আমেরিকার সমুদ্র তীরে কাসুন্দি আম ও ঝাল মুরি || Spending Quality Time With A Fan in California, USA

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 241

  • @siddiqurrahman9812
    @siddiqurrahman9812 Год назад +1

    আমার সারা জীবনের স্বপ্ন লস অ্যাঞ্জেলস যাব প্রশান্ত মহাসাগরের তীরে, সুন্দর জায়গা অনেক ভাল লাগলো

  • @ferdhousibegum8931
    @ferdhousibegum8931 Год назад +8

    যত দেখি ততই মুগ্ধ হই । সত্যিই অপরুপ । আমার ছেলে কলিফোনিয়া এম বি এ করার জন্য গেছেন । ভাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন ।

  • @yesminamin9654
    @yesminamin9654 Год назад +2

    আসসালামু আলাইকুম ভাই। মনোমুগ্ধকর সমুদ্রের নীলজলরাশি,কল কল শব্দ, পাহাড়, সমুদ্রের উপরের সুন্দর আকাশ এক মায়াবী প্রাকৃতিক পরিবেশ এই সৌন্দর্যের বর্ননা আমি কিভাবে দিবো সে ভাষা আমার জানানেই।পৃথিবীর এই সৌন্দর্য দেখার জন্য সুন্দর একটা মন লাগে। যে মনটা আপনার আছে। তাই তো এতো সুন্দর করে সব উপস্থাপন করলেন, শুধু মুগ্ধ হয়ে দেখলাম। আমি কলো গোলাপ সহ মোটামুটি সব রকম গোলাপই দেখেছি কিন্তু আপনার ভিডিও তে দেখানো এতো বড় এতো সুন্দর গোলাপ ফুল আমি কখনো দেখিনি। সমুদ্রের পাড়ে ভাইটার জাল মুড়ি, আম আপেল মরিচ কাসন্দি দিয়ে মাখা সেটা এক নতুন আইডিয়া অনেক ভালো লেগেছে। এতো নিখুঁত করে সবকিছু দেখান তাই আপনার ভিডিও দেখে মনে হয় কাছ থেকেই দেখছি। আপনার ভিডিও মানে দেখতেই হবে এটা একটা নেশা। দোয়া করি অনেক ভালো থকেন।Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Walaikum Assalam. এত ভাল লেগেছে আপনার!! খুশী হলাম জেনে। ধন্যবাদ ভাই। Jajakallah Khairan

  • @journeywithmrahman
    @journeywithmrahman Год назад +6

    ফারুক ভাই আপনি হচ্ছেন সপ্নের ফেরিওয়ালা। আমাদেরকে সুন্দর,সুন্দর সপ্ন দেখান।God bless you 👍👌👌

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 7 месяцев назад +1

    জামাই-বউ ব্লগের মাধ্যমে আমেরিকার বিভিন্ন প্রদেশের সংস্কৃতির ভিন্নতা দেখে আপ্লুত। ধন্যবাদ ফারুক ভাই।

  • @jesminbegum9535
    @jesminbegum9535 Год назад +2

    আপনার ব্লগে মানুষদের আথিয়তা আপ্যায়ন দেখে মনে হয় পৃথিবীর সব মানুষ অনেক ভালো। আমিরিকায় থেকে ও উনারা মনে প্রানে বাংঙ্গালী

