শ্বশুর আব্বার আনা চাল দিয়ে শীতের পিঠা বানালাম। 😊মাছের ডিম ভুনা।

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 126

  • @naziasultanamazumder2285
    @naziasultanamazumder2285 2 месяца назад +1

    আপু আপনি যে জাল খান আমার খুব পছন্দ l কারণ আমি ও ক্ষোভ জাল কেতে পারি l

  • @bdvloggersuraiya2073
    @bdvloggersuraiya2073 Год назад +1

    আপু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম পিঠা রেসিপি টা অসাধারণ হয়েছে

  • @nabidshahariar2779
    @nabidshahariar2779 Год назад +3

    ভাপা পিঠা গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা।

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      তাই আপু। ঠিক আছে খেয়ে দেখবো ইনশাআল্লাহ। 😊

  • @SheulisFamily
    @SheulisFamily Месяц назад

    লাইক দিয়ে দেখা শুরু করলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে ধনিয়া পাতা কাঁচামরিচ পেয়াজ আর ডিম জোড়া দিয়ে আমি অনেকবার বানিয়েছি বাপা পিঠা আমার কাছে রুটি দিয়ে লাউ তরকারি খেতে খুব মজা লাগে ❤❤❤❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Месяц назад

      আমার মিষ্টি আপু এতো সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 🥰

  • @SimplelifeWithTashrifmummy
    @SimplelifeWithTashrifmummy 2 месяца назад

    প্রিয় আপু ডিম ভুনাটা অনেক লোভনীয় হয়েছে ❤️

  • @masukmiya2246
    @masukmiya2246 10 месяцев назад

    খুব ভালো লাগলো আপু ভিডিওটি, আর আপনার মজার মজার খাবার গুলি,ইচ্ছে করে খেতে বসে যায় ☺️☺️

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  10 месяцев назад

      আমার মিষ্টি আপুটাকে যদি আমি খাওয়াতে পারতাম। 😊আমার আপুটা এতো কিউট কি বলবো। 🥰

    • @masukmiya2246
      @masukmiya2246 10 месяцев назад

      @@simplelifewithprobashirbou9624 ☺️

  • @VillagelifewithTanjila
    @VillagelifewithTanjila Год назад +2

    আপু ফাস্ট লাইক কমেন্ট করে খুব খুশি আমি

  • @বৃষ্টিমনিBristyMony

    আপু আমার মা এভাবে ঝাল ভাপা পিঠা বানায় কিন্তু লাউ দিয়ে খেতে কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো ❤❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। আপু আপনি চাইলে খেয়ে দেখতে পারেন।😊

  • @sahidaaktar3377
    @sahidaaktar3377 Год назад

    আপু আপনার এই কথা টা আমার কাছে অনেক ভালো লাগে ❤আপনাদের একটা লাইক কথা টা ❤ তাই একটা লাইক দিলাম আপু

  • @Jannatulmawa-n4y
    @Jannatulmawa-n4y Год назад

    খুব ইসুন্দর হয়েছে ভিডিওটা

  • @mumhafsasvlog4105
    @mumhafsasvlog4105 Год назад

    আসসালামু আলাইকুম আপু। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক লোভনীয় দেখাচ্ছে। বাহিরের পিঠা আমাদেরও খুব একটা খাওয়া হয় না।খুদের চাল অনেক দিন খাওয়া হয় না।

  • @sahidaaktar3377
    @sahidaaktar3377 Год назад

    খুব সুন্দর ভিডিও খাজা গুলো দেখতে মাশাআল্লাহ আপু খাজার বানানো টা হলো করব ইংশাআল্লহ

  • @Taniarecipeandtips
    @Taniarecipeandtips Год назад

    অনেক সুন্দর হয়েছে পুরো ভিডিও টি। এগিয়ে যান পাশে আছি ❤

  • @linakhalidfamilyvlogs
    @linakhalidfamilyvlogs Год назад

    অনেক সুন্দর ভিডিও দেখলাম আপু ❤❤লাইক ডান

  • @skkabir6117
    @skkabir6117 11 месяцев назад

    Apu kamon achen tomar ak ta video dakhar por ato valo laglo je sob golo ak ta akta kore dakhe nilam

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  11 месяцев назад +1

      তাই আপু। 😊অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু।

  • @limassweethomebd
    @limassweethomebd Год назад

    মাশাআল্লাহ আপু তোমার ভিডিও খুবই ভাল লাগল। আমি আগে কখনও লাউ দিয়ে ভাপা পিঠা দেতে দেখি নাই আর খাইও নাই আপু।😊

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। আপু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গুড় দিয়ে খাই আবার এই ভাবে ও খাই।😊

