খরচ কম, তারপরও আগ্রহ হারাচ্ছে গ্রাহক | Bogura Post Office | Ekhon TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 94

  • @mdmehedihasan1495
    @mdmehedihasan1495 Год назад +30

    হয়রানির অপর নাম ডাকঘর, জীবনে একবার গেছিলাম এবং ওটাই শেষ। এবং মনে মনে এটাই কামনা করি, আমার আর কখনো যেন ডাকঘরে যাওয়া না লাগে।😢😢

  • @MunirKhan-hg2id
    @MunirKhan-hg2id Год назад +30

    কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক না হলে কোন লাভ হবে না

    • @MahmudulHasan_2050
      @MahmudulHasan_2050 Год назад +2

      উনারা নবাব কারন উনারা সরকারি চাকরি জীবি

    • @imranh33
      @imranh33 Год назад +1

      100% right

    • @Beautyofnatural691
      @Beautyofnatural691 Год назад +1

      1000000000000% right. Job gula contractual korla sob tik hoya jaba.

  • @mahbubaislam3071
    @mahbubaislam3071 Год назад +5

    সরকারি কর্মচারীদের, সেবা প্রার্থীদের কাছে আরো আন্তরিক হতে হবে। নতুবা যেকোন সিস্টেম, সিস্টেমফেইলরে পরিণত হবে।

  • @m.a.rpatwary174
    @m.a.rpatwary174 Год назад +9

    ভাই ঘুষের কারনে এমন হচ্ছে,,,আমি সৌদি থেকে মাল পাঠাই লে ডাকঘর থেকে ঘুষ ছাড়া মাল দেয় না

  • @rajonkrishnanath8510
    @rajonkrishnanath8510 Год назад +6

    সরকারি খাতে জবাবদিহিতার অভাবে, দিন দিন বিনস্ট হয়ে যাচ্ছে।

  • @strongnaturallyBangla
    @strongnaturallyBangla Год назад +6

    ভাই
    ৭ দিনের আগে কিছু ডেলিভারি হয়না।
    এখন মানুষ টাকা দিয়ে সময় কিনে সবকাজ তাড়াতাড়ি করতে চায়

  • @md.rakibrazzak6911
    @md.rakibrazzak6911 Год назад +4

    সবার আগে,,তাদের ব্যবহার, ঠিক, করতে, হবে, তাদের, কাছে, সেবা, চাইলে, মনে, হয়, তাদের, কিডনি, চাইয়া, ফালাইছি

  • @abumajedmdfaisal5465
    @abumajedmdfaisal5465 Год назад +6

    ভাই এরা সরকারি অফিসার... মানুষ সেবা দিলেও চাকরি থাকবে,না দিলে দিলেও থাকবে..মানুষের সাথে কথাই বলে না এরা,মানুষ সেবার জন্য গেলে দাড়িয়ে রাখে,
    বদমাশ,
    সরাসরি বলে চা পানির টাকা দাও

  • @SamirKhan-jf9wv
    @SamirKhan-jf9wv Год назад +3

    বিদেশিদের দেশে দেখুন কতোই সহজে পাওয়া পাঠানো যায় আমাদের আরো ডিজিটাল করা হোক সেবার মান উন্নত করলেই ভালো হবে ....

  • @ieyub2025
    @ieyub2025 Год назад +6

    দুবাইতে যেসব ডাকঘর গুলো আছে ওখানে প্রচুর বীর থাকে মানুষ আর মানুষ তাদের থেকে শিক্ষার হওয়া উচিত কি ভাবে ডাকঘর পরিচালনা করতে হয় যেমন রাজশাহীতে আম হয়৷ এসব আম ডাকঘরের মাধ্যমে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে পাঠাতে পারে থানা থানায় জেলাজালা পাঠানো সম্ভব বর্তমানে অনলাইন কেনাকাটা তাও ডাকঘরে পাঠাতে পারে চিঠির আশা বসে থাকলে চলবে না বিদ্যুৎ বিল পানির পিক এগুলো সব সংযোগ করতে হবে করতে হবে যেমন ঢাকাতে আমার একটা কিছু পছন্দ হয়েছে ওটা আমার প্রয়োজন ডাকঘরের মধ্যে যে কোন ইউনিয়নে যাওয়া সম্ভব অনেক লোকের কর্মস্থান হবে