  • @suparnamukherjee853
    @suparnamukherjee853 Год назад +1

    ফারুক ভাই কোন কথা হবে না শুধু মুগ্ধ চোখে দেখা আর দেখা নিরন্তর দেখে যাওয়া .... প্রকৃতির কি অপূর্ব ভান্ডার সাজিয়ে রেখেছে আমাদের জন্য .... মনে হয় সব দুঃখ ভুলে যাওয়া যায় প্রকৃতির এতো কাছে গেলে .... ফুল যেন বলে আমার মতো সুগন্ধ বিলিয়ে সবাই কে ভালবাসো ... আকাশ বলে আমার মতো উদার হয়ে ভালোবাসা বিলিয়ে দাও সবার মাঝে আর ঝর্ণা বলে খিলখিলিয়ে হাসো আমার মত তবে তো মনের ভার লাঘব হবে ... ফারুক ভাই আপনার ব্লগ দেখে মনটা কবি কবি হয়ে গেল .... এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সবাই কবি হতে বাধ্য ... মালা ভাবী বেশ মায়া বন বিহারীনি হরিণীর মতো ঘুরে বেড়াচ্ছিল দেখে খুব ভালো লাগছিল .... মালা ভাবী চলে গেল এখন ফাঁকা ফাঁকা লাগছে আর আপনি তো এই ব্লগে গুনগুন করে গান ও করেননি মানে মনটা খারাপ .... এটাই তো স্বাভাবিক ... খুব ভালো থাকবেন পরিবারের সাথে ... অনেক শুভকামনা রইলো ... পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম

  • @meghlab2978
    @meghlab2978 Год назад +1

    আপনার সানফ্রান্সিস্কোর দেখলাম আমার জীবনের অর্ধেক মানুষের ফোনের মাধ্যমে, তাই , কমেন্ট লিখতে হচ্ছে অন্য ব্লগের নীচে। আকাশে সূর্য না দেখলে আপনার এত না বাচক মন্তব্য করে জাচ্ছেন, কেমন যেন বোরিং লাগে। আপনি প্রকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করে কি করবেন। আপনার ভিডিও অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার দেখতে পেয়েছি। অসাধারণ ভিডিও দিলেন। দোয়া করি আপনি সুস্থ ও ভাল থাকবেন ।
    আল্লাহ হাফেজ❤

  • @maksudurrahman4932
    @maksudurrahman4932 Год назад +1

    প্রশান্ত মহাসাগর
    ঝাল মুড়ি
    আম বানানো 👌
    আপনাদের দুজনকেই ধন্যবাদ ❤❤

  • @anandaneogi951
    @anandaneogi951 Год назад +2

    ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ অনিন্দ্য সুন্দর সংকলন সম্পাদনার ক্ষেত্রে ব্যক্তিগত ব্লগের মুন্সিয়ানা ইমাজিন আর্ট এর অনন্য পরিবেশনা। ভাইকে অনেক ধন্যবাদ আপনাকে কাসুন্দি মাখানো আপেল ও আম পাশাপাশি ঝাল মুড়ি জন্য। ভালো থাকুন।

  • @aminrahman1500
    @aminrahman1500 Год назад +1

    ফারুক ভাই, আমার বন্ধু ( কোর্স মেট ) মাহবুবকে আপনার সাথে ঘুরতে দেখে খুবই আনন্দিত হলাম। আমাদের সকলকে ক্যালিফর্নিয়ার এই সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধু মাহবুব,তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

  • @sukladey5409
    @sukladey5409 Год назад +1

    আজকের ভ্রমনের প্রকৃতি প্রেমিক দের কা
    ছে ছিলো অসাধারণ মুগ্ধ হয়ে শুধু উপভোগ করলাম।মুড়ি মসলাটা ছিলো লোভনীয় কোনো কথা হবে না। West bengol, siligui,(India).god আপনাকে ভালো রাখুন ।

  • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
    @UCqkdtMiE5ZquD_lF9prae4Q Год назад +3

    আসসালামুলাইকুম ভাই, সুন্দর জায়গা, সুন্দর ভিডিও উপভোগ করলাম। ধন্যবাদ

  • @KawserAhmedKhan-ng2vg
    @KawserAhmedKhan-ng2vg Год назад +2

    আপনার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং আপনার ভিডিও গুলো দেখে বুঝা যায় আমেরিকা কতো সুন্দর! সেখানে যেতে ইচ্ছে করে!ধন্যবাদ ভাই"

