানো মিলেমিশে এককার হয়ে যায় । সশ্রদ্ধা শিল্পী আরতি মুখোপাধ্যায়কে সশ্রদ্ধা প্রণাম জানাই এবং উনি আমাদের এই প্রজন্মকেও গান উপহার দিন। 🙏🙏🙏🙏🙏❤❤❤
❤❤❤ আরতি দি আমি আপনার পাগল ফ্যান ! আমার জীবনের স্বপ্ন কি জানেন ? আপনার সামনে যেতে পারলে আপনার দু পায়ে চুমু খাব আর আপনাকে একটু ছুঁয়ে দেখবো । আপনি যতই রাজনীতির শিকার হন না কেন, বাংলার শ্রোতাদের মনের মনি কোঠায় আপনি চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন । আপনার কন্ঠ থেকে গান নয়, মধু ঝরে ঝরে পড়ে । পৃথিবীর সমস্ত সন্মান, শ্রদ্ধা, ভালোবাসা ও আদর আপনার জন্য যথেষ্ট নয় । আমার সবচেয়ে প্রিয় শিল্পী আপনি । জীবনের খুব বড় ইচ্ছে আপনাকে একবার দেখি, কিন্তু শুনেছি আপনি বেশিরভাগ সময় বোম্বেতে থাকেন জানিনা আমার এই স্বপ্ন কিভাবে সফল হতে পারে !?.... আপনি আমার কাছে গানের সরস্বতী 🙏🙏..❤❤❤ 📌চ্যানেল কর্তাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার এই কমেন্ট দিদির কাছে পৌঁছে দেবেন।।
1967/68 সাল হবে হয়ত। বর্ধমান েএ এলেন আরতি মুখোপাধ্যায়। উনিশ কি কুড়ি বছরের তরুণী মাথায় ইয়া বড় খোঁপা প্রচুর ঘন কালো চুল ও সুন্দর কন্ঠে একেরপর এক গান শুনিয়ে শ্রোতাদের মাত করে দিলেন। আমার মা তখন কলেজ ছাত্রী। এবং ঐ দর্শকদের মধ্যে অন্যতম। সেই কন্ঠ সেই অত্যন্ত সুরেলা গায়কী ও এলোখোঁপার বাদবাকি জীবনে মা আমাদের বহু বার গল্প বলেছেন। আরতি মুখোপাধ্যায় যখন চুল কেটে ফেললেন মা খুব কষ্ট পেয়েছিলেন। আজ মা নেই। বহু বছর নেই। মা নিরুদ্দেশ। বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচ ছিলেন মা। শিল্পী র কাছে অনুরোধ রইল অসংখ্য গুণগ্রাহী আমরা ওনার গান আজও শুনি। স্মৃতি সতত মধুর। 🙏 নিউ দিল্লি
আপনাদের সকলের আন্তরিক প্রার্থনা আমার জন্য শুভ প্রচেষ্টা। শিল্পী আরতি মুখোপাধ্যায় এর গান মায়ের হাতে লেখায় মায়ের পুরনো খাতায় ডয়রীতে আজও সযত্নে রাখা। সেকালে তো এমনি ভাবেই মানুষ প্রিয় গান কে ধরে রাখত আর শিল্পী র প্রতি অকুন্ঠ ভালো বাসা প্রকাশ করতেন সবাই। মা 1968 সালের বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচ ঐ ইউনিভার্সিটি 1964 তে স্হাপিত এবং ঐ ইউনিভার্সিটির প্রোগ্রাম ে এ শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায় অনেকে এসেছিলেন
কোন এক চেনা পথে যেতে যেতে একদিন - সুধীন দাশগুপ্তের সুরে এই গানটা আমার কাছে অত্যন্ত হৃদয় স্পর্শী। এই গানে অভিনয়ও আছে। এই মাসে মুম্বাই গিয়েছিলাম ভাবছিলাম দিদি কোথায় থাকেন, যদি একবার চোখের দেখা পাই আর ওনার পায় মাথাটা ঠেকাতে পারি। আমার কাকা অশোক রায়ের সুরেও দিদি অসম্ভব সুন্দর কয়েকটি গান করেছিলেন। তারমধ্যে 'কূল আর কলঙ্ক দুইয়ে' অন্যতম অসাধারণ এক গান। দিদি সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
আমি তখন স্কুল ছাত্র 1980--10 ই মার্চ স্টীল টাউন দুর্গাপুর আর ই কলেজের মাঠে ওনার এবং মান্না দে, অংশুমান রায় প্রমূখ প্রথিতযশা শিল্পীদের সারা রাত ব্যাপি (সকাল হয়ে গিয়েছিল) সংগীতানুষ্ঠান চাক্ষুষ দেখেছিলাম, যা আজও স্মরণে মনের স্মৃতি কোঠায় সযত্নে তুলে রেখেছি, আমার সর্বাপেক্ষা প্রিয় গান "তখন তোমার একুশ বছর"!
