আমার একটা কাব্য প্রকাশ করতে চাই,কাব্যে ৫০-৬০ টা কবিতা আছে & ৩-৪ বছর পূর্বেই লিখেছি & আমার ওয়েবসাইটেও প্রকাশ করেছি। প্রফেশনাল মানের বই & উপন্যাস লেখায় হাত দিব। যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট তাই ব্যস্ততার জন্য প্রতিভাগুলো প্রকাশ করতে পারতেছি না। আমি প্রকাশক বা প্রকাশনীর সহায়তা নিতে চাই না,বরং আমি নিজেই নিজস্বভাবে বইটি ছাপিয়ে সরাসরি পাঠকদের কাছে দিব। আমার অজস্র ফলোয়ার আছে, আমার ভক্ত আছে তাছাড়া আমার মেডিকেল কোর্সে হাজার-হাজার স্টুডেন্ট আছে তারাই নিবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো,আমি ব্যক্তিগতভাবে নিজেই প্রেস থেকে ছাপিয়ে পাঠকদের কাছে দিতে চাই। এটা কি সম্ভব??নাকি লাইসেন্স করা লাগে??
সালাম নিবেন ভাইয়া আমি অনার্সে পড়ি আমার পড়ালেখা পাশাপাশি আমার ইচ্ছে একটা বই লিখবো আমি চিন্তা করতেছি যে আরো বেশি বেশি করে বই পাঠ করতে হবে আমার। বাংলা ভাষার বানান আমারও প্রায় ভুল হয় এখন আমার কি করা উচিত।
হঠাৎ ভাসমান স্মৃতিগুলো মনের আড়ালে জাগ্রত হল যখনই,
পান্ডুলিপি গুলো ভিজে গেল অঝোর ধারায় তখনই।
তবু আমি বিরামহীন গতিতে লিখে যাচ্ছি,
লিখতে লিখতে পৃষ্ঠার উপর পৃষ্ঠা যেন অগোছালো শব্দ দিয়ে পরিপূর্ণ হল পান্ডুলিপি
🙏
মন ছুঁয়ে যায়। ❤❤
আমার একটা কাব্য প্রকাশ করতে চাই,কাব্যে ৫০-৬০ টা কবিতা আছে & ৩-৪ বছর পূর্বেই লিখেছি & আমার ওয়েবসাইটেও প্রকাশ করেছি। প্রফেশনাল মানের বই & উপন্যাস লেখায় হাত দিব। যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট তাই ব্যস্ততার জন্য প্রতিভাগুলো প্রকাশ করতে পারতেছি না।
আমি প্রকাশক বা প্রকাশনীর সহায়তা নিতে চাই না,বরং আমি নিজেই নিজস্বভাবে বইটি ছাপিয়ে সরাসরি পাঠকদের কাছে দিব।
আমার অজস্র ফলোয়ার আছে, আমার ভক্ত আছে তাছাড়া আমার মেডিকেল কোর্সে হাজার-হাজার স্টুডেন্ট আছে তারাই নিবে ইনশাআল্লাহ।
এখন প্রশ্ন হলো,আমি ব্যক্তিগতভাবে নিজেই প্রেস থেকে ছাপিয়ে পাঠকদের কাছে দিতে চাই। এটা কি সম্ভব??নাকি লাইসেন্স করা লাগে??
সম্ভব। লাইসেন্সের ব্যাপার নেই।
@@SadatHossainn ধন্যবাদ।
সালাম নিবেন ভাইয়া আমি অনার্সে পড়ি আমার পড়ালেখা পাশাপাশি আমার ইচ্ছে একটা বই লিখবো আমি চিন্তা করতেছি যে আরো বেশি বেশি করে বই পাঠ করতে হবে আমার। বাংলা ভাষার বানান আমারও প্রায় ভুল হয় এখন আমার কি করা উচিত।
keu jodi golpo novel natok lekhe sei manus ta ki bhabe bujhbe seta capar upojukto
প্রকাশক নতুন লেখকের বইয়ের পান্ডুলিপি পড়ে দেখেন তো ? 😢
Onek din pore video dilen ?
Ha