  • @farjanasharmin6717
    @farjanasharmin6717 Год назад +2

    আসসালামুয়ালাইকুম ভাই। অনেক দিন পর আপনার ব্লগে মন্তব্য করছি।কারন আমি এলইডি টিভিতে আপনার আমেরিকা ভ্রমন উপভোগ করছি মন ছুঁয়ে যাচ্ছে কি দুর্দান্ত তা ভাষায় প্রকাশ করা যায় না! অসীম সাহস নিয়ে বয়সকে গুললি মেরে সামনে এগিয়ে যাচ্ছেন, ভালো থাকবেন নিরাপদে থাকুন।💖

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. Appreciate your kind words & continuing support. Thank you 🥰💕

    • @farjanasharmin6717
      @farjanasharmin6717 Год назад +1

      @@AdventureTube21 most welcome 🤗

  • @mahbuburrahman6174
    @mahbuburrahman6174 Год назад +2

    চমৎকার দেখলাম মানিকগঞ্জ থেকে ভালো লাগলো দারুণ হয়েছে

  • @masumakhan6749
    @masumakhan6749 Год назад +1

    এলেন ভাইকে দেখলাম 😊
    আপনি তো ঠান্ডা নিয়ে আসেন😁 হাহাহা
    করবী ফুল🌸 হামিং বার্ডের ভিডিওটা দারুন👍 সব দেখা জিনিষগুলো আপনার ভিডিওতে নতুন ভাবে দেখছি॥ ধন্যবাদ॥॥

  • @bengalmirror
    @bengalmirror Год назад +1

    সমুদ্রের পাড়ে ঝাল মুড়ি এক অসাধারন combination

  • @Bengalinationalist
    @Bengalinationalist Год назад +2

    আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার দাদী প্রতিদিন আপনার videos দেখে amd she really finds some joy in her rather bland life watching you.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Walaikum Assalam. Please convey my Salam to your grandmother. Thank you.

  • @akmrezaulkabir3117
    @akmrezaulkabir3117 Год назад +3

    অাপনার কথাটি বলি- Just Wow!!❤

  • @omarkhan5183
    @omarkhan5183 Год назад +1

    Uncle gloomy day ও আরেক রকম সৌন্দর্য প্রকাশ করে। আসলে আল্লাহর সব সৃষ্টিরই কিছুনা কিছু সৌন্দর্য ও বৌচিএ রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ

  • @mohammadkamalalhaque8127
    @mohammadkamalalhaque8127 Год назад +1

    Nice to see all of golden views.
    Thanks

  • @salsabilrahman6441
    @salsabilrahman6441 Год назад +1

    আঙ্কেল আমি অধীর আগ্রহে বসে আছি কবে রকি বীচ দেখবেন। এই একটা জায়গা দেখার জন্য আমার চোখের অনেক সমস্যা নিয়েও প্রতিটি এপিসোড দেখার আপ্রাণ চেষ্টা করছি। হয়তো আপনি, আমরা যারা তিন গোয়েন্দার ভক্ত তাদের আবেগটা ততোটা অনুভব করবেন না।

  • @shirinakter6523
    @shirinakter6523 Год назад +3

    Allen is my classmate,we are ex student of Bangladesh Railway High School,Akhaura. Great to see him in your California trip👌

  • @mamatamazumdar8757
    @mamatamazumdar8757 Год назад +1

    Ki osadharon drissho bhison bhalo lage prokritir Soundorjyo mukdho kore. Bhalo thakben dada.