দিদি, আপনার অতুলনীয় কণ্ঠ সম্পদ, নিখুঁত উচ্চারণ, গায়কী এই সবকিছু নিয়ে আমার মনে হয় আপনার কোন তুলনা নাই। আপনি সুখী ও দীর্ঘায়ু হোন। প্রনাম জানাই আপনাকে।
গানের কথার অর্থ ও অনুভূতি অনুভব করে স্বর পরিবর্তন করার বিশেষ ক্ষমতা , তা একমাত্র হেমন্ত মুখোপাধ্যায় ও ওনার মধ্যে দেখেছি , সেইসঙ্গে অদ্বিতীয় অপূর্ব কণ্ঠস্বর । ওনার গান যতবার শুনি , বার বার শুনতে ইচ্ছা করে ।
খুব সুন্দর.... এইজন্যেই এনারা আজও কালজয়ী.... "স্বয়ং মা সরস্বতী" এঁদের কন্ঠে বিরাজ করছেন....... ওনারা দীর্ঘজীবী হোন, "পরমেশ্বরের" কাছে আমার এই প্রার্থনা রইলো...... একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমার সশ্রদ্ধ প্রণাম রইলো..... 💐🙏🥰🙏💐
খুব অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন আমার অন্যতম ভালো লাগা শ্রদ্ধার একজন সঙ্গীতের শ্রেষ্ঠত্বের আসনের রনি হবার মতো যথেষ্ট প্রতিভায় পূর্ন পরিপূর্ন প্রিয় শিল্পী। আমার বিনম্র প্রণাম জানাই।🇮🇳🌹🌿🌾 🦋🦢🦚🎸💃🕺👏👏👏👏👏 10:25
Madam আরতি মুখোপাধ্যায়র যখন মধগগনের শেষ লগ্নে তখন ওনার গান শোনা শুরু করি। ওনার contemporary যে কোন শিল্পীর প্রতি সন্মান রেখেই বলছি She is a trend setter.
