খুব সুন্দর উপস্থাপনা।মন ভালো করা একটা ভিডিও। যায়গার নাম গুলো জানা ছিলো কিন্তু তার ইতিহাস , তার সেকাল এবং আজকের রুপান্তর দেখে আমি মন্ত্রমুগ্ধ। কৃতিত্ব আপনার চিন্তা ভাবনার।
Delhi te bose amader barir kache vedio dhekte paya khub valo laglo, ❤ oi harinavi school er kachei r akta nam kora school ache "subhashini Balika shikkhalay ," amr chotobelar onek smriti okhane joria, ❤ okhanei amr prothom hate khori ❤,
আমার বিদ্যালয় ছিল এটা ২০১০-২০১৮ তে এখানেই কাটিয়েছি শৈশব থেকে যৌবন আজ সেইসব ঘরগুলোকে ভেঙ্গে নতুন করে বানানো হচ্ছে দেখে একটু কষ্ট লাগলো কারণ ঘরগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই ঘরগুলো আর নেই কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে পুরনো সেই শৈশবের স্মৃতিগুলো 😢😢
আমি ১৯৮৭-৮৯ আইটিআই সিভিল ড্রাফসটম্যান ট্রেনিং গড়িয়াহাট ইনস্টিটিউটের ছাত্র ছিলাম।। আর আমাদের কলেজের স্যারের বাড়ি ছিল সোনারপুর জংশনের কাছেই।। ঐ স্যারের বাড়ি থেকে হরিনাভী ৮০বি/৫ বাস চলত।।যা সোনারপুর স্টেশন হয়ে গড়িয়া হয়ে গড়িয়াহাট যেতো।। কিন্তু হরিনাভীতে কোনও দিন যাই নি।। আর এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে।।গেলেই চিনতে পারব না।।
ঠিক আছে, একদিন না হয় সেখানেও যাওয়া যাবে। তবে কামারপুকুর নিয়ে তো অজস্র মানুষ ভিডিও বানিয়েছেন। প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আমি সাধারণত একটু অচেনা বা স্বল্পচেনা জায়গাতেই বেড়াতে পছন্দ করি। অন্যদেরও খোঁজ দেওয়ার চেষ্টা করি। ভাল থাকবেন, ধন্যবাদ।
Harinavi school amar Meso mosai & amar baba English & math teacher chilen oi harinavi shiv mandir ulto dike amar mesho bari mashi ekhono pujo koren oi mandire pase khub valo tele vaja pawoya jay bisesh kore dalpuri khub valo kore
এর উত্তর দেওয়া দরকার। আমি নিজে মিষ্টি দারুণ পছন্দ করিনা। কিন্তু অবিখ্যাত জায়গাতে স্থানীয় কাউকে সেখানকার ভাল খাবারের কথা জিজ্ঞাসা করলে প্রায় সকলে মিষ্টির কথা বলেন। আর আমি দূরে যেখানে যাই সেখান থেকে বিকেলেই ফিরে আসি, কিন্তু নোনতা খাবার মূলত সন্ধেতে হয়, তাই দিনের বেলা মিষ্টির দোকানই খোলা পাই। তবে কোনও কোনও পর্বে আমরা কিন্তু অন্য খাবারও পেলে নিশ্চয়ই খেয়ে দেখি।
@@narendebnath3467 আপনি ঠিক বলেছেন। বিষয়টি আমাদের জানা, স্ক্রিপ্টেও শান্তি স্বরূপ ভাটনগরই লেখা আছে। কিন্তু বলবার সময় হয়তো অসাবধানতা বশত হয়ে গিয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী।। এখন আর সংশোধনের সুযোগ নেই। আমাদেরও খারাপ লাগছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য।
শুনলুম। বলার ধরণটা বেশ আকর্ষণী।তবে 1866 সালে যে জায়গাটার নাম চাংড়িপোতা ছিল 2025 সালেও সেই জায়গার নাম চাংড়িপোতা।কোন নাম পরিবর্তন হয় নি।গ্রামের নাম একই আছে। আর একটা কথা।মুখ মিষ্মি