  • @alamcircusshow
    @alamcircusshow Год назад +1

    Salam brother and all thanks for sharing it was very enjoyable and informative

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 Год назад +3

    দাদা....আজ হয়তো রোদ্দুর ছিল না কিন্তু এইরকম ওয়েদারে বেশ রোমান্টিক লাগে...😋😀.....আর ওই আম মাখা দেখে জিভে জল এলো.....ক্যালিফোর্নিয়া তো সবদিক থেকে দারুন লাগলো.....আরো কি কি দেখবো তার জন্য অপেক্ষা করে আছি.....আপনি ভালো থাকুন দাদা সবসময় 🥰🥰🙏🏻🙏🏻

  • @sadhandey2233
    @sadhandey2233 Год назад +2

    দারুন এনজয় কিরছি ফারুক ভাই। আপনার যাত্রা নির্ঝঞ্ঝাট হোক।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 Год назад +3

    "Earth on heaven " সত্যিই অনেক সুন্দর জায়গা। ভিডিও অনেক উপভোগ করলাম। ভাল থাকবেন সবাই। ধন্যবাদ ভাই।

  • @ABDULLAHALMAMUN-ow2te
    @ABDULLAHALMAMUN-ow2te Год назад +2

    আসসালামুলাইকুম ভাইয়া,
    আপনার ক্যালিফোর্নিয়া ব্লগের সিরিজ গুলো অসম্ভব সুন্দর হচ্ছে।আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ প্রত্যাশা করছি।

  • @MohammedHaq-bm6pi
    @MohammedHaq-bm6pi Год назад +2

    Amazing views and an amazing host, Major (Retd) Mahbub. Along with few other friends, I had the privilege to enjoy the hospitality in person and I/we enjoyed it very much......

  • @jabedsamsularfeen5617
    @jabedsamsularfeen5617 Год назад +2

    What a stunning, eye catching and beautiful scenery it is. Really its American dream .

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 Год назад +2

    Pacific Ocean 🌊🏖️ ! Proshanto Moha Shagor ! Opurbo ! Opurbo !
    Shei Shathe jodi thake jhal Muri r Aam makha ! R ki lage jeebon e !
    Gloomy day 😔 ! But for me - bcos of your presentation gloominess doesn't bother me much !
    I can still enjoy like a sunny 🌞😎 day !
    Thank you 🙏 !

  • @fatemabegum1281
    @fatemabegum1281 Год назад +2

    ম্যাপ দেখে খুব ভালো লাগলো | লোকেশান টা স্পষ্ট হল,

  • @puloksikder
    @puloksikder Год назад +2

    অসাধারণ লাগলো আংকেল।

  • @Flora-gk4yo
    @Flora-gk4yo Год назад +2

    Uncle kub sundor.uncle kub nice vabe rabbit 🐇 sathe kotha bolen 😎😬😊😊😊😊

  • @shelleyroychowdhury1551
    @shelleyroychowdhury1551 Год назад +1

    Beautiful vlog enjoy lots. Waiting for the next update.

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Год назад +1

    দারুণ তো !!!

  • @sanjitchakraborty8456
    @sanjitchakraborty8456 Год назад +2

    দারুন দারুন ভিডিও

  • @md.abdurrazzaque6039
    @md.abdurrazzaque6039 Год назад +3

    ফুলটা কাঠ গোলাপ/ কাঠ চাঁপা/ Frangipani/ Plumeria. বৈজ্ঞানিক নাম Plumeria obtusa. পাম গাছগুলো মনে হয় Bottle palm (Roystonea regia). 22:43

  • @tahsintzk6316
    @tahsintzk6316 Год назад +2

    Assalamualaikum.... beautiful place and beautiful video ❤

  • @altafh0ssainbakulbakul827
    @altafh0ssainbakulbakul827 Год назад +2

    আসসালামু আলাইকুম ভাই, ঐ ফুলটা কনক চাঁপা ফুলের একটা ভেরিয়েন্ট।

  • @sultanmahmudshikder
    @sultanmahmudshikder Год назад +1

    Assalamualikum uncle I’m so much impressed to see your California vlog ! Awesome it’s really haven & earth ❤

  • @MrLondoner07
    @MrLondoner07 Год назад +2

    দারুন ফারুক ভাই 😊

  • @nigarsultana6936
    @nigarsultana6936 Год назад +2

    Very nice brother from dhaka.