আরতি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নতুনদের নতুন গান গাওয়ানো হয় না। পুরনো গান নিয়ে বিখ্যাত হবার চেষ্টা করছেন। এমনকি অত্যন্ত প্রতিষ্ঠিত শ্রেয়া ঘোষাল এখনো অন্য শিল্পীদের পুরনো গানই রেকর্ড করছেন।নিজের বিখ্যাত কয়টি বাংলা গান আছে। অন্বেষা, অন্কিতা এরা পুরনো গান দিয়েই টেকার চেষ্টা করছেন। নিজের গান দিয়ে এদেরকে পরীক্ষা করা হচ্ছে না।
আমার মা এবং আরতি মুখার্জী দমদম কৃষ্ণ কুমার হিন্দু একাডেমীর মোতিঝিল স্কুলের সহ পাঠি ছিলেন। আমার দাদু ঐ স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। মা এর মুখে ওনার সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতার প্রথম হওয়া কথা , পুরুষ বিভাগে মহেন্দ্র কাপুর প্রথম হয়েছিলেন। আমার মা ওনার গাওয়া "জানি এ ভুল গান টি খুব পছন্দ করতেন"।
খুব ছোট বেলা থেকে ওনার গান শুনে আসছি অসাধারণ শিল্পী, ওনাকে প্রনাম, এখন গীতিকার কোথায়? আগে সিনেমার গান তৈরি হতো সিনেমার ঘটনা পরম্পরা অনুযায়ী গীতিকার সেই ঘটনা শুনে গান তৈরি করতেন, এখন বাঙালি ভাবতে ভুলে গেছে, তাই এই অধঃপতন,কালচক্র কবে শেষ হবে, সেই আশায় বসে আছি।
আরতি ম্যাম কে ধন্যবাদ স্বর্ণযুগের গান উপহার দেওয়ার জন্য
আরতী মুখোপাধ্যায় একজন অন্যতম গুণী শিল্পী, স্বর্ণযুগের শ্রেষ্ঠ শিল্পী দের মধ্যে উনি একজন, অসম্ভব ভালো গান করেন, বলিউডে উনি রাজনীতির শিকার হয়েছেন গানের জগতে।
তবু বলি আপনি ভাগ্যবান , ভোটে দাঁড়াবার ' অফার' হয়তো আসেনি আপনার কাছে। আমদের এই প্রবীণ বয়সেও আপনি আছেন সম্মানের সঙ্গে আমাদের হৃদয় মাঝারে !
অসাধারণ গুণের অধিকারী হয়েও কতটা নম্র। প্রণাম নেবেন দিদি।
বাংলা গানের স্বর্ণযুগের অনন্য এক শিল্পী আরতি মুখার্জি ভারতীয় বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী!
প্রিয় শিল্পী আরতি মুখার্জি'র অসাধারণ গায়কীর কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের অবিস্মরণীয় এক শিল্পী কিংবদন্তি আরতি মুখার্জি'কে অভিনন্দন, শ্রদ্ধা ও শুভ কামনা রইলো💞
এখনও! এই বয়সেও এত মিষ্টি গলার স্বর!!! ভাবা যায় না !!
অতুলনীয়!!
মন ভরানো , প্রাণ ভরানো অপরূপ আমাদের অনেক গর্বের এই শিল্পী আরতি মুখোপাধ্যায় কে শ্রদ্ধা ভরা শুভকামনা আর অভিনন্দন জানাই।
অত্যন্ত গুণী শিল্পী। অসাধারণ শ্রুতিমধুর কন্ঠস্বর। স্বর্ণযুগের অন্যতম সেরা গায়িকা।
শিল্পী হিসাবে উনি সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষ হিসেবে কেমন,আমার নিজ চোখে দেখা একটা ঘটনা বলবো। দিদি দমদমের দূর্গানগরে অনুষ্ঠন করতে এসেছিলে। অনুষ্ঠান স্থলের কাছাকাছি থাকতেন ওনার বহুদিনের পূর্ব পরিচিত একজন তবলা বাদক, নাম শ্রী শৈলেন মুখার্জি, অনেক প্রবীণ মানুষ। থাকতেন দূর্গানগরে। আরতি মুখোপাধ্যায় আসছেন শুনে উনি দেখা করতে গেছেন। আরতী মুখার্জি শৈলেন বাবুকে দেখে, প্রায় ছুটে এসে প্রণাম করলেন, পরস্পরের কুশল বিনিময় করলেন। এই দৃশ্য দেখে আরতি মুখোপাধ্যায় সম্পর্কে আমার শ্রদ্ধা বেড়ে গেল। দিদি কে আমার আন্তরিক প্রণাম জানাই।