  • @habibajaved9794
    @habibajaved9794 Год назад +3

    সরকারী থেকে বেসরকারি তে দিয়ে দেন তখন সব থাকবে। রাতে ও কাজের লোক থাকবে। সরকারী সব কিছুতে ফাঁকি আর ফাঁকি !

  • @abmknit
    @abmknit Год назад +3

    ডাকযোগে কিছু পাঠালে,
    সে পন্য নিজের মনে করে পোষ্ট ম্যানরাই রেখে দেয়

  • @serpthinkeradmin711
    @serpthinkeradmin711 Год назад +4

    এদের ব্যবহার খারাপ। তাই আগ্রহ নেই।

  • @wazidulalam7024
    @wazidulalam7024 Год назад +1

    post office আর ডাকঘর আমরা বাংলাদেশের সাধারণ জনগন আমাদের মাফ কর...

  • @hasanmahmud654
    @hasanmahmud654 Год назад +3

    বাহাদুর পোস্ট অফিস শিবচর মাদারিপুর❤❤❤❤

  • @Datta-Vlogs
    @Datta-Vlogs Год назад +2

    এখন তো আর বাড়ি এসে চিঠি দেয় না। কল দিয়ে বলে আপনার চিঠি এসেছে নিলে নিয়ে যান।

  • @unique_BD
    @unique_BD Год назад +2

    প্রচার না। আমি সুন্দরবন ব্যাবহার করি সব সময় অনলাইন দেখা যায় আমার পন্য টি কোথায় আছে। সরকারি তো আর কি

  • @shahindaily711
    @shahindaily711 Год назад +3

    সেবার মান বাড়ান, কর্মচারীদের ব্যবহার শিখান?........

  • @beadsmechanic8754
    @beadsmechanic8754 Год назад +10

    হয়রানির শিকার হতে হলে, ডাকঘরের বিকল্প নেই

  • @circledigitalmarketing
    @circledigitalmarketing Год назад +7

    এগুলো বন্ধ করে দিয়ে সরকারের খরচ কমানো উচিত

  • @fhfarhan1
    @fhfarhan1 Год назад +4

    "হে আল্লাহ! তোমার রহমত থেকে
    আমাদের নিরাশ করো না" ❤

  • @md.anamulhaque8765
    @md.anamulhaque8765 Год назад

    আমাদের কিশোরগঞ্জ জেলা সদর ডাকঘরে সেবার মান অনেক খারাপ, একটা কাজের জন্য গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাজ করতে হয়।

  • @sacherbazar2871
    @sacherbazar2871 Год назад +2

    ডাক ঘড় না নবাবি ঘড় যারা একবার গেছে যেতে চায়না

  • @mohammedjahirulamin9748
    @mohammedjahirulamin9748 Год назад +1

    যেখানে কুরিয়ার ঢাকা শহর থেকে অন্য যে কোন জেলা শহর এ পরের দিনই পারসেল ডেলিভারি দেয়, সেখানে ডাকঘরের লাগে ৩ দিন বা ৪দিন।

  • @atifiaa
    @atifiaa Год назад +2

    বিদেশি পার্সেল পাঠানোর খরচ বেশি।

  • @planthousebd
    @planthousebd Год назад

    স্থায়ীভাবে বন্ধ করে দেয়া উচিত😡

  • @iftakharahamed3715
    @iftakharahamed3715 Год назад +1

    কাজ করলেই কি, আর না করলেই। বেতন ঠিকই পাবো, ডাকঘরের কর্মচারীদের এমন আচরনের সবসময় করে থাকে। তাছাড়া ডাকঘর দেশের অভ্যন্তরীণ পার্সেল পৌছাতে ৩-৪ দিন সময় নেয়। কখনো এরচেয়ে বেশি সময় নেয়। অন্যান্য কুরিয়ার সার্ভিস গুলো ২৪ ঘন্টার আগেই পার্সেল ডেলিভারি দিয়ে থাকে।