  • @md.ahsanhabibsowmik4816
    @md.ahsanhabibsowmik4816 Год назад +2

    Atherton, California দুনিয়ার সবচাইতে Expensive neighbourhood

  • @ajijulislam8919
    @ajijulislam8919 Год назад +2

    Your vlog is so beautiful! I enjoy it very much. I am from unsani howrah west bengal india. Ajijul islam akon. My aunti is also living in california who went there from bangladesh chattagram

  • @anwarahmed8489
    @anwarahmed8489 Год назад +2

    SubhanAllah. Alhamdullah. Thanks for sharing.

  • @DinaTinyworld
    @DinaTinyworld Год назад +2

    You r the best……ki j bhalo lagey….all your infos, tips…..as if you can read our minds…..really appreciate
    Darunnnnnn…….
    SubhanAllah 🤲🏻❤️ki j sundor ek ek place…….
    Ahhhh jhakani…muri…..kasundi….

  • @NurunnobiBabul
    @NurunnobiBabul 6 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ পাবনা থেকে

  • @sakhawatulmaula5244
    @sakhawatulmaula5244 Год назад +4

    আমার তো দূর্দান্ত লাগল আজকের ভিডিও ,,, বিশেষ করে সমুদ্রের ধারে বসে আম মাখা , আর ঝালমুড়ি খাওয়া আর সমুদ্রের অসাধারণ ভিউ ।😂😂

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      ঝাল মুড়ি আর আম সত্যি অসাধারন ছিল। ধন্যবাদ 💕

  • @sikhadas8300
    @sikhadas8300 Год назад +3

    গাছ কেটে রস করা হয় না, এখন প্রশ্ন উঠতে পারে, কেনো রস করে না 🤣🤣🤣 আপনি ভাই চুপ চাপ এমন কথা বলেন! আমি হাসতে হাসতে শেষ 🤣🙏 সত্যিই আজ খুব অন্য রকমের আনন্দ পেলাম। ঝালমুড়ি আর কাসুন্দি দিয়ে আম মাখা! জবাব নেই এমন আইডিয়ার। আর মুখে এতো জল এসে গেছে ভাই!🤤🤤🤤👍🙏🤪

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +3

      আগেই বুঝতে পারি কি প্রশ্ন আসতে পারে। তাই উত্তর দিয়ে দেই যেন কষ্ট করে জিজ্ঞেস করতে না হয় 😍🥰 ধন্যবাদ ভাই।

    • @sikhadas8300
      @sikhadas8300 Год назад +2

      @@AdventureTube21 🤣 আমার ভাইয়ের জবাব নেই 👍 ধন্যবাদ 🙏🤗

  • @sklutfarali461
    @sklutfarali461 Год назад +2

    আবার একটা অসাধারণ ভিডিও।অবশ্য সবই সুন্দর।তবু মনে একটা প্রশ্ন জাগে।যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন ওই most valuable বাড়ীর বাসিন্দারা কি করে? একটা টেনশন বা ভীতি কি সব সৌন্দর্যকে মলিন করে দেয় না?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      সেটা হিসেব করেই বাড়ি বানানো হয়েছে। ধন্যবাদ। 💕

  • @mdzahangir5764
    @mdzahangir5764 Год назад +2

    Dear Sir welcome your tur

  • @shahnazparvin6628
    @shahnazparvin6628 Год назад +2

    Wow... nice 👍

  • @mohammadtonmoy4663
    @mohammadtonmoy4663 Год назад +2

    very nice sir

  • @NurunnobiBabul
    @NurunnobiBabul 6 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ

  • @matxrc
    @matxrc Год назад +2

    হে আল্লাহ, আপনি ফারুক আঙ্কেল এর মনের ক্যালিফর্নিয়া ড্রিম 8:33 এর সুপ্ত বাসনা পূরণ করে দিন!

