পুত্র-স্ত্রী জয়নবকে কেন বিয়ে করেছিলেন মহানবী সাঃ. ডাঃ জাফরুল্লাহর প্রশ্নে যা বললেন ড. আব্বাসী .

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নবকে কেন বিয়ে করেছিলেন মহানবী সাঃ. ডাঃ জাফরুল্লাহর প্রশ্নে রেফারেন্স সহ যা বললেন ড. আব্বাসী .
    লাইভ আলোচনায় আছেন ড. এনায়েত উল্লাহ আব্বাসি এবং ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।
    দেখুন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে : / facethepeople​
    পেজ : / facethepeoples​
    সাইফুর সাগরের আইডি : / shagarrrrr

Комментарии • 1,8 тыс.

  • @abdullahebrahimbinbadal-7575
    @abdullahebrahimbinbadal-7575 4 года назад +467

    জাকির নায়েককে বাস্তবে দেখিনি। তার লেকচার আমার চিন্তাভাবনা পরিবর্তন করে দিয়েছে। আজ আলহামদুলিল্লাহ! আমি ও আমার স্ত্রী মুসলিম!

    • @dreammaker3518
      @dreammaker3518 4 года назад +25

      আল্লাহ আপনাদের দুজন কেই কবুল করুক, এবং জান্নাতেও এক সাথে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সকল মুসলমান ভাই ভাই।

    • @ismailsarker8857
      @ismailsarker8857 4 года назад +4

      @@dreammaker3518)

    • @smataullahsamim8056
      @smataullahsamim8056 4 года назад +4

      @@dreammaker3518 ppp

    • @hanufakhatun5412
      @hanufakhatun5412 4 года назад +12

      আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ

    • @amdadulhaquegous5829
      @amdadulhaquegous5829 3 года назад +7

      Amin

  • @samirahaque8518
    @samirahaque8518 4 года назад +90

    জাফরুল্লাহ ভাই ৯০%মুসলিম দেশে জীবনের শেষ বয়সে এসে বুঝলেন কুরআন শিক্ষা বা আরবি ভাষা শিক্ষার গুরুত্ব আছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

    • @tanvir3618
      @tanvir3618 3 года назад +1

      ৯০% না ৯৫% হবে

    • @Beautiful-q8s
      @Beautiful-q8s 2 года назад

      জাফরুল্লাহ স্যার এটা বোঝাতে চেয়েছিলো
      জে আরবি পড়া অবশ্যই দরকার
      আরবি না করলে কুরআন-হাদিসে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে সেগুলো কিভাবে পাওয়া যাবে

  • @mbegum9363
    @mbegum9363 4 года назад +53

    আমার প্রাণের পিয নবীজি কলিজার টুকরা নবীজিকে কেউ না জেনে কিছু বললে আমার কলিজায লাগে।নবীজি যেটা করেছেন সব কিছুই আল্লাহর হুকুমে করছেন এতে বিন্দু মাএ সন্দেহ নাই।

    • @MohammadIsmail-wd7ut
      @MohammadIsmail-wd7ut 2 года назад

      r8 আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা এত বেশি ভুল কেমনে করল বা বল্ল?

    • @beautiful8942
      @beautiful8942 2 года назад

      Right

    • @bitultalukder8114
      @bitultalukder8114 3 месяца назад

      এজন্যই তোমার নবী মারা যাওয়ার পরও ধোন কারা হয়ে আকাশের তাকিয়ে ছিল।কি রকমের একটা লুচ্চা ছিল।

    • @Albib-y3f
      @Albib-y3f 3 месяца назад

      ​@@beautiful8942তাহলে নবী যে তার মেয়ের সাথে সহবাস করলো এটা কি তার আল্লাহ বলছে😅

  • @আধুনিকিশিক্ষা
    @আধুনিকিশিক্ষা 4 года назад +41

    আল্লাহর একজন জ্ঞানী গোলাম ডঃ আব্বাসি হুজুর, তার কথা যত শুনি মনটা তত শান্তি পায়, আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দান করুক আরো বেশি দিন প্রচার করুক মানুষের মাঝে

    • @mdforid3533
      @mdforid3533 Год назад

      ডঃ জাফর ইকবাল কাফের

  • @nzsumon593
    @nzsumon593 4 года назад +95

    আব্বাসী হুজুরের ভক্ত হয়ে যাচ্ছি দিন দিন।
    হুজুর আরো বেশি বেশি করে জ্ঞানের চর্চা করুন। আল্লাহ কবুল করুন। আমিন।

    • @mohammedahmed-ow3el
      @mohammedahmed-ow3el 4 года назад +2

      Do not do it. Just believe in Allah. The guys who make Waze are not perfect. Do not believe all Hadiths. Most of the references from the Hadiths are fake.

    • @sadnananik9907
      @sadnananik9907 4 года назад

      @@mohammedahmed-ow3el all are not same...

    • @muminulhuq6810
      @muminulhuq6810 3 года назад +1

      @@mohammedahmed-ow3el নবী মুহাম্মদ (সা) এর সাথে জয়নব (রা.)এর বিয়ে সম্পর্কে কি আছে আল কুরআন ও হাদীসে? প্রথমতঃ অপরের পুত্রকে পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না । আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে ন্যায়সংগত। যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে।’ (সুরা সিজদা, আয়াত ৫) মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে স্বীয় পিতা ছাড়া অন্যের বলে ডাকে, তার জন্য বেহেশত হারাম।’ (বুখারি, হাদিস ৪৩২৬)
      পালিত পুত্র জায়েদ বিন হারেসা (রা.) যৌবনে পদার্পণ করলে রাসুলুল্লাহ (সা.) স্বীয় ফুফাতো বোন জনয়ব বিনত জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ (রা.) যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু জনয়ব ও তাঁর ভাই আবদুল্লাহ ইবনে জাহশ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন, আমরা বংশমর্যাদায় তাঁর চেয়ে শ্রেষ্ঠ, তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন-‘আল্লাহ ও তাঁর রাসুল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টাতায় পতিত হয়।’ (সুরা আহজাব, আয়াত ৩৬) জনয়ব ও তাঁর ভাই এ আয়াত শুনে তাঁদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর চতুর্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
      কিছুদিন পরে জায়েদ মানসিক সংকীর্ণতায় ভুগে নবিজীর কাছে যেয়ে জয়নবকে তালাক দেবার জন্য মনস্থির করলেন। কিন্তু নবিজী বার বার তা মানা করে জায়েদকে ধৈর্য ধরতে বললেন। মহানবী (সা.)-কে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়েদ (রা.) জনয়ব (রা.)-কে তালাক দিয়ে দেবেন। অতঃপর আপনি তাঁর পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হজরত জায়েদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর খেদমতে স্ত্রী জয়নাব সম্পর্কে অভিযোগ পেশ করে তাকেতালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
      তালাকের পর ইসলামিক রীতি অনুযায়ী ইদ্দত এর সময় তালাকের ৩ মাস পর যায়নাব (রাঃ)-কে রাসুল (সঃ) উম্মুল মুমিনীন হিসাবে গ্রহণ করেছিলেন।তখন রাসুল (সা.)-এর বয়স ছিল ৫৮ বছর, আর জনয়ব (রা.)-এর বয়স ছিল ৩৫ বছর। এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহতায়ালা বলেন, “আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো। তখন আপনি (আপনার) অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন, যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন (যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে আল্লাহ আপনার সাথে বিয়ে দিতে চান)। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন তার(জয়নবের) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ করলাম। যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করতে চাইলে মুমিনদের (বিশ্বাসীদের) অন্তরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব্ব না থাকে” (সুরা আহজাব, আয়াত ৩৭)।
      নবীজির সাথে জয়নব (রা.)-এর বিয়ের বৈশিষ্ট্য : ১. এ বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। হজরত জনয়ব (রা.) অন্যান্য স্ত্রীদের ওপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা, আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। (নাসায়ি) ২. পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, জাহেলি যুগের এ কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। ৩. দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক, তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে। ৪. এ বিয়ের পর পর্দার আয়াত তথা সুরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াত নাজিল হয়। তখন থেকে রাসুল (সা.) স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা ঝুলিয়ে দেন। ৫. হজরত জনয়ব (রা.) বলেন, আমার তিনটি বৈশিষ্ট্য। তা হলো : ক) আমার দাদা ও রাসুল (সা.)-এর দাদা একজন। খ) আমার বিয়ে হয়েছে আকাশে। গ) আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিবরাঈল (আ.)। ৬. কোরআন মাজিদের কোথাও জায়েদ ইবন হারেসার নাম ছাড়া অন্য কোনো সাহাবির নাম নেই।
      কিছু কুসংস্কার বাতিল করতে নীচের আয়াত নাজিল হয়:-
      “তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র।” (সুরা আহজাব, আয়াত ৪)
      কেউ যদি তার বিয়ে করা স্ত্রীকে হাজার বার মা বলে ডাকে তাহলে সেই স্ত্রী কখনও স্বামির সত্যিকারে মা হয়ে যাবেনা, অর্থ্যাৎ স্বামী-স্ত্রীর তালাক হয়ে যাবে না। তেমনি কোন ব্যক্তি যদি কাউকে সন্তান বলে স্বীকৃতি দেয়, তার ঐ স্বীকৃতিতে সত্যি সত্যি ঐ সন্তানটি তার বায়োলজিক্যাল সন্তান হয়ে যায়না। কিন্তু সে সময়ে আরবে পালক সন্তানকে স্বীয় ঔরশজাত সন্তানের মত মনে করা হত এবং পালক পুত্র ঐ ব্যক্তির মৃত্যুর পর তার যাবতীয় সম্পদের মালিক হয়ে যেত এবং রক্ত-সম্পর্কীয় উত্তারিধকারীরা বঞ্চিত হতো।

    • @muminulhuq6810
      @muminulhuq6810 3 года назад

      @@mohammedahmed-ow3el r u a muhaddis? If not, why say so? Pls don't tell so to others if u r not a muhaddis. To say so need a lot of knowledge. Fear the day of judgment.