  • @shahinurrahmanshahinurrahm7054
    @shahinurrahmanshahinurrahm7054 Год назад +4

    আমি মানিকগঞ্জ সিংগাইর উপজেলা থেকে। আমার একটা বিদেশের ২৫ কেজির পার্শেলের জন্য সাত হাজার টাকা দিতে হইছে। আমি জীবনে কোনদিন ডাকের মাধ্যমে কোন কিছু পাঠাবো না

    • @rahi1813
      @rahi1813 Год назад

      কম টাকাই লাগছে। অন্যান্য কুরিয়ারে দিলে ৩০হাজারের কমে ভুলেও দিতে পারতেন না।

    • @shahinurrahmanshahinurrahm7054
      @shahinurrahmanshahinurrahm7054 Год назад

      @@rahi1813 আরে ভাই বুকিং খরচতো ওখান থেকে দেওয়া। আমি সৌদি থেকে বে সরকারি কুরিয়ারে আগে অনেক বার পার্শেল পাঠিয়েছি। ওখানে যে খরচ নিছে ঐ খরচেই ঘর পযর্ন্ত পৌঁছে দিছে। আর কোন টাকা দেশে দিতে হয় নাই। আর এই চোরদের ওখানেও দিতে হচ্ছে আবার দেশেও দিতে হচ্ছে। ডাবল খরচ দিয়ে কেন পাঠাবো। এরচাইতে আমার বেসরকারীই ভাল সার্ভিস দেয়।

  • @Limon-fk3ey
    @Limon-fk3ey Год назад

    প্রচারের অভাব। আমিও জানতাম না। জানার পর ডাকঘর ব্যবহার করি।

  • @shariffz4968
    @shariffz4968 Год назад +1

    বিদেশ থেকে পার্সেল খরচ অত্যন্ত বেশি...আমি একবার পাঠিয়েছিলাম ২০ কেজি ওজনের ৩ টা কার্টন এবং পাঠাতে খরচ হয়েছিলো প্রায় ৩০,০০০ টাকা কিন্তু বাংলাদেশে যখন ডেলিভারি নিতে যায় তখন প্রতি কার্টন এ চার্জ করেছিলো প্রায় ৮,০০০ টাকা করে...কেন এতো টাকা আমার বোধগম্য নয়...তাই আর কোনদিন পার্সেল পাঠাইনি।

  • @mdfirozmia8619
    @mdfirozmia8619 Год назад +1

    ডাকঘরে সরকারী কিছু জিনিস বা চিঠি ছাড়া সাধারণ পাবলিকের জিনিস বা চিঠি সঠিক ভাবে পৌছে দেইনা আাবার এই গুলো পাঠানোর জন্য যে খরচটা নেই তার প্রমাণ স্বরুপ কোন রিসিটো দিতে চাই না।

  • @milonbiswas8781
    @milonbiswas8781 Год назад +1

    এখানে ছটো খাটো ব্যাং বানাতে হবে

  • @debashishroy3970
    @debashishroy3970 Год назад +2

    এদের অফিসাররা অনেক লোভী। ওপেন ঘুষ নেন🤕🤕

  • @mosharofhossain2223
    @mosharofhossain2223 Год назад

    ডাকঘরের ২৪ সার্ভিস থাকতে হবে

  • @mizanrazib8174
    @mizanrazib8174 Год назад

    Bhai amr Ekta special parcel ajo pousaini, ote important tender silo

  • @faysalmahmud2611
    @faysalmahmud2611 Год назад

    ডাক বিভাগ কে প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে রূপান্তর করা ছাড়া ডাক বিভাগের উন্নতি সম্ভব না।