চাংড়িপোতা গ্রাম থাকলেও সেই নামে কেউ আর তাকে ডাকে না। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনেই বলেছি আমি। আর দ্বিতীয়ত কথাটা যে মুখমিষ্টি সেটা আমারও জানা। আমি বাংলার ছাত্র, কিন্তু এক্ষেত্রে মুখোমিষ্টি এই উচ্চারণ করবার কারণ হল, দোকানের সাইনবোর্ডে দেওয়া নাম ওটাই। এটাও ওদের সঙ্গে কথা বলেই ওই ধরণের উচ্চারণ করা।
asadharon prokriti, apurbo mahapurushder smriti bijorito sthanguli, darun misti
আপনার বর্ণনা খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।
Besh laglo sob tai 🙂
Very nice and informative video
এ তো আর শুধু স্কুল নয়.... আসলেই এক পূন্যভূমি 😊
অনেকদিন পর কাঠের নাগরদোলা দেখতে পেলাম।
যথারীতি খুউব ভাল লাগল। 💛❤️💛🙏
অপূর্ব পরিবেশন। যাব
অপূর্ব
দারুন,
❤
Shivnath Shastrir mamar barir jirno abostha dekhe mon ta kharap hoye gelo, jodio bari ta bikri hoye giyeche.
Kintu Harinabhi school, Netaji Subhas Chandra Bose er bhite bari, Bongiyo Natto Samajer office dekhe vison valo laglo. Harinabhir asadharon video dekhe valo laglo.
খুব সুন্দর উপস্থাপনা।মন ভালো করা একটা ভিডিও। যায়গার নাম গুলো জানা ছিলো কিন্তু তার ইতিহাস , তার সেকাল এবং আজকের রুপান্তর দেখে আমি মন্ত্রমুগ্ধ। কৃতিত্ব আপনার চিন্তা ভাবনার।
খুব ভালো উপস্থাপনা❤।
খুব ই ভাল লাগল ❤❤🎉🎉
Amar bari Rajpure r amar mamar bari & Masi der bari oi Harinavi tei apnar video dekhe khub valo laglo nijeder chena jayga dekhte peye
Khub khub bhalo laglo
As usual nice episode
আমি ছিলাম 1990=2022 খুবই ভালো যায়গা
Anek ta sundor laglo dada,anek subho kamona❤
Apurbo sangjojona o uposthapona
Onek valobasa Harinavi theke ❤
Amar didun bari..khun nostalgic hoye porlam
Delhi te bose amader barir kache vedio dhekte paya khub valo laglo, ❤ oi harinavi school er kachei r akta nam kora school ache "subhashini Balika shikkhalay ," amr chotobelar onek smriti okhane joria, ❤ okhanei amr prothom hate khori ❤,
ইতিহাস সমৃদ্ধ সুন্দর বেড়ানোর জায়গা । উপরি থাকল মেলা দেখা
খুব ভালো লাগলো ভিডিও টি
আমার বাড়ি এবং স্কুল। আমি নিজেও লোকসংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে চর্চা করি।
আগে জানলে দেখা করা যেত।
খুব সুন্দর
আমার বিদ্যালয় ছিল এটা ২০১০-২০১৮ তে এখানেই কাটিয়েছি শৈশব থেকে যৌবন আজ সেইসব ঘরগুলোকে ভেঙ্গে নতুন করে বানানো হচ্ছে দেখে একটু কষ্ট লাগলো কারণ ঘরগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই ঘরগুলো আর নেই কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে পুরনো সেই শৈশবের স্মৃতিগুলো 😢😢
আমি travel blog দেখতে ভালোবাসি।। অনেক channel দেখেছি, আপনাদের টা সেরা আপনার সুন্দর উপস্থাপনার জন্য।। Subscribe করলাম।। ভালোবাসা রইলো ❤
Thank you
আমি ১৯৮৭-৮৯ আইটিআই
সিভিল ড্রাফসটম্যান ট্রেনিং
গড়িয়াহাট ইনস্টিটিউটের ছাত্র ছিলাম।। আর আমাদের কলেজের স্যারের বাড়ি ছিল সোনারপুর জংশনের কাছেই।।
