মুসলমানে মুসলমানে মারামারি ইসলামে কখন হয়?কাজি জাবের

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 111

  • @towhidaaktar120
    @towhidaaktar120 Месяц назад +9

    অপেক্ষায় রইলাম জাবের বাবাজানের🙏সজল রওশন ভাইয়ের ভিডিও টা পাওয়ার জন্য 👍🏻

  • @md.a.h-xikoofficial.0070
    @md.a.h-xikoofficial.0070 Месяц назад +8

    সজল রোশন নিঃসন্দেহে একজন ভালো বক্তা। উনি কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আমরা চাই আপনি ওনার সাথে একটা আলোচনা পর্ব রাখেন।🎉❤🎉

    • @Guddu-j5x
      @Guddu-j5x 28 дней назад

      কেন ভাই কি কারণে।তর্ক বিতর্ক করায় হারাম।আর সজল সাহেব ও জাবের সাহেবের মধ্যে অনেক পার্থক্য এক জন কেবল প্রাথমিক ক্লাসে আর অন্য জন মাস্টার পাস। কেমন কি চান আপনি

    • @MdShadin-n1c
      @MdShadin-n1c 19 дней назад

      কাজে যাবে সাহেবের দোলস্য মানুষ সৌজন্য রোশন হবে না চ্যালেঞ্জ করে বলতে পারি

    • @MdShadin-n1c
      @MdShadin-n1c 19 дней назад

      বাংলাদেশে এমন কোন আলেম পয়দা হয় নাই যে যাবে সাহেবের সাথে যেকোনো বিষয় নিয়ে ইসলাম সম্বন্ধে কথা বলবে জাবেদ সাহেবের চটি কোন আলেম আসবে না তার সাথে বা আছে বুঝতে যে কোন বিষয় নিয়ে

  • @azizulhaquebiswas3878
    @azizulhaquebiswas3878 Месяц назад +3

    "মানুষের জন্য ধর্ম , ধর্মের জন্য মানুষ নয় "খুব মূল্যবান কথা । ধন্যবাদ আপনাকে ।

  • @MijanurRahman-bj2wf
    @MijanurRahman-bj2wf Месяц назад +26

    নবীয়ে পাকের নাম নেয়ার পরে,আমরা যে দরুদ শরিফ পরি যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাকের ব্যাখ্যা যদি আপনি ভিডিও দিতেন অনেক উপকৃত হইতাম দয়াল জয়গুরু

  • @MdAbuTalebArzu-b8v
    @MdAbuTalebArzu-b8v Месяц назад +3

    জাবের ভাই এবং সজলের রওশন ভাই দুইজনের আলোচনা একসাথে চাই দুইজনই আমার খুব প্রিয়

  • @NazrulIslam-kk3ku
    @NazrulIslam-kk3ku Месяц назад +4

    ❤জয় গুরু জাবের ভাই আপনি সঠিক কথা বলেন। সুরা বাকারার ৬২/নং আয়াত এর ব্যাখ্যা করবেন আশা করি

  • @TanjilaIslam-b3p
    @TanjilaIslam-b3p Месяц назад +5

    জয় গুরু কদম মুচি সজল রোসন দয়াল যদি দয়া করে একসাথে একটা ভিডিও করেন তবে ভালো লাগেতো জয় গুরু বাবা জাবের,,❤❤❤❤❤

  • @MdRobelBhuiyan-m5d
    @MdRobelBhuiyan-m5d Месяц назад +10

    আপনারাই হক হক ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahbobulAlam-z9l
    @MahbobulAlam-z9l Месяц назад +6

    ♥জয়গুরু♥
    সজল রোশন ও কাজি জাবের দুই জনই আমার প্রিয় ব্যাক্তিত্ব-
    এদেরকে এক সাথে দেখা এবং ইসলামের কথা বলা ভিডিও দেখলে অত্যন্ত খুশি হবো-
    আমি আশায় আছি...

    • @aydinrockop4163
      @aydinrockop4163 Месяц назад +1

      সজল সাহেব তো মারেফত বুঝেননা, তাহলে উনার সাথে জাবের সাহেবের কেন বসতে হচ্ছে?

    • @Mdmohiuddingaje-i8r
      @Mdmohiuddingaje-i8r Месяц назад

      জয়গুরওয়ালাকে মালাউন মালাউন লাগে!