  • @mdnurhossain6484
    @mdnurhossain6484 Год назад +2

    কর্ম চারিরাই সরকার।

  • @fabiahasan1798
    @fabiahasan1798 Год назад +1

    চিঠি হাতে দিয়ে পিয়ন বলে চা খাওয়ার টাকা দেন

  • @sultanpatuary1850
    @sultanpatuary1850 Год назад +1

    Are BAHI amito since 5 years Amar TNT bill r to pai na? Post Master ke bol Le woni kish bolte pare na .ai Holo borto mane Dak shaba.

  • @MIZANURRAHMAN-no6cx
    @MIZANURRAHMAN-no6cx Год назад

    ডাক বিভাগের পরিষেবা বন্ধ করে দেয়া উচিত কারণ এর থেকে কোন রকমের সুফল দেশবাশী পায়না উল্টো হয়রানি হয়। বিদেশ থেকে কোন পণ্য আসলে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়।।

  • @BlueSky-zq5ob
    @BlueSky-zq5ob Год назад

    Bangladesh post office amar parcel delivery na diye delivered status mere dise online e.. 😢😢

  • @ArefinKabirJr
    @ArefinKabirJr Год назад +1

    কর্মচারীরা এত্তো বেশি আনপ্রফেশনাল আর কর্মবিমুখ, কেউ চাইলেও ডাকঘর ঠিকমতো ইউজ করতে পারবে না। অন্য প্রতিষ্ঠান যেখানে কাস্টমার ধরার চেষ্টা করে, এরা চেষ্টা করে কিভাবে তাড়ানো যায়।

  • @AHtv-ue8bs
    @AHtv-ue8bs Год назад

    চিঠি ও পার্সেল এর খরচ বেশি।

    • @AHtv-ue8bs
      @AHtv-ue8bs Год назад

      সেবার মানও ভাল না। আর চিঠি বা পার্সেল আসলে বখশিস এর নামে টাকা দিতে হচ্ছে। চিঠি ও পার্সেল পাঠাতে খরচ বেশি।

  • @tapasmajumdar6644
    @tapasmajumdar6644 Год назад

    আমাদের এখানে তো Post office কে তো সরকার অনেক কাজের জন্য ব্যবহার করছে।

  • @HafizurRahman-xl9hp
    @HafizurRahman-xl9hp Год назад +1

    ওদের আচরণ খুব ই খারাপ

  • @nayamatkhan5996
    @nayamatkhan5996 Год назад +1

    সৌদিআরব থেকে ২৮ কেজি পার্সেল পাঠালে যদি ৬৮০০টাকা নেওয়া হয়। তা হলে, এটা কি রকম সেবা?আমি মনে করি এটা একটা ডাকাতি,তাই সিদ্ধান্ত নিয়েছি আর পার্সেল পাঠাবোনা।

  • @md.tanvirhossen3028
    @md.tanvirhossen3028 Год назад +1

    বাইরের দেশে যেকোনো দেশের পার্সেল ডাকযোগে পাওয়া যায়।
    কিন্তু, তোমাদের স্যাক মার্কা ডাকবিভাগ ঝিমাও আর বিড়ি টানো।
    কোনো অর্ডার পৌঁছায় না।

  • @asadujjaman7354
    @asadujjaman7354 Год назад

    সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেভাবে মানুষকে পর্নো আশা নেওয়ার জন্য যেভাবে সার্ভিস দিচ্ছে এবং কম সময়ে । তেমনি বাংলাদেশ সরকার ডাক বিভাগকে যত কম সময়ে কাজটি করা যায়। সেইভাবে উদ্যোগ নিতে হবে। তাহলেই মানুষ ডাক বিভাগের দিকে অগ্রসর হবে।এখানে সরকারীজিবিদের মনে রাখতে হবে। আপনারাও সরকারের চাকর। ওই হিসেবে মনে রেখে কাজ করতে হবে। আর সময়ের বেশি মূল্য দিতে হবে তাহলে মানুষ ডাক বিভাগে অগ্রসর হবে।