    • @chowdhurykhan6807
      @chowdhurykhan6807 2 года назад

      আফগান যাও

  • @Akashalomiitbombay
    @Akashalomiitbombay 4 года назад +414

    "আব্বাসী হুজুরের ভিতরে যে ইলমের দরিয়া আছে তাতে কোনো সন্দেও নেই"

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад +6

      আল-শফি
      ------------
      শুরু করছি, সেই অজানা মহা-শক্তিময়ের নামে।
      যার প্রতি সে এবং তার সঙ্গীগন মহা-অকৃতজ্ঞ।
      তারা অকৃতজ্ঞ নিজ ভূমি, ভাষা এবং তাকে পতাকা প্রদানকারী সূর্য সন্তানদের প্রতি।
      তারা অপেক্ষায় থাকে
      কখন এগুলো দুমড়ে খাবে।
      অথচ তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      কিভাবে নিজ ভূমি আর ভাষার জন্য
      লড়াই এবং সম্মান করতে হয়।
      তারা কি কখনো দেখেছে,
      নিজ ভাষা ব্যতীত অন্য ভাষায় কিছু করতে?
      অতএব: বলো, তোমরা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      যারা নিজ সন্তানকে পাঠায় বিদেশ
      আর অন্যের সন্তানকে বানায়
      ব্যবসার মূলধনী এতিম।
      রাতে লোভাতুর হয় তাদের নরম দেহের প্রতি
      আর দিনে বানায়
      বয়ানের সামনের আওয়াজকারী।
      পারবে কি দেখাতে তারা একটি নমুনা
      এমন মক্তবের?
      যা করা হয়েছে বা করতে বলা হয়েছে?
      অতএব, বলো, তোমরা আর কোন কোন প্রয়োজনকে এখানে সংযোজন করবে?
      ওরা তুলতুলে নরম গদিতে বসে
      হাত পাখার বাতাস খায়
      বলে আফ্রিকার জঙ্গলের হরিণের কাহিনী
      কেঁদে পাগল হয় সরল মনা
      আর ভরে যায় নিজের পকেট।
      অথচ, পারবে কি দিতে তারা কোন প্রমাণ,
      আমার সেখানে যাওয়ার?
      অতএব, বলো আর কোন কোন কাহিনীকে
      তারা সংযোজন করবে?
      ওরা অনুসারীদের লোভ দেখায় জাহাজের,
      বলে কবরে লাশ না পচার গল্প,
      মাছের জিকিরের কথা,
      পারলে হতে মুরিদ
      খায় না বনের বাঘ, কাটেনা সাপ।
      অথচ, তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      আমার নিজেরই সাপে কাটার।
      অতএব, বলো, তারা আর কোন কোন মোজেজাকে আমদানি করবে?
      নিজেদের সুউচ্চ আর মহান করতে
      তারা পরস্পর নিজেদের পদবী দেয়
      আর বেশি বেশি বলতে থাকে
      ভিন দেশের দুর্বোধ্য ভাষায়,
      নিজ ভাষায় যা হাস্যকর বলে মনে হয়।
      ভুলে যায় নির্ভর করতে
      প্রকৃত সম্মান দানকারীর কথা,
      যার কথা তারা বলে।
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়কে প্রদর্শন করবে?
      তারা ভয় দেখায় জাফরুল্লা-দের
      আর বলে,
      হতে পারো এ- ভূমির মাদার তেরেসা
      তবে জীবন তো তোমার ষোল আনাই মিছা
      জন্মের পরে কানে আযান দিতে চার আনা
      বাল্যকালে মুসলমানিতে চার আনা
      মধ্য বয়সে বিবাহ পড়াতে চার আনা
      মৃত্যুর পরে জানাজা-তে চার আনা
      পারবে কি চলতে আমাদের ছাড়া?
      স্পষ্ট করে বলে দাও,
      সেইসব বড়াই কারীদের
      যারা ভয় দেখায় জানাজা না-পড়ানোর
      আর তাদের জিজ্ঞাসা করো,
      আমার নিজের জানাজা হয়েছিল কি?
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়ের অবতারণা করবে ?
      সে বেশ‍্যা বলে গালি দেয়
      নিজ হেলিকপ্টারের তেলের যোগানদাতা-কে,
      যার কপালের ঘাম লেগে আছে
      তারই পেটের ভূরিতে।
      অথচ দেয়নি একটু সম্মান
      সেই নিজ ক্ষুদার্থ অভাগীকে।
      অতএব, তারা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      তাদেরকে বলে দাও
      পূর্ববর্তী সীমালংঘনকারীদের শাস্তির ব্যাপারে।
      তাদের জন্য রয়েছে ওদের বজ্রমুষ্ঠি
      যাদেরকে সে অসম্মান করে গালি দেয়
      বল প্রস্তুত রাখা সেই কোটি হাত
      যা আসছে তাদের মাথার অগ্রভাগে
      বস্তুত সীমালঙ্ঘনকারীদের কেহই পছন্দ করেনা।
      12

    • @arafathossain5859
      @arafathossain5859 4 года назад +2

      ইভা মল্লিক নাস্তিক খাংকির পোলা

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад +4

      @@arafathossain5859 আপনার জন্য শুভকামনা রইল

    • @maslamdhaly3576
      @maslamdhaly3576 4 года назад +2

      @@begumrokeyawaliullah6319, সত্য বলিলে বন্দি হই ; কাঠের মোল্লারা ধর্মটাই শেষ করে দিছে....

    • @thetonoyhasan
      @thetonoyhasan 4 года назад

      এটি ভূল

  • @ইসলামেরআলোফেনী

    আব্বাসি হুজুরের জবাব শুনে কলিজাটা ভরে গেছে।

  • @sportlotto-1
    @sportlotto-1 3 года назад +40

    আস্তাফিরুল্লাহ 🥺
    আস্তাফিরুল্লাহ 🥺
    আস্তাফিরুল্লাহ 🥺
    বিশ্ব নবী সাঃ বলেছেন আমি দিনে ৭০ বারের বেশি আল্লাহ্ কাছে ক্ষমা প্রার্থনা করি 🙏

    • @probashrajbongshi8418
      @probashrajbongshi8418 2 года назад

      কেন??? ///

    • @easyhealthtips147
      @easyhealthtips147 2 года назад

      এক আল্লাহ্‌র প্রতি বিশ্বাস বিশ্বাস থাকলে বুঝতে পারতেন

  • @armanibneyfarbi
    @armanibneyfarbi Год назад +7

    মাশাল্লাহ খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ইসলাম কতোটা পরিষ্কার,, যার কোনো সন্দেহ নাই,,আল্লাহ এক এবং হযরত মোহাম্মদ সাঃ তার প্রিয় রাসূল,, তার কোনো ভূল নেই

    • @bitultalukder8114
      @bitultalukder8114 3 месяца назад

      কি বাল বুঝিয়েছে। গুজামিল। সঠিকভাবে কোন তথ্য উপস্থাপন করতে পারে নাই। কোরআন থেকে কোন আয়াত দিয়ে বুঝাতে পারেন নাই যে নবী যে বিবাহগুলো করেছিল সঠিক কিনা। জয়নবকে সে বিয়ে করেছিল কেন। সঠিক টা হল নবী একদিন জয়নগর ঘরে প্রবেশ করে এই সময় অর্ধ উলঙ্গ অবস্থায় ছিল জয়নব।সেটা দেখে নবীর ধোন কারা হয়ে যায়। পরে তাকে তালাক করিয়ে নিজে বিয়ে করেন। শালা লুচ্চা বদমাইশ

  • @zakirhossen1986
    @zakirhossen1986 4 года назад +40

    জাফরুল্লাহর জনকল্যাণকর অনেক কাজ রয়েছে । তাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে হেদায়াত করেন ।

  • @mdabdullah1649
    @mdabdullah1649 4 года назад +183

    অাল্লাহ আব্বাসীকে এত এলেম ঢেলে দিয়েছেন। আল্লাহ কবুল করুন ওনাকে।

    • @PhysicsMentorbd
      @PhysicsMentorbd 4 года назад

      আমিন।

    • @mghe1433
      @mghe1433 4 года назад

      ᎯᎷᎬᎬᏁ

    • @darkshawdow9403
      @darkshawdow9403 4 года назад

      আমিন

    • @JasimJasim-bg5qr
      @JasimJasim-bg5qr 4 года назад

      Sex p0pp0ppp0p0pp0p0p0pppp0ppppppppp0p00ppp0p0ppp0pp

    • @shabazpiyo3874
      @shabazpiyo3874 4 года назад

      তুর অইর হইল গিয়া দালাল ইলিম চুরা সালা দালাল বাইঞ্চত তুর মত মানুস কি জানবি সত্ত কথা তুই নরক ভাশি আল্লাহু রাসুলের আহ্লেবায়াতের অপবেখা জারা দিতাছে সব জাহারনামি এয়াযিদ উমাইয়া আব্বাসিয়া হেগ লগে দজখ জাপন করবে

  • @Arifvlogg1
    @Arifvlogg1 4 года назад +262

    আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে। কেকে ভালোবাসেন যুবক ভাইদেরকে একটু দেখতে চাই । ♥️♥️♥️♥️♥️

