আসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন? স্যার , আপনার কাছে জিজ্ঞাসা,ট্রাইকো কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট। আর কুইক কম্পোস্ট। এই তিন প্রকার সারের মধ্যে কোন সার উত্তম? আর শতাংশে বার কেজির কথা বলা হয়েছে। আলু এবং পিঁয়াজ চাষ করার পর, যদি ইরি ধান চাষ করা হয়। সেই ক্ষেত্রে, আবার কি এই জৈব সার প্রয়োগ করতে হবে? এবং রাসায়নিক সার ছাড়া এই ফসল উৎপাদন করা সম্ভব কিনা?
ভাই, ৪ মাসের ছুটিতে আসবো এবং এসেই আপনার থেকে ট্রেনিং নিয়ে ছটিতে থাকা অবস্থায়ই প্রাকটিকেলি রিং দিয়ে করে দেখবো আমার দ্বারা হয় কিনা? দোয়া করবেন যদি সাকসেস হই তবে বিদেশ ছেড়ে দিবো।
স্যার এটা কস্টিং টা মিলাতে পারছিনা ,বিক্রির মত করতে পারছিনা ,, এর নিচে খরচ কিভাবে আনা যায় একটু পরামর্শ দিবেন, উপাদান যে পরিমাণে দিতে বলছেন সেই পরিমাণ দিলে প্রায় 18 /20 টাকা খরচ পড়ে যাচ্ছে, আট টাকার নিচে পার কেজি পড়লে হয়তো বিক্রি করা যাবে , তবে গুণগতমান সঠিক থাকতে হবে , আমি আপনার ভিডিও কৃষককে দেখেছি অনেক কৃষকের সাথে কথা বলেছি
@@krishokersateagamirpothay কাঠের গুড়া তো 4 /5 টাকা কেজি , গোবর তিনভাগের দুইভাগ ই প্রায় কমে যায় , এবং দুই দিন পর পর মিক্সার করে দেওয়ার জন্য লেবার কষ্ট যেটা যায় সেটা ধরা দরকার ,
আপনারা হচ্ছেন কৃষকের আসল বন্ধু। আর যারা রসায়নিক জিনিসের ব্যবহার শেখায় তারা হচ্ছে কৃষকের শত্রু। ধন্যবাদ আপনাদেরকে।
দোয়া করবেন।
সুন্দর পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ স্যার
জাজাকাল্লাহ খাইরান।
গোবর হোল আসল উপাদান। ঘরে ঘরে গরু পুষতে হবে। মানুষকে অনেক পরিশ্রম করতে হবে। পুরাণো সমাজ ব্যবস্থায় ফিরে যেতে হবে। মন কি তা চায় ?
একদিন ফিরতেই হবে।
তাজা গোবর দিয়ে হবে? না কি কয়েক দিনের পচানো গোবর লাগবে?
স্তুপে কি ঢাকা দিতে হয়?
বৃষ্টি না হলে ঢেকে দেয়ার প্রয়োজন নেই। তবে ছায়াতে স্তুপ করতে হবে।
ধন্যবাদ।
এটা কি আম গাছে দেয়া যাবে।
ধন্যবাদ।
দেয়া যাবে।
আম গাছ বা অন্যান্য ফল গাছে ব্যবহার এর নিয়ম কি?
বয়স অনুপাতে ৫-১৫ কেজি কুইককম্পোস্ট রিং করে প্রয়োগ করতে হবে।
সতকে কত কেজি
বছরে ১২কেজি।
@@krishokersateagamirpothay১শতকে ১২কেজি/বছর?
জি।
১২কেজির হার কি বছরে নাকি মৌসুমে।
ছাদ বাগানে কেমন কার্যকর এই সারটি? স্যার!
চমৎকার ফলাফল।
স্যার সবজি জাতীয় ফসলে কুইক কম্পোস্ট সার এক বার ব্যবহার করার পর কতদিন পর আবার ব্যবহার করা যাবে।
প্রতিবার রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন।
হাফ ড্রামে কতটুকু এই সার দেওয়া যাবে? একবার ব্যবহারের পর আবার কতদিন পর দিতে হবে
উদ্ভিদভেদে প্রতি ড্রামে ৫-৭ কেজি সার ব্যবহার করলে ভালো হবে। এরপর প্রতি ১৫ দিন পরপর এক কেজি ব্যবহার করতে পারেন।
গম চাষে এই সার ব্যবহার করলে কেমন ফল আশা করা যায়?
ইনশাআল্লাহ ফলন ১৫-২০℅ বাড়বে।
ড্রাগন গাছে পিলার প্রতি কত কেজি দিতে হবে?
গ্রোথ পর্যায়ে ৩-৫কেজি। ফলদ পর্যায়ে ২-৩ কেজি প্রতি পিলারে।
স্যার কাঁচা গোবর দিতে হবে নাকি শুকনো গোবর দিতে হবে
কাঁচা গোবর।
আসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন? স্যার , আপনার কাছে জিজ্ঞাসা,ট্রাইকো কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট। আর কুইক কম্পোস্ট। এই তিন প্রকার সারের মধ্যে কোন সার উত্তম? আর শতাংশে বার কেজির কথা বলা হয়েছে। আলু এবং পিঁয়াজ চাষ করার পর, যদি ইরি ধান চাষ করা হয়। সেই ক্ষেত্রে, আবার কি এই জৈব সার প্রয়োগ করতে হবে? এবং রাসায়নিক সার ছাড়া এই ফসল উৎপাদন করা সম্ভব কিনা?