  • @halimabegum1381
    @halimabegum1381 11 месяцев назад

    Assalamu Alaikum nice video

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  11 месяцев назад

      ওয়ালাইকুম আসসালাম।ধন্যবাদ প্রিয় আপু।

  • @sohaandme
    @sohaandme Год назад +1

    সত্যিই আপুর ভিডিও এন্গেল অনেক ভালো,মাশাআল্লাহ ভিডিওটা অনেক ভালোলাগলো!
    আর দুপুরের খাবারটা কিন্তু লোভনীয় ছিলো😋

  • @1-LifeOfMim
    @1-LifeOfMim Год назад

    প্রিয় বোন ভাপা পিঠা লাউ দিয়ে খাওয়া প্রথম দেখলাম তবে ট্রাই করবো দুপুরের মজার রান্না করলে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভ্লগটা 17:31

  • @mdfirujmahmud1500
    @mdfirujmahmud1500 Год назад +1

    Apu ami onek khusi hoisi tmi je amr kotha bolso ato darun ranna korso amk dayad dibana tanjina apu coto bon mim comment korse ripley dibana🥰🥰🥰

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      আমার ছোট বোন কমেন্ট করেছে আর আমি রিপ্লাই দিবনা তা কি হয়।😊তুমার দাওয়াত রইলো প্রিয় আপু। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে কমেন্ট করার জন্য। ☺️

  • @mdyousof3884
    @mdyousof3884 Год назад

    খুব সুন্দর হইছে আপু আমিও লেবুর চামড়াটা পছন্দ করি

  • @JFordinarylife
    @JFordinarylife Год назад

    আপু খুব সুন্দর লাগলো ভিডিও টা ❤

  • @olissky
    @olissky Год назад

    আপু এই প্রথম অন্য রকম ভাপা পিঠা দেখলাম❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      আপু আমাদের এই দিকে এই ভাবে খাওয়া হয় আবার মিষ্টি পিঠা টাও খাওয়া হয়।

  • @BangladeshiVloggerRema
    @BangladeshiVloggerRema Год назад

    নটিফিকেশন পেয়ে দেখা শুরু করলাম

  • @jhumurlifestyle199
    @jhumurlifestyle199 Год назад +1

    আপু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ কিন্তু আমি এই প্রথম দেখলাম❤❤

  • @mdrasel7734
    @mdrasel7734 Год назад

    কেমন আছ আপু আমি নানির বাড়িতে বেরাতে এসেছি তাই ভিডিও দেখতে পারি নাই এখন দেখলাম অনেক সুন্দর হয়েছে আপু আমি কখনো এই ভাবে ভাপা পিঠা খাইনাই কোনো দিন শুনিনাই যে এভাবে খাওয়া যায় তবে খেয়ে দেখবো ইনশাআল্লাহ

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। তুমি কেমন আছো। কোন সমস্যা নেই প্রিয় আপু। নানুর বাড়িতে সবাই কে নিয়ে অনেক অনেক আনন্দ করো।

  • @AyeshasiddikaAyeshasiddika-v5q

    Apu AK den goru mangsher jol dea khaben Valo lagbe

  • @RashidasLifesVlogs057
    @RashidasLifesVlogs057 Год назад

    মাশাআল্লাহ পিঠা রেসিপি টা অনেক মজাদার হয়েছে❤❤

  • @rupamamun737
    @rupamamun737 Год назад +1

    আপু আপনার সবজি কাটা অনেক সুন্দর ❤❤

  • @shailaskitchengallery7803
    @shailaskitchengallery7803 Год назад

    মাশাআল্লাহ 😊😊

  • @FarzanaM-t2j
    @FarzanaM-t2j Год назад

    Khub sundor hoice apu

  • @TasmiVlogs
    @TasmiVlogs Год назад

    খুব সুন্দর হয়েছে আপু আজকের ভিডিও দেখলাম ভালো লাগলো ❤️❤️

  • @TasinRahman-m9e
    @TasinRahman-m9e Год назад

    very nice

  • @mdsamrat1208
    @mdsamrat1208 Год назад

    Vhalo laglo apu ❤

  • @NilufaNilu662
    @NilufaNilu662 Год назад

    আমি জীবনে ও খাই নি তবে এখন বসে আছি দেখবো

  • @shornaBhuiya
    @shornaBhuiya Год назад

    ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু,পাশে থাকবে💐💐

  • @bdsaddamkhan404
    @bdsaddamkhan404 Год назад

    আপু তুমাকে অনেক ধন্যবাদ
    আপু আমি ও আজকে মিষ্টি কোমরা ভাজি করেছি

  • @mnvlog5431
    @mnvlog5431 Год назад

    মাশাল্লাহ পিঠা গুলো দারুণ হয়েছে আপু ❤❤❤

  • @ShantaIslamsvlogs
    @ShantaIslamsvlogs Год назад

    প্রথম বার ভিডিও দেখালাম আপু খুবই ভালো লাগলো আপু আমার ও কেউ জানেনা আমি যে ভিডিও করি আমি তোমার অবস্থাটা অনুভব করতে পারছি ভালোবাসা রইলো আপু তোমার জন্য 💞💞