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад

      আল-শফি
      ------------
      শুরু করছি, সেই অজানা মহা-শক্তিময়ের নামে।
      যার প্রতি সে এবং তার সঙ্গীগন মহা-অকৃতজ্ঞ।
      তারা অকৃতজ্ঞ নিজ ভূমি, ভাষা এবং তাকে পতাকা প্রদানকারী সূর্য সন্তানদের প্রতি।
      তারা অপেক্ষায় থাকে
      কখন এগুলো দুমড়ে খাবে।
      অথচ তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      কিভাবে নিজ ভূমি আর ভাষার জন্য
      লড়াই এবং সম্মান করতে হয়।
      তারা কি কখনো দেখেছে,
      নিজ ভাষা ব্যতীত অন্য ভাষায় কিছু করতে?
      অতএব: বলো, তোমরা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      যারা নিজ সন্তানকে পাঠায় বিদেশ
      আর অন্যের সন্তানকে বানায়
      ব্যবসার মূলধনী এতিম।
      রাতে লোভাতুর হয় তাদের নরম দেহের প্রতি
      আর দিনে বানায়
      বয়ানের সামনের আওয়াজকারী।
      পারবে কি দেখাতে তারা একটি নমুনা
      এমন মক্তবের?
      যা করা হয়েছে বা করতে বলা হয়েছে?
      অতএব, বলো, তোমরা আর কোন কোন প্রয়োজনকে এখানে সংযোজন করবে?
      ওরা তুলতুলে নরম গদিতে বসে
      হাত পাখার বাতাস খায়
      বলে আফ্রিকার জঙ্গলের হরিণের কাহিনী
      কেঁদে পাগল হয় সরল মনা
      আর ভরে যায় নিজের পকেট।
      অথচ, পারবে কি দিতে তারা কোন প্রমাণ,
      আমার সেখানে যাওয়ার?
      অতএব, বলো আর কোন কোন কাহিনীকে
      তারা সংযোজন করবে?
      ওরা অনুসারীদের লোভ দেখায় জাহাজের,
      বলে কবরে লাশ না পচার গল্প,
      মাছের জিকিরের কথা,
      পারলে হতে মুরিদ
      খায় না বনের বাঘ, কাটেনা সাপ।
      অথচ, তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      আমার নিজেরই সাপে কাটার।
      অতএব, বলো, তারা আর কোন কোন মোজেজাকে আমদানি করবে?
      নিজেদের সুউচ্চ আর মহান করতে
      তারা পরস্পর নিজেদের পদবী দেয়
      আর বেশি বেশি বলতে থাকে
      ভিন দেশের দুর্বোধ্য ভাষায়,
      নিজ ভাষায় যা হাস্যকর বলে মনে হয়।
      ভুলে যায় নির্ভর করতে
      প্রকৃত সম্মান দানকারীর কথা,
      যার কথা তারা বলে।
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়কে প্রদর্শন করবে?
      তারা ভয় দেখায় জাফরুল্লা-দের
      আর বলে,
      হতে পারো এ- ভূমির মাদার তেরেসা
      তবে জীবন তো তোমার ষোল আনাই মিছা
      জন্মের পরে কানে আযান দিতে চার আনা
      বাল্যকালে মুসলমানিতে চার আনা
      মধ্য বয়সে বিবাহ পড়াতে চার আনা
      মৃত্যুর পরে জানাজা-তে চার আনা
      পারবে কি চলতে আমাদের ছাড়া?
      স্পষ্ট করে বলে দাও,
      সেইসব বড়াই কারীদের
      যারা ভয় দেখায় জানাজা না-পড়ানোর
      আর তাদের জিজ্ঞাসা করো,
      আমার নিজের জানাজা হয়েছিল কি?
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়ের অবতারণা করবে ?
      সে বেশ‍্যা বলে গালি দেয়
      নিজ হেলিকপ্টারের তেলের যোগানদাতা-কে,
      যার কপালের ঘাম লেগে আছে
      তারই পেটের ভূরিতে।
      অথচ দেয়নি একটু সম্মান
      সেই নিজ ক্ষুদার্থ অভাগীকে।
      অতএব, তারা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      তাদেরকে বলে দাও
      পূর্ববর্তী সীমালংঘনকারীদের শাস্তির ব্যাপারে।
      তাদের জন্য রয়েছে ওদের বজ্রমুষ্ঠি
      যাদেরকে সে অসম্মান করে গালি দেয়
      বল প্রস্তুত রাখা সেই কোটি হাত
      যা আসছে তাদের মাথার অগ্রভাগে
      বস্তুত সীমালঙ্ঘনকারীদের কেহই পছন্দ করেনা।

    • @kaziurrahmankaziur401
      @kaziurrahmankaziur401 4 года назад

      আমি।

    • @alamalam-ej6ls
      @alamalam-ej6ls 4 года назад

      আমি♥সাঃ♥

    • @munzurulkabir1182
      @munzurulkabir1182 4 года назад

      আমি

    • @enamulkabir8260
      @enamulkabir8260 4 года назад

      @@begumrokeyawaliullah6319 ei sala to sob jaigai jalaice.

  • @sahsanofficial
    @sahsanofficial 4 года назад +76

    হে আল্লাহ আপনি আমাদের মেধা ও যোগ্যতাকে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন!!!!

  • @abdullahbinhusain6598
    @abdullahbinhusain6598 4 года назад +72

    আল্লাহ তাআলা আব্বাসী সাহেবের ইলম ও হায়াতে বারাকাহ দান করুন। আমীন।

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад

      আল-শফি
      ------------
      শুরু করছি, সেই অজানা মহা-শক্তিময়ের নামে।
      যার প্রতি সে এবং তার সঙ্গীগন মহা-অকৃতজ্ঞ।
      তারা অকৃতজ্ঞ নিজ ভূমি, ভাষা এবং তাকে পতাকা প্রদানকারী সূর্য সন্তানদের প্রতি।
      তারা অপেক্ষায় থাকে
      কখন এগুলো দুমড়ে খাবে।
      অথচ তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      কিভাবে নিজ ভূমি আর ভাষার জন্য
      লড়াই এবং সম্মান করতে হয়।
      তারা কি কখনো দেখেছে,
      নিজ ভাষা ব্যতীত অন্য ভাষায় কিছু করতে?
      অতএব: বলো, তোমরা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      যারা নিজ সন্তানকে পাঠায় বিদেশ
      আর অন্যের সন্তানকে বানায়
      ব্যবসার মূলধনী এতিম।
      রাতে লোভাতুর হয় তাদের নরম দেহের প্রতি
      আর দিনে বানায়
      বয়ানের সামনের আওয়াজকারী।
      পারবে কি দেখাতে তারা একটি নমুনা
      এমন মক্তবের?
      যা করা হয়েছে বা করতে বলা হয়েছে?
      অতএব, বলো, তোমরা আর কোন কোন প্রয়োজনকে এখানে সংযোজন করবে?
      ওরা তুলতুলে নরম গদিতে বসে
      হাত পাখার বাতাস খায়
      বলে আফ্রিকার জঙ্গলের হরিণের কাহিনী
      কেঁদে পাগল হয় সরল মনা
      আর ভরে যায় নিজের পকেট।
      অথচ, পারবে কি দিতে তারা কোন প্রমাণ,
      আমার সেখানে যাওয়ার?
      অতএব, বলো আর কোন কোন কাহিনীকে
      তারা সংযোজন করবে?
      ওরা অনুসারীদের লোভ দেখায় জাহাজের,
      বলে কবরে লাশ না পচার গল্প,
      মাছের জিকিরের কথা,
      পারলে হতে মুরিদ
      খায় না বনের বাঘ, কাটেনা সাপ।
      অথচ, তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      আমার নিজেরই সাপে কাটার।
      অতএব, বলো, তারা আর কোন কোন মোজেজাকে আমদানি করবে?
      নিজেদের সুউচ্চ আর মহান করতে
      তারা পরস্পর নিজেদের পদবী দেয়
      আর বেশি বেশি বলতে থাকে
      ভিন দেশের দুর্বোধ্য ভাষায়,
      নিজ ভাষায় যা হাস্যকর বলে মনে হয়।
      ভুলে যায় নির্ভর করতে
      প্রকৃত সম্মান দানকারীর কথা,
      যার কথা তারা বলে।
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়কে প্রদর্শন করবে?
      তারা ভয় দেখায় জাফরুল্লা-দের
      আর বলে,
      হতে পারো এ- ভূমির মাদার তেরেসা
      তবে জীবন তো তোমার ষোল আনাই মিছা
      জন্মের পরে কানে আযান দিতে চার আনা
      বাল্যকালে মুসলমানিতে চার আনা
      মধ্য বয়সে বিবাহ পড়াতে চার আনা
      মৃত্যুর পরে জানাজা-তে চার আনা
      পারবে কি চলতে আমাদের ছাড়া?
      স্পষ্ট করে বলে দাও,
      সেইসব বড়াই কারীদের
      যারা ভয় দেখায় জানাজা না-পড়ানোর
      আর তাদের জিজ্ঞাসা করো,
      আমার নিজের জানাজা হয়েছিল কি?
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়ের অবতারণা করবে ?
      সে বেশ‍্যা বলে গালি দেয়
      নিজ হেলিকপ্টারের তেলের যোগানদাতা-কে,
      যার কপালের ঘাম লেগে আছে
      তারই পেটের ভূরিতে।
      অথচ দেয়নি একটু সম্মান
      সেই নিজ ক্ষুদার্থ অভাগীকে।
      অতএব, তারা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      তাদেরকে বলে দাও
      পূর্ববর্তী সীমালংঘনকারীদের শাস্তির ব্যাপারে।
      তাদের জন্য রয়েছে ওদের বজ্রমুষ্ঠি
      যাদেরকে সে অসম্মান করে গালি দেয়
      বল প্রস্তুত রাখা সেই কোটি হাত
      যা আসছে তাদের মাথার অগ্রভাগে
      বস্তুত সীমালঙ্ঘনকারীদের কেহই পছন্দ করেনা।

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад +1

      আগামীতে দাসী মারিয়া কিবতিয়ার পেটে নবী মুহাম্মদের ইব্রাহিম নামে জারজ সন্তান ভরে দেওয়ার উপর একটা লাইভ দেখতে চাই। হুজুরদের বিপরীতে একজন নাস্তিক মুক্ত চিন্তার মানুষকে দেখতে চাই