@@niladridey1740খুব ভালো লাগলো ঘটনাটি জেনে। ধন্যবাদ জানানোর জন্য
আমার মতে আরতি দি স্বর্ণযুগের অন্যতম আধুনিক গলার অধিকারিনী, একজন সম্পূর্ন আলাদা ঘরানার গায়িকা, সেই কারণে ছোট বড় সকলের কাছে তিনি চিরদিন জনপ্রিয় হয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।
অনেকদিনপর প্রিয়শিল্পীকে দেখে খুব ভালো লাগছে। অন্তর থেকে শ্রদ্ধা জানাই।
আমার কাছে তিনি দেবী সরস্বতীর অবয়ব।
পৃথিবীতে সামান্য পরিমাণ মানুষ এমন বিনয়ী হয়। সত্য ও সুন্দরের নিখুঁত মূর্তি আপনি। ভালোবাসা রইলো অমলিন.... আপনার জন্য।
প্রণাম নিবেন।
একদম ঠিক বলেছেন শিল্পী আরতি মুখোপাধ্যায় । সিনেমার গান করা সত্যি কঠিন । কারণ আমি যখন কিছু কিছু গান গুন গুন করি তখন বুঝতে পারি এই গান গুলোর মধ্যে ঐ গল্প অনুযায়ী একটা নাটকীয় ভাব থাকেই। তাই সেইরকম ভাবেই গানটা গাইতে হয়।আর সেজন্যই যখন আমরা গান শুনি তখন খুব ভালো করেই বোঝা যায় একজন অভিনেত্রী বা অভিনেতা যখন গানের লিপ দ্যান তখন যিনি গাইছেন তার সাথে কোথায় য্যানো মিলেমিশে এককার হয়ে যায় । সশ্রদ্ধা শিল্পী আরতি মুখোপাধ্যায়কে সশ্রদ্ধা প্রণাম জানাই এবং উনি আমাদের এই প্রজন্মকেও গান উপহার দিন। 🙏🙏🙏🙏🙏❤❤❤
Amar khub priyo shilpi ❤❤❤❤❤
আমার অত্যন্ত প্রিয় শিল্পী। ভাল থাকবেন।
একজন শিল্পী হয়ে এরকম উচ্চ মানের এই শিল্পী কে আমার শত কোটি প্রনাম।
সারা দেশে র বেশিরভাগ মানুষ এনার গান শুনেছেন এবং ভাল বসেছেন। এই শিল্পী র ভালো জীবন কামনা করি।
বাংলার একজন গুণী শিল্পী হঠাৎ করেই হারিয়ে গেলেন। এখনো তাঁর গান বাজলে মনের মধ্যে গুন গুন করে ওঠে।
❤❤❤ আরতি দি আমি আপনার পাগল ফ্যান ! আমার জীবনের স্বপ্ন কি জানেন ? আপনার সামনে যেতে পারলে আপনার দু পায়ে চুমু খাব আর আপনাকে একটু ছুঁয়ে দেখবো । আপনি যতই রাজনীতির শিকার হন না কেন, বাংলার শ্রোতাদের মনের মনি কোঠায় আপনি চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন । আপনার কন্ঠ থেকে গান নয়, মধু ঝরে ঝরে পড়ে । পৃথিবীর সমস্ত সন্মান, শ্রদ্ধা, ভালোবাসা ও আদর আপনার জন্য যথেষ্ট নয় । আমার সবচেয়ে প্রিয় শিল্পী আপনি । জীবনের খুব বড় ইচ্ছে আপনাকে একবার দেখি, কিন্তু শুনেছি আপনি বেশিরভাগ সময় বোম্বেতে থাকেন জানিনা আমার এই স্বপ্ন কিভাবে সফল হতে পারে !?.... আপনি আমার কাছে গানের সরস্বতী 🙏🙏..❤❤❤
📌চ্যানেল কর্তাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার এই কমেন্ট দিদির কাছে পৌঁছে দেবেন।।
স্বর্ণ যুগের অসাধারণ গুণী শিল্পী,
ভালো থাকবেন।
আরতি মুখোাধ্যায়ের গলা সপ্নের মত ❤
1967/68 সাল হবে হয়ত। বর্ধমান েএ এলেন আরতি মুখোপাধ্যায়। উনিশ কি কুড়ি বছরের তরুণী মাথায় ইয়া বড় খোঁপা প্রচুর ঘন কালো চুল ও সুন্দর কন্ঠে একেরপর এক গান শুনিয়ে শ্রোতাদের মাত করে দিলেন।