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Ameen

    • @matxrc
      @matxrc Год назад +1

      @@AdventureTube21 Thumma Ameen!

    • @matxrc
      @matxrc Год назад +1

      @@AdventureTube21 আজকে ভিডিও নাই?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      @@matxrc Tomorrow Inshallah

  • @MaryRose-h7x
    @MaryRose-h7x Год назад +2

    There's a lot picture caption so pretty as Heaven. May Allah shower you and your family friends with all the happiness. Thanks for giving us beautiful uploaded always.❣💜❤👍

  • @tahsintzk6316
    @tahsintzk6316 Год назад +2

    Assalamualaikum again..... kindly ektu bolte paren.... apnar shathe Hasan vhai,unaar soto naam ki Mukul vhai.... Jodi tai hoy,tobe bolben ami Tuli ctg.Bangladesher....

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Not sure. But I will forward this message to him. Thank you.

  • @sanjidahaque6337
    @sanjidahaque6337 Год назад +2

    Assalamulaikum, আপনি আবার বাংলাদেশে আসবেন কবে?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Walaikum Assalam. কেন ভাই? কোন প্রোগ্রাম করার প্ল্যান আছে? ধন্যবাদ।

  • @mohammadbillal6202
    @mohammadbillal6202 Год назад +2

    Sir i want to say big thank you ❤

  • @jabedsamsularfeen5617
    @jabedsamsularfeen5617 Год назад +1

    A piece of heaven on earth.

  • @sumitanath7337
    @sumitanath7337 Год назад +2

    Too good ❤

  • @AbdurRahim-rx3gl
    @AbdurRahim-rx3gl Год назад +2

    Nice

  • @bengalmirror
    @bengalmirror Год назад +1

    All of people might like that place,Allah favor you to visit this area,Al hamdulil lah

  • @biswajitbiswas144
    @biswajitbiswas144 Год назад +2

    দাদা জিভে জল এসে গেছে😂।

  • @mesbahuddin3079
    @mesbahuddin3079 Год назад +2

    Though gloomy weather but enjou

  • @fahimablogger.757
    @fahimablogger.757 Год назад +1

    কোরবানি ঈদ কোথায় করবেন বাসায় যাবেন না। পেয়ারা মাখা দেখে জিভে পানি চলে আসছিল।

  • @konigkhan4248
    @konigkhan4248 Год назад +2

    Only Bangladeshi can have those passion..zhaal muri jhakano cheelo jhakkash!!!

  • @ZbluNy
    @ZbluNy Год назад +2

    Dear uncle is that may or June >>? maybe June 23

  • @rejikagro8928
    @rejikagro8928 Год назад +2

    আঙ্কেল, থাম্বনাইলে 'পারে' এর জায়গায় 'পাড়ে' হবে মনে হয়

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      ছোট জলাশয়ের জন্য হবে পাড়। সমুদ্র বা বড় জলাশয় হলে হবে পার। তবে দুইটাই ব্যবহার করা যায়। ধন্যবাদ।

  • @shaikhkhaled3683
    @shaikhkhaled3683 Год назад +1

    ফারুক ভাই ঈদ কোথায় করবেন ?

