ইতালির নাম করে লিবিয়ায় জি`ম্মি-নির্যা`ত`ন, লাখ লাখ টাকা মুক্তিপণ

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 443

  • @siddikkhan5216
    @siddikkhan5216 3 дня назад +120

    লোভে পাপ পাপে মৃত্যু। এই সুন্দর বাক্যটি সবাই যানে, কিন্তূ মানে না তারা।

    • @afgallafagll5167
      @afgallafagll5167 2 дня назад +4

      ইটালি বলে কথা ভাই

    • @allinone8579
      @allinone8579 2 дня назад

      তোমার শাউয়া বলে কথা​@@afgallafagll5167

    • @BappyKhan-n4s
      @BappyKhan-n4s День назад

      হ এলা লিবিয়ায় মরুক😂😂ইতালি বলে কথা​@@afgallafagll5167

    • @sarjisalomofficial.1
      @sarjisalomofficial.1 8 часов назад

      সবাই লোভ করে যায় না ভাই। পেটের জ্বালায় ইঁদুর যেমন পেতে রাখা বিষ খায় ঠিক তেমনি ক্ষুধার্ত মানুষও দালালের খপ্পরে পড়ে😢

  • @jashimuddin-pm7kj
    @jashimuddin-pm7kj 4 дня назад +61

    ভাই এই ইন্টার নেটের সময় কালে মানুষ এতো কিছু জানার পরও কেন এমন একটা পথ পাড়ী দেয় আললাহ সবাই কে হেফাজত করুন

    • @MdJahangir-e1g5f
      @MdJahangir-e1g5f 17 часов назад

      বোকারা বিদেশে যেতে চায়।কোরানের পক্ষে দিলে এসব ঘটতো না। মানুষের মৌলিক অধিকার পেত।আল্লাহর কোরানের ঐশী নির্ভুল বিধান শাসন ুর পক্ষে ভোট না দেয়ার শাস্তি জনগন পাচ্ছে। পাপের প্রায়শ্চিত্ত এসব।

  • @MdArshad-d2f
    @MdArshad-d2f 4 дня назад +75

    মানব পাচার কারিদের ক্রসফায়ার দেওয়ার দাবি জানাচ্ছি।

    • @Mahir-y9w
      @Mahir-y9w День назад

      কেন,,, দোষ আপনার,,, সে কি করেছে,,,

    • @md.shohidulislam2269
      @md.shohidulislam2269 День назад

      পাচার করবে কেন? আাদম পাচার কি ভালো লোক করে?​@@Mahir-y9w

    • @MdArshad-d2f
      @MdArshad-d2f 18 часов назад

      @@Mahir-y9w দালালের কিছু হন না কি

  • @sumanmiah8963
    @sumanmiah8963 4 дня назад +72

    কিছু পোলাপান আছে অদের ভাব আলাদা সৌদি মালয়েশিয়া যামু না। ইউরোপ যামু। কোটি কোটি টাকা কামাই করুম। অথচ এরাও জানে এভাবে যাওয়া রিস্ক।

    • @toxicroyyt6597
      @toxicroyyt6597 3 дня назад +1

      বুজ না যাইতে পারলেই সেটেল

    • @mdlitonsheikh8943
      @mdlitonsheikh8943 3 дня назад

      সৌদি মালোশিয়া কাজের অভাব নাই গিয়ে কি বাল ছিরবো বুকাচুদা তুই চাকর হও

    • @NazninSultana-lv6sc
      @NazninSultana-lv6sc 3 дня назад

      সঠিক।
      ইউরোপ যেন মামার বাড়ি।
      প্রতিদিন নিউজ চ্যানেল এ,প্রত্রিকায় এসব ব্যপারে খবর ছাপা হয়।
      এসব অগ্রাহ্য করেও লোভে পরে ইউরোপ এ পাড়ি জমাচ্ছেন তারা

    • @ShutterSoul04
      @ShutterSoul04 3 дня назад

      Aktu pora likha korle ayi shob kamla khaite hoi na.

    • @ShutterSoul04
      @ShutterSoul04 3 дня назад

      Aktu pora likha korle ayi shob kamla khaite hoi na.