আমার মা তখন কলেজ ছাত্রী। এবং ঐ দর্শকদের মধ্যে অন্যতম।
সেই কন্ঠ সেই অত্যন্ত সুরেলা গায়কী ও এলোখোঁপার বাদবাকি জীবনে মা আমাদের বহু বার গল্প বলেছেন।
আরতি মুখোপাধ্যায় যখন চুল কেটে ফেললেন মা খুব কষ্ট পেয়েছিলেন।
আজ মা নেই। বহু বছর নেই। মা নিরুদ্দেশ। বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচ ছিলেন মা।
শিল্পী র কাছে অনুরোধ রইল অসংখ্য গুণগ্রাহী আমরা ওনার গান আজও শুনি।
স্মৃতি সতত মধুর।
🙏
নিউ দিল্লি
বকে বড় লাগল। মা নিরুদ্দেশ শুনে।
ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি মাকে খুঁজে পান আপনি ও পরিবার। ভাল থাকুন।
মা কোথায় হারিয়ে গেলেন?
আপনাদের সকলের আন্তরিক প্রার্থনা আমার জন্য শুভ প্রচেষ্টা। শিল্পী আরতি মুখোপাধ্যায় এর গান মায়ের হাতে লেখায় মায়ের পুরনো খাতায় ডয়রীতে আজও সযত্নে রাখা। সেকালে তো এমনি ভাবেই মানুষ প্রিয় গান কে ধরে রাখত আর শিল্পী র প্রতি অকুন্ঠ ভালো বাসা প্রকাশ করতেন সবাই।
মা 1968 সালের বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচ ঐ ইউনিভার্সিটি 1964 তে স্হাপিত এবং ঐ ইউনিভার্সিটির প্রোগ্রাম ে এ শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায় অনেকে এসেছিলেন
Praarthonaa kori Maa phire aasun. Aamaar Maao haariye giyechhen, tabe anantoloake, konodin phirbennaa r.
কি আনন্দে মন প্রাণ ভরে উঠত ! মনে ছিল একটা আনন্দের কুঠুরী, হঠাত তার দ্বার খুলে যেত। আর বুক টা ভরে উঠত এই সব গুণী শিল্পীদের প্রতি এক অকারণ শ্রদ্ধায়।
আরতী মুখোপাধ্যায় আমাদের বাঙ্গালীদের সঙ্গীতে যে আরতী দেখিয়েছেন, তেমন আর কেউ দেখাতে পারবেন না, প্রিয় শিল্পী, আদরের শিল্পী । 🌹❤️❤️❤️🤗
You are wonderful!
People are missing you!
Your unique gayaki!
রাজনীতি চিরকাল ছিল, আছে এবং থাকবে,
যে যার নিজের প্রতিভায় এবং সাধনায়
মানুষের মনে জায়গা করে রাখবে।
কোন এক চেনা পথে যেতে যেতে একদিন - সুধীন দাশগুপ্তের সুরে এই গানটা আমার কাছে অত্যন্ত হৃদয় স্পর্শী। এই গানে অভিনয়ও আছে। এই মাসে মুম্বাই গিয়েছিলাম ভাবছিলাম দিদি কোথায় থাকেন, যদি একবার চোখের দেখা পাই আর ওনার পায় মাথাটা ঠেকাতে পারি। আমার কাকা অশোক রায়ের সুরেও দিদি অসম্ভব সুন্দর কয়েকটি গান করেছিলেন। তারমধ্যে 'কূল আর কলঙ্ক দুইয়ে' অন্যতম অসাধারণ এক গান। দিদি সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
আমি তখন স্কুল ছাত্র 1980--10 ই মার্চ স্টীল টাউন দুর্গাপুর আর ই কলেজের মাঠে ওনার এবং মান্না দে, অংশুমান রায় প্রমূখ প্রথিতযশা শিল্পীদের সারা রাত ব্যাপি (সকাল হয়ে গিয়েছিল) সংগীতানুষ্ঠান চাক্ষুষ দেখেছিলাম, যা আজও স্মরণে মনের স্মৃতি কোঠায় সযত্নে তুলে রেখেছি, আমার সর্বাপেক্ষা প্রিয় গান "তখন তোমার একুশ বছর"!