  • @bikashraptan6510
    @bikashraptan6510 Год назад +2

    সাগর রেস্টুরেন্টের ঠিকানা বলছেন না কেন?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      www.google.com/search?q=sagar+restaurant&client=safari&hl=en-us&biw=390&bih=664&ei=4yiaZL_zN_6tiLMPnc270Aw&gs_ssp=eJzj4tZP1zcsKbFIMc3LNmC0UjWosLBMNjIzNExLMTQ3TU01TLEyqEg0tzQ0SElJs7RMSTU0Mkj0EihOTE8sUihKLS5JLC1KzCsBAMgqFXw&oq=sagar+res&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAEYADIUCC4QgwEQrwEQxwEQsQMQgAQQyQMyBQgAEIAEMgUIABCABDIFCAAQgAQyCwguEK8BEMcBEIAEMgUIABCABDILCC4QgAQQxwEQrwEyBQgAEIAEOgoIABBHENYEELADOgIIKToQCC4QAxCPARDqAhCMAxDlAjoQCAAQAxCPARDqAhCMAxDlAjoICC4QigUQkQI6CAgAEIoFEJECOhEILhCABBCxAxCDARDHARDRAzoFCC4QgAQ6CwguEIAEEMcBENEDOgsIABCABBCxAxCDAToOCC4QgAQQsQMQxwEQ0QM6DgguEIoFEMcBEK8BEJECOhEILhCDARDHARCxAxDRAxCABDoRCC4QigUQsQMQgwEQxwEQ0QM6CwguEIoFELEDEIMBOggIABCABBCxAzoLCC4QgAQQsQMQgwE6GgguEIMBEK8BEMcBELEDEIAEEJgFEJoFEJ4FOhEILhCABBCxAxDHARDRAxDUAjoUCC4QrwEQxwEQgAQQmAUQmQUQngU6CAguEIAEELEDOg0ILhCABBDHARCvARAKOhEILhCABBCxAxCDARDHARCvAUoECEEYAFC7qb8DWP7kvwNg-vi_A2gJcAF4AIABlQGIAZkIkgEDMS44mAEAoAEBsAESwAEByAEH&sclient=mobile-gws-wiz-serp#

  • @shaguftaahmed2216
    @shaguftaahmed2216 Год назад +2

    Nice uncle 👍👍👍👍👍 sorry I am late

  • @sazzadhossain8183
    @sazzadhossain8183 Год назад +2

    Assalamualikum uncle

  • @MDAnisurRahman-mj5nb
    @MDAnisurRahman-mj5nb Год назад +2

    Assalamualaikum,,

  • @chessworld99
    @chessworld99 Год назад +2

    which place is better to live between California & Florida ?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      That all depends on what you like. For me I like both. Thank you.

    • @soyebrazul994
      @soyebrazul994 Год назад +1

      Hawaii is the best US state to live

    • @chessworld99
      @chessworld99 Год назад

      @@soyebrazul994 But that is out of the US main land. I would love to live in main land USA

  • @SanjidaRahman-c3w
    @SanjidaRahman-c3w Год назад +2

    Your host is "vojon roshik".

  • @kamrunkhanom6407
    @kamrunkhanom6407 Год назад +2

    I live in California

  • @KfatemaLubna
    @KfatemaLubna Год назад +1

    আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন ইনসাহ আল্লাহ,শুরুর দিকে ভিডিওতে বলেছেন আজ মে মাসের ২৩ তারিখ,কিন্তুওটা হবে জুন মাসের ২৩ তারিখ,এ ভিডিওটা চালিয়ে মনযোগ দিয়ে দেখলে আপনার তারিখের ভুল বিষয় টি ধরতে পারবেন আশা করি,ধন্যবাদ ফারুক ভাই.

    • @rajibhaque4690
      @rajibhaque4690 Год назад

      হা ওটা ২৩ মে হবে না২৩ জুন হবে.আমিও বিষয় টি খুব ভালো করে খেয়াল করেছি

  • @henadasgupta6315
    @henadasgupta6315 Год назад +1

    এই আগুনে আলু পোড়া দিলে খুব মজা হবে।ভ্রমণ ভালো হোক নমস্কার নেবেন ।পশ্চিমবঙ্গ থেকে।

  • @burnedbrowncoal7536
    @burnedbrowncoal7536 Год назад +2

    dear Faruq vai,
    salam first.
    watching your most of the roaming around the USA vLogs vaiya...almost the taste has been taken that how USA actually it is! no thanks only but also gratitude for you...keep continue with your happiness vaiya 🙂

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. Appreciate your kind words & continuing support. Thank you 💕

  • @fatemabegum1281
    @fatemabegum1281 Год назад +2

    কেন? Bush fire এর ভয়ে?

