বরফে সাজানো ধনিয়া পাতা এবং ১ বিঘায় ৩৫ দিনে কৃষকের আয় ১ লাখ টাকার বেশী
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- স্বল্প সময়ের বাংলাদেশের সবচেয়ে লাভজনক চাষ ধনিয়া পাতা- মাত্র ৩০-৩৫ দিনে হার্ভেস্ট করা যায়। সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি পাইকেরি। তবে সময়ে সময়ে তা ২০ টাকা কেজিও হতে পারে তাই এটাকে লটারি ফসল বা চান্স ক্রপ ও বলা যায়।
এই ধনিয়া পাতা কৃষকেরা অদ্ভুত কিন্তু দারুণ এক পদ্ধতিতে ঢাকা , চট্টগ্রামের পাইকেরি বাজারে পাঠায়। স্তরে স্তরে বরফ সাজিয়ে বস্তা বন্দি করে ট্রান্সপোর্টে দেয় যেন পাতাগুলো একদম ফ্রেস থাকে।
ধনিয়াপাতা পাঠানোর জন্য কয়েকটি স্পটে গোড়ে উঠেছে বরফ কল। উচ্চমূল্য এই ফসলের চাষ সম্প্রসারণে স্থানীয় কৃষি অফিস গুলো থেকে পরামর্শ ও প্রদর্শনীও দেয়া হচ্ছে।
কৃষিই সমৃদ্ধি