    • @mohammedsarwar9757
      @mohammedsarwar9757 4 года назад +2

      দুই কুকুর একসাথে ঘেউঘেউ।

    • @muminulhuq6810
      @muminulhuq6810 3 года назад

      নবী মুহাম্মদ (সা) এর সাথে জয়নব (রা.)এর বিয়ে সম্পর্কে কি আছে আল কুরআন ও হাদীসে? প্রথমতঃ অপরের পুত্রকে পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না । আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে ন্যায়সংগত। যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে।’ (সুরা সিজদা, আয়াত ৫) মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে স্বীয় পিতা ছাড়া অন্যের বলে ডাকে, তার জন্য বেহেশত হারাম।’ (বুখারি, হাদিস ৪৩২৬)
      পালিত পুত্র জায়েদ বিন হারেসা (রা.) যৌবনে পদার্পণ করলে রাসুলুল্লাহ (সা.) স্বীয় ফুফাতো বোন জনয়ব বিনত জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ (রা.) যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু জনয়ব ও তাঁর ভাই আবদুল্লাহ ইবনে জাহশ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন, আমরা বংশমর্যাদায় তাঁর চেয়ে শ্রেষ্ঠ, তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন-‘আল্লাহ ও তাঁর রাসুল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টাতায় পতিত হয়।’ (সুরা আহজাব, আয়াত ৩৬) জনয়ব ও তাঁর ভাই এ আয়াত শুনে তাঁদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর চতুর্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
      কিছুদিন পরে জায়েদ মানসিক সংকীর্ণতায় ভুগে নবিজীর কাছে যেয়ে জয়নবকে তালাক দেবার জন্য মনস্থির করলেন। কিন্তু নবিজী বার বার তা মানা করে জায়েদকে ধৈর্য ধরতে বললেন। মহানবী (সা.)-কে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়েদ (রা.) জনয়ব (রা.)-কে তালাক দিয়ে দেবেন। অতঃপর আপনি তাঁর পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হজরত জায়েদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর খেদমতে স্ত্রী জয়নাব সম্পর্কে অভিযোগ পেশ করে তাকেতালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
      তালাকের পর ইসলামিক রীতি অনুযায়ী ইদ্দত এর সময় তালাকের ৩ মাস পর যায়নাব (রাঃ)-কে রাসুল (সঃ) উম্মুল মুমিনীন হিসাবে গ্রহণ করেছিলেন।তখন রাসুল (সা.)-এর বয়স ছিল ৫৮ বছর, আর জনয়ব (রা.)-এর বয়স ছিল ৩৫ বছর। এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহতায়ালা বলেন, “আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো। তখন আপনি (আপনার) অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন, যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন (যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে আল্লাহ আপনার সাথে বিয়ে দিতে চান)। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন তার(জয়নবের) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ করলাম। যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করতে চাইলে মুমিনদের (বিশ্বাসীদের) অন্তরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব্ব না থাকে” (সুরা আহজাব, আয়াত ৩৭)।
      নবীজির সাথে জয়নব (রা.)-এর বিয়ের বৈশিষ্ট্য : ১. এ বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। হজরত জনয়ব (রা.) অন্যান্য স্ত্রীদের ওপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা, আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। (নাসায়ি) ২. পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, জাহেলি যুগের এ কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। ৩. দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক, তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে। ৪. এ বিয়ের পর পর্দার আয়াত তথা সুরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াত নাজিল হয়। তখন থেকে রাসুল (সা.) স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা ঝুলিয়ে দেন। ৫. হজরত জনয়ব (রা.) বলেন, আমার তিনটি বৈশিষ্ট্য। তা হলো : ক) আমার দাদা ও রাসুল (সা.)-এর দাদা একজন। খ) আমার বিয়ে হয়েছে আকাশে। গ) আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিবরাঈল (আ.)। ৬. কোরআন মাজিদের কোথাও জায়েদ ইবন হারেসার নাম ছাড়া অন্য কোনো সাহাবির নাম নেই।
      কিছু কুসংস্কার বাতিল করতে নীচের আয়াত নাজিল হয়:-
      “তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র।” (সুরা আহজাব, আয়াত ৪)
      কেউ যদি তার বিয়ে করা স্ত্রীকে হাজার বার মা বলে ডাকে তাহলে সেই স্ত্রী কখনও স্বামির সত্যিকারে মা হয়ে যাবেনা, অর্থ্যাৎ স্বামী-স্ত্রীর তালাক হয়ে যাবে না। তেমনি কোন ব্যক্তি যদি কাউকে সন্তান বলে স্বীকৃতি দেয়, তার ঐ স্বীকৃতিতে সত্যি সত্যি ঐ সন্তানটি তার বায়োলজিক্যাল সন্তান হয়ে যায়না। কিন্তু সে সময়ে আরবে পালক সন্তানকে স্বীয় ঔরশজাত সন্তানের মত মনে করা হত এবং পালক পুত্র ঐ ব্যক্তির মৃত্যুর পর তার যাবতীয় সম্পদের মালিক হয়ে যেত এবং রক্ত-সম্পর্কীয় উত্তারিধকারীরা বঞ্চিত হতো।

  • @robiulalam8686
    @robiulalam8686 4 года назад +75

    বাংলাদেশে বুদ্ধিজীবিদের লিষ্টে ড.এনায়েত উল্লাহ্ আব্বাসী হুজুরের নাম যুক্তকরা হোক।

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад +1

      নাস্তিকদের সাথে বিতর্ক না করে। ওয়াজ মাহফিলে খালি মাঠে নাস্তিকদের হুমকি দমকি দেন কেন তথাকথিত ইসলামিক আলেম ওলামা হুজুরেরা। ruclips.net/video/ZzyirWBnnlY/видео.html

    • @rockstararafinmoon3059
      @rockstararafinmoon3059 4 года назад

      @@দাসীখোরনবীমুহাম্মদ not a nice name . But tell
      Neil Degrasse Tyson to debate with Mohammed Mohammed hijab. Let's see how deep atheistic view goes.

    • @rozusheikh7547
      @rozusheikh7547 4 года назад

      ছাগল

    • @dreamboyparvas4111
      @dreamboyparvas4111 4 года назад

      @@দাসীখোরনবীমুহাম্মদ kolija thakle samne aso baba,tomake murder korte hoibo

    • @dreamboyparvas4111
      @dreamboyparvas4111 4 года назад

      @মাগী মুহম্মদ ame tomar sathe friendship korte chai

  • @sheikhalamin4548
    @sheikhalamin4548 4 года назад +61

    একটা মেয়ে বাবার বাড়ির সম্পত্তি পায় এবং স্বামীর সম্পত্তি পায়। আবার বিয়ের পরে একটা মেয়ের সমস্ত ভরনপোষণ থাকে ছেলের ( স্বামী) উপর। হিসাব করলে মেয়েরা বেশি পায়। মহান আল্লাহ তায়ালা কখনও ভুল করতে পারেননা। আমরা ভুল ব্যাখ্যা করি।

    • @KILLINGGAMER07
      @KILLINGGAMER07 4 года назад +1

      Bastobota ki bole?? 😊 asholei pacche?

    • @sheikhalamin4548
      @sheikhalamin4548 4 года назад +2

      @@KILLINGGAMER07 সেই দোষ আমাদের। একটা দেশের সরকার সুন্দর ভাবে দেশ পরিচালনা করতে অনেক সংবিধান করেন। সবাই যদি মেনে চলি তাহলে দেশে অশান্তি থাকতে পারে না। আইন না মানলে শাস্তি ব্যবস্থা আছে।।।। আমরা যদি নিজের বিবেক নষ্ট করে ফেলে, লোভে পড়ে অন্যকে ঠকায় তাহলে সে দায়ভার একান্তই আমাদের। অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে ইহকালে ও পরকালে। অথবা পরকালে....

    • @sheikhalamin4548
      @sheikhalamin4548 4 года назад

      @@KILLINGGAMER07 বাস্তবতা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন?? আর মনে রাখবেন,, সব ধর্মের মানুষই পুঁথিগত বিদ্যা পড়ে-ই বড় হয়। কেউ কেউ সেগুলো অন্তরে লালন পালন করেন আর কেউ কেউ ডাস্টবিনে ফেলে দেয়।

    • @sheikhalamin4548
      @sheikhalamin4548 4 года назад

      @@KILLINGGAMER07 আপনি কোন ধর্ম পালন করেন জানিনা।বাস্তবতার দোহাই দিয়ে পবিত্র কুরআন তথা আল্লাহর আইন ভুলে যেতে বলতেছেন। বাস্তবতার সাথে চলতে গিয়ে মানুষ এখন সারা পৃথিবীতে মানুষ নানান অপরাধ করতেছেন, তাহলে কি সরকারকে বলবো, আপনার আইনের প্রয়োজন নেই?? আবার বাস্তবতার দোহাই দিয়ে একজন দিনমুজুরের ছেলে যদি বলে, দামী কাপড়চোপড় দিতে হবে, দামী মোবাইল দিতে, প্রতিদিন হাতখরচ দিতে হবে.... যদি সেই বাবা সন্তানের চাহিদা না মেটাতে পারে তাহলে কি সন্তান বাবাকে ভুলে যাবে? খারাপ ব্যবহার করবে? নিজের লাইফ নষ্ট করে দেবে?
      আমরা পবিত্র কুরআন পরিপূর্ণ ভাবে পালন করিনা এটা আমাদের ব্যর্থতা। নিসন্দেহে পবিত্র কুরআন ত্রুটিমুক্ত আল্লাহর বাণী এবং মানবের মুক্তির বাণী