  • @xenoxetic
    @xenoxetic День назад +15

    আমাদের উচিত দালালদের কঠোর শাস্তি দেওয়া

  • @xenoxetic
    @xenoxetic День назад +11

    বাংলাদেশের আইন কড়াকড়াকড়ি হলে মানুষরা এত বিপদে পড়তো না

  • @anisnub5678
    @anisnub5678 3 дня назад +24

    বাংলাদেশের যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচারের ব্যবস্থা করা হোক 😢😢

    • @ZRMamu0
      @ZRMamu0 3 часа назад

      Amare nite chaise ak vai allah bachaise
      1lakh 50 joma disi
      Niya nisi tk

  • @salmanurrahmansiraj3535
    @salmanurrahmansiraj3535 4 дня назад +41

    এমন সব এলাকার লোকজন একজনের বিপদে পরলে এগিয়ে আসা উচিত

  • @Shee-js8xo
    @Shee-js8xo 3 дня назад +33

    কতো ভালো গ্রামের মানুষ গুলো আলহামদুলিল্লাহ ❤❤

    • @MdJahangir-e1g5f
      @MdJahangir-e1g5f 17 часов назад

      আল্লাহর কোরানের কঠোর ঐশী নির্ভুল সংবিধান এর পক্ষে ভোট দিলে এসব ঘটতো না,এত অধপতন হয়েছে জাতীর, পাপের ফল,প্রষাশন , অবহেলা করে আসছে আনেক আগে থেকেই।
      পাপের প্রায়শ্চিত্ত গজব আল্লাহর কোরানের বিধান না মানার পরিনতি এসব, জনগণকে সচেতন হতে হবে

  • @raselsarker6736
    @raselsarker6736 3 дня назад +12

    দীর্ঘ এক বছর আমার ভাই লিবিয়াতে থাকার পরে ইতালিতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ 🤲🥰

  • @MorsalinSarkar-x2m
    @MorsalinSarkar-x2m 4 дня назад +19

    কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু।

  • @ShahnazShurovi
    @ShahnazShurovi 4 дня назад +19

    লোভে পড়ে এতো টাকা কেনো দেয় এসব মানুষেরা!

  • @ekdomsohoj
    @ekdomsohoj 3 дня назад +5

    জাজাকাল্লাহ সতর্ক ভিডিও দেয়ার জন্য। ❤

  • @mynul6935
    @mynul6935 4 дня назад +9

    বাংলাদেশে আইন আছে কিন্তু সঠিক বিচার নাই

  • @anwarhossen169
    @anwarhossen169 15 часов назад

    বাংলাভিশন চ্যালেন ভাইদেরকে ধন্যবাদ আরো অনেক চক্র আছে আপনার এগুলো তুলে ধরুন

  • @masudhassan5734
    @masudhassan5734 4 дня назад +7

    আপনারা দয়া করে ঢাকা কিছু এজেন্সি আছে যারা দালালদের সাথে মিলে কাজ করে দয়া করে এদেরকে নিয়ে রিপোর্ট করুন

  • @masudurrahman2525
    @masudurrahman2525 День назад +3

    সবাইকে সচেতন হতে হবে

  • @SanaullahSahwon
    @SanaullahSahwon 3 дня назад +4

    মাদারীপুর এমন ঘটনার অভাব নাই আমি নিজে জানি😮😮😮

  • @MdKamrulIslam-pf4mk
    @MdKamrulIslam-pf4mk 4 дня назад +8

    আমরা শুধু এসব দেখে গেছি আবার সারাজীবন দেখে যেতে হবে কিন্তু যারা মানুষ পাচার করে তাদের বিচার হয় নাই আর কখনো হবে না কী সন্দেহ

  • @RobelAli-w1z
    @RobelAli-w1z 7 часов назад

    আল্লাহ পাক সবাই কে হেপাজত জালিমদের জুলুম তেকে রক্ষা করেন আল্লাহ দেশের মানুষ কে আমিন❤

  • @ajmanbhuiyanrokib
    @ajmanbhuiyanrokib 4 дня назад +5

    মাদারীপুরেও আছে

  • @bdbiketravels
    @bdbiketravels 3 дня назад +5

    লোভে পাপ পাপে মৃত্যু 😢

  • @mdmiraj9020
    @mdmiraj9020 4 дня назад +8

    শরীয়তপুর প্রতি বাড়িতে দুই/এক জন ইতালিতে আছে....
    এরা এত রিস্ক নিয়ে কেন যায় ইতালিতে