  • @abdullatib4667
    @abdullatib4667 Год назад

    আমার প্রিয় আপু আমি কোনো দিন খাইনি ভাবা পিঠা আর লাউ তরকারি আমার প্রিয় জেলা সিরাজগঞ্জ সদর ❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      খেয়ে দেখতে পারেন। ভালো লাগতেও পারে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সবসময় সুন্দর করে কমেন্ট করার জন্য।

  • @homework1106
    @homework1106 Год назад

    আপু খুব ভালো লাগছে ❤❤❤

  • @anjuman_ara0
    @anjuman_ara0 Год назад

    আপু এভাবে কখন ভাপা পিঠা খাইনি তবে মনে হচ্ছে মজা হবে খেতে❤আর রান্না কথা কি বলবো বরাবরই অনেক মজার মজার রান্না করো❤ যাই হোক অনেক ভালো থেকো❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু।

    • @anjuman_ara0
      @anjuman_ara0 Год назад

      @@simplelifewithprobashirbou9624 ❤️❤️❤️

  • @UmmeHani-s8k
    @UmmeHani-s8k Год назад

    Apu onek din dore tomr video dekhi but comment kora hoi na.. Apu tomr video amr kase onek valo lage... Tomr R hira apur volg best..

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু। এতো সুন্দর করে কমেন্ট করার জন্য।

  • @allomellogalaxi5882
    @allomellogalaxi5882 Год назад

    আপু অনেক ভাল লাগলো,, ভাপা পিঠা আমার ও পছন্দ তবে মিষ্টিটা।। এটা আমার বাড়িতে আগে বানানো হতো আমার দাদীর জন্য। উনি এটা অনেক পছন্দ করতেন তাই আম্মু আলাদা করে দাদীকে জন্য বানিয়ে দিতেন।। তবে এখন আর বানানো হয় না কারন আমার দাদী আর নেই😢আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন আমিন।।। আজ তোমার পিঠা বানানো দেখে দাদীর কথা অনেক মনে পড়ছে😭

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      আমিন।🤲প্রিয় মানুষ গুলো আমাদের মাঝে না থাকলেও তাদের সৃতি। সবসময় আমাদেরকে তাদের কথা মনে করিয়ে দেই।মন খারাপ করনা আপু।

  • @minimb2783
    @minimb2783 Год назад

    ❤❤❤আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আপু আমি আপনার ভিডিও দেখে দেখে রান্না করি আপু নাস্তার ভিডিও টা আবার দিয়েন আপু আপনার ভিডিও দেখলে আমার মন শান্তি হয় ❤❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু এতো সুন্দর করে কমেন্ট করার জন্য।

    • @minimb2783
      @minimb2783 Год назад

      @@simplelifewithprobashirbou9624 Nice Apu

  • @skkabir6117
    @skkabir6117 11 месяцев назад

    Tomar sob video amar kodine dakha hoya gacha r kota matto baki

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  11 месяцев назад +1

      আমকে এতো এতো ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। 😊

  • @mdrasel7734
    @mdrasel7734 Год назад

    আপু নুতন ভিডিও কবে দিবে অনেক অনেক মিস করছি

  • @mddelowerdelower9261
    @mddelowerdelower9261 Год назад

    আপু শিপা মামনির চুলের যত্ন কিভাবে করেন প্লিজ দেখান

  • @md.arafathussain7476
    @md.arafathussain7476 Год назад

    Music na diye ki video hoyna apu 🙄

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      প্রিয় আপু মিউজিক ছাড়াও ভিডিও হয়।তবে আপনারা পছন্দ করবেন কিনা সেটা জানিনা।

  • @afsanakhan-im6gt
    @afsanakhan-im6gt Год назад

    Appu Tumi bhapa pitha banate ki chala guru dao bolba

  • @jannatulferdousjannatulfer7421

    Apu tmi akhn koi thako ??dhakar...tmr video khub valo Lage TV te dekhi tai comments krt late Hye jay❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      প্রিয় আপু আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি।অনেক অনেক ধন্যবাদ আপু।

  • @YasminHiyaBlog
    @YasminHiyaBlog Год назад

    Apu amon vapa pitha kokono kaini.apu kaja gula ki depe rekechilen.macher dim kub loboniyo hoyeche apu.sotti saradin somoyey paina.