    • @KILLINGGAMER07
      @KILLINGGAMER07 4 года назад

      @@sheikhalamin4548 😄😄😄😄

  • @dreammaker3518
    @dreammaker3518 4 года назад +5

    জাফরুল্লাহ স্যার সাধারণ মানুষের জন্য অনেক ভাল কাজ করেছেন, তাই সাধারণ মানুষের দোয়ায় ওনি বর্তমানে ইসলামের দিকে ফিরে আসছেন, সবাই ওনার হেদায়েতের জন্য দোয়া করি সবসময়

  • @fatickcharirparvas5282
    @fatickcharirparvas5282 4 года назад +15

    *এই প্রোগ্রামটি যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছা করে। হুজুর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমীন*

  • @ashrafulshopayal1289
    @ashrafulshopayal1289 4 года назад +6

    আব্বাসি হুজুরের জন্যই এই চ‍্যানেলটা হিট।

  • @copyrightfreemusic7502
    @copyrightfreemusic7502 4 года назад +47

    ডাঃ জাফরুল্লাহ চৌধুরী একজন খোলা মনের মানুষ।তিনি চাইলে জীবনটাকে বিলাসবহুল ভাবে কাটাতে পারতো।তিনি সাধারণ জীবনযাপন করেছেন।ইসলামের উপর মানুষের কিছু ভুল বুঝাবুঝির প্রশ্নগুলোই তিনি উত্থাপন করেছেন।

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад

      আল-শফি
      ------------
      শুরু করছি, সেই অজানা মহা-শক্তিময়ের নামে।
      যার প্রতি সে এবং তার সঙ্গীগন মহা-অকৃতজ্ঞ।
      তারা অকৃতজ্ঞ নিজ ভূমি, ভাষা এবং তাকে পতাকা প্রদানকারী সূর্য সন্তানদের প্রতি।
      তারা অপেক্ষায় থাকে
      কখন এগুলো দুমড়ে খাবে।
      অথচ তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      কিভাবে নিজ ভূমি আর ভাষার জন্য
      লড়াই এবং সম্মান করতে হয়।
      তারা কি কখনো দেখেছে,
      নিজ ভাষা ব্যতীত অন্য ভাষায় কিছু করতে?
      অতএব: বলো, তোমরা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      যারা নিজ সন্তানকে পাঠায় বিদেশ
      আর অন্যের সন্তানকে বানায়
      ব্যবসার মূলধনী এতিম।
      রাতে লোভাতুর হয় তাদের নরম দেহের প্রতি
      আর দিনে বানায়
      বয়ানের সামনের আওয়াজকারী।
      পারবে কি দেখাতে তারা একটি নমুনা
      এমন মক্তবের?
      যা করা হয়েছে বা করতে বলা হয়েছে?
      অতএব, বলো, তোমরা আর কোন কোন প্রয়োজনকে এখানে সংযোজন করবে?
      ওরা তুলতুলে নরম গদিতে বসে
      হাত পাখার বাতাস খায়
      বলে আফ্রিকার জঙ্গলের হরিণের কাহিনী
      কেঁদে পাগল হয় সরল মনা
      আর ভরে যায় নিজের পকেট।
      অথচ, পারবে কি দিতে তারা কোন প্রমাণ,
      আমার সেখানে যাওয়ার?
      অতএব, বলো আর কোন কোন কাহিনীকে
      তারা সংযোজন করবে?
      ওরা অনুসারীদের লোভ দেখায় জাহাজের,
      বলে কবরে লাশ না পচার গল্প,
      মাছের জিকিরের কথা,
      পারলে হতে মুরিদ
      খায় না বনের বাঘ, কাটেনা সাপ।
      অথচ, তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      আমার নিজেরই সাপে কাটার।
      অতএব, বলো, তারা আর কোন কোন মোজেজাকে আমদানি করবে?
      নিজেদের সুউচ্চ আর মহান করতে
      তারা পরস্পর নিজেদের পদবী দেয়
      আর বেশি বেশি বলতে থাকে
      ভিন দেশের দুর্বোধ্য ভাষায়,
      নিজ ভাষায় যা হাস্যকর বলে মনে হয়।
      ভুলে যায় নির্ভর করতে
      প্রকৃত সম্মান দানকারীর কথা,
      যার কথা তারা বলে।
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়কে প্রদর্শন করবে?
      তারা ভয় দেখায় জাফরুল্লা-দের
      আর বলে,
      হতে পারো এ- ভূমির মাদার তেরেসা
      তবে জীবন তো তোমার ষোল আনাই মিছা
      জন্মের পরে কানে আযান দিতে চার আনা
      বাল্যকালে মুসলমানিতে চার আনা
      মধ্য বয়সে বিবাহ পড়াতে চার আনা
      মৃত্যুর পরে জানাজা-তে চার আনা
      পারবে কি চলতে আমাদের ছাড়া?
      স্পষ্ট করে বলে দাও,
      সেইসব বড়াই কারীদের
      যারা ভয় দেখায় জানাজা না-পড়ানোর
      আর তাদের জিজ্ঞাসা করো,
      আমার নিজের জানাজা হয়েছিল কি?
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়ের অবতারণা করবে ?
      সে বেশ‍্যা বলে গালি দেয়
      নিজ হেলিকপ্টারের তেলের যোগানদাতা-কে,
      যার কপালের ঘাম লেগে আছে
      তারই পেটের ভূরিতে।
      অথচ দেয়নি একটু সম্মান
      সেই নিজ ক্ষুদার্থ অভাগীকে।
      অতএব, তারা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      তাদেরকে বলে দাও
      পূর্ববর্তী সীমালংঘনকারীদের শাস্তির ব্যাপারে।
      তাদের জন্য রয়েছে ওদের বজ্রমুষ্ঠি
      যাদেরকে সে অসম্মান করে গালি দেয়
      বল প্রস্তুত রাখা সেই কোটি হাত
      যা আসছে তাদের মাথার অগ্রভাগে
      বস্তুত সীমালঙ্ঘনকারীদের কেহই পছন্দ করেনা।

    • @salekahmed2668
      @salekahmed2668 2 года назад +1

      zafor ullah akta nastik

    • @facebooklive5575
      @facebooklive5575 2 года назад

      nastik er j safai gay seo nastik

  • @nazninalam6377
    @nazninalam6377 4 года назад +45

    মহান আল্লাহপাক এনায়েত উল্লাহ্ আব্বাসী হুজুরের জ্ঞানের পরিধি আরো উত্তরোত্তর বৃদ্ধি করে দিন।

  • @shamimasamu7772
    @shamimasamu7772 4 года назад +14

    আব্বাসী হুজুরের ভক্ত হয়ে যাচ্ছি,, আলহামদুলিল্লাহ

  • @সত্যেরসন্ধানে-ল৯ন

    অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক

  • @SuchonaTv-oe3dv
    @SuchonaTv-oe3dv 4 года назад +21

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা। আমার মত কার কার ভালো লেগেছে?

  • @monjubhuiyan9815
    @monjubhuiyan9815 4 года назад +4

    আমার বিশ্বাস, এখন থেকে ডা. জাফরউল্লাহ স্যারের মনের অনেক খটকা আপনা আপনিই দূরীভূত হয়ে যেতে থাকবে।আসলে আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন, তিনিই হেদায়েত প্রাপ্ত হন ।হে আল্লাহ, আপনি দয়া করে আমাদের সকলকে হেদায়েত দান করুন।আমিন।

  • @SKBillal10001
    @SKBillal10001 4 года назад +27

    প্রতিশোধ নয়
    হ্মমা করাই ইসলামের
    আদর্শ
    হযরত মোহাম্মদ (সাঃ)
    😙😙😙

    • @momenmia9353
      @momenmia9353 4 года назад

      রাইট

    • @lovetrue6112
      @lovetrue6112 4 года назад

      কয়েকটা উদাহরণ দেন আপা

  • @mohsinkabir221107
    @mohsinkabir221107 4 года назад +18

    আল্লাহ পাক বাংলা দেশের সমস্ত আলেমদের একতাবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন।

    • @monirhossainhossainmonir8766
      @monirhossainhossainmonir8766 3 года назад

      ভাইরে আরব দেশে থাকি আর তাদের ইসলামি শাসক দেখেচি আমরা তাদের চেয়ে হাজার গুনে ভালো আচি আর অন্য কিচু আসার দরকার নাই

  • @mdlutforrahman6028
    @mdlutforrahman6028 4 года назад +28

    ধন্যবাদ হুজুর আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুন

  • @harounharoun2272
    @harounharoun2272 4 года назад +59

    শাগর ভাই আপনার লাইভে মিজানুর রহমান আজারিকে দেখতে চাই আশা করি ভালো থাকবেন

    • @anwarhossen8194
      @anwarhossen8194 4 года назад +1

      আজাহারী আসবে লাইভে???
      কিছু ইংলিশ আর কিছু বাংলিশ নিয়ে।।।।

  • @jovanahmed1863
    @jovanahmed1863 4 года назад +5

    আরেক জনের বউরে বউ ভাগানো জায়েজ আছে।আলহামদুলিল্লাহ

  • @MDMamun-cd9hy
    @MDMamun-cd9hy 4 года назад +2

    মাওলানা আব্বাছি কে ধন্যবাদ জাজাকাল্লাহ খুব সুন্দর বয়ান দিয়েছেন

  • @Jahangir.h.chowdhury
    @Jahangir.h.chowdhury 4 года назад +28

    ভাই আপনার টক শোতে মিজানুর রহমান আজহারীকে চাই। আজহারী হুজুর আসলে লক্ষ মানুষ একসাথে লাইভ দেখবে ইনশাআল্লাহ।

    • @rafiqueduenglish6440
      @rafiqueduenglish6440 4 года назад +7

      আজহারী হুজুর এখন ভালো আছেন। আজহারী হুজুরের বয়ানের কারণে ইসলামের সমালোচনা বৃদ্ধি হয়। না আনায় ভালো