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      আগুন ছড়িয়ে যেতে পারে এই ভয়ে। ধন্যবাদ।

  • @mohammadmizan2191
    @mohammadmizan2191 Год назад +2

    Unbelievable views!

  • @user-fh5xt8hh5y
    @user-fh5xt8hh5y Год назад +2

    ঐটা কাঠগোলাপ ফুল।

  • @North_American_Elija
    @North_American_Elija Год назад +3

    Your Every Videos are Amazingly Beautiful or Masterpiece.
    Allah Give you a long life to entertain us always like that.
    Really like you Uncle. ❤😊

  • @ajitneog8624
    @ajitneog8624 Год назад +2

    Teok
    Assam

  • @MdTanvirBiswas-y4l
    @MdTanvirBiswas-y4l Год назад +1

    আমি আমেরিকাতে আপনার সাথে দেখা করতে চাই।

  • @harunrashad3307
    @harunrashad3307 8 месяцев назад +1

    ক্যালিফোনিয়ার আবহাওয়া নাকি?অনেকটা বাংলদেশের আবহাওয়ার মত।

    • @AdventureTube21
      @AdventureTube21  7 месяцев назад

      ফ্লোরিডা বাংলাদেশের মত। ধন্যবাদ।

  • @mdemdadulhoquen4247
    @mdemdadulhoquen4247 Год назад +1

    ঢাকার ভাইয়ের ছেলে মেয়ে কি বাংগালী পরিচয় দেবে...?
    বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার কি বাংলাদেশী পরিবারের ছেলে মেয়েদের মধ্যে কি কোনদিন প্রতিষ্ঠিত হবে...?
    তাঁরা কি ভবিষ্যতে তাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে বসবাস করবে, তাদেরকে আন্তরিকতা সহকারে গ্রহন করতে পারবে....?
    আমার মনে প্রায়ই প্রশ্ন জাগে।

  • @Farhad_zaman
    @Farhad_zaman Год назад +2

    ❤❤👍👍👍

  • @shamimashamima4472
    @shamimashamima4472 Год назад +1

    Assalamualikum vai. Amar likha ta aj aktu boro hobe vai mone kicu niben na. Apnar video r maddome aj Allen vai k deklam. Allen vai amar husband r friends cholo. Vai Allen vai k parle aktu kosto kore bolben tar friend khokan mara gecen. Khokan amar husband. Ami shammim.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. Just talked to Allen. He is asking for your phone number. Please share it in my email. Thank you.
      adventureTube21@gmail.com

    • @shamimashamima4472
      @shamimashamima4472 Год назад

      @@AdventureTube21 Thank you vai

  • @NurunnobiBabul
    @NurunnobiBabul 6 месяцев назад +1

  • @sazzadhossain8183
    @sazzadhossain8183 Год назад +2

    ❤❤

  • @mdhumayunkabir7809
    @mdhumayunkabir7809 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @belayethossain9819
    @belayethossain9819 Год назад

    আংকেল আপনার মনেহয় এই বিষয় টি জানা নেই যে, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে উনার রহমতের বৃষ্টি প্রদান করেন ❣️❣️❣️❣️

  • @nazrulnafi3298
    @nazrulnafi3298 Год назад +2

    🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @ranabegum2432
    @ranabegum2432 Год назад +2

    😋👌👍

  • @MdRaja-kv1vj
    @MdRaja-kv1vj 5 месяцев назад +1

    আঙ্কেল কথার মাইর সবচেয়ে বড় মাইর ঐ ব্যক্তিটা আর৷ একটু হলে কেদে৷ দিত 🙄