  • @MdFaruk-j6q3f
    @MdFaruk-j6q3f Месяц назад +5

    ভাইজানের আলোচনা শুনে মনমুগ্ধ হলাম

  • @syedalip2703
    @syedalip2703 21 день назад +1

    আমার বক্তৃতাটা খুব ভালো লেগেছে, যদিও খুব সামান্য একটি বিষয় নিয়ে মনে কিছুটা অসন্তোষ রয়েছে। আমি চ্যানেলের এডিটরকে বলতে চাই যে, এখানে বক্তার মুখে সজল রোশনের নাম বা তার সম্পর্কে কোনো কথা শুনলাম না। তাহলে কি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আপনি তাকে থাম্বনেলে ব্যবহার করেছেন? যদি তা-ই হয়ে থাকে, তাহলে এটি খুবই অনুচিত এবং নিন্দনীয় কাজ হয়েছে।

  • @armyofmahdi99
    @armyofmahdi99 Месяц назад +3

    অনেক সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা করেছেন শায়েখ যা লক্ষ টাকার মৌলভি নিয়ে ও প্যান্ডেলে বসিয়ে শুনতে পারবো না!❤

  • @ourscience1234
    @ourscience1234 Месяц назад +1

    Shojol vi ar mama jaber.dui jon amr posondo.quran amr sok khule dise.❤

  • @faridislam5581
    @faridislam5581 Месяц назад +6

    জয় গুরু দয়াল মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী দরদীর দয়া ভিক্ষা চাই

    • @Mdmohiuddingaje-i8r
      @Mdmohiuddingaje-i8r Месяц назад

      জয়গুরু বললে আপনাকে মালাউন মনে হয়! দয়া ভিক্ষা মহান আল্লাহর নিকট করতে হয়। ওনারা নিজেরাই তো মহান আল্লাহর দরবারে দয়ার ভিক্ষুক। ভিক্ষুকের নিকট ভিক্ষা চান কেন?

  • @RahmatMia-ph1hj
    @RahmatMia-ph1hj Месяц назад +3

    আমি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ারছেলে তাহেরি সাহেব সত্যবাদী মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি চাই দিতে হবে

  • @mdrafiqbapary8571
    @mdrafiqbapary8571 Месяц назад +2

    অনেক কিছু জানলাম মারহাবা দয়াল বাবা বেদম শাহ আল জাহাঙ্গীর

  • @AtoarePramanik
    @AtoarePramanik Месяц назад +7

    আমি চাই দুইজনকে একসাথে দুজনে একসাথে লাইফ একটা ভিডিও

  • @Uchihatashin-07
    @Uchihatashin-07 Месяц назад +2

    আমি চাই জাবের ভাই ও রোশন ভাইকে এক সাথে।

  • @apurbasarker6276
    @apurbasarker6276 Месяц назад +4

    জয় শাহপরান জয় শাহজালাল 🇧🇩🙏

  • @RahmatMia-ph1hj
    @RahmatMia-ph1hj Месяц назад +2

    আমার মুর্শিদ কেবলা ওকাবা আমার বন্ধু রশিদ মাওলা জিন্দাবাদ লক্ষ্মী মোরা ফকির ভারি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া জেলা

    • @Mdmohiuddingaje-i8r
      @Mdmohiuddingaje-i8r Месяц назад

      জিন্দাবাদ লক্ষী কি জিনিস।

  • @subidmolla8459
    @subidmolla8459 9 дней назад

    সুন্দর ও সঠিক বক্তব্য

  • @Mdsabbir-vy8qx
    @Mdsabbir-vy8qx Месяц назад +2

    মানুষ
    - কাজী নজরুল ইসলাম
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
    সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    পূজারী, দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!-
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান্থ, ‘দ্বার খোলো বাবা, খাইনিকো সাত দিন!’
    সহসা বন্ধ হলো মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারি ফুকারি কয়,
    ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত-রুটি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন,
    বলে ‘বাবা, আমি ভুকা-ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা - ‘ভ্যালা হলো দেখি লেঠা,
    ভুখা আছো মরো গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল - ‘তা হলে শালা,
    সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারি ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা’বলে বন্ধ করনি প্রভু!
    তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
    মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
    কোথা চেঙ্গিস, গজনি-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি
    ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
    ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে,
    যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন্থ ভন্ডের দল! -মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন্থ; -গ্রন্থ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর, -বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশি করে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবারাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়তো ইহারি ঔরসে ভাই ইহারই কুটির-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দীপাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা বলে কর ঘৃণা!
    দেখো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে রবে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত-সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোনোখানে!
    তোমারি কামনা-রানি
    যুগে যুগে, পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি।

  • @babaislam-t4k
    @babaislam-t4k Месяц назад +1

    ওরকম কথা,,, কারো থেকে শুনি না,,,আমি অনেক বই দেখেছি এর ভায় এর কথা সব গুলা ঠিক আছে❤❤