    • @MDHasan-ol9gg
      @MDHasan-ol9gg 3 дня назад

      মাদারীপুর সম্পর্কে তোমার কোন ধারনা নাই😊

    • @anonymousman2521
      @anonymousman2521 3 дня назад +2

      পাশের ঘরের ঐশ্বর্য দেখে নিজেকে সামলানো কঠিন।

  • @faihahoque6073
    @faihahoque6073 3 дня назад

    Thank you Bangla vision for making such news. Keep up the good work 👍🏻

  • @রাকিবইসলামিককোরাআন-ফ৩চ

    আল্লাহ এইসব মাফিয়াদের উপযুক্ত শাস্তি দিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষের সন্তানকে রক্ষা করবেন আপনি আর বাংলাদেশের যেসব দালাল আছে সেসব দালালের এমন শাস্তি দাবি করতাছি কারো মা কারো বোন কারো ভাইয়ের কল যেন না খালি হয় একজন মা-বাবা বোঝে তার ছেলে সন্তানকে এমন নির্যাতন করলে প্রতিটা মানুষই বুঝতে পারে কতটা কষ্ট আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো

  • @ahsohaglibya5519
    @ahsohaglibya5519 4 дня назад +3

    প্রতি দিন চোখ র সামনে সরাসরি দেখছি

  • @mdshimul432
    @mdshimul432 15 часов назад

    আমাদের বাড়ি শরীয়তপুর নড়িয়াতে আমার চোখে দেখা এরকম অনেক ভুক্তভোগী ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে চোখের সামনে আল্লাহ তাআলা সবাইকে ভাল রাখুক🤲 🥺🥺

  • @shottershondhane333
    @shottershondhane333 4 дня назад +7

    সাংবাদিক ভাই বলছেন এমন ঘটনা এই এলাকায় নতুন নয় প্রতিনিয়ত ঘটে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনা দেখার পরেও অন্যরা কেন পাগল হয় ইতালি যাওয়ার জন্য আমার মতে এদের জন্য এটাই ঠিক আছে

  • @petukraja2910
    @petukraja2910 3 дня назад +3

    এইভাবেই আমার চাচা ইতালির গিয়েছে কিন্তু আমাদের ফকির বানিয়ে,,,,, আমাদের সব কিছু বিক্রি করে। সুদে টাকা এনে দিয়েছিলাম,,,, আমার চাচা এখন তার বৌ কে নিয়ে ইতালি থাকে আর আমরা ফকির,,,,,

  • @forhadfardin4957
    @forhadfardin4957 День назад +2

    😂😂আরো,জাও😂😂

  • @tastyplaincake
    @tastyplaincake 3 дня назад +3

    মানব পাচারকারীদের কঠোর শাস্তির দাবি জানাই।

  • @civila2ndshiftarman5th16
    @civila2ndshiftarman5th16 2 дня назад +1

    মানসিকতা পরিবর্তন করা উচিত আমাদের

  • @saifimmm
    @saifimmm 2 дня назад

    ভিডিওটি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ

  • @ArifKhan-m9h
    @ArifKhan-m9h 17 часов назад

    এরকম মাফিয়াদের কঠিন বিচার করতে হবে, ❤😢😢😢

  • @asifjamalbhuiyan4671
    @asifjamalbhuiyan4671 21 час назад +1

    বিচার 😢😢 চাই

  • @farhanislam2069
    @farhanislam2069 День назад +1

    alhamdulillah ami onk sundor vabi italy achi sora sori

  • @Nobel-75
    @Nobel-75 3 дня назад +1

    আমাদের শরীয়তপুরে এখন এইসব সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। সবাই জীবনের ঝুঁকি নিয়ে যায় 😅

  • @musheirrahaman-lm4er
    @musheirrahaman-lm4er 2 дня назад +1

    মানুষকে সতর্ক করা হচ্ছে তবুও মানুষ এই পথেই যাচ্ছে এই সমস্ত মানুষদের জন্য করুণা করে কোন লাভ নাই