Amr chhoto meye achhe. Just teenage. Ei gaan ta tar o priyo. ❤
@@tutusarkar7568 ওঁকে আমার শুভেচ্ছা ভালোবাসা আদর জানাবেন এবং আমাদের সময়কালের গান শোনার কান এবং মন তৈরীতে উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাকে । নমস্কার।
কৃতজ্ঞতার শেষ নেই । কানে শুনে হৃদয় কানে ধ্বনিত হয়ে থাকে যেন । বার্ধক্যে শান্তি হয়ে এলো সব ।❤❤❤ শোনো আমার প্রিয় সন্তান বয়সী ছেলে মেয়েরা ।❤❤❤
রাজনীতির যুগে আসল গুণী মানুষের জায়গা নেই, ছি ছি ছি, দিদি কে জানাই শতকোটি প্রণাম 🥀🙏🙏🙏🙏🙏🙏🥀
দিদি, আপনার অতুলনীয় কণ্ঠ সম্পদ, নিখুঁত উচ্চারণ, গায়কী এই সবকিছু নিয়ে আমার মনে হয় আপনার কোন তুলনা নাই। আপনি সুখী ও দীর্ঘায়ু হোন। প্রনাম জানাই আপনাকে।
অফুরন্ত ভালবাসা ও শ্রদ্ধার জায়গায় আপনাকে রেখেছি ম্যাডাম ,সুস্থতা কামনা করছি,
গানের কথার অর্থ ও অনুভূতি অনুভব করে স্বর পরিবর্তন করার বিশেষ ক্ষমতা , তা একমাত্র হেমন্ত মুখোপাধ্যায় ও ওনার মধ্যে দেখেছি , সেইসঙ্গে অদ্বিতীয় অপূর্ব কণ্ঠস্বর । ওনার গান যতবার শুনি , বার বার শুনতে ইচ্ছা করে ।
very very nice voice by aarati mukharjee, she is a real sweet tone singer of our bengal and hole india.
খুব সুন্দর.... এইজন্যেই এনারা আজও কালজয়ী.... "স্বয়ং মা সরস্বতী" এঁদের কন্ঠে বিরাজ করছেন....... ওনারা দীর্ঘজীবী হোন, "পরমেশ্বরের" কাছে আমার এই প্রার্থনা রইলো...... একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমার সশ্রদ্ধ প্রণাম রইলো..... 💐🙏🥰🙏💐
খুব ভালো লেগেছে আপনার ভিডিও। ভাল ইন্টারভিউ প্রশ্নোত্তর।
খুব ভাল থাকবেন দিদি। আপনার গানগুলো আমাদের কেও আনন্দ দিয়েছে। আগামী প্রজন্মের সবাই কেও আনন্দ দেবে। 🙏🙏
Arati Mukhopadhyay debir konthoswar er sweet melody shunle kane odvut aram anuvob hoy, aladai akta gola, vishon priyo akjon shilpi 😊
আমাদের স্বর্ণযুগের অসাধারণ আপনি। নজিরবিহীন আমাদের বাঙালির কাছে আপনি শ্রদ্ধেয় । আপনার দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই
One of the golden voices.She is my favourite❤🙏 singer.Happy to see you again. Legend always exists in our hearts.🙏❤
খুব অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন আমার অন্যতম ভালো লাগা শ্রদ্ধার একজন সঙ্গীতের শ্রেষ্ঠত্বের আসনের রনি হবার মতো যথেষ্ট
প্রতিভায় পূর্ন পরিপূর্ন প্রিয় শিল্পী। আমার বিনম্র প্রণাম জানাই।🇮🇳🌹🌿🌾 🦋🦢🦚🎸💃🕺👏👏👏👏👏
10:25
আরতি দি অনেক অনেক বড়ো শিল্পী 🙏🌹❤️🙏🌹❤️
This type of versatile singer will never come again. Arati di you live a very long life ahead.