  • @MdshorifKhan-o4u
    @MdshorifKhan-o4u Месяц назад

    জয় গুরু বাবা জাবের আল জাহাঙ্গীর। ❤❤❤❤❤❤❤

  • @SUFITV100M
    @SUFITV100M Месяц назад +1

    ❤❤❤J❤S❤❤❤

  • @MaynalHossain-l9v
    @MaynalHossain-l9v Месяц назад +1

    ইসলামের সত্য তুলে ধরেছেন বাংলার মাটিতে গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর ৷ আর এখন সত্য তুলে ধরেছেন কাজী জাবের আল সুরেষশরী ৷

  • @MstMaiful
    @MstMaiful Месяц назад +4

    দুজনেই এযুগের উজ্জ্বল নক্ষত্র।

  • @PAKHIKHANOM-w8f
    @PAKHIKHANOM-w8f Месяц назад +1

    Doyal baba joy guru❤❤❤

  • @jiaulhaque5183
    @jiaulhaque5183 Месяц назад +1

    Thank you sir

  • @MuhammadYT-i3r
    @MuhammadYT-i3r Месяц назад +4

    জয় গুরু

  • @mdalmamun4660
    @mdalmamun4660 Месяц назад

    Jaber bhai r shojol bhai khubi oshadharan Alochona koren... Mamun bhai er alochona o oshadharan... Tara aksathe ashle khubi sundhar gothonmulak shikka pawa jabe .. ja sobaike notun kore tader jibon k bujhte shikte help korbe bole ami asha kori ... Please if possible make it happen

  • @AlfeKhan-yz6nf
    @AlfeKhan-yz6nf Месяц назад

    Excilent speech.

  • @RanaRana-vs2bw
    @RanaRana-vs2bw Месяц назад +2

    মাওলা আলী হক

  • @MoriomNessa-zt4jd
    @MoriomNessa-zt4jd Месяц назад +1

    Itihash bolar jonno donnobad

  • @Md.shojibUddin
    @Md.shojibUddin 4 дня назад

    Sajal Roshan Qari Javed bhai rakshati❤❤❤

  • @mushahossain7836
    @mushahossain7836 Месяц назад +2

    Good job i like you

  • @RahmatMia-ph1hj
    @RahmatMia-ph1hj Месяц назад +1

    সুন্নি মুসলিম এক হও

  • @rejaulkarim513
    @rejaulkarim513 Месяц назад

    আললাহ হু আকবর ইয়া আহলে বায়াত ইয়া হাসান ইয়া হোসেন ইয়া মুরশিদ❤❤❤❤❤

  • @zakirhossen4587
    @zakirhossen4587 Месяц назад +1

    ❤❤❤❤joi guru❤❤❤❤❤🎉🎉🎉
    🎉🎉🎉

  • @md.rokibulislam5095
    @md.rokibulislam5095 Месяц назад

    জয় গুরু সঠিক দলিল

  • @mdkabir1854
    @mdkabir1854 Месяц назад

    Both of them are excellent

  • @fwahabiba5634
    @fwahabiba5634 Месяц назад

    আমিও দুজনের আলোচনা একসাথে চাই।

  • @TahminaEnterprise
    @TahminaEnterprise Месяц назад +1

    জি, খুব ভালো হয়।

  • @NusratJahan-di2ky
    @NusratJahan-di2ky Месяц назад

    ইয়া মওলা হোসাইন (আ)

  • @farhansayan7852
    @farhansayan7852 Месяц назад

    Jaber vahy 1 ta prosno 1. alahi osallam 2 sallallaho alaihi osallam 3 salamon alaihi kontar ortho ki daya kore janaben

  • @mdmaniksahmanik1306
    @mdmaniksahmanik1306 11 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdmojno7683
    @mdmojno7683 Месяц назад

    🙏🖤🙏

  • @rakibul9364
    @rakibul9364 Месяц назад

    খুব সুন্দর

  • @SoniyaKhan-e5f
    @SoniyaKhan-e5f Месяц назад

    অসাধারণ

  • @jubayergeorge
    @jubayergeorge Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @techbangla365bd
    @techbangla365bd Месяц назад

    আমি দুজনকেই একসাথে আলোচনায় দেখতে চাই

  • @SanidulIslam-l9s
    @SanidulIslam-l9s Месяц назад

    Joi Baba jahangir ❤

  • @RiponAhmed-d4q
    @RiponAhmed-d4q Месяц назад

    Right

  • @MdIqbalhossainDai
    @MdIqbalhossainDai Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahadiAlam-l1i
    @MahadiAlam-l1i Месяц назад

    জয় পাক পাঞ্জাতনের জয়।।

  • @muslemsikdar.2109
    @muslemsikdar.2109 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdurrahim2908
    @abdurrahim2908 Месяц назад