  • @Amin-hc9tx
    @Amin-hc9tx 3 часа назад +1

    জায় কেন

  • @MdRakib-z5e1f
    @MdRakib-z5e1f 3 дня назад

    আহারে😢😢😢😢😢

  • @imtiaz-124
    @imtiaz-124 3 дня назад +1

    আমরা কোন কাজ কে বড় আর কোন কাজ ছোট সেটা দেখি। যদি সবাই সবার মন মত ছোট বড় কাজ করার স্বাধীণতা পেতো। তা হলে জীবনে ঝুঁকি নিয়ে কেউ অন্য দেশে পাড়ি দিতো না।

  • @JamalUddin-mp8en
    @JamalUddin-mp8en 18 часов назад

    আসসালামু আলাইকুম ভাই মালয়েশিয়া প্রবাসী আমার বাড়ি শরীয়তপুর আসলেই ভাইএকটা দুঃখজনক বিষয় কারণ আমরা খুব বেশি লোক করে ফেলাই লোভ করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাই কিন্তু যে দালালরা লোভ দেখায় তাদের কোন বিচার হয় না তাদের কোন প্রশাসন ধরে না তারা উন্মুক্ত ঘুরে বেড়াই আর আমাদের মতন সাধারণ মানুষ তাদের কাছে শিকার হয় আমি চাই এমন দালালদের এরকম দালালদের খুব বড় মাপের উচিত প্রশাসনের কাছে আমরা প্রবাসীদেরকে যে হেনস্তা করে দালালরা তাদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি মূলক বিচার করা উচিত

  • @mdnuruddindoulakhan9515
    @mdnuruddindoulakhan9515 3 дня назад

    শরীয়ত মারফত হাকিকত
    আল্লাহ হেপাজত করুন আমিন 🤲

  • @TanvirTanvir-j1r
    @TanvirTanvir-j1r 19 часов назад

    Gramer manush der donnobad

  • @mdmamun2981
    @mdmamun2981 3 дня назад +3

    জড়িতদের বিচারের দাবি জানাই

    • @Matrix-d5y
      @Matrix-d5y 3 дня назад

      তোমাদের এতো লোভ কেনো

  • @ShakhawateShimul
    @ShakhawateShimul День назад

    Shob Manush Jao Italy -;Amra dhoni Bangladesh chai. ❤️🤔🇧🇩

  • @MujaheadulIslam
    @MujaheadulIslam 4 дня назад +1

    কিছু কিছু মানুষের এমন হয় নিজের পরিচিত মানুষের কাছে এরকম নির্যাতন এর শিকার দেশের বাহিরে তাদেরকে কি বলা যায় 😢

  • @mahmudaakter4905
    @mahmudaakter4905 3 дня назад

    আল্লাহ তুমি উনাদের হেফাজত করো 🤲🤲আমিন

    • @onestar5782
      @onestar5782 20 часов назад

      তোদের আল্লাহ দুমুঠো ভাতের জোগাড় করে দিতে পারে না😂😂😂

  • @ManikMia-c5l
    @ManikMia-c5l 3 дня назад +2

    মানুষের উপর যত বিপদ আসে , তার বেশির ভাগ কারন লোভ সামলাতে না পাড়া ।

  • @ranaKhanleya
    @ranaKhanleya 13 часов назад

    এদের ধরে বিচারের আওতায় আনুন প্লিজ।

  • @nasirqatar4613
    @nasirqatar4613 День назад

    এর তীব্র নিন্দা করছি এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করছি।

  • @TrainRainThe
    @TrainRainThe 19 часов назад

    ইতালিতে যাইমু ভাই 😢😢

  • @XYZ-yo6oi
    @XYZ-yo6oi 15 часов назад

    নোয়াখালীতে আমার আশেপাশের ৫০ জনেরও বেশি লিভিয়া, তুর্কী, বলকান দিয়ে ইউরোপ চলে গেছে।
    অথচ আমি ভয়ে ভয়ে থাকে এখন দেশে ভিক্ষার অবস্থা। এখন নিজেও গেইম দেওয়ার ইচ্ছে

  • @ShahAlam-ep6gi
    @ShahAlam-ep6gi 3 дня назад +1

    বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার প্রশাসন থেকে প্রতিনিয়ত অবৈধ পথে বিদেশ না যাওয়ার জন্য জোর প্রচারণা চালানো উচিত।