ঐ স্যারের বাড়ি থেকে হরিনাভী
৮০বি/৫ বাস চলত।।যা সোনারপুর স্টেশন হয়ে গড়িয়া হয়ে গড়িয়াহাট যেতো।। কিন্তু হরিনাভীতে কোনও দিন যাই নি।। আর এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে।।গেলেই চিনতে পারব না।।
Dada apni Kamarpukur niye video banan
ঠিক আছে, একদিন না হয় সেখানেও যাওয়া যাবে। তবে কামারপুকুর নিয়ে তো অজস্র মানুষ ভিডিও বানিয়েছেন। প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আমি সাধারণত একটু অচেনা বা স্বল্পচেনা জায়গাতেই বেড়াতে পছন্দ করি। অন্যদেরও খোঁজ দেওয়ার চেষ্টা করি। ভাল থাকবেন, ধন্যবাদ।
গিয়েছিলাম
Harinavi school amar Meso mosai & amar baba English & math teacher chilen oi harinavi shiv mandir ulto dike amar mesho bari mashi ekhono pujo koren oi mandire pase khub valo tele vaja pawoya jay bisesh kore dalpuri khub valo kore
Harinavi jaigati ghora....anek bachor dhorei jai...okhane khub baro kore Jagadhattri pujo hoi....Tobe dada akta kotha....gramer bichulir vetore kintu saap thake....ektu sabdhan hoa uchit....valo thakben...
১ লা জানুয়ারি এই মন্দিরে দুর থেকে মানুষ আসে, বার্ষিক উৎসব
Ho palash babu, apni ki sudhu misti khan ?anya kicchu khan na.
এর উত্তর দেওয়া দরকার। আমি নিজে মিষ্টি দারুণ পছন্দ করিনা। কিন্তু অবিখ্যাত জায়গাতে স্থানীয় কাউকে সেখানকার ভাল খাবারের কথা জিজ্ঞাসা করলে প্রায় সকলে মিষ্টির কথা বলেন। আর আমি দূরে যেখানে যাই সেখান থেকে বিকেলেই ফিরে আসি, কিন্তু নোনতা খাবার মূলত সন্ধেতে হয়, তাই দিনের বেলা মিষ্টির দোকানই খোলা পাই। তবে কোনও কোনও পর্বে আমরা কিন্তু অন্য খাবারও পেলে নিশ্চয়ই খেয়ে দেখি।
Santiswaroop Bhatnagar, Santibhusan noy
@@narendebnath3467 আপনি ঠিক বলেছেন। বিষয়টি আমাদের জানা, স্ক্রিপ্টেও শান্তি স্বরূপ ভাটনগরই লেখা আছে। কিন্তু বলবার সময় হয়তো অসাবধানতা বশত হয়ে গিয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী।। এখন আর সংশোধনের সুযোগ নেই। আমাদেরও খারাপ লাগছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য।
শুনলুম। বলার ধরণটা বেশ আকর্ষণী।তবে 1866 সালে যে জায়গাটার নাম চাংড়িপোতা ছিল 2025 সালেও সেই জায়গার নাম চাংড়িপোতা।কোন নাম পরিবর্তন হয় নি।গ্রামের নাম একই আছে।
আর একটা কথা।মুখ মিষ্মি
চাংড়িপোতা গ্রাম থাকলেও সেই নামে কেউ আর তাকে ডাকে না। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনেই বলেছি আমি। আর দ্বিতীয়ত কথাটা যে মুখমিষ্টি সেটা আমারও জানা। আমি বাংলার ছাত্র, কিন্তু এক্ষেত্রে মুখোমিষ্টি এই উচ্চারণ করবার কারণ হল, দোকানের সাইনবোর্ডে দেওয়া নাম ওটাই। এটাও ওদের সঙ্গে কথা বলেই ওই ধরণের উচ্চারণ করা।
মহান সমাজ সংস্কারক এই মহা পন্ডিত। শিবনাথ শাস্ত্রী র বাড়ি টা দেখতে পেয়ে খুব ভাল লাগল।।। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি টা দু বার দেখে এসেছি।।।।
অপূর্ব