    হুম একসাথে চাই

  • @SumaiyaAktar-s8c
    @SumaiyaAktar-s8c Месяц назад +1

    ok

  • @AbdurRahim-hf4gf
    @AbdurRahim-hf4gf Месяц назад

    💐💐💐

  • @MdAnamulHq-g7k
    @MdAnamulHq-g7k Месяц назад

    নামাজে র দারায় মমিনের শএু মিশে থাকে

  • @bibinajma3094
    @bibinajma3094 Месяц назад

    Bhaisaheb allah bolen amar bandar vitore probesh koro Eta bhalo bhabe bujhale bhalo holo

  • @MdRezaulKarim-m5t
    @MdRezaulKarim-m5t Месяц назад

    জয় বাংলা শেখ হাসিনা সরকার বারবার দরকার

  • @sro356
    @sro356 Месяц назад

    আলী কে নিয়ে এতো বেশি মাতামাতি না করলেও পারতেন কারন তাকে হত‍্যা করা হয়েছে। যদি তার কোন ঐশ্বরিক শক্তি থাকতো তাহলে তিনি নিজেকে রক্ষা করতে পারতেন । এসব সবাই বুঝে যে আলী সহ সব সহাবী সাধারণ মানুষ ছিলেন ।

  • @NiloyMridha-on4lr
    @NiloyMridha-on4lr Месяц назад

    kaji jaber al jahingir vs sajol rawson

  • @MohoshinMiya-k1y
    @MohoshinMiya-k1y Месяц назад

    ভুলের।জন্য।।খমাচাই। আল্লাহর।শিয়ারা।হাবিব।আপনী।আমার।।জন্য

  • @MstMaiful
    @MstMaiful Месяц назад

    দয়াল নবীর কোন ওয়ারিশ নাই? কেউ সুরা আযহাবের ৪০ আয়াতের উদাহরণ দেয়। কোরআনের আলোকে বিস্তারিত জানতে চাই।

  • @MdAlauddin-p3q
    @MdAlauddin-p3q Месяц назад

    বাবা আকিকা কি কুরআন সমমতো

  • @EsrafilSk-q5s
    @EsrafilSk-q5s Месяц назад +1

    আপনার কিছু কিছু কথা শুনতে ভালো লাগে কিন্তু কোরআন বলছে নবী রাসুলের মধ্যে পার্থক্য করা যাবে না কিন্তু আপনি জাবের ভাই পার্থক্য করে ফেললেন।

    • @babajahangir
      @babajahangir  Месяц назад +1

      কোথায় বলছে?

    • @tellthetruthandfollowtheri1275
      @tellthetruthandfollowtheri1275 Месяц назад +1

      নবী আর রাসুল এক জিনিস নয়!নবী ও রাসূলের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।

  • @nazrulislamnew9623
    @nazrulislamnew9623 Месяц назад

    কাজি জাবের বাটপার তবে সজল রোসন ঠিক আছে।

  • @Voiceartist.369
    @Voiceartist.369 Месяц назад +1

    ভাই এই সব কথা তো কোন হুজুর কখনো বলে না।

  • @unknown-gx3ty
    @unknown-gx3ty Месяц назад

    আমি চাই মনে প্রানে

  • @najmulhuq5698
    @najmulhuq5698 Месяц назад

    Ohabether ketab porle nowjubella boltehoy ar ahale sunnatual jamater ketab porle subahanalla porte hoy

  • @najmulhuq5698
    @najmulhuq5698 Месяц назад

    Sotto kothey manush bejer gorom bate beral bejar

  • @najmulhuq5698
    @najmulhuq5698 Месяц назад

    Sokter pujare hoyona pemer pujare hou

  • @SouravhossainShaikh
    @SouravhossainShaikh Месяц назад

    Baba ar korte hobe na a sakal book hate neya haram na jayez

  • @MdmoneIslam-gj4sj
    @MdmoneIslam-gj4sj Месяц назад

    Joyগুরু❤❤❤❤❤

  • @zulfiqarabdin8983
    @zulfiqarabdin8983 Месяц назад

    দুজনকেই শুভেচ্ছা।

  • @noyonpodan6185
    @noyonpodan6185 Месяц назад

    🙏🏽🙏🏽🙏🏽

  • @comment2758
    @comment2758 Месяц назад

    কুরান বইয়ে অশান্তির কথা বলা আছে, যা সভ্য জাতীর জন্য আতংকিত বিষয়।

    • @clippingfactory2477
      @clippingfactory2477 Месяц назад

      Ekhane ese faltu kotha bolben na. ei apnader moto lokder jonno joto osanti