ONE OF THE BEST BANGALEE SINGERS OF ALL TIMES
খুব প্রিয় শিল্পী..❤🙏খুব ভালো থাকবেন দিদি
Aratidi r gaan anobadyo Asadharan. Pranaam neben.
Unforgettable singer.
খুব ভাল আমাদের সময় চির দিনের চির মধুর সংগীত শিল্পী।সুদীর্ঘ জীবন লাভ করুন ঈশ্বর সুস্থ রাখুন। দিদিকে প্রনাম।
Ki osadharon bhalo laglo oke dekhe...gan gaite dekhe...
Amar sobcheye priyo dui gayikar modhye uni onyotomo, arekjon holen Gita Dutt...
Onar susthota kamona kori, khub khub bhalo thakun ❤🙏💐
স্বর্ণযুগের শেষ কয়েকজনের অন্যতমা।প্রনাম জানাই।
আমার একজন ছোট্ট বেলার স্বপ্নের শিল্পী। নমস্কার নেবেন। অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
⚘🌟⭐🎉Exceptionally EXCEPTIONAL..
প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম আপনার দীর্ঘায়ু কামনা করি
Do naina,or ekh Kahani gan ta sunle nostalgia hoye jai.
ওনার হিন্দি গানের রবীন্দ্র সংগীত খুব ভালো লাগে
অজয় ভট্টাচার্য
বারাণসী
স্বয়ং ঈশ্বরের অধিষ্ঠান ওনার কণ্ঠে।
My favoirite Artist
ওনাকে দেখে ভালো লাগল, সেই গলা এখনও মন জুড়ে,আহা সেই প্রিয় গান প্রিয় শিল্পীর গলায়❤🙏
কতদিন পর এই রকম একটা সাক্ষাৎকার দেখবার সুযোগ হল। আপনাকে নতুনভাবে ফিরে দেখতে চাই।🙏🙏🙏 ভালো থাকবেন।
❤❤
প্রথমেই আপনাকে প্রনাম জানাই। আমিও এই গানটি ভাবছিলাম।
অসাধারণ ভালো লাগলো, অনেক কিছু জানলাম
Your voice is precious.
Madam আরতি মুখোপাধ্যায়র যখন মধগগনের
শেষ লগ্নে তখন ওনার গান শোনা শুরু করি। ওনার contemporary যে কোন শিল্পীর প্রতি সন্মান রেখেই বলছি She is a trend setter.
Ki opurbo. Ki sundor sur akhuno gola te. Swapno juger ai sob silpi ra nomosso 💐🙏🏻💐
আরতিদিদি কতদুর আর কতদুর বেশী ওয়ালার করুন সুর - এটা সবচেয়ে সেরা গান।
Arati Mukherjee is the best 🎉🎉🎉❤ My most favourite ❤
Khub khub priyo shilpi.Anek Shikhlam.Khub Bhalo thakben Didi.
Classic singer ! Hats off didi.