রাসায়নিক সার ছাড়া ফসল উৎপাদন করা কঠিন। জৈব সারের আন্তর্জাতিক ডোজ ১২কেজি/শতক। ক্ষেত্র বিশেষে মানসম্মত ট্রাইকোকম্পোস্ট উত্তম।
ব্যবহৃত খৈল নিশ্চয়ই গুরু করে নিতে হবে। সেক্ষেত্রে খৈলের সামান্য পানি ব্যবহার করা যাবে কি?
পরিমাণ ঠিক রেখে ১কেজি খৈলে ১লিটার পানি মেশাতে পারেন।
বলছি শুকনো কবর দেয়া যাবে তো..?
না কাঁচা গোবর দিতে হবে..?
দয়া করে একটু জানাবেন 🙏
শুকনো গোবর ব্যবহার করলে যথেষ্ট পানি ব্যবহার করতে হবে।
@@krishokersateagamirpothay কিন্তু কাঁচা গোবর 15 দিনের মধ্যেই ডি কম্পোজ হয়ে যাবে..?
গ্যাসমুক্ত গোবর ব্যবহার করা উচিত। এতে প্রচুর তাপ তৈরি হয়। যে কারণে পচঁন সম্পূর্ণ হয়।
স্যার মাছের কেএে ব্যাবহার কিভাবে
মাছের জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক।
স্যার এই সার বিক্রয় এর জন্য কোনো মার্কেট তৈরি হয়েছে আমাদের দেশে??
উত্তরের অপেক্ষায় রইলাম ধন্যবাদ ❤
অবশ্যই মার্কেট আছে।
উৎপাদন করার পর কোন কোন জায়গায় বিক্রয় করা যায়? একটু বুঝিয়ে বললে ভালো হতো
উওরের অপেক্ষায় রইলাম ধন্যবাদ🥰
জি। অনলাইন ও অফলাইনে এর ব্যপক মার্কেট আছে।
আশা করা যায় আল্লাহর রহমতে উৎপাদন করার পর সার গুলো বিক্রয় এর জন্য নিয়ে বসে থাকতে হবে নাহ ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ।
আমি গাজীপুরে করার প্রস্তুতি চলছে
ইনশাআল্লাহ।
এগিয়ে যান।
স্যার এটা কত দিন সংরক্ষণ করা যাবে বানিজ্যিক এর জন্য
১বছর।
এর মধ্যে কি সবুজ উদ্ভিদ (কলা গাছ/কচুরি পানা/ধইন্চা/..) জাতীয় কিছু মেশানো যাবে? যদি যায়, পরিমাণ কতটুকু আর পুষ্টিমান কতটুকু বৃদ্ধি পাবে? ❤
না। গোবর, কাঠের গুড়া ও খৈল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবেনা।
ভাই, ৪ মাসের ছুটিতে আসবো এবং এসেই আপনার থেকে ট্রেনিং নিয়ে ছটিতে থাকা অবস্থায়ই প্রাকটিকেলি রিং দিয়ে করে দেখবো আমার দ্বারা হয় কিনা? দোয়া করবেন যদি সাকসেস হই তবে বিদেশ ছেড়ে দিবো।
ইনশাআল্লাহ।
@@krishokersateagamirpothay আপনার মোবাইল নাঃটা দিবেন প্লিজ
+৮৮০১৭১৪৫১২৩৭০
গবর কত দিনের পুরাতন হয়লে হবে
পুরনো হওয়া শর্ত নয়, গ্যাসমুক্ত হতে হবে।
স্যার আমি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চাই আপনার মোবাইল নাম্বারটা যদি দিতেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতাম
ধন্যবাদ।
০১৭১৪৫১২৩৭০
স্যার এটা কস্টিং টা মিলাতে পারছিনা ,বিক্রির মত করতে পারছিনা ,, এর নিচে খরচ কিভাবে আনা যায় একটু পরামর্শ দিবেন, উপাদান যে পরিমাণে দিতে বলছেন সেই পরিমাণ দিলে প্রায় 18 /20 টাকা খরচ পড়ে যাচ্ছে, আট টাকার নিচে পার কেজি পড়লে হয়তো বিক্রি করা যাবে , তবে গুণগতমান সঠিক থাকতে হবে , আমি আপনার ভিডিও কৃষককে দেখেছি অনেক কৃষকের সাথে কথা বলেছি
১০০কেজি খৈল = ৪০০০-৫০০০/-
২০০কেজি কাঠের গুড়া = ৫০০/-
৪০০কেজি গোবর = ৫০০/-
মোট খরচ হবে = ৫০০০-৬০০০/-
সার হবে নূন্যতম ৬৫০-৭০০কেজি। গড় উৎপাদন খরচ প্রায় ৮টাকা। উল্লেখ্য সার তৈরির পর কাঠের গুড়া ও খৈলের ওজন বেড়ে যায়। অপরদিকে গোবরের ওজন কমে যায়।
@@krishokersateagamirpothay কাঠের গুড়া তো 4 /5 টাকা কেজি , গোবর তিনভাগের দুইভাগ ই প্রায় কমে যায় , এবং দুই দিন পর পর মিক্সার করে দেওয়ার জন্য লেবার কষ্ট যেটা যায় সেটা ধরা দরকার ,
গোবর নূন্যতম ৬০%+ থাকবে। একবার চেষ্টা করে দেখুন।
@@sadhinsorker3725k
কই ভাই আপনার নাম্বার নাম্বার নাম্বার নাম্বার নাম্বার আপনার নাম্বারটা দিবেন প্লিজ
ধন্যবাদ।
০১৭১৪৫১২৩৭০
ধন্যবাদ আপনাকে আমার নাম সৌরভ ফোন দিলে হেল্প করবেন ইনশাআল্লাহ
ধন্যবাদ।