    • @layekuzzamchowdhury1830
      @layekuzzamchowdhury1830 4 года назад +3

      আমার মনে হয়, আজহারী হুজুরের সাথে বসার মত যোগ্য লোক এদেশে নাই।।

    • @mohdali4513
      @mohdali4513 4 года назад +3

      @@rafiqueduenglish6440
      উনি কি শরীয়তের বাইরে কথা বলেন ।
      আর উনাকে সমালোচনা করে কারা সেটা কি আপনি বুঝতে পেরেছেন জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে উনি সকল মাযহাব নিয়ে কথা বলেন।
      তবে যেহেতু ওনাকে বিতর্কিত করে ফেলেছেন তথাকথিত নামধারী স্বার্থান্বেষী এবং পীর পূজারী আলেমরা তাই আপাতত ওনাকে না আনা ভালো উদ্যোগ তবে উত্তম নয় তার কারণ উনি যে বিষয়গুলো আলোচনা করেন এগুলো দিয়ে মানুষের চোখ কান খুলে যায় এ কথা সত্য উনি নাস্তিকদের কে বুঝাতে গিয়ে এবং ঢাকার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলতে গিয়ে কিছু ব্যবহার করেছিলেন যা সাধারণ মানুষের মধ্যে কিছু অংশ বুঝতে পারেনি পরে অবশ্য তিনি বুঝতে পেরেছেন এবং পরবর্তী এক ওয়াজের মাহফিলে ক্ষমা ও চেয়ে ছিলেন আর তাই জনগণ তাকে আগের মত পছন্দ করতে ছিলেন এরপর ই ঐশে স্বার্থান্বেষী মহলের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এবং পেছনে অনেক ষড়যন্ত্র করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে কিন্তু তিনি মানুষের মণিকোঠায় থেকেই জায়গা করে নিয়েছিলেন আল্লাহ তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন তার বহিঃপ্রকাশ ঘটেছে তিনি একটি ইউটিউব খুলে ছিলেন শুধু প্রশ্ন দিয়ে রেখেছিলেন এবং এতেই রেকর্ড করে দিলেন 15 দিনের মাথায় আরেকটি বিশ্ব রেকর্ড করে দিলেন সাবস্ক্রাইব সংখ্যায় ।
      যাক সে কথা যে যা করেছে তার যথাউপযুক্ত বদলাও পেয়ে গিয়েছে অতএব সেসব বিষয় নিয়ে আর চিন্তা করার সময় নেই তবে এই মুহূর্তে যেহেতু আব্বাসী হুজুর দ্বারা মহান আল্লাহ তায়ালা ইসলামের খেদমত করাচ্ছেন তাহলে তার দ্বারাই করা উচিত বলে আমি মনে করি ।
      মিজানুর রহমান আজহারী চেয়েছিলেন আবার বাংলাদেশের এসে ওয়াজ করতে কিন্তু জালিম প্রশাসন সে অনুমতি দেয়নি কারণ তাদের গদি নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটি তারা স্কুল কলেজ খুলছে না গদি নিয়ে টানাটানি হবার ভয়ে এর পূর্বে একবার ছাত্ররা দেখিয়ে দিয়েছিল পুরো দেশকে একটা মেসেজ দিয়েছিল এই ভয়ে জালিম হাসিনা বর্তমানে স্কুল-কলেজ পুরোপুরি খুলছে না অথচ সকল কিছুই প্রায় আগের মত চলছে

    • @elonmusk1487
      @elonmusk1487 4 года назад

      @@rafiqueduenglish6440 ছাগল

    • @sayemhossain6503
      @sayemhossain6503 4 года назад +1

      আজহারী মনে হয় পারবে না

  • @hasankhan5786
    @hasankhan5786 4 года назад +8

    হুজুরের কথা শুনলে সত্যি মনটা ভরে জায়

  • @exshahid562
    @exshahid562 4 года назад +44

    সাগর ভাই
    মিজানুর রহমান আযহারী সাহেবকে আপনার লাইভে দেখতে চাই

    • @toufiqalahe5345
      @toufiqalahe5345 2 года назад

      মনের কিথা বলেছেন

  • @diptoquazi319
    @diptoquazi319 3 года назад +4

    বুড়ো ভাম জীবনে বহু বই পড়েছে কিন্তু কুরআন শরীফের বাংলা অর্থটা জীবনে একবার পড়ার সময় পায়নি

  • @mirazrahman3764
    @mirazrahman3764 3 года назад +3

    ৬বছরের সাবালক আয়েশা কে এবং পালিত পুত্রের স্ত্রীকেও বিয়ে করেছেন আমাদের প্রানের নবী সুবাহানআল্লাহ।
    নবী আসলেই মহান ছিলেন মহান ছিলেন।
    আলহামদুলিল্লাহ

  • @alauddin5385
    @alauddin5385 4 года назад +33

    আব্বাসী সাহেবকে ধন্যবাদ

  • @al-aminhossain2895
    @al-aminhossain2895 4 года назад +33

    আব্বাসী হুজুরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, উনাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ।

  • @mdabdur2388
    @mdabdur2388 2 года назад

    আমি ইন্ডিয়া থেকে দেখছিলাম আর Dr anayetullah Abbasi সাহেবের বক্তব্য খুব ভালো লাগলো এই রকম আলেম আমাদের ইন্ডিয়ায় খুব প্রয়োজন নাস্তিকদের শায়েস্তা করার জন্য

  • @rubelkabir9670
    @rubelkabir9670 4 года назад +28

    ডঃ জাফর উল্লাহ সাহেব অনেক খোলা মনে কথা বলেছেন। তিনি যা যা যানতেন না তা উনি শিখতে চেয়েছেন। আর উনার ভিতর কোন দাম্ভিকতা দেখান নি, যা আমার কাছে খুবই ভাল লেগেছে।
    এই টকশো টা কে কেউ বিকৃত করবেন না বা মিথ্যা টাইটেল দিয়ে নতুন নতুন ভিডিও বানাবেন না।

    • @purnimamandal9009
      @purnimamandal9009 4 года назад +5

      কিন্তু আব্বাসি দাম্ভিক এবং জোকার নায়েকের মতো গোঁজামিল মাষ্টার

    • @rubelkabir9670
      @rubelkabir9670 4 года назад +1

      @@purnimamandal9009 এখানে কি গোঁজামিল ছিল?? আর মানুষের নাম বিকৃত করে ঢাকা আরও বড় পাপ।

    • @ranasarkar5193
      @ranasarkar5193 4 года назад

      ekhane ashob bole lav nei.... dormando abal ra kono din e ashob nijer mogoj diye bujte chaibe na...

    • @rashidakhatun8112
      @rashidakhatun8112 4 года назад

      @@ranasarkar5193 tui pagan

    • @begumrokeyawaliullah6319
      @begumrokeyawaliullah6319 4 года назад

      আল-শফি
      ------------
      শুরু করছি, সেই অজানা মহা-শক্তিময়ের নামে।
      যার প্রতি সে এবং তার সঙ্গীগন মহা-অকৃতজ্ঞ।
      তারা অকৃতজ্ঞ নিজ ভূমি, ভাষা এবং তাকে পতাকা প্রদানকারী সূর্য সন্তানদের প্রতি।
      তারা অপেক্ষায় থাকে
      কখন এগুলো দুমড়ে খাবে।
      অথচ তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      কিভাবে নিজ ভূমি আর ভাষার জন্য
      লড়াই এবং সম্মান করতে হয়।
      তারা কি কখনো দেখেছে,
      নিজ ভাষা ব্যতীত অন্য ভাষায় কিছু করতে?
      অতএব: বলো, তোমরা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      যারা নিজ সন্তানকে পাঠায় বিদেশ
      আর অন্যের সন্তানকে বানায়
      ব্যবসার মূলধনী এতিম।
      রাতে লোভাতুর হয় তাদের নরম দেহের প্রতি
      আর দিনে বানায়
      বয়ানের সামনের আওয়াজকারী।
      পারবে কি দেখাতে তারা একটি নমুনা
      এমন মক্তবের?
      যা করা হয়েছে বা করতে বলা হয়েছে?
      অতএব, বলো, তোমরা আর কোন কোন প্রয়োজনকে এখানে সংযোজন করবে?
      ওরা তুলতুলে নরম গদিতে বসে
      হাত পাখার বাতাস খায়
      বলে আফ্রিকার জঙ্গলের হরিণের কাহিনী
      কেঁদে পাগল হয় সরল মনা
      আর ভরে যায় নিজের পকেট।
      অথচ, পারবে কি দিতে তারা কোন প্রমাণ,
      আমার সেখানে যাওয়ার?
      অতএব, বলো আর কোন কোন কাহিনীকে
      তারা সংযোজন করবে?
      ওরা অনুসারীদের লোভ দেখায় জাহাজের,
      বলে কবরে লাশ না পচার গল্প,
      মাছের জিকিরের কথা,
      পারলে হতে মুরিদ
      খায় না বনের বাঘ, কাটেনা সাপ।
      অথচ, তাদের জন্য দৃষ্টান্ত ছিল
      আমার নিজেরই সাপে কাটার।
      অতএব, বলো, তারা আর কোন কোন মোজেজাকে আমদানি করবে?
      নিজেদের সুউচ্চ আর মহান করতে
      তারা পরস্পর নিজেদের পদবী দেয়
      আর বেশি বেশি বলতে থাকে
      ভিন দেশের দুর্বোধ্য ভাষায়,
      নিজ ভাষায় যা হাস্যকর বলে মনে হয়।
      ভুলে যায় নির্ভর করতে
      প্রকৃত সম্মান দানকারীর কথা,
      যার কথা তারা বলে।
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়কে প্রদর্শন করবে?
      তারা ভয় দেখায় জাফরুল্লা-দের
      আর বলে,
      হতে পারো এ- ভূমির মাদার তেরেসা
      তবে জীবন তো তোমার ষোল আনাই মিছা
      জন্মের পরে কানে আযান দিতে চার আনা
      বাল্যকালে মুসলমানিতে চার আনা
      মধ্য বয়সে বিবাহ পড়াতে চার আনা
      মৃত্যুর পরে জানাজা-তে চার আনা
      পারবে কি চলতে আমাদের ছাড়া?
      স্পষ্ট করে বলে দাও,
      সেইসব বড়াই কারীদের
      যারা ভয় দেখায় জানাজা না-পড়ানোর
      আর তাদের জিজ্ঞাসা করো,
      আমার নিজের জানাজা হয়েছিল কি?
      অতএব, তোমরা আর কোন কোন হাস্যকর বিষয়ের অবতারণা করবে ?
      সে বেশ‍্যা বলে গালি দেয়
      নিজ হেলিকপ্টারের তেলের যোগানদাতা-কে,
      যার কপালের ঘাম লেগে আছে
      তারই পেটের ভূরিতে।
      অথচ দেয়নি একটু সম্মান
      সেই নিজ ক্ষুদার্থ অভাগীকে।
      অতএব, তারা আর কোন কোন অকৃতজ্ঞের নমুনা প্রদর্শন করবে?
      তাদেরকে বলে দাও
      পূর্ববর্তী সীমালংঘনকারীদের শাস্তির ব্যাপারে।
      তাদের জন্য রয়েছে ওদের বজ্রমুষ্ঠি
      যাদেরকে সে অসম্মান করে গালি দেয়
      বল প্রস্তুত রাখা সেই কোটি হাত
      যা আসছে তাদের মাথার অগ্রভাগে
      বস্তুত সীমালঙ্ঘনকারীদের কেহই পছন্দ করেনা।