  • @MamunMolla-f3b
    @MamunMolla-f3b 4 дня назад +2

    শরিয়তপুর থেকে বলছি

  • @JuwelMirdha-q4g
    @JuwelMirdha-q4g 3 дня назад +4

    শরিয়তপুর মানুষের লোভ বেশি,,

  • @abustv2117
    @abustv2117 День назад

    o amar bondhu 😢

  • @mdmunnaabir9628
    @mdmunnaabir9628 День назад

    আসসালামু আলাইকুম আমার নাম মোঃ মুন্না আমার বাড়ি মাদারীপুর মস্তপুর ইউনিয়ন সুচি আর ভাঙ্গা গ্রাম এরকম মাফিয়া চক্ষু আমাদের এলাকা থেকে ৬ থেকে ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমি চাই আমাদের এলাকাতে প্রায় ৮ থেকে ৯ জন ভুক্তভোগী আছে তাদেরকে নিয়ে একটি রিপোর্ট করা হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক এই মাফিয়া হাত থেকে

  • @jisansourov8837
    @jisansourov8837 3 дня назад

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤ সবাই কে কালেমার দাওয়াত দিয়ে গেলাম আমিন।

  • @RamjanHossain-z3w
    @RamjanHossain-z3w 2 дня назад

    প্রসাশনের কাছে জোর দাবি জানাচ্ছি, তদন্ত করে, দ্রুত আইনের আওতায় আনার জন্য আহব্বান জানাই। (রিপোর্টার শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ)

  • @tahsinahmed6997
    @tahsinahmed6997 3 дня назад

    😢😢😢😢 বেশি টাকা ইনকামের জন্য এই পথে যেনো আর কেউ না যায়

  • @mdzihad1983
    @mdzihad1983 22 часа назад

    আমার একটা জিনিস খুভ জানার ইচ্ছা এমন প্রতিবেদন অনেক tv চানেল প্রচার করে প্রচারের last a. জেলা প্রশাসক বা পুলিশ সুপারের একটা সাক্ষাতকার দেখি তারা দেখতেছে কেন এই দেখার ভিতর সীমাবদ্ধ থাকে। কেন অই দালাল দের পরিবারে প্রশাসন তাদের জেলহাজতে পেররন করেনা কেন তাদের সন্মান হানি করেনা৷ না হলে এম্ন দালাল এমন কাজ সারাজিবন করবে।

  • @shiponAna
    @shiponAna 2 дня назад

    আল্লাহ সবাইকে আপনি সাহায্য করুন আমিন।

  • @mdshamimhossen3287
    @mdshamimhossen3287 3 дня назад +1

    PBI এর কাছে অভিযোগ করা দরকার

  • @mdazizulhaqmolla
    @mdazizulhaqmolla День назад

    সব ঠিক কথা

  • @anwarparvez5837
    @anwarparvez5837 4 дня назад +5

    বৃহত্তম ফরিদপুরের বেশির ভাগ লোকই এভাবে আসে,এটি খুবই বিপদ জনক রুট, দয়া করে কেউ এই পথে আসবেন না।টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

    • @Nobel-75
      @Nobel-75 3 дня назад

      আমাদের শরীয়তপুরে এখন এইসব সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। সবাই জীবনের ঝুঁকি নিয়ে যায় 😅

  • @StarCustomer-cu3ow
    @StarCustomer-cu3ow 4 дня назад +4

    উচিত শিক্ষা উচিত শিক্ষা হয়েছে

  • @yunusalisurjo946
    @yunusalisurjo946 День назад

    Ei road a jawa valo😢😢

  • @axonaimon5688
    @axonaimon5688 4 дня назад +1

    Alhamdulillah 😅

  • @khairulIslam-xl4te
    @khairulIslam-xl4te День назад

    এই মানব পাচার কারীকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক আর যেন কোন কৃষকে ঘড় বাড়ি হারাতে নাহয়

    • @rawnakalikhan1954
      @rawnakalikhan1954 День назад

      টাকার ভাগ পায় নেতা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত।অতএব তাদের কিছুই হবে না।