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      না আপু ফ্রিজে রাখতে হবেনা একটা বক্স রেখে দিও তাহলেই ভালো থাকবে।ধন্যবাদ আপু।

  • @Afraafrin2018
    @Afraafrin2018 Год назад

    Afra afrin mom vlog ata amar channel

  • @ifranislam1318
    @ifranislam1318 Год назад

    আপু আপনি আমার মত। আপনার ভিতরে অনেক কিছু খুঁজে পাই আমার মতো। আমি ও লেবুর রস খাই না ছিলকা খাই😅। আর আপু মনি তোমার কি ভাগ্য তোমার শ্বশুর তোমাকে চাল বাড়ি থেকে এনে দিয়ে যায় ❤❤

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      আমার প্রিয় আপুদের সাথে আমার মিল থাকলে আমারও অনেক ভালো লাগে। 😊আপু আমার মনে হচ্ছে আমি অনেক দিন পরে তুমার সাথে কথা বলছি।

    • @ifranislam1318
      @ifranislam1318 Год назад

      @@simplelifewithprobashirbou9624 হিম আপু আমি তোমার একটা ভিডিও ও একটা ভিডিও দেখা মিস করি না কিন্তু কমেন্ট করা হয় না।।। ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথে ডাউনলোড করে রাখি ফ্রি হলে দেখি। কেমন আছো আপু তুমি? আমার আপু আমাকে মনে রেখেছে এখন থেকে কথা দিলাম প্রতিদিন তোমার ভিডিওতে কমেন্ট করব এবং দেখবো। তুমিও আমাকে ভুলে যেও না আপু আমার নাম ইমু।

  • @shathisikder4076
    @shathisikder4076 Год назад

    যেখানে আমার গুরুত্ব নাই সেখানে থেকে
    আমি চুপচাপ সরে আসি.!😭😥

  • @msbedan1233
    @msbedan1233 Год назад

    আপু গত ভিডিওতে আমি আপনাকে কমেন্ট করেছিলাম আমার মোবাইলে কিছু সমস্যা হয় আমি আমার মোবাইল থেকে কমেন্ট করতে পারেনি। কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আর আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার ভিডিওতে আমার নাম নেওয়ার জন্য। আর আপু আরেকটা রিকোয়েস্ট আপনার বাসার হোম টুর দেখতে চাই।

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      প্রিয় আপু আমাকে একটু সময় দেন ইনশাআল্লাহ আমি হোম ট্যুর দিব। ধন্যবাদ আপু।

  • @Nilu123
    @Nilu123 Год назад

    আসসালামু আলাইকুম আপু কিভাবে মিলে গেল আমিও কিন্তু ৮ রকমের ভর্তা করেছি অবশ্য কেনা খুদের চাল আমাকে আর কে গ্রাম থেকে ক্ষুদে চাল এনে দিবে সেরকম কেউ নেই আর রাত্রে কিন্তু ভাপা পিঠা ও তৈরি করেছিলাম অবশ্য মিষ্টিটা। ভাপা পিঠা আর চিতই পিঠাটা একটু গরম গরম খেতে হয় না হলে পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      প্রিয় আপু তোমাদের সাথে জখন আমার মিলে যায় আমার তখন অনেক ভালো লাগে। 😊

  • @skkabir6117
    @skkabir6117 11 месяцев назад

    Khob valo lage apu tomar kaj amar chelar name sk kabir piz apu nam ta neba

  • @sahidedit6107
    @sahidedit6107 Год назад

    Apu apnar bor ki kaj kore r beton kto

  • @YphdjrGoxid
    @YphdjrGoxid Год назад

    Apo apner bajar ke kore dei

  • @mohammadjihad7063
    @mohammadjihad7063 Год назад

    আচ্চা আপু আপনি যে রান্না করার পর সাথে সাথে হাড়ি পাতিল ধুয়ে ফেলেন তো ভাত খাওয়ার পর যদি বাটিতে তরকারি থেকে যাই সে গুলা কি করেন।।আর আপু আপনি কি সকালে একবার রাতে একবার তরকারি রান্না করেন 😊😊

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад +1

      না আমার প্রিয় আপু আমি সব সময় দুপুরে রান্না করি। আর সকালেও করি সকালে যেটা করি সেটা শুধু সকালে খাওয়ার জন্য করি। বাকি প্রশ্নের উত্তর ভিডিওতে দিব ঠিক আছে প্রিয় আপু।

  • @arfinajijsharia
    @arfinajijsharia Год назад

    আপু এতো দেরি করে ভিডিও দেন কেন,,আর আমি ভাপা পিঠা এভাবে পছন্দ করিনা,, খেজুরগুড় আর নারিকেল দিয়ে পছন্দ করি,, তাও সর্বোচ্চ ২ টা,,আর এমনিতেও আমি তেমন কোন পিঠা পছন্দ করিনা

    • @simplelifewithprobashirbou9624
      @simplelifewithprobashirbou9624  Год назад

      আপু আমরা দুইটাই পছন্দ করি। 😊আমিও পিঠা কম খাই।ধন্যবাদ প্রিয় আপু।