  • @Sweet_boyever
    @Sweet_boyever Год назад

    গ্রামিন এলাকায় ডাক কর্মচারীরা মারাত্মক ভাবে অবহেলিত।।

  • @atifiaa
    @atifiaa Год назад

    পার্সেল খরচা বেশি নেয় কেন

  • @AwladKhokan-do2en
    @AwladKhokan-do2en Год назад

    অনিয়মের অপর নাম পোস্ট অফিস।

  • @mdrezulhoquelitu7808
    @mdrezulhoquelitu7808 Год назад

    ভাই ডাক বিভাগ এর অধিকাংশ কর্মকতা ও কর্মচারী চোর। আপনি পার্সেল পাঠালে পার্সেলের প্যাকেট গ্রহীতা পাবে কিন্তু ভিতরের মালামাল পাবে না। অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায় না। তাহলে জেনে শুনে কেনো প্রেরক নিজের ক্ষতি করবে?

  • @wasikwasik6585
    @wasikwasik6585 Год назад

    হয়রানির অপর নাম ডাকঘড়।

  • @ahmedhamidmdhamid9106
    @ahmedhamidmdhamid9106 Год назад

    কার্গো ছালু করা হোক

  • @naimurrahman3265
    @naimurrahman3265 Год назад

    Charge+ 100/200 tk tips.😂😂

  • @WhoamI-mm7xp
    @WhoamI-mm7xp Год назад

    Adunik hoy nai akon duniya boro hoye gese but manus sob hater kase e pay but tara akon o onek pisaiya ase

  • @shibluhossain5941
    @shibluhossain5941 Год назад

    জিনিস পত্র চুরি করে

  • @toimurrahman9492
    @toimurrahman9492 Год назад

    Ootizzho K songrokhon kortay hobay

  • @asifuzzaman8897
    @asifuzzaman8897 Год назад

    হয়রানি হওয়ার ইচ্ছে নাই আর। একবার ৭.৫ ডলারের একটা কুরিয়ার এনেছিলাম। এরা ৬৫০০ টাকা শুধুমাত্র ভ্যাট,ট্যাক্স,মাসুল ইত্যাদি হিসেবে ধরেছিল। পরে আর সে পারসেল তুলিইনি।

    • @journeywithbangladesh1826
      @journeywithbangladesh1826 3 месяца назад

      ওই গুলো পোস্ট অফিস করে নাই। ওগুলো এয়ারপোর্ট থেকেই করেছে যেটা পোস্ট অফিস শুধুমাত্র আপনার থেকে সংগ্রহ করছে

  • @digitaldecodehq
    @digitaldecodehq Год назад

    0.19 - ডাক হরকরা মানে কি ভাউ!

  • @srbongshi6989
    @srbongshi6989 Год назад

    ৪০ টাকা খরচ হলে আপনি ১০০ টাকার একটি নোট দিবেন r টাকা ফেরত pben নাহ ৬০ তাই বকশিস এমন অবস্থা

    • @journeywithbangladesh1826
      @journeywithbangladesh1826 3 месяца назад

      হাতে কেন টাকা দেন। ‌ নিজে ডাক টিকেট কিনে লাগিয়ে দেবেন

  • @delowerhossain4858
    @delowerhossain4858 Год назад

    এদের সেবার মান বেশি ভালো না

  • @sheikhraihanislam-sf6tv
    @sheikhraihanislam-sf6tv Год назад

    Bebohar kharap oder

  • @Beautyofnatural691
    @Beautyofnatural691 Год назад

    Ai gulo faltu. Adar job less korlai sob tik joy jaba. Odar babohar valo na.

  • @Rana-nb5gw
    @Rana-nb5gw Год назад

    Dakghor era chur

  • @vivekanandamondal6852
    @vivekanandamondal6852 Год назад

    😂😂😂😂