  • @Imdadmzbh
    @Imdadmzbh 3 года назад

    Jazakallah Abbasi, very nice explanation.

  • @aponalo61
    @aponalo61 4 года назад +15

    ইসলাম কে সংস্কার এর প্রয়োজন নেই
    যেহেতু ইসলাম পরিপূর্ণ ।

  • @azmirhossain8338
    @azmirhossain8338 Год назад +1

    ইসলাম ধর্ম আবেগের বিষয় নয়। এটি আল্লাহর মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা।

  • @josephf4145
    @josephf4145 4 года назад +69

    শিরোনাম ভুল: পালিত পুত্র যায়েদের স্ত্রী হলো জয়নাব, জয়নাব পালিত কন্যা নয়

    • @ফাতেমাটিভিবাংলা
      @ফাতেমাটিভিবাংলা 4 года назад +2

      কি ভুল লিখেছে আমিতো দেখি ঠিক আছে

    • @futbuzz639
      @futbuzz639 4 года назад

      আসলে সাগর আমাদের আবেগ নিয়ে ব্যবসা করছে

    • @kabirsultan6029
      @kabirsultan6029 4 года назад +1

      জোছেপ সাহেব
      শিরনাম ঠিক আছে
      আপনি বুজেননি

    • @sajibcreations5111
      @sajibcreations5111 4 года назад

      Thik ase akhon

    • @mdeliask4237
      @mdeliask4237 4 года назад

      শিরোনাম ঠিক আচে, আপনি বুঝতে ভুল করেচেন

  • @MohammedImran-ty2nj
    @MohammedImran-ty2nj 4 года назад +13

    প্রত্যেক হুজুরকে এভাবে আব্বাসী হুজুরদের মত ইংলিশ বিজ্ঞান গনিত সবকিছু বিষয়ে দক্ষ হওয়া। তাহলে কেউ তাদেরকে আটকাতে পারবেনা।

  • @shahadathossainriad
    @shahadathossainriad 4 года назад +4

    মাশা-আল্লাহ,, অনেক সুন্দর ভাবে বলেছেন হজরত,,,আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক,,জাতে ইসলামের মুল ইতিহাস গুলো আমরা সঠিক ভাবে জানতে পারি

  • @mdsaheenalam3290
    @mdsaheenalam3290 4 года назад +4

    হে আল্লাহ আপনি হজরত মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী দাঃ বাঃ কে আরু গিয়ান দান করুন আমীন ছুম্মা আমীন

  • @Sankalpa-rv9iv
    @Sankalpa-rv9iv 3 года назад +5

    সত্যকে মিথ্যা দিয়ে বেশি দিন ধরে রাখা যায় না, সত্য একদিন প্রকাশ হবেই আর সেই দিন বেশী দূরে নয়।

  • @MdHR-id3cr
    @MdHR-id3cr 4 года назад +8

    কিছুদিন আগে জনাব সলিমুল্লাহ সাহেব বলেছিলেন "এ দেশে এমনও আলেম আছেন যারা " তথাকথিত আধুনিক বুদ্ধিজীবিরা ২/৪ ঘন্টা কথা বলারও সামর্থ্য রাখেন না।

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад

      নাস্তিকদের সাথে বিতর্ক না করে। ওয়াজ মাহফিলে খালি মাঠে নাস্তিকদের হুমকি দমকি দেন কেন তথাকথিত ইসলামিক আলেম ওলামা হুজুরেরা। ruclips.net/video/ZzyirWBnnlY/видео.html

  • @sheikhkhan8268
    @sheikhkhan8268 4 года назад +6

    আব্বাসি হুজুরকে হাজারো সালাম

  • @AbdusSalam-ze4cs
    @AbdusSalam-ze4cs 4 года назад +29

    বৃহত্তর আন্তর্জাতিক ফরায়েজী ইসলাম বাংলাদেশ, আন্তর্জাতিক হেফাজতে ইসলাম বাংলাদেশ, আন্তর্জাতিক খেলাফত মজলিস বাংলাদেশ সহ আমার পক্ষ থেকে সবাই কে আন্তরিক ভাবে শুকরান জাজাকাল্লাহ খাইরান।

  • @mctv895
    @mctv895 4 года назад +3

    আব্বাসী হুজুর কে অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ তায়ালা শরিল সুস্থ রাখেন আমিন

  • @dr.omarfaruque1647
    @dr.omarfaruque1647 4 года назад +2

    অনেক তথ্যসমৃদ্ধ আলোচনা । জাফর উল্ল্যাহ সাহেবের যে ধর্মীয় অনুভূতি প্রকাশ পেল, আমি আপ্লুত।তিনি মূলত জানতে আগ্রহী, সে হল বড় কথা।

  • @mdshihabshihab3422
    @mdshihabshihab3422 4 года назад +6

    আল্লাহ যেন হুজুরের হায়াত বৃদ্ধি করে দিন।

  • @pompastouch
    @pompastouch 4 года назад

    Apu salam niben kamon asen? Khub valo laglo video ti.. aro amon video dekte chai.. onek dua agiye jan Samner dike ,pase asi sob somoi💕🌸

  • @aliasraf5146
    @aliasraf5146 4 года назад +19

    জনাব আব্বাসী সাহেবকে ধন্যবাদ

  • @kajolripon0243
    @kajolripon0243 4 года назад +1

    Well said Dr Abbasi!!!!! My best regards to you.

  • @mohammadparvag5892
    @mohammadparvag5892 4 года назад +4

    সূরা বনী-ইসরাঈল (الإسرا), আয়াত: ৮১
    وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا
    উচ্চারণঃ ওয়া কুল জাআল হাক্কুওয়া ঝাহাকাল বা-তিলু ইন্নাল বা-তিলা কা-না ঝাহূকা-।
    অর্থঃ বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।

  • @shimushipucookingcreativit2266
    @shimushipucookingcreativit2266 4 года назад +1

    মাশাল্লাহ হুজুরের বক্তব্য গুলি ভীষণ ভালো লেগেছে এবং সেগুলো সঠিক ।

  • @NN-xs3lu
    @NN-xs3lu 4 года назад +25

    Dr. Abbsi has vast knowledge of Islamic history and everything he describes very nicely. May Allah (swt) bless him and increase his knowledge more.

  • @NSMedia71
    @NSMedia71 4 года назад +5

    মাশাআল্লাহ ❤️ সুন্দর উপস্থাপনা

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад +1

      নাস্তিকদের সাথে বিতর্ক না করে। ওয়াজ মাহফিলে খালি মাঠে নাস্তিকদের হুমকি দমকি দেন কেন তথাকথিত ইসলামিক আলেম ওলামা হুজুরেরা। ruclips.net/video/ZzyirWBnnlY/видео.html

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад

      আগামীতে দাসী মারিয়া কিবতিয়ার পেটে নবী মুহাম্মদের ইব্রাহিম নামে জারজ সন্তান ভরে দেওয়ার উপর একটা লাইভ দেখতে চাই। হুজুরদের বিপরীতে একজন নাস্তিক মুক্ত চিন্তার মানুষকে দেখতে চাই

  • @hmsakib94
    @hmsakib94 4 года назад +9

    জাফরুল্লাহ সাহেবের সব কথাই মন্দ ছিলো না। কিছু কথা খুবই ভালো ছিলো।

  • @FahadShikder-kn1gp
    @FahadShikder-kn1gp 4 года назад +32

    মাওলানা আজহারী হুজুরকে চাই আপনার লাইভ শোতে

    • @mdsowaibislam902
      @mdsowaibislam902 4 года назад +2

      abbasir moto vlo kore bujaite parbena azhari

    • @রিদয়েবাংলাদেশ-ঝ২প
      @রিদয়েবাংলাদেশ-ঝ২প 4 года назад +2

      যে আজাহারি নবীর বিয়ে নিয়ে যুক্তি দিতে গিয়ে.. মা খাদিজাকে বুড়ি বানাই দিছিলো??😃

    • @AliBaba-en2li
      @AliBaba-en2li 4 года назад +1

      আরে বেটা পাগল তর আজহারি কি এনায়েত উল্লাহ আব্বাচির মত কোন এলেম আচে

    • @lyzusikder4133
      @lyzusikder4133 4 года назад

      @@AliBaba-en2li vai evabe kono alemke choto kora bisso nobiradhorso na.....