  • @tariqrahaman3977
    @tariqrahaman3977 3 дня назад +3

    এরা সব জানে তার পরেও এই পথে আসে

  • @Hasansoniasonia
    @Hasansoniasonia День назад

    এটা সম্পুর্ন সত্যি কথা যা এখনও ঘটছে।😅😅😅

  • @mdalamgirHossain-o5n
    @mdalamgirHossain-o5n 4 дня назад +5

    এই অঞ্চলের মানুষের টাকার অনেক লোভ বেশি

  • @nahidmorol610
    @nahidmorol610 4 дня назад +3

    মাদারীপুর কি চিনোনা

  • @anwarnasima5634
    @anwarnasima5634 15 часов назад

    Kub balo huise

  • @tofikulislam1782
    @tofikulislam1782 2 дня назад

    আগে যারা লিবিয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা দরকার

  • @Johir-y7p
    @Johir-y7p День назад

    Amin

  • @mizanurrahmankhan9987
    @mizanurrahmankhan9987 3 дня назад

    Chokhe jol chole aslo

  • @adcreation31542
    @adcreation31542 2 дня назад

    এমন ঘটনা বহু আছে শরীয়তপুরের আনাচেকানাচে।

  • @আগামীর-বাংলাদেশ০.২

    I couldn’t control my tears 😢

  • @md.anwarhossain277
    @md.anwarhossain277 3 дня назад +1

    আসসালামু আলাইকুম। দয়া করে মেসেজটা পড়বেন। এই জেলার লোকগুলো এরকম। তারা লিগেলভাবে যেতে চায়না। লিগেলভাবে আজ যদি যেতো তাহলে আজ এরকম অবস্থা হতো না। আমি বাস্তব প্রমাণিত। আমার বন্ধু সে ১৮ লক্ষ করে যায় মিশর,এরপর লিবিয়া আছে। এরা কারও কথা শোনে না।

    • @anonymousman2521
      @anonymousman2521 3 дня назад

      লিগ্যাল ওয়ে খুবই সীমিত।

  • @hii2503
    @hii2503 3 дня назад

    ও আল্লাহ তায়ালা সাহায্য করো

  • @anwarhossen169
    @anwarhossen169 15 часов назад

    অন্তর্ভুক্তি কালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিষয়ের দিকে নজরদারি করার জন্য

  • @hii2503
    @hii2503 3 дня назад

    আহারে কি অবস্থা

  • @AlaminAlamin-td1mh
    @AlaminAlamin-td1mh 16 часов назад

    মাদারীপুর শরিয়ত পুর মানুষ এইসব কাজে লিপ্ত বেশি

  • @armyofmahdi99
    @armyofmahdi99 День назад

    কি হবে এত টাকা দিয়ে ভাই? টাকায় যদি সুখ কেনা যেত তাহলে সমস্ত সুখ ধনীরাই কিনে নিত? আমার মামাতো ভাই ওরকম মাফিয়াদের হাতে বন্দি হয়েছিল 30 লক্ষ টাকা দিয়েছে ইতালি যেতে পারে নাই বাংলাদেশে ফিরে এসেছে? শরীয়তপুর ,নড়িয়া থানা, ফতে জঙ্গিপুর, ইউনিয়ন?

  • @joshimjoshim7875
    @joshimjoshim7875 3 дня назад

    এধরনের কাজ যারা করে তাদের আইনের আওতায় আনা হোক

  • @sobujahmed6095
    @sobujahmed6095 3 дня назад +1

    আমাকে ও বলেছিল লিবিয়া থেকে ইতালি যেতে আমি যাই নায় এখন রুমানিয়া আছি বৈধ ভাবে ভাল আছি এখন আমার কাছে ইতালি হাতের মুঠায়,,

  • @gsmpaid
    @gsmpaid 4 дня назад +1

    আমার সাথে এমন হয়ছে।। আমি দেশে চলে আসছি। আমার থেকে ১০ লক্ষ টাকা নিছে।

    • @alikawsarsifat2900
      @alikawsarsifat2900 4 дня назад

      আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। কথা বলবো

  • @Syahman-r5r
    @Syahman-r5r 3 дня назад +3

    শরীয়তপুরের মানুষের টাকার লোভ অতিরিক্ত বেশি প্রতিবেশী বাড়িতে দোতলা বিল্ডিং দেখলে হিংসায় জলে পুরে ওনারে চিন্তা করে পাঁচতলা কিভাবে উঠাবে তাড়াতাড়ি
    এই লোবের কারণে আজ এই অবস্থা