দিদি আজকাল নতুন গান তৈরি হয় যেটা একবারই শোনা যায় মাত্র। দু বার শুনতে গেলে জলে ডুব দিতে হয়।
@bengalimusicdirectory arati ma'am er bortoman address ki paowa jabe please 🥺 I wanna meet her. Uni ki kolkatay achen? Na Mumbai te
সেই সময়কার গানগুলি কানে সুখ দেয় ও মনে আনন্দ দেয়।
Osadharon ak shilpi 🙏💝
Pronam janai ei mahan shilpi ke 🙏
দিদিকে অনেক অনেক অভিনন্দন ও নমস্কার 🙏🙏🙏
Favorite খুব ভালো থাকবেন দিদি
মা সরস্বতীর মনুষ্যরূপ ।
প্রণাম
Arati didi banglar annyatama singar
প্রতিবেদনটির জন্য ধন্যবাদ |
অসাধারণ গলা 🙏🙏🙏
⚘🌟🎉BRILLIANT of the Brilliants
আরতি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নতুনদের নতুন গান গাওয়ানো হয় না। পুরনো গান নিয়ে বিখ্যাত হবার চেষ্টা করছেন। এমনকি অত্যন্ত প্রতিষ্ঠিত শ্রেয়া ঘোষাল এখনো অন্য শিল্পীদের পুরনো গানই রেকর্ড করছেন।নিজের বিখ্যাত কয়টি বাংলা গান আছে। অন্বেষা, অন্কিতা এরা পুরনো গান দিয়েই টেকার চেষ্টা করছেন। নিজের গান দিয়ে এদেরকে পরীক্ষা করা হচ্ছে না।
She is a legend for sure ,,, Jara ektu Adhtu gaan bujhechi Tara abossoi onake sei hisebei dekhi
আপনার গান সুরে আমি মোহগ্রস্ত
আমার মা এবং আরতি মুখার্জী দমদম কৃষ্ণ কুমার হিন্দু একাডেমীর মোতিঝিল স্কুলের সহ পাঠি ছিলেন। আমার দাদু ঐ স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। মা এর মুখে ওনার সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতার প্রথম হওয়া কথা , পুরুষ বিভাগে মহেন্দ্র কাপুর প্রথম হয়েছিলেন। আমার মা ওনার গাওয়া "জানি এ ভুল গান টি খুব পছন্দ করতেন"।
Right.
Very good speech mam❤❤❤❤❤
খুব ছোট বেলা থেকে ওনার গান শুনে আসছি অসাধারণ শিল্পী, ওনাকে প্রনাম, এখন গীতিকার কোথায়? আগে সিনেমার গান তৈরি হতো সিনেমার ঘটনা পরম্পরা অনুযায়ী গীতিকার সেই ঘটনা শুনে গান তৈরি করতেন, এখন বাঙালি ভাবতে ভুলে গেছে, তাই এই অধঃপতন,কালচক্র কবে শেষ হবে, সেই আশায় বসে আছি।
Amar sob theke prio shilpi. Onar golar kono tulona nei. Osomvob tallented but underrated.
খুব সত্যি কথা। রিয়ালিটি শোয়ে প্রতিযোগীদের কেন বেসিক গান দেওয়া হচ্ছে না? সেখানে তো সঠিক বিচার টা হতে পারে।
Aha mashi opurbo...pronam nio....🙏🙏🙏
Pranam to great singer Arati Mukherjee
আমার খুব প্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম। আরতি ম্যাডাম ভালো থাকবেন। 🙏🏻🙏🏻
Pronam renowned singer.
Kotha tao jeno surer moto lage onar golai❤
উনি ভালো থাকুন। সুস্থ থাকুন।
অসাধারণ আপনার কথা
Shilpir prati amar Pronam roilo.
Amar khub priyo shilpi ❤❤❤❤
অসাধারণ উপস্থাপনা
মনে.মনে.সে.জানিনা.আজ.কি.ভেবে.নিয়েছে.আমার.প্রিয়.গান.
আমার প্রনাম নেবেন, আপনাকে দেখে মন ভরে গেল।
Sahojto shilpi ❤❤🙏🙏🙏
Didike dekhle mone hoy khub valo moner manush...ahaaa...ki osadharon sob gan uni geyechhen...ja ajo amader kache vison priyo...ki misti konthho swor.. onek shrodhha roilo didir jonno