  • @mohammadparves8553
    @mohammadparves8553 4 года назад +29

    আজহারীকে আনা হয়ত অনেকটা অসম্ভব তা ও আশা রাখলাম আপনার টকশোতে শীঘ্রই আজহারীকে দেখতে পাব।
    লাখো মানুষের চাওয়া এইটা আশা করি মাথাই রাখবেন

    • @দাসীখোরনবীমুহাম্মদ
      @দাসীখোরনবীমুহাম্মদ 4 года назад

      আগামীতে দাসী মারিয়া কিবতিয়ার পেটে নবী মুহাম্মদের ইব্রাহিম নামে জারজ সন্তান ভরে দেওয়ার উপর একটা লাইভ দেখতে চাই। হুজুরদের বিপরীতে একজন নাস্তিক মুক্ত চিন্তার মানুষকে দেখতে চাই

  • @জমজমটিভি24
    @জমজমটিভি24 4 года назад +9

    আব্বাসী সাহেব দেখালেন, আগের দিনের, আলেমদের জ্ঞানের পরিধি কেমন ছিল, আর বর্তমান আলেমদের জ্ঞান কেমন থাকা উচিত।

  • @bijaymojumder8245
    @bijaymojumder8245 3 года назад

    অত্যন্ত নিন্দনীয় বক্তব্য দিয়েছেন

  • @mdnurlslam2591
    @mdnurlslam2591 4 года назад +20

    আল্লাহ ডাঃ জাফরুল্লাহ বোঝার হেদায়েত দান করুক আমিন

    • @mastertechbd14
      @mastertechbd14 4 года назад

      ডাঃ জাফরুল্লাহ্ একজন অন্ধ।

  • @selinaakter2317
    @selinaakter2317 4 года назад +1

    মাশাল্লাহ আব্বাসী হুজুরকে কৃতজ্ঞতা জানাচ্ছি
    সুস্পষ্ট বক্তব্য দেয়ার জন্য

  • @ronymirdha7728
    @ronymirdha7728 4 года назад +11

    ডাক্তার জাফরুল্লাহ সাহেব কতটা সৎ সাহসী নিজের মুখে বলতে পারে যে আমি ঘরজামাই

    • @mastertechbd14
      @mastertechbd14 4 года назад +2

      ঘরজামাই থাকার মাধ্যমে যদি সাহসী হওয়া যায়, তাহলে আপনি দেরি করছেন কেন? চাইলে সাহসটা আপনিও দেখাতে পারেন।

    • @হিরোআলম-ণ৮ভ
      @হিরোআলম-ণ৮ভ 4 года назад +2

      মুহাম্মাদ সা ঘরজামাই ছিল,,,,,খাদিজার কামলা খাটত

    • @khanzi5662
      @khanzi5662 4 года назад +1

      @@হিরোআলম-ণ৮ভ
      জুতা মারা হবে
      নাস্তিক

    • @shahariyarhossen8253
      @shahariyarhossen8253 4 года назад

      @@হিরোআলম-ণ৮ভ Allah toke headed dek nastik kothakar

    • @ayeshasiddika3187
      @ayeshasiddika3187 Год назад +1

      ​@@mastertechbd14 😁😁😁

  • @mdjosimuddin4460
    @mdjosimuddin4460 4 года назад +21

    যতবড়ো শিক্ষিতো হোকনা কেনো। ইসলামের সামনে মাথানত করতে সবাই বাধ্য।

  • @Kbd.nazrul_Islam
    @Kbd.nazrul_Islam 4 года назад +24

    Great! Sir Dr. Jaforullah. It is demand of time that emphasising arabic education as to general subjects will reduce Islam fobia and understanding gaps. DOA for Dr. J. ...May Allah grant him to be a good Muslim.

  • @md8660
    @md8660 2 года назад +1

    বাংলাদেশের মতো দেশে ডক্টর জাফরুল্লাহ স্যার এর কদর হবে না

  • @sayidbintafiq9401
    @sayidbintafiq9401 4 года назад +11

    " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ " দ্বীন ই ইসলাম জিন্দাবাদ।

  • @gazim.m.moziburrahmanalkad1427
    @gazim.m.moziburrahmanalkad1427 4 года назад +2

    আন্তরিক ভাবে ধন্যবাদ হুজুরকে।

  • @kobinurul9134
    @kobinurul9134 4 года назад +3

    বারাকালালাহু ফি হায়াতি প্রিয় শায়েখ🤲

  • @anwarhossen8194
    @anwarhossen8194 4 года назад +1

    আব্বাসী সাহেবের জ্ঞানের মানদণ্ড বুঝার মত ক্ষমতা আমার মনে হয় আমাদের নেই।
    আল্লাহ উনাকে আরও বেশী করে ইসলামের সেবা করার তৌফিক দান করেন।

  • @তুমারআমারচ্যানেল-থ৯ঝ

    আল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে জ্ঞান দান করুন যাতে নাস্তিকদের উচিত জবাব দিতে পারে আর যাতে নাস্তিকরা ইসলামকে সুন্দরভাবে বুঝতে পারে সবাই বলো আমিন

  • @mdjalal2820
    @mdjalal2820 3 года назад +1

    আমার মনটা গর্বে ভরে গেল নাস্তিকের বাচ্চার উচিত শিক্ষা দেওয়া হয়েছে দয়াকরে আব্বাসী হুজুরকে আল্লাহতায়ালা যেন হেফাজত করুন

  • @riazhossain39
    @riazhossain39 4 года назад +7

    জাফর ইকবাল স্যার আর প্রিয় আব্বাসী হুজুর একসাথে চাই

  • @Jafor-tt4yo
    @Jafor-tt4yo 4 года назад +1

    ভালো বাসা আপনার জন্য সবসময় আব্বাসি হুজুর। এগিয়ে যান ইনশাআল্লাহ পাশে আছি।

  • @mohiuddinahamed1966
    @mohiuddinahamed1966 4 года назад +22

    এতসুন্দর বিশ্লেষন ও কোরান কারীমের ব্যখ্যা শুনেও যিনি তা না মানেন না সেটা তার নিজস্ব ব্যপার।

  • @kazisohan2190
    @kazisohan2190 4 года назад +1

    Sundor bekkha....❤️ Abbasi huzur k dhonnobad eto sundor kore bornona korechen..
    2 jonei gyani manush.

  • @AminulIslam-ml4th
    @AminulIslam-ml4th 4 года назад +3

    আল্লাহ পাক আপনি সকল মুসলিমকে নেক হায়াত দান করেন

  • @learnfunvungvang5753
    @learnfunvungvang5753 4 года назад +1

    জাফর ইকবাল স্যার মোটামুটি বৃদ্ধ হয়ে গেছেন। তবুও যতটুকু বুঝাতে চেয়েছেন খুব ভালো বলেছেন।

  • @mohammadmasum2726
    @mohammadmasum2726 4 года назад +11

    জাফরউল্লাহ স্যার ঘর জামাই বলেই কি স্ত্রীর সম্পত্তি অর্ধেক ভাগ করে নিতে চান যা কোরানে ছেলের অর্ধেক মেয়েকে নির্ধারণ করে দিয়েছেন ?

  • @unknownperson-cs4cj
    @unknownperson-cs4cj 4 года назад +1

    Dr. Anayat Ullah abbasi thanks you so much

  • @ashikshikdar329
    @ashikshikdar329 4 года назад +14

    কথাগুলো সবার শুনা উচিৎ।

  • @sbhussin2208
    @sbhussin2208 4 года назад +1

    Masaaaalaa ইসলামের বিযয় অতি নিকট ধন্যবাদ abbaci হুজুর আল্লাহ্ ওনার এলেম বাড়িয়ে দেক

  • @AbdulLatif-cf1lz
    @AbdulLatif-cf1lz 4 года назад +4

    অসাধারণ বক্তব্য

  • @swapniljahangir8907
    @swapniljahangir8907 4 года назад

    Words Are Not Enough!I'm very Impressed By Mr.Abbasi!Thanks Mr.Shagor !Thanks Dr.Zafor Ullah...

  • @md.shamimkhan1089
    @md.shamimkhan1089 4 года назад +4

    ইসলামের জয় হবেই,ইনশাআল্লাহ।

  • @rifatrahman8326
    @rifatrahman8326 4 года назад +2

    আব্বাসী হুজুরকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক

  • @shaikatshammu4446
    @shaikatshammu4446 4 года назад +6

    Sir Quran is last and final book from Allah

  • @shahriarahmed105
    @shahriarahmed105 2 года назад

    সত্যিই আব্বাসী সাহেব গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন মুসলিম বুদ্ধিজীবী। তাঁর বুদ্ধিদীপ্ত বক্তব্যে আমি অভিভূত।

  • @MdAbul-cx1ge
    @MdAbul-cx1ge 4 года назад +3

    হুজুর কে আল্লাহ পাক নেক হায়াত দান করুক।

  • @MDRaju-jj6jl
    @MDRaju-jj6jl 4 года назад +2

    আল্লাহ নেক হায়াত দান করুক আল্লামা এনায়েত স্যারকে।

  • @tajulislam9152
    @tajulislam9152 4 года назад +3

    আল্লাহু আকবার সকল কিছুর মালিক মহান আল্লাহ

  • @madiinfo4810
    @madiinfo4810 3 года назад

    মাসআল্লাহ। অসাধারণ। আব্বাসি হুজুর আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য।

  • @ayashapervin8254
    @ayashapervin8254 4 года назад +3

    Ya Allah give us light of your noor.ameen.

  • @নিজেরচেষ্টা
    @নিজেরচেষ্টা 4 года назад +2

    মাশাআল্লাহ। খুব সুন্দর উত্তর