    • @ফাঁকাআওয়াজ-য৩ত
      @ফাঁকাআওয়াজ-য৩ত 3 дня назад

      ভাই আমরা সবাই বলি লোভে পাপ, পাপে মৃত্যু। অথচ এমন কোন মানুষ নাই যে লোভ নাই।

    • @Syahman-r5r
      @Syahman-r5r 3 дня назад

      @ফাঁকাআওয়াজ-য৩ত ভাই লোভ থাকা ভালো কিন্তু সঠিক পথে তো আপনি এমন লোব করবেন ওই লোবে আপনার জীবন কেড়ে নেবে অতিরিক্ত কোন জিনিসই ভালো না কিন্তু আমাদের শরিতপুরের মানুষ গুলো খুবই লোভী

    • @ফাঁকাআওয়াজ-য৩ত
      @ফাঁকাআওয়াজ-য৩ত 3 дня назад +1

      @@Syahman-r5r ভাই সব শরীয়তপুরের না, ইতালিতে এখন বাংলাদেশের সব জেলার মানুষ আছে।

    • @Syahman-r5r
      @Syahman-r5r 3 дня назад

      @@ফাঁকাআওয়াজ-য৩ত সব জেলার মানুষ থাকলেও ভাই শরীয়তপুরের মানুষের উপর অত্যাচার একটু বেশি হয় এর কারণ হচ্ছে আমরা অতিরিক্ত লোব করি

  • @AshrafullKhan-j5y
    @AshrafullKhan-j5y 3 дня назад

    এই দালালের বিচার করা হোক কঠোর ভাবে যাতে এরকম কাজ আর কেউ না করতে পারে

  • @MdMahadi-bf4hs
    @MdMahadi-bf4hs 3 дня назад +1

    বিমানে পেয়েও তাকে ছেড়ে দিলেন ভাই 😢

  • @MdNajmulkhan-u9o
    @MdNajmulkhan-u9o 2 дня назад

    শরিয়তপুরের মানুষ বেশি ভাগি ২ নং কাজে জড়িত,তারা টাকা হলে নিজের বাবা মা,কেও বেঁচে দিবে,,খুজ নিয়ে দেখবেন,,

  • @md.alimuzzamanzaman6019
    @md.alimuzzamanzaman6019 3 дня назад +1

    এসব দেখেও মানুষের শিক্ষা হয় না, তারপরেও ইটালি যাওয়া লাগবে।

  • @RighteousMonk-m1m
    @RighteousMonk-m1m 4 дня назад +4

    শরীয়তপুরের লোক মহা পাঁজি। ঠিকই আছে।

    • @MdRakib-z5e1f
      @MdRakib-z5e1f 3 дня назад

      শরীয়তপুরের মানুষ অনেক ভালো❤❤❤❤❤

    • @SurmaSurma-ls3pt
      @SurmaSurma-ls3pt 3 дня назад

      ​@MdRa😮কিব-য😀😀5e1f

    • @riduahmed4881
      @riduahmed4881 День назад +1

      Kotha hishab kore bolben vai,
      Valo kharap shob jaygay ase..

  • @mdlokman118
    @mdlokman118 2 часа назад

    আরিফ৷ আমার৷৷৷ মামাতো৷ ভাই

  • @MohammadIzhar-ug3uj
    @MohammadIzhar-ug3uj 3 дня назад

    লোভে পাপ,পাপে মৃত্যু। মানুষ এতো লোভ কেন করে? যাচাই বাছাই না করে কেন অজানার পথে পা বাড়ায়।

  • @nasirroni3944
    @nasirroni3944 4 дня назад +1

    আমিন

  • @MdHasanAlihasan-e8o
    @MdHasanAlihasan-e8o 14 часов назад

    ড ইউনুসের কাছে বিচার চাই

  • @masudhassan5734
    @masudhassan5734 4 дня назад +1

    আপনাদের কেউ ইতালি থাকলে তার সাথে যোগাযোগ করে যে লিবিয়া থেকে ইতালি হয়ে আনার কথা বলেছে তার ছবি সহ ঠিকানা দিয়ে ইতালি পুলিশের কাছে দিলে ইতালি পুলিশ তাকে গ্রেফতার করবে যদি সঠিক প্রমাণ দিতে পারেন সেই ইতালিতে লোক আনে লিবিয়া থেকে

    • @KamrulMdKamrulHasan
      @KamrulMdKamrulHasan 4 дня назад

      এমন লোক আছে, আপনি কি পারবেন তাদের কিছু করতে।